নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বানান সতর্কতা : সচেতনতা চলুক বছরব্যাপী

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৭



'কোন বিষয় সম্পর্কে ভালোভাবে অবহিত হতে চাইলে তা নিয়ে বই লেখা শুরু করাই ভালো' বেঞ্জামিন ডিজরেইলির এই কথাটা আমার অনেক পছন্দের । আর এই কথার সূত্র ধরেই নিজের ভাষার বানান সম্পর্কে ব্লগ লেখা শুরু করেছি। কারণ একটাই আমার বানান ভুল হয় অনেক বেশি। এর আগেও দুটো পোস্ট দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। এতে কারো উপকারে আসলে কৃতজ্ঞ হবো ।



অনলাইনে অনেক ভুল বানানের প্রচলন ঠেকাতেও এই আয়োজন কাজে আসবে বলে মনে করি। কেননা একই শব্দের ভুল বানান বেশি চালু হয়ে গেলে যারা অনলাইন থেকেই বানানে বেশি সাহায্য নিয়ে থাকেন তারা ভুল বানানটাকেই ঠিক বলে মনে করবেন।



কাজটি করছি নিজের ডায়েরিতে লেখার মতো করে। তাই কখন কোন শব্দের বানান জানতে আগ্রহী হলাম সেই তারিখ এবং সময় ক্রমানুসারে এখানে উল্লেখ করলাম।



২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

------------------------------------------

বিলাশিতা না হয়ে বিলাসিতা হবে।পৃ: ৮৮৫





২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

------------------------------------------

রিভীউ না হয়ে রিভিউ হবে। (বিদেশী)



২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৩

------------------------------------------

আগ্রহউদ্দীপক না হয়ে আগ্রহোদ্দীপক হবে।



আগ্রহ+উদ্দীপক (অকার+উকার=ও-কার। কাজেই হ+উ মিলে হো



২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

------------------------------------------

১. প্রাতীচ্য না হয়ে প্রতীচ্য হবে। প্রতীচ্য অর্থ হলো পাশ্চাত্য, পশ্চিম দিকের দেশ সংক্রান্ত।

পৃ: ৭৮৩

২. পর্তুগীজ না হয়ে পর্তুগিজ হবে । (বিদেশী)



২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

------------------------------------------

১. অস্বস্থিকর না হয়ে অস্বস্তিকর হবে। যার অর্থ মনের অশান্তি, অস্বাচ্ছন্দ্য, দৈহিক অচ্ছন্দতা

২. দুঃশ্চিন্তা না হয়ে দুশ্চিন্তা হবে। যার অর্থ দুর্ভাবনা, অশুভচিন্তা, কুচিন্তা, উৎকণ্ঠা (উৎকণ+ঠা) পৃ: ৬১৬

৩. প্রাইমারী হবে না, প্রাইমারি হবে। (বিদেশী)

৪. সেকেন্ডারী হবে না, সেকেন্ডারি হবে । (বিদেশী)

৫. বিষন্নতা (বিষন+নতা) হবে না, বিষণ্নতা (বিষণ+নতা) হবে। পৃ: ৮৮৭

৬. বিভৎস্য হবে না, বীভৎস হবে। পৃ: ৮৯১

৭. ভয়ংকর এই শব্দটি বানানের দিক থেকে ভয়ঙ্কর এবং ভয়ংকর দুটোই দেয়া আছে পৃ: ৯১৮ (তবে শব্দের মধ্যে ক বর্গীয় বর্ণের সাথে ং এর বদলে ঙ সংযুক্ত হয়। আশা করি এব্যাপারে পরবর্তীতে জেনে আরো জানাতে পারবো।)

৮. ব্যাথা না হয়ে ব্যথা হবে। পৃ: ৯০৮

৯. মেমোরী না হয়ে মেমরি হবে ।

১০. সম্ভবনা হবে না, সম্ভাবনা হবে । পৃ: ১১২৮

১১. নিরবিচ্ছিন্নতা হবে না, নিরবচ্ছিন্নতা হবে। পৃ: ৬৮৯



২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

------------------------------------------

১. বাহীনি না হয়ে বাহিনী হবে। পৃ: ৮৬৪



২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

------------------------------------------

১. আমার ভাই এর রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি। আমি কী ভুলিতে পারি?

এখানে কী এর বদলে কি হবে। কেননা কি দিয়ে "হ্যাঁ" অথবা "না" জবাব হবে ।



২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

------------------------------------------

১. সুস্থ্যতা না হয়ে, সুস্থতা হবে।



২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫২

------------------------------------------

১. মৃত্যুদন্ড (ন+ড) না হয়ে মৃত্যুদণ্ড (ণ+ড)

২. second সেকেন্ড (ন+ড),

৩. secondary সেকেন্ডারি (ন+ড) (বিদেশী)



২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

------------------------------------------

১. ধারনা না হয়ে ধারণা হবে। পৃ: ৪৩৭



২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

------------------------------------------

১. বাংলা একাডেমী না হয়ে বাংলা একাডেমি হবে ।

২. হুমায়ুন আহমেদ না হয়ে হুমায়ূন আহমেদ হবে।

৩. গন মানুষ না হয়ে গণ মানুষ হবে। পৃ: ৩৩৯

৪. কারন না হয়ে কারণ হবে। পৃ: ২৫৪-২৫৫





২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪২

------------------------------------------

১. সমীকরন না হয়ে সমীকরণ হবে। পৃ: ১১২৪



২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

------------------------------------------

প্রতারনার স্বীকার না হয়ে প্রতারণার শিকার হবে।

১. প্রতারনা না হয়ে প্রতারণা হবে। পৃ: ৭৭৯

২. স্বীকার (মেনে নেয়া) না হয়ে শিকার (আক্রান্ত) হবে। পৃ: ১০৭৯



২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

------------------------------------------

১. ইংরেজী না হয়ে ইংরেজি হবে। (বিদেশী)



২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪

------------------------------------------

১. শরীক না হয়ে, শরিক হবে [আরবি شريك]



২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

------------------------------------------

১. নির্বান হবে না, নির্বাণ হবে। পৃ: ৬৯৪



২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৩

------------------------------------------

১. দুঃশ্চিন্তা না হয়ে দুশ্চিন্তা হবে।



২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

------------------------------------------

১. আল্পণা না হয়ে আলপনা পৃ: ১২৫



২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

------------------------------------------

১. দুর-অবস্থা না হয়ে দুরবস্থা হবে। পৃ: ৬১২

কারন না হয়ে কারণ হবে।



১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২০

------------------------------------------

১. খন্ড না হয়ে খণ্ড হবে। পৃ: ৩০৭



১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

------------------------------------------

১. শহীদ না হয়ে শহিদ হবে। শহিদ শব্দটি আরবি (বিদেশী) ভাষা থেকে আগত। যেসব শব্দে হ্রস্বইকার এবং দীর্ঘঈকার দুই বানানেরই প্রচলন আছে সেসব শব্দে হ্রস্বইকারকে বেছে নিতে পরামর্শ দেয়া হয়েছে।



২. মূর্তী না হয়ে মূর্তি হবে।



০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

------------------------------------------

১. চীজ হবে না, চিজ হবে [cheese]

২. বেশিক্ষন হবে না, বেশিক্ষণ হবে [ক্ষণ]

৩. তৈরী হবে না, তৈরি হবে

৪. মিশ্রন হবে না, মিশ্রণ হবে

৫. কস্ট হবে না, কষ্ট হবে



বি.দ্র: এখানে উল্লেখ করা ভুল বানানগুলো ব্লগ থেকে পাওয়া। আমরা অন্যের ভুল বানানগুলো শুধরে দিতে গিয়ে যেন অন্যকে অসম্মান করে না বসি সেদিকে খেয়াল রাখা উচিত।



ফেব্রুয়ারি মাসে বানান নিয়ে আমার চোখে পড়া একাধিক পোস্ট

১. জুলিয়ান সিদ্দিকীর What, Any আর Angle অর্থে বাংলায় কী লিখছেন?

Click This Link



২. সুফিয়ার বাংলা বর্ণমালার কয়েকটি যুক্তবর্ণ এবং তাদের বিশেষ চরিত্রাভিধান Click This Link



৩. আকরাম হোসেন(ইলুসিব ইলুশান) এর পোস্ট যত অবজ্ঞা আর অবহেলা বাংলা বানানে! Click This Link



কৃতজ্ঞতা : যে দু'জন মানুষকে আমি রীতিমতো ট্যাগ করে বানান নিয়ে আমার কৌতুহল মিটাই এবং তাঁরা হাসি মুখে ট্যাগের যন্ত্রণা সহ্য করে আমায় সহযোগিতা করেন তাঁরা হলেন প্রিয় ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং প্রিয় ব্লগার জুলিয়ান সিদ্দিকী । আরও একজন নিজে থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি হলেন ব্লগার আখতারুজ্জামান আজাদ। কৃতজ্ঞ এই মানুষগুলোর কাছে।

"রীতিমতো" বানানটির জন্যে ছন্দামনি (ব্লগার শহুরে কাউয়া) কাছে কৃতজ্ঞ।



প্রিয় ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাই এর মতে, "সাহিত্যের জন্য শুদ্ধ বানানে লিখতে পারাও লেখকের কৃতিত্বের একটা মানদণ্ড বটে। বানানে অবহেলা নিয়ে কেউ ভালো সাহিত্য সৃষ্টি করতে পারেন না ।" ভালো সাহিত্য লেখক ব্লগে অনেকেই আছেন। যাদের পোস্ট থেকে কোন ব্লগার বা পাঠক ভুল বানান পাবেন না। তাদের অনেকের মধ্যে আজ দু'জনের নাম উল্লেখ করছি। যাদের একজন পোস্টতো বটেই মন্তব্য এবং জবাবেও বানানে থাকেন যথেষ্ট যত্নবান। তিনি ব্লগার ইসহাক খান এবং আরেকজন জনপ্রিয় গল্প লেখক ব্লগার হাসান মাহবুব

পরবর্তীতে যদি এই কাজ অব্যাহত রাখতে পারি তবে অন্যদের নামও আসবে পর্যায়ক্রমে।



সহব্লগারদের কাছে অনুরোধ: আপনার পোস্ট ব্লগে প্রকাশ হওয়ার আগে যেমন শব্দের বানান একাধিকবার দেখে নিতে পারেন তেমনি পোস্ট প্রকাশ করার পরও পোস্টের শিরোনাম এবং মূল অংশে বানান ঠিক আছে কি না, সুযোগ পেলেই দেখে নিন। যেহেতু আমার অনেক বানান ভুল হয় তাই আমি নিজেও এই কাজটি করবো ।



ব্লগ কর্তৃপক্ষ (এবং মডারেটর )এর কাছে অনুরোধ : পোস্ট একবার প্রকাশ করার পর এডিট করতে গেলে বার বার your post is not auto saved অপশনটা এসে হাজির হয়। যার কারণে পোস্ট এডিট করাটা কষ্টকর হয়ে উঠে। গুগল এর ব্লগস্পটে যেমন লিখতে থাকলে একটু পরপর অটোসেভ হয়ে যায় ব্লগেও তেমন থাকলে পোস্ট এডিট করা অনেক সহজ হয়ে উঠবে। আশা করি আপনারা এই বিষয়টার দিকে দৃষ্টি দিবেন।



তথ্যসূত্র:

১. বাংলা একাডেমী (একাডেমি) ব্যবহারিক বাংলা অভিধান, পঞ্চদশ পুনর্মুদ্রণ, ২০১২, মূল্য: ৪০০ টাকা হলেও কমিশনে ৩০০ টাকায় পা্ওয়া যাবে। (যে শব্দগুলোর পাশে পৃ. দেয়া আছে তার সবগুলো শব্দ এই অভিধান থেকে দেখে নেয়া হয়েছে)

২ . উইকিপিডিয়া থেকে প্রাপ্ত ঙ এবং ং সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম্ স্থানে অনুস্বার (ং) লেখা যাবে৷ যেমন: অহংকার, ভয়ংকর, সংগীত, শুভংকর, হৃদয়ংগম, সংঘটন৷

তবে অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, গঙ্গা, বঙ্গ, লঙ্ঘন, সঙ্গ, সঙ্গী, প্রভৃতি সন্ধিবদ্ধ নয় বলে ঙ স্থানে ং হবে না৷- প্রবেশের তারিখ ৩ মার্চ ২০১৫ এই অংশটির জন্যে সহব্লগার জাফরুল মবীনের কাছে কৃতজ্ঞতা।



৩. বাংলা একাডেমি বাংলা বানান অভিধানটি বাজারে সহজলভ্য নয়। এটি বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্র থেকে সংগ্রহ করা যেতে পারে।

৪. ছবি: ইন্টারনেট থেকে পাওয়া



একটি সংযুক্তি: বাংলা বানান যাচাইয়ের জন্যে এই সাইটটি দেখা যেতে পারে -প্রবেশের তারিখ ৩ মার্চ ২০১৫। কিছুক্ষণ আগেই এই সাইটির খোঁজ পেলাম। আশা করি শুদ্ধ বানান চর্চায় কাজে আসবে ।



প্রয়োজনবোধে পোস্ট আপডেট হতে পারে।

মন্তব্য ৮৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:১১

আরজু পনি বলেছেন:

পোস্ট প্রকাশে এবং এডিটে সমস্যা হচ্ছে খুব, এই নিয়ে তিনবার প্রকাশ করলাম :(

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:
বানান নিয়ে আগের পোস্ট দু'টি দেখতে-
♣বানান সতর্কতাঃ "হ্রস্ব ইকার এবং দীর্ঘ ঈকার"♣

♣মাতৃভাষা সংকট : বানান সতর্কতা♣


বাংলা একাডেমী (একাডেমি) ব্যবহারিক বাংলা অভিধান,পঞ্চদশ পুনর্মুদ্রণ, ২০১২, মূল্য: ৪০০ টাকা হলেও কমিশনে ৩০০ টাকায় পাওয়া যাবে।


বাংলা একাডেমী (একাডেমি) বাংলা বানান অভিধান, পরিবর্তিত ও পরিমার্জিত তৃতীয় সংস্করণ ফেব্রুয়ারি ২০০৮। মূল্য ৩০০ টাকা। কমিশনে ২৪০ বা ২২৫ টাকায় পাওয়া যেতে পারে । (কৃতজ্ঞতা: সোনাবীজ অথবা ধুলোবালিছাই)


বাংলা শব্দের উৎস-অভিধান, লেখক : ফরহাদ খান, প্রতীক প্রকাশন,প্রথম প্রকাশ ২০০০, মূল্য: ২০০ টাকা। (কৃতজ্ঞতা: Saif Mahmud Shawon)

পোস্ট এডিট করতে সমস্যা হচ্ছে তাই আপাতত মন্তব্যে আপডেট রাখলাম ।

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৩

আরজু পনি বলেছেন:

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ লিখন।

আগের পোস্টটাতে সমস্যা হচ্ছিল, তাই মুছে ফেলতে হলো ।
মুছে ফেলার আগে স্ক্রিন শটটা নিয়ে নিয়েছি ।

৩| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৫

আরজু পনি বলেছেন:

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৬

আরজু পনি বলেছেন:

আপনার মতো গুণীজন আমার এই পোস্টটি দেখে অনেকদিন পর লগইন করেছেন জেনে কৃতার্থবোধ করছি।

আমি নিজেও অনেক বানান ভুল করি। তবে ইদানিং অনেক বেশিই চেষ্টা করছি শুদ্ধ বানানে লিখতে। আর তার জন্যে অভিধানটি হাতের কাছেই রাখতে হয়।

অনেক কৃতজ্ঞতা রইল ।

৪| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২১

হাসান মাহবুব বলেছেন: আমি কিন্তু বানানে অতটা পটু না। তিথির কাছ থেকে হেল্প নিতে হয় অনেক। কিছু কিছু বানান খুব সমস্যা করে। যেমন,

নৃশংস
প্রশংসা
নির্দিষ্ট

ইত্যাদি।

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩০

আরজু পনি বলেছেন:

আপনার গল্পগুলো ভালো করে বুঝতে আমি অনেক সময় নিয়ে পড়ি। কোন বানান ভুল চোখে পড়ে না।


ব্লগারদের পোস্টে আপনার বানান ভুল ধরিয়ে দেয়ার আন্তরিকতা আমি খেয়াল করেছি, যা সত্যিই প্রশংসনীয় ।

সামহোয়্যারইন ব্লগের বিখ্যাত গল্পকারের বানান সতর্কতায় একজন নারী প্রত্যক্ষভাবে জড়িত জেনে খুব ভালো লাগছে।
কৃতজ্ঞতা জানাই তিথির কাছে ।

অনেক ভালো থাকুন আপনারা ।

৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৩৭

মনিরুল হাসান বলেছেন: ভালো পোস্ট। পোস্টের শুরুতেই বানান ভুল-
ধারাবাহিতায় = ধারাবাহিকতায়।

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৭

আরজু পনি বলেছেন:

অনেক কৃতজ্ঞতা জানাই ভুলটি ধরিয়ে দেবার জন্যে ।

ঠিক করে দিয়েছি।

আশা করি এভাবেই আপনাকে পাশে পাবো ।

আরো কোন ভুল চোখে পড়লে ঠিক করে দিব আশা করি ।

অনেক শুভকামনা রইল।।

৬| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৩

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ভাল

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, জিয়া উদ্দিন আহমেদ ।
শুভকামনা নিরন্তর ।

৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

নীল কথন বলেছেন: প্রিয়তে। চমৎকার কাজ।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, নীল কথন।
প্রিয়তে নিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা রইল ।

৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:০২

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার বানান অভিযান প্রশংসার দাবি রাখে।
আমিও এ ব্যাপারে সচেতন থাকতে চাই।


এভাবে দ্বীপ জ্বেলে,
আর পিছুটান ভুলে,
আলো ছড়িয়ে যাবেন সকল তিমিরে,এটাই কামনা।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:

এভাবে দীপ জ্বেলে,
আর পিছুটান ভুলে,
আলো ছড়িয়ে যাবেন সকল তিমিরে,এটাই কামনা।

...এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।

সবসময় পাশে থেকে অনুপ্রেরণা যোগাতে অনেক কৃতজ্ঞতা জানাই ।

৯| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার আয়োজন ।
বানানের ব্যাপারে আমি সতর্ক থাকার চেষ্টা করি , তার পরও কিছু ভুল থেকেই যায় । সেটা অনেকটা ফন্টের কারনে , অনেকটা স্বীয় অজ্ঞতায়।
আমাদের সকলেরই শুদ্ধ বানান লিখায় আন্তরিক হওয়া উচিৎ ।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

আপনার সতর্ক থাকার চেষ্টার এই অান্তরিকতাই ভাষাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারে ।

সবারই বানানে সচেতনতা এবং আন্তরিকতা জরুরী।

অনেক অনেক ধন্যবাদ, গিয়াসলিটন ।

১০| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রয়োজনীয় একটি পোস্ট। অনেক ধন্যবাদ আপু।
প্রিয়তে। +++

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, ...রাজপুত্র।

প্রিয়তে নিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা জানাই ।

শুভকামনা রইল ।

১১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৭

এনামুল রেজা বলেছেন: পোষ্ট প্রিয়তে নিলাম আপু।

আপনার এই কাজটা আমার তো বটেই, ব্লগে প্রায় সবার কম বেশি উপকারে আসবে নিশ্চিতভাবেই।

এ ব্যাপারে লিখতে থাকুন। শুভকামনা।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, এনামুল রেজা।

কারো কাজে আসলে কৃতার্থ হবো ।

প্রিয়তে নিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা জানাই ।
অনেক শুভকামনা রইল ।

১২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫০

বিদ্রোহী বাঙালি বলেছেন: বানান নিয়ে আমিও অনেক ঝামেলায় আছি। চেষ্টা করি শুদ্ধ বানানে লেখার জন্য কিন্তু হাতের কাছে কোন অভিধান না থাকায় অনেক সময়ই সন্দেহজনক বানানগুলো দেখে নিতে পারি না। তাই কেউ বানান বিষয়ক পোস্ট দিলে চেষ্টা করি সেগুলো ভালো মতো দেখে নিয়ে রপ্ত করতে। তারপরও যে ভুল হয় না তা কিন্তু নয়। তবে মাঝে মাঝে কিছু টাইপো হয়। চোখে পড়লে ঠিক করে নেই।
আপনার পোস্টের তুলে ধরা বানানগুলো সম্বন্ধে মোটামুটি অবগতই ছিলাম। কয়েকটায় কিছুটা সন্দেহ ছিল বটে। এখন সেটা দূর হয়ে গেলো।
অভ্রতে যারা লিখে থাকেন, তাদের বেশ কিছু বানান নিয়েই সমস্যায় পড়তে হয়। অনেক সময় জানা বানানও লেখা যায় না।
নিশ্চয়ই আপনার এই পোস্ট শুদ্ধ বানান চর্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আন্তরিকতা এবং ইচ্ছা না থাকলে পোস্ট প্রিয়তে তুলে রাখেলও কাজ হবে না।
ভুল বানানের কারণে অনেক সময় লেখা থেকে আমরা ভুল বার্তাও পেতে পারি। তাই বানানের প্রতি সকলেরই বাড়তি মনোযোগ দেয়া উচিৎ। শুদ্ধতার ছোঁয়ায় সব কিছুই কিন্তু পবিত্র হয়ে উঠে। পোস্ট অনেক ভালো লাগলো আরজুপনি। আপনার এই পোস্ট ধারাবাহিক ভাবে প্রকাশের ব্যবস্থা করতে পারেন।
সংযুক্তির লিংকটা কাজ করছে না।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:

পোস্ট এডিট করতে সমস্যা হচ্ছে, তাই মূল পোস্টে ঠিক করতে পাচ্ছি না।

http://banglabanan.nltr.org/index.htm

http://banglabanan.nltr.org
এই লিঙ্ক দু'টি কাজ করতে পারে ।


অভ্রতে যারা লিখে থাকেন, তাদের বেশ কিছু বানান নিয়েই সমস্যায় পড়তে হয়।...

আমার পরিচিত একজনকে জানি যিনি অভ্রতে লিখেন এবং তাঁর লেখায় একটা বানানও ভুল ধরতে পারি না।

আসলে সচেতনতা, আন্তরিকতার দরকার অনেক বেশি ।

ধারাবাহিকভাবে করবো কি না জানি না, অনেক কষ্টের কাজ, অভিধান দেখতে দেখতে আমার ফোবিয়া হয়ে যাচ্ছে...মনে হচ্ছে সবই ভুল বানানে লিখছি :(

তারপরও চেষ্টা করবো ...নিজের জন্যে হলেও ।

সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:
বাংলা বানান পরীক্ষক


বাংলা বানান পরীক্ষক

এই লিঙ্ক কাজ করতে পারে ।

১৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:০৬

জাহিদু৮০ বলেছেন: The author says:

Thanks a lot ... prince.

Crying was honored with a passion.

Thanks.

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

বাংলায় লিখতে সমস্যা হলে [email protected] এই ঠিকানায় মেইল করে আপনার সমস্যা জানাতে পারেন ।

ধন্যবাদ।

১৪| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:২২

কালের সময় বলেছেন: সামুতে যদি বানান ভুলের প্রাইজ দিতো তাহলে মনে হয় আমি এক থাকতাম । ধন্যবাদ আপু পোস্ট প্রিয়তে ।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:

হয়তো সামুতে ভুল বানানের জন্যে সামনের সময়ে শাস্তির ব্যবস্থা করবে :P

আর সেই শাস্তি হয়তো প্রথমেই আমি পাবো :|

সবাই বানান সচেতন হোক, শুদ্ধ বানানে ভাষার চর্চা করুক ।
অনেক শুভকামনা রইল।

১৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি কি ভুল দেখলাম? 'দুশ্চিন্তা' দু বার লিখেছেন :)

হাহাহহাহাহা। এটা শুধুই ফান।


কারো পোস্টে নিজের নামোল্লেখ দেখলে খুব লজ্জা ও বিব্রত বোধ করি, আবার না দেখলে মাঝে মাঝে সামান্য দুঃখও পেয়ে থাকি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপু।

বানানের প্রতি আপনার আন্তরিকতা, বিশেষ করে সহব্লগারগণকে বানানের ব্যাপারে সচেতন করে তোলার যে আকুলতা আপনার মধ্যে লক্ষ করি, তা অতি প্রশংসনীয়। বাংলা ব্লগের জন্য আপনার অবদান অতুলনীয়।

আপনার এ প্রচেষ্টা দ্বারা ব্লগারদের বানান-সম্পর্কিত যাবতীয় কৌতূহল মিটবে বলে আশা করি।

শুভেচ্ছা এবং অভিনন্দন।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:
হাহা দু'বার দেখতে পারেন। আমি নিজেইতো এই বানান পোস্ট পাবলিশ করতে গিয়ে যথেষ্টই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম।

কারো পোস্টে নিজের নাম দেখলে আমারও প্রায় একই অনুভূতি হয় ;)

আর আমার এই বানান প্রচেষ্টা কারো "কৌতূহল" মেটালে তাতে কৃতার্থ হবো ।

আর ট্যাগের যন্ত্রণা সহ্য করেও যে হাসি মুখে নিয়মিত সহযোগিতা করেন তার জন্যে অশেষ কৃতজ্ঞতা জানাই ।

বি.দ্র: "কৌতূহল" বানানটা শুধরে দেবার জন্যে আবারও কৃতজ্ঞতা। পোস্ট এডিট করতে সমস্যা হচ্ছে। সুবিধামতো শিগগীরই এডিট করে দিব ।

---------
"অনুভূতি" লিখতে গিয়ে "অনভূতি" লিখে ফেলেছিলাম। যেহেতু এডিট করার সুযোগ আছে তাই করে নিলাম । :D

দুশ্চিন্তাগ্রস্ত... :|

১৬| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:২০

জাফরুল মবীন বলেছেন: চমৎকার!

এগিয়ে চলুন... সাথে আছি।

অভিনন্দন,ধন্যবাদ ও শুভকামনা জানবেন বোন।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

আপনার মতো বড় মনের মানুষ আমি কমই দেখেছি।

আপনার আলোয় আরো আলোকিত হোক পৃথিবী, আলোকিত হই আমরা।

অনেক অনেক শুভকামনা আপনার জন্যেও ।।

১৭| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৩৩

তুষার কাব্য বলেছেন: বানান নিয়ে আমারও বেশ সমস্যা হয় ।আর তাছাড়া আমি সচেতনও নই। কিছু কিছু শব্দ মনে হয় কোনদিনও ঠিকভাবে লিখতে পারবনা #:-S

সুন্দর পোস্টে অনেক ভালোলাগা জানিয়ে গেলাম ।

শুভকামনা নিরন্তর।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

কিছু কিছু শব্দ মনে হয় কোনদিনও ঠিকভাবে লিখতে পারবনা ...এমন করে বলতে হয় না।

আমরা সবাই মিলেই শুদ্ধ বানানের চর্চা করবো ।

আপনার ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম।

আপনার জন্যেও অনেক শুভকামনা ।

১৮| ০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

পোস্টটি ব্লগের সবার কম বেশি উপকারে আসবে নিশ্চিতভাবেই।

ধন্যবাদ আপু।

ব্লগ কর্তৃপক্ষ (এবং মডারেটর )এর কাছে অনুরোধ : পোস্ট একবার প্রকাশ করার পর এডিট করতে গেলে বার বার your post is not auto saved অপশনটা এসে হাজির হয়। যার কারণে পোস্ট এডিট করাটা কষ্টকর হয়ে উঠে। গুগল এর ব্লগস্পটে যেমন লিখতে থাকলে একটু পরপর অটোসেভ হয়ে যায় ব্লগেও তেমন থাকলে পোস্ট এডিট করা অনেক সহজ হয়ে উঠবে। আশা করি আপনারা এই বিষয়টার দিকে দৃষ্টি দিবেন

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

যাদের পোস্টে বানান ভুল দেখে এই পোস্টের অবতারণা তারা যদি এই পোস্ট দেখে নিজেদের পোস্টের বানান শুধরে নেন তবেই এই পোস্ট দেয়া সার্থক মনে করবো।

আর কারো কাজ আসলে কৃতার্থ হবো ।

অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল,বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৯| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




মহতী উদ্যোগে পূর্ণ সমর্থন থাকলো। বানান নিয়ে এসব তৎপরতা কিন্তু একটু একটু করে ব্লগের উপকারে আসছে। বানান-বিষয়ক পোস্টগুলো সত্যিই শুদ্ধ ভাষার চর্চায় বিশেষ ভূমিকা রাখছে। পত্রিকা পাতা ভাঁজবন্দি হয়ে যায় দিন গত হলেই, কিন্তু ব্লগের একেকটি পোস্ট জীবন্ত। রেফরান্সে গাইড হবার জন্য সর্বদা প্রস্তুত।


‌'অটোসেইভ' সংক্রান্ত সমস্যাটি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ, আরজুপনি।

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

দারুণ আশা জাগানিয়া মন্তব্য করেছেন।
অনুপ্রাণিত হলাম, প্রিয় মাঈনউদ্দিন মইনুল।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে।

২০| ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =রেফারেন্স গাইড

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

বুঝেছি।

অনেক ধন্যবাদ ।

২১| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

এম এম করিম বলেছেন: বানান নিয়ে বেশ বিপাকে আছি। অনেক দিন বাংলা না লেখা এবং না পড়ার (কু)ফল। অভিধান দেখে চেষ্টা করি ঠিক করতে। আর অভ্রে লিখি - সেটাও অদ্ভুত এক সমস্যা করে। 'ৎ' কখনোই এমএস ওয়ার্ডে লিখতে পারিনা, তাই 'ত্‌' লিখে চালিয়ে দেই।

+++

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:
"&" এটা দিয়ে "ৎ" লিখতে পারেন ।

আমি অভ্র দিয়ে এটার সাহায্যেই "ৎ" লিখি।

সচেতন হলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

২২| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, এখন তা থেকে নিষ্কৃতি পেলুম :)

ধন্যবাদ আপুন।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন:

জানি না কী কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন।
তবে দোয়া করি সব দুশ্চিন্তার অবসান হোক ।

অনেক কৃতজ্ঞতা আর শুভকামনা রইল ।

--------
এবারও ভুল করেছিলাম :(

২৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটু গভীরভাবে লক্ষ করলেই আমার দুশ্চিন্তাগ্রস্ততার কারণ বুঝতে পারতেন :)

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

আমি হয়তো বুঝতে পারিনি :(

:(
:(
:(

২৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:৩৩

মহান অতন্দ্র বলেছেন: পোষ্ট প্রিয়তে নিলাম আপু। অনেকটা শেখা হল।

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৭:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মহান অতন্দ্র।

আমি নিজেও শিখছি নিয়মিত।

ভালো থাকুন সবসময়।

২৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৪:০৯

নিশাচর বাউল বলেছেন: Dorkari O Upokari Post'er Jonno Dhonnobad.

Nicher Comments'e Bebohar Kora Word Gulor Proti Sokoler Dristi Akorshon Korchi:

04. Hasan Mahbub:
"Kichu Kichu"

Arjuponi: "Pore Na"

08. Shawpnochari:
"Dip", "Pichutan"

09. Gias Liton:
"Tar Poreo", "Karone"

11. Enamul Reza:
"E Bepare"

12. Bidrohi Bangali:
"Pari N", "Vale Moto",
"Hoy Na", "Maje Maje",
"Jay Na", "Hobe Na"
"Dharabahik Vabe",
"Korche Na"

Arjuponi:
"Pacchi Na", "Likhen/Lekhay"
"Pari Na", "Ki Na Jani Na"

15. Sonabiz:
"Du Bar", "Maje Maje"
"Lokkho"

18. Bangobhumir:
"Bar Bar"

Arjuponi: "Kaz"

21. Arjuponi:
"Dhire Dhire"

22. Arjuponi:
"Jani Na"

23. Sonabiz:
"Lokkho"

০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ৮:০৪

আরজু পনি বলেছেন:

আপনি যদি কষ্ট করে এই শব্দগুলোর শুদ্ধরূপ জানাতেন তবে আমি/আমরা জানতে পারতাম।

----
৭:১১ এর পর থেকে ৭:৫৮ পর্যন্ত সময় নিয়ে আপনার মন্তব্যের জবাব তৈরি করেছিলাম। প্রকাশ করার বাটনে চাপ দিতে গিয়ে দেখি কানকেশন চলে গেছে।

আমার "কাজ"="কাজে" ঠিক করে নিব ইনশাহআল্লাহ।

আপনার বলা কিছু বানান ঠিক আছে দেখলাম কিন্তু আপনি কেন উল্লেখ করেছেন তা না জানালে জানতে পারছি না ।

এই পোস্ট দিয়েছি নিজে শিখতে এবং অন্যদেরকে জানাতে। আশা করি শুদ্ধ বানান চর্চায় আপনার সহযোগিতা পাবো।

অনেক শুভকামনা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১:৩১

আরজু পনি বলেছেন:
বাংলায় লিখতে সমস্যা হলে [email protected] এই ঠিকানায় মেইল করে আপনার সমস্যা জানাতে পারেন ।


আশা করবো ইংরেজি বর্ণে লেখাগুলো বাংলায় পাবো।
কেননা কোনটা দিয়ে আপনি ঠিক কী বোঝাতে চেয়েছেন সবগুলো বুঝতে পারিনি বাংলা না হওয়ার কারণে।

ধন্যবাদ এবং শুভকামনা ।

২৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ২:২০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আপনার চেষ্টার জন্য স্যালুট।

বাংলা একাডেমির উচিত হবে যাবতীয় বিকল্প বানান পরিহার করা। প্রমিত কথাটির মর্যাদা রক্ষিত হবে না যদি বিকল্প বানান থাকে।

একটি দেশ, একটি বানান রীতি।


আপনার পোস্টে ইংরেজি কথাটা বিদেশি বলে তাতে হ্রস্ব-ই কার ব্যবহার করা হয়েছে। কিন্তু চীন লিখতে কেন দীর্ঘ-ই কার ব্যবহার করা হলো?

এই ছোট্ট জিজ্ঞাসা আপনার জানার আগ্রহ আরো কয়েকগুণ বাড়িয়ে দেবে আশা করি।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:

একটি দেশ, একটি বানান রীতি।...এই নিয়মটা জরুরী ।

আমি যতদূর জানি যে "চীন" শব্দটা বিদেশী নয়, চায়না শব্দটা বিদেশী, চায়নাকেই আমরা "চীন" বলি। তাই "চীন" দীর্ঘঈকার দিয়ে লেখা যায়।
আশা করি কাছাকাছি জবাব দিতে পারলাম :D

ট্যাগের যন্ত্রণা সহ্য করে আমাকে সহযোগিতা করার জন্যে অনেক কৃতজ্ঞতা জানাই ।

২৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১০:৫৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
দীপপিছুটান বানান দুটো নিয়ে উপরে উনি
কি বলতে চাইলেন বুঝলাম না! আর বাংলায় না লিখলে কিভাবে :(

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

দেখা যাক উনি বাংলায় মন্তব্য করেন কিনা।
ধন্যবাদ, স্বপ্নচারী।

২৮| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:১২

আমি ময়ূরাক্ষী বলেছেন: ধন্যবাদ পোস্টটির জন্য।

০৮ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৩১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, আমি ময়ূরাক্ষী।
শুভেচ্ছা সতত ।

২৯| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: উপকারী পোষ্ট। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪০

আরজু পনি বলেছেন:

পোস্টটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ , প্রামানিক।

শুভকামনা নিরন্তর।

৩০| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: দারুন আয়োজন... বানান ভুল আসলে অনেকের-ই হয় আমারও হয়... আমার মনে হয় ি ী র ড় ঙ ঙ্গ এই বানানগুলির ক্ষেত্রে বেশি ভুল হয় ...বানানের ব্যাপারে আমাদের সকলের-ই সচেতন হওয়া উচিৎ ! আর অভ্রতে লিখলে বানানের ব্যাপারে অনেকেই মনে হয় বেশি ভুল করে ফেলে যেহেতু সেখানে একটা বানানের ৩/৪টা কথা এসে যায় ! তবে চেষ্টা করি সতর্ক থাকতে!

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১০

আরজু পনি বলেছেন:

"র" আর "ড়" নিয়ে আমিও বিপদে আছি।

দেখা যাক এই বর্ণগুলো নিয়ে এদের ব্যবহার নিয়ে দেখতে হবে বিস্তারিত।

অভ্রতে সতর্ক থাকলেই হয়।

বানানের ব্যাপারে সকলেরই সচেতন হওয়া উচিত।...সহমত।

অনেক শুভকামনা রইল, ঈপ্সিতা।

৩১| ০৮ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৫

জুন বলেছেন: সবারই বানানে সচেতনতা এবং আন্তরিকতা জরুরী ।
উপকারী পোস্ট আরজুপনি

( লিখতে হাত কাপছে :( )
+

০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৫৫

আরজু পনি বলেছেন:

আপনি হাত কাঁপার কথা বলছেন...এই পোস্ট প্রকাশ করার সময়তো আমার হার্ট কাজ করা বন্ধ হবার উপক্রম হয়েছিল :( :((

অনেক বানান ভুল করি বলেই এরকম পোস্ট দিলে তাতে যদি নিজের বানান ভুল কিছুটা কমে ।

আমরা সবাই যদি একটু চেষ্টা করি তাহলেই কিন্তু শুদ্ধ বানানে লিখতে পারি।

অনেক শুভেচ্ছা রইল, প্রিয় ব্লগার ।

৩২| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৪

যাযাবর৮১ বলেছেন:

সুন্দর পোস্ট +++

সতত শুভকামনা রইল:)

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

অনেকদিন পর দেখে ভালো লাগলো।

পাঠে অনেক ধন্যবাদ, যাযাবর ।
আশা করি ব্লগে নিয়মিত হবেন ।

অনেক শুভকামনা রইল।

৩৩| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: বানান সতর্কতা উপলক্ষ্য সুন্দর পোস্টে অসংখ্য ধন্যবাদ আপু ।

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫১

আরজু পনি বলেছেন:
বানান সতর্কতা উপলক্ষ...ঠিক ধরেছেন।

পোস্ট ভালো লাগার জন্যে অনেক অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু।

শুভকামনা নিরন্তর ।

৩৪| ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪

কাবিল বলেছেন: প্রয়োজনীয় পোস্ট, প্রিয়তে।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৬

আরজু পনি বলেছেন:

কাজে আসলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো।
প্রিয়তে নিয়ে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা রইল।

অনেক অনেক ধন্যবাদ, কাবিল।

৩৫| ১২ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৩

গোর্কি বলেছেন:
বানান, ব্যাকরণ সম্পর্কিত পোস্টগুলো সর্বদাই উপকারী। দেখা দিয়ে গেলাম। ভাল থাকবেন সবসময়।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৯

আরজু পনি বলেছেন:

এখানে দেয়া বানানগুলো ব্লগ থেকে নেয়া ভুল বানান গুলোকে শুদ্ধ করে উপস্থাপনের চেষ্টা করেছি যেনো একই ভুল বারবার না হয়।

অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো ।
অনেক শুভকামনা রইল।

৩৬| ১৪ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

মাসূদ রানা বলেছেন: @আরজুপনি,

খুব ভালো পোস্ট, এটার উপর একটা সিরিজ চাই (যদি আর কিছু বাকী থাকে)। :)

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:

বাকীতো আরো অনেক অনেক কিছু আছে ...
আমি নিজেই জানি অনেক কম।
যাই নিজে জানার চেষ্টা করি তাই অনেকসময় সহব্লগারদের সাথে শেয়ার করার চেষ্টা করি।

আশা করি ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন নিরন্তর।

৩৭| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ২:২১

কথক পলাশ বলেছেন: এতো চেষ্টা করি, তবুও পোস্টে অনেক বানান ভুল থেকে যায়। আসলে কিছু কিছু বানান এমন বেয়াড়া অভ্যাস হয়ে গেছে, ভুলটাকেও শুদ্ধ মনে হয়।

আপনার এই পোস্ট আমাকে আরো সতর্ক করে দিলো।

১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:

এতো চেষ্টা করি, তবুও পোস্টে অনেক বানান ভুল থেকে যায়। আসলে কিছু কিছু বানান এমন বেয়াড়া অভ্যাস হয়ে গেছে, ভুলটাকেও শুদ্ধ মনে হয়...একেবারে আমার মনের কথা বলেছেন।

আমি বারবার ভুল করে ঠেকে শিখে সতর্ক হচ্ছি।

অনেক ভালো থাকুন।
শুভকামনা রইল, নিরন্তর ।

৩৮| ২০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৯

এহসান সাবির বলেছেন: আপনার এই জাতীয় পোস্ট আামার ভালো লাগে। প্রিয়তে ঝুলছে একটা.....!!

২১ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন:

নিজের বানান ঠিক করতে এই আয়োজন সাথে সহব্লগারদেরকে শেয়ার করা যেনো তারাও সচেতন থাকে ।

অনেক ধন্যবাদ, সাবির।
ভালো থাকুন সবসময়।

৩৯| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

টুম্পা মনি বলেছেন: চমৎকার পোষ্ট। আমি এখন পোষ্ট লেখার সময় সাথে ডিকশনারী রাখি। যদিও কমেন্ট করার সময় রাখি না। :!> :!>

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১২:৪৭

আরজু পনি বলেছেন:

আমার হাতের নাগালেই অভিধান থাকে।
তারপরও বানান ভুল হয়ে যায় ...

পাঠে অনেক ধন্যবাদ, টুম্পামনি।

ভালো থাকুন সবসময়।

৪০| ২৩ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

পুলহ বলেছেন: আপনার এ উদ্যোগ নিঃসন্দেহে এপ্রিসিয়েট করার মত, খুব ভালো লেগেছে আপু!
একটা কমেন্টের প্রতিউত্তরে চায়নার বাংলা বানান কেমন হবে- সে বিষয়ের উল্লেখ দেখতে পেলাম। ড. সৌমিত্র শেখর এর "বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা" বইটিতে কিন্তু লেখক 'চিন' বাননটিকেই শুদ্ধ বলেছেন...

শুদ্ধ বানানের ব্যাপারে আমার ব্যাক্তিগত আপত্তিটা খুব শিশুতোষ- একটা শব্দ দেখতে ভালো লাগলে- সেটাকে আমি ভুল বানানেও মেনে নিতে রাজি! :P যেমন- 'চিন' এর থেকে 'চীন' শব্দটাকে দেখতেই আমার বেশি ভালো লাগে, তাই আমি ভুল বানানে হলেও চীন লেখারই পক্ষে। খুব সম্ভবত, বাংলা অক্ষর বিন্যাসকেও আমার এক ধরণের অপূর্ব চিত্রকর্ম মনে হয় দেখেই আমি এই অদ্ভুত মানসিকতা এখনো পোষণ করে চলেছি।

ভালো থাকবেন আপু। শুদ্ধতম না হলেও অন্ততঃ সেটার কাছাকাছি যেনো পৌছে যায় বাংলা অন্তর্জাল বানান-জগত- এই শুভকামনা রইলো!

২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১

আরজু পনি বলেছেন:
এই পোস্টটা ব্লগের বানান ভুল নিয়ে মূলত ।
আমার নিজেরও অনেক ভুল হয়...তাই এসব নিয়ে কাজ করলে অনেক শেখা যায় ।

আমরা আসলে অনেক শব্দ অনেকদিন থেকে একভাবে দেখে অভ্যস্থ তাই নতুন কিছু চোখে ভালো লাগে না ।
আমি বানান নিয়ে পোস্ট দিলে যারা গঠনমূলক সমালোচনা করে তাদেরকে সম্মান রইল তবে অনেকেই আমার বানান ভুল দেখিয়ে কটাক্ষ করে ...তারা আমার বিশেষ পছন্দের...কারণ আমি নিন্দুককে বেশি ভালোবাসি ।

আমার পছন্দের একটা পোস্টে ঢুঁ দেবার জন্যে কৃতজ্ঞতা জানাই, পুলহ ।
অনেক ভালো থাকুন ।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

এম.এ.জি তালুকদার বলেছেন: বিজ্ঞ লেখক,সুভাশিষ নিবেন। আমি একটা অহেতুক ক্ষোপের কোপের হাত পরতে ছিলাম প্রায়।অনাকাংখিত সৃষ্ট সমস্যার সুন্দর ফায়সালার যৌক্তিক জবাব পাওয়ার আশায় আপনার স্মরণাপন্ন হলাম,যাতে আমার অনেক কবিতার অজানা ঢং সম্পর্কে পরিস্কার জ্ঞান লাভ হয়। সামু ব্লগার--তাসলিমা আক্তার--এর পোস্ট “সম্রাট সম্রাট” লেখাটি দেখুন। নীচে আমার মন্তব্য এবং তার সমুদয় প্রতিকথা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আরজু পনি বলেছেন:
সুপ্রিয় তালুকদার,
আমি দেখেছি ।
যখন কোন প্রতি মন্তব্যে কষ্ট পাবেন তখন তা মোচনের ব্যবস্থা না থাকলে ইগনোর করাই শ্রেয় । আমি তাই করি ।
আপনার ব্লগিং জীবন আনন্দের হোক ।

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: প্লাস সহ প্রিয়তে উঠিয়ে রাখলাম আপা! প্রয়োজনে অনেক কাজে লাগবে...... :D

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ টাইগার ।

পোস্টটা আসলে ব্লগে দেখা বানান ভুলগুলো শোধারানোর চেষ্টা.।যেনো আমি নিজেও ওই ভুল গুলো না করি.।কিন্তু তারপরও হয়ে যায় ভুল ।
অনেক শুভকামনা রইল, আপনার জন্যে ।


আপনার ব্লগে গিয়ে একটা প্রশ্ন করবো আপনাকে ভাবছিলাম, কিন্তু ভাবতেই হাসি পাচ্ছে...একা একাই হাসছি ।
আমি সুযোগ সময় মতো আপনার ব্লগে আসবো ।

৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: হাসির কোন কারণ নেই। মনের মধ্যে কোন রকমের প্রশ্ন না রেখে অকপটে জানিয়ে দেবেন, সেটা হোক নেগেটিভ অথবা পজেটিভ।

আপনার অপেক্ষায় রইলাম!
ভাল থাকবেন!

ও হ্যাঁ, চমৎকার পোস্টের জন্য অবশ্যই আপনাকে অনেক অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.