নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

কাছে দূরে মনের মাঝে...ছবি ব্লগ

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

মনের মাঝেঃ ময়মনসিংহ ও ব্রহ্মপুত্র

আমার প্রিয় ব্রহ্মপুত্র-এর সাথে কিছুক্ষণ



ও মাঝি নাও ছাইড়া দে

ও মাঝি পাল উড়াইয়া দে

গা রে মাঝি গা কোন গান



অনেকদিন পর এবারের ঈদে লম্বা ছুটি পেয়েছিলাম । ঈদের পরদিন থেকে ঘোরাঘুরি শুরু করে তা ঈদ পরবর্তী সপ্তাহ পেরিয়েছে। সেই সময়েই ছবিগুলো তোলা। যদিও খুব ভালো ছবি তুলতে না জানার কারণে সব এখানে শেয়ার করা সম্ভব হলো না । তারপরও সাহস করে কিছু শেয়ার করলাম ।





মন মাঝি তোর বৈঠা নেরে

আমি আর বাইতে পারলাম না

সারাজনম উজান বাইলাম

ঘাটের নাগাল পাইলাম না





ও নদীরে

একটি কথা শুধাই শুধু তোমারে

বল কোথায় তোমার দেশ

তোমার নেই কি চলার শেষ?





নদীর কুল নাই কিনার নাইরে

ও আমি কোন কুল হতে কোন কুলে যাবো

কাহারে শুধাইরে...?





কে যাস রে ভাটি গাঙ বাইয়া

আমার ভাইধন রে কইয়ো

নাইওর নিতো বইলা

তোরা কে যাস কে যাস





বেলা শেষে ফিরে এসে পাইনি তোমায়

কৃষ্ণচূঁড়ার রঙে এঁকেছি তোমায়

মুছনা তুমি তারে সুখেরি ছোঁয়ায়

সাজিয়ে রেখো মনের মণি কোঠায়





আনন্দ মোহন কলেজ

জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও

স্থাপিত ১৯০৮

অবস্থান: কলেজ রোড়, ময়মনসিংহ, বাংলাদেশ

ক্যাম্পাস: নগর, ১৫.২৮ একর

অন্তর্ভুক্তি : বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়

ওয়েবসাইট : http://www.amc1908.ucoz.com



দূরেঃ মুন্সিগঞ্জ





জীবিকার তাগিদে নারীও ঘরে বসে নেই।





নিজ বাড়ির কাজ সামলেও নারী বাইরের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে।





সাম্যের গান গাই-

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!

-কাজী নজরুল ইসলাম





"সোনালী পাট" এখন শুধুই ইতিহাসের পাতায়





হলুদ ধঞ্চে ফুলে ছেয়ে আছে বিশাল প্রান্তর।





পুরানো বাকল খসিয়ে নতুন করে বাঁচার তাগিদে আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায়।





বর্ষার সময় চলার পথ পানিতে তলিয়ে গেলে পারিবারিক প্রয়োজনেই ব্যবহৃত হয় নৌকা।



কাছেঃ যান্ত্রিক ঢাকায়





স্মরণ স্থাপনা "শিখা চিরন্তন" সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে জ্বলজ্বল করে জ্বলছে।





জনহীন শাপলা চত্বরের এমন দৃশ্য ঈদের সময় ছাড়াসাধারণত চোখে পড়ে না...





ইস্টিশনের রেলগাড়িটা

মাইপা চলে ঘড়ির কাঁটা

প্লাটফরমে বইসা ভাবি

কখন বাজে বারোটা





দুই ভুবনে দুই বাসিন্দা

বন্ধু চিরকাল

রেললাইন বহে সমান্তরাল





তথ্যসূত্র:

ছবি: নিজ এ্যালবাম

স্থান: ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও ব্রহ্মপুত্রের পাড়

ক্যামেরা: Canon EOS Rebel T3



উইকিপিডিয়ায় আনন্দমোহন কলেজ



▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

উৎসর্গঃ সেসব বন্ধুদের, প্রবাসে থেকেও যাদের মন কাঁদে মায়ের জন্যে, সোঁদা গন্ধভরা মাটির জন্যে

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬



►নিজস্ব ব্লগসাইট : আশা জাগানিয়া ফটোগ্রাফি



ফ্লিকারে: ছবি যেথায় কথা কয়



►ফেসবুকে আশা জাগানিয়া ফটোগ্রাফি



▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

ঢাকা শহরে ফটোগ্রাফির একক প্রদর্শনী সম্বন্ধে কারো কোন ধারণা, অভিজ্ঞতা থাকলে শেয়ার করার অনুরোধ রইলো ।।

মন্তব্য ১৪৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

মেংগো পিপোল বলেছেন: আপা অসাধারন কিছু ছবি দেখলাম আপনার তোলা। ভালো আছেন নিশ্চই। কমন কোল্ড চলছে সাবধানে থাকবেন।

পোষ্টে ++++ ছবির জন্য দুইটা(++) আরো এডকরলাম।

আমার একটা লেখার লিংক আপনাকে গিফটঃ

View this link

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, মেংগো পিপোল।
এখনও আল্লাহর রহমতে নিরাপদেই আছি ।

হ্যাঁ, গতকালই পড়েছি তবে তখন মন্তব্য করা হয়নি পরে মন্তব্য করবো ভেবে।।

লিংকটা শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ ।।

২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



মানুষের মন নৌকার মতো, কেবল বয়েই চলে । কোনও ঘাটেই নোঙর ফেলে বসে থাকেনা ।

আপনার মনটাও হয়তো তেমনিই । কোন কুল হতে কোন কুলে যাবেন হয়তো ভেবে পাননি । তাই নদী আর গান যেখানে মিলেমিশে একাকার সেখানে ইট পাথরের মিশেল গানের রেশটাকে চাপা দিয়ে গেছে ।

ব্রহ্মপুত্র অংশটুকু বেশ পাল উড়িয়ে দিয়ে গেছে মনের নদীতে ।

শুভেচ্ছান্তে ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

ছবিগুলো একটা নির্দিষ্ট সময়ে (ঈদের ছুটিতে) তোলা তাই এভাবে শেয়ার করা ।
যেখানে কাছে, দূরে সবই ছিল ।

নদীর গানগুলো শুনতে ইচ্ছে করছিল। তাই সুযোগটা হাতছাড়া করলাম না।

অনেক অনেক ধন্যবাদ জানাই, আহমেদ ।
আপনাকেও অনেক শুভেচ্ছা রইল ।।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগা রইলো আপু। ভা্লো আছেন?

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ জানাই, হানিফ রাশেদীন।
হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ ।
আশা করি আপনিও ভালো আছেন অনেক ।।

৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব ছবি ।প্রথমে তো ভাবলাম নদী সম্পর্কিত গান নিয়ে অভিনব কায়দায় করা ছবি পোস্ট। পরে দেখলাম মেহনতি নারীদের ছবি।আমি পোস্টের এর নাম দিলাম নদী ও নারী। ভাল লেগেছে পোস্ট ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

সবগুলো ছবিই ঈদের ছুটিতে তোলা, পার্থক্য শুধু তিন জেলা থেকে তোলা । তাই এক পোস্টেই দিয়েছি।

আবার কবে ছবি ব্লগ দিব জানি না, তাই সাধ মেটালাম গান দিয়ে।।

অনেক ধন্যবাদ সেলিম ।
ভালো থাকুন সদাসর্বদা ।।

৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩০

দ্য ইলিউশনিস্ট বলেছেন: "হলুদ ধঞ্চেফুলে ছেয়ে আছে বিশাল প্রান্তর" - এই ছবিটা সবচেয়ে ভাল হইছে। অসাধারন দৃশ্য।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ দ্য ইলিউশনিস্ট ।

শুভকামনা সবসময়ের ।।

৬| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

আবু শাকিল বলেছেন: পোস্টের সাজ গোছ খুব ভাল লেগেছে।ছবি তোলার হাত খুব ভাল।
বহুবার মুগ্ধ হইলাম :P :P

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

হাহা
কসমেটিকসে বিষ! সাবধান !
সব প্রাকৃতিক মেকাপ ;)

অনেক অনেকবার ধন্যবাদ ।
শুভকামনা রইল, শাকিল ।

৭| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

ডি মুন বলেছেন: ছবি দেখে ভীষণ ভালো লাগলো।

প্রত্যেকটা ছবির গায়েই মাটি মাটি গন্ধ। আর সাথে সাথে গানের সংযুক্তিও খুব দারুণ হয়েছে।

শুভেচ্ছা

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

প্রত্যেকটা ছবির গায়েই মাটি মাটি গন্ধ।...এটাই আমার প্রাপ্তি।

দারুন মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল, ডি মুন ।।

৮| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪০

আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার লেগেছে ছবিগুলো ।।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, সাদমান সাদিক।
শুভকামনা রইল সবসময়ের জন্যে ।।

৯| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: পোস্টের আইডিয়াটা চমৎকার লাগল। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

আপনার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে দারুন লাগছে।

অনেক অনেক ধন্যবাদ, সুমন কর ।।

১০| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০১

বৃশ্চিক রাজ বলেছেন: ৪ নং ++++ বাংলার রূপ দেখে ভাল না লেগে উপায় আছে?

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

বাংলার রূপ কতোটা উপস্থাপন করতে পেরেছি জানি না, তবে নিজের মতো করে চেষ্টা করেছি।

মন্তব্যে অনেক ধন্যবাদ জানাই, বৃশ্চিক রাজ ।

ভালো থাকুন ।।

১১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২

বৃশ্চিক রাজ বলেছেন: ৪ নং ++++
বাংলার রূপ দেখে ভাল না লাগার কোন কারন নাই।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

:)

১২| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওরে আপুরে !! দারুন সব উপমার সাথে মিল রেখে দারুন দারুন ছবি !! মন আমার ভরে গেয়েছে--- আমি মুগ্ধ -- আহা কি আনন্দ আকাশে বাতাসে !!

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

ছবি ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি।

গানগুলো শুনে আশা করি ভালো লাগবে, আমার ভালো লাগছে যে !

আপনার মন্তব্যটাই আমার মনটাকে খুশিতে ভরে দিল।

দারুন মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা সতত।।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

যুবায়ের বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
পোষ্টে প্লাস+

ছবির দৃশ্যগুলি খোলাচোখে দেখেছি অনেকবার।
ময়মনসিংহ নানাবাড়ি হওয়ার কারনে অনেকবার গিয়েছি।
নানার বাসাটা বড় কালীবাড়ি।
৫ তলার জানালা খুললে ব্রক্ষপুত্রের বাতাস!..
বছর দুয়েক আগে শেষবার গিয়েছিলাম
সময়ের অভাবে যাওয়া হচ্ছেনা...তবে সময় হলে যাবো শিগ্রই।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

ব্রহ্মপুত্রের পারটা বেশ সুন্দর করেছে।

আর ব্রহ্মশৈলীর চারুতলাতো দারুন সংযোজন।

আশা করি পরেরবার শিগগীরই যাবেন এবং ছবি শেয়ার করবেন আমাদের সাথে ।

অনেক ভালো থাকুন, যুবায়ের।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৯

যুবায়ের বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
পোষ্টে প্লাস+

ছবির দৃশ্যগুলি খোলাচোখে দেখেছি অনেকবার।
ময়মনসিংহ নানাবাড়ি হওয়ার কারনে অনেকবার গিয়েছি।
নানার বাসাটা বড় কালীবাড়ি।
৫ তলার জানালা খুললে ব্রক্ষপুত্রের বাতাস!..
বছর দুয়েক আগে শেষবার গিয়েছিলাম
সময়ের অভাবে যাওয়া হচ্ছেনা...তবে সময় হলে যাবো শিগ্রই।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, যুবায়ের।।

১৫| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গান উপযোগী ছবি বা ছবি উপযোগী গান , যাই হোক এক কথায় অসাধারন ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

হাহা
উভয়েই উভয়ের উপযোগী ।

দারুন মন্তব্যে কৃতার্থ হলাম, গিয়াসলিটন।

শুভেচ্ছা রইল সবসময়ের জন্যে ।।

১৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৯

বান০০৭ বলেছেন: দারুন ভাল লেগেছে!

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ বান০০৭ ।

শুভকামনা রইল ।।

১৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: নদী , ষ্টেশন ! সব প্রিয় ! ++++++++++++++

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:০৮

আরজু পনি বলেছেন:

বাহ্ কবি দেখি আমার ব্লগে...খুব ভালো লাগছে দেখে ।

ভালো লাগায় কৃতার্থ হলাম ।
অনেক অনেক ধন্যবাদ জানাই।।

১৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস পোস্ট আপু। ++++++

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

আরজু পনি বলেছেন:

পোস্ট ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম, শোভন ।
অনেক শুভকামনা রইল ।।

১৯| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৬

অদ্বিতীয়া আমি বলেছেন: খুব ভালো লাগলো ছবি গুলো , বিশেষ করে নদী আর নৌকার ছবি গুলো । গান গুলো ও পারফেক্ট হয়েছে । শুভকামনা পনি আপু ।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

সাথে অনেকগুলো পিচ্চি থাকায় নৌকায় চড়তে পারিনি :|

এটা বড্ড পুড়িয়েছে আমায়...

পোস্ট ভালো লাগার জন্যে অনেক ধন্যবাদ, অদ্বিতীয়া আমি।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।

২০| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৭

আধখানা চাঁদ বলেছেন: ছবির সাথে গানের সংযুক্তির নতুন ভাবনাটা দারূন লেগেছে। শিখে রাখলাম। কাজের লাগানো যাবে ভবিষ্যতে।

পোস্ট অনেক ভাল লেগেছে। বিশেষ করে ধঞ্চে ফুল আর আকাশের ছবিটা। বেশি সুন্দর।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

ভাবনাটা আপনার কাজে লাগুক ।

পোস্ট ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম ।

অনেক অনেক ভালো থাকুন ।।

২১| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:৩৬

কলমের কালি শেষ বলেছেন: ছবি ব্লগে নতুন আইডিয়ার বিষ্ফুরন...চমৎকার লেগেছে... B-) :)

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

হাহা
মন্তব্যে দারুন অনুপ্রাণিত হলাম ।

অনেক অনেক ধন্যবাদ আপনায় যে, কালি শেষ হওয়ার আগেই মতামত জানিয়ে গেলেন :-B

২২| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৩

বৃতি বলেছেন: আরজু আপু, এতো সুন্দর ছবি??? বিশেষ করে গ্রামের ছবিগুলো দেখে অভিভূত হলাম।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখছেন হয়তো তাই এতো সুন্দর দেখছেন ।

অভিভূত করতে পেরে আনন্দিত হলাম, বৃতি ।

অনেক শুভকামনা রইল ।।

২৩| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবি ও গান ভালো লাগলো। মাত্র গত মঙ্গলবারে ব্রহ্মপুত্র নদে বোট রাইড করে আসলা। কয়েক মাস আগে হলে মনে হয় পানিপথে আমাদের দেখাও হয়ে যেতে পারতো।


সুন্দর পোস্ট।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

আমি আগস্টের প্রথম সপ্তাহে ছিলাম ওখানে ।
দেখা হলে মজাই হতো ।

যদিও চিনি না বাস্তবের আপনাকে ।

পোস্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো প্রিয় ব্লগার ।

অনেক শুভকামনা রইল ।্

২৪| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৩

প্রবাসী পাঠক বলেছেন: ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ঐ শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:

তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

অনেক অনেক ধন্যবাদ, প্রবাসী পাঠক ।।

২৫| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৪

প্রবাসী পাঠক বলেছেন: ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥
তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ঐ শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা॥

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:


২৬| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:০১

ভয়ংকর বোকা বলেছেন: আশান্বিত হলাম এবং অপেক্ষায় রইলাম আরও বেশি বেশি ছবি পোস্ট এর জন্য।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:

ভয়ংকর বোকার কাছ থেকে ম্যানুয়েলে হাত পাকানির পোস্ট চাই তবে ।
ওটা নিয়ে ঝামেলায় আছি কিন্তু ।

তবু্ও ছবি পোস্ট দিয়ে আপনাকে ব্লগে আনা গেল...

অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপনার জন্যে ।।

২৭| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৭

পার্থ তালুকদার বলেছেন: গানের কলি আর ছবিতে দারুন মুগ্ধতা !!
ভাল লাগল খুব ।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

মুগ্ধ করতে পেরে আনন্দিত হলাম, পার্থ ।

অনেক অনেক ভালো থাকুন ।।

২৮| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪১

জুন বলেছেন: কাছে দূরে মনের মাঝে ছবিগুলো সাথে গান
অসাধারন পনি , অনেক ভালোলাগা বিশেষ করে নদী ও নারী ।
+

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

প্রিয় ব্লগারের ভালো লেগেছে জেনে কৃতার্থ বোধ করছি ।

আপনার আগমন আমার কাছে সবসময়ই আনন্দের ।

অনেক কৃতজ্ঞতা রইল ।।

২৯| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৩

সুফিয়া বলেছেন: অসম্ভব সুন্দর এবং তথ্যবহুল একটি পোস্ট তাতে সন্দেহ নেই। ধন্যবাদ আর কি দিব আপনাকে ? আপনি এর অনেক উর্ধ্বে। তবে আমার ছোটবেলায় অতি কাছ থেকে দেখা পাট তোলার দয দৃশ্য তুলে এনেছেন তা অতুলনীয়। আমি দেখেছি এই কাজটা বেশীরভাগ ক্ষেত্রে মহিলারাই করত। অনেকদিন পর আবার সেই দৃশ্যটা আবার দেখলাম। খুব ভাল লাগল।

ধন্যবাদ আপনাকে।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যটি পড়ে মন ভরে গেল ।

দারুন অনুপ্রেনো জাগানিয়া মন্তব্য...

অনেক কৃতজ্ঞতা রইল, সুফিয়া ।

ভালো থাকুন সর্বদা ।।

৩০| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫১

খাটাস বলেছেন: এক নজরে ময়মনসিংহ ও ব্রহ্মপুত্র ভ্রমন ভাল লাগল।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

আসলে ময়মনসিংহের তেমন কোন ছবিই এখানে শেয়ার করতে পারিনি ।

মন্তব্যে অনেক ধন্যবাদ জানাই, খাটাস ।।

৩১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ পোস্ট।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, হাসান ।।

৩২| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ছবিগুলা দারুণ তুলেছেন। অনেক ভাল লাগল।

আনন্দদায়ক ভ্রমণ হয়েছে নিশ্চয়?

ভাল থাকবেন আপু।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, তা বটে...এবারের ঈদের ছুটিতে অনেক ঘুরেছি ।
ছবি ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।

আপনিও অনেক ভালো থাকবেন ।।

৩৩| ২৫ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৫

জাফরুল মবীন বলেছেন: গীতি ছবিতায় মুগ্ধ এ হৃদয়!

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

বাহ্ দারুন ।

অনেক অনেক ধন্যবাদ জানাই, প্রিয় গবেষক ।

শুভকামনা সতত ।।

৩৪| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

শেখ আমিনুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ, আমিনুল ।

অনেক ভালো থাকুন ।।

৩৫| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মামুন রশিদ বলেছেন: বাহ, অসাধারণ! ১১তম ভালোলাগা :)

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, মামুন ।

শুভেচ্ছা সতত ।।

৩৬| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

সায়েম মুন বলেছেন: বাংলার কিছু নান্দনিক দৃশ্যপট দেখা হলো। খুব ভাল লেগেছে।
আপনার ফ্লিকার আইডি থাকলে দিতে পারবেন? এফবিতে লিংক ইনবক্স করলে ভাল হবে। কিছুটা ডু মারার ইচ্ছে আপনার ফ্লিকারে আপলোড করা ছবিতে। উদ্দেশ্য আপনার ক্যামেরায় ছবি ক্যামন আসে সেটা দেখা। #:-S

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

ফ্লিকারে আশা জাগানিয়া ;)

মন্তব্যের জবাব দেবার আগেই পৌঁছানোর চেষ্টা করেছি :D

তবে ক্যামেরায় ছবি কেমন আসে এটা ...আমিতো এখনও তেমন ভালো ছবি তুলতে পারি না :|

তারপরও অনেক ধন্যবাদ রইল ।।

৩৭| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: কি অসাধারণ এক একটা ছবি !
প্রথম নৌকার ছবিটা দেখে মনে হলো খুব ভালো কোন শিল্পী হাতে এঁকেছেন !

খুব ভালো লাগলো আপু !

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

ইসস! এতো দারুন করে বললে দায়িত্ব অনেক বেড়ে যায়...

চেষ্টা করবো আরো মনোযোগী হতে , আরো ভালো ছবি তুলতে ।

অনেক কৃতজ্ঞতা রইল, অভি ।

শুভকামনা সবসময়ের ।।

৩৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৫

আমি তুমি আমরা বলেছেন: নদী পারের ছবিগুলো বেশ ভাল লাগল।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

এই ভালো লাগা ব্রহ্মপুত্রের কৃতিত্ব ।

অনেক অনেক ধন্যবাদ...তুমি...।।

৩৯| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্লাস!!

স্থান বা ভেন্যুগুলোর প্রত্যেকটার বিশেষ তাৎপর্য আছে আমার কাছে ...এটুকুই শুধু বলি ...

এর বেশি বলাটা বোধহয় জায়েজ হবেনাহ ... ;)

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

আরজু পনি বলেছেন:

আচ্ছা... :)

আপনি অ্যানোনিমাস হয়েই থাকুন ;)

ভাবতে ভালো লাগছে আমার প্রিয় জায়গাটার বিশেষ তাৎপর্য আছে আপনার কাছে :D

অনেক শুভেচ্ছা রইল ।।

৪০| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক কথায় চমৎকার, দুই কথায়ও চমৎকার। আর তিন কথা বলতে নেই…. :P :)

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

হাহা
দারুন মন্তব্যে অনেক ভালো লাগা ।

অনেক ধন্যবাদ জানাই আপনাকে ।

শুভেচ্ছা সতত ।।

৪১| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২১

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর!!ছবির সাথে গানেরও লিঙ্ক!!
গোধূলীর ছবিটায় বেশি ভালালাগা :)
চলতি পথে প্রকৃতির ছবি তুলে রাখায় অন্যরকম একটা ভাললাগা আছে.. শেয়ার করলাম আপু :)

পোস্টে ++

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ।

আপনার ছবিগুলো্ও দারুন তুলেছেন ।
কোন ক্যামেরা দেয়ে তুলেছেন জানলে ভালো হতো ।
যাই হোক ।
অনেক ভালো থাকুন ।
শুভকামনা সবসময়ের জন্যে ।।

৪২| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: লেখা,গান আর ছবি মিলে দারুন পোস্ট। প্লাস।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ ।
পোস্ট ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম ।

শুভকামনা রইল ।।

৪৩| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

আরমিন বলেছেন: অনেক ভালো লাগলো পনি আপু ।

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর আরমিন...

আশা করি ভালো আছেন ।
আর শিগগীরই আমাদের জন্যে নতুন পোস্ট দিবেন ।
অনেক ধন্যবাদ রইল।
ভালো থাকুন সবসময়।।

৪৪| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১

লিরিকস বলেছেন: আমি এটা আগেই দেখেছিলাম। যেই মন্তব্য করতে যাব অমনি কারেন্ট চলে গেল।

পরে ভুলে গেছিলাম :P

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:

আমারও এমন অনেক হয় ।
অনেকের ব্লগে যেয়ে পরে ভুলে যাই বা বিভিন্ন রকমের ঝামেলায় পরে যাই ।

অনেক ধন্যবাদ রইল, লিরিকস । :)

৪৫| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর পোষ্ট। :)

তবে একটা জিনিস বাদ দিসেন। ওদের ট্রেডিশনাল খাবারের ছবি দেন নাই -_-

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, খাবারের ছবি দিয়ে কফির বিপদে পড়ি আর কি ! /:)

অনেক ধন্যবাদ, কবিবর ।

ভালো থাকুন সর্বদা ।।

৪৬| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২০

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
নদীর ঢেউ আর সোনালি পাঁটের সোঁদা ঘ্রাণ
যেন পরশ/আবেশ দিয়ে গেল আপনার ছবিগুলো ! ++

অনেক ভালোলাগা জানবেন !

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

সোনালি পাঁটের সোঁদা ঘ্রাণ যে কী দারুণ ! এবারতা উপলব্ধি করেছি ।

ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম, স্বপ্নচারী ।

অনেক শুভকামনা রইল ।।

৪৭| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭

রঙ তুলি ক্যানভাস বলেছেন: ক্যামেরায় না, মোবাইলে তোলা।।
আমার সখের মোবাইলটা চুরি গেছে,জাস্ট ছয় মাসের মতন ব্যবহার করতে পেরেছিলাম :(
দ্বিতীয় ছবিটা চলন্ত গাড়ি থেকে তোলা,অনেকেই বিশ্বাস করতে চায়না যে চলন্ত গাড়ি থেকে মোবাইল এ এরকম ছবি ,কিছু ছবি আছে যেখানে জানালার কাচের ভেতর থেকে যে ছবি তোলা বুঝা যায় জানালায় পড়া ছায়া দেখে :P

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

অনেক ভালো মোবাইল ছিল, বোঝাই যাচ্ছে ।

আর আপনি নিজেও অনেক ভালো ছবি তুলতে পারেন ।

আমিতো একাধিকবার দেখেও ধরতে পারছি না যে গাড়ির কাচ বোঝা যায় !

আপনি সত্যিই অনেক ভালো ছবি তোলেন, স্বীকার করতেই হবে ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

৪৮| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২২

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন কনসেপ্ট।




ছবিব্লগ + গান ব্লগ



প্লাস

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

প্রোফাইল পিক বদলালে একটা নিকের পুরো চেহারাই বদলে যায় !

অনেক অনেক ধন্যবাদ রইল একজন ঘূণপোকা ।
ভালো থাকুন, সবসময় ।।

৪৯| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



অসাধারন +++

২৮ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, কান্ডারি অথর্ব ।

শুভকামনা রইল ।।

৫০| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩২

সচেতনহ্যাপী বলেছেন: আব্বাস,হেমন্ত,আলিম,সচীন,রুনা আর দিলরুবার চিরচেনা বাংলা,ইতিহাসের জাগ্রত আনন্দ মোহন আর বিক্রমপুরের আদিরূপ ছবি এবং গানের কথায় খুব ভাল লাগলো। ইতিহাস মানেই পড়ে,ভুলে যাওয়া।।
এগুলোর সাথে যান্ত্রিক ঢাকার মিল কোথায়??না বললেও ভুল হবে। আছে নাড়িতে,কারন কথয় আছে নাড়ি পোতা যেখানে,মনের টান সেখানে।।

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫১

আরজু পনি বলেছেন:

ঢাকা যতোই যান্ত্রিক হোক তারপরও কতো স্মৃতি...

জীবনের বর্তমান রূপটাই তো ঢাকা ।

অনেক ধন্যবাদ, সচেতনহ্যাপী ।।

৫১| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: ছবি ও কথা সুন্দর আপু ।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, পরিবেশ বন্ধু ।

শুভেচ্ছা রইল ।।

৫২| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ কিছু ছবি। দেখাবার সময় মনে হচ্ছিল, চুপিচুপি ছবি গুলোর মাঝে গিয়ে হাঁটছি আর নিজ চোখেই সব দেখছি।

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

কী দারুন করে বললেন !

মনে হলো নিজেই যেন মিশে গেছি ছবির মধ্যে ।

অনেক কৃতজ্ঞতা রইল দারুন মন্তব্যে ।
একেবারে মনটাই ভরে গেল ।

শুভকামনা রইল অনেক অনেক ।।

৫৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০০

টুম্পা মনি বলেছেন: ঐ নদে বহুবার ভেসেছি। তবু ছবিতে দেখে অন্যরকম লাগল। চমৎকার পোষ্ট ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

বহুবার ভেসেছি ! :||

ছবিতে দেখে আশা করি ভালো লেগেছে ।
অনেক ধন্যবাদ জানাই, টুম্পামনি ।
ভালো থাকুন সবসময় ।।

৫৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

লিরিকস বলেছেন: এই পোস্টের উপর দিকে যে গান গুলি আছে সে গুলি কি আপনার খুব প্রিয় আপু?

প্লিজ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
৪ নম্বরটার সাথে খুব বেশি পরিচিত নই । এছাড়া বাকী গানগুলো আমার অনেক ভালো লাগে ।

:)

শুভেচ্ছা রইল, লিরিকস ।।

৫৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:০৯

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ !
ভাল থাকবেন আপা ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মাহমুদ ।

আপনিও অনেক ভালো থাকবেন ।।

৫৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ব্রিলিয়ান্ট! সবগুলো ছবিই অসাধারণ হয়েছে..... প্রফেশনাল!


ব্লগবন্ধু আরজুপনিকে শুভেচ্ছা :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

আমার মন্তব্য পড়ে তো আমার মাটিতে পা পড়তে চাইছে না :D :-B !:#P
রিতিমতো আকাশে উড়তে ইচ্ছে করছে ।

আমি এর পর থেকে ছবি ব্লগ দিলে আপনার অনুপ্রেরণাদায়ী মন্তব্য মনে রেখে পোস্ট করবো আশা করি ।

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ।।

৫৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: আপনি দেখি আমার প্রতিবেশী রাজ্যের মানুষ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:

আপনার রাজ্যটা জানি না, তবে ধারণা করে নিচ্ছি #:-S

শুভকামনা রইল *কুনোব্যাঙ* ।।

৫৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

অন্ধবিন্দু বলেছেন:

কাছে দূরে মনের মাঝে, সাবজেক্ট নিয়ে আরও অনেক কাজ করা যেতো। আশাকরি ভবিষ্যতে নিশ্চয়ই সময়টা পাবেন। ভালো লাগা রইলো ছবি ব্লগে।

শুভ কামনা, আরজুপনি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন:

সাবজেক্ট নিয়ে আরও অনেক কাজ করা যেতো। ...এই জায়গাটিতেই আমার দূর্বলতা ।
তাই যদি নির্দিষ্ট করে বলে দিতেন তবে আমার জন্যে খুব ভালো হতো পরবর্তীতে ছবি তোলার সময় পরামর্শগুলো মনে রেখে কাজ করতে পারতাম ।

অনেক কৃতজ্ঞতা জানাই আপনার মতামতে । আমি এতেই নিজে থেকে বোঝার চেষ্টা করবো কী বলতে চেয়েছিলেন ।

শুভকামনা রইল ।

৫৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

কেএসরথি বলেছেন: দেখলে মনে হয় কি শান্তি সেই দেশে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১

আরজু পনি বলেছেন:

আসলেই ব্রহ্মপুত্রের পাড়ে অনেক শান্তি ! :D

অনেক ধন্যবাদ আপনাকে ।

আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ।।

৬০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার ফটোগ্রাফির হাত দূর্দান্ত।
সত্যি বলছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

আরজু পনি বলেছেন:

!:#P !:#P !:#P :!> :#>

ইয়ে খুশিতে মাথা চুলকানোর ইমো :D

একই ক্যামেরা দিয়ে ফ্লিকারে মানুষজন যেসব ছবি তুলেছে তাতে নিজেকে যাচ্ছেতাই মনে হয় :(

আপনাদের এই অনুপ্রেরণাদায়ী কমেন্টগুলোই শখের ফটোগ্রাফিতে উৎসাহ যোগাবে আমায় ।

অনেক কৃতজ্ঞতা রইল ।।

৬১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২২

কালীদাস বলেছেন: ফটুগুলা ভালই বলা যায় :)
আছেন কিরাম?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

ভিজিটর লিস্টে আপনাকে দেখে চোখ কচলিয়ে নিশ্চিত হচ্ছিলাম :-B

আছি ভালোই ।

আপনিতো মাশআল্লাহ... ;)

সব কিছু সহিসালামতে হোক :D

অনেক অনেক শুভকামনা রইল ।

৬২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

হীরা ৪৪ বলেছেন: আরও নৌকার ছবি থাকলে আরও ভালো লাগত :D

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:

আরো নৌকার ছবি ছিল আমার কাছে কিন্তু দিতে ইচ্ছে করে নি।

সামনে আবার কখনো দিলে চেষ্টা করবো ইনশাহআল্লাহ।

অনেক ধন্যবাদ হীরা।
ভালো থাকুন ।।

৬৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

হীরা ৪৪ বলেছেন: আরও নৌকার ছবি থাকলে আরও ভালো লাগত :D

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

:)

৬৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল হয়েছে ফটোগ্রাফি আপু...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, জহির।
ভালো থাকুন নিরন্তর।।

৬৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৩

গোর্কি বলেছেন:
আলোকচিত্র পোস্ট সবসময় ভালো পাই। আর বলেন কী, ছবিগুলো তো দুর্দান্ত হয়েছে। তার সাথে যথাযথ ক্যাপশন। সব মিলিয়ে চমৎকার পোস্ট। শুভেচ্ছা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:
আপনি অনেক ভালো ছবি তোলেন, সেই আপনিই এতো দারুণ করে প্রশংসা করায় রিতিমতো উৎফুল্ল হলাম ।
অনুপ্রেরণা দেয়ায় অনেক কৃতজ্ঞতা জানাই।

অনেক ভালো থাকুন সবসময়।।


৬৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: আপনি দেখি একজন চমৎকার ফটোগ্রাফারও ! +++++++

কেমন ছিলেন ? :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:

নিজেকে এখনও ফটোতোলকই মনে করি।

আপনাদের অনুপ্রেরণাতেই ব্লগে ছবি শেয়ার করতে সাহস পাই ।

অনেকদিন পর দেখলাম আপনাকে ।
আমি ভালো ছিলাম, আছিও তাই ।

আশা করি আপনিও ভালো আছেন ।।

৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

ফেরারী আউট-ল বলেছেন: আহা ময়মনসিং :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আপনি মনে হচ্ছে ওই এলাকার বা ওখানে থেকেছেন বেশ অনেকদিন ।

অনেক শুভকামনা, ফেরারী...

------

"ফেরারী" শব্দটা দিয়ে একটা গান কিছুতেই মনে করতে পারছি না :(

৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন এবং দূর্দান্ত একটা পোষ্ট। ব্লগে বেশ কিছুদিন নিয়মিত ছিলাম না। তাই এত চমৎকার পোষ্টটা পড়া হলো না। নিজেকে তিরস্কার।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:
ব্লগে আসি আসি করতে করতেও দেরী করে ফেললাম।
একদিন লগইনও হয়েছিলাম জবাব দিতে।

আপনার দারুণ অনুপ্রাণিত মন্তব্যেই আমি কৃতার্থ। দেরী কোন ব্যাপার না। ব্যস্ততা তো সবারই থাকে।

অনেক শুভকামনা রইল প্রিয় কা_ভা।।

৬৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
আরজুপনি,

আপনার হৃদয়চক্ষু যা দেখছে যেমন দেখাতে চাইছে ধরে নিতে পারেন সেটাই সাবজেক্ট। আর গুগল তো রয়েছেই।

দুঃখিত ! বিলম্বে উত্তরটি দেখলুম।

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, যেভাবে দেখছে সেভাবেতো তুলতে পারি না :(

গুগলের কথা যে বললেন...আমি এতো অলস :((

তারপরও আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করবো ।
অনেক কৃতজ্ঞতা রইল ।

দুঃখিত হওয়ার কিছু নেই । এসে পরামর্শ দিলেন যে তাই অনেক ।

৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২১

শায়লা িসিদ্দক বলেছেন: দারুন !!! :)

০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, শায়লা।

ঈদের শুভেচ্ছা রইল।।

৭১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে , ভালো লাগলো আপুনি।

০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, তনিমা ।

অনেকদিন আপনার নতুন পোস্ট পাইনা।

আশা করি শিগগীরই নতুন পোস্ট পাবো।
শুভকামনা রইল।

৭২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সব ছবি! পনি অাপু, অামার বাড়ি ময়মনসিংহে (ভালুকায়)।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আমি ময়মনসিংহ সদর এলাকার ।
জেনে ভালো লাগলো, সাধু ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল ।

৭৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

নিরব ঘাতক ফাহিম বলেছেন: অসম্ভব সুন্দর

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ফাহিম।
শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.