নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

অস্থিরতা কমিয়ে ফেলুন নিজেই...

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৮



অস্থিরতা লাগতে পারে
-আমরা যখন কাজের আগে না থেকে কাজের পেছনে থাকি তখন।

-কাজটা কোন কারণে আমাদের মনের মতো নয় বলে ।

-যেই কাজ গুলো নিয়ে অস্থির আছি তার চেয়ে কম গুরুত্বপূর্ণ কাজে সময় দিচ্ছি বেশি ।

-গুরুত্বপূর্ণ কাজে পছন্দ মতো/ প্রয়োজন মতো সহযোগিতা পাচ্ছি না বা ফিডব্যাক পাচ্ছি না

-অনেক সময় আমরা নিজেদের চেহারা নিয়ে হীনমন্যতায় ভোগার কারণেও অস্থির থাকি ।

-উচ্চ শিক্ষায় নিজের পছন্দের বিষয় নিয়ে পড়তে না পারলে অস্থির থাকি ।

-প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম হলে ।

-তথ্য প্রযুক্তির যুগে সোস্যাল মিডিয়ায় অনিয়ন্ত্রিত সময় ক্ষেপনে অস্থির থাকি

- একাকীত্ববোধ থেকেও অনেক সময় আমরা অস্থির থাকি ।

এরকম আরও কারণ থাকতে পারে। এবার দেখা যাক সমাধান করা যায় কেমন করে

-পেছনে যা গেছে তা নিয়ে চিন্তিত না হয়ে এই মুহুর্ত থেকেই কোন কাজ টা আগে করা দরকার তার একটা লিস্ট করে নিন

-যেই কাজটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনি মনোযোগ দিতে পাচ্ছেন না, ভেবে দেখুন সেই কাজটা ঠিক মতো ঠিক সময়ে (সময় পার হয়ে গেলে যত তারাতারি সম্ভব) করে ফেললে তা দ্বারা আপনি কতোটা লাভবান হবেন

-কম গুরুত্বপূর্ণ কাজ গুলোকে আপাতত রেখে পরে বেশি সময় নিয়ে আন্তরিক ভাবে করলেই লেঠা চুকে যাবে

- সৃষ্টিকর্তা প্রদত্ত চেহারা নিয়ে অসন্তুষ্ট না হয়ে জন্ম থেকে বা পরবর্তীতে কোন কারণে বিকৃত চেহারা নিয়ে জীবন যাপন করা মানুষগুলোর ছবি দেখে, তাদের জীবনধারা সম্পর্কে জানতে পারলে নিজের হীনমন্যতা অনেকটাই কেটে যাবে ।
সুন্দর চেহারা নয় বরং গুনাবলীসম্পন্ন মানুষ হওয়ার দিকে মনযোগ দিতে হবে ।

-পছন্দের বিষয় না পাওয়ার কারণে মন খারাপ না করে বর্তমান বিষয়টাতেই আনন্দ খুঁজে পরবর্তী জীবনে এই বিষয় নিয়ে পড়ার সুফল কী কী হতে পারে তা নিয়ে ভেবে, একই বিষয়ে সফল পূর্বসুরীদের তথ্য নিয়ে আনন্দের মাঝে বর্তমান বিষয়ে মনোনিবেশ করা ।

-প্রত্যাশা করলে মনমতো প্রাপ্য না পেলে মন খারাপ হতেই পারে, সেক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ।
যার বা যাদের কাছ থেকে প্রত্যাশা করা হচ্ছে তাদের সীমাবদ্ধতার কথাও ভেবে নিজেকে সান্তনা দেয়া যেতে পারে ।

-অনেকেই আছেন ব্লগ বা ফেসবুকের হোমপেজে তাকিয়ে থাকে অনেকটা সময় ধরে আর তার পরিচিত/অপরচিতদের কার্যকলাপ দেখে সাময়িক আনন্দ লাভ করে এবং পরে যখন খেয়াল করে এর মধ্যে অনেকটা সময় সে ক্ষেপন করে ফেলেছে এবং এই ঘটনা দিনের পর দিন চলতে থাকে তখন অপরাধবোধ থেকে অস্থিরতা আসতে পারে । সেক্ষেত্রে নিজের বাস্তবিক গুরুত্বপূর্ণ কাজ সেরে শুধু মাত্র প্রয়োজন অনুযায়ী সময়টুকুই দেয়া যেতে পারে ।

-অস্থির সময়গুলোতে মন খারাপ করা, দুঃখ জাগানিয়া গান শোনা থেকে বিরত থাকাই উত্তম ।
এই সময় সফ্ট যন্ত্র সংগীত বা মন ভালো করা মেলোডিয়াস গান শোনা যেতে পারে ।

- জীবনে ভালো বন্ধুর প্রয়োজনীয়তা অনস্বীকার্য । কেউ আমাদের পাশে এসে দাড়ালে, সহযোগিতার হাত বাড়িয়ে দিলে তা যদি মানসিকভাবেও হয় তবুও আমরা অস্থির সময়টাকে সফলভাবেই পারি দিতে পারি ।এই ব্যস্ত, হিসেবী জীবনে অনেকেই আমাকে, আপনাকে সময় দিবে না । কিন্তু কেউ কেউ থাকে যারা আপনার পাশে থাকবে । খুঁজে নেবার দায়িত্ব আমার, আপনার ।

এবং সব শেষে

-যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে...

আপনার মুনাফা আপনারই থাকবে, কেউ সহযোগিতা করুক আর না করুক।

ভালো করে হাত-মুখ ধুয়ে, চা খেয়ে (যদি অভ্যাস থাকে) কাজ শুরু করুন।
[তবে অবশ্যই এই শুরুটা দিনের যেকোন সময়ে হতে পারে।রাত জাগাকে নিরুৎসাহিত করা হচ্ছে।]

অনেক শুভ কামনা আপনার জন্য।

পুনশ্চ: এই লেখার একটা অংশ কখনো কোন একজন সহব্লগারের পোস্টে মন্তব্য হিসেবে করা হয়েছিল । তারপর তাতে আরো কিছু পরামর্শ যোগ করা হয়েছে । প্রতিটা মানুষই ভিন্ন চরিত্রের। আবার অনেকের স্বভাবের সাথে অনেকের মিলে যায়। এই লেখার কোন অংশ বা অনেক কিছুই আপনার সাথে মিলতে পারে অথবা নাও মিলতে পারে । তবে নিজের ভালোটা বুঝতে সময় ক্ষেপন করাটা নিজের জন্যেই ক্ষতিকর যা পরবর্তীতে দীর্ঘশ্বাসের সাথে হিসেব কষতে বসতে হতে পারে ।
সবাই ভালো থাকুন ।

মন্তব্য ৯১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৩

রিকি বলেছেন: আপু ওয়েলক্যাম ব্যাক :) কেমন আছেন এখন? আপনার এই পোস্ট কিভাবে,কার কাজে লাগবে জানিনা...তবে আমি ব্যক্তিগতভাবে এরকম একটা পোস্ট খুঁজছিলাম...অনেক বেশি প্রয়োজনীয় । পোস্টে অনেক অনেক ভালো লাগা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:
অফলাইনে পড়ে দুই লাইন আরো বাড়াতে ইচ্ছে করলো তাই আবার লগইন হয়ে এডিট করে দিলাম।
আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। অফলাইনে অনেক সময়ই আপনার পোস্ট এবং বিভিন্ন পোস্টে আপনার মন্তব্য পড়েই বোঝা যায় আপনি অনেক জানা এবং গভীর বোঝা মানুষ। তবে সেই বোঝার ক্ষমতাটা যেনো অস্থিরতায় নষ্ট হয়ে না যায় । এই লেখা কাজে আসলে ভালো লাগবে ।

আমি আগের চেয়ে তুলনামূরকভাবে ভালো আছি এবং ভালো থাকার জোর চেষ্টা চালাচ্ছি।
অনেক ভালো থাকুন, রিকি।
শুভরাত ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্ট পড়েতো আমার আরো বেশি অস্থির লাগছে!! তবে সমাধান গুলো প্রেসক্রিপশন হিসাবে প্রিন্টকরে আপতত পকেটে চালান করে দিলাম, যদি কোন দিন আরও বেশি অস্থির লাগে তাহলে সেদিনই এটা কাজে লাগতে পারে!!


দারুন একটা পোস্ট দিয়েছেন কিন্তু আপনি! এক্কেবারে যুগের সাথে তালের সাথে এবং সময়ের সাথে হুবহু মিলে গেছে!! ধন্যবাদ!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:
বেশি অস্থির না হয়ে সাহসের সাথে অস্থিরতা কমিয়ে ফেলুন ।
নিজের মূল্যবান সময়টাকে কেন হেলায় নষ্ট করবেন ।
আপনার মন্তব্যটা পড়ে লিখতে বেশ অনুপ্রাণিত হলাম ।
অনেক কৃতজ্ঞতা রইল, সাহসী সন্তান ।
শুভরাত্রি।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

হাসান মাহবুব বলেছেন: গুড ওয়ান, পনি আপা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, হাসান ।
শুভকামনা রইল সবসময়ের জন্যে ।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯

কাবিল বলেছেন: পোস্টটি পড়ে মানসিক দিক থেকে ভাল লাগছে।
মাঝে মধ্যে এমন কিছু টিপস চাই।
শুভরাত্রি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

আরজু পনি বলেছেন:
বেঁচে থাকলে চেষ্টা করবো লিখতে ।
অনেক ভালো থাকুন, কাবিল । শুভকামনা রইল ।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: আমি একটু অস্থিরমতিই।। তাই সামলে রাখি নিজেকেই।। তা না হলে অনিদ্রায় রাত কাটিয়ে পরদিন ছোলা মুরগীর মত অফিসে ঝিমাতে হয় :-/

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, রাত জেগে পরদন কাজের ক্ষতি করা কোন ভালো কিছু নয় । তাই সামলে রাখার অভ্যাসই ভালো পন্থা ।
অনেক ভালো থাকুন সবসময় ।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসাম... চমৎকার একটা লেখা লিখেছেন। আমার নিজের কম গুরুত্বপূর্ণ কাজে বেশী সময় দিয়ে গুরুত্বপূর্ণ কাজের বারোটা বাজিয়ে অস্থিরতায় ভোগার অভ্যাস আছে। প্রতিবার প্রতিজ্ঞা করি এটা ওভারকাম করার, কিন্তু পারি না। হয়ত জেনেটিক্যাল বৈশিষ্ট্য। :(

সুন্দর একটি পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন সবসময়। শুভকামনা রইল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:
হয়ত জেনেটিক্যাল বৈশিষ্ট্য।.......এই কথাগুলো নিজেকে আত্মরক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। আপনি চাইলেই নিজেকে এসব থেকে বের করে আনতে পারেন । নিজের সময়গুলো নিজের নিয়ন্ত্রণেই থাকুক...এই শুভকামনাই করি ।

অনেক ধন্যবাদ, বোকা মানুষ বলতে চায়...।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৯

মহান অতন্দ্র বলেছেন: সুন্দর পোস্ট আপু।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মহান অতন্দ্র।
আপনার সকল ধরণের সুস্থতা কামনা করি ।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, দেশ প্রেমিক বাঙালী ।
শুভকামনা রইল ।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

অন্তু নীল বলেছেন: ছোট্ট একটি কথা.।।। আমার ব্লগ জীবনের শুরুটা আপনার একটি পোস্ট প্রিয়তে নেওয়ার মাধ্যমে হয়েছিল।। খুব সম্ভবত প্রকাশনা বিষয়ে ছিল সেটি। আর আজ অনেকদিন পর আপনার একটি খুব সুন্দর লেখা পড়লাম। খুব ভালো লাগছে আপু। সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১

আরজু পনি বলেছেন:
সুন্দর মন্তব্যটি পড়ে আলো রেখার অনুপ্রেরণা পেলাম, অন্তু।
আমার কোন রেখা আপনার কোন কাজে আসলে কৃতার্থ হবো ।
খুব ভালো থাকুন সবসময়।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০

কামরুন নাহার বীথি বলেছেন: মানব জীবনের দ্বিধা -দ্বন্দ্বের সাথে তার সমাধান তুলে ধরেছেন, এবং বিচক্ষণতার সাথে !!!
অসাধারণ, অসংখ্য ধন্যবাদ!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

আরজু পনি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ, বীথি।
খুব ভালো থাকুন সবসময় ।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৩

রিকি বলেছেন: ধন্যবাদ আপু। আমার অস্থিরতা আসলে এই দুইটা কারণে--

-কাজটা কোন কারণে আমাদের মনের মতো নয় বলে ।

- একাকীত্ববোধ থেকেও অনেক সময় আমরা অস্থির থাকি ।

প্রথমটা কতদিনে কাটবে জানিনা, আর দ্বিতীয়টা কাটিয়ে উঠানোর প্রচেষ্টায় আছি। ভাল থাকবেন আপু :) :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

আরজু পনি বলেছেন: অনেক কাজই মনের মতো নাও হতে পারে.। কিন্তু সেই কাজটারও অনেক ভালো দিক থাকতে পারে.।
করল্লা অনেকেরই অপছন্দের খাবার কিন্তু তা স্বাস্থ্যের জন্যে ভালো.।
কোন অপছন্দের কাজের ভালো দিকগুলি খুঁজে বের করুন নিজেই উপকার পাবেন.।
আর একাকীত্বের সমাধান করাতো অনেক বেশি সহজ...আপনি ম্যুভি নিয়ে শুধু ব্লগই না আরো বিভিন্ন মাধ্যমে বিশেষ করে অনলাইন বা প্রিন্টেড পত্রিকায় লেখা পাঠানোর চেষ্টা করে দেখতে পারেন.।
অনুপ্রাণন পত্রিকায়ও যোগাযোগ করতে পারেন।
অনেক শুভকামনা রইল, রিকি ।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

আবু শাকিল বলেছেন: মানসিক ভাবে বিপর্যস্ত আছি।পোষ্ট পড়ে সান্তনা পেলাম।
ধন্যবাদ আপু।
অনেক দিন পর পেলাম।আশা করি ভাল আছেন।দোয়া করি ভাল থাকা হোক সর্বদা ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:
জেনে ভালো লাগলো , শাকিল।
আশাকরি দ্রুতই নিজের নিয়ন্ত্রণ নিজের মধ্যে আয়ত্ত্ব করতে সক্ষম হবেন ।
অনেক শুভকামনা রইল ।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

এহসান সাবির বলেছেন: দেখি অস্থিরতা কমিয়ে আনতে পারি কিনা........


শুভ কামনা আপু।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:
আপনি অনেক ধীর স্থির প্রকৃতির বলেই মনে হয়...অন্যের আগ্রহ, ইচ্ছেকে প্রাধান্য দেয়ার অভ্যাস আছে সম্ভবত ।
আপনার পক্ষে সহজেই নিজের অস্থিরতা কমিয়ে আনা সম্ভব।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, সাবির ।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯

এস কাজী বলেছেন: আমার মনে হয় এই পোস্ট টা আমার দরকার ছিল। ধন্যবাদ আপু এই পোস্ট করার জন্য।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:
কাজে আসলে লেখার চেষ্টা সার্থক মনে হবে ।
অনেক ধন্যবাদ, এস কাজী ।
শুভকামনা রইল ।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: কয়েকদিন যাবৎ বেশ কয়েকটা কাজে আমি এখন অস্থির সময় পার করছি, আশা করছি আপনার পোষ্ট থেকে কিছুটা অক্সিজেন পেয়ে যাবো......শুভেচ্ছা জানবেন আপু।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:
আপনার ঘুরে বেড়ানো ছবি ব্লগ বেশ কয়েকটি আমার কন্যাকে অফলাইনে দেখিয়েছি .।ওতো বেশ অবাক হয়েছে আপনার ছবি তোলার ভালো হাত দেখে ।
আশাকরি অস্থির সময় কেটে প্রশান্ত হবে মন।
শুভকামনা রইল, অনেক অনেক ।

১৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯

শায়মা বলেছেন: আমি আনন্দে থাকি আপুনি!!!!!!! :)

নো অস্থিরতা!!!!!!!!!!:) :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:
আনন্দে থাকার গুন সবার মাঝে থাকেনা। কেউ নিজে আনন্দে থাকলে তার আশেপাশের মানুষদের মাঝেও তা ছড়িয়ে দিতে পারে.। যেমন আপনি ব্লগে তা সফলভাবে করতে পারেন...। এই গুন সবার থাকেনা ।
সবসময়ই আনন্দে ভরপুর থাকুন।
অনেক শুভকামনা রইল, শায়মা ।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২

জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: আমি আনন্দে থাকি আপুনি!!!!!!! :)

নো অস্থিরতা!!!!!!!!!!:) :)

অতি আনন্দও একধরনের অস্থিরতা!! :P

চমৎকার পোষ্ট আরজুপনি আপু। :)

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন: অতি আনন্দ যদি একধরনের অস্থিরতা হয় এবং তা যদি অন্যদের জন্যে ভালো হয় তবে তো ভালোই ।

পোস্ট ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
ধন্যবাদ ...জন রেসি।

অনেক ভালো থাকুন, জেন রসি।

১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমৎকার পোস্ট।

আমিও প্রায়ই অস্থিরতায় ভুগী।

ওয়েলকাম ব্যাক আপু।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:
নিজেকে সামলে নিতে পারাটা, স্থির রাখতে পারাটা খুব দরকার নিজেদের জীবনের জন্যেই ।
অনেক ধন্যবাদ, বঙ্গভূমির রঙ্গমেলায় ।
খুব ভালো থাকুন ।

১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

কালীদাস বলেছেন: অনেক কথা লেখছেন অথচ টেনশন কমাইতে একশলা আকিজ বিড়ি নাইলে বেনসন কতটা ইফেক্টিভ এইটা বাদ্দিলেন? (আমি থ্রাশ মেটাল শুনি টেনশনে পড়লে :#) )
সবাই জিগাইতাছে কেমুনাছেন, আগেরটাতেও লেখছেন অসুস্হ...আমিও জিগাই কেমুনাছেন? দিনকাল কিরামকাটে?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:

হাহা বিড়ির অভ্যাস ভালো না ।
আমি নিজেই তো চা খোর ছিলাম অথচ এখন সেই নেশাকেও টাটা জানিয়েছি।

আপনার টেনশন কমানোর উপায় অবশ্য আজকালকার ইয়াং পোলাপাইনের, যেটা আপনি নিজেই ...ওইদিকটাও ভাবা উচিত ছিল আমার :P
আমি আপাতত আগের চেয়ে ভালো আছি এবং খুব চেষ্টা করছি ভালো থাকতে ।
আপনাকে দেখে খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ, প্রিয় কালীদাস ।

২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
ঢিঁচকাঁও ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

আপনার পোস্টে গতদিন মন্তব্য করে দেখি সুযোগ বন্ধ করে রেখেছেন।
এটি কি ঠিক?

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭

কালীদাস বলেছেন: নাহ, আমিও বুড়া হয়া যাইতাছি, আগের মত কান্ধে ব্যাগ ফালায়া সারাদিন ঘুরার পর এখন টায়ার্ড লাগে (আগে লাগত না)। এখনকার পোলাপাইনরে মেটালের সবক দিতে পারলে ভাল হইত, এইগুলা এমনে বেহালে নষ্ট হইত না :(
কথা হইল, আপনে সম্ভ্রান্ত মুসলিম মহিলা; আপনে এত রাইতে ব্লগে কি করেন? :P

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আজ অনেক বছর পর বাসে করে ময়মনসিংহ গেলাম এবং একই দিনে ফিরেও এলাম।...এখন অনলাইনেও আছি ;)
কাজেই আপনার মতো ইয়াং পোলাপাইনরা বুড়া হইয়া গেলেও নিজেকে বুড়া বলি কেমনে ?
:P =p~

হে হে শেষের লাইনে... ...

থাক...

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

ইখতামিন বলেছেন:
এই পোস্ট আমার খুব কাজে লাগবে। প্রিয়তে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

আমার নিজেরও কাজে লাগবে ।
অস্থির হলেই এই লেখা পড়বো...

:D

অনেক ধন্যবাদ, ইখতামিন ।
খুব ভালো থাকুন ।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

কালীদাস বলেছেন: ব্লগের অবস্হা দেখে সিন্ডিকেটের জমানা মনে পড়ে গেল তো তাই, লাস্ট লাইনটা লিখেছিলাম :P সিন্ডিকেটওয়ালাদের ফাউ ফাউ কমেন্টগুলোও খানিকটা হিট বাড়াত পোস্টে পোস্টে, মনে হত ব্লগে লোকজন বেঁচেবর্তে আছে...এখন কি আছে ওরকম কিছু? লোকজনের হাবভাবে তো মনে হয়না!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:
আপনার পুরোনো একটা পোস্টে টেস্ট কমেন্ট করে এলাম। আর ব্লগ কর্তৃপক্ষকে মেইলও করে দিলাম যে পুরোনো পোস্টের মন্তব্য নিজের ব্লগে সাম্প্রতিক মন্তব্যের ঘরে দেখা যাচ্ছেনা ।
দূর্যোর পুরোনো পোস্টে গত ৩১ তারিখে করেছিলাম একই অবস্থা, নিজের পোস্টে টেস্ট কমেন্ট করতে অস্বস্তিই হচ্ছিল, তারপরও প্রমান দেখাতে করতে হল।

সিন্ডিকেটওয়ালাদের ফাউ ফাউ কমেন্টগুলোও খানিকটা হিট বাড়াত পোস্টে পোস্টে, মনে হত ব্লগে লোকজন বেঁচেবর্তে আছে...
এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
তবে আমি এব্যাপারে কথা বলতে ভয় পাই ।

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

কালীদাস বলেছেন: আপনে ভয় পান, এইটা কেমুন কথা #:-S আইচ্ছা বাদ দেন!
ঐ লোকটা কি মরে গেছে নাকি? ব্লগে কোন ট্রেস দেখিনা, মেলাদিন! নাকি আমার সাথে ডিটেলইড মেইল শেয়ার করার ভয়ে বর্ডার ক্রস করে মিডলইস্টে চলে গেছে? :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

কোন লোকটা ?

আমিতো একজনকে হন্যে হয়ে খুঁজছি :(
বয়স কম থাকলে তার বাপের বাড়ির এলাকা থেকে তাকে খুঁজে বের করতাম :P
এখন গ্যাঁদা, ছাওয়াল পাইলাই দিন ঠাহর করতে পারিনা ।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২২

কালীদাস বলেছেন: দূর্যোধন! আপনে কারে খুজেন? B:-)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

আরজু পনি বলেছেন:
তার নাম মুখে নিয়ে ব্লক খেতে চাই না :| #:-S

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: চমৎকার একটা লেখা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রামানিক।
শুভকামনা রইল ।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩০

থিওরি বলেছেন: অনেক দিন পর আপুর পোস্ট পেলাম। ধন্যবাদ আপু। আমার যেসব বন্ধু অস্থিরতায় ভোগে তাদের পোস্টের লিংক পাঠালাম। দেখি কতটুকু কাজ হয়!

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:
অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার ইচ্ছে থাকতে হবে । তবেই এই লিঙ্ক-এর লেখা উনাদের কাজে লাগতে পারে ।
আমি মোটামুটি প্রতিমাসেই অন্তত একটা পোস্ট দেবার চেষ্টা করে থাকি....বছরে এক/দুইবার মিস হয় হয়তো ।

এই পোস্টের রেখা কারো কাজে আসলে ভালো লাগবে খুব ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, থিওরি ।

২৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

জুন বলেছেন: আপনার পোষ্ট যখনই দেখি তখনই লগ আউট থাকি । আজ আর ছাড়াছাড়ি নাই ।
অনেক প্রয়োজনীয় একটি পোষ্ট প্রিয়তে রাখলাম ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:

প্রিয় ব্লগার, আপনার তারুণ্য, মেধা সবসময়ই অনুপ্রেরণা যোগায় আমায়। আপনার লগআউটের ঘটনা তো শুধু আপনার একার না ... :(

প্রিয়তে রেখে সম্মানিত করায় কৃতজ্ঞতা জানাই ।
অনেক ভালো থাকুন সবসময় ।

২৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০

দর্পণ বলেছেন: সিন্ডিকেটওয়ালাদের ফাউ ফাউ কমেন্টগুলোও খানিকটা হিট বাড়াত পোস্টে পোস্টে, মনে হত ব্লগে লোকজন বেঁচেবর্তে আছে...
এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
তবে আমি এব্যাপারে কথা বলতে ভয় পাই ।

ভয় নিয়ে একখান পোস্ট দেন পনি।

ভয় ভীতি বা নির্ভিক সাহস দুইটাই অপকারী এমনই মনে হয় আমার।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:

দেয়া যেতে পারে...আগের একটা লেখা আছে।
তাতে একটু সময় দিলেই দাড়িয়ে যাবে হয়তো...
অবশ্য সেই সময় দেয়াটাই এখন মুশকিল।
আপনাকে দেখে ভালো লাগলো ।
ধন্যবাদ রইল, দর্পণ।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

মাসূদ রানা বলেছেন: খুব ভালো লিখেছেন :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, মাসূদ রানা।
খুব ভালো থাকুন সবসময় ।

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

লেখোয়াড়. বলেছেন:
কি দুরাবস্থা!!
মানুষদের প্রকৃতি দেখলে মাঝে মাঝে হাসি পায়।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:
মানে কী?
আমিতো আপনার মন্তব্যের কিছুই বুঝলাম না !

৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪

নিয়েল হিমু বলেছেন: এর মানে হচ্ছে লেখাটা আপনার রিসার্চ তাইতো ? অনেক ভাল লাগল এটা ভেবে যে কতদিন পরে একটা জার্নাল পড়লাম যেন । ফলো করতে চেষ্টা করব নির্দেশনা গুলো :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:
নিয়েল, অনেকদিন পর আপনাকে দেখলাম...ভালো লাগলো পুরোনো কাউকে দেখে ।
এই লেখা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক শুভকামনা রইল ।

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

অন্ধবিন্দু বলেছেন: খুবই পজেটিভ লেখা/চিন্তা। ব্যক্তি অস্থিরতা কমিয়ে আনার চেষ্টা থাকে তবে সামাজিক অস্থিরতায় ফের ডুবে যেতে হয়...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০১

আরজু পনি বলেছেন:

সমস্যাটা হয়তো দুষ্ট চক্রের মতো...তবে তারপরও নিজেকে সামলে চললে অনেক সমস্যা থেকেই পরিত্রাণ পাওয়া যায় বা অনেক সমস্যা কাছেই ঘেষার সুযোগ পায়না ।
অনেক ধন্যবাদ, অন্ধবিন্দু ।
শুভকামনা রইল ।

৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫

বাঘ মামা বলেছেন: ঈদ মোবারক :)

পোস্ট গুরুত্বপুর্ন পড়েছি কিন্তু কিছু বলা হয়নি, আসছি আবার ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:
ইদ মোবারক, বাঘ মামা।
আচ্ছা ঠিক আছে ।

৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

আপনাকেও ইদের অনেক শুভেচ্ছা রইল, সাবির ।
আমি এবার শুধু নিজের পরিবারের বৃত্তে বন্দি থেকে ইদ করেছি...
অনক ভালো থাকুন ।

৩৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯

আরজু পনি বলেছেন:

:)

৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর পরামর্শ।অনেক অনেক কাজে লাগবে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, জাহেদ।
কাজে লাগলে ভালো লাাগবে ।
শুভকামনা রইল অনেক অনেক ।

৩৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

রাতুল_শাহ বলেছেন: প্রচন্ড প্রেসার মানে অমানবিক চাপে থাকি ভাই।

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:

এর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে।
নইলে সবকিছুতেই বিরক্তি লাগবে...একসময় সবকিছু অর্থহীন মনে হবে।
শুভ সকাল, রাতুল ।

৩৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

রাতুল_শাহ বলেছেন: শুভ সকাল

২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

শুভ সকাল, আবারো।
:)
ভালো থাকুন, সুস্থির থাকুন ।

৪০| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সব সময় অস্থিরতার মধ্যেই থাকি । সুস্থির হয়ে কোথাও বসতে পারি না । মনে হয় কেউ যেন প্রহার করছে । সেদিন প্রেশার মাপালাম । প্রেশার ওঠা-নামা করে । অারজুপনি অাপু, অাপনার পোস্টটা ভালো লাগলো । এর পরিক্ষামূলক চর্চা শুরু করছি । দেখি মানসিক দীনতা দূর হয় কি না ।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যটা দেখে একটা জবাব দিয়েছিলাম, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে যে প্রকাশিত হয়নি তা আর খেয়াল করা হয়নি আজ খেয়াল করলাম ।
অনেক দুঃখিত ।

নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই অনেক অস্থিরতা কমে যায় । আর ধর্মীয় প্রার্থনাও মনকে নরম করে ।
শুভকামনা রইল, সাধু ।

৪১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

খায়রুল আহসান বলেছেন: খুবই inspirational post এটা, পড়ার সাথে সাথেই 'লাইক'। প্রিয়তেও রাখলাম।
অনেক কথাই নিজের সাথে মিলে যাওয়াতে অস্থিরতাও একটু বেড়ে গেল।
অনেক পাঠকের মন্তব্যে লাইক দিলাম, আপনার অনেক উত্তরেও।
চমৎকার এ লেখাটার জন্য কোন ধন্যবাদই যথেষ্ট নয়, আরজুপনি।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:
পড়ে মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
খুব ভালো থাকুন ।

৪২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: অস্থিরতা অনেক ক্ষেত্রে বয়েসের বৈশিষ্ট্যও হয়। তখনকার অস্থিরতা উপভোগ্য।

ভাল পোস্ট ছিল এটা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ প্রোফেসর সাহেব ।
ঠিকই বলেছেন। বয়সের বৈশিষ্ট্যও হতে পারে।

ভালো থাকুন সবসময় ।

৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

এম.এ.জি তালুকদার বলেছেন: আপু, মনটা ভালো নাই। অনেক আশা নিয়ে যৌক্তিক সৃষ্টিশীল লেখালেখির প্লাটফরম ভেবে ব্লগে আসি। কিন্ত এখানে প্রায় শতভাগ লেখার মানই সন্তোষজনক নয়। লেখার মধ্যে তীক্ষ্ণ জীবনাচারবোধ,সুন্দরের যৌক্তিক ঘটনা পরস্পরা উপস্থাপনে নতুন তথ্য প্রদান নাই। যেন- মহাভারতের কথা অমৃত সমান,কাশিরাম দাস বলে শুনে পূন্যবান। এখানেই শেষ নয়--নাবুঝ কিছু মন্তব্যকারীর কান্ডকারখানা দেখলে নিজেকেই পাগল মনে হয়। আবার আপনাকে বিরক্ত করবো----ব্লগার মারুফ তারেক -এর ইংরেজ সাহিত্যিক হ্যামিংওয়-কে নিয়ে লেখাটা পড়ুন। তার লেখা এবং আমি সহ কয়েকজন মন্তব্যকারীর মন্তব্য দেখুন। আপু, এগুলো দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, কিছুদিন না লিখে কাচি হাতে নিয়ে এই সমস্ত স্থানে কাচি চালাবো। এবং আপনাকে আমি একজন নতুন ব্লগার হিসাবে বিশেষভাবে অনুরোধ করবো--- এ ব্লগের হাট হতে আমাকে একটা আত্মসচেতন,নিজবিচারী,সৃষ্টিশীল লেখকের তালিকা দিন, যা থেকে হৃদয় জুড়ানো কিছূ পাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

কাচি চালানোটাকি খুব জরুরী ?
লিখতে লিখতেই একসময় হাত পাকবে ।
পাকতে দিননা...এখানে সবাই কি পাকা হাতে আসে ?

আর আমার পছন্দ এবং আপনার পছন্দতো এক নাও হতে পারে ।
কেউ কেউতো ভালো লিখছে...একটু খেয়াল করলেই ভালো লেখা পাবেন...নিশ্চয়ই ।

৪৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

এম.এ.জি তালুকদার বলেছেন: আপা,আমি সেটা বলিনি। ভালো লেখা অবশ্যই আছে। কিন্ত, এখানে অনেক লেখকদের মধ্যে মিথ্যা অহংকার আছে, এক কথায় মূর্খতার ভন্ডামী।গৈ-গেরামে একটি কথা- অল্প চষো,বেশী করে ঘষো। কিন্ত ব্লগে মনে হয়-- যতটুকু জানো তার দিগুন প্রচার করো, দেখিয়ে দাও। এই দেখতে গেলেই মন খারাপ হয়ে যায়। কিছু বললে-- উল্টো ক্ষেত বলে কিজানি বুঝায়।- ক্ষেত কিবা মূল্যহীন, যেখানে শষ্য ফলাই বা আবাস গড়ি। প্লিজ,ঐ ব্লগটায় গিয়ে দেখুন না----তাদের কান্ডকারখানা।তাছাড়া আপনার লেখায় তো চাওয়ার চেয়ে অনেক বেশীই পাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

আমি ওখানে মন্তব্য করিনি ঠিকই কিন্তু পড়ে এসেছি পোস্ট সহ মন্তব্যগুলোও।

আপনি বরং ব্লগিয় মিথস্ক্রিয়া বাড়ান...আর নতুন নতুন পোস্ট দিন...তাতে ভালো কিছু হতে পারে বলেই মনে হচ্ছে ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল ।

৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

এম.এ.জি তালুকদার বলেছেন: “আপনি বরং ব্লগিয় মিথস্ক্রিয়া বাড়ান...আর নতুন নতুন পোস্ট দিন” আমার কিছু সমস্যা আছেঃ
(১) ব্লগের লেখার বয়স,আর কম্পিউটার শেখার বয়স একই দিন হওয়ায় এ বিষয়ে আমি খুবই কাচা। ভুলে নিজের লেখার নীচে মনতব্য দেই, এই হলো শিক্ষার দৌড়।
(২) পেশাগত কারণে সময়ের অভাব।
(৩) জীবনে পড়া-লেখা করার সুযোগ হয় নাই।
(৪)পত্রিকার কলামিস্ট হওয়ার নেশা।
(৫)মিথ্যা আর অহমিকা সহ্য করতে নাপারা।
(৬)৫নং কারণে মানুষের শত্রু হয়ে যাওয়া।
(৭) ভালোলাগে সুন্দর মনের মানুষ,যেখানে কলেরার মড়ক লেগেছে।
(৮) গৈ-গেরামেও সবাই এখন অসাধারণ মানুষ।
তাহলে আমি কিবা লিখবে এবং কাদের জন্যইবা লিখবো। শুধু শত্রু সংখ্যা বৃদ্ধি করা।

৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

নিরব ঘাতক ফাহিম বলেছেন: +++।।।।লাইক

৪৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পরবর্তী পোস্ট চাই।

ভালো থাকুন, অস্থিরতা কমাতে বেশি করে শসা খেতে হবে নাকি !!
ভালো থাকুন।

৪৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২

অপর্ণা মম্ময় বলেছেন: গতকাল থেকে খুব অস্থিরতায় ভুগতেছি। কালকে সাম্প্রতিক মন্তব্যের ঘরে এই পোস্টের লিংক দেখে ভাবছিলাম ঢুকবো।
শুধু চেহারা না নিজেই নিজেকে নানা কারণে আন্ডার এস্টিমেট করা থেকে অস্থিরতা আসে। আমার অস্থিরতার কিছু কারণ আমার স্পেশাল মানুষটার কাছে খুব হাস্যকর। আর তার হাসিই আমাকে অস্থিরতায়,রাগে পাগল বানিয়ে দেয়। তখন ৪/৫ ঘন্টার বিরতি নিলে আমার কাজ হয় কিছুটা।
আসলে প্রত্যাশা বিশাল একটা ফ্যাক্টর আমি মনে করি। তার প্রাপ্তি কমাতে পারি না বলেই অস্থিরতা সর্বত্র বিরাজমান।

আপনি ভালো আছেন তো? স্থির আছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.