নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

তোমারো লাগিয়া প্রাণ আমার কান্দেরে... প্রাণ বন্ধু ফেসবুকরে :(

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

যে যাই বলুন আমি ফেসবুককে মিস করছি :(
আমি ঘড়ি ধরে হিসেব করলে ব্লগের চেয়ে ফেসবুকে সময় কম কাটাই । সেটা ব্লগের সাথে পরিচিতি হওয়ার পর থেকেই । হতে পারে অনেক সময়ই আমি ব্লগে অফলাইনে থাকি বিভিন্ন কারণে । আমি চাইলেই টর দিয়ে ফেসবুক চালাতে পারি...কিন্তু ফেসবুক নিয়ে ততটা উন্মাদনা আমার মধ্যে নেই ।

তবে কখনো টর দিয়ে ব্লগিংও করেছি ;)
আজ যখন সকালবেলা পুরান ঢাকার বংশালে গেলাম মাঠা খেতে ওখানকার পুকুর ঘাটে দুটো সাইনবোর্ড ঝুলছে। একটিতে পুকুরের চারপাশে এক চক্কর দিলে কতোটুকু হাঁটা হবে আর তিন চক্কর দিলে কতোটুকু হাঁটা হবে তার খতিয়ান দেয়া...আর হাঁটা যে স্বাস্থ্যের জন্যে ভালো তাও সেখানে লেখা । সেটা দেখেই দিলাম বিশাকার পুকুরের চারপাশে এক চক্কর । ওখানকার পঞ্চায়েত বেশ কাজের মনে হলো । অনেক সময়ই সরকারী প্রতিষ্ঠানের চেয়ে প্রাইভেট প্রতিষ্ঠানের কার্যক্রম অনেক বেশি ভালো থাকে...ওদের দেখে তাই মনে হলো ।
কিন্তু ছবি তুলতে গিয়ে মন খারাপ হলো... হায়! এই ছবি আমিতো ফেসবুকে শেয়ার করতে পারবো না...
ঃ তাহলে ব্লগে করছেন না কেন আপু?
> ব্লগে কি রোজ রোজ দুটো/পাঁচটা ছবি দিয়ে পোস্ট করা সম্ভব নাকি ?
ঃ সেই ছবির সাথে কিছু বর্ণনাও জুড়ে দিন তাহলেইতো হলো ।
>নাহ, আমার ব্লগে যারা মন্তব্য করে আমি চেষ্টা করি তাদের সবার ব্লগে তারা যা লিখলেন তাতে নিজের মতামত দিতে । এতো ঘনঘন পোস্ট দিলেতো এই কাজটা করতে পারবো না ।
ঃ কেন পারবেন না আপু ? খুব বড় মন্তব্য না দিয়ে শুধু ++++ দিবেন বা শর্টকাটে এটা সেটা বলে আসবেন তাহলেই তো হলো । আর সব পোস্টই কি পড়ার মতো নাকি যে তা শব্দ ধরে ধরে পড়তে হবে ? ফিউশন ফাইভয়ের সেই পোস্টের কথা মনে নেই...পোস্ট না পড়েও মন্তব্য করার উপায় ;)
> এই কাজটি আমি পারি না :(
আমি পোস্ট পড়েই মন্তব্য করি ।

ফেসবুকে এক লাইনের সাহায্য চেয়ে পোস্ট দিতে পারতাম, ব্লগে দিলে গালি খেতে হবে :(

কে আমাকে এখন বাচ্চাদের দেখার মতো মানে পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো ভালো, মজার সিনেমার নাম বলবে? ব্লগারদের কি সেই সময় আছে ? :( :((

ফেসবুকে যা পারতাম ব্লগে তা পারিনা । আমি ফেসবুকে হোমপেজে যেতামই না পারতপক্ষে। কেননা ফ্রেন্ডলিস্টের কেউ যখন গালি সমৃদ্ধ বা ফাউ প্যাচাল পাইরা স্ট্যাটাস দিচ্ছে সেগুলো দেখার, দেখে পড়ার বা পড়ে মন্তব্য করার আগ্রহ জাগে না ।
ঃতাহলে তাদেরকে আনফ্রেন্ড বা ব্লক করে দিরেই পারেন !
> নাহ্ তাদের মধ্যেও কিছু ভালো গুণ আছে যেগুলোর প্রকাশ পেলে যেনো দেখতে মিস না করি তাই থাকুক না তারা ফ্রেন্ড লিস্টে । তেমন মনে করলে করিতো আনফ্রেন্ড বা ব্লক...তবে সেই অভ্যাসটা আমার তেমন নেই ।

তবে মুনির হাসান স্যারের পোস্টগুলো মিস করছি। উনি ব্লগেও কখনো কখনো লিখেন কিন্তু ফেসবুকে উনাকে যতটা সরব দেখা যায় ব্লগে ততটাই নীরব তিনি ।

֍֍֍আপডেট : মুনির হাসান স্যার ব্লগে পোস্ট দিয়েছেন B-)
প্রোগ্রামিং আড্ডা

ব্লগার রেজোওয়ানা প্রত্নতত্ত্ব বা নিজের পরিবারের বিশেষ করে বাচ্চার অনেক কিছুই শেয়ার করতেন...আমি মিস করতাম না সেগুলো দেখতে...পিচ্চি সোহা বাবুটা হেব্বি গুলুগুলু ।

শাহ আজিজ ভাই হঠাৎ করেই অভিমান করে ব্লগ ছাড়লেন...উনাকে পেতাম নিয়মিত ।
শান্তদাকেও দেখতাম নিয়মিতই কিন্তু উনি ব্লগে কেন সময় দেননা সেকথা এই দফায় গুগল প্লাসে জিজ্ঞেস করবো ।

সামির তুষার নামে এক কিউট পিচ্চি ছিল, যাকে নিয়মিত আমার স্ট্যাটাসে, ছবিতে পেতাম...পিচ্চিটা ব্লগার না, না হলে ওকে ব্লগে লিখতে বলতাম ।

স্বপ্নচারী গ্রাণমাকে কখনো কখনো ফেসবুকে দেখা গেলেও ব্লগে যেনো উনার কতো আলিস্যি...কতো দিন বললাম লিখুন নিয়মিত। যারা ভালো লিখে তারা নিয়মিত লিখলে তাদের মন অনেক চাঙ্গা থাকে ।

ইসহাক খান ব্লগ ছেড়েছেন কেন জানিনা...আগে ফেসবুকে তবুও উনাকে দেখতাম । এতোদিনে উনি পুরোদস্তুর ইঞ্জিনিয়ার বনে গেছেন । হয়তো আমেরিকায় উচ্চতর ডিগ্রি নেবার প্রস্তুতি নিচ্ছেন। হয়তো ব্লগে জানানোর সময়টুকুও উনার হবে না। কিন্তু এই ভার্চুয়াল লিখালিখির জগতটাতে অনেকেই আছে যারা কোন স্বার্থ ছাড়াই নীরবে আপনার পাশে থাকবে । সবাই কোন জাগতিক স্বার্থের জন্যে মিশে না ।

মিস করছি অনুপ্রাণন প্রকাশনীর কুহক মাহমুদকে... উনার সাথে আমার কথা হয়ে আছে ব্লগারদের লেখা নিয়ে একটি সংকলন বই এই মেলাতে আনা যায় কিনা । ফেসবুকটা না থাকলে সব আপডেট হবে কেমন করে ? ব্লগে না হয় পোস্ট দিয়ে লেখা চাইলাম, কিন্তু আরো অনেক কিছুই ফোনে বা সামনাসামনি হওয়া সম্ভব না সময়ের অভাবেই মূলত যা ফেসবুকে হতে পারতো । আমি যে এই কাজটা করতে চাই ।

আমি প্রায়ই ফেসবুকে এক/দুই লাইনের স্ট্যাটাস দিতাম যা শুধু মাত্র ফেসবুকের টাইম লাইন ছাড়া দেয়া সম্ভব না :( আমার ভেতর থেকে আসেই না :((

আমার বেশ কিছু "নিজে পড়ি" "নিজে করি" টাইপের কাজ ফেসবুকে "অনলি মি" করে রাখা । যেগুলোর কোন ব্যাকাপ নেই আর কোথায়ও । ব্লগে একটা পোস্ট দিব বলে দুই বছর থেকে তথ্য যোগার করছি। আজ পোস্ট দিব, কাল পোস্ট দিব করতে করতে ফেসবুকই নেই ...আসলেই সময় গেলে সাধন হবে না !

বি:দ্র: আপনার প্রয়োজনীয় ছবি তথ্যের সংরক্ষণে ওয়ার্ডপ্রেসে বা জিমেইলে নিজস্ব ব্লগস্পট খুলে নিতে পারেন । নিজের ড্রাইভেও কপি রাখবেন অবশ্যই । পেন ড্রাইভে বেশি জরুরী গুলো রেখে দিন । যদি পারেন খূব প্রয়োজনীয় লেখা গুলো যেগুলি হারালে কাঁদতে বসবেন সেগুলি প্রিন্ট করে প্যাক করবেন তারপর নিজের ঠিকানাতে পোস্ট অফিস থেকে সিল গালা মেরে (পোস্ট করার দরকার নেই) আলমারিতে ভরে রাখুন । কপি রাইটের জন্যে নো চিন্তা এতেই কাজ হবে ।

ফেসবুকে কেউ কেউ আছেন চরম শুভাকাঙ্ক্ষী । রাতে ডিনার করেছি কিনা ইনবক্সে জিগাবে, জবাব দিলেই পরের প্রশ্ন...জবাব দিলেই পরের প্রশ্ন...
মনে মনে কই ইনবক্সে আজাইরা আলাপের শুভাকাঙ্ক্ষী আমার লাগবো না । আমি ইনবক্সে গেজাইতে পছন্দ করি না । যেমন মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসআপ কোনদিন আমারে টানেনাই ফাউ গেজাইতে । তাই কেউ এসবের কথা জিজ্ঞেস করলেও "আমার মোবাইলে নেই" "আমি পারি না" বলে আমার অপারগতা প্রকাশ করি ।
জিমেইলে কেউ কেউ ছিল, গান বা কবিতা নিয়ে কথা হতো ।

কিন্তু ফেসবুক যে কতো ভদ্র...
সাইনইন করলেই গুড মর্নিং বলে সম্ভাষণ জানাতো ।
বিদায় কালে কি সুন্দর করে বিদায় জানাতো...
জিজ্ঞেস করতো এখন আমার অনুভূতি কী?
আমি কি চাইলেই আমার তেড়াবেড়া চেহারা চুনকাম করে, ফটোশপে মেরে চোখ ধাধানো করে ব্লগে পোস্টাইতে পারবো? ব্লগাররাতো আমারে কমেন্টাইয়াই পচাইয়া ফেলবো !
কিন্তু ফেসবুকে আপলোড করলে...আহা সেই কি স্তুতি ! যেনো আমি অপরুপা, অনন্যা :``>>

আমিতো প্রায়ই ফেসবুকে ছবি আফলোড করতাম ।
আরে ধুর আমার নিজের না। যেখানে যা পেতাম তা্রই । এগুলো এখন পচবে ! :(

এই সব কথা ফেসবুকে "অনলি মি" করে কতোদিন ডায়েরি লেখার কাজ করে মন হালকা করছি
এখন কী করবো ??????

"আরজু পনি" নামে গুগল প্লাসে আছি। থাকলে আওয়াজ দিয়েন । 8-|

মন্তব্য ১৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

মাধব বলেছেন: ফেইসবুক চালু হয়ে যাবে। টেনশন নিয়েন না ।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন:

ফেসবুকটা আমার আসলে খুব বেশি দরকারও নেই... আমার লেখা কিছু সেখানে অাটকে গেছে সেই দুঃখেই মরছি :(
আমি গুগল প্লাসে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি ।
তবে আসলেই আমরা কুশিক্ষিতরা ফেসবুকটাকে পচাইয়া ফেলছি । তাই নিয়ন্ত্রণ কিছু আরোপ হোক আপত্তি নেই ।

২| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

লাজুক লতা আমি বলেছেন: আমিও খুব মিস করছি আরজু পণি আপু।

খুব সম্ভবত #আশা জাগানিয়া নামক আপনার পেজের ফলোয়ার ছিলাম।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

আরজু পনি বলেছেন:
আশা জাগানিয়াতে বিশেষ করে মেয়েদের কোন কথা শেয়ার করার আগ্রহটা বেশি ছিল আমার ।

ফেসবুক ব্যবহারে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা উচিত... অনেকেই নেশা থেকে এই সুযোগে যদি সূর্য়ের মুখ দেখে...এতোদিনতো পৃথিবীর আলোবাতাস দেখা ভুলেই গেছিল এই ফেসবুকাসক্তরা ।

৩| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সমবেদনা প্রকাশ করছি আরজুপনি । ফেসবুক ব্যবহার করে অপার আনন্দ লাভ করুন সেই কামনা থাকলো ।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

আরজু পনি বলেছেন:
ধুর অপার আনন্দ কি আর ফেসবুকে পাওয়া যায় না কি ! ?
তবে ফেসবুককে মিস করছি এ মিছে বলবো না ।

৪| ২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

হামিদ আহসান বলেছেন: হা হা হা .....

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

আরজু পনি বলেছেন:
মুখ বন্ধ করে ভেতর থেকে যে হাসি আসে সেটা লেখায় কেমন করে প্রকাশ করে জানিনাতো !

হাহাহাহাহাহা

৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ধুর । :P কোন কিছু মিস না করলে সেটা কতটা গুরুত্বপূর্ণ বুঝা যায় না ।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছেন, সেলিম ।
ফেসবুকেতো গেজানির উপায় নাই, আর ব্লগে গেজানোর কোন সুযোগ নাই...তাই এই প্যানপ্যানানি পোস্ট =p~

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

দর্পণ বলেছেন: ফেসবুক আহা ফেসবুক তথা ফেবু। |-)

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

আরজু পনি বলেছেন:

হুম ফেসবুকের আড়ালে আবডালে থেকে অনেক কিছু দেখাও যায় #:-S

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

দর্পণ বলেছেন: ব্যাপার কি ? ফেসবুকের দুঃখে সবাই কি আরজুআপার পোস্ট পড়াও ভুলে গেলো নাকি?

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

আরজু পনি বলেছেন:
আপনি নিজে পড়ছেন তো ?

দেশে আসবেন কবে ?

৮| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয়!
বেশ লিখেছেন। সত্যি দু দিন ধরে হাতে অনেকটা সময় - এমনই লাগছে।
আমি নিজে ফেসবুকে অনেক কাজ সারি। আমার জন্যে সাময়িক সমস্যাই হচ্ছে। এ ছাড়া ফেসবুকে এখন সকলেই দিনের অনেকটা সময় দিয়ে অভ্যস্ত হয়ে গেছেন তারা বিপদেই আছেন।

ভালো থাকুন।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আপনার কাজের নোটিফিকেশন পাই কিছু কিছু...আপনি ব্যাকাপ হিসেবে এক রঙা ঘুড়ির কাজ গুগল প্লাসে চালু রাখতে পারেন ।

গুগল প্লাস কিন্তু ফেসবুকের মতোই কাজের...
শুধু গ্ল্যামারাস না এই আর কি ।

আমার অনেক লিঙ্ক আমি আর কোথায়ও সেভ করিনি, একটু সমস্যাতেই পড়েছি ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

দর্পণ বলেছেন: হা হা আমাকে কইলেন আরজু আপা? আসলেও আমার সময় হয়না আর এখন আগের মত।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৯

আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্য যখন করেছিলেন সাথে সাথেই মনে মনে বলছিলাম... ঠাকুর ঘরে কে রে ?... ... ... ... ... ... ... ...।

১০| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

দর্পণ বলেছেন: আসবোনা। কি হবে আর এই দেশে এসে?

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬

আরজু পনি বলেছেন:

কিন্তু কথা রাখতেতো আপনার আসতেই হবে ...

১১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

নীলসাধু বলেছেন: হু। আমি গুগলেও থাকি কিন্তু সেভাবে সেই স্পেসটাকে ব্যাবহার করা হয়নি।
পরামর্শের জন্য ধন্যবাদ। আসলে আমরা অনেকেই ফেবুতে অভ্যস্ত হয়ে গেছি। নীর্ভরতা কমাতে হবে।

শুভকামনা নিরন্তর জানবেন।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০

আরজু পনি বলেছেন:

আমি যা ভাবছি সামহোয়্যারইন এরও একটা গুগল পেজ থাকা দরকার যেনো কোন বিপদে সেটাকে কাজে লাগানো যায় ।
হ্যাঁ, নির্ভরতা খুব খারাপ জিনিস ।

দেখা হবে গুগল প্লাসে B-)
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

১২| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, ইরানে ফেইসবুক, ইউটিউব সবই নিষিদ্ধ ! কিন্তু গত আড়াই বছর ধরে তো ঠিকই ব্যবহার করে যাচ্ছি। ইরানের মন্ত্রীদেরও ফেইসবুক একাউন্টা আছে ! ;)

আমি psiphon ভিপিএন সফটওয়্যার ব্যবহার করি।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

আরজু পনি বলেছেন:

ইচ্ছে করলে তো করা যায়ই ...

আমি আপাতত সাধারণ জনগনেরই অংশ হিসেবে হা হুতাশ করছি 8-| B-))

১৩| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: না পড়েই কেমনে মন্তব্য করতে হয়, শিখতে হবে!
পোস্টে মজা পাইছি|(আমি পোস্ট পড়ছি) :)

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন:
হাহা জায়গামতো খেয়াল করেছেন দেখছি B-)

পড়ার জন্যে অনেক ধন্যবাদ, রাখাল ।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

মোহাম্মদ ফয়েজ উদ্দিন পারবেজ বলেছেন: ফেসবুক বন্ধ করে দিছিলো,ভাবছিলাম টাইম কাটানো যাবে না।
মোবাইলটা প্রায় বেকার।
ব্লগে এসে পোষ্ট পড়া শুরু করতেই ভাল লাগা কাজ করলো।
তবে ফেবুর আড্ডাগুলো মিস করছি।।

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

আরজু পনি বলেছেন:

আমার সময়তো ফেসবুক, ব্লগ ছাড়াও তুমুল ব্যস্ততায় কাটে...আমি ওইসব কাজ পাশে রেখে ব্লগে, ফেসবুকে আসি ।
আমার মোবাইল বেকার না...আমি বাসার বাইরে থাকলে ফেসবুকের ধারেকাছেও না বরং অফলাইনে ব্লগ নিয়েই সকার থাকি B-)

ব্লগে অনেক লেখা আছে যেগুলো পড়ে আপনার জ্ঞানও বাড়বে, ভালোও লাগবে । সময়টা ফেসবুকের চেয়ে কাজে বেশি লাগবে ।

এই দফায় বাস্তবের আড্ডা জমে উঠুক...
শুভকামনা রইল ।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

কিরমানী লিটন বলেছেন: X( X(( X(( X(( X(( X( B-)) B-)) X(( X(
চোখের সামনে হাত রেখে,সরকার আকাশকেই অস্বীকার করতে চায়...

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

হাহা ঠিকই বলেছেন ।

তবে রেগে কি বেশি গেছেন ? :P

১৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

সাহসী সন্তান বলেছেন: আরজু আপুর দুঃখের খবর জেনে আমিও ভীষণ ভাবে দুঃখিত! আমার যদি সামর্থ্য থাকতো তাহলে এই মূহুর্ত্বে আমি ফেসবুক খুলে দিতাম শুধুমাত্র আপনার জন্য......!!

কিন্তু সেইটা সম্ভব না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত আপু.....!!

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

আরজু পনি বলেছেন:

হাহা
আপনি দুঃখিত হয়েছেন জেনে বড়ই সুখ পাইলাম মনে ।
এভঅবে পরের দুঃখে দুখি হওয়া খুব ভালো । 8-|

১৭| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪০

সায়েদা সোহেলী বলেছেন: আমি কি চাইলেই আমার তেড়াবেড়া চেহারা চুনকাম করে, ফটোশপে মেরে চোখ ধাধানো করে ব্লগে পোস্টাইতে পারবো? ব্লগাররাতো আমারে কমেন্টাইয়াই পচাইয়া ফেলবো !
কিন্তু ফেসবুকে আপলোড করলে...আহা সেই কি স্তুতি ! যেনো আমি অপরুপা, অনন্যা :``<<
....... আরে দিয়েই দেখেন না !! বাংলা ডিকশনারি ঘেঁটে হলেও উপযুক্ত বিশেষণে প্রশংসা করবো কথা দিলাম :)

আমার ফ্রেন্ড লিস্ট লিমিটেড হলেও ফল্লইং লিস্ট ম্যালা বড় , নিউজ ফিডে আপনাদের স্ট্যাটাস গুলো মিস করছি , সাথে একেকজনের মজার মজার কমেন্ট , কমেন্টে অংশ গ্রহন না করলেও আমি কিন্তু একজন নিয়মিত যাকে বলে একদম একনিষ্ঠ পাঠক :``>>

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

আরজু পনি বলেছেন:

:`> :``>>

আমি গরীব মানুষ আমার আবার স্ট্যাটাস ! :#)

তবে ব্লগে নিজের তেড়াবেড়া ছবি দেওয়ার সাহস দিয়ে উপকার করলেন । দেখা যাক ফটোশপটা ইন্সটল করতে হবে B-))

১৮| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১১

আবু শাকিল বলেছেন: আপু আমি দারুন একটা রম্য পড়লাম :)

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন:
হেহে
আমিতো রম্য লিখতে পারিনা :#)
তবে কিছু কিছু জায়গায় বলতে না পারা মনের কথা সুযোগমতো ছেড়েছি B-))

১৯| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০০

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ভালোইতো লেখেন রম্য দিয়ে বাস্তবতা

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

আরজু পনি বলেছেন:

যেমন বাংলাদেশে এখন ইন্টারনেট সংযোগ নাই...
আমরা ইন্টারনেট ছাড়াই ব্লগিং করি ।

২০| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: ভারি ভাল লাগল্ । আজকাল অনেকেই (আম্মো ) এই সময়ও ফেসবুক ইউজ করছেন।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১১

আরজু পনি বলেছেন:

হা যারা পুরাই ফেসবুকাসক্ত তারাতো কোন না কোন উপায়ে ফেসবুক ব্যবহার করবেই B-))

তবে অনেক ভালো কাজেও ফেসবুক ব্যবহৃত হতে দেখেছি।

২১| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: ভয় নাই দশ বছর পরে হলেও ফেসবুক চালু হবে।

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

আরজু পনি বলেছেন:
নয় দশ বছর পরেই হোক...ততদিনে আমার ছানা পোনা একটু ডাংগর হইবো ।

২২| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



হা...হা... হা ... আমার ফেসবুক নেই তাই ফেস এর কোথাও দুঃখ দুঃখ ভাব পাবেন না । :((
আপনাদের এতো এতো কষ্ট দেখে মজা লাগছে । :-P

তাই "নাই কাজ তো খই ভাজ" এই মহান বাণীটি মাথায় রেখে ফেসবুক না থাকলে সময় কাটাবেন কি করে , সেটা ভেবে ব্লগে একটা রেসিপি দিলুম এই এট্টুস আগে । ওটা ট্রাই করুন । ফেবুর দুঃখ ভুলে যাবেন ... #:-S

তারপরেও আপনাদের জন্যে সহমর্মীতা রইলো ।

২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

আরজু পনি বলেছেন:

হাহা পোস্টতো খাসা দিয়েছেন...রীতিমতো :-&

আমার ফেসবুক এখন বিদেশীদের দখলে ! :(

আচ্ছা সহমর্মিতা গ্রহণ করা হলো 8-|

২৩| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

ইছামতির তী্রে বলেছেন: ফেসবুক আমিও মিস করছি। একে উপেক্ষা করার আর সুযোগ নেই। এখন সময় ফেসবুকের। কাজেই দ্রুত এটি চালি করা হোক।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:
দেখা যাক কী হয়...

তবে ফেসবুকে অনেক দরকারী কাজও করা হয়...সেটা মিস করছি বেশি ।

২৪| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: আমি ভাইবার মিস করতেছি। তবে ফেসবুকের জন্য প্রাণ হাঁসফাঁস করতেছে না।

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:

আমি ভাবইবার কখনোই ব্যবহার করিনি...প্রবাসী বড় আপা, বান্ধবী অনেকবারই ভাইবারের কথা বলেছে আমার কেন যেনো আগ্রহই লাগেনা।

২৫| ২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

এস কাজী বলেছেন: পনি আপু কষ্ট পাইয়েন না। তাড়াতাড়ি অন হবে ফেইসবুক :)

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

আরে ফেসবুকতো ঠিকই আছে...আমরাই তো ঢুকতে পারতেছি না ...অ্যা আ্যা আ্যা আ্যা

২৬| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

রিকি বলেছেন: ইয়ে ইয়ে করে দিয়ে ফেলেন আপু ;) ;)

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

:`> :``>>

ভাবছি ... ;)

২৭| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সরকার পুরো ইন্টারনেট বিষয়টা বাতিল করে দিলে কেমন হবে । কোন ধরণের নেটওয়ার্ক থাকবে না ।মোবাইল টিএনটি কোন লাইন থাকবে না । পুরো আদিম সমাজ ব্যবস্থায় । আর সরকার প্রধান হবেন একজন রাজা/রানি । যেমন জুলিয়াস সিজার .... ;)

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

আপনি রচনা করেন সেলিমোটোপিয়া ... ;)
আপনার রচনা অনুযায়ীই হোক সবকিছু ;) ;)

২৮| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

রুদ্র জাহেদ বলেছেন: এফবি একটু বন্ধই থাকুক।এতে ভালোই :) এতে করে আসক্তি কমতে পারে হয়ত।আরজুপনি আপুর রম্য লেখা ভালো লেগেছে

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এটা ঠিক...কিছু মানুষের আসক্তি কমুক...
সাথে কিছু মিথ্যুক, ভন্ডেরও আসক্তি কমুক...যারা নিজেরা ফেসবুকে অনেক সময় কাটিয়ে আমার কাছে ভাব নিতো ।

হাহা রম্য তো লিখিনি...সুযোগে কিছু নিজের মতো করে বলে দিয়েছি ;)

২৯| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬

ধমনী বলেছেন: ফেসবুক ব্যবহার করি না। তবে পোস্ট ভালো লেগেছে।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১

আরজু পনি বলেছেন:
ফেসবুক থেকে আমি আমার শৈশবের বন্ধুদের খুঁজে পেয়েছি...এর আরো বেশ কিছু ভালো দিক আছে...

ধন্যবাদ ধমনী ।

৩০| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০

জুন বলেছেন: ফেসবুক বন্ধ হয়ে যাবে শুনেই আমি চলে এসেছি। আপনিও চলে আসুন জলদি করে। সাদর আমন্ত্রন রইলো B-)

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন:

জলদি রিটার্ন টিকেট পাঠান... :-B

সাথে হোটেলও বুক দিয়া রাখেন আমার ছানা-পোনারাও আসবে কিন্তু সাথে :D

৩১| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

শায়মা বলেছেন: ফেসবুক বন্ধ থাকুক আরও বেশি! আমি খুশি! :)

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৩

আরজু পনি বলেছেন:

আমার বেশ কিছু কাজ ফেসবুক রিলেটেড...ফলে সেসবে সমস্যা হচ্ছে ।
তবে তেমন আহামরি সমস্যা না ।

:)

৩২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: ++++ এইটার মানে কি?

এটা দিয়ে কি বুঝানো হয় যে আমি এই লেখা পরিক্ষার খাতায় লেখলে A+ পেতাম।এর উত্তর আমি খুজে পেলুম না।

যাই হোক,ফেবু বন্ধ থাকুক আর খোলা থাকুক, ব্লগ তো খোলা। আমি এতেই খুশি। আর কিছু লাগবে না। :-B

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

আগে ব্লগে +++++ দেয়ার খুব প্রচলন ছিল ।
মন্তব্যে এটা দিলে বোঝা যেতো লেখঅ পছন্দ হয়েছে, প্লাস দিলাম (প্লাস বাটন চাপুক আর না চাপুক)।
এখন অবশ্য কেউ প্লাস বাটন না চেপে ফাউ বললে ধরা খেয়ে যাবে ;)

হ্যাঁ, ফেসবুক বন্ধ বা খোলা তার চেয়ে ব্লগটা খোলা আছে এটাই স্বস্তির...কিন্তু ভয়ে থঅকি কখন আবার ব্লগটাও সাময়িকভাবে হলেও বন্ধ হয়ে যায় :(

৩৩| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


ফেইস বুক বাংগালী জাতির জন্যই বানানো হয়েছে

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

বাংলার সেলিব্রেটি বানানোর জন্যে...

৩৪| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২

রক্তিম দিগন্ত বলেছেন: আহারে আপু!! কী দুঃখ দুঃখ!!!

গোপন সূত্রে খবর পেলাম, আপনি সাপ নামক লিকলিক (বিশেষ করে কালো বর্ণের) করা প্রাণীটাকে বিশেষভাবে পছন্দ করেন। পাঠায়া দিব এক বাক্স?
আপনি ছবি তুলে ছবি ব্লগ বানিয়ে ফেলবেন। :-B :-B B-) B-)

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

আরজু পনি বলেছেন:

ছোটবেলায় আমার এক কাজিনকে বলতাম ভ্যাতকান্দুরী...কথায় কথায় ভ্যাঁ করে কেঁদে ফেলতো...তাই ইচ্ছে করেই ওকে কাঁদানোর চেষ্টা করতাম । পুকুরের পারে নিয়ে গিয়ে হাত ধরে ধাক্কা মারতাম এমন ভাবে যেনো পরে যাবে কিন্তু ধরে রাখতাম আর ও ভ্যাঁ...
আমি কিন্তু ভ্যাঁত কান্দুরী না X(
বদপোলাপাইন যতই ভয় দেখানোর চেষ্টা করুন X((

হে হে এই জিনিস স্টিল দেখলেই অস্বস্তি হয় :|

৩৫| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সুপান্থ সুরাহী বলেছেন: ফেসবুক বন্ধ কইরা আমারে পথে বসাইয়া দিসে। কাগজের জন্য লেখা চাইব। লেখকদের থেকে। ঠিক সেই সময় ফেবু বন্ধ। এইডা কিছু হইল আপা! এইডা কিচ্ছু হয় নাই! কিচ্ছু হয় নাই...

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, অনেকের অনেক লেখা, কাজই ফেসবুক নির্ভর।
এই নির্ভরতা কমানো উচিত...বিকল্প পথও থাকা উচিত ।
আপনি গুগল প্লাকেও ভরসা করতে পারেন...

৩৬| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: আমি তো দেশে নাই তাই ফেসবুকে কোন বাঁধাও নাই। কিন্তু ফেসবুকের বন্ধু তালিকায় তো সবাই দেশি মানুষ। তাই ফেসবুকে একা একা ভাল লাগছে না। কেমন মরুভূমি হয়ে গেছে।
যাক এটা তো সাময়িক।সবার সাথে আবারো খুব দ্রুতই দেখা হবে ফেসবুকে।

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

আরজু পনি বলেছেন:

যাক আপনার দেশের বাইরে থেকেও আমাদের মিস করছেন...এটা ভালো লাগলো ।

দেখা হবে... :)

৩৭| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

কয়েস সামী বলেছেন: ফেসবুক বন্ধ থাকলে অামাদের ব্লগখানাতে অারো অানাগোনা বাড়ে লোকজনের। প্রতিটি কাজেরই ভাল মন্দ দুই দিকই থাকে, অাপু!

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৫

আরজু পনি বলেছেন:

ব্লগে আনাগোনা যা বাড়ে তা অনেক সময়ই সাময়িক ।
পুরোনো যারা নিয়মিত ছিলেন তারা ব্লগ কী কারণে ছেড়েছেন তা অনেকটাই জানি...সেই হিসেবে তারা আর সেভাবে ফিরবেন বলে মনে হয় না ।

যারা ফেরার তারা ফেসবুক চালু থাকলেও ফিরবে...।

:)

৩৮| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

লালপরী বলেছেন: হায় ফেবু :((

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

আরজু পনি বলেছেন:

:|
আপনার দুঃখ দ্রুতই লাঘব হোক ।
তবে পরীর নিকে গোল্ডফিশের ছবি দেখে মজা পেলাম ।

৩৯| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শাহ আজিজ, মোঃ ইসহাক খান. জাফরুল মবীন, বিদ্রোহী বাঙালি... ... তাদেরকে খুব মিস করি।
তারা একেকজন একে গুণে গুণান্বিত। লেখা ও মন্তব্যে তারা বিশেষ অবদান রেখেছেন এই ব্লগে।
ব্লগজাতি তাদেরকে আবারও চায়.... !:#P

কিন্তু আপনি যেভাবে অনুপস্থিত ব্লগারদের সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করলেন, তাতে একটু হিংসান্বিত না হয়ে পারছি না ;)
বলতে চাই যে.... তবে তো না থাকাই ভালো... :P


//ফেসবুকে কেউ কেউ আছেন চরম শুভাকাঙ্ক্ষী । রাতে ডিনার করেছি কিনা ইনবক্সে জিগাবে, জবাব দিলেই পরের প্রশ্ন...জবাব দিলেই পরের প্রশ্ন... মনে মনে কই ইনবক্সে আজাইরা আলাপের শুভাকাঙ্ক্ষী আমার লাগবো না// =p~

ফেইসবুক তো ফেইসবুকই! মুখ দেখানোর জন্য মুখবই.... এর চেয়ে বেশি কিছু না।

ফেইসবুকে ইচ্ছে হলেই যেতে পারি, সেই ব্যবস্থা আছে। কিন্তু বন্ধুহীন ফেইসবুকে গেলেই কী :(
তাই... বিনোদনহীন বাঙালির জীবনে কিছুটা ছেদ পড়েছে। সরকারকে ভাবা উচিত।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

আরজু পনি বলেছেন:

হাহা অনেক সংকলনে বর্তমান ব্লগাররাই স্থান পায়...কিন্তু একসময় ব্লগ/ব্লগাররা যাদের কাছে ঋণী তাদের নাম তেমন কেউ নেয়না ।
আমি সেই কাজটিই করি অনেক পোস্টেই ;)

হেহে আমারে জিগায় হোয়াটস এবাউট ইউ ? প্রায়ই...

বাচ্চার বয়স কোন দিন বলার পরও আবার জিগায়.।কি রে বাও এতো জিগানির কী আছে? আমার ভালো লাগেনা ।

এই সুযোগে ফেসবুকের নেশাগ্রস্থরা যদি একটু অন্যদিকে মন দেয়...

তবে সরকার হয়তো শিগগীরই ফেসবুকের প্রবেশদ্বার খুলে দিবে ।
ডিজিটাল সরকার বলে কথা ।

৪০| ২২ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

সাদা মনের মানুষ বলেছেন: ফেজবুক নাই বলে খুব একটা খারাপ লাগেনা, পোলাপান সারাদিন মোবাইল টিপে, এবার অন্তত একটু প্রকৃতি দেখুক।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

আরজু পনি বলেছেন:

এটা অবশ্য ঠিক বলেছেন ।
নেশাখোররা নেশার জগত থেকে বাইরে ...

৪১| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

অগ্নি সারথি বলেছেন: সমবেদনা জানায়া গেলাম।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

আরজু পনি বলেছেন:

মাইনা নিনু...

ওহ সেইসব লাইভ ইমো মিস করছি !

৪২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১২

অর্বাচীন পথিক বলেছেন: এই পুস্তক খানা বন্ধ হবার পর একটু বিপদের আছি। আমি আবার খুব বন্ধুপ্রিয় মানুষ। আমার আমার খুব কাছের আর ছোট বেলার বন্ধুরা প্রায় সবাই দেশের বাইরে। আর যাই হোক এই পুস্তক খানায় ঢুকলে সবার দেখা পাইতাম। এখন সেটা ও বন্ধ।

যদি ও ভাল হয়েছে এখন নিজেকে নিজে অনেক বেশি সময় দিতে পারছি।

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪

আরজু পনি বলেছেন:

যদি ও ভাল হয়েছে এখন নিজেকে নিজে অনেক বেশি সময় দিতে পারছি।
ফেসবুক বন্ধ হ্ওয়াতে এটা খুব ভালো কাজে লাগছে :)

৪৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:

:#) #:-S 8-|

৪৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

দীপান্বিতা বলেছেন: এখন ফেসবুক চালু হলো!!!

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

আরজু পনি বলেছেন:

আমি আপনার মন্তব্য দেখে মাত্রই চেক করে নিরাশ হলাম :(

৪৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
থাকতে টর প্রক্সি সারভার
কে করে আজো হাহাকার
কেন কান্দে মন
ফেবু চালায় সবাই দেখি
মনের মতন...... ;)

যদিও সপ্তাহে একদিন বা দুই দিন খালি আপডেট রাখি.. তারপরও ডিজিটাল বাকশালী নিয়ন্ত্রনে তীব্র প্রতিবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

আরজু পনি বলেছেন:

হাহা
টর দিয়ে নয় স্বাভাবিক ভাবেই চালাতে চাই ।

আমাকে মানুষজন মেনশন করে মন্তব্য করে মেইলে আপডেট পাই মাগার কী বলে তা জানার উপায় নাই...বোঝেন ঠ্যালা :(

৪৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক কিছু মিলে গেছে। ভালো লাগলো। ফেসবুক আমিও অতটা ব্যবহার করিনা, তবু দুইদিনে একদিনে একবার ঢুঁ তো মারাই হয়। কেমন জানি নাই কি নাই এরকম ভাব এখন।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪

আরজু পনি বলেছেন: Amito ekhon pc theke blogeo dhukte partesi na :(

৪৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

গেম চেঞ্জার বলেছেন: স্বাভাবিকভাবে চালাতে হলে ভিপিএন ইন্সটল করেন। নো ঝামেলা।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭

আরজু পনি বলেছেন: Amio sadharon jonogoner aungsho hisebei thakte chai, vpn diye vip hoite chaina :(

৪৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৬

আরজু পনি বলেছেন: Can anyone please suggest me how to write good bangla by using mobile ? Phonetic system is boring...it shows weird bangla spelling :(
my browser is unable to open blog, now i am using blog from my mobile. It is really very hard to continue caz i am not habituated ... crying emoticon

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

ব্রাউজার সমস্যা করে বুঝিয়ে দিল আমি বোধয় ব্লগাসক্ত :(
এটা ঠিক না !

৪৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৬

আমিই মিসির আলী বলেছেন: প্রথম অংশ পড়লাম!
আপডেট পড়ার ইচ্ছা হইলো না।
মন মইরা গেল মনে হইতাছে!!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

আরজু পনি বলেছেন: Post update korinai. Shudhu munir hasan Sir er post debar khoborta update korechi.

eta to penpenani post purota na porleo somossa nei.

৫০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
মনে করেন যে ফেসবুক মিসেস ইউ অ্যাজ ওয়েল! ;)

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

আরজু পনি বলেছেন: Je kono beparei nivorota komate hobe. :(

৫১| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
এটা ইউজ করেন মোবাইলে বাংলা লিখার জন্য ||

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

আরজু পনি বলেছেন: Download kore nilam dekhi pari kina ...thanku pickchu

৫২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
Pikachu ** -_-

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

পিকাচু...হাহাহাহাহাহা

৫৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

সায়েম মুন বলেছেন: ফেসবুক নিয়া আপনার কথা গুলো হাচা। মনে আছে ব্লগের কি নেশাটাই না ছিল। টর দিয়ে এক সময় ব্লগাইছি। কিন্তু টর দিয়ে ফেসবুকাইতে ইচ্ছে করে না এখন। আসলে অনলাইন এখন আগের মত টানছে না। অতিরিক্ত নেশা করলে এক সময় বদহজম হয় বোধয়। /:)

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

হ্যা, টর দিয়ে কখনো ফেসবুকাইতে ইচ্ছে করেনি, করে না...কিন্তু একসময় ২৪ ঘন্টাই পিসি অন থাকতো ব্লগ দেখতে...

আমাকে টানে...তবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আবার ।

ব্রাউজারে সমস্যা ছিল, খুব প্যানপ্যানাইলাম, এখন ব্রাউজার ঠিক হয়ে যা্ওয়াতে স্বস্তি ।

৫৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৯

রক্তিম দিগন্ত বলেছেন: আপনার ব্লগের ডিপি দেখায়া দিলে ওরাই ভয় পাবে। ছবি দেখলেই মনে হয়, নাকের মাঝে এসে লাগতেছে ঘুষি একটা। /:)

যদিও মুষ্টিবদ্ধ হাত মানে ঘুষিও না। হাতের মাঝে অবশ্যই গোপনীয় কিছু একটা আছে। রহস্য সমাধান করা অতীব জরুরী।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:

"ডিপি" কীতা? আমি কম জানা মানুষ বুঝায়া না কয়া দিলে কেমনে হইবো ?

আররে মুষ্ঠিবদ্ধ হাত তো আশার কথা বলে...
আমি আশা জাগানিয়া মানুষ না ? B-)

৫৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

রক্তিম দিগন্ত বলেছেন: ডিপি চিনেন না? এইডা হইলো প্রোফাইল পিকচার।

আশা জাগানিয়াও হইতে পারে্ন।
তবে আমার মনচেরি মিল্ক ক্যান্ডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনে হইতেছে। হাতের মুষ্ঠিতে আছে চকলেট। :-B

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন:
মুষ্ঠি ভরা আশা B-)

৫৬| ২৪ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

কাবিল বলেছেন: আওয়াজ দিয়েছি।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, কাবিল।
ভালো থাকুন সবসময় ।

৫৭| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: আমাকেও ফেইসবুক টানে না । কিন্তু আপনার যুক্তি খণ্ডন পড়ার পর মনে হলো আমাকেও ফেইসবুক টানছে !!!
এটা সত্য ফেইসবুক আপামর জনতার সবচেয়ে সহজ মাধ্যম অনুভূতি শেয়ারের জন্য । সকল আবিষ্কারেরই সুফল এবং কুফল দুইটাই আছে । সো তাই দুইদিক বিবেচনা করেই চলা উচিত ।

আমি কোথাও নেই । মাঝে মাঝে এখানে থাকি !!!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

ফেসবুকের হোমপেজে যাওয়া মানেই নিজের ঘন্টাখানেক সময় গচ্চা দেয়া । অথচ একটা সময় আমি তাই করতাম...শুধু হোমপেজে তাকিয়ে থাকতাম...উদ্দেশ্যহীন পথিকের মতো।
পরে যখন খেয়াল হলো আমার সময়গুলো এভোবে নষ্ট করা ঠিক হচ্ছেনা, তখন ফেসবুককে কিছুটা হলেও কাজে লাগানোর চেষ্টা করলাম।
নিয়ন্ত্রিত ব্যবহার এবং কাজে লাগানো ঠিকমতো তবেই সুফল B-)

আপনি হয়তো সুস্থিরতার মাঝে কিছুটা অস্থির !

৫৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: আপনি হয়তো সুস্থিরতার মাঝে কিছুটা অস্থির ! - বুঝিলাম না এই কথার মর্মার্থ !!!

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

কী জানি আমিও ছাই অনেক কিছু বুঝি না !
কখন কী মনে আসে মুখে আটকাতে পারি না... এ বড় দোষ আমার !

৫৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: এবার মনে হয় বুঝিতে পারিয়াছি !!!
এটা দোষ না । গুণ । গোপনীয়তা রক্ষা করা ভালো তয় মুখের কথা মনে আটকে রাখা ঠিক না । এতে মন স্বাধীনতা হারায় !! তাই সবার মনের সুস্থ প্রকাশ কাম্য ।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

ভাবছি মাঝে মধ্যে এমন প্যানপ্যানানি পোস্ট দিয়ে মনে যত কথা আছে সব ছাড়বো ...হাহাহাহাহাহা

৬০| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: চিন্তাটা কিন্তু খারাপ না । মনের অগোছালো প্যানপ্যানানি থেকেই কিন্তু ভাল কিছু আসে !! আমরা সাধারনত নিজের মনের কথাগুলো লেখনীরূপে প্রকাশের ক্ষেত্রে সাহিত্যসুলভ আচরণ করার চেষ্টা করি । এতে করে আমাদের মন একটি ছোট্ট কুটিরে আঁটকা পড়ে যায় । তাই মন স্বাধীনভাবে ভাবার ক্ষমতা হারিয়ে ফেলে । অনবদ্য সৃষ্টিতে ভাবনার স্বাধীনতা বেশ জরুরী ।

হে হে অনেক বড় বোদ্ধা হয়ে গেছি দেখছি !!!!!!

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবেতো দাগই ভালো ।

মন্তব্য থেকেই দর্শনের উৎপত্তি...হেহহে

৬১| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল আছ আপুনি?
ফেবুক বন্ধ করে ভালই করছে ব্লগে সময় দিতে পারছ। আমি আবার বিদেশে দেশের আমারদের ফেবু খোলা তবে ফেবুকে তেমন থাকি না।কাজের চাপে সবি ভুলে যাই।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬

আরজু পনি বলেছেন:

সুজন !
অনেকদিন পর !

আমি ফেসবুক বন্ধ হবার কিছুদিন আগে থেকেই তুমুল বেগে ব্লগিং করছি...এর মধ্যেই দেখি ফেসবুক বন্ধ...ভালোই হলো ...আসলেই সময়টুকু ফেসবুকে ভাগ না করে পুরোটাই ব্লগে দিচ্ছি...জানি সুজন, কাজের চাপে সব ভুলে থাকতে হয়, নিজেকে ভুলিয়ে রাখতে হয়।
আমি অনেকদিন বেশ অসুস্থ ছিলাম তখন বেশ অনিয়মিত ছিলাম ব্লগে।
গুগল প্লাসে আছি "আরজু পনি" নামে ।
ওখানে থাকলে আওয়াজ দিয়েন ।
আর অনেক ভালো থাকবেন ।
শুভকামনা রইল, সুজন ।

৬২| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: আর দর্শন থেকেই তো সমৃদ্ধি !!

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

তাতো বটেই তাতো বটেই ...

৬৩| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আলোচিত ব্লগে টাইটেল দেখে দু'তিন বার পোস্টে ঢুঁ মারতে ইচ্ছে হয়েছে, কেন জানি ঢুঁ মারা হয় নাই। ফেসবুক প্রথম দুদিন মিস করলেও কেন জানি অভ্যেস হয়ে গেছে এই কয়দিনে। আমার স্বভাবটাই খারাপ, হুট কর অনভ্যস্ততায় অভ্যস্ত হতে পারি, যদি না তা আগে থেকে জানা হয়ে থাকে। আগে থেকে জানা থাকলে সম্ভাব্য বিচ্ছেদের কথা ভেবে খুব কষ্ট পাই, কিন্তু বিচ্ছেদ শেষে কেন যেন সয়ে যায়। এক্ষেত্রেও বুঝি তাই হয়েছে।

পোস্টে ভালোলাগা রেখে গেলাম। +++

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

আমারও এমন হয় ।
অনেক কিছুতেই এক সময় অভ্যস্থ হয়ে যাই ।

অনেকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো ।
ভালো থাকুন সবসময় ।

৬৪| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১০

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ভালো থাকুন ।

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আপনাকে ব্লগে দেখে যেমন অবাক হয়েছি তেমন খুশ্ওি হয়েছি অনেক অনেক ।
আশা করি নিয়মিত থাকবেন ব্লগে...এবঙ শিগগীরই নতুন পোস্ট দিবেন ।
আপনার ছবি ব্লগ মিস করি ।
শুভকামনা রইল, বাবু ।

৬৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩২

শহুরে আগন্তুক বলেছেন: ফেসবুক বন্ধ নাকি? :D =p~

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:

হাহা নাহ বন্ধ না তবে আমরা অনেকেই ঢুকতে পারছি না
নিষেধ আছে ! :|

৬৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নতুন পোস্ট ডিলিট করসেন কেন? /:)
নেতিবাচক কমেন্ট দিসিলাম অবশ্যি, পাবলিশড হওয়ার আগেই ফুরুত! :D

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

ওটা একটা পরীক্ষামূলক পোস্ট ছিল ;)

৬৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: আপু ফেসবুক নেই, তাতে কোন দুঃক্ষ নেই, কিন্তু দুঃক্ষটা একটা জায়গাতেই তা হইল ডিজিটাল বাংলাদেশে সামাজিক যোগাযোগ ব্যাবস্থা ফেসবুক, আর এই ফেসবুক এখন বিকল।

২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:
কী বলবো বুঝতে পারছি না ।
দেখা যাক কী হয়...
শুভ সকাল রোদ্দুর ।
আমার ব্লগে সুস্বাগতম ।

৬৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার "সকলেই সুখী হোক, সকলেই মঙ্গল লাভ করুন" পোস্টটা পড়েই এখানে চলে এলাম।
সমসাময়িক একটা বিরক্তিকর বিষয়ের উপর আলোকপাত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আমি চাইলেই টর দিয়ে ফেসবুক চালাতে পারি...কিন্তু ফেসবুক নিয়ে ততটা উন্মাদনা আমার মধ্যে নেই -- আমারও কথা তাই। আমি আপনার সাথে একমত।
আমি আপাতত সাধারণ জনগনেরই অংশ হিসেবে হা হুতাশ করছি (১২ উঃ) -- এটাও আমার বর্তমান পরিস্থিতির সাথে মিলে গেল।
চোখের সামনে হাত রেখে,সরকার আকাশকেই অস্বীকার করতে চায়... (১৫ নং মন্তব্য) -- খুব চমৎকার একটা কথা বলে গেলেন কিরমানী লিটন।
নিরাপত্তার অজুহাতে এতদিন ধরে ফেইসবুক বন্ধ রাখাটা কিছুতেই সমর্থন করতে পারছিনা। এমন প্রশাসন চাই, যাদের কাছে সংবিধান স্বীকৃত নিরাপত্তা পেতে হলে জিহবা আর কলমকে জামানত রাখতে হবেনা।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

আজকে ব্লগার বাক স্বাধীনতা একটা পোস্ট দিয়েছেন নিজেদের একটি সামাজিক যোগাযোগের জন্যে ওয়েবসাইট খোলার কথা...যাতে বিভিন্ন ধাপ পেরিয়ে সদস্য হতে হবে। একটু জটিল প্রক্রিয়া তবে আমার পছন্দ হয়েছে ।

আপনাকে ফেসবুকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু কী মনে করেন তাই আর বন্ধুত্বের অনুরোধ পাঠাইনি ।
অন্যের প্রাইভেসি আমার কাছে অনেক সম্মানের ।

জীবন থেমে থাকে না।
আমি যা ইচ্ছে হচ্ছে গুগল প্লাসে শেয়ার দিচ্ছি।
মেইল তো সম্ভবত বন্ধ করবে না, তারমানে গুগল প্লাসও আশা করি উন্মুক্তই থাকব। আমার ওতেই চলবে ।

মতামত জানানোর জন্যে অনেক কৃতজ্ঞতা রইল ।

৬৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

এহসান সাবির বলেছেন: শুভ সকাল আপুনি।
আমি তেমন একটা মিস করছি না আপুনি কারণ অনেক দিন ধরেই আমার টা বন্ধ রয়েছে। তবে প্রক্সি দিয়ে ঢুকেছিলাম সবার কি অবস্থা জানবার জন্য B-))

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

আরজু পনি বলেছেন:

এখন কেমন যেনো গা সওয়া হয়ে গেছে ।
মাঝে মাঝে একটু হাই ফাইভে ঢু দেই ।
হাই ফাইভের মানুষগুলো কেমন যেনো...মানসিকতা মিলে না ।

আমার আপাতত প্রক্সি দরকার ব্লগের জন্যে ঠিকমতো সুবিধে করতে পারছি না ।

গুগল প্লাসে থাকলে আ্ওয়াজ দিয়েন ।
শুভ সকাল, সাবির ।

৭০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

রিকি বলেছেন: আপু এখনও আপনার ফেসবুক বন্ধ আছে???? :||

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৯

আরজু পনি বলেছেন:

রিকি আমি যে কী করেছি নিজেই বুঝতে পারিনা । আমার ওই ডানকোনায় ঠিকই সেটাকে সেট করেছি...কিন্তু ফেসবুকতো চালু হয়না...আমার দরকারও নেই । তবে ওটাকে টিকমতো চালু করতে পেরেছি কিনা সেটাই তো বুঝতে পারছি না।

আমি আবার ওটাকে যাচাই করে দেখবো ভাবছি ।
আপনি ভালো পড়াতে পারেন ।
কিন্তু আমিতো বুঝতে দেরী করছি...সমস্যাতো আমার :(

৭১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

রিকি বলেছেন: মেইলবক্স চেক করেন তো আপু। প্রবলেমের আরেকটা সল্যুশন দিচ্ছি।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

আরজু পনি বলেছেন:

আচ্ছা দেখছি...
কিছু বাড়তি পড়াশুনার চাপ যাচ্ছে ।

৭২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: : হ্যালো আরজুপুনি, কেমন আছো?
: কে?
: আরে আমি, সামুয় তোমার সহব্লগার।
: দেখুন, সহব্লগার বলবেন্না প্লিজ। যাকে তাকে সহব্লগার ভাবতে আমার রুচিতে বাধে।
: সরি আপু ভুল হয়ে গেছে। রিকোয়েষ্ট পাঠিয়েছি, এ্যাড করো।
: আরি!!! ভারী আজবতো আপনি!!! চিনিনা জানিনা বল্লেই হলো? ইউ আর ভেরি বিলো এভারেজ............নো স্পেশালিটি। আবারো সে একি কথা। যাকে তাকে এ্যাড করার প্রশ্নই আসেনা।
: কথা দিচ্ছি জ্বালাবোনা, এ্যাড করোনা প্লিইইইজ।
: আরেএএএ কি যন্ত্রনা। প্লিজ নো মোর টেক্সট। আর তুমি তুমি করছিস ক্যান। থাপড়াইয়া গাল ফাটাইয়া দিমু। যা ফুট।
: আপু, আপু, হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেষ্টিং ১ ২ ৩ ৪...............হ্যালো,,,,,,,,একি!!!!!!!ব্লক মাইরা দিলো!!! :( /:) B:-)

থাকলে আওয়াজ দিয়েন । 8-|

যদি করো নাক উচুঁ
দেখে করো গালাগাল;
এই ভয়ে দুরে থেকে
ফলো করি চালাচাল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭

আরজু পনি বলেছেন:

হাহা
আমি তেমন নই মোটেও...
ফেসবুকে সামুর ব্লগার পেলেই এ্যাড করি, যদি তার টাইমলাইন বিপদজ্জনক মনে হয় তবেই শুধু এড়িয়ে চলার চেষ্টা করি। এমনিতে গালাগালতো মোটেই করিনা । ওই অভ্যাসটি আমার নেই ।

আর আমার নাক উঁচু স্বভাবটিও নেই
খুব সাধারণ মানুষ আমি ।

কেউ জ্বালালে তাকে বকার বদলে উপেক্ষা করাটাই আমার কাছে উত্তম পন্থা মনে হয় ।

আপনার যখন তখন ছড়া বানানোর অভ্যাসটি বেশ লাগে ।
ভালো থাকবেন ।

৭৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমি কই তুমি তুমি
তুমি করো আপ আপ;
সিডিউল কাস্ট ইহা
সিঁটকিয়ে তনু নাক।

যতো বলো সাধারণ
ঠিকি মারো ভাব বেশ;
আপনি আপনি কহে
বিনয়েতে মারো ঠেশ।;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

আরজু পনি বলেছেন:

ঠেশ মারার অভ্যাস ভালো না। যতক্ষণ মনে থাকে ততক্ষণ মেনে চলি ।

বিভিন্ন কারণে "আপনি" সম্বোধন অভ্যাস হয়ে গেছে । ব্লগে কাউকে "আপনি"র বাইরে ডাকতে ইচ্ছে করে না ।

:)

৭৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ঢাকা ঘুরে আসলাম, আপনাকে পাইলাম না :-0

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

আরজু পনি বলেছেন:

আমাকে তো পাওয়ার কথা না...আমি ব্লগে থাকি ;)

৭৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিভিন্ন কারণে "আপনি" সম্বোধন অভ্যাস হয়ে গেছে । ব্লগে কাউকে "আপনি"র বাইরে ডাকতে ইচ্ছে করে না ।

ভেবেছিনু যাহা আগে
ভাবে তুমি গ্রাজুয়েট;
আপনিটা পারবোনা
যত করো খ্যাট খ্যাট।;)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

দুঃখিত দেরীতে জবাব দেবার জন্যে ।
নেটের ধীর গতি আর ভুলো মন এর জন্যে দায়ী ।

আমি খ্যাট খ্যাট করিনা...
:)
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.