নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগে প্রথম হওয়ায় নিজেকে অভিনন্দন !:#P বর্ষপুর্তি সংখ্যা

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৩





অনেকদিন সামহোয়্যারইন ব্লগে অনলাইনে অন্যদের ছবি আমার ছবির উপরে দেখে মনে মনে হা-হুতাশ করতাম। কখনো কখনো রাগও হতো। আমরা পরে ব্লগিং শুরু করেছি বলে কি সারাজীবনই এভাবে নিচের দিকেই আমাদের নিক/প্রোপিক থাকবে ? X(





ব্লগার অন্যমনস্ক শরৎ, শাহানূর সহ কিছু নিক আছে যাদেরকে ব্লগে লগইন থাকলে প্রথমেই দেখাতো।





ভাবতাম কবে ব্লগিং এ সিনিয়র হবো...নিকটা একটু উপরের দিকে দেখা যাবে।





সামহোয়্যারইন-এ অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে অনলাইনে প্রোপিক/নিকের নাম প্রদর্শনেও।





যেদিন এই পরিবর্তনটা চোখে পড়েছিল রিতিমতো ধাক্কা খেয়েছিলাম। ভাবছিলাম কোন গোলমাল হয় নিতো ?





নাহ্ আমার সাময়িক ভাবনাকে মিথ্যে করে এতোদিনের দুঃখবোধকে ঘুচিয়ে দিতেই বুঝি সামহোয়্যারইন -এর টেকনিক্যাল টিম নতুন পদ্ধতির প্রবর্তন করলেন।





কতবার নিজেকে প্রথমে দেখেছি খেয়াল করিনি। হঠাৎ একদিন নিজেকে প্রথমে দেখে খুশি ধরে রাখতে পারিনি সাথে সাথেই স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোড করেছি "ফাস্টু হইছেরে এএএএ..." এমন ক্যাপশন দিয়ে।





ব্লগে অনেক পরিবর্তন যেমন হয়েছে, ব্লগারদের মাঝেও অনেক পরিবর্তন হয়েছে। লেখার ধরনে, ব্লগিং-এর ধরনেও এসেছে অনেক পরিবর্তন।





পুরোনোদের অনলাইনে, ব্লগিং-এ না পেয়ে অনেকের মাঝেই হাহাকার দেখা যায়।





জীবন, জীবিকা, ব্যস্ততার রকমফেরে পরিবর্তন আসবেই। সেটাকে মেনে নিয়েই নতুনদের পথ চলতে হবে।





প্রয়োজন দায়িত্বশীল,ব্লগিং। ব্লগের প্রতি ভালোবাসা। তবেই প্রিয় সামহোয়্যারইন ব্লগ টিকে থাকবে আপন মহিমায়।





কৃতজ্ঞতা রইল আমার প্রিয় সহব্লগারদের প্রতি। যাই লিখি বা শেয়ার করি তাতে আলোচনা , মন্তব্য করে সবসময় পাশে থেকেছেন।





বিশেষ ধন্যবাদ জানাই সামহোয়্যারইন ব্লগের পরিচালক জানা ম্যামের প্রতি। তার আন্তরিকতা, বিভিন্ন সময়ে অনেক উপদেশ, পরামর্শ পেয়ে এখনও আছি এই ভালোবাসার ব্লগটিতে।

মন্তব্য ১৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

ঢাকাবাসী বলেছেন: অভিনন্দন!

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

সবসময়ই পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই, ঢাকাবাসী।

২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমারও তো বর্ষপূর্তি :!>

শুভেচ্ছা।

পোষ্ট নির্বাচিত পাতায় নেয়া হোক ;)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

আপনার এ বড্ড অন্যায় X(

দারুন সব পোস্ট ড্রাফটে নিয়ে রেখেছেন !

এভাবে অভিমান করে মাটিতে ভাত খাওয়ার কোন মানে হয় না।

আপনাকেও অনেক শুভেচ্ছা রইল, স্বর্ণা।।

৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: আপু শুভেচ্ছা ++++++++++

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ জানাই, পরিবেশ বন্ধু।
থাকুন সবাই মিলেই এই প্রিয় ব্লগটিতে।

৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১০

সায়েম মুন বলেছেন: আমি কোন দিন ফার্স্ট হইতে পারবো কিনা সন্দেহ আছে। :!>

আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন। কেক্কুক কিছু খাওয়ান। 8-|

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

হাহা

ব্লগে লগইন হলে আমার মতো চোখ রাখবেন অনলাইনে কারা কারা আছে তাতেই হবে ;)

ইয়ে মাঝে রোজা-রমজানের দিনে কেক্কুকের ব্যবস্থা করতে সাহস পাইনি #:-S

পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা প্রিয় ব্লগার।।

৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১১

মামুন রশিদ বলেছেন: প্রথম কমেন্ট দিয়ে নিজেকে অভিনন্দিত করতে পারলাম না :(

তয় আপ্নারে শুভেচ্ছা ;) :-B

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

থাক মন খারাপ করবেন না প্লিজ :(

যদি বেঁচে থাকি আর ব্লগে থাকি তবে সামনের বর্ষপুর্তিতে আপনাকে আগেই জানিয়ে রাখবো ;)

শুভেচ্ছা পেয়ে কৃতার্থ হলাম !:#P

৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: প্রায় ছবিতেই আমি ফুচকি পাইরা আছি!

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহাহাহা

আপনার মন্তব্য পড়ে আমার হাসি থামছেই না!

হাহাহাহা

সত্যিই দারুন একটা মন্তব্য করেছেন, মনটা ভালো হয়ে গেল।

আপনি লেখালেখিতে খুব আন্তরিক...ব্লগিং এও..আপনার ফুচকিই (হাহাহাহা) তার প্রমাণ।

অনেক বছর ধরে এভাবেই প্রানবন্ত ব্লগিং করে যান লিখে সবার মন জয় করে একজন হাসান মাহবুব হয়ে।

৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭

প্রবাসী পাঠক বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:

আশা করি সামনের দিনগুলোতে এভাবেই পাশে পাবো।
অনেক ধন্যবাদ, প্রবাসী পাঠক।

৮| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৭

ভারসাম্য বলেছেন: অভিনন্দন! :)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, ভারসাম্য।

ভারসাম্য রক্ষা করেই ব্লগিং করে যান যুগ যুগ ধরে।

৯| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমার ছবি নাই কোথাও !!

তাই আজ মাটিতে ভাত খাব ! :((

শুভেচ্ছা নিরন্তর ।

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:
বিষয়টা ভঅববার মতো !

না না প্লিজ মাটিতে ভাত খাবেন না। :-*

আমি কলাপাতা পাঠিয়ে দিব B-))

পাশে থেকে অনুপ্রেরণা যোগাতে কৃতজ্ঞতা সবসময়ের জন্যে।।

১০| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৮

মাহবু১৫৪ বলেছেন: অভিনন্দন

মিস্টি খাওয়ান এইবার :)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ মাহবু।
রোজায় সংযম করতে কোন খা্ওয়ার ব্যবস্থা রাখিনি।

রোজা শেষ হোক ইনশাহআল্লাহ :D

১১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন।

আপনি তো দেখি আগাগোড়া ফার্স্ট প্লেস দখল করে আছেন ;) এখনও হোমপেইজে তা দেখে এলুম ;)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

অভিনন্দন পেয়ে কৃতার্থ হলাম প্রিয় ব্লগার।

ইয়ে মানে আপনি বলার সাথে সাথেই ট্রেন ধরতে স্টেশন দৌড় লাগালাম কিন্তু ততক্ষণে ট্রেন চলে গেছে 8-|

আবার ধরবো ইনশাহআল্লাহ ;)

১২| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: অভিনন্দন

মিস্টি খাওয়ান এইবার :)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

একটু সংযম করতেই হবে...প্লিজ প্লিজ প্লিজ

আমি খুব দারুন লিখতে পারলে সেই লেখাই মিষ্টি হিসেবে চালিয়ে দিতে পারতাম । 8-|

পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ রইল।

১৩| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

সাজিদ ঢাকা বলেছেন: অনেক অনেক শুভ কামনা :) :)

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

সবসময়ই পাশে থেকে অনুপ্রেরণা যোগানোর জন্যে অনেক কৃতজ্ঞতা ।

আপনার লেটেস্ট ভ্রমণ পোস্টটা মিস করেছি ।
আশা করি শিগগীরই আসবো।
লিখে যান ভ্রমণ পিয়াসীদের জন্যে সবসময়।
:)

১৪| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: প্রয়োজন দায়িত্বশীল,ব্লগিং। ব্লগের প্রতি ভালোবাসা। তবেই প্রিয় সামহোয়্যারইন ব্লগ টিকে থাকবে আপন মহিমায়।

এইসসসস, আগে বলবেন তো !! একটু আগেই আমি প্রথমেই ছিলাম। B-)

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

ভালো কয়েকটা লাইন পিক করেছেন।

হাহা
আগে বললেতো গোপন আইডিয়া ফাস হয়ে যেত :P

আশা করি এর পর থেকে মিস করবেন না।

অনেক শুভেচ্ছা রইলো, সুমন আপনার জন্যে।।

১৫| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:
ইয়ে এ এ এ আবারও !:#P
এখন অনলাইনে দেখলাম B-)

১৬| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অভিনন্দন আরজুপনি ...
অভিনন্দন ত্রি বর্ষ পূর্তিতে...
অভিন্দন সুন্দর পরিচ্ছন্ন সৃজনশীল ব্লগিং এর জন্যও...

প্রথম দিকে ব্লগে ঢুকেই এভাবে হা করে চেয়ে থাকতাম, ইশ কবে একটু উপরে উঠবো... :(

প্রায় প্রতিদিনই লগ ইন করে মাপ জোখ শুরু করে দিতাম কয় লাইন উঠলাম ... =p~

একসময় দেখি একেবারে প্রথম রোতে চলে এসেছি...! B-)
আহা সেকি আনন্দ...!!

পরে খেয়াল হলো ব্যাপার টা...

আপনার এই অদ্ভুত বর্ষপূর্তি পোস্টের আইডিয়ায় আমি মুগ্ধ..! ;)

শুভকামনা নিরন্তর...

১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আপনার এই অদ্ভুত বর্ষপূর্তি পোস্টের আইডিয়ায় আমি মুগ্ধ..! ;)

আপনার এই মন্তব্যটাতেও আমি মুগ্ধ।

শুভকামনা আপনার জন্যেও...সবসময়।।

১৭| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে প্রথম হওয়াতে অভিনন্দন। এতগুলো প্রথম হওয়া বিশাল ব্যাপার। আপনার ১ম হওয়ার দিনে আমার কোন অবস্থানই নেই। :(


আরো ভাল করুন শুভকামনা আরজু পনি ।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

আরজু পনি বলেছেন:

বিষয়টা সত্যিই দুশ্চিন্তা করার মতো !

তবে আপনার পোস্টের সংখ্যা, ব্লগে বিচরণ, অন্যদের পোস্টে মন্তব্যই আপনার সরব উপস্থিতি জানান দেয়।

দোয়া করবেন যেন ভালোর মাঝে থেকে আলো ছড়াতে পারি।
আপনার জন্যেও অনেক শুভকামনা ।।

১৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো এখনও দেখতে পাচ্ছি আপনি প্রথমই আছেন। এটা মনে হয়ে একেকজন ব্লগারের কাছে একেকরকম করে শাফল্‌ড হয়।

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

আরজু পনি বলেছেন:

হতে পারে...প্রমাণ সহ উপস্থাপন করায় যারপরনাই আনন্দিত হলাম, প্রিয় ব্লগার।
ভালো থাকুন, আনন্দে থাকুন সর্বদা।।

১৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: মূল পোষ্টের একটা ছবিতেও আমার ফটু নাই :(( তবে কমেন্টের একটাতে আছে দেইখা খুশি হইছি !:#P যাউক, ফার্স্ট হওয়া উপলক্ষে এইবার পার্টি না দিলে খবরাছে কৈলাম X(

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩০

আরজু পনি বলেছেন:

সত্যিই ব্যাপারটা অতীব দুঃখের :|
জরুরী ভিত্তিতে আপনাকে এডিটেড লিস্টে দেখানোর জোর দাবী জানাই।

আপনারা পার্টির ব্যবস্থা করুন...আমি অবশ্যই হাজির হবো পার্টিতে :D

২০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৮

আমি পাবলিক বলেছেন: আপনাকে শুভেচ্ছা জানাতে লগ ইন করলাম। আপনি আমার একজন প্রিয় ব্লগার। আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা।

সবসময় ভালো থাকবেন। আমরা পাশে আছি আপনার।

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

আমাকে শুভেচ্ছা জানাতে লগইন হয়েছেন জেনে সত্যিই অনেক সম্মানিত বোধ করছি, আমি পাবলিক।

অনেক কৃতজ্ঞতা রইল।
এভাবেই পাশে থেকে অনুপ্রেরণা যোগাবেন আশা করি সবসময়ই।
শুভেচ্ছা সতত।।

২১| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে মাইনাচ ! পক্ষপাতিত্ব মূলক পোষ্ট , কোথাও আমি নাই :(

১৩ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

কে বলে আপনি কোথাও নাই !?

এই তো মন্তব্যে ঠিকই আছেন :D

এডিটে হাত পাকুক তারপর এডিট করে আপনাকে কোন একটা ছবিতে এ্যাড করে নিব B-)

প্লিজ এবার অন্তত হাসুন।।

২২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আপনার একটা ছবিতেও আমার অস্তিত্ব নাই বটে...! /:)
কিন্তু আমি কিন্তু অতটা বেরসিক নই! ;)

এইযে নেন একটা কাপল ছবি তুলে দিলাম আপনার সাথে... :P

(বিঃদ্রঃ সুধিদর্শক, আমি কিন্তু সেলিব্রিটি ব্লগার আরজুপনির উপরেই আছি B-)) ;) )




ভেন্যুঃ- সামহোয়্যার ইন
ফটো ক্রেডিটঃ অ্যানোনিমাস

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

এইযে নেন একটা কাপল ছবি তুলে দিলাম আপনার সাথে... :P

=p~ =p~ =p~



ছবি তোলার কথায় একজনের কথা মনে পড়ে গেল...তার ছবি তুলেছিলাম বলে আমায় নগদে ব্লক করেছিল। অথচ আমি যে বন্ধু হিসেবে কতোটা বিশ্বস্ত তা সে কোনদিনও বুঝবে না :|

রসিক এ্যানোনিমাসের জন্যে অনেক অনেক শুভেচ্ছা।।

২৩| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:২২

ওয়েলকামজুয়েল বলেছেন: অভিনন্দন

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ , জুয়েল।

রমজানের শুভেচ্ছা রইল।।

২৪| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩১

এম এম করিম বলেছেন: অভিনন্দন।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:

করিম, আপনাকে আমার পোস্টে দেখে ভালো লাগছে।
লিখে যান নিজের মতো করে।

অনেক অনেক শুভকামনা রইল।।

২৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

অদ্বিতীয়া আমি বলেছেন: আমিও আছি 8-|

বর্ষপূর্তিতে অভিনন্দন , পনি আপু ।
আপনার ব্লগের প্রতি ডেডিকেশনটা সবসময়ই ভালো লাগে ।

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫০

আরজু পনি বলেছেন:

ইদানিং ব্লগে ইচ্ছে থাকলেও অনেকটা সময় দিতে পারি না।

কিন্তু ভালোবাসি এই প্রিয় ব্লগটিকে।
অভিনন্দন পেয়ে কৃতার্থ হলাম, অদ্বিতীয়া...।

অনেক ভালো থাকুন...সবসময়।।

২৬| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন: অভিনন্দন
অভিনন্দন
অভিনন্দন.....!!

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

আরজু পনি বলেছেন:

এত্তোগুলো অভিনন্দন পেয়ে দারুন লাগছে, সাবির।

পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা সবসময়ের।।

২৭| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১০

আনজির বলেছেন: অভিনন্দন.......

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আনজির।

আমার ব্লগে স্বাগতম।

রমজানের শুভেচ্ছা রইল আপনার জন্যে।।

২৮| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:১৫

আবু শাকিল বলেছেন: আপনার চলার পথে আমরাও কিন্তু সঙ্গী কিন্তু জনা আফায় কিঞ্চিৎ কারচুপি করছে,কোথায় করছে জানা নাই।জানতে পারলে জানাবো =p~

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন:

জ্বি, শাকিল...আপনারা পাশে আছেন বলেই কথা বলতে ভরসা পাই।

হাহা
জানাবেন আশা করি, অপেক্ষায় থাকবো।
শুভকামনা রইল।।

২৯| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:২৮

আরজু মুন জারিন বলেছেন: এইরে এই ছবির অর্থ কি। প্রথমে শো হওয়া কি কোন তাৎপর্য্য বহন করে ?আমি তো কোনদিন আমার নাম খেয়াল করিনি। তবে অন্য কারা অনলাইন হয়ে আছে বা তার মধ্যে পরিচিত রা আছে কিনা তা খেয়াল করে দেখি। যারা অনলাইন এ থাকে তাদের লেখায় কমেন্টস আগে করি। কে অনলাইন দেখার উদ্দেশ্য এই। আপনার লোগো আগে তার অর্থ আপনি সর্বোচ্চ পর্যায়ে আছেন জনপ্রিয়তায় ? তবে এ ঠিক আপনি ভাল লিখেন , সবার লিখায় ভাল ভাবে কমেন্টস করেন। আপনার উপস্থিতি বেশ প্রানবন্ত। আপনি একজন প্রানবন্ত জনপ্রিয় ব্লগার আমার দৃষ্টিতে। তবে আমি নিজে সামুতে এখন ও সময় দিতে পারিনা যা আমি দেই প্রথম আলোতে। লগ ইন হয়ে থাকি অবশ্যই। চাই আর ও ইনভলব হতে সময় টা সমস্যা।

আপনাকে অনেক অভিনন্দন। আপনার আনন্দতে আমি ও আনন্দিত। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভাল থাকুন সবসময়।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

আরজু পনি বলেছেন:

বর্ষপুর্তি উপলক্ষে এটা একেবারেই নির্ভেজাল একটা পোস্ট। যেখানে মজা করাই মূল উদ্দেশ্য।

অনলাইনে আগে দেখালেই সর্বোচ্চ পর্যায়ের জনপ্রিয় না।

আসলে একেকজন একেক রকম ভাবে গ্রহণযোগ্য।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, জারিন।।

৩০| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ১:৫৮

আহসানের ব্লগ বলেছেন: শুভেচ্ছা রইলো। :)

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, আহসান।

ভালো থাকুন সবসময়।।

৩১| ১৩ ই জুলাই, ২০১৪ ভোর ৬:০০

নস্টালজিক বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা, পণি।

আরও অনেক বর্ষ ধরে বর্ষপূর্তি হোক আপনার।


ভালো থাকুন নিরন্তর।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪৯

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছা পেয়ে খুব ভালো লাগছে, প্রিয় নস্টালজিক।

আপনারাও ভালো থাকুন অনেক অনেক।।

৩২| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩১

জাফরুল মবীন বলেছেন: বোন আরজু পনি আপনাকে অভিনন্দন।

আমি স্বঘোঘিত সামুর গবেষক :P ।কোন কিছুর পেছনের কারণ খুঁজে বের করাই আমার নেশা।আপনার পোষ্টটি পড়ার সাথে সাথে সেই নেশায় পেয়ে বসল।আপনার আজকের এ অবস্থানের সম্ভাব্য কারণগুলোঃ

১)‘জোর যার মুল্লুক তার’ এ কথাটি সর্বজনগ্রাহ্য।বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে এর ব্যবহার প্রকট থেকে প্রকটতর হচ্ছে।আপনার মুষ্টিবদ্ধ প্রোফাইল পিক ‘ঘুষি মাইরা নাক ফাটাইয়া দিমু’ টাইপের আক্রমণাত্মক বার্তা বহন করে।নিরীহ ব্লগ কতৃপক্ষের আপনাকে সর্বোচ্চ আসনে আসীন না করিয়া উপায় ছিল না।

২)ঘুষি মারার ষ্ট্যাইলের হাত আশা জাগানিয়া নয়।অথচ আপনি তাতে HOPES শব্দটি লিখেছেন।লক্ষ্য করলে দেখা যায় তাতে অসাধারণভাবে S অক্ষরটি ব্যবহৃত হয়েছে এবং সেটি বিচ্ছিন্নভাবে এমন একটি আঙ্গুলে অবস্থান করছে যেটি আমরা ‘কুছ পরোয়া করি না’ দেখাতে নাড়িয়ে থাকি।HOPE=Hand Of Power Exhibition এবং S=ডলার বা হিটলারের পার্টির সাইন ধরলে আপনার আজকের অবস্থানের একটা ব্যাখ্যা দাঁড় করানো যেতে পারে।

৩)আপনি শুধু ১ম অবস্থান দেখেই অবাক হয়েছেন!নীচে আপনার পেজের একটা স্ক্রীণ শট দেখুন।অন্য ব্লগারের ক্ষেত্রে যেখানে তাদের ব্লগে অবস্থান কালের ভগ্নাংশ মাস বা সপ্তাহে নিরূপিত হয় সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে ঘন্টায়।যে মানুষ যত গুরুত্বপূর্ণ তার অবস্থানকাল সময়ের তত ক্ষুদ্রাতিক্ষুদ্র এককে প্রকাশ করা প্রচলিত রীতি।



৪)আপনার ব্লগিং ক্ষমতা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।আমার মত একজন গবেষকও আপনার চ্যালায় (ফলোয়ার অর্থে) রূপান্তরিত হয়েছে।গবেষক হিসোবে আমার কাছে আপনার আজকের এ অবস্থানের পিছনে এ কারণটিকেই সবচেয়ে বেশী যুক্তিযুক্ত বলে মনে হলো।

বি.দ্রঃএটি কেবলই একটি রস মন্তব্য।আপনার প্রথম অবস্থান বাস্তবতার সাথে এর কোন মিল নাই।আশাকরি কেবল এর রসটুকুই গ্রহণ করবেন।অবশ্য গতকাল এক রসরচয়িতার পোষ্টে রসাত্মক মন্তব্য লিখে ধরা খেয়েছি।অনুরোধঃআপা আমারে ঘুষি মাইরেন না প্লিজ....

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

আরজু পনি বলেছেন:

ইয়া মাবুদ !
আপনার গবেষণায় আমি পুরাই শ্যাষ !

তবে আপনার মতো এমন অসাধারণ একজন লিখিয়ে, গবেষককে চ্যালা বানাতে পেরে সত্যিই গর্ববোধ করছি B-)

কাউকে ঘুষি মারি না...আমি খুব ভদ্র ব্লগার B-))

চলুক আপনার গবেষণা...আমরা অসাধারণ শেয়ার সবসময়ই যেনো আপনার কাছ থেকে পাই।

অনেক অনেক শুভকামনা রইল, প্রিয় জাফরুল।

৩৩| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫০

হেডস্যার বলেছেন:
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। :)

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:

হেডস্যার !
আমার ব্লগে!
খুবই ভালো লাগছে আমার ব্লগে এমন একটি নিকের উপস্থিতি ।

অভিনন্দন আর শুভেচ্ছা পেয়ে অনেক ভালো লাগছে।
আপনিও অনেক ভালো থাকুন, হেডস্যার।
রমজানের শুভেচ্ছা রইল।

৩৪| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৮

আমি ইহতিব বলেছেন: অনেক অনেক অভিনন্দন পনি আপু।

আপনার ব্লগিং এর প্রতি ডেডিকেশন দেখে আমি সত্যিই খুব অবাক হই। অফিস, সংসার সব সামলেও ব্লগিং এ আপনি দারুন এ্যাকটিভ। যা থেকে ব্লগের প্রতি আপনার ভালোবাসার প্রকাশ পায়।

আপনার পোস্ট পড়ে কিছু ভালো ভালো মুভি দেখার সৌভাগ্য হয়েছে আমার, যার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ।

শুভ কামনা সব সময়ের জন্য। ভালো থাকুন।

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

আরজু পনি বলেছেন:

এই ব্লগটার প্রতি অনেক ভালোবাসা তৈরী হয়ে গেছে, তাই খুব বেশি সময় দেতে না পারলেও একটু সুযোগ পেলেই ব্লগে চলে আসি।

ভালো ম্যুভি, ভালো বই এসবের শেয়ার আমাদেরকেই করতে হবে যেনো ভালো কিছু সহব্লগাররা পায়।

ধন্যবাদ পেয়ে ভালো লাগছে, যা আমাকে পরবর্তীতে আরো ম্যুভি পোস্ট শেয়ারে অনুপ্রেরণা যোগাবে।
অনেক অনেক ভালো থাকুন ।

৩৫| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৭

বাংলাদেশী দালাল বলেছেন: ফাস্টো মোবারক। !:#P

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশী দালাল। আশা করি সবসময়ই পাশে পাবো।

রমজানের শুভেচ্ছা রইল।।

৩৬| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫২

জুন বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন আর একরাশ শুভেচ্ছা আরজুপনি। কি সুন্দর আইডিয়া। যদিও একটি ছবিতেও আমি নেই । আমিও একদিন দেখেছিলাম প্রথম ছিল আমার নিক । কিন্ত স্ক্রীন শর্ট না নিতে পারার ব্যার্থতা আমাকে .।.।
+

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮

আরজু পনি বলেছেন:

হাহা
আশা করি পরের বার থেকে মিস করবেন না স্ক্রিনশট নিতে।

আইডিয়া পছন্দ হ্ওয়ায় অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রিয় ব্লগার।
ভালো থাকুন খুব খুব।।

৩৭| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৬

একজন ঘূণপোকা বলেছেন:
বর্ষপুর্তির শুভেচ্ছা আপ্পি!! !:#P !:#P !:#P !:#P

আপনার এই স্ক্রীন শটগুলিতে আমার পুরানা প্রো পিকগুলি দেখে একটু নস্টালজিক হয়ে গেলাম!!

এই স্ক্রীনশটগুলি দেখে মনটা একটু খারাপই হয়ে গেলো, এই বুঝি সামুর অবস্থা!!! এভারেজে ৪০০ ভিজিটর!! লল

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১২

আরজু পনি বলেছেন:

শুভেচ্ছার জন্যে অনেক ধন্যবাদ, একজন ঘূণপোকা।

জানি না আপনার সেই নিকগুলোর কী অবস্থা হয়েছে...
শুভকামনা রইল আপনার জন্যে।

৩৮| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:২১

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট আর মন্তব্য গুলো উপভোগ করলাম।

ব্লগে সিনিয়র হলে সত্যিই কি তার নাম উপরে বা প্রথম রো তে দেখায় ? আমি ব্যাপারটা জানতাম না । সে যাই হোক ব্লগে যে কোনও পোস্টে বিশেষ করে তথ্য ভিত্তিক পোস্টে তুমি অনেক পরিশ্রম দাও। তাই সে হিসেবে লেখাটা পড়তেও ভালো লাগে।

তৃতীয় বর্ষপূর্তির জন্য শুভকামনা রইলো পনি।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৬

আরজু পনি বলেছেন:

আগে সিনিয়র হলে প্রোপিকগুলো পর্যায়ক্রমে উপর থেকে নিচে দেখাত।
এখন আর সেই নিয়ম নেই। তাই আমার মতো অনেকেরই হা-হুতাশ কমে গেছে :D


অনেক অনেক ধন্যবাদ, অপর্ণা।
রমজানের শুভেচ্ছা রইল।

৩৯| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বর্ষপূর্তির অভিনন্দন।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ,কবি দূর্জয়।
রমজানের শুভেচ্ছা রইলো।

৪০| ১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন!

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

আরজু পনি বলেছেন:

সবসময় পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো থাকুন সবসময়।।

৪১| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

জানা বলেছেন:

অভিনন্দন পনি।


আমি সারাদিন রাতের বড় সময়টাই এখানে রিক্সা চালাই :P..... কিন্তু আমার ছবি না থাকুক, আমার এত আদরের রিক্সাটা কি কারোরই পছন্দ না!!! এ কোন ধরণের মডারেশন? এই মডারেশন সম্পূর্ণ অস্বচ্ছ এবং কালো চশমা ও কালো হাতের স্পর্শে কলুশিত। এই অন্যায় মানি না, মানবো না। ইচ্ছা করতাছে মডুগোর মাতাত ১০০ কেজির মুগুর দিয়া আস্তে কৈরা একটা বারি দেই। রাগের চোটে আমি আমার পরমিত বাংলা হারায়া ফেলছি। নাহ্‌, আমি আর এই সামুতে ব্লগিংই করুম না।



B-) ;) :P =p~ =p~ =p~

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

আরজু পনি বলেছেন:

আমি থাকতে মডারেশনের বিরুদ্ধে কোন অপবাদ মেনে নেয়া হবে না /:)

চাকরী গেলে যাক Invisible অপশন থেকে টিক মার্কটা তুলে ঠিকই সময়মতো স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম ;) !:#P


:P B-)) =p~

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫০

আরজু পনি বলেছেন:

এতোদিনের লুকানো স্ক্রিনশটটা ব্লগে শেয়ার করার উত্তেজনায় কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাতে ভুলেই গিয়েছিলাম। :#>

অভিনন্দন পেয়ে পেয়ে খুব ভালো লাগছে।
এভাবেই সামনের সময়গুলোতে অনুপ্রেরণা যুগিয়ে যাবেন আশা করবো।
অনেক অনেক কৃতজ্ঞতা রইল।।

৪২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

লিরিকস বলেছেন: আমি অন্যর পোস্টে সব সময় '+' দিই এটা সত্যি নয়, কখনও কখনও কিছু লিখি,
এই যে এখন যেমন লিখব

অভিনন্দন ও শুভেচ্ছা।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৬

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহা

ভাবছিলাম এটাতে প্লাস দিলে কী জবাব দিতাম...হাহাহাহাহাহা
অভিনন্দন আর শুভেচ্ছা পেয়ে কৃতার্থ হলাম, লিরিকস।
রমজানের শুভেচ্ছা রইল।।

৪৩| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১২

শুঁটকি মাছ বলেছেন: তৃতীয় জন্মদিনের শুভেচ্ছা আপু :P :P :P :P :P

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

অনেক অনেক ধন্যবাদ, শুঁটকি মাছ।
শুভেচ্ছা নিরন্তর।।

৪৪| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৯

লেখোয়াড় বলেছেন:
আমি কবে যেন এরকম পোস্ট করেছিলাম। তখন ব্লগে খুব মজা হতো........

এইইই..... এই রকম..............

মুহিব, অনিক, শ।মসীর কৌশিক, আমিনুল ইসলাম এই পাঁচজন ব্লগার সবসময় উপরে থাকে ক্যান? আমরা অন্য সবাই কি দোষ করলাম??

আমার অল্প-স্বল্প ব্লগ জীবন আজ স্বার্থক হলো। আজ আমার নামটি কিছুক্ষনের জন্য সবার উপরে দেখা গেল। জয় হোক সামুর

শুভেচ্ছা।

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

আরজু পনি বলেছেন:

হাহা
দারুন তো!

কতোদিন ভেবেছি সিনিয়রদের এই সুবিধা মানি না, মানি না...
এখন বৈষম্যহীন ব্যবস্থা হয়েছে হাহা

অনেক অনেক ধন্যবাদ, প্রিয় লেখোয়াড়।।

৪৫| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

তারছেড়া লিমন বলেছেন: অনেক অনেক শুভকামনা.............শুধু এতটুকুই বলব আপু.........

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

ওয়াও!
দারুন শেয়ার!

মনটা খুব ভালো হয়ে গেল।

খুব খুব কৃতজ্ঞতা রইল এভাবে শুভকামনা জানানোয়।

রমজানের শুভেচ্ছা রইল, লিমন।।

৪৬| ১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

মুদ্‌দাকির বলেছেন: হ্যাপি ব্লগিং আপু

আসসালামুয়ালাইকুম !!

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০০

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, মুদ্‌দাকির।

ওয়ালাইকুম আসসালাম।
রমজানের শুভেচ্ছা রইল।।

৪৭| ১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

কালীদাস বলেছেন: আজকে থিক্ক্যা ৩বচ্ছর আগে এই জিনিষ দেখলে হয়ত ডিজে পার্টি দেয়া যাইত...এখন আর এগুলার বেইল নাই B-))

যাই হোক, মেলা বুড়া হইছেন !:#P

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

জ্বি না এখন্ও বেইল আছে /:)
দেখেন না কমেন্টে...প্রথম হতে না পেরে কতোজনের মনখারাপ ;)

জ্বি তাতো বটেই...তবে এই নিক নিয়েই থাকার ইচ্ছা আছে যত বুড়াই হই।
নতুন নিক নিয়া আর জোয়ান হইতে চাই না। B-))

আপনাকে দেখে ভালো লাগলো স্যার.. :D

৪৮| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৭

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানবেন । আপনার খুশিটা ফিল করতে পারছিনা যদিও । :-P :-P
কখনো প্রথম হইনি কি না, অবশ্য সে সম্ভাবনা নেই ও ।
B-)) :#)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:

@পার্সিযার্স রিবর্ণ...

অভিনন্দন আর শুভকামনা পেয়ে খুব ভালো লাগছে।

আমি একটা হালকা পোস্ট দিয়েছি মজা করতে তাতেই আমি বেজায় খুশি। আপনি তেমন কোন পোস্ট দিলে তখন আমার আনন্দ বুঝতে পারবেন।

আর প্রথম হয়ে যাবেন যে কোনদিন ;)
অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে।।

৪৯| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৪

রিফাত ২০১০ বলেছেন: ভগিনীপনি আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা।

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, রিফাত।

আপনার সম্বোধনটা বেশ লাগে।

ইদানিং ব্লগে আপনাকে কম দেখা যাচ্ছে...আশা করি আরো নিয়মিত পাবো আপনাকে।

রমজানের শুভেচ্ছা রইল।।

৫০| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:২০

না পারভীন বলেছেন: দায়িত্বশীল ব্লগিং এর উজ্জ্বল নাম পনি আপু। ৩য় বর্ষ পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা :) :)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

না পারভীন, আপনাদের এই অনুপ্রেরণামূলক মন্তব্য, আলোচনা, পাশে থাকাই ব্লগিং-এর অনুপ্রেরণা।

অনেক কৃতজ্ঞতা রইল।

রমজানের শুভেচ্ছা ।।

৫১| ১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: অভিনন্দন।

১৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, প্রিয় গল্পকার।
ভালো থাকুন, আলোতে রাখুন।।

৫২| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:৩৬

মাহমুদ০০৭ বলেছেন: মানি না , খালি আপনি ই ফাস্টু :(( :(( :((
অভিনন্দন । ব্লগিংয়ে আপনার অনেক অনুপ্রেরণা পেয়েছি ।
আমার মত আরো অনেকেই পেয়েছে । এই ঋণ শোধ হবার নয় ।
ভাল থাকবেন আপা।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১১

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

এই কান্নার ইমো গুলো দেখার জন্যেই তো এই পোস্ট, যেন এর পরের ফাস্টু গুলোর সময়ে প্রমাণ রাখতে মিস না করেন।

আপনি অনেক ভালো লিখেন । আর ব্লগিয় ইন্টারেকশানও আপনার ভালো। যাই লিখি, তাতে মন্তব্য করে আলোচনা করে অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন...সেই দিক থেকে আমি নিজেও কৃতজ্ঞ, মাহমুদ।

আপনিও অনেক ভালো থাকুন।
শুভেচ্ছা রইল।

৫৩| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৫

টুম্পা মনি বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

অনেক অনেক অভিনন্দন।

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:২২

আরজু পনি বলেছেন:

ইয়ে মানে, হাসি স্বাস্থ্যের জন্যে খুব ভালো ।

:D

অভিনন্দন পেয়ে যারপরনাই আনন্দিত হলাম গো।

রমজানের শুভেচ্ছা রইল, প্রিয় টুম্পামনি।

৫৪| ২০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৬

লিরিকস বলেছেন: এই নীল মনিহার
এই স্বর্নালী দিনে
তোমায় দিয়ে গেলাম
শুধু মনে রেখো

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৮

আরজু পনি বলেছেন:

বলেছিলে কাল তুমি আসবে
কেন এলে না?
আমি বসে আছি স্মৃতির মিনারে
বড় একা...
কেন এলে না???

৫৫| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনে তো ছুডু মানুষ! আমার জুনিয়র :-<

হ্যাপি ব্লগিং :#)

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

আরজু পনি বলেছেন:

আলাউদ্দিন, অন্তর্জালের কোন একটা বিষয়ে আপনার কাছে আমার কৃতজ্ঞতা থাকবে সবসময়।

অনেক ভালো থাকুন।।

৫৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১:১৬

মামুন ইসলাম বলেছেন: ব্লগার ব্লগ হ্যপি বার্ডে

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল, মামুন।

আমার ব্লগে স্বাগতম জানাই।

রমজানের শুভেচ্ছা...

৫৭| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:১৪

ইখতামিন বলেছেন:
তৃতীয় বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন
আপনার নতুন ব্লগ সাইটটাও দারুণ হয়েছে.. তবে আগেরটাই যথেষ্ট ছিলো

২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, ইখতামিন।

আ,ার আগের ব্লগসাইটটাই আমার প্রান। কিন্তু ওটাতে যতটুকু সম্মান দেয়া উচিত আমি সেই পথ থেকে অনেক দূরে সরে এসেছি...নিজেকে ঠিক করে আবার ্ওটাতে লেখা দিব।
তবে নতুনটা শেষ কবে দেখেছেন জানি না, ওটাতে পরীক্ষামূলক যা পারছি করছি। তৈরীর আনন্দ যাকে বলে।

আপনার একটু সহযোগতিা পেলে ভালো হতো।

অনেক ভালো থাকুন...সবসময়ই।

৫৮| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১০

নক্ষত্রচারী বলেছেন: শুভেচ্ছা শুভকামনা ......


২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:
একজন দারুন লিখিয়ে নক্ষত্রচারীকে চিনতাম...তার প্রোফাইল পিকটা অন্যরকম ছিল।

ব্লগিয় বয়সে কেমন পরিচিত লাগছে...আপনার পেছনের সব লেখাগুলো দেখলে নিশ্চিত হতে পারবো।
শুভেচ্ছা ও শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ, নক্ষত্রচারী।
অনেক ভালো থাকুন ।।

৫৯| ২২ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: ফাস্টু হওয়ায় অভিনন্দন :) !:#P

২২ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

প্রোফেসরের কাছ থেকে অভিনন্দন পেয়ে অনেক ভালো লাগছে।

কতোজনে আপনার আইডিয়া থেকে লিখলো, আমি শুধু দেখলাম...

অনেক ভালো থাকুন আর আমাদের দিতে থাকুন অসাধারণ সব লেখা।
শুভকামনা রইল, সবসময়ের জন্যে।।

৬০| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আগে বলেন ক্ষমা করছেন কিনা লেট করে উইশ করার জন্য :(

এভাবেই পথ চলা হোক সব সময়। আপনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি সব সময়। এইজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। শুভকামনা জানবেন আপু।

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

হাহা
ক্ষমা করার আগে আমাকেতো জানতে হবে আপনার অপরাধটা কী ?

আমি নিজেও অনেক প্রিয় ব্লগারদের পোস্টে যেতে অনেক সময়ই খুব দেরী করে ফেলি, কখনো যাই যাই করে সেই ব্লগার নতুন পোস্টই দিয়ে দেয়। তাহলেতো তাদের সবার কাছে আমাকেও ক্ষমা চাইতে হবে :|

ব্যাপার না।

এই যে আন্তরিকতা দেখালেন এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।

আপনি অনেক ভালো একজন লিখিয়ে। লিখতে থাকুন আমাদের জন্যে।

অনেক শুভকামনা রইল, কান্ডারি।।

৬১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ২:২৪

রবিন মিলফোর্ড বলেছেন:
যাক অবশেষে প্রথম স্থান অর্জন করলেন । ;)


অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রথম হওয়ার জন্যে । !:#P :)


কিন্তু মিষ্টি কোথায় আপু ! :-B

২৬ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

নিজেই নিজের প্রথম হওয়াটাকে ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানালাম।

:D

মিষ্টি তো অবশ্যই হবে... রোজাটা যাক তারপর হবে ইনশাহআল্লাহ ।

অনেকদিন পর দেখলাম, আশা করি আবার নিয়মিত হবেন লেখালেখিতে।
অনেক শুভকামনা রইল, রবিন।

৬২| ০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

নক্ষত্রচারী বলেছেন: আপু, নক্ষত্রচারী নামে একজনই আছে ব্লগে ;) প্রোপিকটা চেঞ্জ করা হইসে ।

ভালো থাকবেন ।
প্রশংসার জন্য অনেক ধন্যবাদ :)

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:

হাহা
সেজন্যেই কনফিউজড হয়ে গিয়েছিলাম ।

অনেক শুভকামনা রইল, নক্ষত্রচারী।।

৬৩| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮

মুর্তজা হাসান খালিদ বলেছেন: আমিও আচিলাম :P

১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:

তাহলে বোঝঅ গেল ব্লগে আপনি বিশেষভাবে নিয়মিত ;)

অনেক শুভেচ্ছা রইল, খালিদ ।।

৬৪| ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১

আদম_ বলেছেন: জিনিসটা আসলে কি? প্রথম স্থান কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? (আসলে আমি জানতে চাইছি এটা একটা কি ফান পোস্ট নাকি সিরিয়াস পোস্ট।)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

হাহা
লেখাতেই বলে দিয়েছি ব্যপারটা ;)

আপনি সিরিয়াস হলে বিষয়টা সিরিয়াস...তবে এই স্থানটা বারবার বদলায়...

শুভেচ্ছা রইল আপনার জন্যে ।।

৬৫| ২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৪

বাঙ্গাল অ্যানোনিমাস বলেছেন: অভিনন্দন ... :)

২৩ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ জানাই, বাঙ্গাল অ্যানোনিমাস ।।

:)

৬৬| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৯

আদম_ বলেছেন: জানতাম এমন এক এ্যানসার পেতে যাচ্ছি যা হবে-
ঘোরালো,
প্যাচালো,
দুই অর্থবিশিষ্ট,
ঘোলাটে,
বিভ্রান্তিকর,
অস্পষ্ট,
তির্যক,
আকারে লম্বা,
আধাআধি,
মাথা গুলানো..........।

আমি এও জানি এই কমেন্টের প্রতি উত্তরে কি উত্তর পেতে যাচ্ছি।
8-| 8-| 8-| 8-| 8-| ;) ;) ;)


২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:
আমি এও জানি এই কমেন্টের প্রতি উত্তরে কি উত্তর পেতে যাচ্ছি।...আপনার জানা কথাটা জানতে পারলে সেই উত্তরটা দিতাম । যেহেতু মাইন্ড রিড করতে পারছি না, তাই নীরবতাকেই বেছে নিলাম ।

অনেক ভালো থাকুন ।
শুভকামনা রইল ।।

৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
প্রথম হলেন,
ভুলে গেলেন !

ভালো আছেন আশা করি !

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

ভুলি কেমন করে ?
ভোলা কী যায় ?

আমি ভুলতেও চাই না ।

ভালো আছি ...আলহামদুলিল্লাহ ।
আপনিও আশা করি ভালো আছেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.