নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ফিরে দেখা চার বছর

৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

পোস্টটা আমার প্রকাশ করার ইচ্ছে ছিল জুলাইএর ১৩ তারিখে । কিন্তু সেদিন আমি একেবারেই শয্যাশায়ী রোগী। শুধু মোবাইল দিয়ে শুয়ে শুয়ে ব্লগ দেখতাম ।
তখন ব্লগার বিবাহিত ব্যাচেলর এর জন্যে দৃষ্টি আকর্ষণমূলক পোস্ট দেখে ভাবছিলাম না জানি আমার কপালে কী আছে? আমি বিপদে পড়লে কি আমাকে নিয়ে কেউ এভাবে পোস্ট দিবে? আমাকেতো অনেকেই দুইচোক্ষে দেখতেই পারে না :(
যাকগে, বেশি শরীর খারাপ লাগার আগেই পোস্ট লিখে শেষ করতে হবে ।

চার বছরের কথা লিখতে গেলে অনেক ব্লগ/ব্লগারের পোস্ট লিংক দিতে হবে, কিন্তু আমার বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় ।

শুরুটা ফেসবুকে পরিচিত এক জুনিয়র এলাকাতো ভাইয়ের কবিতা পড়ার সুত্র ধরে এসে দেখি রেজিস্ট্রেশন করা যায়। সেসময়গুলোতে পছন্দের কোন সাইট পেলেই আর তা ফ্রি হলেই রেজিস্টেশন করে ফেলতাম ।

ওই সময়টাতে আমি নারীদের নিয়ে বিশেষ করে নারী অধিকার নিয়ে, নাররি মনস্তত্বনিয়ে লিখতে বা পড়াশুনা করতেই বেশি পছন্দ করতাম । তাই শুরুর পোস্টগুলো তেমনই ছিল । পরবর্তীতে আমি সত্যিই ব্লগ এডিকটেড হয়ে পড়ি । এরও কারণ ছিল, ব্লগের আগে আমি রোটারেক্ট আন্দোলনের সাথে জড়িত ছিলাম, একটা ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম দু'বার এবং তার আগে ইউনিভার্সিটিতে বিএনসিসিতেও খুব সিরিয়াস ছিলাম এবং ক্যাডেট আন্ডার অফিসার সহ ক্যাডেট ইনচার্জ ছিলাম একবছর । হয়তো সেসব নেশার বিকল্প হিসেবে ব্লগটাকে বেশ আপন মনে হয়েছিল ।

প্রথম বছরটা বেশ মজার ছিল, গ্রুপিং ছিল বাড়াবাড়ি রকমের বেশি । পোস্ট হিট নিয়ে চলতো প্রতিযোগিতা...কোনভাবে আমাকেও এর মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি সবার সাথে মিশলেও ব্লগিং কারো নজরদারীতে করতে পছন্দ করতাম না। তার জন্যেও ভুগতে হয়েছে যথেষ্ট ।

আমার প্রথম ব্লগ ডে ছিল ২০১১ এর ১৯ ডিসেম্বর। ফেসবুকের কভার ফটোতে এখনো একটা গ্রুপ ফটো আছে সেদিনের ।
সেবছর বর্ষসেরা যারা হয়েছিলেন তাদের মধ্যে ফিউশন ফাইভ নাম বলার পর অনেকেই লাফাচ্ছিল, "আমি" "আমি" বলে ।
তখন থেকেই হয়তো এই রহস্য মানবের প্রতি আগ্রহ জন্মেছিল । আর সিনেমাখোদের আড্ডার বিশেষ চমক ছিল "দূর্যোধন" কে দেখতে পাওয়া । সেসময়ের ব্লগিং সত্যিই বেশ মজার ছিল । সিনেমাখো ব্লগার দারাশিকো, ফেলুদার চারমিনার, পুশকিন, প্রিয় স্নিগ, ইউসুফ খান সহ আরো অনেক প্রিয় ব্লগার যাদের সাথে দারুণ ভালো সময় কেটেছে ।

২০১২ সালের ব্লগ ডেটাও বেশ আনন্দের ছিল । (হাত ব্যাথা শুরু হয়ে গেছে :( )
একটা কথা বলে রাখি আমি ব্লগিংয়ের শুরুতেই মানে আরজুপনি নিকের কিছুদিন পরেই আরেকটা নিকে খুলেছিলাম বিশেষ বিষয়ের উপর লিখতে এবং খুব নিয়মিত তাতেই নিমগ্ন ছিলাম। "আরজুপনি" নিকের চেয়ে ওই নিকেই স্বস্তি পেতাম বেশি । কেউ চিনতো না কিন্তু ভরসা করতো খুব বেশি । প্রায় সময়েই আরজুপনি নিক থেকে ব্লগিং করতে মন উঠে যেতো । একটু মন খারপ হলে বা রাগ করলে, অভিমান কররেই আরজুপনি নিক থেকে ব্লগিং করা কমিয়ে দিতাম ।

"ফিউশন ফাইভ" এর কাছে এই বছরে বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে "আশা জাগানিয়া" নামে দারুন একটা গুগর ব্লগসাইট উপহার দেবার জন্যে । ব্লগার স্নিগ আড়ালে থেকেও যার সহযোগিতা পেয়েছি অনেক বেশিই বেশি ।

প্রিয় গল্পকার ডেভিডের কাছেও অনেক কৃতজ্ঞ । আত্মবিশ্বাসের সাথে ব্লগিং করা, সেই সাথে গল্প লেখার হাতে খড়ি ডেভিডের কারণেই অনেকটা । তবে উনাকে কখোনই ক্ষমা করবো না এই কারণেই যে উনি নিজের কোন পোস্ট আমাদের জন্যে রেখে যাননি ।

ব্লগার রেজাওয়ানাকে এখনো ফিরিয়ে আনতে চাই, আনতে চাই মাহমুদা সোনিয়াকেও ।
যাকে সত্যিই হারিয়েছি মানি, তিনি ব্লগার অলস গল্পকার শাহেদ ।
যে দুজন ব্লগারের পোস্ট নিয়ে সংকলন করার ইচ্ছে সবসময় হয় তারা হরেন হাসান মাহবুব আর দিপান্বিতা ।
আমার আরো অনেকের কথা লিখতে ইচ্ছে করছে কিন্তু আমার শরীর কুলোচ্ছেনা ।

২০১৩ সালের ব্লগ ডে না হওয়া, "অপরবাস্তব" বই মেলায় প্রকাশিত আকারে না আসা আমার বিশেষ মনোকষ্টের কারণ ছিল । "অপরবাস্তব" এখনও আমার বিশেষ মনোকষ্টের কারণ ।

"অনুপ্রাণন প্রকাশন" হয়তো আমার সেই কষ্ট লাঘব করতেও পারে । সময়ই কথা বলবে ।
২০১৪ সাথে পুরোনোরা প্রায় ব্লগ ছেড়ে চলে গেছেন, ব্লগে হিট কম, ব্লগের বদনাম, বাসা থেকেও জিজ্ঞেস করে "তোমাকে কোপাতে কবে আসবে?" তারপরও ব্লগে ছিলাম। অনলাইনে বা অফলাইনে ।

বর্তমান সময়ের কাউকে নিয়ে আপাতত লিখলাম না । লিখতে গলে অনেক কিছুই লিখতে হবে। সেটা নাহয় পরে কখো বেঁচে থাকলে লেখার চেষ্টা করবো ।

২০১৫ টা আমাকে বিশেষ ভোগাচ্ছে। জানুয়ারির শেষের দিক থেকে ফ্রেব্রুয়ারির প্রায় শেষ সময় ধরে চলা ব্লগারদের বই নিয়ে স্টিকি পোস্টটা আমার অসুস্থ শরীর নিয়ে চালাতে অনেক বেশিই যুদ্ধ করতে হয়েছে । আমি জানিনা একের পর এক অসুস্থতা আমাকে খুব বেশি ভোগাচ্ছে।

একটা কথা বলা দরকার, পুরোনোরা ভাল লিখতো মানে যে নতুনরা ভালো লিখছেনা তা নয় কিন্তু, সময় বয়েই যাবে, রবীন্দ্র্রনাথ বা নজরুল সবসময় থাকবে না । কেউ কেউ বেশি আলো ছড়াবে। কেউ কেউ জগদীশ বাবুর মতো মেধাবী হয়েও দুর্ভাগাই রয়ে যাবে ।

শেষে অনুরোধ করবো আমার উপর যার যতো রাগই থাকুক প্লিজ একটু দোয়া চাই, আমি যে কটা দিন বাঁচবো সুস্থ, সবলভাবে বেঁচে থাকতে চাই ।

মন্তব্য ১২৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (১২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

পয়গম্বর বলেছেন: আপুু, আপনার শারীরিক সুস্থতা কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আবার আমাদের মাঝে আপনার সুন্দর লেখা উপহার দেবেন - এই আশা করি।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ , পয়গম্বর।
আপনি সম্ভবত আপনার পুরোনো প্রোপিকটি বদলেছেন। কবে বদলেছেন জানিনা, তবে এই প্রোপিকটি আগে তেমন দেখেছি বলে মনে পড়ে না।

পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা ।

২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৫

মহান অতন্দ্র বলেছেন: সুস্থ হয়ে উঠুন আপু। আরও লিখুন।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:
আপনাদের দোয়াতেই হয়তো শিগগীরই সুস্থ হয়ে উঠবো ।

অনেক কৃতজ্ঞতা রইল, মহান অতন্দ্র ।

৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সুস্থ্যতা কামনা করছি ,সাথে সুখী আনন্দময় জীবন ।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৬

আরজু পনি বলেছেন:

অনেক অনেক কৃতজ্ঞতা রইল, গিয়াসলিটন ।
আপনার নিকের অবস্থাও আমার নিকের মতো কোন স্পেস ছাড়া ।

শুভকামনা রইল অনেক ।

৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: আপু তোমারও কি আমার মত হাতে ব্যাথা হয়েছে?? আমার তেমনি সন্দেহ হচ্ছে। বিশেষ করে তোমার স্যুইমিং এর ছবিটা দেখে মনে হলো ডক্টর তোমাকে এই স্যুইমিং কন্টিনিউ করতে বলেছে। যদি হাত ব্যাথা মারাত্মক সমস্যায় ভুগে থাকো তা থেকে মুক্তির বা গুড ট্রিটমেন্টের ব্যবস্থা আছে বলে আমি মনে করছি। কারণ আমিও কিছুদিন আগে ভীষন ভয় পেয়ে গেছিলাম আমার হাত ব্যাথা নিয়ে। কিন্তু এখন কোনো ব্যাথাই নাই।

যাইহোক এত কষ্ট করে পোস্ট লিখেছো তাই থ্যাংকস আর অনেক শুভকামনা। ভালো থাকো অনেক অনেক।

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:

শায়মা, আমার অবস্থা হয়েছে সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা ?...

শুয়ে কনুইয়ে ভর দিয়ে কম্পোজ করতে হয় বলে সহজেই হাত ব্যথা হয়ে যায় আর হাসফাস লাগে । (সুস্থ থাকা অবস্থায় কোন বানান সন্দেহ লাগলেই অভিধান দেখতাম এখন সেই অবস্থায় নেই, কাজেই বানান ভুল ক্ষমা করবেন ।)

এসে খোঁজ নিয়ে গেলেন, অনেক কৃতজ্ঞতা রইল ।
কখনো সম্ভব হলে আপনার সাথে কথা বলতে হবে...।

৫| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৬

ইমরাজ কবির মুন বলেছেন: congrats! :)

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:
মুন, কেন আর লিখেন না জানিনা, তবে আশা করবো আবারো নিয়মিত লিখবেন ।
অনেক ধন্যবাদ রইল ।

৬| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মহান আল্লাহর কাছে আপনার আশু রোগমুক্তির প্রার্থনা করছি। হে আল্লাহ তুমি তাঁকে সুস্থ করে দাও।-


স্মৃতিচারণ আসরেই নষ্টালজিক করে তোলে!

হারানো যৌবন, সময় আর অর্থ -কোনটাই ফিরে আসে না ;) শুধুই আক্ষেপ রয়ে যায় :)

তারচে বর্তমানে যা আছে তাকেই না হয় উপভোগ করি।

শিঘ্র ভাল হয়ে উঠুন।

০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:
অনেকক্ষণ চেষ্টার পর জবাব দিতে পারলাম।
পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ জানাই ।
শুভকামনা রইল ।

৭| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: আপনার সুস্থ্যতা কামনা করছি ,সাথে সুখী আনন্দময় জীবন ।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:
দোয়া করবেন যেন সবসময় সুখী আননন্দময় জীবন যাপন করতে পারি ।
অনেক ধন্যবাদ, প্রামানিক ।

অফটপিক: কর্তৃপক্ষের কাছে মেইল করে আপনার নিকটির বানান ঠিক করে নিতে পারেন ।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫

কয়েস সামী বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়া হল। ইনফ্যাক্ট আমি মোটেও সময় পাচ্ছি না ইদানিং। ভাল থাকা হোক।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
এতো আর লেখা নয়, মন ভালো রাখতে বক বক করেছি।
মন ভালো থাকলে শরীর তাড়াতাড়ি সুস্থ হবে ভরসা করি ।

সময়না পেলেও আশা করি সময় করে ব্লগ লিখবেন । লিখলে মন ভালো থাকে ।
অনেক শুভকামনা রইল সামী ।

৯| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুরুতেই বর্ষপুর্তি অভিনন্দন ;)


ব্লগের চেয়ে একটা সময় ফেইসবুকেই আপনি বেশি এ্যাক্তিভ ছিলেন। কিন্তু এ বছর আপনাকে না ব্লগ, না ফেইসবুকে তেমন দেখতে পেয়েছি। পনার প্রফেশনাল কমিটমেন্ট হয়তো আছে/ছিল, কিন্তু আপনার বিভিন্ন স্টেটাস থেকে আপনার অসুস্থতার খবর আমরা বেশি জানতে পেরেছি। আমার কাছে আরেকটা বিষয় ভালো লাগছে যে, আপনি ব্লগ বা ফেইসবুক থেকে আসক্তিমুক্ত হতে পেরেছেন, যা মূলত আমার জন্যও একটা স্বস্তির কারণ, কেননা, আমিও ভার্চুয়াল জগত থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি অধিকতর সুখ ও আনন্দের জন্য।

তবে, সময় যতটুকুই পান, ব্লগের জন্য কিছু রেখে যেতে হবে, যা একসময় ব্লগারদের সম্পদ হয়ে উঠবে।

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

সবশেষে এই ভরা জনসভায় এদেশের এক স্বনামধন্য সাতারুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মহতী ক্রীড়াবিদ একদিন অলিম্পিক/এশিয়াড থেকে একডজন সোনা জিতে এনে আপনার-আমার-এদেশবাসীর মুখ সূর্যের মতোই উজ্জ্বল করে দিবেন। আমিন।

শুরুতেই বর্ষপুর্তি অভিনন্দন ;)


ব্লগের চেয়ে একটা সময় ফেইসবুকেই আপনি বেশি এ্যাক্তিভ ছিলেন। কিন্তু এ বছর আপনাকে না ব্লগ, না ফেইসবুকে তেমন দেখতে পেয়েছি। পনার প্রফেশনাল কমিটমেন্ট হয়তো আছে/ছিল, কিন্তু আপনার বিভিন্ন স্টেটাস থেকে আপনার অসুস্থতার খবর আমরা বেশি জানতে পেরেছি। আমার কাছে আরেকটা বিষয় ভালো লাগছে যে, আপনি ব্লগ বা ফেইসবুক থেকে আসক্তিমুক্ত হতে পেরেছেন, যা মূলত আমার জন্যও একটা স্বস্তির কারণ, কেননা, আমিও ভার্চুয়াল জগত থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি অধিকতর সুখ ও আনন্দের জন্য।

তবে, সময় যতটুকুই পান, ব্লগের জন্য কিছু রেখে যেতে হবে, যা একসময় ব্লগারদের সম্পদ হয়ে উঠবে।

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

সবশেষে এই ভরা জনসভায় এদেশের এক স্বনামধন্য সাতারুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মহতী ক্রীড়াবিদ একদিন অলিম্পিক/এশিয়াড থেকে একডজন সোনা জিতে এনে আপনার-আমার-এদেশবাসীর মুখ সূর্যের মতোই উজ্জ্বল করে দিবেন। আমিন।

০২ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:
প্রথমেই কৃতজ্ঞতা ।
আমি ফেসবুকমুখি হয়েছিলাম তিনজন প্রিয় ব্লগারকে খুব বেশি মিস করতাম বলে।

পরে সেখানেই কেটে গেছে অনেকটা সময়। তবে সেটাও এখন অতীত । কেননা আমি এখন ফেসবুকেও সময় কম দিতে চেষ্টা করি ।

জ্বি, যাকে ভালোবাসি তার প্রতি দায়বদ্ধতাতো আছেই ।

ফটো দিয়েতো পুরাই হাটে হাড়ি না রীতিমতো কলসি ভেঙ্গে দিলেন। এবার পদক না নিয়ে তো ব্লগে ফেরা যাবে না :(

১০| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন আপু, এই দোয়া করছি। পুরনো ব্লগারদের অনেক মিস করি।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জহির।
আশা করি আপনাদের দোয়াতেই ফিরে আসতে পারবো দ্রুত।

১১| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৪

আমিনুর রহমান বলেছেন:


তোর দ্রুত সুস্থতা কামনা করছি। আর বর্ষপুর্তির অনেক অনেক শুভ কামনা।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আমিনুর ।
শুভকামনা রইল ।

১২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৪

লেখোয়াড়. বলেছেন:
শেষ পর্যন্ত পোস্ট প্রসব হলো এটাই বড় কথা।
++++++++++++++++++++++++++

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৭

আরজু পনি বলেছেন:

শেষ পর্যন্ত প্রকাশিত হলো যাই হোক কিছু কিছু একটা এটাই আমার কাছে অনেক বড় কথা ।
তবুওতো পারলাম ।

সবসময় আমার খোঁজ নেবার জন্যে অনেক কৃতজ্ঞতা সবসময়ের জন্যে ।

১৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৫

তারছেড়া লিমন বলেছেন: পুরোনো সবাই কে মিছাই.............. আপুনি সহ..............

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:
আপনাকেও তো তেমন দেখিনা, লিমন ।
আশাকরি নিয়মিতই দেখতে পাবো আপনাকে ।

শুভকামনা রইল ।

১৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপু, তোমার পোষ্ট বরারই সেরা। তবে তোমার শারিরিক সুস্থ্যতা কামনা করছি। ভাল যেন থাকতে পার সদায়।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল, সুজন।
শুভকামনা সবসময়ের ।

১৫| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: হ্যাপি ব্লগিং। গেট ওয়েল সুন।

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, হাসান ।
শুভকামনা রইল ।

১৬| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৫

রিকি বলেছেন: তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আপু.

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রিকি ।
ভালো থাকুন সবসময় ।

১৭| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪১

বাঘ মামা বলেছেন:
েএখন কেমন আছেন? জানতামনা আপনি অসুস্থ্য। সাহসীদের অভিধানে অসুস্থ্য শব্দটা থাকতে নেই।

মন শরীরে সুস্থ্য হয়ে উঠুন
জগৎ সংসার স্বর্গ হয়ে উঠুক
প্রকৃতি মনের মাধুরীতে সাজুক
সব শব্দ কানে সুর লয়ে বাজুক।

শুভ কামনা সব সময় আরজুপনি

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:
আজ অনেকদিন পর চেয়ারে বসে কম্পোজ করছি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিঠ ধরে গেছে :(

আমি ভীতু সিংহ হয়ে গেছি :(

১৮| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: প্রথমেই চতুর্থ বর্ষ পূর্তির শুভেচ্ছা।

আপনার শারীরিক সুস্থতা কামনা করছি।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রবাসী ।

ভালো থাকুন সবসময় ।

১৯| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:০৬

গোর্কি বলেছেন: দ্রুত আরোগ্য লাভ করুন - এই কামনা করছি। অন্তরের অন্তস্তল থেকে সর্বক্ষণ দোয়া রইল।।।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন, প্রিয় গোর্কি ।

মাঝে মাঝেই হারিয়ে যেতে চান.।এটা কিন্তু ঠিক না ।

২০| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:১০

বোকামানুষ বলেছেন: মহান অতন্দ্র বলেছেন: সুস্থ হয়ে উঠুন আপু। আরও লিখুন।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন:
ধন্যবাদ, বোকামানুষ ।
ভালো থাকুন সবসময় ।

২১| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:১১

নুর ইসলাম রফিক বলেছেন: সর্বদা সবার মাঝে ভাল অসুস্থ থাকুন।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রফিক।
দোয়া করবেন আমার জন্যে ।

২২| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৫১

প্লাবন২০০৩ বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠেন আপু, আপনাকে আবার আমাদের মাঝে চাই। এ চাওয়া শুধু চাওয়া নয়, মন থেকে চাওয়া ।

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন: দুঃখিত, জবাব দিতে দেরী হচ্ছে.।কিছুক্ষণ চেয়ারে বসে থাকলেই পিঠ ব্যথা শুরু হয়ে যায়। তাই বেশিক্ষণ ব্লগে লগইন করা থাকতে পারিনা ।
অনেক কৃতজ্ঞতা রইল, প্লাবন ।
আপনাদের দোয়া আর অনুপ্রেরণাতেই হয়তো দ্রুত ফিরে আসতে পারবো ।

২৩| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৩

আব্দুল্যাহ বলেছেন: তুমি ভালো থাকবে আপু এটাই চাওয়া, এখনোতো দেখাই হয়নি। ছোটভাইকে না দেখে কেউ যায় না, তাই প্রহর গুনো একদিন দেখা করব।

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল, আব্দুল্যাহ ।
এতো সুন্দর করে বললেন যে মন ভালো হয়ে গেল ।
আশাকরি কখনো দেখা হবে ।

খুব ভালো থাকুন সবসময় ।

২৪| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৯:১৫

জুন বলেছেন: Wish u good luck poni and get well soon ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, প্রিয় ব্লগার ।

আপনাদের জন্যেই ব্লগে আসার সাহস, অনুপ্রেরণা, ভরসা পাই এখনও ।

শুভকামনা রইল ।

২৫| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:০১

একনীল বনসাই বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনায়।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, একনীল বনসাই ।

২৬| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১

এম এম করিম বলেছেন: দ্রুত আরোগ্য কামনা করছি।

সুস্থ হয়ে ফিরে আসুন ব্লগের রাজ্যে।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল, করিম ।

২৭| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

বৃতি বলেছেন:
আরজুপনি আপু, অসুস্থতা কি ধরণের- বুঝতে পারলাম না যদিও- আপনার দ্রুত আরোগ্য কামনা করি।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:
আমি সহজে কাবু হওয়ার মানুষ না । কিন্তু এবার বেশ কয়েকটি সমস্যা এতো প্রকট আকারে আমাকে জর্জরিত করছে যে বিছানা নিতে বাধ্য হয়েছি। যদিও বেড রেস্টে থেকেই বাচ্চাদের নিয়ে দৌড়াতে হচ্ছে।
আপনার/আপনাদের দোয়া আমার অনুপ্রেরণা ।

অনেক কৃতজ্ঞতা রইল, বৃতি ।

২৮| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন আপা। দ্রুত সুস্থতা লাভ করুন এই কামনা করি ।

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মাহমুদ ।
আপনাদের দোয়া যেন শিগগীরই কাজ করে ।

২৯| ৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৬

হার্ড নাট বলেছেন: দ্রুত সুস্থ হয়ে ভাল কিছু লেখা উপহার দেন। এটাই চাই। :)

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:
।নেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, হার্ডনাট ।
ভালো থাকুন সবসময় ।

৩০| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৫

মহামহোপাধ্যায় বলেছেন: চার বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন পনি আপু। সময় কত দ্রুতই না চলে যায়!!

খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন, সামু আপনার কীবোর্ড চালনায় মুখর হোক এই কামনা করছি।

শুভ ব্লগিং :)

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:
সময় সত্যিই অনেক দ্রুত চলে যায় ।

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল, মহামহোপাধ্যায় ।
ভালো থাকুন সবসময় ।

৩১| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৯

বাড্ডা ঢাকা বলেছেন: আপনার সুস্থ্যতা কামনা করছি

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, বাড্ডা ঢাকা ।

খুব ভালো থাকুন ।

৩২| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫

নীলসাধু বলেছেন: আমি যখন ব্লগিং শুরু করি তখন ছিলাম দেশের বাইরে।
ফেসবুকের কজন বন্ধুকে সেখানে নিয়মিত না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম বাংলা ভাষায় ব্লগিং শুরু হয়েছে!
অনেকেই সেখানে তারা লিখে, মন্তব্য করে। আমি দেখতে এলাম। এভাবেই আমিও চলে এলাম ব্লগে।
তারপর কত কাহিনী! কত কিছু!
কত অর্জন! কত প্রিয় মুখ!
কত ক্যাচাল!
কত কি!
নতুন এক ইতিহাসের মতনই এর অংশ হয়ে গেলাম।
আপনার পোষ্ট পড়ে বলতে ইচ্ছে করলো অনেক কিছু! তবু থামি :)

আপনিতো অনেকের কাছে খুবই প্রিয় মানুষ। দুই চক্ষে কারা দেখতে পারে না? হা হা হা -
বাদ দেন। বাঙ্গালী অনেককেই দুই চক্ষে দেখতে পারে না। সে সব ভেবে কাজ নেই। আমাদের চারপাশে যারা রয়েছে তারা সবাই শুদ্ধ সুন্দর এই গ্যারান্টি বা কে দেবে?
তারা দেখতে পারতেই হবে এমন কোন দিব্যি নিয়েন না।

একজন সহ ব্লগার/লেখক হিসেবে আপনার জন্য আমার শ্রদ্ধা রয়েছে।
আমি দেখেছি আপনি ব্লগ এবং ব্লগারদের প্রতি অন্তপ্রাণ একজন মানুষ। সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছেন ব্লগ এবং ব্লগারদের কল্যাণে কাজ করতে। আমি মনে করি করেছেনও অনেক। আমরা জানি এসব কাজ বনের মোষ তাড়ানোর মতন।
তবু তো করেছেন।
আমার মনে হয় আপনার শৈশব, কিশোরী বেলার নানা কার্যক্রম এসব করতে বেশী উদ্বুদ্ধ করেছে।

আপনার সুন্দর আগামীর প্রত্যাশায়!

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:
আপনার এতো সুন্দর মন্তব্যের জবাব আমি কীভাবে দিব জানিনা ।
যেদিন মন্তব্যটি চোখে পড়লো আমার হৃদয়টা খুশিতে নেচে উঠেছিল এতো সুন্দর মন্তব্য পেয়ে ।

না থেমে আরো বললেও ভালো লাগতো ।

একসময়তো আমার কোন পোস্টে বিশেষ করে সংকলনে ক্যাচাল না বাঁধলে চিন্তায় পড়ে যেতাম । এতো বেশিই ক্যাচালে অভ্যস্থ হয়ে গিয়েছিলাম ।

হ্যাঁ, অন্যদের নিয়ে ভাববার অভ্যেসটা সেই কলেজ জীবন থেকেই । এবং সত্যি কথা বলতে কি সংগঠন করার কারণেই এমন অভ্যাস তৈরি হয়েছে সেটি অস্বীকার করার উপায় নেই ।
পুরোপুরি সুস্থ থাকলে আরো লিখলাম জবাবে ।
আপনাদের শুভকামনাতেই আশাকরি অতি দ্রুতই সুস্থ হয়ে যাব ।
অনেক কৃতজ্ঞতা রইল , প্রিয় নীল সাধু ।

৩৩| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

আসাদ খাঁন বলেছেন: আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, আসাদ ।
ভালো থাকুন সবসময় ।

৩৪| ৩১ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৬

শাহেদ খান বলেছেন: ফেসবুক স্ট্যাটাসের হাত ধরে এই পোস্টে চলে আসা... ব্লগে এখনও 'অলস গল্পকার'-এর নাম নেয়া হল দেখে একটা অপরিচিত ভাল লাগার অনুভূতি হচ্ছে!

হয়তো সত্যি হারানো অতটা সহজ না!

Get well soon, পনি'পু! I will keep coming back! 8-|

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০২

আরজু পনি বলেছেন:
হয়তো সত্যি হারানো অতটা সহজ না.।
এমন কথা আমার সব প্রিয় মানুষের মুখ থেকে শুনতে চাই ।

প্রিয় গল্পকারের এই ইমোর অর্থ আমি আজও উদ্ধার করতে পারলাম না ।

ফেসবুকে একজন প্রিয় ব্লগার ছিলেন আমার ইমোর মাস্টার । তাকেও খুঁজে পাইনা :(
অলস গল্পকারকে নিয়মিত ব্লগে পাব আশায়...অনেক শুভকামনা ।

৩৫| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৭

ব্লগার মাসুদ বলেছেন: আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মাসুদ ।
ভালো থাকুন সবসময় ।

৩৬| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: সুস্থ হয়ে আবার ফিরে আসুন, এই কামনায়।।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন সবসময় ।।

৩৭| ০১ লা আগস্ট, ২০১৫ ভোর ৪:৪৮

মাসূদ রানা বলেছেন: @আরজুপনি

দুখিত হলাম আপনার অসুস্থতার খবর শুনে, আল্লাহ পাক আপনাকে দ্রুত সুস্থতা দান করুন।

চার বছরে পদার্পনে শুভেচ্ছা :)

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, মাসূদ রানা।
অনেক ভালো থাকুন সবসময় ।

অ.ট: আগে আরেকটা জবাব দিলাম সেটা হারিয়ে গেল !

৩৮| ০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৪

কলমের কালি শেষ বলেছেন: আপনাকে অনেক অভিনন্দন । আপনার অসুস্থতার খবরে মন খারাপ হলো । আশা রাখি আল্লাহর রহমতে আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

অসুস্থতার খবর জানাতে মন সায় দিচ্ছিরনা । কিন্তু মৃত্যুভয় আমাকে ইদানিং গ্রাস করছে...তাই ভাবলাম জানাই...দোয়া, শুভকামনাতো অন্তত পাবো...মরার আগে তাই শান্তি নিয়ে যাই ।

অনেক ধন্যবাদ, কলমের কালি শেষ ।
শুভকামনা রইল ।

৩৯| ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:
৬নম্বর মন্তব্যে বিদ্রোহী ভৃগু , আপনার মন্তব্যের জবাব দিতে অনেকক্ষণ থেকে চেষ্টা করেও পারলাম না :(

৪০| ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন! আপনার অসুস্থতার কারণে লেখাটি পুরোপুরি উপভোগ্য হলো না।

ভালো থাকবেন। আপনি আমিসহ অনেকেরই প্রিয় একজন ব্লগার এবং প্রেরণাদায়ক লেখক।

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:
আমি নিজেকে শান্তি দিতে এই পোস্ট দিয়েছি নিজেকে বোঝাতে যে আমি এখনও জীবিত ব্লগার ।
অনেক ভালো থাকুন ব্লগ রত্ন প্রিয় মইনুল ।

৪১| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:

আপনার প্রোফাইল ফটোর জন্য অনেকের মনে রয়ে যাবেন দীর্ঘদিন!



আপনার সেই চিঠি,
স্পর্শ প্রত্যাশী পিঠ,
বাচালতার কবিতা, অথবা
অসমাপ্ত গল্পের শুচি তটস্ত হয়ে ঘুরে বেড়াবে ব্লগের পাতায় অথবা পরিবাগের ভুতুরে রাস্তায়!

ভালো হয়ে উঠুন আর স্বমহিমায় আলোকিত করুন কুয়াশা-অন্ধকার, প্রত্যাশী সমাজ-মজ্জায়!

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:
আপনার কমেন্টটাতে মন ভরে গেল.।নস্টালজিক হয়ে গেলাম ।
অনেক ধন্যবাদ, স্বপ্নচারী ।
খুব ভালো থাকুন সবসময় ।

৪২| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: সেদিন ব্লগে ঢুকে যখন জানলাম আপনি অসুস্থ তখনই মনে হল মাফিনের রেসিপির কথা , মন খারাপ হয়ে গেল ।
আজ রেসিপি পোস্ট করলাম ,কিন্তু ছবি পোস্ট করা গেল না । আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ,দোয়া রইল

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:

আপনার ব্লগে যেতে হবে বিভিন্ন ধরনের স্যুপের রেসিপির খোঁজে ।
অনেক ভালো থাকুন প্রিয় দৃষ্টি ।

৪৩| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন তো মেয়ে !

চার বছর নয়, আগামী চল্লিশ বছর আপনাকে ফিরে ফিরে দেখতে চাই ....

শুভেচ্ছান্তে ।

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

আমি নিজেও আরো চল্লিশ বছর ব্লগিং করতে চাইযে ...

অনেকের লেখাই মোবাইলে অফ লাইনে দেখি কিন্তু পিসি থেকে লগইন হলে আর বেশি লোড নিতে পারিনা অনেকের ব্লগে কমেন্টও করা হয়না ।

সুস্থতা আর সাবধানতার মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছি ।
অনেক কৃতজ্ঞতা রইল আপনার কাছে ।

৪৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১:১৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা জানবেন। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুন। শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল, বোকা মানুষ বলতে চায়...আপনাকে ।

৪৫| ০৩ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শুরুতেই বর্ষপুর্তি অভিনন্দন ;)


সুস্থ হয়ে আবার ফিরে আসুন, এই কামনায়।।

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

আরজু পনি বলেছেন:

এখন আগের চেয়ে ভালো তবে চেয়াারে বসে পিসিতে ব্লগিং করার লোড নিতে পারিনা তেমন...
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল ।

৪৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮

আমি তুমি আমরা বলেছেন: দেরীতে, তবুও বর্ষপূর্তির অভিনন্দন :)

১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৬

আরজু পনি বলেছেন:

শুভকামনায় দেরী বলতে কিছু নেই...অনেক ভালো থাকুন ...তুমি...।

৪৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৯

অদ্বিতীয়া আমি বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন আপু,আবারো যেন প্রাণবন্ত ব্লগিং করতে পারেন সেই দোয়া করছি ।

১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অদ্বিতীয়া আমি।
আজ খেয়াল করলাম এতোদিন পর...কি অসাধারণ শক্তি আছে আপনার এই নিক নেমটিতে...
আগেও খেয়াল করেছিলাম তবে ভাবিনি এভাবে।
শুভকামনা রইল অনেক অনেক ।

৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

অর্বাচীন পথিক বলেছেন: আপনার শারীরিক সুস্থতা কামনা করছি আপু :)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অর্বাচিন পথিক ।
শুভকামনা রইল ।

৪৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

এহসান সাবির বলেছেন: এখন কি অবস্থা? সুস্থ হয়ে ফিরে আসুন তাড়াতাড়ি......
আপনাকে আমার বাড়িতে বেড়াতে যেতে হবে তো.......

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

এখন আগের চেয়ে ভালো ।

হ্যাঁ, ইনশাহআল্লাহ যাবো...

শুভকামনা রইল, সাবির ।

৫০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:২৭

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আরজুর লেখা দেখে এলাম
শুভ কামনা দিতে, অনেক পুরনো ব্লগাদের নাম জানা হল। অসুস্থ্য শুনে মন খারাপ হয়ে গেল।
অনেক অনেক শুভ কামনা খুব জলদী সুস্থ্য হয়ে ফিরে আসুন আমাদের মাঝে :)

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

লেখা আর কী...
চার বছরের অনেককিছু লেখার ছিল...লিখতে পারিনি ।
অনেক ধন্যবাম ম্যা'ম ।
ভালো থাকুন সবসময় ।

৫১| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪

সুফিয়া বলেছেন: অনেক অনেক দোয়া করি আপনি সুস্থ সুন্দরভাবে দিন যাপন করুন।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:
অনেক কৃতজ্ঞতা রইল ।
আপনাদের দোয়াই আমার অনুপ্রেরণা ।

৫২| ০৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আবু শাকিল বলেছেন: আপু অনেক অনেক দোয়া রইল আপু । আল্লাহ যেন আপনাকে মানসিক,শারীরিক প্রশান্তি দান করেন।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

মানসিক, শারীরিক প্রশান্তিই আসল কথা ।

অনেক ধন্যবাদ, শাকিল ।
ভালো থাকুন অনেক ।

৫৩| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সুস্থতা দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি । ভাল থাকবেন আরজু পনি আপু সবসময় ।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সেলিম ।

খুব ভালো থাকুন সবসময় ।

৫৪| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩

লেখোয়াড়. বলেছেন:
আপনার আবার কি হলো।
সর্বশেষ আপনার কি অবস্থা।
মাঝে মাঝে জানানো উচিত।
কিন্তু আপনার শারীরিক অবস্থা, কি জানি।

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

আমি জানিনা আপনাকে এতো আপন মনে হয় কেন...হয়তো সবসময় খোঁজখবর রাখেন তাই ।

অনেক অনেক অনেক কৃতজ্ঞতা রইল আপনার কাছে ।

৫৫| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা আপু !

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অভি ।
অকেদিন পর দেখলাম ।
শুভককামনা রইল ।

৫৬| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৪

লেখোয়াড়. বলেছেন:
রাত জাগার কুফল নাকি আপু??

তো এখন মনে হয় বেশ ভাল আছেন, তাইতো?

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

বেশি সাহসের কুফলও বলতে পারেন ।
বেশি প্রত্যাশার কুফলও হতে পারে ।

এখন আগের চেয়ে ভালো আছি ।

৫৭| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

লেখোয়াড়. বলেছেন:
এই মূহুর্তে আপনাকে দেখতে পাচ্ছি এখানে।
আমার সাথে একটু কথা বলা যাবে কি?

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:


আমার কি বোরড কাজ করছেনা মাউস দিয়ে এটুকু লিখলাম

৫৮| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমরা চাই ব্লগ এডিক্টেক মানুষগুলো ব্লগটাকে সব সময় মাতিয়ে রাখুক........আপু আপনার অসুস্থতাটা কি?

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

ব্লগ এডিক্টেডমানুষগুলো চাইলেও সবসময় ব্লগটাকে মাতিয়ে রাখতে পারেনা...জীবনের প্রয়োজনেই ।

আমার অসুস্থতার কথা বলতে গেলে লম্বা ফিরিস্তি দিতে হবে...

৫৯| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬

ভারসাম্য বলেছেন: দ্রুত সুস্থ হয়ে উঠুন। শুভকামনা সব সময়ের জন্য।

২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ ভারসাম্য। ভালো থাকুন সবসময় ।

৬০| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

অদৃশ্য বলেছেন:



সুহৃদের মাধ্যমে জানতে পারলাম আপনার অসুস্থতার কথা আর এও জানতে পারলাম যে এখন আপনি কিছুটা ভালোর দিকে... আপনার অসুস্থতার খবর জেনে অবশ্যই অনেকের মতো আমিও চিন্তিত হয়েছি কিছুটা সাথে ভালোলাগার ব্যাপারটা ছিলো আপনার কিছুটা ভালো হতে থাকবার খবর... আল্লাহর কাছে দোয়া করলাম আপনার জন্য... আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলন এমনই প্রার্থনা...
আপনি যেন চেয়ারে বসে আবারো ভালোভাবে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন আপনার আবেগময় ও বিচক্ষন লিখনীর মাধ্যমে তারই অপেক্ষায় আমরা সময় গুনতে থাকলাম...

আর হ্যাঁ, মৃত্যুর জন্য যতটা সম্ভব প্রস্তুত থাকা যায় ততই ভালো... কেননা আমরাতো জানিনা যে কখন আমাদের মৃত্যু হতে যাচ্ছে।

প্রিয় আরজুপনির জন্য অনেক দোয়া ও শুভকামনা...

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪১

আরজু পনি বলেছেন:
আপনাকে দেখে খুব ভালো লাগছে ।
কখনো কখনো সাহস করে চেয়ারে বসে কম্পিউটারে কাজ করার চেষ্টা করি কিন্তু সুবিধা করতে পারছিনা ।
তবে আগের চেয়ে ভালো আছি ।

আশা করি ব্লগে নিয়মিত হবেন ।

৬১| ২৬ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২২

ইখতামিন বলেছেন: আপনি দ্রুত সুস্থ হোন। ভালো থাকুন। আমাদের আশাগুলো বেঁচে থাক।

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

আরজু পনি বলেছেন:
আমি নিজেও আমার আশা জাগিয়ে রাখতে চাই ।
অনেক অনেক ধন্যবাদ, ইখতামিন ।
শুভকামনা রইল ।

৬২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

রেজওয়ান তানিম বলেছেন: এত দিন পরে অসুস্থতার কথা জিজ্ঞেস করা কেমন জানি অশোভন, তার পরেও

আপনার সুস্থতা কামনা করছি।

আশা করছি এখন পুরদমে করছেন ব্লগিং

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:
খোঁজ রাখা...সেটা যতই দেরী হোক... তবুও ভালো লাগে ।
পুরোদমে ব্লগিং বলতে যা বোঝায় তা করার মতো সময় আসলে এখন আর পাই না..যদিও ইচ্ছে করে আগের মতোই ।
অনেকদিন পর ব্লগে দেখে ভালো লাগলো তানিম ।

৬৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

কালীদাস বলেছেন: চাইর বচ্ছর! বুড়া হয়া গেছেন !:#P
কুন স্টাইলে সাতড়ান? সামনে যাইতাছেন নাকি কুনু রেসলিংএ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:
সময়তো যাবেই.।জীবন থেমে থাকবে না ... বুড়ো হবো, অভিজ্ঞতা বাড়বে, স্মৃতি বাড়বে ।
B-)

আমি আসলে অনেক বছর পর সাঁতার শুরু করেছি।
তবে আপাতত টার্গেট ডুব সাতারে ৫০ মিটার ;)
ডুব সাঁতারে ২৫ মিটার পারি B-)

তারপর কোন এক অতৃপ্ত আত্মার সাথে গল্পের আসর জমাবো =p~

৬৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১

আহমাদ জাদীদ বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির বিলম্বিত শুভেচ্ছা ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:
বিলম্বিত জবাবের জন্যে দুঃখিত ।
অনেকদিন পরে আমার ব্লগে আপনাকে দেখে খুব ভালো লাগছে জাদীদ ।
অনেক শুভকামনা রইল ।

৬৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

রুদ্র জাহেদ বলেছেন: ভালো থাকুন সুস্হ থাকুন সবসময় প্রিয় ব্লগার আরজুপনি আপুনি

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রুদ্র ।
খুব চেষ্টা করছি সুস্থ থাকার ।
শুভকামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.