নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সহব্লগারদের যে সব বই পড়লাম

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

ভার্চুয়ালি নিজের লেখাগুলোর উপস্থাপন, মূল্যায়ন একভাবে হলেও প্রিন্ট ভার্সনে প্রকাশিত কাগুজে বইয়ের গুরুত্বই আলাদা ।একজন লেখকের নিজের সৃষ্টির পরিপূর্ণ আনন্দ পাওয়া সম্ভব প্রকাশিত বইয়ে ।



২০১৪ বইমেলা থেকে বেশ কিছু বই কিনেছি । দু'টি বই সৌজন্য সংখ্যা হিসেবেও পেয়েছি। তার থেকে কিছু বই নিয়ে খুবই অল্পকথায় কিছু বলার চেষ্টায় এই পোস্ট ।



♣ টুম্পা মনি আমার খুবই পছন্দের একজন ব্লগার। তিনি যেমন গল্প লিখতে সিদ্ধহস্ত তেমনি দারুণ তার কবিতারা।

মোট ২২ টি কবিতা নিয়ে তার কবিতার বই "নৈশব্দের জলছবি"

তার বই থেকে আমার পছন্দের কয়েকটি লাইন তুলে দিলাম ।

সে ছিল বড্ড বেশিই নিশ্চুপ!

যেই ভাবাবেগ কখনো অবনীল দেখে না

তার গভীরে কত গিরিখাদ থাকে

তাই সে বলে গিয়েছিল তার নীরব ধ্বনিতে!

হয়তো সাধ্যাতিত কিছু কষ্ট

নিয়তি চাপিয়ে দিয়েছিল তার বুকের উপর!

সেই বোঝা বইতে না পেরে

চুপিসারে সে চলে গেছে সবার অগোচরে !




►বইয়ের নাম : "নৈশব্দের জলছবি"

লেখক : উম্মে রুমান টুম্পা

প্রকাশক : স্বরবৃত্ত প্রকাশনী

মূল্য : ১০০ টাকা

বইয়ের ধরণ : কবিতা

প্রাপ্তি স্থান : রকমারী ডটকম

ব্লগ: টুম্পা মনি



♣ আমি সাইকো থ্রিলার প্রেমী কিনা ঠিক জানি না। তবে গুণী চারজন লেখক হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, ইনকগনিটো আর নাজিম উদ দৌলার লেখার ভক্ত আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি । উল্লেখযোগ্য যে হাসান মাহবুবের প্রথম বইটির প্রথম ক্রেতা আমিই ছিলাম। এবার"স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য" এরও প্রথম ক্রেতা হওয়ার ইচ্ছে থাকলেও সময়ের যাতাকলে তা আর পূরণ হয়নি। মোট ১১ টি সাইকো থ্রিলার লেখা নিয়ে বই "স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য"।

একজন সাইকো থ্রিলার লেখককে পাঠকের সাইকোলজি বুঝতে হয় খুব ভালো করে। সাইকো থ্রিলার লেখক হিসেবে ফ্রয়েড ভক্ত হাসান তা খুব ভালো ভাবেই বুঝে থাকেন এবং প্রায়ই আমি হাসানের লেখা পড়ে ভাবি "বুঝলাম তো ?"



অপর্ণা মম্ময়-এর "নষ্ট মানুষ" কে দারুন ভাবে উপস্থাপন করেছেন তিনি।

তার বড় একটা গুণ তিনি একজন নারী হয়েও অবলীলায় পুরুষের চরিত্রে কথা বলে যাচ্ছেন পাঠকের সামনে এবং তা খুব সফলভাবেই ।



একটি লেখা লিখতে গেলে কী পরিমাণ পরিশ্রম করতে হয় তা ব্লগার নাজিম উদ দৌলার লেখা যারা পড়েছেন তারা সহজেই বুঝতে পারবেন। তবে নাজিমের বানানের প্রতি আরেকটু মনোযোগী হতে হবে। একজন ভক্ত, পাঠক হিসেবে এই পরামর্শ রইলো ।



সর্ব গুণে গুনান্বিত...বলতে যা বোঝায় ব্লগার ইনকগনিটো তাই । পেশাগত জীবনে দারুন সফল এই তরুণ ব্লগার যাতে হাত দেন তাতেই যেন সোনা ফলে । তার অসাধারণ সাইকো থ্রিলার "একজন শিল্পী" পড়ে মনে হয়েছে বিদেশী কোন বিখ্যাত থ্রিলার লেখকের অনুবাদ ।





►বইয়ের নাম : স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য

লেখক : হাসান মাহবুব, অপর্ণা মম্ময়, ইনকগনিটো আর নাজিম উদ দৌলা

প্রকাশক : আদী প্রকাশন

মূল্য : ২৫০ টাকা

বইয়ের ধরণ : সাইকো থ্রিলার সংকলন

প্রাপ্তি স্থান : আদী প্রকাশন, ৩৫ বাংলা বাজার, বাবুল টাওয়ার, ঢাকা-১১০০



♣ সুপরিচিত লেখক, কবি, সমালোচক আহমেদ স্বপন মাহমুদ তার লেখায় তুলে এনেছেন কবিতা নিয়ে সমালোচনা। বাংলা সাহিত্যের সবচেয়ে দুর্বলতা বিশ্লেষণধর্মী মননশীল গদ্য তথা সমালোচনা সাহিত্যের অভাব। লেখার এক পর্যায়ে তিনি উপস্থাপন করেন "...নদীতে বাঁধ দিয়ে গতি রুদ্ধ করা যায়, গতিপথও বদলানো যায়; কিন্তু সমুদ্র বাঁধে কে? প্রকৃত কবিতা সমুদ্রের মতো, অশেষ ও অতল; খুঁজে খুঁজে হীরা-পান্না-মণি-মুক্তা পেতে হয়। প্রকৃত কবিতা হীরকখণ্ডের মতো, ঝলমলে, উজ্জ্বল ও দ্যুতিময়।..."



তিনি আমায় পরামর্শ দিয়েছিলেন প্রতিদিন যেন কিছু হলেও লিখি। আমি হয়তো সেটা ধরে রাখার চেষ্টা করেছি ।



►বইয়ের নাম : "কলম তালাশ : কবিতার ভাব ও বৈভব"

লেখক : আহমেদ স্বপন মাহমুদ

প্রকাশক : শ্রাবণ প্রকাশনী

মূল্য : ১০০ টাকা

বইয়ের ধরণ : কবিতার সমালোচনা সাহিত্য

প্রাপ্তিস্থান:শ্রাবণ প্রকাশনী, ১৩২ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।

ব্লগ : আহমেদ স্বপন মাহমুদ



♣ খুব মজার একটি নিকের অধিকারী পছন্দের এই ব্লগারের নিকটি উচ্চারণ করতে সবসময়ই ব্যার্থ হয়ে তোতলাতে থাকি । দারুণ সব কবিতা লিখতে সিদ্ধহস্ত এই ব্লগারের মোট ৫২ টি কবিতা নিয়ে বই "নস্টালজিক মেঘদল"। একটি কবিতায় উনি দারুন ভাবে উপস্থাপন করেছেন লেখাকে মানুষের আকৃতি দিয়ে । শিল্পীরা বুঝি এভাবেই তাদের লেখায় গবেষণা চালায় ।



সিঁদুর রাঙা এক গোধূলী সাক্ষী রেখে,

একদিন খুব মিলিয়ে যাব নীলিমায়,

একদিন খুব মিশে যাব বৃক্ষের একাকী অপেক্ষায়,

একদিন খুব হয়ে যাব রোদ্দুর,

একদিন খুব বয়ে যাব খেয়ালী জলেদের সাথে,

একদিন খুব ধুলো হব ভবঘুরে পথের,

পায়ে পায়ে জড়িয়ে হয়ে যাব নিরুদ্দেশ।

সেইদিন যদি পিছু ফিরে চাইতেই হয় কোনো মায়ায়, তবে সে তোমার চোখ, প্রিয়তম!

সে তোমার কাজল মেঘাকুল চোখ!




►বইয়ের নাম : "নস্টালজিক মেঘদল"

লেখক : মাহমুদুল হক ইফতি

প্রকাশক : রবীন আহসান, শ্রাবণ প্রকাশনী

প্রচ্ছদ : জাদিদ ওরফে ব্লগার কাল্পনিক_ভালোবাসা

মূল্য : ১০০ টাকা

বইয়ের ধরণ : কবিতা

প্রাপ্তিস্থান : শ্রাবণ প্রকাশনী, ১৩২ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা-১০০০।

ব্লগ : ৎঁৎঁৎঁ



♣ আধুনিক বাংলা সাহিত্যে তরুণ গল্পকারদের মধ্যে ছোটগল্পে মোহাম্মদ ইসহাক খান নির্দ্বিধায় নিজের জায়গা দখল করে নিবেন এ বেশ জোর দিয়েই বলা যায় । সহজ, সরল, প্রাঞ্জলভাবে উপস্থাপনা এবং গল্পের প্লট, চরিত্র, ঘটনা, ভাবনা ইত্যাদিতে ক্রমাগত বৈচিত্র্য সৃষ্টির চেষ্টা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। লেখকের দারুন একটা গুণ হচ্ছে পুরুষ হয়েও নারী চরিত্রে অসাধারণভাবে কথক হয়ে তুলে আনেন জীবনের কথা । মোট ২১ টি গল্প নিয়ে তার বই "অদ্ভুত অবসর"।





►বইয়ের নাম : "অদ্ভুত অবসর"

লেখক : মোহাম্মদ ইসহাক খান

প্রকাশক : রাঁচী গ্রন্থ নিকেতন

মূল্য : ২০০ টাকা

বইয়ের ধরণ : ছোট গল্প সংকলন

ব্লগ : মোঃ ইসহাক খান

প্রাপ্তি স্থান : রাঁচী গ্রন্থ নিকেতন এবং মধ্যমা; কনকর্ড এম্পারিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফেন্ট রোড, কাঁটাবন, ঢাকা ।।



♣ বইমেলা ২০১৪ তে প্রকাশিত যে দুটি বই সৌজন্য সংখ্যা হিসেবে পেয়েছিলাম তার একটি হচ্ছে সুলতানা শিরীন সাজির "বিষণ্নতায় একা"। প্রবাসী এই কবি সামহোয়্যারইন ব্লগের প্রতি অসম্ভব ভালোবাসার নিদর্শন হিসেবে তার বই উপহার হিসেবে আমায় দিয়ে গেছেন।

মোট ২৭ টি কবিতা নিয়ে তার এই বই।



আগুনে পুড়তে ভয় নাই।

পানিতে ভাসতেও ভয় নাই।

শুধু ভয় হয় যদি আবার অবহেলা পাই।

তাহলে আবারো খুব একা হয়ে যাবো আমি।

সেই এ পা-ওয়ালা শালিকটার মতো।

তুমিই একদিন বলেছিলে, এক পা-ওয়ালা শালিকের জীবন তোমার নয়। অথচ!




►বইয়ের নাম : "বিষণ্নতায় একা"

লেখক : সুলতানা শিরীন সাজি

প্রকাশক : খন্দকার সোহেল, ভাষাচিত্র

প্রচ্ছদ: রবি খান

মূল্য : ১২০ টাকা

বইয়ের ধরণ : ভালোবাসার কবিতা

প্রাপ্তিস্থান : ইসলামী টাওয়ার, ৩য়তলা, ১১ বাংলা বাজার, ঢাকা-১১০০

ব্লগ : সুলতানা শিরীন সাজি



♣ মোট ৪৩ টি কবিতা নিয়ে ব্লগার কুহক-এর কবিতার বই "গোধূলির প্রস্থানে জ্বালাও পূর্ণিমা"।

আকাশ পরিধি ছাড়িয়ে-

ফসলের শীষ ছুঁয়ে-

বুকের তৃষ্ণা মিটাতে

যে গেরুয়াজলের প্রয়োজন-

তার ভালোলাগা দস্যুতাকে আজ

যৌবনের সঞ্চিত অভিশাপ বলেই জানলাম।




►বইয়ের নাম : "গোধূলির প্রস্থানে জ্বালাও পূর্ণিমা"

লেখক : কুহক মাহমুদ

প্রকাশক : অনুপ্রাণন প্রকাশনী

মূল্য :১৫০ টাকা

বইয়ের ধরণ : কবিতা

প্রাপ্তিস্থান : অনুপ্রাণন প্রকাশন, বি-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, ঢাকা-১০০০।

ব্লগ : কুহক'



♣ তানিয়া হাসান-এর মোট ৬১ টি কবিতা নিয়ে কবিতার বই "অশ্রুশ্রুতি"। যার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি কবিতাই কাউকে না কাউকে উৎসর্গ করা। এদের মধ্যে সহব্লগারও অনেকেই আছেন এবং এই সাধারণ আমি ব্লগার আরজু পনিকেও উৎসর্গ করা হয়েছে একটি কবিতা ।



কখনও তারাবতী খোঁজে নীল আকাশ,

পায়ে চেপে ধরে আগ্নেয়গিরির মুখ।

জরন্ত লাভায় পুড়ে যাওয়া মনে তারাবতী হাসে

অঙ্গার হয়ে যায় তার সব সুখ।




►বইয়ের নাম : "অশ্রু শ্রুতি"

লেখিকা : তানিয়া হাসান খান

বইয়ের ধরণ : কাব্য গ্রন্থ

প্রকাশক :নিউক্লিয়াস প্রকাশনী

মূল্য : ১৫০/= টাকা





♣ ৮টি শিশুতোষ গল্প নিয়ে জিকোর বই "পিকু" যার শুরুতেই রয়েছে কথা বলা পেন্সিল "পিকু"র গল্প।

ব্লগে শিশুতোষ লেখা তুলনামূলকভাবে কমই আসে।

কিন্তু সহব্লগারের এই শিশুতোষ বইটি আমার শিশুদের জন্যে বইমেলা থেকে দারুন উপহার ছিল ।



►বইয়ের নাম : পিকু

লেখক : রাসয়াত রহমান

প্রকাশক : আদী প্রকাশন

প্রচ্ছদ : আহসান হাবীব

মূল্য : ১৫০ টাকা

বইয়ের ধরণ : শিশুতোষ

ব্লগ : জিকসেস



♣ এই সংকলটি যে তিনজন ব্যাক্তিকে উৎসর্গ করা হয়েছে তাদের একজন আমাদের শ্রদ্ধেয়, প্রয়াত গুণি ব্লগার প্রিয় ইমন জুবায়ের।



►বইয়ের নাম : "চতুর্মাত্রিক ব্লগ সংকলন ২০১৪"

লেখক : অন্যান্য লেখকগণ ও বৃতি

প্রকাশনী : শুদ্ধস্বর

মূ্ল্য : ৩৩০ টাকা

বইয়ের ধরণ : গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, রম্য রচনা

ব্লগার : বৃতি, একুয়া রেজিয়া, কয়েস সামী, ইসতিয়াক অয়ন, শূন্য আরণ্যক সহ অন্যান্যরা

প্রাপ্তি স্থান :শুদ্ধস্বর, বি-৬, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, ২৫৩-২৫৪ কুদরাত ই খুদা সড়ক (এলিফ্যান্ট রোড)





-------------

লেখক ব্লগারদের কারো কোন রকম আপত্তি বা কোন পরামর্শ থাকলে তা জানাতে অনুরোধ করা গেল ।



-------------

পনির ভুবনে স্বাগতম

মন্তব্য ১২৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (১২৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২

কলমের কালি শেষ বলেছেন: আমিও একদিন লেখক হব... :( :|

ধন্যবাদ সুন্দর সংকলনে । :)

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৪

আরজু পনি বলেছেন:

অবশ্যই ।
অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।
ভবিষ্যতে আপনার বই নিয়ে লেখার ইচ্ছে থাকলো ।


আমিতো ভাবছিলাম এই ভরদুপুরে এতো খেটে পোস্ট করাটা বুঝি বৃথাই গেল ।
আপনি মন্তব্য দিয়ে তবুও সাহস দিলেন।
অনেক ধন্যবাদ রইল ।।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২

আরজু পনি বলেছেন:

বইমেলা ২০১৪ থেকে কেনা সবগুলো বই সম্পর্কে এক পোস্টে লেখা সম্ভব হলো না । কেননা তাতে পোস্টের আকার বিশাল হয়ে যাবে । আশা করি পরবর্তীতে বাকী বই নিয়ে লেখার চেষ্টা থাকবে ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৮

মামুন রশিদ বলেছেন: নাইস পোস্ট! সাজি আপা গিফট দিয়েছেন, বাকিসব কিনে এনেছি । কিন্তু এই বইগুলো নিয়ে পাঠপ্রতিক্রিয়া লেখার ধারণাটা আপনার মাথায়ই এলো :)

আচ্ছা, আরো বেশ কয়েকটি বই ছিল তো!

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৩

আরজু পনি বলেছেন:

প্রতিটি বই নিয়ে বিস্তারিত আলোচনা ইচ্ছে করেই করলাম না এখানে। কেননা বইগুলো নতুন এবং ২০১৫ এর বইমেলায় এই বইগুলো পা্ওয়া যাবে আশাকরি।

পাঠক যেন এখান থেকে বই সম্পর্কে ধারণা নিয়ে নির্দিষ্ট পছন্দের বইটি নিজের সঙগ্রহে রাখেন সেই ভাবনা মাথায় ছিল ।

যদিও নিজস্ব ব্লগসাইটে আরেকটু বিস্তারিত করে প্রতিটি বই নিয়েই লেখার ইচ্ছে আছে । এর মধ্রে সেই কাজ কিছুটা শুরুও করেছি ।

আরো বই আছে সংগ্রহে ...পরে সেসব নিয়ে পোস্ট দেবার আশা রাখি ।

আপনাকে দেখে ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা রইল , মামুন ।।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩

পার্থ তালুকদার বলেছেন: চমৎকার আ্য়োজন ।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ পার্থ।

পাঠে কৃতজ্ঞতা রইল ।

ভালো থাকুন সর্বদা ।।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৩

কয়েস সামী বলেছেন: আমার বই নিয়ে কিছুই বললেন না যে!!

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৫

আরজু পনি বলেছেন:

আপনার বই মানে বুঝলাম না ...।

আপনাকে দেখে ভালো লাগলো সামী।
অনেক শুভকামনা জানাই ।।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

পরিবেশ বন্ধু বলেছেন: আপু ২০১৫ বই মেলায় আমার কবিতার একটি বই প্রকাশিত হবে । পোস্ট সুন্দর
হয়েছে । ভাল থাকবেন সব সময় ।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

আরজু পনি বলেছেন:

বাহ্ খুব ভালো খবর।
অভিনন্দন রইল আগত বইয়ের জন্যে ।

আপনিও অনেক ভালো থাকুন পরিবেশ বন্ধু ।।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



চমৎকার পোস্ট..... সংশ্লিষ্ট সহব্লগারদের জন্য বিরাট পাওয়া।

আমিও পড়েছি, কিন্তু আলসেমিতে কিছুই করতে পারি নি...
আপনাকে ধন্যবাদ, প্রিয় সহব্লগার :)

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯

আরজু পনি বলেছেন:

বইগুলো নিয়ে পোস্ট দিব অনেকদিন থেকেই ভাবছিলাম কিন্তু সময়াভাবে দিতে পারছিলাম না এবার সময়ের সাথে জোর করেই পোস্ট দিলাম ।

আপনি অনেক কিছুই করেন প্রিয় ব্লগার ।

আমরা যেন তার ছিটেফোটাও করতে পারি ।

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।
খুব ভালো থাকুন ।।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৩

নস্টালজিক বলেছেন: ব্লগারদের বই নিয়ে এই পোস্ট নিশ্চয় অন্যান্য ব্লগারদের বইগুলো কিনতে একটু হলেও আগ্রহী করবে। এটা বিরাট পাওয়া লেখকদের জন্য, ব্লগারদের জন্য।

শুভেচ্ছা জানবেন, পনি।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

বাহ্, প্রিয় নস্টালজিক...আপনাকে দেখে খুব ভালো লাগছে ।
হ্যাঁ, সহব্লগাররা এই পোস্ট পড়ে বই কিনতে আগ্রহি হলে সেটা খুব ভালো হবে ।

আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা রইল ।।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

কয়েস সামী বলেছেন: আপনার লেখাটা পড়ে মনে হল আহারে আমি যদি একটা বই বের করতাম তবে হয়তো আমার বইয়ের কথাও থাকত। তাই মজা করলাম। আপনাকে তো আমি দেখিই না!

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

আমি সত্যিই অস্বস্তিতে পড়েছিলাম এই ভেবে যে, কয়েস সামীর বইয়ের তো খোঁজ পেলাম না !

যাক বাঁচালেন ।

জীবনের যাতাকলে পিষে সময় বের করা মুশকিল হয়ে গেছে ।
খুব ভালো থাকুন ।।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৬

হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে ব্লগাদের লেখা বইগুলো নিয়ে লেখার জন্য ............

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ জানাই, হামিদ আহসান ।
শুভকামনা সবসময়ের জন্যে ।।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

জাফরুল মবীন বলেছেন: অসাধারণ একটি কাজ করেছেন বোন আরজুপনি।লেখালেখির ভিন্ন জগতে বিচরণশীল এসব গুণী ব্লগার ও তাদের কাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আপনার এই প্রয়াস নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য দারুন উৎসাহ জাগানিয়া ।
আশা করি এভাবেই পাশে থেকে উৎসাহ জুগিয়ে যাবেন সবসময়।

অনেক অনেক শুভকামনা আপনার জন্যেও রইল ।।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন লেখকগণকে। আপনার প্রচেষ্টা প্রশংসনীয়। লেখকগণ অনুপ্রাণিত হবেন নিঃসন্দেহে।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

আপনার প্রশংসা পেয়ে কৃতার্থ বোধ করছি প্রিয় ব্লগার ।
লেখকগণ অনুপ্রাণিত হলে আর তাদের বই অন্যরা পড়ার আগ্রহবোধ করলেই আমার এই পোস্ট দেয়া সার্থক হবে মনে করি ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল , উৎসাহ পেলাম । ধন্যবাদ

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ জানাই, মহান অতন্দ্র ।
খুব ভালো সময় কাটুক ।।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৬

হঠাৎ ধুমকেতু বলেছেন: অনেক ভাল একটা উদ্যোগ। বইগুলোর তালিকা করে খুঁজতে হবে। বাতি ঘরে গেলে খুঁজব।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

আশা করি খুঁজে পাবেন ।

পাঠে সাধুবাদ রইল, হঠাৎ ধুমকেতু ।।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++ আহ বই ! কবে যে আমিও একখানা আমার শেলফে তুলতে পারবো :(

সবার জন্য অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর আপনাকে ধন্যবাদ রইল :)

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

আশা করি শিগগীরই আপনার বই শেলফে তুলতে পারবেন।

আপনাকেও অনেক ধন্যবাদ জানাই অপূর্ণ।

খুব ভালো থাকুন সবসময় ।।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। ছোট অাকারে হলেও রিভিউ ভাল হয়েছে।

একদিন অাপনার বইও বের হবে। বের হয়েছে নাকি? অামি কিন্তু জানি না।

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

ইচ্ছে করেই ছোট আকারে বলেছি । বইগুলো নতুন প্রকাশিত, তাই পাঠক আগ্রহী হলে যেন সেই নির্দিষ্ট পছন্দের বইটি কিনে পড়ে ।

আপনার ভালো লেগেছে জেনে কৃতার্থবোধ করছি ।

অনেক শুভকামনা রইল , সুমন ।।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

আমার প্রথম বই "জেন্ডার স্টাডিজ" ২০০৯ সালে বেরিয়েছে। দ্বিতীয় সংস্করণ ২০১১ সালে সামহোয়্যারে ব্লগিং শুরুর কিছু আগে ।
ব্লগিং করা অবস্থায় সাধারণ পাঠকদের উদ্দেশ্যে কোন বই বের হয় নি।
টুকটাক কিছু কাজ চলছে আমার প্রশিক্ষণার্থীদের জন্যে ।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

সুমাইয়া আলো বলেছেন: খুব সুন্দর একটি পোস্ট। এই দ্বারা অনেক নতুন পাঠক উৎসাহ পাবেন বই পড়ার জন্য।

অফ টপিকসঃ- প্লিজ আপু, অনেক দিন সমস্যায় পতিত হয়ে আছি, আমার দিকে একটু নজর দিবেন। প্লিজ প্লিজ প্লিজ :(

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

বই পড়তে উৎসাহিত হলে দারুন হবে...
অনেক ধন্যবাদ সুমাইয়া আলো ।


__________
আপনি কী সমস্যায় আছেন তাইতো জানি না (অথবা মনে করতে পারছি না)। জানলে সাধ্য থাকলে সমাধান করার চেষ্টা করতে পারতাম ।

ভালো থাকুন সদাসর্বদা ।।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৬

আবু শাকিল বলেছেন: বই এবং ব্লগার কাম লেখকদের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ আপু।

নিঃসন্দেহে চমৎকার পোস্ট।

আপু আমি ভাল আছি।আপনি ভাল আছেন??

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

পোস্টটি শেষ পর্যন্ত প্রকাশ করতে পেরে আমারও খুব ভালো লাগছে।

আপনি ভালো আছেন জেনে খুশি হলাম।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০০

টুম্পা মনি বলেছেন: পুনিয়াপুর কাছ থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট পেয়ে সত্যি খুব ভালো লাগতেসে। কিন্তু পুনিয়াপুরে নিয়মিত ব্লগে দেখি না ক্যান? আপনাদের ছাড়া ব্লগ খালি খালি লাগে।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

আমার খুব ইচ্ছে ছিল টুম্পামনির অটোগ্রাফ সহ বই পাবো ।
কিন্তু টুম্পামনিকে না পেয়ে বইমেলা থেকে শুধু বই হাতেই ফিরতে হয়েছে।

তবে কবিতাগুলি অনেক ভালো লেগেছে ।

ইচ্ছে থাকলেও প্রতিদিন আসতে না পারলেও চেষ্টা করি প্রায় নিয়মিতই আসতে ।

অনেক ভালো থাকুন আর লিখতে থাকুন অবিরত ।
শুভকামনা রইল ।।

২০| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আহমেদ স্বপন মাহমুদ এর লিঙ্কটা আসেনি ।

উনি কি মাহমুদ ০০৭ !

আহা বই, কবে আমার বই নিয়ে আলোচনা হবে ?

অনেক ভালোলাগা রইল লেখকদের ও আপনাকে ।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

ব্লগার আহমেদ স্বপন মাহমুদের ব্লগ লিঙ্ক এখন খুঁজতে গেলে সার্চ দিয়ে বের করে নিতে হবে ।
তার চেয়ে আপাতত ফেসবুকে দেখতে পারেন উনাকে...আমি একটু সময় করেই বাকীদের লিঙক গুলো ঠিক করে দিব আশা করি ।


https://www.facebook.com/ahmed.s.mahmud (Ahmed Swapan Mahmud)

আপনার জন্যে অনেক শুভকামনা রইল, প্রিয় স্বপ্নচারী ...।।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৪

ডি মুন বলেছেন: সহব্লগারদের বইয়ের সাথে পরিচিত হয়ে আনন্দিত হলাম।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক অনেক ধন্যবাদ জানাই, মুন ।

ভালো থাকুন সবসময়ের জন্যে ।।

২২| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:


সুন্দর পোস্ট পনি আপু।
আলসেমির জন্য অনেক বই পড়া হয়নি এখন।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, শোভন।

আশা করি আলসেমি ঝেড়ে পড়ে ফেলবেন বইগুলো ।
শুভকামনা রইল ।।

২৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন: এই ধরনের পোষ্ট সবসময় ভালো লাগে। নিজের গণ্ডির মানুষ যাদেরকে অনলাইনে দেখি ছাপার অক্ষরে তারা কেমন লিখছেন সেটা দেখতে ভালোই লাগে।

আপনার এই পোষ্টটিও চমৎকার ছিল।


♣ অমর একুশে গ্রন্থমেলা ২০১৪'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣


০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩

আরজু পনি বলেছেন:

♣ অমর একুশে গ্রন্থমেলা ২০১৪'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣
এই পোস্টটি দিয়ে সত্যি আমি নিজেও বেশ তৃপ্ত ছিলাম এই ভেবে যে, সহব্লগারদের বইগুলো সবার উদ্দেশ্যে উপস্থাপন করতে পারছি।
আর সামহোয়্যারইন কর্তৃপক্ষ্ও পুরো মাস ব্যাপি তা স্টিকি করে লেখক ব্লগারদের পাশে থেকে অনুপ্রেরণা যুগিয়েছে ।

অনেক ধন্যবাদ মৃদুল।
খুব ভালো থাকুন ।।

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৫

দ্য ইলিউশনিস্ট বলেছেন: চমৎকার পোস্ট। প্রিয়তে নিলাম।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ রইল ।

আপনার নিকের সিনেমাটি দারুন চমৎকার।
মুগ্ধ হয়ে দেখেছি ।

প্রিয়তে নেয়ার জন্যে বিশেষ ধন্যবাদ। কখনো কাজে আসলে কৃতার্থ হবো ।
শুভকামনা রইল ।।

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এরকম পোস্ট পেলে আমার মত নতুন ব্লগাররা পুরাতনদের সম্পর্কে এবং সৃষ্টিকর্ম সম্পর্কে আরও ভালভাবে জানতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার এই পোস্টের জন্য।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ জানাই, বোকা মানুষ বলতে চায়।

শুভেচ্ছা সতত ।।

২৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬

সাজিদ ঢাকা বলেছেন: উম কোনটাই অবশ্য পড়া হয় নি

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা সমস্যা নেই...আশা করি শিগগীরই পড়া শুরু করবেন।

আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক।
অনেক শুভকামনা ।।

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১

নীল কথন বলেছেন: পাঠে অন্যদের উৎসাহব্যঞ্জক পোষ্ট। অনেকেই বই কিনে ফেলে রেখে দেয়। ব্লগার বলে পড়ে না।
পাঠের পর পাঠ-পরিক্রমা পেলে লেখকদেরও অনুপ্রেরণা যোগায়।
-সুন্দর পোষ্ট। নিরন্তর শুভ কামনা।

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

এই বইগুলোর কোন কোনটা আমি একাধিকবারও পড়েছি।
বইগুলো নিয়ে অনেকদিন থেকেই পোস্ট দিয়ে লেখক ব্লগারদের শুভেচ্ছা জানাব ভাবছিলাম।
সময় বরে করা কঠিন হয়ে উঠছিল, তারপরও আজকে জোর করেই দিয়ে দিলাম এই পোস্ট ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।

২৮| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন দারুন আয়োজনে ভরা পোস্ট ----- অনেক বই আর লেখকের নাম জানা হলো ------আর ব্লগার বলে কথা -----
শুভকামনা রইল

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এই প্রিয় লেখকরা আমাদের প্রিয় সহব্লগারই বটে ।
বিষয়টা ভাবতেও ভালো লাগে ।

আপনি অনেক ভালো থাকুন।
শুভকামনা আপনার জন্যেও ।।

২৯| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

একলা ফড়িং বলেছেন: একদিন আমার নামও থাকবে লিস্টে! ;) ;) :P


অনেক ধন্যবাদ আপু সবার সাথে শেয়ার করার জন্য :)




০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

আরজু পনি বলেছেন:

অগ্রীম অভিনন্দন রইল আপনার জন্যে ।
ধন্যবাদ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করলাম ।।

৩০| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু খুব চমৎকার একটা পোস্ট।

আপু আপনি কেমন আছেন ?

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ কাণ্ডারি ।
আরো ধন্যবাদ যে আপনি ব্লগে ফিরে এসেছেন।

আপনার প্রত্যাবর্তনের পর দেয়া পোস্টটা অফলাইনে পড়েছিলাম, কিন্তু লগইন ছিলাম না বলে কমেন্ট করা হয়নি ।
আশা করি শিগগীরই আপনার ব্লগে দেখা হবে।
থাকুন নিয়মিত।
আমাদের জন্যেই ।
অনেক শুভকামনা রইল ।।

৩১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১:৪৭

আমি তুমি আমরা বলেছেন: চমতকার পোস্ট। চতুরের মত সামুরও ব্লগ সংকলন বের করা উচিত।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ...তুমি...

হ্যাঁ, সামহোয়্যারইন ব্লগ সংকলন বের হলে ভালোই হবে কিন্তু এখানে দোষ ধরার মানুষের সংখ্যা অনেক বেশি।

ভালো একটা উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ খেটে খেটে হয়রান হয়ে একটা বই (সংকলন ) বের করবে আর তাতে দোষ ধরার নিকের অভাব হবে না। দোষ ধরা বেড়ে যেতে পারে যাদের লেখা সঙকলনে আসলো না তাদেরও । কাজেই জেনে শুনে এই রিস্ক নেয়ার মতো নিকের সংখ্যাটা কমই বা আপাতত নেইই হয়তো বা ।

তারপরও চাই একটা প্রিন্টেড আকারে সংকলন আসুক ।

অনেক শুভকামনা আপনার জন্যে ।।

৩২| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ২:১৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: "স্বপ্ন, ব্যাধি, ভ্রম ও অন্যান্য" বইটা চট্রগ্রামের কোথায় পাওয়া যাবে বলতে পারবেন?

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

আরজু পনি বলেছেন:

আমি জেনে শিগগীরই আপনাকে জানাচ্ছি ।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:

চট্টগ্রামের কোথায় বইটি পা্ওয়া যাবে সেই খবর এখন্ও বের করতে পারিনি, তবে আপনি রকমারী ডট কমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করতে পারেন ।

হাসানদের বইয়ের রকমারীর লিংক

ভালো থাকুন অনেক ধন্যবাদ ।।

৩৩| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ৩:০৬

প্রবাসী পাঠক বলেছেন: সহ ব্লগারদের লেখা বইয়ের উপর করা রিভিউ পোস্ট দেখে খুব ভালো লাগল।


বইগুলোর লেখক এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকে অনেক ধন্যবাদ ।
খুব ভালো থাকুন ।।

৩৪| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫

ইছামতির তী্রে বলেছেন: দারুণ লাগলো!!!

এ সকল গুণী ব্লগারদের মাঝে নিজেকে একজন নগণ্য সহব্লগার ভাবতে বড়ই ভাল লাগছে।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

আরজু পনি বলেছেন:


আমরা কেউই আসলে নগন্য নই।
কারো না কারো কাছে বিশেষতো বটেই ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

৩৫| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ পোস্ট।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

পাঠের জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।।

৩৬| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৯

যোগী বলেছেন:
আপনি দেখি অনেক পড়াশুনা করেন।
কেমন আছেন আপনি?

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৬

আরজু পনি বলেছেন:

আমার কন্যা রিতিমতো বই খোর।
ওকে কোন বই উপহার দিলে সেদিনই শেষ করে আবার বই চায় ।
আর তাদের বাবাও প্রচুর বই পড়ে ।
সেই তুলনায় আমার সংখ্যাটা কমই ।

আমার খুব ভালো দুজন বন্ধু আছে ওরাও প্রচুর বই পড়ে ।
আমি মাঝখানে বলা যায় গতবছর বা তার আগের বেশ কিছু সময় খুব কম বই পড়েছি..(সংখ্যায়) ।

দুই সপ্তাহ আগে একজনের সাথে পরিচিত হয়ে বুঝলাম তিনি প্রচুর পড়েছেন এবং পড়ছেন...আফসোসের সাথে ভাবছিলাম তিনি এতো পড়েন কখন !?


অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো ।
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ।
আশা করি আপনিও ভালো আছেন।
শুভকামনা রইল আপনার জন্যে ।।

৩৭| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

অদৃশ্য বলেছেন:



বাহ্‌, দারুন পোষ্ট... গতবারের বইমেলার কিছু বই আমারো সংগ্রহে আছে... তবে সবগুলো ঠিকঠাক পড়ে উঠতে পারিনি...

প্রিয় আরজুপনির জন্য
শুভকামনা...

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

আরজু পনি বলেছেন:

আমার কাছে এখনও আরো বেশ কিছু বই আছে...পুরোটা পড়ে শেষ করতে পারিনি তার কিছু, সেগুলো পরবর্তীতে শেয়ার করার ইচ্ছে আছে ।

আশা করি আপনাকে ব্লগে নিয়মিতই পাবো ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।।

৩৮| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার একটা পোস্ট ।
লেখকরা উৎসাহিত হবেন সন্দেহ নাই ।
বাদ বাকি যারা আছেন তাদের টাও জানার অপেক্ষায় রইলাম ।
ভাল থাকবেন আপা।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

আশা করি সময় পেলেই সেগুলো প্রকাশ করতে পারবো ।

পাঠকরা ক্রয় করতে উৎসাহিত হলে আরো ভালো হয়।

পাঠে অনেক ধন্যবাদ মাহমুদ ।

ভালো থাকুন সবসময় ।।

৩৯| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট। উৎসাহিত হলাম আমাদের বইটির রিভিউ পড়ে।

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন:

আপনাদের মতো গুণী লেখকদের বইটি উপস্থাপন করতে পেরে আমি নিজেই আনন্দিত।

লিখে যান এভাবেই...
অনেক শুভকামনা রইল, হাসান ।।

৪০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: এই ধরনের রিভিউ অবশ্যই লেখকদের উৎসাহিত করবে !
আপনার দায়িত্বশীলতার চমৎকার একটা উদাহরণ এই পোষ্ট টি !
শুভেচ্ছা আপু !

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন:

মন্তব্যে অনুপ্রাণিত করার জন্যে অনেক ধন্যবাদ স্বপ্নবাজ।
ভালো থাকুন অনেক অনেক ।।

৪১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

বৃতি বলেছেন: আহা বইমেলা ! :( অনেক মিস করি পনি আপু।

বরাবরের মত চমৎকার আশা- জাগানিয়া পোস্ট :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫০

আরজু পনি বলেছেন:

দেখতে দেখতেই চলে আসবে ২০১৫ এর বইমেলা । :)

পাঠে অনেক অনেক ধন্যবাদ, বৃতি ।

খুব ভালো থাকুন সবসময়।।

৪২| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৪

রেজোওয়ানা বলেছেন: ব্লগারদের লেখা বই তেমন একটা পড়া হয়নি, শুধু হাসান মাহবুব আর নস্টালজিকেরটা ছাড়া। 'পিকু'র রিভিউ পড়ে জিকসেসের বইটা আকর্ষনীয় মনে হলো, এবার পেলে কিনে ফেলবো।

আপনার এই উদ্যোগ প্রশংসনীয়, আশাকরি এমন রিভিউ আরও লিখবেন---

শুভ দিন!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৫

আরজু পনি বলেছেন:

আপনার এই উদ্যোগ প্রশংসনীয়...
রেজোওয়ানার নিক কি হ্যাক হয়েছে নাকি আর কাউকে পাসওয়ার্ড দিয়েছেন ? :(

আপনিতো সম্বোধন বদলে ফেলেছেন !
এভাবেই বুঝি চোখের আড়াল হয়ে মনের আড়ালে চলে গেলাম :( :( :((

অথচ আপনি আর আমি না একই পথের পথিক ছিলাম ;)


অনেকদিন পর প্রিয় ব্লগারকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগছে।

"পিকু" বইটা আসলেই মজার । আমার কন্যা তো একবেলাতেই খেয়ে ফেলেছে এই বই :D

অনেক ভালো থাকুন আর সম্ভব হলে নতুন পোস্ট দিন।

শুভকামনা রইল ।।

৪৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

আমিনুর রহমান বলেছেন:





২টা বাদ দিয়ে সবগুলো বইই আমার কাছে আছে। তার মধ্যে ২টা বই ছাড়া প্রায় সবগুলোই অযত্নে পড়ে আছে। বই পড়ার একটা নেশা ছিলো একসময়। কেমন করে সে নেশা চলে গেলো অবাক হই ! পড়ার নেশাটা কিন্তু এখন আছে। এখন নিয়মিত ব্লগে পড়ছি কিন্তু বই পড়তে গেলেই কেনো যেনো অসহ্য লাগে !!!!!


পোষ্টে +

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

আরজু পনি বলেছেন:

খুব শিগগীরই সেই সময় চলে আসছে যখন কাগুজে বই ডিজিটালিও পাওয়া যাবে অথবা কাগুজে বই বলতেই আর কিছুই থাকবে না ।

পড়ার নেশা থাকলেই হলো । পিডিএফ আকারেও অনেক বই রয়েছে।

তবে কাগুজে বইয়ের আবেদন এখনো ফুরিযে যায়নি । এখনও আমরা নতুন বইয়ে ভাজে নাক ডুবিয়ে ঘ্রাণ নিয়ে থাকি ।

আশা করি তা থেকে নিজেকে বঞ্চিত করবেন না ।

অনেকদিন পর সম্ভবত আমার ব্লগে এলেন (মন্তব্য করলেন) ।

খুব ভালো থাকুন আমিনুর ।
সর্বদাই হাসিখুশি থাকুন ।।

৪৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
উৎসাহব্যঞ্জক পোস্ট ৷

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা সবসময়ের জন্যে ।।

৪৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

সায়েম মুন বলেছেন: গতবারে সময় সুযোগের অভাবে তেমন একটা বই কেনা হয়নি। আপনার পোস্ট থেকে ধারণা পেলাম। ভাল লাগলো। ভবিষ্যতে এই লিষ্ট থেকে থেকে বই কেনা যাবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩

আরজু পনি বলেছেন:

আশা করি আপনার পড়া বই থেকে মতামত সহ পোস্ট পাব।

পাঠে অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।
খুব ভালো থাকুন সবসময় ।।

৪৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার। আশা করি এনাদেরই হাতে নতুন করে বাংলা রেনেসার জন্ম হবে সাহিত্যে। উল্লেখিত একজনেরই কবিতা পড়েছি- তানিয়া আপু। খুব সুন্দর লেখেন। হাসান মাহবুবের লেখাও অন্যরকম স্বাদের। আপনার লেখা কোন বই ছিল না এবারে?

০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ তনিমা ,
আমার বই শেষ বেরিয়েছিল ২০১১ সালে, ব্লগে আসার আগে ।
তারপর আর বের হয় নি । তবে সেই বইই ছিল মেলার স্টলে ।

আপনিও তো অনেক ভালো লিখেন ।
অনেক শুভকামনা রইল, আপনার জন্যে ।।

৪৭| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
আরজুপনি,
নতুনদের লেখা খুঁজে খুঁজে পড়ি। প্রচুর বই আসছে, এর মধ্য থেকে ব্লগারদের কাজ আলাদা করে পরখ-জানা-চেনা বেশ মুশকিল। আপনার ব্লগ-পাতাটি উপকারে আসবে। আন্তরিক ধন্যবাদ জানিয়ে গেলুম।

০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:

পাঠকের উপকারে আসলে পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

অনেক ভালো থাকুন, অন্ধবিন্দু ।
শুভেচ্ছা রইল ।।

৪৮| ০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

জুন বলেছেন: দারুন একটি বিষয় "সহব্লগারদের বই" নিয়ে সুন্দর উপস্থাপনা পনি ।
না পড়েও খানিকটা পড়ে ফেলার জন্য আর বাকিটুকু পড়ার উৎসাহকে পুঁজি করে নিলাম।
+

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর প্রিয় ব্লগারকে পেয়ে ভালো লাগলো ।

আশা করি বাকীটুকু পড়ার উৎসাহ টিকে থাকবে ।

মৌখিক প্লাস লিখিত আকারে ৯ থেকে ১০ এ কাউন্ট হয়নি :P



অনেক ভালো থাকুন, শুভকামনা রইল ।।

৪৯| ১১ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

লেখোয়াড় বলেছেন:
ধন্যবাদ আপনাকে এই প্রশংসনীয় লেখাটির জন্য।

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন ।।

৫০| ১৪ ই নভেম্বর, ২০১৪ ভোর ৬:০৮

আরজু মুন জারিন বলেছেন: বাঃ অনেক অনেক বই।সবগুলি বই কিনব ইনশাআল্লাহ বাংলাদেশে আসলে।অনেক ধন্যবাদ আপনাকে পো্ষ্টটির জন্য।শুভেচ্ছা রইল।

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ মুন জারিন ।
ভালো থাকুন সবসময় ।।

৫১| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৬

মামুনূর রহমান বলেছেন: "স্বপ্ন, ব্যাধি ও ভ্রম" টা পড়া হয়েছে । অন্যগুলোও পড়বো আশা করি ।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

অবশ্যই ...।

অনেক শুভকামনা রইল ।

৫২| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৩

অদৃশ্য বলেছেন:





আপনাকেতো দেখায় যায়না! অবশ্য সামুর সমস্যার জন্য আমি আমার কারো উপস্থিতি ছাড়া আর কারোরই চেহারা দেখতে পাইনা...

নতুন কিছু দিন এই কবিতা টবিতা আরকি...

শুভকামনা...

(সবাই ক্যামন যেন চুপশে গ্যাছে/ আছে...)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

আমি আছি তো ...

চিল্লানোর এনার্জি নেই...তাই চুপসে গেছি



প্রিয় অদৃশ্যর জন্যেও অনেক শুভকামনা ।।

৫৩| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

 বলেছেন: + :)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

 অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময় ।।

৫৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১৪

সকাল রয় বলেছেন:
আমার কাছেও আছে কিছু সময় করে কিছু রিভিউ দিব। আপনার রিভিউ ভালো লাগলো। তবে বিস্তারিত দিলে ভালো হতো।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:

বইগুলো নতুন তাই বিস্তারিত লিখে পাঠকদের আগ্রহ শেষ করতে চাইনি ।

পুরানো বইয়ের ক্ষেত্রে এমনটি করতে অস্বস্তি লাগে না, কিন্তু নতুন বই যেন পাঠক কিনে পড়ে তেমনটিই চাই ।

আপনার রিভিউয়ের অপেক্ষায় রইলাম ।।

৫৫| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৪

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আপু, ভালো হল..কেনা পড়া সবই সহজ হল...ধন্যবাদ...

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:

দেশে আসলে আশা করি অনেক বইই পড়তে পারবেন।
অনেক শুভেচ্ছা রইল, বন্ধু তুহিন।।

৫৬| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: দারুণ রিভিউ। আমার যেদিন গল্প সংকলন বেড় হবে, পনি আপুর রিভিউ না পেলে হরতাল ডাকব। B-)

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

আচ্ছা হরতাল ডাকতে হবে না, আশা করি ততদিনে আমি সত্যিকার অর্থেই বই রিভিউ করা শিখে যাবো ।

সহব্লগারের বই সানন্দে রিভিউ করে দিব আর অন্যদের ক্ষেত্রে "ফি" ধার্য হবে B-)

অনেক ভালো থাকুন।
আনন্দে থাকুন ।।

৫৭| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৭

মুহিব বলেছেন: http://www.rokomari.com/book/63579

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

কোন শোরুমের সন্ধান দিলে ভালো হতো যেখান থেকে আপনার বইটিকিনতে পারি। না পেলে রকমারী থেকে নেয়া যেতে পারে।

বইটি পড়ার ইচ্ছে থাকলো ।
অনেক শুভকামনা, মুহিব।।

৫৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৯

মুহিব বলেছেন: প্রকৃতি
কনকর্ড এম্পোরিয়াম বেসমেন্ট
কাটাবন

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:

আচ্ছা ঠিক আছে।

জানানোর জন্যে অনেক ধন্যবাদ ।

শুভকামনা রইল ।।

৫৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার একটা রিভিউ! আবার যেন বইমেলার সময়কার একটা সৌরভ ফিরে আসলো! ঠিক কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না! কিন্তু ভালো লাগলো অনেক!

শুভেচ্ছা রইলো!

ভালো থাকুন, সামনের মেলায় অনেকের বই আসবে, রিভিউ এর মৌসুম আসছে! :)

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

আরজু পনি বলেছেন:

আপনাকে পোস্টে পেয়ে খুব ভালো লাগলো ৎঁৎঁৎঁ।
সামনের মেলায় সহব্লগারদের আরো অনেক বেশি বই আসুক , এই শুভকামনা রইল ।

অনেক ভালো থাকুন ।।

৬০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন...অসাধারন...আমাকে সব পড়তে হবে...আগে পরীক্ষাটা শেষ হোক...আপুনি আমাকে হেল্প করতে হবে।
প্রিয়তে নিয়ে রাখলাম
++++++++++++++++++++++++++++++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:
শুভ সকাল, রুদ্র ।
এবারও তেমন রিভিউ করার ইচ্ছে ছিল ।
দুটো পোস্ট.।একটা রিভিউ আরেকটা কৃতজ্ঞতা.।ব্লগার সোনাবীজ ও ধুলোবালিছাইকে আমি আমার লেখা "জেন্ডার স্টাডিজ" এর ২য়সংস্করণ পাঠিয়েছিলাম। উনি আমাকে বিস্ময়াভিভুত করে উনার এযাবৎকালের প্রকাশিত সবগুলোর একটি করে কপি পাঠিয়েছেন অসাধারণ সব কমপ্লিমেন্টে ভরা মন্তব্যে । আমার চোখে পানি চলে এসেছিল এই ভেবে যে, যার সাথে কোনদিন দেখা হয়নি শুধু ব্লগ আর ফেসবুকে যোগাযোগ তিনিই এতোখানি আন্তরিকতা দেখালেন ।
এবছরের শুরুর অনেকগুলো মাস আমি যেমন অসুস্থ ছিলাম তেমন পেশাগত ব্যস্ততাও ছিল ।

আপনি মনে করিয়ে দিলেন, পেন্ডিং পোস্ট দুটোর কথা ।
কিন্তু একটা পোস্ট করলে তাতে যারা মন্তব্য কররেন তাদের পোস্টে মন্তব্য করাটা কমিউনিটি ব্লগে আমার কাছে দায়িত্ব মনে হয় । তাই কুলিয়ে উঠতে পারছিনা । এখন এই যে, ব্লগে ঢুকেছি চা খেতে খেতে মেইল আর ফেসবুক চেক করে নিলাম, কিন্তু ব্লগতো একহাতে সামলানো যায় না, পুরো মনোযোগ দিতে হয়, অন্যদের লেখা পড়তে আর মন্তব্য করতে এবং জবাব দিতে ।
দেখুন সকাল সকাল আমায় কথায় পেয়ে বসেছে ।
হাহা
অনেক ভালো থাকুন রুদ্র...খুব খুব শুভকামনা রইল ।

৬১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

রুদ্র জাহেদ বলেছেন: হুম আপুনি এরকমটি দারুণ ব্যাপার,আমার এরকম অনেক অভিজ্ঞতা আছে। একবার একজন লেখক আমার পাঁচ-ছয় লাইনের কয়েকটি লেখা পড়ে তারপর আমার সাথে ইনবক্সে কথা বললে আমি বললাম ঐ বইটি আমি পড়ব কোথায় পাবো।এরপপর উনি উনার লেখা সব বই শিশুতোষ সহ ১০ বইই পাঠালেন।সামু ব্লগের কয়েকজনের সাথে যোগাযোগ কথা বলেছিলাম।আমি মুগ্ধ, দারুণ ভালো লাগা আমাকে আন্দোলিত করে খুব উৎসাহ পাই।
একসময় বই খুব কমই পড়তাম এখনো অবশ্য কম পড়ি,তবে পূর্বের চেয়ে বেশি।আর কয়েকটা নির্দিষ্ট ক্যাটেগরির বাহিরে পড়তাম না।এখন সব ধরনের বই পড়তে ইচ্ছে হয়।নতুন লেখকদের বইও সংগ্রহ করে করে পড়ি।
অনেক ধন্যবাদ আপুনি ভালো থাকুন

৬২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

সুলতানা রহমান বলেছেন: আমি শুধু ইনকগনিটো কে চিনতাম।

এখানে এসে অবশ্য অনেককে চিনতেছি। কিন্তু এটা জানতাম না। আমার কখনো বইমেলায় যাওয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.