নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

♣ সালাম সিনেমা : নস্টালজিক সিনেমাখোর ব্লগার....♣

০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৫



হয়তো কারো বুকে মাথা রেখে

দীর্ঘশ্বাস হাসি দিয়ে ঢেকে

নিরাপত্তার উষ্ণতা নিয়ে

থাকবে যন্ত্রণায়....




এই যন্ত্রণা তখনই হয়,

যদি পরের এপিসোডটা খুব বেশি রকমের মনকাড়া না হয়।



কিন্তু যদি মানুষটা ‪"তিতলি"-র বাবার মতো হয়, তবে কষ্টগুলো, হারানোর ব্যথাগুলো আর তেমন বাজে না।



আর সাথে বিশ্বস্ততাও একটা বিষয়। বিশ্বাসযোগ্য থাকার চেষ্টা করাও একটা বিষয়।



তাই দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী যদি দু'জনের প্রতি খুবই আন্তরিক হয়, বিশ্বস্ত হয় তবে

জীবনটা অনেক সুন্দর হয়ে যায়।



কৈশোরের প্রেম অনেক রঙিন হলেও তাতে অনেকই ভুল থাকে।

এই সময়টাতে বাবা-মাকে খুব সাবধানী হতে হয় সন্তানের আবেগের দিকে দৃষ্টি রাখতে।

ঋতুপর্ণ ঘোষ এর তিতলি তে অনেকই মুগ্ধতা....



দারুণ একটা গান-

মেঘ পিয়নের ব্যাগের ভেতর

মন খারাপের দিস্তা

মন খারাপ হলে কুয়াশা হয়,

ব্যাকুল হলে তিস্তা।

মন খারাপের খবর আসে

মন খারাপের খবর আসে

বন পাহাড়ের দেশে

চৌকোনো সব বাক্সে

যেথায় যেমন থাকসে

মন খারাপের খবর পড়ে দাড়ুন ভালবেসে।




২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি তিতলি (The First Monsoon Day) যার আইএমডিবি রেটিং ৭.৫ ।

এটি বম্বে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল-এ এফআইপিআরইএসসিআই পুরস্কার (জুরি পুরস্কার) বিজয়ী ।

৩০ মে ছিল ঋতুপর্ণ ঘোষের প্রথম মৃত্যুবার্ষিকী । সিনেমার তৈরীর প্রতি ঋতুপর্ণের ডেডিকেশন একজন দর্শক হিসেবে আন্দাজ করেছিলাম তার "খেলা" সিনেমাটা দেখে । যেখানে তার মনমতো চরিত্র খুজেঁ পেতে পরিচালকের সে কী খোঁজ !



তারই সহকারী পরিচালকের রানা পাল এর লেখা (শ্রদ্ধাঞ্জলি-ঋতুর সঙ্গে ৫/৬/'১৪, প্রথম আলো) থেকে পড়লাম সেই কথার বাস্তব নিদর্শন । "সব চরিত্র" কাল্পনিক" ছবির শুটিংয়ে তিনি যেমনটি তেম একটি স্কুল ব্যাগ পাননি বলে শুটিং বন্ধ করে দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন । পরদিন সেই ব্যাগ এলে তিনি সেই শট নেন ।



ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে আলোচনা করেছি তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মূলত । তিনি এমন একজন পরিচালক তার তৈরী সিনেমাগুলো দেখলে তার প্রতি আপনার শ্রদ্ধা বাড়বেই । তিনি নারীর মনস্তত্ত্ব নিয়ে যে কী অসাধারণ ভাবে নির্মান করেছেন তার ম্যুভিগুলো তা দেখলেই বোঝা যায় ।

ঋতুপর্ণ ঘোষের কয়েকটা ম্যুভি নিয়ে আমার আগের পোস্ট...

♣ ভাবনার জগতকে নাড়িয়ে দেয়া ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো-প্রথম কিস্তি ♣





ব্লগে সিনেমা/ম্যুভি-র কথা আসলেই যাদের কথা না আনলেই নয়

সামহোয়ারইন ব্লগ মাতিয়ে রাখা সেইসব সিনেমাখোর ব্লগারদের কতোটা মিস করি তারা হয়তো কখনোই বুঝবে না ।
তাদের মিস করার একটা বিশেষ কারণ হচ্ছে সবাই ফেসবুকে "সিনমোখোর আড্ডা"-র এডমিন ছিলেন প্রথম দিকে । সেই সুবাদে সুযোগ পেলেই চলতো দারুন সিনে আড্ডা ।

দারাশিকো

কাউসার রুশো

দূর্যোধন

মাস্টার

নাফিজ মুনতাসির রবিন

ফেলুদার চারমিনার

স্নিগ

ইউসুফ খান (তানিম নূর)

পুশকিন



সিনেমাখোর ব্লগারদের প্রতি ভালোবাসার এই নিদর্শন আমার ফটোব্লগ...

সিনেমাখোরদের বিশাল আড্ডা!!!

ইদানিং ছীবগুলো দেখা যাচ্ছে না...কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করলে কৃতার্থ হবো ।



তাদের কথা ভাবতে গিয়েই খোঁজ নিয়ে দেখলাম গত মে মাসে ব্লগে সিনেমা পোস্ট কেমন এসেছে... মে মাসে প্রায় ছয় হাজার এর উপরে পোস্ট এসেছে এবং এদের মধ্যে সিনেমা সংক্রান্ত পোস্ট এসেছে ২৭ টি (আরো থাকলেও হয়তো আমার চোখ এড়িয়ে গেছে) ।

সিনেমা নিয়ে বলার অনেককিছু থাকলেও এখন তাত্ত্বিক বা আবেগী কোন কথায় যেতে চাচ্ছি না ।



১ মে ২০১৪

সেই ম্যাকগাইভার.. আর তার অসাধারন দুইটা মুভি রিভিউ -ছাইচাপা আগ্নেয়গিরি



মুভি রিভিউ অথবা কিছুই না -আহমেদ আলাউদ্দিন



মুভি রিভিউঃ “π” - নাভিদ কায়সার রায়ান



৩ মে ২০১৪

এনিমেশন ও আমাদের এনিমেশন জগত- নাজমুল হাসান মজুমদার



৪ মে ২০১৪

রাজিন রিভিউ: The Amazing Spider-Man 2-রাজিন



মুভি রিভিউঃ The Lunchbox-নাভিদ কায়সার রায়ান



খ্যাতিমান ইংরেজ অভিনেত্রী অড্রে হেপবার্নের ৮৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা-কোবিদ



৫ মে ২০১৪

মুভি :: Miracle In Cell No, 7------ অশ্রুধারা নামাবেই!-চটপট ক



৬মে ২০১৪

মুভি রিভিউঃ ক্যাপ্টেন ফিলিপস (২০১৩), বাংলাদেশের স্পেশাল কম্যান্ডো টীম সোয়াডস ও মুদ্রার অপর পিঠ-নিঃসঙ্গ অভিযাত্রিক



৭ মে ২০১৪

স্বপ্নের নায়িকা মৌসুমী - তুমি যে কখন এসে মন চুরি করেছ-কান্ডারি অথর্ব



৮ মে ২০১৪

মুভি রিভিউ : স্প্রিং-সামার-ফল-উইন্টার এবং স্প্রিং-নাজমুল হাসান মজুমদার



৪৫ বছর পূর্ণ করল সত্যজিৎ - এর “গুপি গাইন বাঘা বাইন”-কবি কালিদাশ



৯ মে ২০১৪

No Mercy : বেস্ট কোরিয়ান রিভেঞ্জ থ্রিলার



১৩ মে ২০১৪

মুভি রিভিউঃ Dead Poets Society-নাভিদ কায়সার রায়ান



১৪ মে ২০১৪

বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেনের ৯১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা-কোবিদ



চলচ্চিত্রে সরকারী অনুদানপ্রথা: কিছু প্রশ্ন, কিছু মন্তব্য এবং শুভ কামনা-েবলায়াত



১৯ মে ২০১৪

এবার তাহলে যুদ্ধশিশু ? গুন্ডের কথা মনে নাই?মনে নাই ফেলানির কথা ? -আশাফ আনিস



২০ মে ২০১৪

একটি বই, একটি মুভি “দি একসরসিস্ট”-ইমরুল_কায়েস



২১ মে ২০১৪

'যুদ্ধশিশু' দেখার সম্পূরক প্রতিক্রিয়া...-েবলায়াত



কমন জেন্ডারঃ জন্মই যাদের আজন্ম পাপ-ভালোবাসার চিঠি



২২ মে ২০১৪

মুভি রিভিউঃ Three Colors Trilogy- নাভিদ কায়সার রায়ান



যৌথ প্রযোজনার ভারতীয় সিনেমা -মুভি রিভিউ -এক্স রে



২৩ মে ২০১৪

Grave of the Fireflies (1988) - Isao Takahata- অ রণ্য



২৫ মে ২০১৪

যুদ্ধ শিশু : মুভি রিভিউ -যেখানে "গেরিলা এবং "জয়যাত্রা" সহ অন্য বাংলাদেশির ছবির জয়গান-আসাদুজ্জামান আসাদ



শার্লক হোমস সমাচার-অডিও,ভিডিও ,পিডিফ-মুনযুর-ই-মুর্শিদ



২৭ মে ২০১৪

সাক্ষাতকারঃ হায়াও মিয়াজাকি / টম মেস - অ রণ্য



Children of A Lesser God (1986) -ক্যাপটেন জ্যাক স্প্যারো



৩০ মে ২০১৪

সিনেমার সবচাইতে প্রভাবশালী দশ সিনেমাটোগ্রাফার -এম এম করিম [পোস্টদাতা এই পোস্টটা এডিট করে আরো দৃষ্টিনন্দন করতে পারেন যা পরবর্তীতে অন্যদের কাজে লাগতে পারে]



এটি মূলত হতে পারতো একটি হা হুতাশ মূলক পোস্ট । কিন্তু আমি আশা জাগানিয়া মানুষ । অনেকেই দেশ বিদেশের প্রচুর সিনেমা দেখেন । তারা নিজ দায়িত্বেই ব্লগে শেয়ার করতে পারেন তাদের অভিজ্ঞতা । এতে আমরা সহব্লগাররা অন্য দেশের তো বটেই জানতে পারবো নিজ দেশের চলচ্চিত্র সম্পর্কেও । সচেতন হবো নিজের দেশের চলচ্চিত্র নিয়ে । আমাদের কন্ঠ সোচ্চার হবে সুস্থধারার চলচ্চিত্রের পক্ষে ।



▬▬▬▬▬▬▬▬



দেশী সিনেমা/গণমাধ্যম নিয়ে দেয়া আমার পোস্ট গুলো পড়তে স্বাগতম...



অনন্ত জলিলকে নিয়ে সবাই যখন হাসাহাসি করতো, বিদ্রুপ করতো তখন আমি সিনেমাহল মুখি করতে দিয়েছিলাম পোস্ট ►দর্শকদের হলমুখি করতে আমার প্রথম ম্যুভি রিভিউ "দ্যা স্পীড"



►দেশের মঞ্চনাটক কতোজন দেখে জানি না আমি কিন্তু মোটামুটি নিয়মিতই দেখি...সময়ের অভাবে ওসব নিয়ে লিখতে পারি না নিয়মিত...

"চিত্রাঙ্গদা"-নহি দেবী, নহি সামান্যা নারী।



►সিনেমা "প্রিয়তমেষু"তে দারুণ মেসেজ আছে পড়ে দেখতে পারেন ।

ধর্ষণ...! সমাধান কি আসলেই আছে?!



এছাড়া রয়েছে সিনেমা নিয়ে আলোচনা...

গণমাধ্যম ও নারী - সিনেমা পর্ব



সবাই ভালো থাকুন ।



ছবি সূত্র : প্রথম ছবিটি অন্তর্জাল থেকে নেয়া ।

মন্তব্য ১১৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী ও তথ্যবহুল পোস্ট ।
প্লাস ।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ গিয়াসলিটন।
ভালো থাকুন সবসময় ।।

২| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
আগের মত মুভি নিয়ে তেমন কোন পোস্টই চোখে পড়ে নাহ ! বর্তমান ব্লগের সাথে মরা নদীর তুলনা দেয়া যায় :-/

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

আরজু পনি বলেছেন:
আমরাই তো ব্লগে লিখি, তাহলে দায়িত্ব আমাদের উপরও বর্তায় । সেই ভাবনা থেকেও কিছুটা লিখা এই পোস্ট ।

আপনাকে দেখে ভালো লাগলো ।
অনেক ভালো থাকুন লিনকিন পার্ক (হসন্ত টা কোনভাবেই টাইপ করে আপনার নিকের মতো দিতে পারলাম না !)

শুভেচ্ছা রইল ।।

৩| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আরে আপু দেখছি আমাকেও তালিকায় রাখছেন। :) :) :)

চমৎকার এই পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০

আরজু পনি বলেছেন:

আপনার পোস্টটা আসলেই পুরাই মৌসুমি পিডিয়া হয়ে গেছে ।
অসাধারণ কাজ করেছেন ।

পোস্ট পাঠে অনেক ধন্যবাদ জানাই ।

৪| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: অনেক পরিশ্রম করেছেন। ধন্যবাদ।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ ।

দেখবো আপনার শেয়ার করা সাইট ।

৫| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

সময়ের ডানায় বলেছেন: সুন্দর ও পরিশ্রমী পোস্ট।

তিতলী ছবিটা দেখেছি আর গানটা অসম্ভব সুন্দর। প্রথম শুনেই গানটা এত ভাল লাগে যে গানটা ছবির সিডি থেকে কম্পিউটার দোকান থেকে সফটওয়ার দিয়ে পরো ছবিটা থেকে শুধু গানটা কেটে রাখি। এখনও গানটা আমার সংগ্রহে আছে। মাঝে মাঝে বিকাল বেলা মন খারাপ হলে শুনি।

ধন্যবাদ জানিয়ে প্রিয়তে রাখলাম।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

আরজু পনি বলেছেন:
গানটা আসলেই দারুণ ।

পোস্ট তৈরী করার সময় আমি নিজেও শুনছিলাম ।

পোস্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক শুভকামনা রইল ।।

৬| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্টে ++++++

সাথেও নিয়া গেলাম।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায় ।

অনেক ভালো থাকুন সদাসর্বদা ।।

৭| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

সুমাইয়া আলো বলেছেন: প্রথমে ++++++ ২য় আরজুপণি আপুর মত লিখায় পাঠক সং্খ্যা কম ভাবা যায়। :(

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আরজু পনি বলেছেন:

আমি আশা জাগানিয়া মানুষ...
পাঠক কম/বেশি নিয়ে ভাবনাটা খুব জরুরী না ।

এর পর থেকে আপনার কাছ থেকে হাসির ইমো আশা করবো, অবশ্যই মন খারাপের ইমো না ।

অনেক ভালো থাকুন আর আনন্দের মাঝে থাকুন ।।

৮| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১২

ঢাকাবাসী বলেছেন: প্রচুর পরিশ্রম করে বানানো একটা অসাধারণ পোষ্ট, খুব ভাল লাগল।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

আরজু পনি বলেছেন:

পোস্টটি সহব্লগারদের আশা জাগাতে পারলেই সার্থক মনে করবো ।

অনেক ধন্যবাদ ঢাকাবাসী ।
শুভকামনা সবসময়ের ।।

৯| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: পরিশ্রমী পোস্ট।

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ।

আশা করি প্রবাস জীবন ভালো কাটছে (আপনি সম্ভবত এখনও প্রবাসে আছেন যদি ভুল না করে থাকি) ।

শুভেচ্ছা রইল অনেক ।।

১০| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: আমাকে অন্তর্ভুক্ত করায় নিজেকে ধন্য মনে করলাম... !:#P !:#P !:#P

পোস্টে প্লাস +++++ তো দিবোই, সাথে নিয়ে গেলাম প্রিয়তে... !:#P !:#P !:#P

ভালো থাকবেন সবসময়... :) :) :)

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আরজু পনি বলেছেন:

হাতে অনেক সময় থাকলে একটা পরিসংখ্যান বের করতাম প্রতিমাসে সিনেমা পোস্ট আসার হার কেমন...

হায় সময় !

লিখতে থাকুন সিনেমা নিয়ে নিয়মিত ।

অনেক শুভকামনা রইল ।।

১১| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

হাসান মাহবুব বলেছেন: আগে যারা সিনেমা পোস্ট দিতো তারা কেউ নাই। এখন অবশ্য নাভিদ আর নাজমুল চালায় যাচ্ছে। আমার খুব লিখতে ইচ্ছে করে সিনেমা নিয়ে, কিন্তু এত আলসামি!

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

আরজু পনি বলেছেন:

পোস্ট খোঁজ করার সময় তাই দেখলাম মূলত নাভিদ কায়সার রায়ান আর নাজমুল হাসান মজুমদার সিনেমা পোস্টে নিয়মিত ।

এছাড়া পুরনোদের মধ্যে "অ রণ্য" কে পেলাম । তিনি অবশ্য সবসময়ই কিছুটা চুপচাপই থাকেন ।

আর বেলায়েত নিয়মিত লিখলেও সিরিয়াসভাবে সময় নিয়ে লিখেন না বলেই মনে হলো ।

আপনার গল্পগুলো দিয়েই কিন্তু খুব শিগগীরই হরর ম্যুভি তৈরী হবে । (তেমনটিই আশা করি) ।

আপনার কাছ থেকে লেখক হাসান মাহবুব টাইপ সিনেমালোচনা আশা করতেই পারি ।

প্লিজ লিখুন ...

আপনি প্রচুর সিনেমা দেখেন বলেই জানি ।

শুভেচ্ছা রইল অনেক ।।

১২| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:১০

আরজু মুন জারিন বলেছেন: তাই দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী যদি দু'জনের প্রতি খুবই আন্তরিক হয়, বিশ্বস্ত হয় তবে
জীবনটা অনেক সুন্দর হয়ে যায়।

কৈশোরের প্রেম অনেক রঙিন হলেও তাতে অনেকই ভুল থাকে।
এই সময়টাতে বাবা-মাকে খুব সাবধানী হতে হয় সন্তানের আবেগের দিকে দৃষ্টি রাখতে

আপনার পোস্ট থেকে সিনেমার অংশ টুকু কোট করলাম। আপনার নাম অনেক শুনি। তবে প্রথমে তো আমি চমকে গিয়েছিলাম একদিন আমি পনি হলাম কবে ? আর আজকে আপনার পোস্ট পড়লাম প্রথম। অনেক গুছিয়ে সিনেমা র দৃশ্য রিভিও নিয়ে বিশাল এক পোস্ট করেছেন। আপনার মুন্সিয়ানা কে সাধুবাদ জানাই। ভালো থাকুন। শুভেচ্ছা জানবেন।

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই মুন জারিন ।

ভালো থাকুন সবসময় ।।

১৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
দারাশিকো ভাইয়ের কাছে বাংলা সিনেমার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য কৃতজ্ঞ।

পুশকিন,কাউসার রুশো ,মাস্টার্‌, ফেলুদার চারমিনার অসাধারণ সব রিভিউ লিখত।

সাইফ সামির আর কবি ও কাব্যর নাম বাদ পরে গেছে। কবি ও কাব্য মুলত বাংলা সিনেমা নিয়ে লিখতেন।


দূর্যোধনদার রম্যগুলো ভালো লাগত।


নস্টালজিক করে দিলেন আপ্পি।
-=========================-

তিতলি সিনেমাটা দেখেছি, খুব বেশি ভালো লাগে নাই।

-==================================-

দারুন পোস্ট এবং অতিঅবশ্যই প্লাস :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৮

আরজু পনি বলেছেন:
"তিতলি" সিনেমাটা ধীর গতির...তবে এতে সম্পর্কের যে বিশ্বস্ততা দেখিয়েছে তা আমাকে টেনেছে বেশি ।


ব্লগাররা দূর্য়োধনের রম্যের জন্যে মুখিয়ে থাকতো ।
নাফিজ মুনতাসির সিনেমা গিলতো রিতিমতো আর ব্লগে হুলস্থুল পোস্ট দিয়ে দিত । রাত বারোটা ছিল তার সময় ।
মাস্টারের মাস্টারি...সবার কথা আলাদা করে বলতে গেলে আরেকটা পোস্ট হয়ে যাবে ।
সত্যিই খুব মন খারাপ লাগে ।


অনেক ধন্যবাদ আপনাকে...
ভালো থাকুন সদাসর্বদা ।।

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আরজু পনি বলেছেন:

সাইফ সামির এবং কবি ও কাব্যর কথা পোস্ট তৈরী করার সময় মনে ছিল না । কারণ মাথায় ওই গ্রুপটার কথাই ছিল...আমাদের মধ্যে ব্লগের বাইরেও সিনেমা নিয়ে আড্ডা হতো খুব ।

ওই মানুষগুলোর অনুপস্থিতিতে নিজেকে সত্যিই কিছুটা একা মনে হয় । :|

১৪| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৩

স্বপ্নছোঁয়া বলেছেন: ঋতুপর্ন ঘোষের অনেক ম্যুভিই আমার দেখা সবই ভাল তবে তার মধ্যে খেলা, তিতলি,সব চরিত্র কাল্পনিক, দোসর, আবহমান, দহন, বাড়িওয়ালী, রেইনকোট, অন্দরমহল নৌকাডুবি, চোখের বালি আমার বেশ ভাল লেগেছে| নৌকাডুবির গানগুলো বেশ সুন্দর | না দেখে থাকলে দেখে নিতে পারেন|

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

♣ভাবনার জগতকে নাড়িয়ে দেয়া ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো-প্রথম কিস্তি♣ (Click This Link)
এখানে-

দহন
খেলা
ঊনিশে এপ্রিল
রেইনকোট
আবহমান

ম্যুভিগুলো নিয়ে অল্পবিস্তর লিখেছি ।
তখনই কথা ছিল পরের পর্বগুলো একটা সিনেমার আলোচনা করবো ।

আরো কিছু দেখেছি ...আশা করি সামনের সময়ে সেগুলো নিয়ে কথা বলতে পারবো ।

আপনিও লিখে ফেলুন ।

পাঠে অনেক শুভেচ্ছা রইল স্বপ্নছোঁয়া ।।

১৫| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: উনাদের আমিও মিস করি ব্লগে, যদি ফিরে আসতেন খুব কি অন্যায় হতো!?

ফেসবুকে সবাই একটিভ এখন, দূর্যোধন এর সাথে কানেক্টেড বেশ ভালোভাবেই , কিন্তু অন্যদের কারো সাথে তেমন যোগাযোগ হয় না!

যাহোক, তারা যদি ফিরে আসেন কখনো ব্লগে একটিভ হয়ে, পোস্টই হয়তো দিয়ে ফেলবো খুশিতে...!

পোস্ট প্রিয়তে গেল ...

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন: তাদের গুনের কদর করার দায়িত্ব আমাদের ।
যারা এখনও ব্লগে নিয়মিত, অনিয়মিত আছি...তাহলেই তাদের ধরে রাখা সম্ভব ।


ফেসবুকে আপনার ভাবনার কথাগুলো পড়েছি ।

ব্লগটাকে চাইলেই প্রাণবন্ত রাখা যায়...ব্লগাররাই পারবে ।

আপনি...এই আপনার পক্ষেও সম্ভব ।

অনেক শুভকামনা রইল ।।

১৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৩০

নীল বরফ বলেছেন: আপু, আমি আপনাকে কোনোভাবেই বোঝাতে পারবনা যে আমি উনাদের কতটা কতটা মিস করি। আমি প্রতিটা দিন এই বগ্লারদের খুজে ফিরি। প্রতিদিন না পেয়ে প্রতিদিন আমি অক্ষম ক্রোধে ফুঁসে উঠি। X( X( X(
ব্লগার মেদূতকে যোগ করতে পারেন। উনি কিন্তু ভালো ভালো রিভিউ উপহার দিয়েছেন সামুতে।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

ওরাও কিন্তু আপনার উপর খেপে আছে...কারণ আপনি নিজেও গত দুই বছরে কোন ম্যুভি নিয়ে আলোচনা করে পোস্ট দেন নি #:-S

আশা করবো শিগগীরই কোন সিনেমা নিয়ে আপনার আলোচনা পাবো ।

দেখা যাক কেউ ফিরে আসে কি না...

১৭| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:৪২

ডি মুন বলেছেন: +++++++

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ রইল ডি মুন ।

শুভকামনা জানবেন ।।

১৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:২৭

সকাল রয় বলেছেন:
আমি আবার সাদাকালো বাংলা মুভির মুগ্ধ দর্শক!

নৌকাডুবি বহুবার দেখার সিনেমা। রুশো ভাইকে খুব মিস করি। আগে সমকালে লিখতেন অনেকদিন দেখিনা।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

জীবনের খোঁজে জীবনঢুলী ...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪টায় পোস্ট করা রুশোর এখন পর্যন্ত শেষ সিনেমা পোস্ট ।
আমরা নিজেরাই তাদের গুনের কদর করতে পারি না, তারা এতো কষ্ট করে তবে কেনই বা লিখবে আমাদের জন্যে ?

১৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৩০

সকাল রয় বলেছেন:
একটা কথা না বললেই নয়। হাসান ভাইয়ের গল্প পড়লেই মনে হয় আমি সিনেমা দেখছি :D
উনার গল্প পড়লেই বুঝা যায় প্রচুর বাইরের মুভি দেখেন। ভালো লাগে উনার নতুন ধরনের ভাবনাগুলো

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আশা করি হাসান আমাদের জন্যে লিখবে শিগগীরই ।

অনেক ধন্যবাদ জানাই সকাল ।
ভালো থাকুন সদা ।।

২০| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:১৬

মামুন রশিদ বলেছেন: দারুণ! সিনেমাখোরদের আমিও খুব মিস করি । আমার ব্লগ জীবনের শুরুর দিকে তাদের কাছ থেকে প্রচুর সহযোগীতা-উৎসাহ পেয়েছি । আমার সিনেমা নিয়ে লেখা একটা পোস্ট স্টিকি হওয়ার পর তাদের সাথে ইন্টারেকশনের সুযোগ হয় । মিস করি প্রিয় মাস্টার, দারাশিকো, কাউসার রুশো, ফেলুদার চারমিনার, লেখাজোকা শামীম সহ সবাইকে ।

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

আপনার স্টিকি পোস্টটির খোঁজ দিয়েছিল প্রিয় ব্লগার দূর্যোধন ।
আশা করি আপনার কাছ থেকে নিয়মিতই সিনেমা পোস্ট পাবো ।


সিনেমাখোর আড্ডার কারণে ওদের সবার সাথে ব্লগের বাইরেও ফেসবুকেও বেশ যোগাযোগ ছিল... এখন সেইদিনগুলি সত্যিই খুব মিস করি ।

২১| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্ট টা সাথে করে নিয়ে গেলাম আপু !

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

ঠিক আছে, দেখুন তাদের কাউকে ব্লগে ফিরিয়ে আনা যায় কি না ।

অনেক ভালো থাকুন স্বপ্নবাজ...

শুভকামনা সবসময়ের ।।

২২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৫

ভাঙ্গা ডানার পাখি বলেছেন: মেঘ পিয়ন গানটা অনেক আগে শুনেছিলাম, প্রায় বছর দুয়েক তো হবেই। তাও একেবারেই দুর্ঘটনাক্রমে, একটা গান ডাউনলোড করতে গিয়ে লিংক এলোমেলো হয়ে যাওয়ায় এই গানটা ডাউনলোড হয়ে যায়। শুনে অনেক ভাল লেগে গিয়েছিল, পরে খুঁজে বের করার চেষ্টা করেছি অনেক এই গানের সোর্স টা। আজ আপনার পোস্ট থেকে জানতে পারলাম।

শুভেচ্ছা জানবেন পনি আপু :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:

আপনার অভিজ্ঞতা ভালো লাগলো জেনে ।

গানটা সত্যিই খুব ভালো ।

আপনার জন্যেও শুভেচ্ছা রইল ।

খুব ভালো থাকুন সবসময় ।।

২৩| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

রাত সোয়া এগারোটা বাজলে অটো লগআউট হয়ে যাই !

আজও হলাম কমেন্টের জবাব দিয়ে প্রকাশ করে দেখি আমি লগডআউট !


আবার ১১:৫২মিনিটের দিকে হলাম...

এভাবে অটোলগআউট হওয়া থেকে রক্ষা চাই
:|

২৪| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৯

মোঃমোজাম হক বলেছেন: হতাস হলাম শুরুই করলেন বিদেশি ছবির কথা দিয়ে:(

তবুও হতে পারতো একটা নষ্টাজিক সিনেমা দিয়েই :)

কাউশার রুশোর লেখা এখনো ভাল লাগে

০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৬

আরজু পনি বলেছেন:
ঋতুপর্ণ ঘোষের সিনেমা নিয়ে আলোচনা করেছি তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে মূলত । তিনি এমন একজন পরিচালক তার তৈরী সিনেমাগুলো দেখলে তার প্রতি আপনার শ্রদ্ধা বাড়বেই । তিনি নারীর মনস্তত্ত্ব নিয়ে যে কী অসাধারণ ভাবে নির্মান করেছেন তার ম্যুভিগুলো তা দেখলেই বুঝবেন ।

আর ঋতুপর্ণ ঘোষের ম্যুভি নিয়ে আগেও পোস্ট দিয়েছি ♣ভাবনার জগতকে নাড়িয়ে দেয়া ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো-প্রথম কিস্তি♣ (Click This Link)

দেশী সিনেমা/গণমাধ্যম নিয়ে কিন্তু আমার একাধিক পোস্ট রয়েছে আপনি দেখতে পারেন, খারাপ লাগবে না হয়তো ।

অনন্ত জলিলকে নিয়ে সবাই যখন হাসাহাসি করতো, বিদ্রুপ করতো তখন আমি সিনেমাহল মুখি করতে দিয়েছিলাম পোস্ট ♣দর্শকদের হলমুখি করতে আমার প্রথম ম্যুভি রিভিউ "দ্যা স্পীড"♣

দেশের মঞ্চনাটক কতোজন দেখে জানি না আমি কিন্তু মোটামুটি নিয়মিতই দেখি...সময়ের অভাবে ওসব নিয়ে লিখতে পারি না নিয়মিত...
"চিত্রাঙ্গদা"-নহি দেবী, নহি সামান্যা নারী।


এই সিনেমা "প্রিয়তমেষু"তে দারুণ মেসেজ আছে পড়ে দেখতে পারেন ।
♣ ধর্ষণ...! সমাধান কি আসলেই আছে?! ♣


সিনেমাখোর ব্লগারদের প্রতি ভালোবাসার এই নিদর্শন আমার ফটোব্লগ...
সিনেমাখোরদের বিশাল আড্ডা!!!

গণমাধ্যম ও নারী - সিনেমা পর্ব

ছবিগুলো দেখা যাচ্ছে না ইদানিং...আশা করবো কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন ।...

আপনাকে পোস্টে পেয়ে ভালো লাগলো ...আপনার মন্তব্যটি পরবর্তীতে আমাকে দেশী ম্যুভি নিয়ে লিখতে অনুপ্রেরণা যোগাবে আরো ।

অনেক কৃতজ্ঞতা রইল ।।

২৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুভি রিভিউ! সুন্দর।

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:০০

আরজু পনি বলেছেন:

রিভিউ বলতে পারেন

শ্রদ্ধাঞ্জলি দেয়া বলতে পারেন

সিনেমাখোর প্রিয় ব্লগারদের নক করা বলতে পারেন

আবার সিনেমা নিয়ে লিখতে সহব্লগারদের লিখতে উৎসাহিত করার চেষ্টাও বলতে পারেন :D

পাঠে অনেক ধন্যবাদ, সজীব ।
শুভকামনা রইল ।।

২৬| ০৮ ই জুন, ২০১৪ রাত ৩:৫১

নস্টালজিক বলেছেন: সিনেমা নিয়ে ভালো পোস্ট পেলে আগ্রহ নিয়ের পড়ি!

ভালো লাগলো পোস্ট, পনি!


শুভেচ্ছা নিরন্তর!

০৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৪

আরজু পনি বলেছেন:

পোস্টর শিরোনাম দেয়ার সময় আপনার কথা মনে হয়েছিল ।

জব্বর একটা নিক...আপনাকে ভোলার কোন উপায় নেই ।

ভালো পোস্টই দরকার...কোয়ালিটি পোস্ট পড়তে অনেকেই উৎসাহিত হয়...একজন লেখকের কোয়ালিটির চিন্তা করাটা জরুরী ।

আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ ।

অনেক শুভেচ্ছা রইল, প্রিয় নস্টালজিক ।।

২৭| ০৮ ই জুন, ২০১৪ ভোর ৬:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ওয়াও... এক পোস্টে এতকিছু :)
বিশেষ স্টাইলে মুভি রিভিউ...

‘তিতলি’ সিনেমাটি দেখবো সময় করে। লিংকের জন্য ধন্যবাদ।
গানটি কিন্তু সত্যিই সুন্দর।


সাথে একমাসের রিভিউ সংকলন। কিন্তু ওপরে যাদের নাম উল্লেখ করলেন, তাদেরকে তো বেশি দেখা যায় না :(


আপনার পোস্টগুলো অনেক সমৃ্দ্ধ।
ভালো লাগলো সব মিলিয়ে...

আরজুপনিকে অনেক শুভেচ্ছা :)

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৮

আরজু পনি বলেছেন:

আমরা অনেক সময়ই গুনীজনদের কদর করতে ভুলে যাই...ভুল করি । তারই খেসারত এই শূন্যতা ।

আপনার ভালো লেগেছে খুব ভালো লাগলো ।

অনেক শুভকামনা রইল, মইনুল ।।

২৮| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৭

এক্স রে বলেছেন: আপনার পোস্টে আমার " যৌথ প্রযোজনার ভারতীয় সিনেমা -
মুভি রিভিউ " এই লেখাটি স্থান পাওয়ায় একধরনের ভালো লাগা কাজ করছে, প্রকাশ করেই ফেললাম সেটা। আমি প্রচুর সিনেমা প্রেমী। চাইবো সিনেমা নিয়ে আরো লিখতে।
এই পোস্টে তো অবশ্যই +++

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:

সিনেমা নিয়ে আপনি লিখতে থাকুন নিয়মিত ।

"ফাঁদ" নিয়ে আপনার উপস্থাপনটা দারুণ হয়েছে...এখন্ও হাসছি ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।

২৯| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:১৯

এক্স রে বলেছেন: এবং অবশ্যই এটা প্রিয় তালিকায় থাকবে :-)

০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:

এবং অবশ্যই আমার কৃতজ্ঞতা রইল ।।

৩০| ০৮ ই জুন, ২০১৪ সকাল ৯:২০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: রিভিউ আসলেই কম আসতেছে । তবে আজকে অনেকগুলো পোস্ট দেখলাম বাংলা চলচ্চিত্র "তারকাটা" নিয়ে । উপরের ওনাদের অনেকের সাথেই আমার যোগাযোগ হয় । কাউসার রুশো ভাই , নাফিজ মুনতাসির রবিন ভাই

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

"তারকাটা" নিয়ে একাধিক পোস্ট পড়লাম আমিও আজকে ।

সংখ্যা বা গুরুত্বের অনুসারে কম আসছে এটা বলতেই হবে...

তবে আমরা, পাঠকদেরও দায়িত্বে ঘাটতি আছে সিনেমা লেখকদের অনুপ্রেরণা যোগাতে ।
সেই দিক থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাতেই হবে...এই খরার সময়েও ধৈর্য ধরে লিখে যাচ্ছেন আমাদের সময় ।

লিখতে থাকুন এভাবেই ।
অনেক শুভকামনা রইল ।।

৩১| ০৮ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার পরিশ্রম সাধ্য পোষ্ট সার্থক হয়েছে বলে আমি মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩

আরজু পনি বলেছেন:

আপনার কথা যেন সত্যি হয়...ব্লগে আবার যেন সেই সিনেমা বাতাস বইতে থাকে প্রবল বেগে ।

ভালো থাকুন অনেক ।।

৩২| ০৮ ই জুন, ২০১৪ দুপুর ১:০৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপাতত প্রিয়তে। আস্তে ধীরে দেখা যাবে।
ভালো একটা কাজ করেছেন সবগুলোকে গ্রন্থিবদ্ধ করে।
শুভ কামনা সতত।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

ঠিক আছে দেখুন আস্তে ধীরেই ।

শুভকামনা আপনার জন্যও ।।

৩৩| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন: নাইস পোষ্ট পনি আপু।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

পোস্ট পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো ।

ভালো থাকুন সবসময় ।।

৩৪| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

আবু শাকিল বলেছেন: সব সময় ই আপনার কাছ থেকে অনেক অনেক ভাল পোস্ট পেয়েছি এইবারও ব্যাতিক্রম হয়নি।মুভি নিয়ে আপনার পোস্টে র সাথে অনেক গুলা পোস্ট পড়া হল।নেক্সট আরো মুভির রিভিউ লেখার দাবি জানিয়ে গেলাম।

০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

আপনিতো সিনেমা নিয়ে লিখেন আশা করবো নিয়মিত লিখবেন আমাদের জন্যে ।

শুভকামনা রইল ।।

৩৫| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫

ফরহাদ রেজা যশোর বলেছেন: অনেক ভালো লাগল । সরাসরি প্রিয়তে নিলাম।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, ফরহাদ ।

আপনার লেখা বেশ আশা জাগানিয়া ।

সিনেমা হলে দর্শক টানতে আপনিই পারবেন, লিখতে থাকুন এভাবেই আশা জাগিয়ে ।

শুভেচ্ছা রইল অনেক অনেক ।।

৩৬| ০৮ ই জুন, ২০১৪ রাত ৯:২২

আমার আমিত্ব বলেছেন: একটি সুন্দর পোস্ট।

ভালোলাগা জানিয়ে গেলাম।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আমার আমিত্ব ।

ভালো থাকুন অনেক ।।

৩৭| ০৮ ই জুন, ২০১৪ রাত ১০:৫৪

সুমন কর বলেছেন: গুড পোস্ট।


ইদানিং ব্লগে কম দেখা যায়।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ সুমন ।

আপনাকে দেখে ভালো লাগলো ।

ইদানিং ঘরে বাইরে কাজের ধরন পরিবর্তন হয়েছে তাই, ব্লগিংয়েও সময় দেয়ার পরিবর্তন এসেছে ...

শুভেচ্ছা রইল ।।

৩৮| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:১৮

বৃতি বলেছেন: বরাবরের মত চমৎকার পোস্ট পনি আপু। ভালো লাগা জানবেন :)

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, বৃতি ।

ভালো থাকুন প্রতিনিয়ত ।।

৩৯| ০৯ ই জুন, ২০১৪ রাত ১২:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আছি মোটমুটি। প্রবাস জীবনে যেমন থাকা যায় তেমন ।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬

আরজু পনি বলেছেন:

শুভকামনা রইল আপনার জন্যে ।।

৪০| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫

মাহমুদ০০৭ বলেছেন: এক সাথে এত !!
ঋতুপর্ণ ঘোষের জন্য খারাপ লাগছে ।
ভাল লাগল আপা ।
শুভকামনা রইল /

০৯ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ মাহমুদ ।
ঋতুপর্ণ থাকলে কিছু হতো তা বলা যায় নির্দ্বিধায় ।

সিনেমাখোরদের নক করাও ছিল এই পোস্টের উদ্দেশ্য ।

আপনার জন্যেও শুকামনা রইল অনেক ।।

৪১| ১০ ই জুন, ২০১৪ রাত ১২:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইদানিং খুব সিনেমা দেখছি। যেখানে সারা বছরে ৬/৭ মুভি দেখা হয় সেখানে গত ১০ দিনে ৭/৮ দেখা হয়ে গেছে।

ম্যাকগাইভারের দুইটা মুভি আজ-কালকের মধ্যে দেখবো ঠিক করলাম!

১০ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

তাহলে তো আপনার কাছ থেকে সিনেমাগুলো নিয়ে আলোচান বা রিভিউ পোস্ট আশা করতেই পারি ।

অনেক ভালো থাকুন, মাসুম ।
শুভকামনা রইল ।।

৪২| ১০ ই জুন, ২০১৪ সকাল ১১:৫০

শরৎ চৌধুরী বলেছেন: বাহ এই পোষ্টটা কি একটু দেরীতে দেখলাম?

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪১

আরজু পনি বলেছেন:

অভিলাষী মন চন্দ্রে না পাক জোছনায় পাক ঠাঁই
কিছুটাতো চাই, কিছুটাতো চাই...

8-|

৪৩| ১১ ই জুন, ২০১৪ রাত ৩:০০

মোঃমোজাম হক বলেছেন: আসলে ব্লগে খুব একটা আসা হয়না।যখন ফেবুতে আপনার মতো ব্লগারদের লেখার খবর পাই তখনই পড়তে আসি।

কলকাতায় আরও অনেক ভাল পরিচালকও আছে,যেহেতু আমি জাত সিনেমাখোর তাই ওদের ছবিও আমার অদেখা নয় :)

আমি নস্টালজিক শব্দটা শুনে ভেবেছিলাম হয়তো আমাদের সেই দিনের চলচিত্র নিয়ে কিছু বলবেন।কিন্তু ভাল করে দেখে বুঝলাম আমারই বুজতে ভুল হয়েছে।
আশাকরি আমাদের অনন্ত জলিল নয় রাজ্জাক-ওয়াসিমদের নিয়ে একটা ব্লগ পাবো।ঊত্তমকুমাদের নিয়েও হতে পারে।

আপনাকে ধন্যবাদ।

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:২১

আরজু পনি বলেছেন:

আমি আসলে এখন সিনেমা দেখতে বসলে সেখানে নারীকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে সেই দিকটাতে খেয়াল করি বেশি ।

তবে আশা করি সিনেমা পোস্ট নিয়মিত দিলে রাজ্জাক-ওয়াসিম-এর লেখা আসবে হয়তো ।


আপনারা পুরনোরা ব্লগে না থাকলে নতুনদের পথ দেখাবে কে ?
থাকুন নিয়মিত, লিখে যান আমাদের জন্যে ।

আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা রইল ।।

৪৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:১১

সাজিদ উল হক আবির বলেছেন: দরকারি পোস্ট আপা , যারা আগে এই সিনে ব্লগারদের সাথে পরিচিত ছিলেন না, তারা তাদের ব্লগের সাথে পরিচিত হলেন।
পরিশ্রমী কাজে শ্রদ্ধা ও +++++++

১১ ই জুন, ২০১৪ দুপুর ১:৩৭

আরজু পনি বলেছেন:

আরো অনেকেই আছে যাদের নাম এই পোস্টে আসনি ।
আশা করি পরের কোন পোস্টে অন্যান্যরাও পর্যায়ক্রমে আসবে ।

আপনার কমপ্লিমেন্ট পেয়ে ভালো লাগছে ।
অনেক অনেক ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন সবসময় ।।

৪৫| ১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৪২

মোঃ ইসহাক খান বলেছেন: মুভিতে অনেক কিছু পর্যবেক্ষণের ব্যাপার আছে, স্বীকার করতেই হবে।

শুভেচ্ছা রেখে গেলাম।

১৪ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৮

আরজু পনি বলেছেন:

মন্তব্যে অনেক ধন্যবাদ জানাই ।
শুভেচ্ছা আপনাকেও ।।

৪৬| ১৪ ই জুন, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
এত এত সিনেমা !

খুব কমই দেখা হয়েছে !

এত এত জ্ঞানী লোকের ভীরে নিজেকে তুচ্ছ মনে হয় !
ভালো থাকুন । জ্বর আসবে মনে হচ্ছে !

পোস্টের জন্য অনেক ভালোলাগা আর +++

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৮

আরজু পনি বলেছেন:

হাহা
আমি নিজেও কিছু জানি না ।
তবুও সাথে আছি এই শান্তি ।

সাবধানে থাকবেন । জ্বর মানুষকে অনেক দূর্বল করে দেয় ।
শুভকামনা রইল আপনার জন্যে ।।

৪৭| ১৪ ই জুন, ২০১৪ রাত ১১:৪৬

পুশকিন বলেছেন: ওল্ড কমরেড :) :)
আপনি নিজেও তো এডমিন ছিলেন " সিনেমাখোরদের আড্ডা"র।।।

লেখা নিয়ে বলার সাহস নাই,আমার আগের অগ্রজরাই অনেক বলছেন।
কিছু না বলাও অনেক সময় অনেক কিছু বলে দেয়।কিপ গোয়িং কমরেড :)

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:০৮

আরজু পনি বলেছেন:

"সিনেমাখোরদের আড্ডা" গ্রুপটির জন্মই হতো না যদি পুশকিন না থাকতো ।
হয়তো হতো আর অন্য কোন নামে, অন্য কোন ভাবে ।

সত্যিই খুব মিস করি সেই দিনগুলি , পুশকিন।
আর আমি নিজেও এডমিন ছিলাম বলেই তো এডমিনদের নামই দিয়েছি এই দফায় ।

মাঝে মাঝে মনে হয়, জোর করে আবার সবাইকে নিয়ে আসি ব্লগে ।

আশা করি ব্লগে নিয়মিত পাবো আপনাকে ।

অনেক শুভেচ্ছা রইল, প্রিয় পুশকিন ।।

৪৮| ১৫ ই জুন, ২০১৪ রাত ২:৩১

রাহি বলেছেন: বেশীরভাগই দেখা হয় নাই।

১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন:

ইচ্ছে আর হাতে সময় থাকলে দেখে ফেলতে পারেন ।

শুভেচ্ছা রইল, রাহি ।।

৪৯| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৭

এহসান সাবির বলেছেন: সুন্দর পোস্ট।

অনেক মিস করি ওনাদেরকে।


শুভ কামনা।

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ এহসান সাবির ।

উনারা আমাদের এই মিস করাটা বুঝলেই হয় ।

আপনার জন্যেও শুভকামনা রইল অনেক ।।

৫০| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: +++

১৭ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৭

আরজু পনি বলেছেন:

১৪ নম্বর প্লাসটা মনে হয় আপনারই দেয়া তবে :D

অনেক অনেক ধন্যবাদ...তুমি...।।

৫১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মুভি নিয়ে ব্যাপক পোস্ট।

১৮ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ, প্রিয় দূর্জয় ।
...........
গতকাল মন্তব্যের জবাব দিয়ে ব্লগ থেকে বেরিয়ে যাবার পথ দেখি কোন কারণে সেটা মিস হয়েছে...

৫২| ১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

আমি ইহতিব বলেছেন: আপনার এই পোস্ট দেখার পর তিতলি দেখলাম আপু। কঙ্কনার অভিনয় দেখে (আপনার মত করে বলতে গেলে) তব্দা খেয়ে গিয়েছি। ভালো লেগেছে।

মুভি নিয়ে আরো পোস্টের অপেক্ষায় থাকলাম আপু।

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:

ব্লগে জালিসের এক পোস্ট থেকে "প্রিয়তমেষু" দেখে সেটার রিভিউ করেছিলাম ধর্ষণের সমাধার খুঁজে।

সেই পোস্টে ব্লগার হাসান মাহবুব বলেছিল "দহন" দেখতে...।
"দহন" দেখে খুবই ভালো লেগেছিল...এর পর ঋতুপণেৃর সব ম্যূভি দেখার পরিকল্পনা করলাম...এবং পরিকল্পনাটাযে খুবই ভালো করেছিলাম তার সুফল পাচ্ছি...

আমার কাছে দেশ বিদেশ নেই...সিনেমা কেমন সেটাই আসল কথা ।

আশা করি আরো কথা হবে সামনের সময়ে...
অনেক ভালো থাকুন, ইহতিব ।।

৫৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:০০

জনাব মাহাবুব বলেছেন: আমি যখন কোন মুভি ডাউনলোড করার ইচ্ছা পোষন করতাম তখন সামুর মুভি সংশ্লিষ্ট পোষ্টগুলো ভালভাবে পড়ে বিভিন্ন মুভির রিভিউ পড়ার পর যেটা ভালো এবং আকর্ষনীয় মনে হতো সেইসব ছবি ডাউনলোড করে নিতাম।

ইদানিং সেই সুখকর সময় আর নেই। মুভি সংশ্লিষ্ট কোন পোষ্ট সহজে নজরে পড়ে না।

আপনার এইরকম ‍"একের ভিতর অনেক" টাইপের পোষ্টের জন্য প্লাস এবং সরাসরি প্রিয়তে ;) ;) ;) ;)

১৮ ই জুন, ২০১৪ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:

সেই দিনগুলি আবার ফিরে আসুক ।

পুরানোরা যদি নাও আসে নতুনরাই যেন মাতিয়ে রাখে...

আমরা যদি কোনভাবে নতুনদের প্রেরণা যোগাতে পারি তাই বা কম কি...

আপনাকে অনেকদিন পর দেখে ভালো লাগলো...

প্লাস আর প্রিয়র জন্যে অনেক ধন্যবাদ জানাই ।
শুভকামনা রইল ।।

৫৪| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮

লিরিকস বলেছেন: +

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ আপনাকে, লিরিকস।

ভালো থাকুন সবসময় ।।

৫৫| ১৯ শে জুন, ২০১৪ রাত ২:১৩

ভাম_বেড়াল বলেছেন: @ব্লগার আরজু পনি এই পোস্টটিতে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অপ্রাসঙ্গিক কমেন্টের জন্য মাফ করবেন।

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন:
দেখলাম পোস্টটি...খুবই ভয়ঙ্কর অবস্থা !
দেখি ফেসবুকে সাইনইন করার পর কী করা যায় ।


৫৬| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১০:১৪

মোঃ ইসহাক খান বলেছেন: সুস্থ সিনেমা দেখার অভ্যেস উপকারী সন্দেহ নেই।

শুভকামনা।

২৬ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আরজু পনি বলেছেন:

সুস্থ্য সিনেমাই দেখতে চাই।

আপনার কাছ থেকেও সিনেমা নিয়ে আলোচনামূলক লেখা আশা করছি ।

শুভেচ্ছা সবসময়ের জন্যে ।।

৫৭| ২৬ শে জুন, ২০১৪ রাত ৯:৫৯

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: 'তিতলী' দেখেছি । ভালো লেগেছে । আমার মত একজন মুভিখোরের জন্য পোস্টটা বেশ উপকারী ।

ধন্যবাদ +++

২৭ শে জুন, ২০১৪ রাত ৯:৫৪

আরজু পনি বলেছেন:

সিনেমাখোর ব্লগারদের খুব মিস করি...
খুব চাই নতুনরা আরো ভালো কিছু উপহার দিক।

পোস্টটি আপনার কোন উপকারে আসলে কৃতার্থ হবো ।

শুভেচ্ছা রইল পার্সিযাস রিবর্ণ।।

৫৮| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

আমি সাদমান সাদিক বলেছেন: ধন্যবাদ আপু তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য ।।

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ, সাদমান সাকিব।
ভালো থাকুন সদা সর্বদা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.