নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

আমি এক দুরন্ত যাযাবর : ভ্রমন+ছবি ব্লগ

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২



পথে-প্রান্তরে, আনাচে-কানাচে, গিরি-নদী-সমতল, সবুজে সবুজে ঘুরছি তো ঘুরছিই...তারপরও বাকী রয়ে গেছে অনেক!
আমার প্রিয় শ্যামলিমায় ভরা এই বাংলাদেশ দু'চোখ ভরে দেখেও মেটেনা মনের আশ । যারা আমার ব্লগে বা ফেসবুকে আমার খোঁজ রাখেন তারা জানেন বেশ কয়েকমাস ধরেই অসুস্থতা, চরম ব্যস্ততায় আমি ডুবে আছি ।
কিন্তু এই অসুস্থতা বা ব্যস্ততা, ছানা-পোনাদের স্কুল, নিজের-সঙ্গীর কর্মক্ষেত্রও আমার যাযাবর জীবনে কোন প্রভাব ফেলতে পারেনি ।
নয়ন ভরে যতটা দেখেছি সেভাবে ছবি তুলে (ডিএসএলআর নামক হামান দিস্তা ক্যামেরা সামলাবো নাকি অসুস্থ এই আমাকেই সামলাবো !) স্মৃতি ধরে রাখতে পারিনি...তারপরও কিছু ছবি কখনো ক্যামেরায় কখনো হ্যাং হয়ে যাওয়া মোবাইলে তোলার চেষ্টা করেছি নিজের জন্যেই ।

১ম পর্ব : খাগড়াছড়ি

খাগড়াছড়ির এই ঝর্ণা দেখতে চাইলে অবশ্যই হাঁটার উপযুক্ত কোন জুতা বা সেন্ডেল পরে নিতে হবে । আর ঢালু পথে নামতে কোনভাবেই হাঁটার গতি বাড়ানো যাবেনা...গতি বাড়ালেই আর নিজেকে সামাল দেয়া যাবে না। আমার কন্যা তার ভাইকে ধরার জন্যে যেই না হাঁটার গতি বাড়য়েছে অমনিতেই সে তার গতি এমন বেড়ে গেছে যে সে তার দৌড় থামাতে না পেরে ভাইয়ের গায়ে হুরমুর করে পড়ে হাটু ছিলে ফেলেছে ।


নিজেকে সামলে আগে ছবি তুলেছি ।


এই জায়গায় নিজেকে সামলানো সত্যিই খুব কষ্টকর ব্যাপার । ইচ্ছে করে ঝর্ণার পানিতে ঝাপ দেই !


পোজ দিতে সন্ন্যাসীরাও বাদ যাবে কেন ?


আলুটিলার রহস্যময় গুহায় বেল্টওয়ালা সেন্ডেল পরে যাওয়াই উত্তম । আর অবশ্যই পা মাটিতে মানে পাথরে আটকে আটকে আগাতে হবে । গুহায় প্রবেশের আগে এক মুরুব্বী বাচ্চাদের নিতে নিষেধ করছিলেন । কিন্তু উনিতো জানেননা যে আমাদের বাচ্চারাও কম যায় না ! যদিও কন্যার সেন্ডেল স্রোতে ভেসে যাচ্ছিল-পেছনের একজন সেই সেন্ডেল উদ্ধার করে দিয়েছেন ।
ওহ বলে রাখা ভালো যে, এই গুহায় ঢুকতে অবশ্যই মশাল নিয়ে ঢুকতে হয়তো বটেই, মশালের ব্যাকাপ নিয়েও যেতে হয়...


অবশেষে সফলভাবে গুহা পারি দিতে পেরে বিজয়ীর বেশে পুত্র আমার ।

২য় পর্ব : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বিজয়-৭১


ব্রহ্মপুত্রের পারে, কৃষিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


নিঃস্ব


ব্যাঙের ছাতাতো বটেই, মাশরুম নয় অবশ্যই ।-কৃষিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ।


নাম ভুলে গেছি, তবে ফুলগুলো খুব মন টানছিল


মাঝিকে ভাড়া দিতে গিয়ে বরকে জোর করেই বেশি ভাড়া দিতে বাধ্য করেছি।স্বজনপ্রীতি বলে কথা ;)


কৃষিবিশ্ববিদ্যালয়ের অতিথিভবনের ভেতরে


কৃষিবিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ইন্সটিটিউটএর গেস্ট হাউসে রাত্রি যাপন...


সকালের নাস্তার দাওয়াত পেয়েছিলাম ময়মনসিংহ শহরে রোম ।। তে ।

৩য় পর্ব: হালুয়াঘাট

মাটি আপন পর বোঝেনা-আমরাই আপন-পর করি


পাহারা না বসালেতো উপায় নেই /:)


সাবধান করার পর কথা না শুনে মরলে দোষ দিতে পারবেন না ।


ওই সময়টাতে তুমুল বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি কারো কারো সর্বনাশ করলেও বাড়িয়েছিল প্রকৃতির সৌন্দর্য !


চলছিল বেশ মাছ ধরার উৎসব...


মাছের সাথে ব্যাঙ ফ্রি...


১৯৭১ সনে মুক্তিযুদ্ধে শহিদদের নামের তালিকা ।

৪র্থ পর্ব : গজনী
১.


২.


৩.


৪.


৫.


৬.


৭.


৮.

আর এই গুহায় একবার ঢুকে ভয় পেয়ে ফিরে এসে আবার আলো নিয়ে ঢুকেছি ।

৯.

এই ট্রেনটা শেষ পর্যন্ত চলেনি...ইলেকট্রিসিটি না থাকলে যে জেনারেটরের ব্যাকাপ থাকার কথা ছিল, তা ওদের ছিল না।

শেষের ছবিগুলোর ক্যাপশন দেয়ার আগেই আমি শ্যাষ ! আপনারা নিজ দায়িত্বে ক্যাপশন দিয়ে নিন ।
আরো কয়েক পর্ব দেয়া যেত, কিন্তু পোস্ট বড় হয়ে যাচ্ছে বেশি...পরে কখনো সময়, সুযোগ পেলে এবং অবশ্যই বেঁচে থাকলে...

মন্তব্য ১২১ টি রেটিং +২১/-০

মন্তব্য (১২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

ধমনী বলেছেন: ভালো লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:
প্রথম মন্তব্যে অনেক ধন্যবাদ, ধমনী ।
শুভকামনা রইল ।

২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আমি ইহতিব বলেছেন: মোবাইলে দেখলাম আপু। ছবিগুলো ভালোভাবে দেখা হলনা বলে আফসোস হচ্ছে। ল্যাপটপ এ বসে সামু দেখবো তা এখন স্বপ্নেও ভাবতে পারিনা।
ভ্রমণ কাহিনী সব সময়ই ভালো লাগে। আপনার ছবিযুক্ত ভ্রমণ কাহিনী ও ভাল লাগলো।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর ছবি ব্লগ পোস্ট দিলাম । হাতে, পিঠে ব্যথা থাকায় অনেক বেশিই কষ্ট হচ্ছিল ছবি সেট করতে...কেননা বারবারই ভুল হচ্ছিল । তিন বার তিন পোস্ট তৈরী করে অবশেষে এই পোস্ট প্রকাশ করতে পারলাম । আপনার উপস্থিতি...হোক তা মোবাইলে তবু্ও ভালো লাগলো...আমিতো মোবাইলে শুধু দেখেই মনের আশ মেটাই ।
অনেক ভালো থাকুন সবসময় ।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪০

প্রামানিক বলেছেন: ছবিগুলো দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লাগলো জেনে অনেক প্রীত হলাম ।
ধন্যবাদ সহ শুভকামনা রইল ।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

আহমাদ জাদীদ বলেছেন: ভালো লাগল, তবে গজনীর ওই গুহা একেবারে বোগাস!

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:
ঢোকার শুরুতে বুঝিনি যে এটি কৃত্রিম, তবে ভয় পেয়েছিলাম প্রচুর অন্ধকার আর বেটা মানুষের কন্ঠ শুনে । /:)
আপনাকে ব্লগে দেখে ভালো লাগলো ।
অনেক শুভকামনা রইল ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

তারছেড়া লিমন বলেছেন: ছবি ও বর্ণণা খুব ভাল লাগলো আপু..................

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
অনেক ভালো থাকুন ।
শুভকামনা রইল ।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: ছবি আর বর্ণনা সব কিছুই ভাল লেগেছে।

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:
মন্তব্যে অনেক ধন্যবাদ, ফেরদৌসা রুহী ।
আমার ব্লগে স্বাগতম ।
শুভকামনা রইল ।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


সাবধান সামনে ভারত, প্রবেশ নিষেধ।

ঘুরাঘুরি মোবারাক আপা !!!

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, তবুও ভালো কাটা তারের বেড়া দেখতে হয়নি । বাচ্চারা খুব যেতে চাচ্ছিল...শেষে ওদের আন্তর্জাতিক রাজনীতি পড়াতে হয়েছে হাহাহাহা
অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো ।
আশা করি আপনি নিয়মিত হবেন এবং আমিও নিয়মিত হবো ।
অনেক শুভকামনা রইল ।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

আমিনুর রহমান বলেছেন:



এতো জায়গায় একসাথে যামু কেমনে :P একটা একটা করে দিলে হতো না :)
এখন কেমন আছিস?

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:

আমরা খাগড়াছড়ি গেছি শুক্রবার কাক ডাকার আগেই...শনিবার কুত্তার মতো দৌড়ে ফিরতে হয়েছে কন্যার গল্প লেখার পুরস্কার নিতে অনুষ্ঠানে যোগ দিতে ।
ময়মনসিংহ গেছি মোট দুই রাত তিন দিনের ভ্রমণে। ময়মনসিংহ, মুক্তাগাছা, হালুয়াঘাট, ফুলপুর, শেরপুর, নেত্রোকোনা...
ময়মনসিংহে নিজের বাড়ি থাকা সত্ত্বেও গেস্ট হাউজে থাকতে দারুণ লেগেছে ...হাহাহাহা
তবে পুরো সময়টাতে ডাক্তারের সাজেস্ট করা বেল্টের সাপোর্ট নিয়ে চলতে হয়েছে । সাথে ওষুধও ।
এখন অনেকের চেয়েই ভালো আছি...বিশেষ করে হাসপাতালে গেলে অন্যদের দেখে মনে হয় আমি ভালো আছি...মানুষের কতো বিপদ হচ্ছে :(
অনেক ধন্যবাদ, আমিনুর।
সুস্থতা কামনা করি সবসময় ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ইচ্ছা আছে আপা খুব করে নিয়মিত হবার তবে সবই আল্লাহ পাকের ইচ্ছা।

দোয়া করবেন। আপনার জন্যেও দোয়া করি।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:

আমারতো খুবই নিয়মিত হতে ইচ্ছে করছে...আসলেই সবই উপর ওয়ালার ইচ্ছে ।
আশা করি তিনি সাহায্য করবেন ।
ফিআমানিল্লাহ ।

১০| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০

কিরমানী লিটন বলেছেন: মনোরম মুগ্ধতার সমাবেশ-নান্দনিক ভালোলাগায় ছুঁয়ে গেলো, অনেক শুভাশিস জানবেন ...

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

আরজু পনি বলেছেন:
বাহ, খুব সুন্দর করে মন্তব্য করলেন.।
মন্তব্য করার মধ্যেও শিল্পের ছোঁয়া আছে ।
শুভকামনা রইল, কিরমানী লিটন ।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

+ খাগড়াছড়ি বেশি ভাল লাগলো । জাল দিয়ে মাছ ধরার দৃশ্যটিও দারুন হয়েছে ।+

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সেলিম ।
আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
শুভকামনা রইল আপনার জন্যে এবং একই সাথে নতুন বইয়ের জন্যেও ।

১২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১২

রক্তিম দিগন্ত বলেছেন: ময়মনসিংহে কি বিশ্বকাপের মৌসুমে এসেছিলেন নাকি?

আমার শৈশবের আড্ডাস্থলের এক গাদা ছবি দেখলাম। সত্যি কথা বলতে, বাস্তবে এতটা ভাল না লাগলেও ছবিতে জায়গাগুলো দেখে অপূর্ব লাগছে।

ভ্রমণ পোষ্টটা বেশ ভাল লেগেছে।

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আরজু পনি বলেছেন:
গেল রোজার মাসের কয়েকদিন আগে এসেছিলাম ।
বাস্তবে ওই জায়গাগুলোতে গেলে বিশেষ করে ব্রহ্মপুত্রের পারে গেলে আমি এতোটাই আবেগাপ্লুত থাকি যে আমার কাছে সবই সুন্দর লাগে ।

আমার খুবই ভালোবাসার জায়গা ওই প্রিয় ব্রহ্মপুত্রের পার .।
আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল রক্তিম দিগন্ত ।

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪২

ভয়ংকর বোকা বলেছেন: অনেকদিন পরে সামুতে ডু মারলাম। কয়েকটা জায়গা সত্যি অপূর্ব । ছবিগুলি একটু ওভার এক্সপোওসড আপু।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

আরজু পনি বলেছেন:
যাক, আমার ছবি ব্লগ দেয়া সার্থক ।
অন্তত একজন প্রায় হারাতে বসা ফটো পাগল ব্লগার এই ছবি ব্লগ দেখে ব্লগে লগইন করলো ...
মাথার মধ্যে মানুষের ছবি এবং সাথে কাহিনীর ভাবনা আছে...কখনো সময় সুযোগে লেগে পড়বো...
প্লিজ পোস্ট দিন যেনো ফটো তোলা নিয়ে আমার মতো শখের ফটো কেরানীরা কিছু শিখতে পারি।
অনেক শুভকামনা রইল ।

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩২

সামাইশি বলেছেন: Eye catching photos. Thanks for sharing with us.

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

আরজু পনি বলেছেন:
থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট ।
গুডলাক ।

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: পথের টানেই ঘর ছেড়েছি পথই আমার ঘর..... আমি এক যাযাবর!!! :)

ঘুরাঘুরি ভালু!

ঘুরতে পারিনা! হাত পাও বান্ধা! +++++++++++++++++++++++

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

আরজু পনি বলেছেন: আমি এক দুরন্ত যাযাবর
দিন নেই রাত নেই
বসে থাকি গাড়িতেই.।
এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা
যেখানেই সেখানেই খুঁজে পাবে মোর ঠিকানা।
চাওয়া পাওয়া নেই কিছু
কোন বাধন নেই পিছু
কেউ আমার রাখেনা খবর...
আমি এক দুরন্ত যাযাবর
:)

আমি কোন বাঁধা মানিনা
শেকল ছিঁড়ে বেড়িয়ে পড়ি...
ঘরই হোক আপনার আপনার আপন...
ভালো থাকুন অনেক, বিদ্রোহী ভৃগু ।

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

আমি বন্দি বলেছেন: সুন্দর ও নিরাপদ একটি ভ্রমন সম্পর্কে বেশ জানা হলো শেয়ার করার জন্য ধন্যবাদ ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আসলেই নিরাপদ ভ্রমণ ।
সাধে থাকার জন্যে আপনাকেও অনেক ধন্যবাদ.।আপনার বন্দিত্ব ঘুচুক ।

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হায় আল্লাহ... আপনি বেঁচে থাকুন! এভাবে কেউ বলে!

ছবিগুলো অনেক রকমের। সবে মিলে একটি কথাই শুধু বলেছে... মায়াময় গ্রাম বাংলার কথা। বৃষ্টির দিনে খড়াজালে মাছধরা আর ভরা নদীর বাঁকে আটকে গিয়েছিল দৃষ্টি।

বাংলার সৌন্দর্য্য বিশ্বস্তভাবে বর্ণনা করতে চাইলে ফটো ছাড়া বিকল্প নেই।

ভালো থাকুন, আরজুপনি :)

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:
মন্তব্যের প্রথম লাইনটাতেই আটকে ফেলেছেন ।
আমরা কেউ কারো রক্তের সম্পর্কে আপন নই.।কিন্তু একই ব্লগের সুবাদে কতো আপনজন.।এজন্যেই এই ব্লগটা আমার এতো প্রিয়.। প্রিয় সামহোয়্যারইন । সবাই কতো আপন...
হ্যাঁ, ছবি দিয়ে যতো সহজে একটি দৃশ্য তুলে ধরা সম্ভব তা হয়তো অনেকসময়ই আর কোন মাধ্যমে সম্ভব নয় ।

মাছ ধরার দৃশ্যটিযে কী অসাধারণ ছিল ! ঝিরঝির বৃষ্টির মধ্যে রীতিমতো হৃদয় কাড়া.।

আপনিও অনেক ভালো থাকুন, প্রিয় ব্লগ রত্ন ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২০

কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো চমৎকার । যেন কথা বলছে !!! বর্ণনা আরেকটু থাকলে ভাল লাগতো ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:
আমারতো এটুকু বর্ণনা দিতেই হাতে, পিঠে ব্যথা হয়ে গেছে :(
শেষের দিকে ব্যথায় ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মতো ছিল :(
ছবি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
আমিতো ভয় পাচ্ছিলাম তেমন আহামরি কোন ছবি তুলতে পারিনি..আপনাদের হয়তো ভালো লাগবেনা..হয়তো ভালো করে ছবিতে আমার ঘুরুন্তির অনুভুতি বোঝাতে পারলামনা ।

অনেক ধন্যবাদ রইল, কথাকথিকেথন (হাহাহাহা না দেখে আপনার নাম টাইপ করে যা দাড়াল তাই রাখলাম )

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

আবু শাকিল বলেছেন: ছবি এবং বর্ণনায় শৈল্পিক সৌন্দর্য খুঁজে পেয়েছি । আপনি ভাল ছবি তোলেন ।
ভাল থাকবেন আপু।দোয়া রইল ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:
আপনাদের দারুণ সব মন্তব্যে আমিই দারুণ মুগ্ধ ।
মন ভরে যাচ্ছে ।
ছবি গুলো পোস্ট হিসেবে তৈরী করতে খুব কষ্ট হচ্ছিল.। শেষের দিকে আর পারছিলাম না শারীরিক কষ্টে । তবুও শেষ পর্যন্ত মনের জোরে পোস্ট করেছিলাম । আমার সেই পরিশ্রম, কষ্ট সার্থক হয়েছে ।
দোয়ার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, শাকিল ।

২০| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাংলার সৌন্দর্য্য বিশ্বস্তভাবে বর্ণনা করতে চাইলে ফটো ছাড়া বিকল্প নেই।

কেমন আছেন আপু?

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:
মইনুলের সাথে সহমত।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভেবে যে আমার চেয়েও কতো খারাপ অবস্থায় মানুষ আছে ! :(
শুভকামনা রইল, সোহেল ।

২১| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

কামরুন নাহার বীথি বলেছেন: আরো কয়েক পর্ব দেয়া যেত, কিন্তু পোস্ট বড় হয়ে যাচ্ছে বেশি...পরে কখনো সময়, সুযোগ পেলে এবং অবশ্যই বেঁচে থাকলে... ------

আপু, এভাবে কেন বলছেন!! শরীরটা কি খুব খারাপ? :(
অনেক অনেক জায়গার ছুটে বেড়িয়েছেন, ছবি তুলেছেন, কী অপূর্ব ছবিগুলো!!!
পাহাড়ি ঝর্ণার ছবি দেখেই ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে, আর আপনিতো এত কাছে থেকে দেখেছেন!!! :)

আপনার এ লেখায় একরাশ মুগ্ধতা --------

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:
আমার শরীরটা ভালো যাচ্ছে না বীথি :(
মনে হচ্ছে পাগল হয়ে যাবো, আর পাগল যেনো না হই তা ঠেকাতেই শরীর খারাপ হচ্ছে :(

ঝর্ণার সামনে আমার মনের অবস্থা শোচনীয় ছিল, নিজেকে ঠেকাতে রীতিমতো যুদ্ধ করেছি । ওখানে ঝাঁপিয়ে পড়াই কাজের কাজ ।
আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরণা ।
অনেক শুভকামনা রইল ।

২২| ০৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট ++++++

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইল, মামুন ।

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালোই ঘোরাঘুরি করলেন। শরীর কেমন এখন?

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:
হাহা ঘোরাঘুরি করলাম মানে ?
আমিতো নিয়মিত ও কাজের কাজী...
গত শনিবারে গেছি মাওয়া ঘাটে ইলিশ ভাজা খেতে । তার আগের বৃহস্পতিবার পটুয়াখালি যাওয়ার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা ভেস্তে গেছে । আগামী কাল যাচ্ছি ময়মনসিংহে । বন্ধের দিনে ঘুরে বেড়াই ঢাকার বাইরে সাধারণত আর যেদিন গুলোতে স্কুল, অফিস খোলা থাকে সেদিন ডাক্তার/হাসপাতালে আর সুযোগ মতো কর্মক্ষেত্রে ।
কাল সুর্য় উঠার আগে বেরুবো কিন্তু আজ রাতে দেখি আমার সকালের ওষুধ শেষ !
ভালো থাকার চেষ্টা করছি, হাসান ।
সবসময় পাশে থাকার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল ।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

এস কাজী বলেছেন: পনি আপু, ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ভাল লাগল :)

কিন্তুক কৃষিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এর ছবিটা পছন্দ হয়নি :(

দেখি এর কারন আপনি বলতে পারেন কিনা?? =p~

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:
কৃষি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের কিছুই আমি ক্যামেরায় ধরতে পারিনি ।
এই ক'টা ছবি শেয়ার করেছি নিজেকে সান্তনা দিতে ।
হতে পারে নদীর অংশটুকু ক্যাম্পাসের সীমানার বাইরে =p~
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, এস কাজী ।

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

শামছুল ইসলাম বলেছেন: আগে যাযাবরদের সাথে ক্যামেরা থাকত না, কিন্তু আমাদের প্রিয় এই যাযাবর আপুর সাথে আছে ক্যামেরা আর আছে মন কাড়া ভাষার বাহার। অসাধারণ ছবির সাথে ভাল লাগা ক্যাপশন গুলোয় একটু চোখ বুলিয়ে নেইঃ

//এই জায়গায় নিজেকে সামলানো সত্যিই খুব কষ্টকর ব্যাপার । ইচ্ছে করে ঝর্ণার পানিতে ঝাপ দেই !//

//পোজ দিতে সন্ন্যাসীরাও বাদ যাবে কেন ?//

//অবশেষে সফলভাবে গুহা পারি দিতে পেরে বিজয়ীর বেশে পুত্র আমার ।//

//নিঃস্ব//

//নাম ভুলে গেছি, তবে ফুলগুলো খুব মন টানছিল //

//মাঝিকে ভাড়া দিতে গিয়ে বরকে জোর করেই বেশি ভাড়া দিতে বাধ্য করেছি।স্বজনপ্রীতি বলে কথা ;)//

//মাটি আপন পর বোঝেনা-আমরাই আপন-পর করি//

//সাবধান করার পর কথা না শুনে মরলে দোষ দিতে পারবেন না ।//

//ওই সময়টাতে তুমুল বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি কারো কারো সর্বনাশ করলেও বাড়িয়েছিল প্রকৃতির সৌন্দর্য !//

খুব সাধারণ একটা ক্যাপশন, তবুও মনে অন্য রকম সুর তোলেঃ

//১৯৭১ সনে মুক্তিযুদ্ধে শহিদদের নামের তালিকা ।//

ভাল থাকুন। সবসময়। সুস্থ হয়ে উঠুন দ্রুত।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৪

আরজু পনি বলেছেন:
ঝর্ণাতে ঝাপ দিতে পারিনি.।মনের দুঃখ মনেই চাপা দিয়েছি।
আমি পানিতে গেলে আমার ছানা-পোনাও যেতো । তাই নিজেকে সামলাতে হয়েছে বিশেষ করে । আর কিছুটা অসুস্থতো ছিলামই.।তারপরও নিজের সাহস আর শক্তি দেখে আমি নিজেই মুগ্ধ হাহা

আমার কোট করা ক্যাপশন গুলো পড়ে আমার নিজেরও খুব ভালো লাগছে যে ওগুলো আপনার ভালো লেগেছে ।
অনেক ধন্যবাদ ।
আর শুভকামনা রইল, শামসুল ইসলাম ।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছবি সহ অপুর্ব একটা পোস্ট। ভাল লাগল।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:
পোস্ট ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ, ঢাকাবাসী ।
খুব ভালো থাকুন সবসময় ।

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক কথায় মুগ্ধ !
মাঝিকে ভাড়া বাড়িয়ে দেয়া , স্বজন প্রীতি কেন হল বুঝে আসেনি । ( ফান হলেও বিষয়টা ধরতে পারিনি )

অনেকগুলি ছবি , দু পর্ব করলে একটু রসিয়ে উপভোগ করা যেত B-)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:
আমি ময়মনসিংহের আর মাঝিও ময়মনসিংহের । সেই হিসেবে মাঝি আমার এলাকার মানুষ ।
আমিতো বেড়াতে গেছি ময়মনসিংহে তাই মাঝিকে ভাড়া বাড়িয়ে দেয়াটা নিজের এলাকার মানুষের প্রতি স্বজনপ্রীতি আর কি ।

আপনার মুগ্ধতা আমার অনুপ্ররেণা ।
অনেক অনেক ধন্যবাদ, গিয়াস লিটন ।
শুভকামনা রইল ।

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: আপনার অতি দ্রুত সুস্থতা কামনা করছি ।

হা হা হা । কষ্ট করে যে টাইপ করে লিখেছেন এতেই অনেক কিছু । কপি পেস্ট করেও দেয়া যেতে পারে !!

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

আরজু পনি বলেছেন:

কপি পেস্ট করেতো দেয়াই যায় । আমি দেখতে চাচ্ছিলাম কতটুকু একবারে লিখতে পারি ।
শুভকামনার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, কথাকথিকেথিকথন।

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার পোস্ট।ছবি কথা বলে--ছবিগুলো দেখতে দেখতে মনে হচ্ছে যেন মনছবিতে দৃশ্যগুলো ভেসে উঠল।নান্দনিক। আমরাও তেমন পরিশ্রম ছাড়াই ঘুরে আসলুম আপনার অসাধারন ছবির মাধ্যমে... :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:

এই পরিশ্রম ছাড়া ঘুরেও মন্তব্যে জানালেন এটাই বা কয়জনে জানায় ? কয়জনে পাশে থাকে ? কয়জনে উৎসাহ দেয় ?
অনেক কৃতজ্ঞতা রইল, রুদ্র ।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

অগ্নি সারথি বলেছেন: ভাললাগা।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, অগ্নিসারথী।
শুভকামনা রইল ।

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

জুন বলেছেন: আমিও এক যাযাবর পনি :)
দেশের ছবিগুলো ভালোলাগলো অনেক।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩

আরজু পনি বলেছেন:

ধুর আপনিতো পর্যটক...আমি হইলাম যাযাবর...চাল-চুলো নেই। ডাল-মুলো নেই আমার ।
আপনার ভালেঅ লেগেছে জেনে প্রীত হলাম, প্রিয় ব্লগার ।
অনেক শুভকামনা রইল ।

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



এই তো কী সুন্দর লিখলেন । কলমে যতোটুকু নয় তারচে' বেশী লিখলেন ক্যামেরার লেন্স দিয়ে । বিষয় থেকে বিষয়ান্তরে গেছেন শারীরিক অসুস্থতা নিয়েও, ক্যামেরা , পিচ্চিদের সামলে -সুমলে । ব্লগের প্রতি এ তো আপনার এক কমিটমেন্ট । যাযাবর হয়েও ফিরে ফিরে এসেছেন বারবার এখানেই ।

শরীর হয়তো খানিকটা বেসামাল করে দিচ্ছে কিন্তু উথাল-পাথাল মনখানা নিয়ে জীবনের সব মরুময় সাহারা পেড়িয়ে যান অনায়াসে, এ কামনা রইলো ।
শুভেচ্ছান্তে ।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:

অনেক দারুণ মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ জানাই, জনাব জী এস ।
অনেক শুভকামনা রইল ।

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো ছবি পোস্ট, টুকরো টুকরো ক্যাপশন।
অসুস্থ ছিলেন/ আছেন জানতাম না। দোয়া করি সুস্থ হয়ে উঠবেন শীঘ্রই।
ভালো থাকুন। সাবধানে থাকুন সুস্থ হওয়া পর্যন্ত।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪

আরজু পনি বলেছেন:

অপর্ণা, অনেকদিন পর আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ।
ছবি ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল ।

৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

রিকি বলেছেন: চমৎকার ছবি পোস্ট বিশেষত খাগড়াছড়ির গুলো। অনেক অনেক ভালোলাগা জানবেন আপু :) :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

আরজু পনি বলেছেন:
সবসময় পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, রিকি ।
ওহ একটা কথা জানানো দরকার...অনুপ্রাণনের গত দু'টো সংখ্যাই এখন আমার হাতে ;)

৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

কলমের কালি শেষ বলেছেন: আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন । দোয়া রইলো অশেষ ।

ভ্রমণ ভাল লেগেছে খুব । ছবিগুলোও মনকড়া ।

শুভ কামনা রইলো ।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

দ্রুত সুস্থই হতে পারছিনা । একেরপর এক লেগেই আছে ।
পোস্ট ভালো লাগার জন্যে অনেক ধন্যবাদ, আপনাকে ।
শুভমকামনা রইল ।

৩৬| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

আলোরিকা বলেছেন: বিয়ের পর আমার হ্যাজব্যান্ড আমাকে নিয়ে হানিমুনে গিয়েছিল খাগড়াছড়ি – এটি তার প্রিয় শহর গুলোর একটি ! এরপর সেখান থেকে দীঘিনালা এবং আরও অনেক অনেক নালা পেরিয়ে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট ছিমছাম ছবির মত গ্রাম মারিশ্যায় ! সৌন্দর্য উপভোগ করব কি , পোঁছেই অসুস্থ । তাকে সকৌতুকে জিজ্ঞাসিলেম ভাই ইহা কি হানিমুন নাকি এক্সারসাইজ ?! যাহোক খাগড়াছড়ি বেশ ভাল লেগেছিল । রিকশায় ঘুরে বেরিয়েছি সুইজারল্যান্ডে , ভাল লেগেছে সিস্টেমের পাহাড়ি খাবার । আলু্টিলার উপরে পর্যটন মোটেলে থেকেও সেখানে যাওয়া হয়নি অসুস্থতার কারণে ।
কৃষি বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্যের বর্ণনা শুনেছিলাম অনেকের মুখেই , আপনার কল্যাণে আজ খানিকটা উপভোগ করলাম । ভাল থাকবেন আপু । অনেক শুভ কামনা । :)

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:
হাহা আসলেই এক্সারসাইজই বটে !

তবে অনেক বেশি সুন্দর, যার ছিটেফোঁটাও আমি এখানে উপস্থাপন করতে পারিনি ।
আর কৃষিবিশ্ববিদ্যালয়অনেক বেশি সুন্দর...এখানে যে কয়টা ছীব দেয়া আছে তার থেকে অনেক বেশি।
আামাদের পরিকল্পনা আছে শিগগীরই দু'তিন দিনের জন্যে শুধুই কৃষিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরবো ।

অনেক ধন্যবাদ আলোরিকা...আপনার এবং আপনাদের জন্যে অনেক শুভকামনা রইল ।

৩৭| ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০

আরমিন বলেছেন: বা কৃ বি র ছবিগুলো দেখে মজা পেলাম! ছবি তুলেছিলাম অনেক, কিন্তু পোস্ট লেখার টাইম পাইনি। আর মজার কথা হলো এতোবার ওখানে গিয়েছি, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও নদীর পাড়ে বেড়ানো হয়নি।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

আমিতো কৃষি বিশ্ববিদ্যালয়ের আসলে কিছুই তুলতে পারিনি ।
সন্ধ্যার অন্ধকার নামার আগে নদীর সাথে কিছু তুলেছিলাম, বিশেষ করে নিজের :P
কিন্তু একটাও মন মতো হয়নি ! (অসুস্থ আর ভীষণ রকম মোটা হয়ে যাওয়ায় কোন ছবিই মনে ধরেনি)

কখনো সময় পেলে শেয়ার করবেন আশা করি ।
আরমিন, অনেক দিন পর আমার ব্লগে এলেন...অনেক ভালো লাগলো।
ভালো থাকুন অনেক অনেক...
শুভকামনা রইল ।

৩৮| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

রিকি বলেছেন: ওহ একটা কথা জানানো দরকার...অনুপ্রাণনের গত দু'টো সংখ্যাই এখন আমার হাতে

সামনের সংখ্যাতে আরেকটা আসবে বলে মনে হয়। ;) আপনার প্রতি, সামুর প্রতি এবং অনুপ্রাণনের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা আপু। :) :) :)

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

আরজু পনি বলেছেন:

মনের গভীর থেকে খুব ভালো করে আমার জন্যে দোয়া করুন, যেনো সুস্থ আর আরো গতি সম্পন্ন হই। নইলে সামনের বইমেলাতে অনুপ্রাণন থেকে ব্লগারদের বইয়ের সংকলনের কাজটি কেমন করে করবো বলুন ?

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

আরজু পনি বলেছেন:

যাহ ব্বাবা সংকলনের কথা জানাতে গিয়ে অভিনন্দন জানানোর কথা বেমালুম গিলে ফেলেছি ।
অনেক অভিনন্দন রইল ।
এমনইতো চাই... !:#P

৩৯| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

গেম চেঞ্জার বলেছেন: আগেই দেখেছিলুম, মন্তব্য করা হয়নি ভূলে। ট্যাব অপেন করা ছিল। অনেক অনেক ভাল লাগলো। + ভাল থাকবেন।

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

আরজু পনি বলেছেন:

ব্যাপারনা...আপনি মনে করে এলেন এটাই আমার পোস্ট দেবার অনুপ্রেরণা ।
আমিতো অনেক সময়ই অনেকের পোস্ট অফলাইনে মোবাইলে পড়ে ফেলি, কিন্তু যখন বাসায় ফিরে পিসিতে বসি তখন মাথায় থাকে কখন পিসি থেকে বেরুবো :(
পোস্ট ভালো লাগলো বলে কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল ।

৪০| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩

রিকি বলেছেন: মনের গভীর থেকে খুব ভালো করে আমার জন্যে দোয়া করুন, যেনো সুস্থ আর আরো গতি সম্পন্ন হই।

খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপু । দোয়া রইলো অশেষ। :) :) :) :)

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

আরজু পনি বলেছেন:

আপনাদের দোয়া আর অনুপ্রেরণাতেই যেনো এখনো চলতে পারছি আমি ।
কৃতজ্ঞতা রইল অনেক অনেক...

৪১| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাপরে, এক ধাক্কায় খাগড়াছড়ি থেকে একেবারে ময়মনসিং-হালুয়াঘাট !! রিসাং ঝর্ণাটা আসলেই সুন্দর...

আর চিড়িয়াখানায় দেখি নতুন বিপজ্জনক প্রাণী এসেছে ! নাম তার ভারত ! :|

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

আরজু পনি বলেছেন:
আরে নাহ.।
আমরা শুক্রবার গুলোতে মুলত বাইরে যাই আবার রোববারে সকালে ঢাকা থাকি :)

তা আর বলতে :|
ঝর্ণাটা আসরেই দারুন !

অনেক ভালো থাকুন, জহির ।
শুভকামনা রইল ।

৪২| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৩

উর্বি বলেছেন: দারূন

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, উর্বি ।
শুভকামনা রইল ।

৪৩| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

এহসান সাবির বলেছেন: লাইক...


বইমেলার পোস্ট চাই....!! রেডি শুরু করেন :)

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:
বই নিয়ে কাজ করতে হবে শিগগীরই । :)

আপনার সাথে কথা আছে ফেসবুকে পাবো কিনা জানিনা ।

অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন আশা করি ।
অনেক শুভকামনা রইল, সাবির ।

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

আরজু পনি বলেছেন:

আচ্ছা আপনি কি ব্লগের বাইরে এনামুল রেজা নামে লিখেন ?

৪৪| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: অসাধারণ বর্ণনার সুন্দর সুন্দর ছবি সত্যি অসাধারণ

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:

আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল , আনারুল ইসলাম ।

৪৫| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার সব ছবি।

ধন্যবাদ আপু, শেয়ার করার জন্য। :)

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০০

আরজু পনি বলেছেন:
ছবি ব্লগ ভালো লাগলো জেনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ, জেন রসি ।
ভালো থাকুন সবসময় ।

৪৬| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর ছবি সব :)

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, তাহসিন ।
শুভকামনা রইল ।
:)

৪৭| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

পলক শাহরিয়ার বলেছেন: ক্যাপশন,ছবি, ব্যাতিক্রমী উপস্থাপনসবই ভাল লাগল।

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

আরজু পনি বলেছেন:
আপনার ভালো লাগলো জেনে আনন্দিত হলাম ।
অনেক ধন্যবাদ সহ শুভকামনা রইল, পলক ।

৪৮| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: আপুনি পোস্ট পড়ে তো

আমি এক যাযাবর গানটাই কানে ভাসছে!!!!!!!!

আপুনি মেয়েটা নাচ শিখলো কতটুকু??? :)

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

আরজু পনি বলেছেন:

আমি এক দুরন্ত যাযাবর গানটা থেকৈ শিরোনাম দিয়েছি।
অবশ্য ভুপেন হাজারিকার গানের কথা মাথায় আসেনি ।
তবে এখন শুনতে হবে ।

কন্যার টিচারের বাবু হয়েছে তাই আপাতত বন্ধু আছে। ডিসেম্বর থেকে আবার শুরু হবে ।
এই ফাঁকে গানের টিচারের কাছে ব্যাসিকটার তালিম নিচ্ছে ।
আল্লাহর রহমতে ও এমনিতে হারমোনিয়ামে একা একাই যে কোন গান তুলতে পারে...কিন্তু ব্যাসিকটা না থাকলেতো সুরে ধার আসবে না...এটা কন্যাকে বোঝানো মুশকিল ।

৪৯| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

শায়মা বলেছেন: আপু ঐ বয়সে কি কারো ভাল্লাগে সা রে গা মা আর আ আ আ করতে বলো!!!!!!!! শুধু ইচ্ছা করে এক লাফে গান গাই। টিচার যখন বলে আগে বেসিক তখন তাকে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় শত্রু। কিসের বেসিক কিসের কি? আমার কি যে রাগ হত। তাই আমিও নিজে নিজেই গান তোলা শিখে ফেলেছিলাম। অবশ্য সেই গান যে তোলা যায় হারমোনিয়ামে সেটা বুঝতে শেখার পিছে একজনের অবদান ছিলো আর সেটা নিয়েই আমার গান শেখা কবিতা লিখেছিলাম আপু-

গান শেখা

হারমোনিয়াম বাজিয়ে আমি গাইছি নিধাপাধা
সেটাই নাকি করতে হবেই সেটাই গলা সাধা ।

পাশের বাসার রুম্মামনি হারমোনিয়াম নিয়ে
তরতরিয়ে বাজায় কেমন আলগোছে মন দিয়ে ।

ইষ্টি কুটুম মিষ্টি কুটুম কুটুমপাখির ছা
খোকন সোনা গান ধরেছে তাইরে নাইরে না।

আমার মোটেও ভাল্ লাগেনা সারে গামা পা
তার চেয়ে ও গাইছে কেমন কুটুম পাখির ছা ।

এক বিকেলে খাতির করে দিলাম দাওয়াৎ ওকে
তোমার মতন গানটা প্লিজ শিখাও না আমাকে,

রুম্মামনি ভীষন ভালো শিখিয়ে দিলো আমায়
কেমন করে ঠিক ঠিকঠাক বাজনা হাতে নামায় ।

এক নিমিষে শিখে নিলাম গানটা তখন আমি
রুম্মামনি সোনার খনি হীরার চেয়েও দামী,

এখন আমি বাজাতে জানি যে সেই গান কোনো
রুম্মা তোমায় পড়ে মনে সে কথা কি জানো?

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৫

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য দেখেই বেশ বড় একটা রিপ্লাই দিয়েছিলাম...নেটওয়ার্কের সমস্যার কারণে হারিয়ে গেছে :(
অনেক ধন্যবাদ, শায়মা খুব ভালো থাকুন সবসময় ।

৫০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

ইষ্টিকুটুম বলেছেন: াহ! দারুন! ছবিতে ছবিতে ঘুরে এলাম, আপনার সাথে।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০

আরজু পনি বলেছেন:
দুঃখিত, মন্তব্যটা দেখতে দেরী হয়ে গেল ।

অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময় ।

৫১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

আরইউ বলেছেন: অনেক ভালো লেগেছে। কয়েক হাজার কিলোমিটার দূর থেকে নিজের দেশটাকে দেখে ভালো লাগলো। অনেক ধন্যবাদ পনি!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্য পড়ে আবেগী হলাম । আমি ইদানিং ছবি ব্লগ দিলেই প্রবাসী বন্ধুদের কথা ভাবি ।


প্রথমত ভেবেছিলাম আপনি যুক্তরাষ্ট্রের কোথাও থাকেন...
তারপর হলো...আপনি শুরুর দিকের ব্লগার...কিন্তু নতুন নিকে এসেছেন।

আগের ব্লগিং নেশায় থাকলে আপনাকে নিয়ে গবেষণা করতাম কিন্তু এখন কাউকে নিয়ে সেই গবেষণার আগ্রহবোধ করি না ।
অনেক ভালো থাকুন ।

৫২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

কালীদাস বলেছেন: ছবিগুলা সুন্দর :) আছেন কেমন?
আমার লেটেস্ট একটা ট্রাভেলগ দেখেন। ব্লু লেগুন :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:
একটু আগেই হামার ব্লগে আপনার মন্তব্য পড়ছিলাম ।
আপনার কিন্তু মাত্র এই একটা না...আমাকে ছবি...অনেকগুলো ছবি দেখানোর কথা ছিল ...মাইন্ড করছি ।

আপনি ভুলে গেছেন ।
তারপরও আপনাকে দেখলেই মনটা আনন্দে আর অভিমানে ভারী হয়ে উঠে !

একটু আগে ফেসবুকে একজন কোন কারণ ছাড়া ব্লক করছে । কিছুদিন আগে আনব্লক করে নক করছিল কী করাণে তাও জানিনা । আমি কাওরে নিয়া ভাবতে চাই না। তারপরও যখন এমন করে তখন ইচ্ছের বিরুদ্ধেই ভাবনারা আসে...চাইলেও মাথা থেকে সরাতে পারতেছি না । :|

এই মন্তব্য দেখলে বাকী যত জায়গা আছে সবখানেই ব্লক করবো #:-S
এই অভিমানী মানুষগুলার সাথে ছোটবেলার মাইরপিট কালে কেন পরিচয় হইলো না তাই আফসোস লাগতেছে...

৫৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৯

আরইউ বলেছেন: অনেক পথ পেরিয়ে এখন আমি ইকুয়েডরে আছি বছর দুয়েক-এর জন্য। প্রবাসে না এলে দেশকে অনুভব করা যায়না। আমি যে এলাকায় থাকি তা নির্জণ, সুন্দর, বিশুদ্ধ বাতাসে চারদিক সয়লাব, আমার সিকিউরিটি প্রোটোকল অসাধারণ। কিন্তু তবুও দেশের ছবি দেখেই মনে হয় "আহা! আমার দেশ!!"

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:
আমি অন্তর্জালের মানুষ নিয়া ভাবতে চাই না...
আপনিতো আমাকে আরো কনফিউজড করে দিচ্ছেন ! :(

তারপরও শেষের লাইনটাই টেনে রাখলো !

"আহা! আমার দেশ!!"

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন: আপনার নিজের ব্লগে কোন পোস্ট নেই কেন জানতে পারি ?

৫৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

আরইউ বলেছেন: একদম স্ক্র্যাচ থেকে শুরু করতে চাই। পুরাতন ব্লগার তাই লিখলে নিয়মিত ব্লগাররা বুঝে যাবেন। তাই সময় নিচ্ছি।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

হাহা স্ট্রেটকাট জবাবে মজা পেলাম ...এবং সত্যিই মনটা হঠাৎ করেই ভালো হয়ে গেল (ফেসবুকের একটা ঘটনায় অস্বস্তিতে ছিলাম)।
এজন্যে অবশ্যই কৃতজ্ঞতা জানাই ।

আচ্ছা সময় নিন ।
তবে চাইলেই যেমন নিজেকে লুকানো যায় অনেকের কাছেই তেমনি চাইলেও কারো কারো কাছে নিজেকে লুকানো যায় না কোনভাবেই ।

৫৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

কালীদাস বলেছেন: ভুলিনি। সমস্যা হল, সময়- ব্লগে খুবই ইরেগুলার আমি বছর দুয়েক হয়। এবছরও বেশ কিছু দেশে যাওয়া হয়েছে নানা কারণে, বাসায় পর্যন্ত সবগুলো পাঠানো হয়নি :( বুঝেন অবস্হা :| শীতকালীন বন্ধ শেষ হলে আবার গায়েব হয়ে যাব সম্ভবত :|

কয়দিন আগে এক নব্যব্লগার আমারে ছাগু ডেকে রিমান্ডে পাঠানোর দাবি জানিয়েছে =p~ =p~ জাস্ট এই টাইপের নিখাদ বিনোদনগুলো মনে পড়ে যায় বলে ফিরে আসি সময় পেলে :)

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

হাহা আপনাকে ছাগু ডেকেছে ...হাহাহাহা

আসলেই বিনোদন =p~

৫৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

বাংলার নেতা বলেছেন: অসাম!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, বাংলার নেতা ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

৫৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০

বাংলার নেতা বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা রইল ।

৫৮| ১৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩০

পুলহ বলেছেন: খাগড়াছড়ি আর কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়া হয়েছে। হালুয়াঘাটের মাছ ধরার ছবিটা দেখে কেন যেনো খুব মায়া লাগছে আপু!
এখনো পুরোপুরি সুস্থ না হয়ে থাকলে, অবিলম্বে আপনার পূর্ণ আরোগ্য প্রার্থনা করি।
আপনার মেয়েকে তার পুরস্কারের জন্য অভিনন্দন :)

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৯

আরজু পনি বলেছেন:
হয়তো খুব আপন মনে হচ্ছে...তাই ওই ছবিটা মায়া লাগছে ।

আমি এখন পুরোপুরি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ।
তবেনিজের প্রতি ভালোবাসাটা প্রচণ্ড না হলে আবার বিছানায় পড়বো নিশ্চিত জানি !
সেই ভয়েই আছি...।

অনেক ধন্যবাদ পুলহ ।

আমার কন্যাকে বলবো "হৃদয় স্পর্শ করা গল্প লিখিয়ে একজন যার লেখা পড়ে আমার চোখে পানি চলে এসেছিল, সে তোমাকে অভিনন্দন জানিয়েছে ।"

৫৯| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন: বাঘ মামার অবস্থা দেইখা শিয়াল মামা মনে হইলো। ঐ ছবি দেখলে আসল বাঘ লজ্জায় ব্রহ্মপুত্রে লাফ দিবে হলফ করিয়াই বলা যায়। কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই অনেক সুন্দর ছবির জায়গা আছে। যদিও জীবনে একবারই গিয়াছিলাম সেখানে ভর্তি পরীক্ষা দিতে। ম্যালা ঘুরা ঘুরি দিছেন দেখতাছি।

বর্ষা কালের গ্রামের সৌন্দর্য সেখানে না থাকলে পুরোপুরি বোঝা বা উপভোগ করা যায় না।



১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন:

হাহা
বাঘ আর দেখবে কেমন করে বলুন...আমরাই না হয় দুধের স্বাদ ঘোলে মেটাই ।

পরিকল্পনা আছে শুধু কৃষি বিশ্ববিদ্যালয়েই দু'দিন কাটাবো...।
এতো বড় ক্যাম্পাস কিছুক্ষণে পোষায় না সত্যিই ।

গল্প বা বিষয়ভিত্তিক প্রবন্ধ ছাড়া আর কোন কিছুতেই একটাতে স্বস্তি পাইনা । তাই রকমফের করা ।

ক্যামেরার চোখে গ্রাম, বর্ষার সৌন্দর্য আসলেই বোঝা যায় না ।
তারপরও ডিজিটাল মানুষদের জন্যে এই শেয়ার...তবু্ও কিছু না হয় দেখা হলো ।

অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.