নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সালাম সিনেমা: সিনেমাখোরদের আড্ডা

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮

শুরুতেই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের এই ছুটিতে প্রিয়জনদের সাথে এমন কি নিজের সাথেও ভালো সময় কাটুক। সব ব্যস্ততার ভীড়েও নিজের সময়গুলোকে আনন্দে কাটানোর জন্যে সিনেমা দেখা যেতে পারে।



ভালো সিনেমা ভালো বন্ধুর মতো। একাকীত্বের বিশ্বস্ত সঙ্গী। সময় ভালো কাটার দারুন এক মাধ্যম। জানা যায় অজানা অনেক কিছুই। সিনেমা থেকে জীবনের অনুপ্রেরণাও পাওয়া সম্ভব।

মাঝে মাঝেই হাহাকার শুনতে হয় সামহোয়্যারইন ব্লগে নাকি আগেরমতো সিনেমা পোস্ট আসে না। কথাটা কতোটুকু সত্য তা বিচার করতে না বসে বলবো... আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে...



ভালো সিনেমার খোঁজে মাঝে মাঝে বন্ধুদের কাছে ধর্না দিই। একেকজন এককেভাবে সহযোগিতা করে থাকেন। তাদেরকে জানাই আমার কৃতজ্ঞতা।

তবে, সহব্লগার যারা নিয়মিত বা অনিয়মিত সিনেমা দেখেন তা যে কোন ভাষার, যে কোন দেশের ম্যুভি হয় তা যদি নিজেদের মতামত সহকারে ব্লগে পোস্ট আকারে শেয়ার করেন তবে কিন্তু অন্যরা অনেক উপকৃত হতে পারে। সিনেমার খোঁজে তবে অন্য কোন সাইটে উদ্দেশ্যহীনভাবে, কোন গাইডলাইন ছাড়া খোঁজাখুঁজি তেমন একটা করতে হবে না।



পর্ব-১

এবারের ঈদে সিনেমা হল গুলোতে যে সিনেমা আসছে:

হিরো দ্য, সুপারস্টার-শাকিব খান, অপু বিশ্বাস, ববি

মোস্ট ওয়েলকাম-২ - অনন্ত জলিল, বর্ষা

হানিমুন- মাহি, বাপ্পী

আই ডোন্ট কেয়ার- বাপ্পী, ববি



অনুরোধ থাকবে সহব্লগার যারা এই সিনেমাগুলো দেখবেন তারা কিছুটা হলেও নিজেদের মতামত সহকারে ব্লগে শেয়ার করবেন যেন অন্যরা হলে যেয়ে দেখতে নিজেদের বিবেচনায় রাখতে পারে সিনেমাগুলো।



পর্ব-২

ঈদে বাংলা চ্যানেলগুলোতে যে সিনেমাগুলি প্রদর্শিত হবে:

১ম দিন:

► গহিনে শব্দ - ইমন, কুসুম শিকদার, মাসুম আজিজ (বিটিভি তে দুপুর ১২:১০)

►প্রেমিক নাম্বার ওয়ান - শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ, ববিতা, মিশা সওদাগর (এটিএন বাংলায় সকাল ১০:৩০)

► প্রিয়া তুমি সুখী হও - ফেরদৌস, শায়লা সাবি (চ্যানেল আই এ দুপুর ২:৩০)

►মা আমার স্বর্গ - শাকিব খান, পূর্ণিমা (একুশে টিভিতে দুপুর ১২:৩০)

►তোর কারণে বেঁচে আছি - শাকিব খান, অপু বিশ্বাস, দিঘি (এনটিভিতে সকাল ১০:০৫)

►আমার স্বপ্ন তুমি - শাকিব খান, ফেরদৌস, শাবনূর (দেশ টিভিতে সকাল ১০:৩০)

►আই লাভ ইউ - শাকিব খান, পূর্ণিমা (আরটিভিতে দুপুর ২:৩৫)





পর্ব-৩

গতসপ্তাহে আমার দেখা কয়েকটা ম্যুভি:

হয়তো অনেকেরই দেখা, তারপরও কেউ না দেখে থাকলে অথবা আবার দেখতে পারেন। বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না।



একাধিকবার দেখার পরও ভালো লাগে অসাধারণ এই সিনেমাটি।





মন কেড়ে নিয়েছে এই সিনেমাটি।





এই ছবিটি দেখেও খুব ভালো লেগেছে আমার।



-এই ম্যুভিগুলোর জন্যে বিশেষ কৃতজ্ঞতা সহব্লগার বিডি আইডল



পর্ব-৪

জুন এর ১ তারিখ থেকে ২৮ জুলাই ২০১৪ পর্যন্ত প্রকাশিত হওয়া সিনেমাপোস্টগুলোর যেগুলি আমার চোখে পড়েছে মূলত সেগুলিই এখানে সংগ্রহে রাখার চেষ্টা করেছি। হয়তো আরো সিনেমা পোস্ট আমার চোখ এড়িয়ে গেছে।

এই কাজটি করেছি নিজের সংগ্রহের জন্যেই মূলত। আর সিনেমাখোর সহব্লগারদের উৎসাহিত করারও একটা আশা জাগানিয়া চেষ্টা।



২৪ জুলাই ২০১৪

Wicker Park 2004 : প্রেমের মরা জলে ডুবে না-সি.এম.তানভীর-উল-ইসলাম



বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মাসুদ পারভেজ সোহেল রানা'র গল্প- কবি ও কাব্য



মুগ্ধতাঃ মাটির ময়না(The clay Bird)- ভাঙ্গা কলমের আঁচর



২৩ জুলাই ২০১৪

আবারো মুগ্ধতাঃ আ সেপারাশান ( IMDb: 8.5)-ভাঙ্গা কলমের আচঁড়



২১ জুলাই ২০১৪

মহেশ বাবু- আমার প্রিয় অভিনেতা-এফ রহমান



১৮ জুলাই ২০১৪

Her- অদ্ভুত প্রেমের অদ্ভুত এক সিনেমা-শাহরুক সাকিব



১৩ জুলাই ২০১৪

এটা ঠিক মুভি রিভিউ নয়-২-এইচ তালুকদার



১২ জুলাই ২০১৪

নিউ কোরিয়ান সিনেমার সেরা ছবিগুলো (ট্রেইলারসহ)-এম এম করিম



৯ জুলাই ২০১৪

"বাংলাদেশের হৃদয়" মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে-লাল দরজা



৮ জুলাই ২০১৪

একটি বাংলা ছবি এবং একজন ক্ষ্যাত মানুষের আবেগ।-ঠেলাগাড়ির পাইলট



ভালোলাগা সিনেমা - The Outlaw Josey Wales (1976)-নিয়নের ঝিঁঝিঁপোকা



৬ জুলাই ২০১৪

Goal! The Dream Begins-নাজমুল হাসান মজুমদার



৩ জুলাই ২০১৪

টরন্টোতে ব্যাপক আযোজনে সত্যজিৎ রায় এর চলচ্চিত্র নিয়ে রেট্রোস্পেক্টিভ-লাল দরজা



১ জুলাই ২০১৪

২০১৪ বেশ কিছু মুভি-স্বরব্যঞ্জ



৩০ জুন ২০১৪

রমজান মাসে মুভি পাগল রা কয়েক টা ইসলামিক মুভি নিয়ে নেন-কিছুটা অসামাজিক



Blood Diamond রিভিও-ঠেলাগাড়ির পাইলট



২৯ জুন ২০১৪

যে সিনেমাগুলো আমি আজীবন সংগ্রহে রাখতে চাই !!! - অ রণ্য



২৮ জুন ২০১৪

পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা ১০টি ব্যয়বহুল সিনেমা ডাউনলোড লিংক সহ!!! ডাউনলোড করুন জলদি-বঙ্গভূমির রঙ্গমেলায়



২৬ জুন ২০১৪

মুভি রিভিউঃ দ্য গ্র্যান্ড বুডাপেস্ট হোটেল (২০১৪)– গ্র্যান্ড এবং নস্টালজিক-এম এম করিম



২৪ জুন ২০১৪

কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের ৮টি ক্ল্যাসিক চলচিত্র ডাউনলোড করুণ একদম ফ্রিঁ!!!! - সময়ের ডানা



হায়দ্রাবাদের দিনগুলি: পর্ব-২.১ (রামুজী ফ্লিম সিটির ফ্লিম্মি জগত)-সাইফুল আজীম



‘নেকাব্বরের মহাপ্রয়াণ’-মুভি রিভিউ - ফরহাদ রেজা যশোর এর বাংলা ব্লগ



২২ জুন ২০১৪

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব নাট্যকার ও অভিনেতা তুলসী লাহিড়ীর ৫৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি-কোবিদ



২০ জুন ২০১৪

নেকাব্বরের মহা প্রয়াণ একটি চলচিত্র কথন। - ফ্রাঙ্কেস্টাইন



আমার দেখা দু'টি ব্রাজিলিয়ান মুভি - ফা হিম



১৮ জুন ২০১৪

বন্ধুত্ব নিয়ে কিছু মুভির ক্যাচাল । - অবিবাহিত ছেলে



১৭ জুন ২০১৪

মুভি রিভিউ ঃ তারকাঁটা - htusar



দুটি মনের পাগলামী আড়াই ঘন্টার বিরক্তি মুভি রিভিউ - এক্স রে



১৬ জুন ২০১৪

যে মুভিটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম – 300 Rise Of An Empire( মিনি রিভিউ) - জীনের বাদশা



১৫ জুন ২০১৪

মুভি রিভিউ- Thanks Maa (Hindy)-আজকের বাকের ভাই



ভালো লাগা দুটো ছবির কথা (ভারতীয় বাংলা) - আমি ইহতিব



১৪ জুন ২০১৪

হলিডে: যে মুভিতে ব্লাকবেরী ছাড়াও আর যা কিছু দেখলাম - সাইফুল আজীম



১৩ জুন ২০১৪

"তারকাঁটা" বাংলা সিনেমা- চকচক করলেই সোনা হয় না - শাহরুখ সাকিব



১২ জুন ২০১৪

মুভি প্রিভিউঃ “দ্য অ্যামাজিং কেটফিশ ২০১৪ - নাজমুল হাসান মজুমদার



১১ জুন ২০১৪

প্রিয় অভিনেতা জনি ডেপ ওরফে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো-ঠেলাগাড়ির পাইলট



আমার সিনেমা দেখার গল্প: ১-জাহিদ১৯৯



৯ জুন ২০১৪

Pacific Rim এর দানবরা কি সম্ভব?-আখাউরা পূলা



বাংলাদেশী ছায়াছবি’র প্রোটেকশন-শাহরিয়ার খান শিহাব



৮ জুন ২০১৪

তারকাঁটা-এস.বি.আলী



তারকাটা- বাংলাদেশের প্রেক্ষাপটে একটি আশাজাগানিয়া সিনেমা।-ফরহাদ রেজা যশোর



সেলুলয়েডের পাতায় লাইফ অফ পাই ..........-নাজমুল হাসান মজুমদার



৪ জুন ২০১৪

বাংলা সিনেমার কিংবদন্তী- “বাংলার সৌমিত্র, বাঙ্গালীর সৌমিত্র”-সাজিদ উল হক আবির



৩ জুন ২০১৪

ফর্মুলা সিনেমার রাজত্বে ফর্মুলার বাইরের সিনেমার তালিকা-সুত্রধর



ফাঁদ - দ্যা ট্র্যাপ এই সিনেমা দেখার চেয়ে বিয়ের ভিডিও দেখা ভালো (মুভি রিভিউ)-এক্স রে



১ জুন ২০১৪

সাক্ষাৎকারঃ আন্দ্রেই জিভাগিন্সতেভ-অ রণ্য



পর্ব-৫

একটি ঘোষণা:

সামহোয়্যারইন ব্লগের সিনেমাখোর সহব্লগারদের সাথে ঈদ পরবর্তী এক আড্ডার আয়োজন করা যায় কি না ভেবে দেখা যেতে পারে।



এতে আমার প্রস্তাব:

ভেন্যু: শাহবাগ বা ঢাবি ক্যাম্পাসের কাছাকাছি কোথা্ও হতে পারে।

কী কী সুবিধা পাওয়া যাবে: সাথে করে ল্যাপটপ/নেটবুক আনলে আর পেনড্রাইভ/এক্সটার্নাল হার্ডডিস্ক আনলে ম্যুভি এক্সচেঞ্জ করা যাবে।



=======

আমার ব্যক্তিগত সাইট-

আশা জাগানিয়ার সালাম সিনেমা বিভাগে স্বাগতম

মন্তব্য ৮২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১২

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। আমি প্রচুর মুভি দেখি (কর্মের জন্য এখন কিছুটা কমেছে) কিন্তু রিভিউ লিখতে পারি না।

ঈদের শুভেচ্ছা রইলো।

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সুমন।

রিভিউ লিখতে না পারেন, অন্তত ম্যুভিগুলোর নাম, কারা অভিনয় করেছে, প্রযোজক, পরিচালকের নাম দিয়ে আপনার কেমন লাগলো ম্যুভিটি তা শেয়ার করলেও কিন্তু অনেকেই জানতে পারে ।

ঈদের অনেক শুভেচ্ছা রইল।।

২| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪

প্রবাসী পাঠক বলেছেন: ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, প্রবাসী পাঠক।

আপনাকেও ঈদুল ফিতরের শুভেচ্ছা রইল।।

৩| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ২:০৯

আবু শাকিল বলেছেন: ঈদ মোবারাক আপু।

প্রস্তাব টা চমৎকার ।কিন্তু মিছ করব।
সিনেমাখোর সহব্লগারদের নিয়ে আড্ডা সফল কামনা করছি।

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩০

আরজু পনি বলেছেন:

কেন মিস করবেন জানি না।
তবে কোন পরামর্শ থাকলে দিতে পারেন।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল, শাকিল।।

৪| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ২:২১

রিফাত ২০১০ বলেছেন: ++++++++

ঈদ মুবারক ভগিনীপনি ।

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, রিফাত।

ঈদের শুভেচ্ছা রইল।।

৫| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

আরজু পনি বলেছেন:

ধন্যবাদ জানাই বোকা মানুষ বলতে চায়।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।।

৬| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:১৫

এক্স রে বলেছেন: ধন্যবাদ আপু এমন দারুন পোস্টের জন্য :-) আমি বরাবরই সিনেমা পাগলা। এবার ঈদে আই ডোন্ট কেয়ার দিয়ে সিনেমা দেখা শুরু করবো।
এই পোস্টে আমার নিজের দুইটা রিভিউ স্থান পাওয়ায় বেশ ভালো লাগছে। তবে আমার রিভিউ গুলোর লিংকে ক্লিক করলে ডাটাবেজ এরর দেখাচ্ছে কেন বুঝলাম না :-/

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৩

আরজু পনি বলেছেন:

সিনেমা নিয়ে আপনার পোস্টগুলো বেশ হয়। আমাদের জন্যে লিখে যান নিয়মিত ।

আশা করি দেখা ম্যুভিগুলোর আলোচনা পাবো খুব শিগগীরই।

লিংকগুলো ঠিক করে দিলাম, এবার দেখতে পারেন।

পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা রইল, এক্স রে। :D

৭| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪০

IN THE NAME OF INNOCENCE বলেছেন:


ঈদ মোবারাক !:#P !:#P !:#P

আমি কি আসতে পারবো আপনাদের আড্ডায় ?

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:

আসতে পারবেন না মানে !
আড্ডা সম্পর্কিত পরামর্শ দিয়ে এবং আড্ডায় ম্যুভি ভরা ল্যাপটপ নিয়ে হাজির থাকবেন ;)

ঈদের অনেক শুভেচ্ছা রইল।।

৮| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:০৯

রিফাত হোসেন বলেছেন: মুভিতে এত পেট ভরে না, কারন হিন্দী, বাংলা, হলিউড, তামিল, ফ্রেঞ্চ, জার্মান, থাই,পিনয়,আরবী সহ প্রচুর দেখি, সব গুলি সাব টাইটেল এ নয়, এগুলোর আবার সব গুলির কোয়ালিটি ভাল হয় না, তাই আমার জন্য প্রসব ধীরে হয়, তাই এখন বিভিন্ন সাই ফাই, একশন, থ্রিলার, হরর সিরিজ নাটক দেখি। তাও বিভিন্ন ভাষায়। ভাল লাগে, কোয়ালিটি ভাল থাকলে মনে হয় ডেইলী মুভি ই দেখী। আমি বেশ কয়েকটা সাইট অনুসরণ করি আর মোবাইল এপ্স। ডাবিং সাব টাইটেল রেগুলার আপডেট হয় না। কিন্তু আমার তালিকা লম্বা তাই প্রত্যেক দিন এক্টা না এক্টা পেয়ে যাই :)
ল,

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০

আরজু পনি বলেছেন:

সাবটাইটেল ছাড়া ইংলিশ ম্যুভি দেখে এই দফায় বেশ আরাম পেয়েছি।

আপনার তালিকা থেকে আমাদের জন্যে শেয়ার করলে কিন্তু আমরা উপকৃত হবো।

আমার বর্ষপুর্তি পোস্টটা তৈরীর সময় আপনার ওজন কমানোর কথা মনে করতে পারলেও নামটা কোনভাবেই মনে করতে পারিনি। কারণ আগে আপনি লগইন অবস্থায় থাকলে একেবারে শুরুতে আপনার নাম দেখতাম প্রায়ই।

ঈদের অনেক শুভেচ্ছা রইল, রিফাত হোসেন।

৯| ২৯ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৫৮

এম এম করিম বলেছেন: ঈদ মোবারাক।
আমার একটা রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

মাই স্যাসি গার্ল আমার খুব প্রিয় একটা মুভি।

আপনার যদি কোরিয়ান মুভি ভাল লাগে তবে কোরিয়ান সিনেমার সেরা ২৯ টি মুভির একটা লিস্ট আছে, ট্রেইলারসহ। দেখতে পারেন।

Click This Link

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:

মাই স্যাসি গার্ল ম্যুভিটা দেখে সময় দারুন কেটেছে।

আপনার পোস্টের লিংকটা শেয়ার করার জন্যে কৃতজ্ঞতা জানাই।
পোস্টে এ্যাড করে নিলাম নিজের সুবিধার জন্যে।।

ঈদের শুভেচ্ছা রইল, করিম।।

১০| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: প্রচুর পরিশ্রম করে দেয়া পোষ্ট, খুব ভাল লাগল, ঈদ মুবারক।

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৯

আরজু পনি বলেছেন:

পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, ঢাকাবাসী।

ঈদের শুভেচ্ছা আপনার জন্যেও।।

১১| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৫

মামুন রশিদ বলেছেন: আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ।।

এনাদার স্ট্রাইকিঙ পোস্ট বাই আরজুপনি ।

লাইক দিস :) :)

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৩

আরজু পনি বলেছেন:

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে...

হ্যাঁ, যারা আছি, যারা আছেন হা হুতাশ না করে তাদেরকেই জাগতে হবে।
পাশে থেকে সবসময় অনুপ্রেরণা যোগানোর জন্যে অনেক ধন্যবাদ জানাই মামুন।

ঈদের শুভেচ্ছা রইল।।

১২| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

হাসান মাহমুদ তানভীর বলেছেন: ++++++

ইল্যুশনিস্ট দেখা আছে। বাকীগুলিও দেখব।

আমার ফেভারিট মুভি হচ্ছে - ইনসেপশন, ইনসমনিয়া, লিমিটলেস, দি বাটারফ্লাই এফেক্ট এবং ......... আরো অনেক।

ঈদ মোবারক!

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

আরজু পনি বলেছেন:

ইল্যুশনিস্ট দারুন লেগেছে!

ইনসেপশন, ইনসমনিয়া, লিমিটলেস, দি বাটারফ্লাই এফেক্ট ...এবং বাকীগুলো আশা করি ব্লগে আপনার পছন্দের পুরো লিস্টই আমাদের জন্যে শেয়ার করবেন।

ঈদের অনেক শুভেচ্ছা রইল, তানভীর।।

১৩| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৪

সাজিদ উল হক আবির বলেছেন: আগেও বলেছি, আবারও বলছি - ব্লগে আপনার উপস্থিতিই আমাদের অনুপ্রেরণার কারণ আপু। এতটা যত্ন ও ভালবাসা নিয়ে কালেক্টেড পোস্ট এখন আর চোখে পড়েই না বলতে গেলে। :)

যদিও আমি সেই অর্থে সিনেমাখোর না , তবুও ইচ্ছা আছে শাকিব খানের হিরো আর জলিল ভাইএর মোস্ট ওয়েলকাম -২ দেখার।

ঈদের শুভেচ্ছা আপুকে, আপুর পরিবারের সবাইকে।

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১২

আরজু পনি বলেছেন:

আবির, আমিতো ভাবছি আপনি কোন ডিপার্টমেন্টের টিচার হতে যাচ্ছেন? পাব্লিক প্লেসে জিজ্ঞেস করাও সমীচিন মনে হচ্ছে না।

তবে আপনার লেখাও কিন্তু অনেককেই অনুপ্রেরণা যোগায়।

আমি জলিল ভাইয়ের সবগুলো সিনেমা দেখে ফেলেছি... তবে এটা দেখার সুযোগ পাচ্ছি না কোন।

আশা করি সিনেমাগুলো দেখে ব্লগে আপনার মতামত শেয়ার করবেন।

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৯ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭

ফা হিম বলেছেন: "দ্য ইলিউশনিস্ট" দেখে তো মাথা খারাপের যোগাড় হয়েছিল! পোস্ট প্রিয়তে রইল। এখানে কিছু ইন্টারেস্টিং লিঙ্কু আছে বলে মনে হচ্ছে।

ঈদ মোবারক।

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, ম্যুভিটা সত্যিই অসাধারণ !

আচ্ছা লিংকগুলি কাজে লাগলে, আনন্দ দিলে কৃতার্থ হবো।

ঈদের অনেক শুভেচ্ছা রইল, আপনাকেও ।।

১৫| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫

বৃতি বলেছেন: চমৎকার পোস্ট :) সময় নিয়ে পড়তে এবং দেখতে হবে। প্রিয়তে রাখলাম।

ঈদের শুভেচ্ছা আরজু আপু।

২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৬

আরজু পনি বলেছেন:

অনুপ্রাণিত করার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, বৃতি।

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল।।

১৬| ২৯ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৭

তন্দ্রা বিলাস বলেছেন: আসসালামু আলাইকুম, ঈদ মোবারক আপু।
সালামী কখন পাবো ? ;)


এতক্ষণ সিনেমা দেখছিলাম টিভিতে। হলে গিয়ে জলন্ত সাহেবের ছবিটা দেখার ইচ্ছা আছে।

কেমন আছেন আপু?

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

ওয়ালাইকুমআসসালাম।

আড্ডায় আসেন তখন ...

ভদ্রলোকের সিনেমা দেখে আশা করি মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলেবন না।

ঈদ মোবারাক, তন্দ্রা বিলাস।

ভালো আছি আলহামদুলিল্লাহ।
আশা করি আপনিও ভালো আছেন । :)

১৭| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

পোস্ট নিয়ে পরে কথা হবে।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৬

আরজু পনি বলেছেন:

আপনার জন্যে ঈদের অনেক শুভেচ্ছা রইল, সাবির।

আচ্ছা ঠিক আছে... আলোচনার অপেক্ষায় থাকবো।

:)

১৮| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট প্রিয়তে নিলাম ।কয়েকটি ছবি দেখতে হবে।বিভিন্ন আইটেমের পোস্ট দিয়ে ৫০০ পোস্ট পূরণ করার ইচ্ছা আছে । :)

২৯ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৪

আরজু পনি বলেছেন:

৫০০ পোস্ট ! :||

দিতে থাকুন...
অনেক শুভেচ্ছা রইল।

ঈদ মুবারাক, সেলিম।।

১৯| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:০৩

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদশুভেচ্ছা আরজুপনি ।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, সবসময়।।

২০| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৪

জাফরুল মবীন বলেছেন: ব্লগে ও ব্লগের বাইরের জীবনের ব্যস্ততায় বোন আরজুর এ পোস্টটাতে আসতে দেরী হলো।অভিনন্দন গ্রহণ করুন এরকম শ্রমশ্রাদ্ধ্য ও সময়োপযোগী সিনেমা সংকলনটির জন্য।একসময় বিটিভিতে প্রতি ৫ম সপ্তাহে একটা করে সিনেমা দিত।তখন অন্য কোন চ্যানেল ছিল না।মা ও বড় বোনকে দেখতাম কী তীব্র প্রতীক্ষা তাদের!মা-বোনের সিনেমার নেশা এখনও কাটেনি।সিনেমা হলে তাদেরকে টিকিট কেটে দেওয়া ও এসকর্ট হিসাবে কাজ করতে করতে এ নেশায় আমিও জড়িয়ে পড়ি।কলকাতার বাংলা ছবি ও ইংলিশ মুভি এখনও দেখা হয় নিয়মিত।অনেক কথা বলে ফেললাম...

প্রিয়তে নিয়ে গেলাম ....

ভাল থাকুন।আবারও ঈদ মোবারক।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

স্কুলের শেষের দিকে সিনেমা হলে গিয়ে প্রতি সপ্তাহে সিনেমা দেখতাম। একবার বড় আপার কঠিন বকাও খেয়েছিলাম সেজন্যে।

আমার এখনও হলে গিয়ে সিনেমা দেখতে ইচ্ছে করে...কখনো কখনো দেখিও।

অনেক ধন্যবাদ আপনাকে দেরী করে হলেও এলেন, দেখলেন, পড়লেন, মন্তব্য করলেন।

সময়গুলো খুব আনন্দে কাটুক।।

২১| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৬

টুম্পা মনি বলেছেন: ঈদ মোবারক পুনিয়াপু। টাইম পাইলে মুভি দেখব। নাইস পোষ্ট। ভালো থাকুন। কেমন।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

কী কী ম্যুভি দেখরেন তা্ও কিন্তু শেয়ার করবেন আশা করি।

অনেক শুভেচ্ছা রইল, প্রিয় টুম্পা মনি।
আনন্দে থাকুন সর্বদা।।

২২| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৮

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: ধন্যবাদ আমার মুভি রিভিউ গুলো যুক্ত করে দেওয়ায়, চমৎকার পোষ্ট ,অনেকগুলো মুভি রিভিউ পেলাম, নিঃসন্দেহে কাজে লাগবে,সবশেষে ঈদ মুবারক

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

কাজে লাগলে ভালো লাগবে।
লিখতে থাকুন আমাদের জন্যে।

আপনার জন্যেও রইল ঈদের শুভেচ্ছা ।।

২৩| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়তে নিয়া রাখলাম!

ঈদ মোবারক!

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, মাসুম।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।।

২৪| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল আরজুপনি আপু। :)

ঈদের শুভেচ্ছা।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ জানাই, বঙ্গভূমির রঙ্গমেলায়।
আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।
আনন্দে থাকুন সর্বদা।।

২৫| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার পোষ্ট !
খুব ভাল লাগলো।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

আপনাদের ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি।
অনেক ভালো থাকুন, সবসময়।।

২৬| ৩০ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৮

লেখোয়াড় বলেছেন:
ঈদের শুভেচ্ছা রইল।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় লেখোয়াড়।।

২৭| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: ঈদের পূর্ণাঙ্গ মুভি গাইড। আপনার সর্বশেষ দেখা সিনেমাগুলোর মধ্যে স্যাসি গার্ল আর দ্যা ইল্যুইশনিস্ট দেখেছি। দুটোই মনের ভেতর বিশেষভাবে জায়গা করে নিয়েছে। আমি সর্বশেষ দেখলাম দুটো Ghetto life মুভি। Fresh আর Boyz N the Hood ভালো লেগেছে। দেখতে পারেন।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

আপনার সাজেস্ট করা "দহন" আমাকে ম্যুভি জগতের নতুন দ্বার উন্মোচন করে দিয়েছে।
বিশেষ কৃতজ্ঞতা সেজন্যে।

স্যাসি গার্ল আর দ্যা ইল্যুইশনিস্ট আসলেই সাজেস্ট করার মতো দারুন সিনেমা।

আর আপনার দেয়া নাম গুলোর ম্যুভিও আশা করি দেখে ফেলবো, যদি ইউটিউবে পাই। নতুবা আলাদা লিস্ট করবো কিনতে বা যোগার করতে।
নামগুলোর জন্যে বিশেষ কৃতজ্ঞতা রইল, হাসান।

আর ঈদের অনেক শুভেচ্ছা রইল, আপনার এবং আপনাদের জন্যে।।

২৮| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৫

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটা তথ্যভিত্তিক লিখার জন্য।
ঈদের শুভেচ্ছা রইল :)

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:
পাঠে অনেক ধন্যবাদ, আজাইরা পঁ্যাচাল ।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল।।

২৯| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:২৩

অরুদ্ধ সকাল বলেছেন:

আপনার নাম আরজু নাসরিন পনি :(

কিন্তুক আমি বারংবার ডাকি আরজুপানি নামে। এমন ভুল আমার কেমন হলো :# বুঝতে পারলাম না।

যাই হোক সিনেমার কথায় আসি। আমা সাদাকালো ফিল্ম এর ভক্ত তাই ঈদের অনুষ্ঠানে সাদাকালো ফিল্ম না থাকায় দেখা হবেনা।



ঈদ মোবারক

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

হাহা

ব্যাপার না...অনেকেই পনির বদলে পানি ডাকে। পরে নিজেই খেয়াল করে বা আমি শুধরে দেই। :)

সাদাকালোর ভক্ত তা দারুন কথা। তাই বলে রঙিন দেখবেন না এ কেমন কথা !

সিনেমার রঙিন জগতে আপনাকে স্বাগতম জানাই।

ঈদের শুভেচ্ছা রইল, আপনার জন্যেও ।।

৩০| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:২১

ইমিনা বলেছেন: সিনেমাখোরদের আড্ডা বিষয়ক আপনার পোস্টগুলো অসাধারন। ম্যুভি এক্সচেঞ্জ এর প্রস্তবনার বাস্তবায়ন আশা করছি আপু।
ঈদ মোবারক :) :)

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

আমি খুব করে চাইছি আড্ডাটা হোক।
এতে বেশ কিছু ম্যুভি যদি সংগ্রহ করতে পারি মন্দ কী ... :D

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল, ইমিনা।।

৩১| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , ঈদ মোবারক +

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল, পরিবেশ বন্ধু ।
আনন্দে থাকুন সর্বদা।।

৩২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮

আমি ই শুভ্র বলেছেন: চমৎকার একটা পোস্ট পনি আপু :)

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, আমি ই শুভ্র।
ঈদের শুভেচ্ছা রইল।।

৩৩| ০২ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সিনেমা দেখার পর আমি ভুলে যাই। কোনো একটা বা কয়েকটা ছোটখাট দৃশ্যের কথা মনে থাকে কেবল। যে কারণে এ কর্মটা আমাকে দিয়ে হয় না।
কয়দিন আগে লিওন দ্য প্রফেশনাল একটা একশন মুভি দেখলাম ইউটিউবে। আমার খুব ভালো লাগছিল। ভাবচিলাম লিখবো পরে আর উৎসাহ ধইরা রাখতে পারিনাই।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

তবে না হয় আপনার ভালো লাগা ম্যুভিগুলোর নামই আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ।

অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে ।।

৩৪| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

সায়েম মুন বলেছেন: অনেক দিন সিনেমা দেখা হয় না। গত কয়েক দিন ইউটিউবে নাটক দেখলাম বেশ। আপনার পোস্ট দেখে সিনেমা দেখার ইচ্ছে হইতেছে এখন। 8-|

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:

সিনেমা দেখেন, তারপর আমাদের সাথে শেয়ার করেন। :-B

অনেক শুভেচ্ছা রইল, সায়েম মুন।।

৩৫| ০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১১:০৩

আমি তুমি আমরা বলেছেন: ৯ম ভাললাগা রইল। সাথে ঈদের শুভেচ্ছা :)

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম।

আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল...তুমি...। :)

৩৬| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫১

মাহমুদ০০৭ বলেছেন: ঈদ শুভেচ্ছা আপা :)
কেমন কাটল ঈদ ?

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

আপনাকেও ঈদের শুভেচ্ছা, মাহমুদ।

এবারের ঈদ অন্য অনেকবারের চেয়ে অনেক বেশি ভালো কেটেছে...আলহামদুলিল্লাহ। :)

শুভকামনা রইল আপনার জন্যে।।

৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এই পোস্ট ক্যান এত্তো দেরীতে চোখে পড়লো এইটা ভাবতে ভাবতেই আধা মিনিট চলে গেল ...! :(

আগে শোকেসে নিলাম ... B-)

টক টক ঠান্ডা ঠান্ডা কিঞ্চিৎ বাসি ঈদ মোবারক ... ;) :P

যে মুহূর্তে দিলে গরম গরম মিষ্টি মিষ্টি দেয়া যেত ঠিক ওই সময়টায় ছিলামনা অনলাইনে ... /:)

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

টক, ঠান্ডা, বাসি সব কড়া করে ভেজে না হয় গরম গরমই দিতেন :(

মিষ্টি মিষ্টি না হয় নাই দিরেন...এলেন যে তাতেই কৃতার্থ :D

আনন্দের হোক সময়গুলো।
শুভেচ্ছা রইল।।

৩৮| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোলাগা সংখ্যা দুই অংকে তুলে দিলাম ... ;)
দশম প্লাস ... :)

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৪

আরজু পনি বলেছেন:

দোয়া করি আপনার পোস্টে যেনো তা তিন অঙ্ক হয়।

অনেক শুভকামনা রইল, অ্যানোনিমাস।।

৩৯| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঈদের শুভেচ্ছা, আপু।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, দূর্জয়।

আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল।।

৪০| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু আমার কাছে ল্যাপটপ নাই। আছে এক আলমিরা ভর্তি ইংরেজী আর বাংলা মিলিয়ে প্রায় পাঁচ হাজার সিনেমার কালেকশন। আমার সিনেমার প্রতি অগাধ ভালুবাসা। আজ পর্যন্ত কাউরে বলি নাই। শুধু আপনারেই বললাম। :!> :!> :!>

০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

আরজু পনি বলেছেন:

এতো কালেকশান !
প্লিজ আপনার সাথে সিনে আড্ডাটা শুরু করতে চাই, আপনি আপনার কালেকশান থেকে কিছু নিয়ে আসবেন প্রথমদিন...পরের আড্ডাতে সব ফেরত দেব নিশ্চিত। :D

৪১| ০৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মোঃ ইসহাক খান বলেছেন: পরিশ্রমী পোস্ট। শুভেচ্ছা রেখে গেলাম।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.