নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বই প্রকাশের আদ্যোপান্ত

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫





সুপরিচিত মাধ্যমে নিজের লেখাটি দেখতে সাধারণত সকল লেখকেরই কাম্য হতে পারে । আর সেই লেখাগুলি বই আকারে প্রকাশিত হলে তা লেখকের লেখার উৎসাহ বাড়িয়ে দেয় অনেকগুণ।

সামহোয়্যারইন ব্লগের অনেক সহব্লগারেরই প্রকাশিত এক বা একাধিক বই রয়েছে। অনেকেই লিখেছেন অনেক কিন্তু বই আকারে প্রকাশের ভাবনা আসেনি বা কীভাবে বই প্রকাশ করবেন তা নিয়ে সঠিক কোন পরিকল্পনা গ্রহণ করতে পারেন নি।

যারা লিখছেন কিন্তু এখনও বই আকারে নিজের লেখা প্রকাশিত হয়নি তাদের জন্যে মূলত এই লেখা।



বই প্রকাশ কয়েকভাবে করা যেতে পারে

কোন প্রকাশক যদি লেখকের লেখা প্রকাশের জন্যে নির্বাচন করে নিজের খরচে প্রকাশ করেন।



এছাড়া কোন প্রকাশক নির্দিষ্ট সংখ্যক বই প্রকাশ করে দিবেন তাকে খরচের টাকাটা দিয়ে দিতে হবে।



অথবা স্বীকৃত আরেকটি মাধ্যম আছে প্রকাশক নির্দিষ্ট সংখ্যক বই প্রকাশ করে দিবেন তাকে ৪০% কমিশনে বইগুলো কিনে নিতে হবে। এক্ষেত্রে কিনে নিলেও প্রকাশক নিজ দায়িত্বেই বিক্রীর ব্যবস্থা করে থাকেন।



উল্লেখ্য যে, অনেক প্রথিতযশা লেখকের প্রথম বই কিন্তু নিজের খরচে প্রকাশিত হয়েছে।



লক্ষ্য:

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনার প্রাক্তন পরিচালক বিমল গুহ এর মতে, লেখক এবং প্রকাশককে নিম্নোক্ত তিনটি বিষয় মাথায় রেখে বই প্রকাশের কাজ করা উচিত। উল্লেখ্য যে, এদের মতে, যে কোন দু'টিকে বই প্রকাশে বেছে নিতে হয়।

1) Costing

2) Schedule

3)Quality

এবং বই প্রকাশে যে ব্যাপারকে প্রাধান্য দেয়া উচিত তা সংক্ষেপে KISMII বা

Keep it simple and make it interesting .



লেখা সংগ্রহ বা একত্রিত করণ:

লেখক তার টার্গেট লেখাগুলিকে একত্রিত করে কম্পোজ এর কাজ করে নিতে পারেন। বর্তমানে বেশিরভাগ লেখকই কাগজের চেয়ে ডিজিটাল ডিভাইসে নিজের লেখা সংরক্ষণ করে থাকেন। সেক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলোকে একত্রিত করে বইয়ের কী নাম হবে, কবিতা হলে প্রতিটা কবিতার নাম, গল্প, প্রবন্ধ বা যাই হোক নামের ব্যাপারে আরেকবার ভেবে চূড়ান্ত করে নিতে পারেন। এতে লেখায় যত্নের ছাপ পাওয়া যায়।



সম্পাদনা:

প্রাথমিক সম্পাদনা লেখক নিজেই করতে পারেন। বানানের ব্যাপারে লেখককে কোনরকমের ছাড় দেয়া চলবে না । একটি বইয়ের মান নির্ভর করে বানানের উপরও বটে। কেননা পাঠক যখন বই হাতে নিবেন তখন ভুল বানানে প্রকাশিত বইটি পাঠকের পড়ার আগ্রহকে কমিয়ে দিবে। তাই বাংলা একাডেমির প্রমিত বানান সম্পর্কে লেখকের স্বচ্ছ ধারণা থাকতে হবে । হাতের কাছে বাংলা থেকে বাংলা অভিধান থাকা জরুরী । এখানে উল্লেখ করা প্রয়োজন যে, অন্তর্জালে বেশি সময় কাটাতে অভ্যস্থ অনেকেই অভিধান না দেখে নেটে সার্চ দিয়ে বানান সম্পর্কে নিশ্চিত হতে চান যা নিজের লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি ।

আমাদের দেশের বেশিরভাগ প্রকাশকেরই বেতনভোগী সম্পাদক রাখা সম্ভব নয়। এখানে প্রকাশক নিজেই প্রকারান্তরে সম্পাদকের কাজটি করে থাকেন ।

তাই লেখক নিজে এবং পেজ মেকাপ যাকে দিয়ে করানো হবে তার দক্ষতা বইয়ের গুণগত মানের ক্ষেত্রে কমবেশি হয়ে থাকে ।



ডিজাইন:

একটি বইয়ের ডিজাইন বা নকশা কেমন হবে সে বিষয়ে যত্ন এবং অভিজ্ঞতাই নির্ভর করে বইটির উপস্থাপন কতোটা দৃষ্টিনন্দন হবে। ইচ্ছেমতো ছবি জুড়ে দিলেই যে দৃষ্টি নন্দন হবে তেমন কিন্তু নয় ।



ISBN (International Standard Book Number):

বর্হিবিশ্বে আপনার বইটির খোঁজ মূলত এই আইএসবিএন থেকেই পাঠক খুঁজে পেতে পারেন । বই প্রকাশের সাথে লেখকের বইটির একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বই নম্বর দেবার কাজটি লেখক নিজে দায়িত্ব নিয়ে করাতে পারেন বা প্রকাশকও করিয়ে নিতে পারেন ।



ISBN এর জন্যে বর্তমানে পান্ডুলিপির এক কপি সহ আবেদন পত্র জমা দিতে হবে আগারগাঁও এ অবস্থিত জাতীয় গ্রন্থাগার ভবনের নিচতলার অফিসে অফিসচলাকালীন সময়ে ।

ISBNএর নিজস্ব ওয়েবসাইট : http://www.isbn.org/



© কপি রাইট

একটি বই প্রকাশ করলেই কাজ শেষ হয়ে যায় না । বইটির লেখার স্বত্ত্ব যেন লেখক বা লেখকের অনুমতিক্রমে প্রকাশকের থাকে সেজন্যে কপিরাইট আইনের আওতায় রেজিস্ট্রেশন করা উচিত যেন কেউ লেখা চুরি করে পার পেয়ে যেতে না পারে ।



নির্ধারিত সময়ে কপিরাইট রেজিস্ট্রেশনের জন্যে :



●আবেদন পত্র – ৩কপি (নির্ধারিত)- অনলাইন অথবা অফিসে জমা দিতে হবে ।

●ট্রেজারি চালান (টাকা জমা)ফি – ১০০০/= প্রতিটি আবেদনের বিপরীতে

●অঙ্গীকারনামা-৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প (মৌলিক কর্মের ঘোষণাপত্র)

●পান্ডুলিপি, সাহিত্যকর্ম, সিডি, ক্যাসেট ইত্যাদি…কর্মের ২ কপি করে জমা দিতে হবে

●ট্রেজারি চালান কোড নং ১-৩৪৩৭-০০০০-১৮৪১

●চারুকর্মের ক্ষেত্রে কর্মের ৩ কপি জমা

●কর্ম হস্তান্তর হলে হস্তান্তরের দলিল ৩০০/= ননজুডিশিয়াল স্ট্যাম্প

●শিল্পকর্ম জমা দিতে হবে –দেলোয়ার জামিল

●সাহিত্য, সফটওয়্যার, নাটক, সিনেমা, পান্ডুলিপি জমা দিতে হবে –খালেদ হোসেন চৌধুরী



এছাড়া সহজ একটি উপায় আছে তা হলো বইয়ের পাণ্ডলিপি একটি প্যাকেটে সিলগালা করে লেখক প্রাপক এবং প্রেরক উভয়ের ঠিকানাতেই নিজের নাম দিয়ে রেজিস্ট্রি করে ডাকঘর থেকে পোস্ট করে তা নিজের সংরক্ষণে রেখে দিতে পারেন পরবর্তীতে লেখকের লেখা কেউ চুরি করলে যেন লেখক উপযুক্ত প্রমাণ প্রদর্শন করতে পারেন ।



বিজ্ঞজনের বক্তব্য সংযোজন:

একটি বইয়ের গুরুত্ব বেড়ে যায় যদি বইয়ে শুরুতে বইটি এবং লেখক সম্পর্কে কোন বিজ্ঞজন বা প্রথিতযশা সাহিত্যিকের বক্তব্য সংযোজন করা সম্ভব হয়।



প্রেস:

যিনি লেখক তার কাজ হবে প্রকাশকের সাথে প্রেসের বিষয়গুলি নিয়ে খোলামেলা আলাপ করে নেয়া । কেননা প্রেসের কাজের সামান্য অযত্নের কারণে লেখকের অনেক সাধের একটি বইয়ের চূড়ান্ত ক্ষতি হতে পারে ।



বই চূড়ান্ত ভাবে পাওয়ার আগে স্যাম্পল কপি দেখে নিয়ে নিশ্চিত হয়ে নেয়া উচিত বইটি দেখতে কেমন হবে। প্রেসের কোন কাজে অসংগতি থাকলে তা শুধরে বই বের করা উচিত ।



বাঁধাই:

বই বাঁধাই বই প্রকাশের গুরুত্বপূর্ণ একটি ধাপ । বাঁধাইকরার পর বই ছেঁটে ফেলতে হয় আর ছেটে ফেলার সময় যেন এমন ভাবে ছাটা না হয় যাতে বইয়ের সৌন্দর্য নষ্ট হয় । এব্যাপারে লেখক যদি সচেতন থাকেন তবে প্রকাশকের সাথে এবিষয়ে আলাপ করে নিতে পারেন ।



বইমেলা:

ফেব্রুয়ারি ভিত্তিক জাতীয় গ্রন্থমেলাকে কেন্দ্র করে অনেকেই বই প্রকাশে আগ্রহী হয়ে থাকেন । এই পরিকল্পনা যাদের মাথায় আছে তারা একটু বেশি সময় হাতে রেখে কাজ শুরু করতে পারেন । তাতে অনেকভুলভ্রান্তি শোধরানোর সুযোগ থাকে।



মোড়ক উন্মোচন:

বই প্রকাশিত হলেই কাজ শেষ হয়ে যায় না। আরো কিছু কাজ থাকে যা লেখকের বই প্রকাশকে পূর্ণতা দান করে। তার একটি হলো মোড়ক উন্মোচন। বাংলা একাডেমির নজরুল মঞ্চে এই কাজটি বইমেলার সময় অনায়াসেই করে নেয়া যায়। আর মোড়ক উন্মোচনের আগে বাংলা একাডেমি থেকে যে ঘোষণার ব্যবস্থা করা হয় সেখানে লেখক আর বইয়ের নাম এন্ট্রি করে সময় জানিয়ে দিতে হয়।

মোড়ক উন্মোচনেও লেখক/প্রকাশকের উচিত কোন সুপরিচিত ব্যক্তির দ্বারা উন্মোচনের কাজটি করিযে নেয়া ।

[মোড়ক উন্মোচনের সময় লেখক মিষ্টিমুখের ব্যবস্থা করলে মন্দ হয় না ।]



প্রচারেই প্রসার:

বইতো প্রকাশ হলো । মোড়ক উন্মোচনও হলো কিন্তু এর যথার্থ প্রচার না হলে কিন্তু অনেকেই জানবে না বইটি সম্পর্কে। দেশের নামী দামী অন্য প্রকাশকের বইয়ের চেয়ে "প্রথমা"র বইয়ের খবর মানুষ বেশি জানে প্রচারের কারণে। তাই নতুন প্রকাশিত বইয়ের লেখকরা অনলাইনে তাদের প্রচারণার কাজটি চালাতে পারেন। এক্ষেত্রে সামহোয়্যারইন ব্লগে অনেকেই তাদের প্রকাশিত বইয়ের পরিচিত দিয়ে পোস্ট করে থাকেন। এছাড়া ফেসবুকে বইটির কভারফটো দিয়ে এবং সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে একটি পেজ খোলা যেতে পারে। যাতে বইয়ের বিভিন্ন সময়ের খবর সেই পেজ-এ শেয়ার করা যেতে পারে।



সব শেষে একটি অনুরোধ বা পরামর্শ যাই বলুন না কেন, টাকা আর লেখা থাকলেই বই প্রকাশ করা উচিত নয়। লেখাটি বই হিসেবে প্রকাশের যোগ্য কি না তা ভালো ভাবে ভেবে দেখুন। মনে রাখবেন আপনার বইটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে তার গুণগতমান নিশ্চিত করুন ।



কষ্ট করে লেখাটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ ।

বানান সংক্রান্ত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরে দিলে কৃতার্থ থাকবো ।

সবাই ভালো থাকুন।



বিশেষ কৃতজ্ঞতা:

অপরেশ ব্যানার্জি, পরিচালক, বাংলা একাডেমি

ফরিদ আহমেদ, স্বত্তাধিকারী, সময় প্রকাশণ

এ.বি.এম. হেলাল, স্বত্তাধকিারী, রাচী গ্রন্থ নিকেতন

============

বই প্রকাশে খরচ এবং অন্যান্য পরামর্শ জানতে "বই প্রকাশ" Click This Link নামের পোস্টটি পড়া যেতে পারে।



এছাড়া ২০১৪ এর ফেব্রুয়ারির জাতীয় গ্রন্থ মেলায় প্রকাশিত ব্লগারদের বই সম্পর্কে জানতে দেখুন Click This Link

============

বই নিয়ে আমার অন্যান্য লেখা পড়তে "আশা জাগানিয়া" ব্লগস্পটে স্বাগতম

মন্তব্য ৯১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

অাবার কি স্টিকি পোস্ট তৈরি করার জন্য রেডি হচ্ছেন?

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

আমিতো পোস্ট স্টিকির চিন্তা করে কখনো পোস্ট করি না । :|

বই সংক্রান্ত পোস্ট নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে।
বই সংক্রান্ত পোস্ট নিয়মিতই করতে ইচ্ছে করে। এই যে এসে, মন্তব্য করে অনুপ্রাণিত করে যাচ্ছেন এতে লেখার আগ্রহ অনেকগুণ বেড়ে যায়। কৃতজ্ঞ হয়ে যাই আমার প্রিয় সামহোয়্যারইনের সহব্লগারদের প্রতি।
দোয়া করবেন যেন সামনে আরো বই সংক্রান্ত পোস্ট করতে পারি ।
একবারতো ভাবছিলাম বই পোস্টগুলোর নিয়মিত সংকলন করে ব্লগে বই নিয়ে লিখিয়ে ব্লগারদের আগ্রহ জাগাই। সময় পেলে তেমন করতাম নিশ্চিত।

প্রথম মন্তব্যকারী হিসেবে বিশেষ ধন্যবাদ গ্রহণ করুন।
অনেক শুভকামনা রইল, সুমন।।

২| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৬

মামুন রশিদ বলেছেন: নতুন বইয়ের গন্ধ এসে যেন নাকে লাগলো । বুঝলাম অমর একুশে বইমেলা আসার আর বেশি বাকি নাই । শুভকামনা থাকলো প্রতিটা ব্লগার লেখকের প্রতি, যারা বই প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন । গতবারের মত এবারও সব ব্লগারের বই কেনার ইচ্ছে মনে পুষে রাখলাম । সেই সাথে পনি'পু কে ধন্যবাদ চমৎকার দরকারি এই পোস্টের জন্য ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আসলেই বইমেলার আর বেশি দেরী নেই।
কোন কোন প্রকাশক বইমেলা উপলক্ষ্যে তাদের প্রকাশনার কাজ গুছিয়ে নিয়েছেন এর মধ্যেই ।

আমিও আশা করি সহব্লগারদের অনেক বেশি বইই কিনতে পারবো বইমেলা থেকে।

অনুপ্রেরণা দেয়ার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ, মামুন ।
ভালো থাকুন সদাসর্বদা ।।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

ঢাকাবাসী বলেছেন: বেশ কাজের পোস্ট, ভাল লেগেছে সাথে সাথে একটা বই প্রকাশ ট্রকাশ করা যায় কিনা ভাবতে হচ্ছে। ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

ভাবনা চূড়ান্ত করে ফেলুন আমরা আপনার কাছ থেকে চমৎকার একটি বই উপহার পাই ।

অনেক শুভকামনা রইল, ঢাকাবাসী ।।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: অামি কিন্তু প্রিয়তে নিয়েছে কারণ পরে অামার বা কারোর দরকার হতে পারে।

অাপনি ভুল বুঝেছেন, অামি ভাবলাম বই নিয়ে অাবার একটি চমৎকার পোস্ট তৈরি করছেন, বুঝি!!! ;) ;)

ব্লগে দেখি না যে !!!!!

ভালো থাকুন সর্বদা।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
কারো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।।

ব্যক্তিগত আর পেশাগত ব্যস্ততায় ব্লগে সময় দেয়ার পরিমান কিছুটা কমে গেছে, তবে আমি কিন্তু ব্লগ অফলাইনে প্রতিদিন একবার হলেও দেখি এবং প্রায়ই লগইন হয়ে চোখের সামনে আসা পোস্টগুলোতে কমেন্টও করি।

আর প্রতিমাসে একটা হলেও পোস্ট করার চেষ্টা করি । :)

আপনিও অনেক ভালো থাকুন ।।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

সোহেল মাহমুদ বলেছেন: প্রিয়তে রাখলাম অসাধারণ দরকারি এ পোস্টটি।

ধন্যবাদ আপু ভাল থাকবেণ।

৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ ।

পোস্টটি আপনার বা আপনার পরিচিত কারো কাজে আসলে কৃতার্থ হবো ।

আপনিও অনেক ভালো থাকুন।
শুভেচ্ছা সতত ।।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

আবু শাকিল বলেছেন: নিঃসন্দেহে উপকারী পোষ্ট ।

যারা বই প্রকাশ করতে চান অথবা চাচ্ছেন।

প্রিয়তে রেখে দিলাম আপু ।

যারা বই প্রকাশে আগ্রহ দেখাবেন তাদেরকে শোকেস থেকে বের করে দিব :)

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

পোস্টটি কারো কোন উপকারে আসলে পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

অনেক ভালো থাকুন শাকিল।
শুভেচ্ছা রইল ।।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

সকাল রয় বলেছেন:

প্রতিটি লেখকরই বই প্রকাশের প্রয়োজনীয়তা রয়েছে। সেটা নিজের টাকা আর শ্রম দিয়েই হোক। কেননা প্রত্যেক সৃষ্টির একটা লিপিবদ্ধতার প্রয়োজন থাকে না হলে কালে গর্ভে সেগুলো হারিয়ে যায়।

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

একজন প্রথিতযথা লেখকের সাথে গত সপ্তাহে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি বললেন তার লেখা সহ আরো বেশ ক'জন সুপরিচিত লেখকের কথা যাদের প্রথম বইটি নিজের টাকায় প্রকাশ হয়েছিল ।

কাজেই টাকা কে দিল সেটি বড় কথা নয়। সৃষ্টি বেঁচে থাকলো, সেটিই বড় কথা ।

ঠিকই বলেছেন সঠিক সংরক্ষণের অভাবে অনেককিছুই কালের গর্ভে হারিয়ে যায় ।

আপনার বই পড়বো শিশগগীরই...সেই আশায় রইলাম ।
অনেক শুভকামনা রইল, সকাল ।।

৮| ৩০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

সকাল রয় বলেছেন:

আপনার জন্য একটা লেখা
বই আলোচনাঃ ও অদৃশ্যতা হে অনিশ্চিতি -মে ঘ অ দি তি

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

সামনের লগিনেই আপনার বই আলোচনা পড়ার আশা রাখি।
লিংকটি শেয়ার করার জন্যে কৃতজ্ঞতা জানাই ।।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৪

ডি মুন বলেছেন: +++++++++++++

দরকারী পোস্ট

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ মুন ।
অনেক ভালো থাকুন, সবসময় ।।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: দরকারি তথ্য আপনার কিন্তু প্রকাশক হিসাবে আত্তপ্রকাশ হইলে আরও ভাল হইত ।
এ বছর বইমেলায় আমার কবিতার সংকলন বের হবে । ভাল থাকেন সবসময় আপু ।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ, পরিবেশ বন্ধু।
প্রকাশক হওয়ার মতো যথেষ্ট পরিমানে জ্ঞান এখনও অর্জন করতে পারিনি। আপনাদের দোয়া থাকলে হয়েও যেতে পারি।

আপনার নতুন বইয়ের জন্যে অনেক শুভকামনা থাকল ।

ভালো থাকুন সর্বদা ।

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩২

নস্টালজিক বলেছেন: খুব দরকারী তথ্য নবীন লেখকদের জন্য যারা বই প্রকাশের কথা ভাবছেন।

শুভেচ্ছা পনি।



কেমন আছেন?

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০২

আরজু পনি বলেছেন:

অনুপ্রেরণা দেয়ায় অনেক ধন্যবাদ, প্রিয় নস্টালজিক।

আছি আরহামদুলিল্লাহ ভালো ।

আশা করি আপনারাও দারুন আছেন ।
অনেক অনেক ভালো থাকুন ।।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৬

মামুন ইসলাম বলেছেন: +++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মামুন ।

ভালো থাকুন সর্বদা ।।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৪

নাসরিন চৌধুরী বলেছেন: অনেক কিছু জানলাম যা ভবিষ্যতে কাজে লাগবে। ধন্যবাদ আপু পোষ্টটির জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৬

আরজু পনি বলেছেন:

আপনাকেও অনেক ধন্যবাদ, নাসরিন।

ভালো থাকুন সবসময়।।

১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৬

মৃদুল শ্রাবন বলেছেন: বই মেলাকে সামনে রেখে খুবই কাজের একটা পোষ্ট আপু।

এ বিষয়ে আপনার আগের পোষ্টগুলিও পড়েছি।

ভালো থাকুন সবসময়।

০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

আরজু পনি বলেছেন:

কারো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

পাশে থেকে অনুপ্রেরণা দেয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ, মৃদুল ।
আপনিও ভালো থাকুন।।

১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৮

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সময়োপযোগী একটা লেখা সবার সাথে শেয়ার করার জন্য। অমর একুশে বইমেলাকে সামনে রেখে যারা প্রস্তুতি নিচ্ছে তারা উপকৃত হবেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ জানাই, সুফিয়া ।
ভালো থাকুন সর্বদা ।।

১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

মুহিব জিহাদ বলেছেন: বইমেলার কথা মনেহলেই আনন্দ আনন্দ লাগে :)
চমৎকার পোস্ট ++++

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন, একটা উৎসবের আমেজ পাওয়া যায় ।

ভালো লেগেছে জেনে আনন্দতি হলাম ।

শুভকামনা রইল ।।

১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

শেরজা তপন বলেছেন: ভাল লাগল-কাজের পোস্ট

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লাগায় কৃতার্থ হলাম, শেরজা।
অনেক ভালো থাকুন ।।

১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার পোস্ট । ৫ম ভালোলাগা +

এই বিষয়ক আপনার আগের আরও একটা পোস্ট আমার প্রিয়তে আছে । এটাও বুক মার্ক করে রাখলাম । কে না চায় নিজের লেখাগুলো , সে যেমনই হোক , একটা মলাটের ভিতরে !

ভালো থাকবেন :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আগের পোস্টটা মূলত খরচাপাতির। এই পোস্টটা চেষ্টা করেছি আদ্যোপান্ত জানাতে ।

পাঠে অনেক ধন্যবাদ, অপূর্ণ।

আপনিও ভালো থাকবেন ।।

১৯| ০১ লা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বইমেলা হাতার নাগালেই । তার আগেই এমন একটা পোস্ট নিশ্চিৎভাবেই অনেককে বই প্রকাশের ব্যাপারে উৎসাহিত কিংবা সাহায্য করবে ।

ভালোলাগা রইলো । :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

আরজু পনি বলেছেন:

কারো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

ভালো লাগায় কৃতার্থ হলাম ।

শুভকামনা রইল আপনার জন্যে ।।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দরকারী পোস্ট। ভালো লাগলো।



শুভ নববর্ষ।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।

নববর্ষ সম্ভবত অগ্রিম দিলেন।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।।

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




উদীয়মান লেখকদের মনে জাগালেন ‌'প্রকাশিত গ্রন্থ' লেখক হবার আশা। আপনার নিক নেমটিও আশাপূর্ণা হলে কী আর ক্ষতি হতো!
অনেকেরই আত্মবিশ্বাস বেড়ে যাবে, নিশ্চিত!


আমি প্রকাশিত 'ব্লগ পোস্ট' এর লেখক হতে চাই....
অথচ এখনও ১০০ করতে পারি নি, নিদেনপক্ষে ১০০০ তো হওয়া চাই!
তাই আমার জন্য দোয়া করবেন, আরজুপনি...


বই প্রকাশনা নিয়ে আদ্যোপান্ত পথ দেখিয়ে চমৎকার এই পোস্টটির জন্য আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন... :)

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫

আরজু পনি বলেছেন:

হাহা

আমিতো আশা জাগানিয়াই।

যখন অন্য কারো শত/পাঁচশ বা হাজার পোস্টের উপলক্ষ্যে পোস্ট দেয় তখন ভাবি আমি কি ততোদিন টিকে থাকবো? বেঁচে থাকবো?

আপনার জন্যে অবশ্যই দোয়া রইল...ফিআমানিল্লাহ ।

হাজারতম পোস্টের উৎসব করুন শিগগরিই ।।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

তুষার কাব্য বলেছেন: উপকারী পোষ্ট ।এই বিষয়ক আপনার আগের আরও একটা পোস্ট আমার প্রিয়তে আছে । :D

ভালো থাকবেন ...

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭

আরজু পনি বলেছেন:

কারো উপকারে আসলে ভালো লাগবে ।
প্রিয়তে রেখে সম্মানিত করায় কৃতজ্ঞতা ।

আপনিও অনেক ভালো থাকুন ।।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৫

এনামুল রেজা বলেছেন: বই প্রকাশের ব্যাপারে অনেক দরকারি আলোচনা করার জন্য ধন্যবাদ..

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫০

আরজু পনি বলেছেন:

পাঠে আপনাকেও অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন সবসময় ।

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

জুন বলেছেন: বই প্রকাশ না করলেও সহজ সরল ভাবে পদ্ধতিটা জানানোর জন্য ধন্যবাদ থাকলো পনি ।
প্রিয়তে +

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন:

ভ্রমণ নিয়ে আপনার কোন বই করলে কিন্তু দারুন হবে ।

অবশ্য আপনার গল্পগুলোও দারুন হয়...

প্লাস এবং প্রিয়তে নেয়ার জন্যে কৃতজ্ঞতা ।

অনেক ভালো থাকুন প্রিয় ব্লগার ।।

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩০

অন্তরন্তর বলেছেন:

বরাবরের মতই একটি আরজুপনিয় প্রকাশনা। ভাল লাগা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

দারুন অনুপ্রেরণাদায়ী মন্তব্য।
ভালো লাগায় কৃতার্থ হলাম ।

অনেক ভালো থাকুন ।।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১

কলমের কালি শেষ বলেছেন: উপরে গুনীজনেরা যা বলার বলে দিয়েছেন । আমি এখন পোষ্টটি চুরি করার জন্য সিঁদ কেটেছি । আপনি যখন আমার মন্তব্যটি দেখবেন তখন অলরেড়ী আপনার পোষ্টটি আমার আলমিরাতে চলে যাবে !!... ;) ;) :P

লেখক হওয়া অনেক সাধনার ব্যাপার তাই বিষয়টা আপাতত অরাধ্যের খাতায় রেখে দিলাম । :| :|

১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

আরজু পনি বলেছেন:

হাহা
মজার মন্তব্যে ভালো লাগা রইল ।

অনেক ভালো থাকুন আর অনেক রিখতে থাকুন।
শুভকামনা রইল ।।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৯

লিরিকস বলেছেন: আমি বই প্রকাশ করব না :) :)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৬

আরজু পনি বলেছেন:

আচ্ছা আপনি সিডি বের করলেই হবে । :D

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

এস.কে নূরমোহাম্মদ বলেছেন: প্রিয় হয়ে গেল... :)

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ নূরমোহাম্মদ।
অনেক ভালো থাকুন ।।

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১২

বৃতি বলেছেন: ইন্সপিরেশনের জন্য এই চমৎকার লেখাটা প্রিয়তে নিলাম আরজু আপু। ধন্যবাদ আর শুভেচ্ছা জেনো :)

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১০

আরজু পনি বলেছেন:

পাঠে অনেক ধন্যবাদ বৃতি।

প্রিয়তে রাখার জন্যে কৃতজ্ঞতা জানাই।
লেখায় আপনাদের অনুপ্রেরণা পাই বলেই এই চালিয়ে যাওয়া...
অনেক ভালো থাকুন ।।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

ঘুমন্ত আমি বলেছেন: অসাধারণ পোষ্ট! এর চেয়ে বেশি কিছু বলার নাই! তবে একটা আবদার আছে এই বার বইমেলায় আপনার বই বের হবে কিনা জানিনা! যদি বের হয় আমি আপনার অটোগ্রাফ সহ একটা বই কিনতে চাই! আমাকে জানাবেন কিন্তু! ভালো থাকুন আপামনি! উত্তর উত্তর আপনার উন্নতি সাধন হোক!

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩১

আরজু পনি বলেছেন:

ঘুমন্ত...আপনাকে আমার ব্লগে দেখে যে আমি কতোটা খুশি হয়েছি...!

আপনার উপস্থিতি আমার জন্যে সেই প্রথম থেকেই অনুপ্রেরণার।

এবার নতুন সংস্করনের ইচ্ছে ছিল, চাকুরীতে দায়িত্বের চাপে গুছিয়ে উঠতে পারিনি ।

প্রথম বই যখন প্রকাশ হয়েছিল তখন বই প্রকাশের কিছুই জানতাম না...শুধু লিখেছি আর লাইব্রেরি ওয়ার্ক করেছি... এখন একটু আধটু কিছু জেনেই হয়েছে বিপদ...দোয়া করবেন যেন সামনে শিগগীরই নতুন বই না হোক অন্তত পুরানো বইয়েরই নতুন একটা সংস্করণ আনতে পারি ।

অনেক ভালো থাকুন...সবসময় ।।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সব শেষে একটি অনুরোধ বা পরামর্শ যাই বলুন না কেন, টাকা আর লেখা থাকলেই বই প্রকাশ করা উচিত নয়। লেখাটি বই হিসেবে প্রকাশের যোগ্য কি না তা ভালো ভাবে ভেবে দেখুন। মনে রাখবেন আপনার বইটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে তার গুণগতমান নিশ্চিত করুন ।

এটাই হল আসল কথা...ধন্যবাদ...

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৬

আরজু পনি বলেছেন:

দারুন একটা কথা কোট করেছেন...এটা আসলেই খুব সত্যি কথা ।

অনেকদিন পর আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো ।

অনেক ভালো থাকুন ।।

৩২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম। অসাধারন আপনার এই সংক্রান্ত পোষ্ট গুলা।

ভালো থাকবেন। অজস্র শুভকামনা আপু।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:

পাঠে এবং প্রিয়তে রাখার জন্যে অনেক ধন্যবাদ, তনিমা।

আপনিও অনেক ভালো থাকুন।।

৩৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

কালীদাস বলেছেন: আছেন কেমন? ম্যারি ক্রিসমাস :)

ল্যামবার্ট নামে এক ভুয়া পাবলিশার আছে, যাই পাঠাবেন বই বানিয়ে ফেলে। আমার পরিচিত এক টিচার ক্লাস লেকচার পাঠিয়েছিল, সেটাও বই হয়ে গিয়েছিল :)

বই বের করা একটা কমন ঘটনা হয়ে গেছে ইদানিং :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

ভালো আছি, আলহামদুলিল্লাহ ।
আপনাকেও শুভেচ্ছা ।

আপনাকে দেখে খুব ভালো লাগছে। দেশে শীত কেমন লাগছে ? ;)

হাহাহাহাহাহা
ভালোই তো...আপনার টিচারের ক্লাস লেকচারও অনেক দরকারী...বই প্রকাশ করেতো কাজের কাজ করেছে।

হ্যাঁ, বই প্রকাশ করা কমন ঘটনা হয়ে গেছে এটা খুব সত্যি তাই শেষে বলে দিয়েছি বই প্রকাশের আগে ভেবে চিন্তে বই প্রকাশ করতে ।

অনেক ভালো থাকুন শীতে আর উষ্ণতায় ।।

৩৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭

হামিদ আহসান বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, হামিদ।
ভালো থাকুন আর লিখতে থাকুন আমাদের জন্যে ।।

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

বিদ্রোহী বাঙালি বলেছেন: যারা বই প্রকাশ করতে চান, নিঃসন্দেহে তাদের জন্য খুবই দরকারি পোস্ট। প্রকাশকের সাথে সাথে লেখক নিজেও যদি বই প্রকাশের আদ্যোপান্ত জানেন, তখন বই প্রকাশের সময় কাজে গতিশীলতা যেমন আসে, তেমনি স্বচ্ছতা নিশ্চিত হয়। অনেক ধন্যবাদ আরজুপনি। আমিও পোস্টটি প্রিয়তে রেখে দিলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, বিদ্রোহী বাঙালী।

কখনো কাজে লাগলে ভালো লাগবে ।

অনেক শুভকামনা রইল ।।

৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

জেরিফ বলেছেন: আল্লাহ তৌফিক দান করূণ (আমিন)

ভালো আছেন আপু ?

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, জেরিফ।

আলহামদুলিল্লাহ ভালো আছি।
আশা করি আপনিও ভালো আছেন।।

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৯

পরিবেশ বন্ধু বলেছেন:

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন:

অনেক শুভকামনা রইল, বন্ধু ।।

৩৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

দৃষ্টিসীমানা বলেছেন: উপকারি পোস্ট ।প্রিয়তে নিয়ে নিলাম । ভাল থাকুন সব সময় ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

আপনার বই পেলে ভালো লাগবে ।

অনেক শুভকামনা রইল, দৃষ্টিসীমানা ।

খুব ভালোথাকুন ।

নতুন বছরের শুভেচ্ছা রইল ।।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৩

তাহসিনুল ইসলাম বলেছেন: খুবই দরকারি একটা পোস্ট। অনেকেরই কাজে আসবে। প্রকাশনার ব্যাপারটা অনেকের কাছেই অস্পষ্ট।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

আপনার বইতো প্রকাশিত হয়েছে...অভিনন্দন রইল ।

সামনে আরো প্রকাশিত হলে জানাবেন আশা করি।

পাঠে অনেক ধন্যবাদ ।

ভালো থাকুন সবসময় ।।

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

নাহিদ হাকিম বলেছেন: অনেক অনেক ভালোবাসা । দারুণ পোস্ট। আশা করি সবার কাজে আসবে।।।।।

১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

আরজু পনি বলেছেন:

কারো ন্যুনতম কাজে আসলেও পোস্ট লেখা সার্থক ।

পাঠে অনেক অনেক ধন্যবাদ, নাহিদ হাকিম।

ভালো থাকুন নিরন্তর ।।

৪১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন সবসময়।।

৪২| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৫

মনু+অ বলেছেন: সুকরিয়া আদায় করার ভাষা হাড়িয়ে ফেলেছি ।এই ধরনের কিছু খুজছিলাম ।

০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

আরজু পনি বলেছেন:
ওহ স্যরি, বেটা ভার্সনে এখনও অভ্যস্ত হয়ে উঠিনি।
তাই মন্তব্য করার পর দেখি আলাদা বক্সে করে ফেলেছি।
শুভকামনা রইল।

৪৩| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ রইল, মনু+অ।

কোন কাজে লাগে কৃতার্থ হবো।

শুভকামনা রইল।

৪৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ পোস্ট।নবীন লেখকদের কাজে আসবে।প্রিয়তে রাখলাম আপুনি।ভালো থাকুন সবসময়...

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, রুদ্র।
কাজে আসলে পোস্ট দেয়া সার্থক মনে করবো ।
ভালো থাকুন ।

৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বাচ্চা বয়সে প্রথম কবিতার বই প্রকাশ করেছিলাম (একাদশ শ্রেণিতে পড়ার সময়), ওটাতে অনেক ভুল-ত্রুটি হয়েছিলো । পরবর্তীতে '১৩ সালে ঐ বইটা অাবার সংশোধিত অাকারে প্রকাশ করি "অাশা" নামে, অারো একটা বই প্রকাশ করেছিলাম 'জলছবি' নামে ওই একই সময়ে । বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনালের জন্য অনেক ফর্মালিটিজ বাদ পড়ে যায় । বইটা তেমন প্রচার পায়নি । অবশ্য বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহে কিছু বই বিক্রি করেছিলাম । সর্বোপরি অামার বই প্রকাশের ইতিহাস (দুটো) সুখের না!

অাপনার পোস্টটা পড়লাম । প্রয়োজনীয় একটা পোস্ট । ভাবছি ভবিষ্যতে কোন বই করলে পনি অাপু অাপনার সহযোগিতা নেবো (যদি করেন । অবশ্য '১৭ সালের অাগে বই প্রকাশ করার ইচ্ছে নেই । সাধ মিটেছে)!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:

আমার তো সাধ মিটেনা !
খালি বই প্রকাশ করতে ইচ্ছে করে !

অথচ গত সারে চার বছরে বইয়ের নতুন সংস্করণের কোন কাজই করিনি ...

আচ্ছা কখনো আবার সাধ জাগলে জানাবেন...আশা করি পাশেই পাবেন (সাধ্যমতো)
অনেক শুভকামনা রইল ।

৪৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যত লিঙ্ক দিয়েছেন সব শুদ্ধ সকাল থেকে পড়ছি , অনেক কিছু জানলাম ।
কখনো সাহসটা যদি সীমা ছাড়িয়ে যায় , তখন কাজে লাগতে পারে =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

আরজু পনি বলেছেন:

আপনার গুনিজন সিরিজটা কিন্তু অসাধারণ হতে পারে বই হিসেবে ।

সাহস সীমা ছাড়াক...অনেক শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.