নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে : রক্ত দানের A টু Z

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩


সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ তার বুদ্ধিবৃত্তির কারণে আর যে কোন প্রাণির চেয়ে এগিয়ে আছে তার মেধা, প্রজ্ঞা, আবেগ, ভাব-ভালোবাসায় । আর এই ভালোবাসার এক দারুণ বহিঃপ্রকাশ রক্ত দান । রক্ত দানে আছে অনেক যুক্তি, বিজ্ঞান সম্মত ব্যাখ্যা। কিন্তু দয়ালু মনই পারে নিজের শরীর থেকে এক ব্যাগ রক্ত অন্যকে দান করতে ।
একটা সময় ব্লগ প্রায় নিয়মিতই চোখে পড়তো রক্ত চেয়ে সাহায্যের আবেদন মূলক পোস্ট । আর সেগুলোকে রাস্তার এ্যাম্বুলেন্সের মতোই জরুরী বিবেচনা করে নির্বাচিত পাতায় নেয়া হতো অন্যদের চোখে সহজে পড়ার জন্যে । সময়ে অনেক কিছু বদলেছে। সোস্যাল মিডিয়ায় ফেসবুকের সহজ ব্যবহার রক্ত চেয়ে সাহায্যমূলক স্ট্যাটাসকে সহজেই শেয়ার করাতে পৌঁছে যেতো অনেকের কাছে খুব দ্রুত এবং সেখানে ব্লগ লিখিয়েদেরকেই দেখা যায় তুলনামূলকভাবে বেশি তৎপর হতে ।
রাষ্ট্র তাঁর প্রয়োজনে অনেক সিদ্ধান্তই নিতে পারে, কিন্তু রক্তের অভাবে তো মরতে পারে না একটি জীবনও ।
বন্ধ থাকতে পারে ফেসবুক...কিন্তু এখনও সচল আছে ব্লগের চাকা । আর তাই এই পোস্টের অবতাড়না ।
একজন ব্লগার, একজন দায়িত্বশীল সচেতন নাগরিক। আপনিও পারেন অবদান রাখতে ...জানিয়ে দিতে পারেন আপনার রক্তের গ্রুপ যেনো প্রয়োজনে পাশে পেতে পারি ।


আপনি কেন রক্ত দিবেন ?
- প্রতি ৩ সেকেন্ডে একজনের রক্তের প্রয়োজন হয়।
- যাদের রক্তের দরকার হয় তাদের মধ্যে ২০%-ই শিশু।
- রক্ত দান করা ১০০% নিরাপদ।
- একজন ডোনারের এক পাইন্ট রক্ত তিন জন মানুষের জীবন বাঁচাতে পারে।
- আমাদের মোট জনসংখ্যার ৬০% মানুষ রক্ত দানে সক্ষম হলেও প্রকৃত পক্ষে দান করেন মাত্র ৪% মানুষ।
তাই আসুন, রক্ত দিয়ে অসহায় মানুষকে সহায়তা করার জন্য হাত বাড়াই..।

আপনার দান করা রক্ত শুদ্ধতো ?
খালি চোখে আমরা অনেকেই অনেক সুস্থ থাকি । কিন্তু রক্তে বহন করে চলি অনেক রোগে জীবানু যা রক্তের মাধ্যমে চলে যেতে পারে অন্যের দেহে । তাই অন্যকে রক্ত দানের পূর্বে অবশ্যই নিশ্চিত হওয়া উচিত আমাদের রক্ত শুদ্ধ কি না । আর নিজের শরীরের রোগ নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা একটা ভালো হাতিয়ার। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি জানতে পারেন আপনার শরীর রক্তবাহিত মারাত্মক রোগ যেমন-হেপাটাইটিস-বি,এইডস, সিফিলিস ইত্যাদির জীবাণু বহন করছে কিনা।

রক্তদানের নুন্যতম যোগ্যতা
আপনার বয়স যদি ১৮-৬০ বছরের মধ্যে হয়, ওজন যদি হয় কমপক্ষে ৪৮ কেজি এবং আপনি যদি সুস্থ থাকেন, তাহলেই আপনি প্রতি ৪ মাস পর পর রক্ত দিতে পারেন।

রক্ত দান করে সুস্থ থাকুন
রক্ত দান স্বাস্থ্যের জন্যে উপকারি। নানান গবেষণার ফলে এটা এখন প্রমাণিত যে, রক্ত দেয়া স্বাস্থের জন্যে উপকারি শুধু নয়, রক্ত দিলে একজন মানুষ মুক্ত থাকতে পারেন বেশ কয়েকটি মারাত্মক রোগের ঝুঁকি থেকে:

হৃদরোগ ও হার্ট এটাকের ঝুঁকি কমে : সিএনএন পরিচালিত এক গবেষণায় দেখা যায়, রক্তে যদি লৌহের পরিমাণ বেশি থাকে তাহলে কোলেস্টেরলের অক্সিডেশনের পরিমাণ বেড়ে যায়, ধমনী ক্ষতিগ্রস্থ হয়, ফলাফল হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। নিয়মিত রক্ত দিলে দেহে এই লৌহের পরিমাণ কমে যা হৃদরোগের ঝুঁকিকেও কমিয়ে দেয় কার্যকরীভাবে।

ফ্লোরিডা ব্লাড সার্ভিসের এক জরিপে দেখা গেছে, যারা নিয়মিত রক্ত দেন, তাদের হার্ট এটাকের ঝুঁকি অন্যদের চেয়ে ৮৮ ভাগ কম এবং স্ট্রোকসহ অন্যান্য মারাত্মক হৃদরোগের ঝুঁকি ৩৩ ভাগ কম।

ক্যান্সারের ঝুঁকি কমে : মিলার-কিস্টোন ব্লাড সেন্টারের এক গবেষণায় দেখা যায়, নিয়মিত রক্ত দিলে ক্যান্সারের ঝুঁকি কমে। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম বলে দেখা গেছে।

প্রাণবন্ততা ও কর্মক্ষমতা বৃদ্ধি : রক্তদান করার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্যে উদ্দীপ্ত হয়। দান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়, আর লোহিত কণিকার ঘাটতি পূরণ হতে সময় লাগে ৪ থেকে ৮ সপ্তাহ। আর এই পুরো প্রক্রিয়া আসলে শরীরের সার্বিক সুস্থতা, প্রাণবন্ততা আর কর্মক্ষমতাকেই বাড়িয়ে দেয়।

ইসলাম ধর্মে রক্তদান কি বৈধ ?
মানুষের দেহে রক্তের প্রয়োজনে রক্ত গ্রহনের যেমন বিকল্প নেই, তেমনি রক্তের চাহিদা পূরণের জন্য রক্ত বিক্রয় বৈধ নয়। তবে বিনা মূল্যে রক্ত না পেলে রোগীর জন্য রক্ত ক্রয় করা বৈধ, কিন্তু এতে বিক্রেতা গুনাহগার হবে। নবী করিম (সা.) বলেছেন, ‘প্রত্যেক রোগের ওষুধ আছে। সুতরাং যখন রোগ অনুযায়ী ওষুধ গ্রহণ করা হয়, তখন আল্লাহর হুকুমে রোগী আরোগ্য লাভ করে।’ (মুসলিম)

বিপন্ন মানুষের মহামূল্যবান জীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ‘আর কেউ কারও প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীকে প্রাণে রক্ষা করল।’ (সূরা আল-মায়িদা, আয়াত: ৩২)

নিজে সুস্থ থাকুন, ভালো রাখুন সবাইকে
সুস্থ শরীরের জন্যে সঠিক রক্ত প্রবাহ প্রয়োজন। দুর্বল রক্ত প্রবাহের কারণে দেহের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন- মস্তিষ্ক, হার্ট, লিভার, কিডনি ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ।
আসুন জেনে নেই সাধারণ কিছু কথা যাতে সহজেই রক্ত প্রবাহ বাড়িয়ে নিজেকে সুস্থ রাখা যায় ।
১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন । [বাসা থেকে বেরিয়ে কোন কাজের উদ্দেশ্যে হেঁটে রওনা দিতে পারেন অথবা শপিংএ বা বন্ধুদের আড্ডায় হেঁটে যেতে পারেন।]
২.সাধারণ কিছু হাত-পায়ের ব্যায়াম করুন ১৫ মিনিট ।
৩. গরম পানি দিয়ে গোছল করে নিন...এটি আপনার রক্ত ধমনী উন্নত করতে সাহায্য করতে পারে আর রক্ত প্রবাহ বৃদ্ধি করতে পারে ।
৪.গ্রিন টি তে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা দেহের রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সক্ষম । তাই একাধিকবার পান করুন গ্রিন টি । এটি তৈরি খুবই সহজ। শুধু এক কাপ/মগ গরম পানিতে একটি টিব্যাগ দিয়েই তৈরী হয়ে যায় গ্রিন টি ।

֎ রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম- যে গানটি শুনলে আপনার রক্ত নেচে উঠবেই


֎֎֎֎আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে ।֎֎֎֎
এই কাজটি আপনিই করতে পারেন । আপনার নিজের রক্তের গ্রুপ জানিয়ে দিন, যেনো প্রয়োজনে আপনার কাছে হাত পাততে পারি আমার পরিচিত, প্রিয়জনের বা অপরিচিত কারো প্রয়োজনে ।
আমি আমার তথ্য দিয়ে শুরু করলাম ।
֎ আরজু পনি : বি পজিটিভ
֎ অগ্নি সারথি : এ নেগেটিভ
֎ মাহবুবুল আজাদ : এ পজিটিভ
֎ কান্ডারি অথর্ব : ও পজিটিভ
֎ সাহসী সন্তান : ও নেগেটিভ
֎ কথাকথিকেথিকথন : এ নেগেটিভ
֎ আমি মাধবীলতা : ও পজিটিভ
֎ মাঈনুদ্দিন মইনুল : ও পজিটিভ
֎ ইছামতির তী্রে : ও পজিটিভ
֎ ফেরদৌসা রূহী : বি নেগেটিভ
֎ নীলসাধু : ও পজিটিভ
֎ প্রামানিক : ও পজিটিভ
֎ ধমনী : বি পজিটিভ
֎ অভ্রনীল হৃদয় : ও পজিটিভ
֎ হান্নান গাজী : বি নেগেটিভ
֎ মাহমুদুর রহমান সুজন : ও পজিটিভ
֎ হাসান মাহবুব : বি পজিটিভ
֎ -সাইরাস : ও পজিটিভ
֎ মোফিয : এ পজিটিভ
֎ তামান্না তাবাসসুম : বি পজিটিভ
֎ সুপান্থ সুরাহী : বি পজিটিভ
֎ দীপান্বিতা : ও পজিটিভ
֎ রেজওয়ানা আলী তনিমা : এ পজিটিভ
֎ কিরমানী লিটন : বি পজিটিভ
֎ তুষার কাব্য : এবি পজিটিভ
֎বঙ্গভূমির রঙ্গমেলায় : এ পজিটিভ
֎
আপডেট করা হবে...


֎ ব্লগ থেকে পাওয়া কিছু পোস্ট যা এই পোস্ট লিখতে সাহায্য নেয়া হয়েছে এবং আপনাকে আরো জানতে সাহায্য করতে পারে ।
কেন আমাদের রক্ত দান করা উচিত?-মাগুর
রক্ত দিন জীবন বাঁচান - কবিতা-সেলিম আনোয়ার
রক্ত পরীক্ষা : কিছু তথ্য-আতাউর রহমান কাবুল
জেনে নিন রক্তদানের নুন্যতম যোগ্যতা-কি-বোর্ড
রক্ত দিন, জীবন বাঁচান, সুস্থ থাকুন-ফাহিম দেওয়ান
প্রসঙ্গে,স্বেচ্ছায় রক্ত দানঃ রক্ত দান করতে মনের দিক দিয়ে ভীত হই কেন?রক্ত দান কমিয়ে দিতে পারে আমাদের হার্ট এটাক এবং ক্যান্সার হওয়ার সম্ভবনা-আসাদ খাঁন
... রক্তই হোক আত্মার বাঁধন-তারেক রহিম
আপনি কি নেগেটিভ গ্রুপের ব্লাড খুঁজছেন?-ইছামতির তী্রে
নেগেটিভ গ্রুপের ব্লাড নিয়ে কাজ করা বাংলাদেশের সর্বপ্রথম সংগঠন CNBRR-ইছামতির তী্রে
হয়তো আরো পোস্ট আছে আমার দৃষ্টি এড়িয়ে গেছে। পেলে আপডেট করে দিব ।


֎ ব্লগের বাইরে থেকে নেয়া তথ্যের সূত্র:
রক্তদান
মেডিকেলের পড়ালেখা বাংলায় আলোচনাঃ রক্ত, প্রথম পর্ব
স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান
রক্ত
শরীরে রক্ত প্রবাহ বাড়াবেন যেভাবে
উইকিপিডিয়ায় রক্ত
রক্ত দিন
রক্ত দানের আগে ও পরে করনীয় বিষয়
অনুচক্রিকা

--------
֎ ১৪ই জুন বিশ্ব রক্তদান দিবস হলেও প্রতিটি দিবসেরই প্রয়োজন আছে সচেতনতা বৃদ্ধির জন্যে । কিন্তু সেই সচেতনতা যেনো থাকে বছর জুড়ে ।

֎ বিশেষ ধন্যবাদ :
কোয়ান্টাম ফাউন্ডেশন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
বাঁধন


֎ উৎসর্গ : রক্তের অভাবে যেনো এই স্বাধীন বাংলার একটি প্রাণও ঝরে না যায়...সেই সব মহৎ হৃদয়ের অধিকারীদের যারা এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট । ।

মন্তব্য ১২৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (১২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬

অগ্নি সারথি বলেছেন: যুগোপযোগী একটা পোস্ট। আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। ইমার্জেন্সি হলে যোগাযোগ করতে পারেন, যে কেউ।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, অগ্নি সারথি।
আমি মনে করি ব্লগাররা দেশের সবচেয়ে দায়িত্বশীল এবং সবচেয়ে বেশি সচেতন নাগরিক। ঠিক তেমনি তারা মানুষের যেকোন বিপদে ঝাঁপ দিতেও পিছ পা হয় না ।
আপডেট করে নিলাম আপনার রক্তের গ্রুপ।
অনেক ধন্যবাদ ।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


রক্ত নিজে সুস্থ থাকুন, ভালো রাখুন সবাইকে।

গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপা।
শুভকামনা সব সময়ের জন্য।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ কান্ডারি ।

নিজে সুস্থ থাকুন, সুস্থ রাখুন অন্যদেরকেও ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

অতঃপর হৃদয় বলেছেন: ধন্যবাদ লেখক।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

আরজু পনি বলেছেন:

আপনাকেও ধন্যবাদ, হৃদয় ।
ভালো থাকুন ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: আমার রক্তের গ্রুপ "এ পজিটিভ"

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

আরজু পনি বলেছেন:
আমরাই পারি ।
অনেক ধন্যবাদ, আজাদ।
আপডেট করে নিলাম ।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ওহ ! আপা আমার "ও" পজেটিভ।

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

আরজু পনি বলেছেন:
আপডেট করে নিলাম , কান্ডারি ।
অনেক ভালো থাকুন সবসময় ।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

মাকড়সাঁ বলেছেন: অসাধারণ শেয়ার নিঃসন্দেহে ।
অনেক শুভকামনা রইল

০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মাকড়সাঁ।
আশা করি কারো বিপদে পাশে পাবো ।
শুভকামনা রইল ।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার সৃজনশীল এবং জন সচেতনতা মূলক পোস্ট! সেই সাথে অনেক কিছু জানতেও পারলাম! চমৎকার পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু! শুভ কামনা জানবেন.....!!



বিঃদ্রঃ- 'আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ (O-)......!

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

আরজু পনি বলেছেন: পিসি থেকে ঢুকতে পারছি না। :(

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১২

আরজু পনি বলেছেন:
পিসি থেকে ঢুকতে পারলাম । !:#P
আপডেট করে নিলাম ।
অনুপ্রাণিত মন্তব্যে অনেক ভালো লাগা রইল ।
শুভকামনা সবসময়ের জন্যে ।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ পোস্ট ।
আমার গ্রুপ- এ নেগেটিভ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ। পিসি থেকে আপডেট করে নিবো। সাথেই থাকুন ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, কথা-কথি-কেথি-কথন (সহজে বানানের জন্যে এভাবে লিখেছি, আশা করি কিছু মনে করবেন না ।)
কারো কখনো কাজে আসলেই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

আপডেট করে নিলাম ।
অনেক শুভকামনা রইল ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

আমি মাধবীলতা বলেছেন: নিঃসন্দেহে উপকারী পোস্ট আপু । আমার রক্তের গ্রুপ 'ও' পজেটিভ ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পিসি থেকে লগিন করতে পারলে ই আপডেট করে নিব। সাথে ই থাকুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

আরজু পনি বলেছেন:
আপডেট করে নিলাম ।

অনেক ধন্যবাদ, মাধবীলতা ।
খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ও পজিটিভ :)




সুন্দর পুস্টের জন্য অনেক থেংকু আরজুপনি :)

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

আরজু পনি বলেছেন: মইনুল, পিসি থেকে ব্লগে ঢুকতে পারছি না। আশা করি বুঝতে পারছেন কোন বিপদে আছি ... :(

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

আরজু পনি বলেছেন: যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ
আমার হয়েছে সেই অবস্থা !
যতক্ষণ পিসি থেকে ব্লগাইতে পারি ততক্ষণই সুযোগ.।যে কোন মুহূর্তে দেখবো ব্লগে ঢুকতে পারছি না । যা কয়দিন ধরে নিয়মিত ভাবেই হচ্ছে ।

আপডেট করে নিলাম ।
অনেক ধন্যবাদ, মইনুল ।
ভালো থাকুন সবসময় ।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

ইছামতির তী্রে বলেছেন: এ সংক্রান্ত আমার দু’টি লেখা আছে। লিঙ্ক দিলাম। একই লেখা। একটি বিস্তারিত, অন্যটি সংক্ষেপিত। যদি প্রয়োজন পরে তবে আপনার লেখায় লিঙ্ক দিতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/Rhythm01/29943078
http://www.somewhereinblog.net/blog/Rhythm01/29943078
নিঃসন্দেহে রক্ত দেয়া খুব মহৎ একটি কাজ। খুব সঙ্গীন সময়েই মানুষের রক্তের চাহিদা হয়। সকল সুস্থ্য, সবল মানুষের অবশ্যই নিয়মিত রক্ত দেয়া উচিত বলে আমি মনে করি।

ও হ্যা, আমার ও পজিটিভ। আমি মাসও পেরোয়নি রক্ত দেয়ার।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

আরজু পনি বলেছেন: পোস্ট আপডেট করার জন্য একটু সময় চাইছি, সাথেই থাকুন।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

আরজু পনি বলেছেন:
পোস্ট আপডেট করে নিলাম ।
আপনার রক্তদানের কথা শুনে অনেক ভালো লাগলো ।
আমি বেশ অনেকদিন আগে দিয়েছি। এ পর্যন্ত ৬/৭ বার দিয়েছি।
শুভকামনা রইল ।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

ইছামতির তী্রে বলেছেন: আপনি কি নেগেটিভ গ্রুপের ব্লাড খুঁজছেন?

নেগেটিভ গ্রুপের ব্লাড নিয়ে কাজ করা বাংলাদেশের সর্বপ্রথম সংগঠন CNBRR

লিঙ্ক নতুন করে দিলাম।

আপনাকে ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

আরজু পনি বলেছেন:
লিঙ্কদু'টো আপডেট করে নিয়েছি ।
খুবই মহৎ উদ্যোগ ।
আপনার রক্তদানের মানসিকতাকে সালাম জানাই ।
সুস্থ থাকুন আমাদের জন্যে, আপনার নিজের জন্যে ।
অনেক শুভকামনা রইল ।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

হামিদ আহসান বলেছেন: উপকারী পোস্ট৷ ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, হামিদ আহসান ।
আশা করি সহব্লগারদের রক্ত সম্পর্কিত কোন প্রয়োজনে পাশে পাবো ।
শুভকামনা রইল ।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: গুরুত্তপূর্ণ পোস্ট ।

বি নেগেটিভ

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

আরজু পনি বলেছেন:
পোস্টে আপডেট করে নিলাম ।
নেগেটিভ গ্রুপের রক্তগুলো একটু রেয়ার ।
কখনো প্রবাসে আপনার কোন পরিচিত/প্রতিবেশীর কাজে লাগতে পারে । তবে সবাই সুস্থ থাকুক এই কামনা করি ।

আপনার জন্যে অনেক শুভকামনা রইল।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

নীলসাধু বলেছেন: সচেতনতা বৃদ্ধির জন্যে রক্ত দানে উদ্বুদ্ধ করনে পোষ্টটি কাজে দেবে। ধন্যবাদ আপনাকে। বিশেষ যত্ন নিয়ে পোষ্টটি সাজিয়েছেন ।
আমার গ্রুপ ও পজেটিভ।
ভালো থাকবেন। সুন্দর হোক আগামী!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আরজু পনি বলেছেন: সচেতনতা বৃদ্ধির জন্যে রক্ত দানে উদ্বুদ্ধ করনে পোষ্টটি কাজে দেবে..
জ্বি, প্রধানত এই কারণেই এই পোস্টের অবতাড়না ।
খুব ভালো লাগলো যে আমার পোস্টটিতে যত্নের ছোয়া পেয়েছেন ।
কৃতজ্ঞতা রইল ।

আপনার গ্রুপ আপডেট করে দিলাম পোস্টে ।
আপনিও অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন ।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি এখনো আমার রক্তের গ্রুপ জানিনা, আইডিতে এ+ লিখে দেই আন্দাজে! :||

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

আরজু পনি বলেছেন:
আশা করবো আপনি আপনার নিজের ব্যাপারে আরো সচেতন হবেন আমাদের জন্যেই ।
শিগগীরই রক্তের গ্রুপ জেনে আমাদের জানিয়ে যাবেন...অপেক্ষায় থাকবো ।

অনেক শুভকামনা রইল ।
ওহ বাংলাদেশের মানচিত্র সহ জাতীয় পতাকার আপনার বর্তমান প্রোপিকটা অসাধারণ হয়েছে ।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

আরজু পনি বলেছেন: পিসি থেকে লগিন হয়ে পোসট আপডেট করবো। সাথে ই থাকুন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

আরজু পনি বলেছেন:
নেটের গতি যাচ্ছে তাই ...সকাল থেকে ব্লগে ঢুকতে পারিনি ।
কতোক্ষণ ব্লগে থাকতে পারবো তাই জানিনা
:(

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অতি প্রয়োজনীয় একটি তথ্যবহুল পোস্ট ।
আমার গ্রুপ টা জানানোর জন্য আবার আসবো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন ।
আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকবো ।
অনেক শুভকামনা রইল ।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

প্রামানিক বলেছেন: ফাইসা গেছি ও পজেটিভ।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৩

আরজু পনি বলেছেন:
হাহাহা
ফাইসা যাওয়ার কিছু নেই, প্রিয় প্রমানিক ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
আপডেট করে নিলাম আপনার রক্তের গ্রুপ ।

সুস্থ থাকুন সবসময় ।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০০

ধমনী বলেছেন: আমি আপনার গ্রুপের। নিয়মিত রক্তদানের চেষ্টা করি।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

আরজু পনি বলেছেন:
মানে আপনার রক্তের গ্রুপ বি পজিটিভ ।
অনেক ধন্যবাদ, ধমনী।

পাস্টে আপডেট করে দেয়া হয়েছে ।
আমি খুব নিয়মিত দেবার সময় সুযোগ পাই না। তবে এই জীবনে ৬/৭ বার দিয়েছি এবং কারো প্রয়োজনে রক্ত মিলে গেলে নক করার চেষ্টা করি ।

সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন সবসময় ।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

রক্তিম দিগন্ত বলেছেন: আপু, পোষ্টটি অনেক ভাল হয়েছে। আমার মনে হয় এইটাকে স্টিকি করে রাখলে ভাল হবে। অনেকের চোখে পড়বে।

কিন্তু দিলেন তো, এক দুঃখ লাগায়া। :(

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

আরজু পনি বলেছেন:
রক্তের অভাবে যেনো একটি প্রাণও ঝরে না যায় ।
অনেক ধন্যবাদ, রক্তিম দিগন্ত ।
শুভকামনা রইল ।


কী দুঃখ লাগালাম বুঝলাম না তো ! :||

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

চার্ত্রুজ-বী বলেছেন: " রক্তদানের নুন্যতম যোগ্যতা " তে একটা কথা মনে হয় যোগ করতে পারেন। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা রক্ত দিতে পারে না - মানে দিতে চাইলেও ডাক্তার /স্বাস্থ্যকর্মীরা নেয় না।
বাংলাদেশে কি অবস্থা ঠিক জানি না, তবে বিদেশে আমার কর্মক্ষেত্রে আয়োজিত রক্তদান কর্মসুচীতে উচ্চ রক্তচাপের কারণে ইচ্ছা থাকা স্বত্তেও ভগ্নহৃদয় নিয়ে ফেরত আসতে হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন:
বাংলাদেশে উচ্চরক্তচাপ যাদের তাদের রক্ত নেয় কি না আমিও জানিনা ।

কোন ব্লগার ডাক্তারের চোখে এই মন্তব্যটি পড়লে ভালো হতো ।
আমি কোন ডাক্তারের সাথে কথা বলে নিশ্চিত হয়ে পোস্ট আপডেট করে দিব ইনশাহআল্লাহ ।

খুব ভালো একটি প্রসঙ্গ উল্লেখ করেছেন...কৃতজ্ঞতা জানবেন ।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার উপকারী পোস্ট। আমার "ও" পজেটিভ!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

আরজু পনি বলেছেন:
কারো কাজে লাগলে এই পোস্ট দেয়া সার্থক মনে করবো ।

মূল পোস্টে আপনার রক্তের গ্রুপ আপডেট করে নিলাম ।

অনেক ভালো থাকুন সবসময় ।

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

সুলতানা রহমান বলেছেন: কমেন্ট এ যারা আছেন এ ধরণের রক্ত খুজে পাওয়া যায় না। আমার হচ্ছে গরুর রক্ত। সব জায়গায় পাওয়া যায়। পরিচিত জনের মধ্যে দেখি আরো অনেকেই এই রক্ত দিতে বসে আছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:
আপনি ঠিকই বলেছেন, সুলতানা ।
কমেন্টে বেশ কিছু রক্তের গ্রুপের নাম দেখলাম যেসব রক্ত কিছু কমই পাওয়া যায় ।

আমার রক্তের গ্রুপ বি পজিটিভ.।অনেক সহজলভ্য। আমি নিজেও কখনো কম্পোজ করা দেয়ালে লাগানো বা টিভিতে দেখে ফোন দিয়ে আর আপডেট পাইনি । তারপরও বিপদ তো বলে কয়ে আসে না। কার কখন লেগে যায় ।

অনেক শুভকামনা রইল, সুলতানা ।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩০

হাণ্নান গাজী বলেছেন: আমি নতুন তাই অনেক ঘেটে গুটে আপনার পোষ্ট টা চোখে পড়লো কারন রক্তদান দেখলেই নিজেকে আর স্থির রাখতে পারিনা কারন আমি একজন Blood ডোনার রক্তের গ্রুপ (বি- নেগেটিভ) তাই এই জাতীয় পোষ্ট দেখলে খুব অাগ্রহ নিয়ে পড়ি। খুব ভালোলাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:
আমার ব্লগে স্বাগতম, গাজী সাহেব ।
আপনার মহানুভবতার কথা জেনে খুব ভালো লাগলো ।
আপনার রক্তের গ্রুপ আপডেট করে নিলাম ।
সুস্থ থাকুন...শুভকামনা রইল সবসময়ের জন্যে ।

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

গেম চেঞ্জার বলেছেন: খুব ভালো একটি উদ্যোগ! শুভকামনা আপু!

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, গেম চেঞ্জার ।
শুভকামনা রইল ।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

নেক্সাস বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপা।
দেশ এগিয়ে যাক আপনাদের মত সমাজ বান্ধব মানুষদের হাত ধরে।
সকল রক্ত বীর কে শ্রদ্ধা।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় নেক্সাস ।

আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে...

সকল রক্তবীরকে শ্রদ্ধা.।খুব সুন্দর বলেছেন ।

অনেক শুভকামনা রইল ।

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক কাজের পোষ্ট । আমার O প্রজিটিভ। আমিও কারোর লাগলে দিব।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সুজন ।

পোস্টে আপনার রক্তের গ্রুপ আপডেট করে নিলাম ।
অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন ।

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

মঞ্জু রানী সরকার বলেছেন: সব কিছু জানার পরও এই বিষয়টি সম্পর্কে আমরা একেবারে উদাসীন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, তাইতো...
শোনেন বলি নতুন করে পুরান ঘটনার মতো ।

অনেক ধন্যবাদ, মঞ্জু রানী সরকার ।
সুস্বাস্থ্য কামনা করছি ।

নেটের গতি যাচ্ছেতাই...কতক্ষণ ব্লগে থাকতে পারবো তাই ভাবছি ।

৩০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

আবু শাকিল বলেছেন: লজ্জার কথা !!!
অপ্রত্যাশিত ভাবে এখনো আমার রক্তের গ্রুপ জানি না ।আজকে আপনার পোষ্ট পড়ার পর ,রক্তের গ্রুপ জানার তাগিদ অনুভব করছি ।
খুব মহৎ উদ্যেগ আপু।উদ্যেগ কে স্বাগত জানাই ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

আরজু পনি বলেছেন:
আশঅ করবো শিগগীরই জেনে আমাদের জানাবেন।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি ।
অনেক ভালো থাকুন, আবু শাকিল ।

৩১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

হাসান মাহবুব বলেছেন: ভালো পোস্ট। আমার রক্তের গ্রুপ বি পজেটিভ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, হাসান ।
আপনার রক্তের গ্রুপ পোস্টে আপডেট করে নিলাম ।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
শুভ দুপুর ।

৩২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০

-সাইরাস বলেছেন: আমার ও পজিটিভ । প্রয়োজন হলে জানাবেন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ -সাইরাস।

প্রয়োজন হলে অবশ্যই জানাবো ।
তবে সবাই সুস্থ থাকুক এই প্রত্যাশা করি ।

আপনার রক্তের গ্রুপ পোস্টে আপডেট করতে দিয়েছি আরেক ট্যাবে....নেটের চাকা ঘুরছে তো ঘুরছেই জানিনা কখন কাজ হবে ।
অনেক ভালো থাকুন।

৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

মোফিয বলেছেন: দেশের জন্য সব সময় রক্ত দেয়া যায়........ A+

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

আরজু পনি বলেছেন:
আপনার রক্তের গ্রুপ পোস্টে আপডেট করে নিলাম ।
নেটে সমস্যা হচ্ছিল, তাই নিশ্চিত হয়ে জবাব দিতে চাচ্ছিলাম ।

সর্বদা সুস্থতা কামনা করছি মোফিয।
অনেক ভালো থাকুন ।

৩৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: কথা-কথি-কেথি-কথন (সহজে বানানের জন্যে এভাবে লিখেছি, আশা করি কিছু মনে করবেন না ।)- কিছু মনে করার মত আমার কাছে কিছুই নেই !!! হা হা

আমার ব্লাডের জন্য তেমন একটা ডাক পাওয়া যায় না । একবার দিয়েছিলাম । আরেকবার টেলিভিশনের হেডলাইনে দেখে ফোন করেছিলাম দেয়ার জন্য । কিন্তু ওনারা বললো যখন লাগবে ফোন করবে । এরপর আর ফোন করেনি । হয়তো লাগে নি ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন: আমি একবার হাসপাতালেও গিয়েছিলাম রক্ত দিতে...এবং যাকে দেবার তাদের জন্যে অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে এসেছি তাদের খোঁজ না পেয়ে !

.।
আপনার কঠিন নামের সহজ উপস্থাপনে কিছু মনে না করার জন্যে অনেক ধন্যবাদ ।

৩৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সাহসী সন্তান বলেছেন: আমি জীবনে কখনো রক্ত দেইনি আপু! সুচ দেখলে ভীষণ ভয় লাগে! তাছাড়া জীবনে শেষ কবে যে শরীরে ইঞ্জেকশন দিয়েছিলাম হাজারও চেষ্টা করে সেটা মনে করতে পারলাম না!


এছাড়া আমার রক্ত খুব কমই কাজে লাগে! তবে প্রয়োজনে অবশ্যই কেউ যোগাযোগ করলে সাধ্যমত চেষ্টা করবো রক্ত দান করার!!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:
আপনার অবস্থা হয়েছে নিনজা হাতুরীর মতো ।

অনেক সাহসী কিন্তু ইনজেকশনকে ভয় পায় চরম ।

আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ।

৩৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



একটি ব্যতিক্রমী আর পূর্ণাঙ্গ সচেতনতামূলক পোষ্ট ।
ব্যতিক্রমী এ জন্যে যে ধর্মীয় দৃষ্টিকোন থেকেও রক্তদান বিষয়টিকে দেখেছেন আর পোষ্টটি আপডেটেড করার মহান দায়িত্বটুকু ও নিয়েছেন বলে । সাধারনত এজাতীয় সচেতনতামূলক পোষ্টে আপডেট করার ব্যাপারটি থাকেনা ।
ওয়েল ডান ম্যাম.....

অসংখ্য শুভেচ্ছা এ কারনে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:
অনুপ্রাণিত মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ জনাব জী এস ।
আপডেট করছি যেনো কখনো কারো প্রয়োজনে সে এখান থেকে জেনে প্রয়োজনীয় ব্লগারের সাথে যোগাযোগ করে নিতে পারে ।
রক্তের অভাবে একজন মানুষও যেনো হারিয়ে না যায় এ পৃথিবীর বুক থেকে ।

অনেক ভালো থাকুন, প্রিয় ব্লগার ।

৩৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

তামান্না তাবাসসুম বলেছেন: আমার বি +
এমন পোস্ট এর জন্য ধন্যবাদ। শুভকামনা

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, তামান্না ।

আপনার রক্তের গ্রুপ পোস্টে আপডেট করতে দিলাম আরেকটা ট্যাবে দেখি কতোক্ষণে আপডেট হয়..
নেটের গতি যাচ্ছেতাই স্লো ।
শুভকামনা রইল সবসময়ের জন্যে ।

৩৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর একটি পোস্ট ।প্রথম বারে রক্ত দিয়ে অজ্ঞান হয়ে পরেছিলাম ।
আমার রক্তের গ্রুপ জেনে অবশ্য কোন লাভ হবে না , দেশে তো থাকি না ।

আপনার এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই । ভালো থাকুন সবসময় ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

আরজু পনি বলেছেন:
আমি প্রথম রক্ত দিয়েছিলাম এইচএসসি পরীক্ষা দিয়ে ।
আম্মা নিমরাজি ছিলেন।
তখন আম্মাকে বলেছিলাম "আম্মা, আপনার ভাগ্য ভালো যে আমি যুদ্ধের সময় ছিলাম না, নইলে আপনাকে না জানিয়েই যুদ্ধে চলে যেতাম । তখন হয়তো আমি আর ফিরেও না আসতে পারতাম ।" এই কথা শোনার পর আম্মা আর আটকায়নি ।
আপনি যে দেশেই থাকুন...আপনার দ্বারা যেনো আপনার কাছের, পাশের মানুষগুলো ভালো থাকে ।
অনেক শুভকামনা রইল, গুলশান ।

৩৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৭

ফেরদৌসা রুহী বলেছেন: বি নেগেটিভ রক্ত খুবই রেয়ার।

আমার সিজারের আগে ২০০০ জনকে টেস্ট করে মাত্র দুই জনের বি নেগেটিভ পেয়েছিলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

আরজু পনি বলেছেন:
আমার বান্ধবীর এ নেগেটিভ রক্ত হওয়ায় ওর বাচ্চা সিজার করার সময়ও ঢাকায়ও আমরা বন্ধুদেরকে রেডি রেখেছিলাম । কারণ ও ঢাকার বাইরে ছিল তখন ।

আপনার জন্যে অনেক শুভকামনা রইল ।
খুব ভালো থাকুন রুহী ।

৪০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

জুন বলেছেন: আপনার দেয়া রক্তই পারে একটি জীবন বাঁচাতে ।
পনি আপনি সব সময়ই এমন পোষ্ট দিয়ে থাকেন যা মানুষের কাজে লাগে শতভাগ ।
মহৎ উদ্যোগে শুভকামনা রইলো

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:
অনুপ্রেরণামূলক মন্তব্যে অনেক কৃতজ্ঞতা জানাই, প্রিয় ব্লগার ।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল ।

৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬

রক্তিম দিগন্ত বলেছেন: আমার রক্তে এ পিলাস মিশ্যা আছে! কিন্তু দুঃখের বিষয় হইলো - আমি রক্ত দিলে, আমি এবং রোগী উভয়ই মারা যাব! :( এইডাই সমস্যা! এইডার লাইগাই দুঃখ পাইলাম! :(

০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

আরজু পনি বলেছেন: :|| B:-)
এসব কী বলেন ? !

৪২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১২

রুদ্র জাহেদ বলেছেন: অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট।আপুনি খুব কাজের পোস্ট দিয়ে থাকেন সবসময়।একাডেমিক পড়ালেখায় একটু ব্যস্ত থাকাতে আমার দ্বারা তেমন ব্লগিং-লেখালেখি হচ্ছে না, অবশ্য লেখালেখি পারিও না। ব্লগ পড়তে পড়তে আইডি খুলে ফেললাম। :)
এই পোস্টটিও আলমারিতে অর্থাৎ প্রিয়তে তুলে রাখলাম আপুনি।ভালো থাকুন সবসময়

০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৪

আরজু পনি বলেছেন:

একাডেমিক পড়াশুনা অবশ্যই আগে তারপর ব্লগিং ।
আপনার প্রিয় লিস্ট দেখে এই পোস্ট কারো কখনো নূন্যতম কাজে লাগলেও পরিশ্রম সার্থক মনে হবে ।
অনেক শুভকামনা রইল, রুদ্র ।

৪৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: আহারে । নেগেটিভ ব্লাড বুঝি আজীবন গরীবই হয়ে রইলো !!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

আরজু পনি বলেছেন:
রক্ত কেন নেগেটিভ হয় এটা জানা এখন জরুরী মনে করছি ।

৪৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

মেঘপিয়ন বলেছেন: ।রক্ত দেওয়ার অভিজ্ঞতা নেই , নেওয়ার অভিজ্ঞতা আছে যথেষ্ট | এহেন মহত্ কাজে অংশগ্রহণ করার ইচ্ছা থাকলেও পারলাম না । :|

রক্তের অভাবে যেনো এই স্বাধীন বাংলার একটি প্রাণও ঝরে না যায়...সেই সব মহৎ হৃদয়ের অধিকারীদের যারা এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট । ।----- আপনাকে ও ধন্যবাদ

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:

হায় হায় এসব কী বলেন !

আপনার সুস্বাস্থ্য কামনা করছি, মেঘপিয়ন ।
অনেক অনেক শুভকামনা রইল ।

৪৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

সুপান্থ সুরাহী বলেছেন: মূল্যবান পোস্ট।
আমি বি পজেটিভ।

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সুপান্থ ।

আপনার রক্তের গ্রুপ পোস্টে আপডেট করে নিলাম ।
আপনার জন্যে অনেক শুভকামনা রইল ।

৪৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০

দীপান্বিতা বলেছেন: মহৎ উদ্যোগ --- আমি ও পজিটিভ

শুভকামনা :)

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, দীপা ।
আপডেট করে নিলাম ।

ভালো থাকুন নিরন্তর ।

৪৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার উদ্যেগ ভালো লাগলো আপু আপনার এই সচেতনমূলক উদ্যেগ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মামুন ।
নতুন করেই বললাম পুরোনো কথাগুলি সচেতনতাকে বারবার করে ঝালাই করে মাথায় গেথে দেবার জন্যে ।
নিজেকেও তো বটেই ।
খুব ভালো থাকুন ।

৪৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

অন্তরন্তর বলেছেন:
আপনিসহ সকলের সুস্বাস্থ্য কামনা করছি। গুরুত্বপূর্ণ পোস্টে ভাললাগা রইল।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, অন্তরন্তর ।
আপনার ব্লগে কোন পোস্ট নেই যে খোঁজ খবর করবো ।
আশা করি ভালো আছেন ।
শুভকামনা রইল ।

৪৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: বিবিধ খারাপ কিংবা দুরারোগ্য রোগগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভকেই ভাল হিসেবে ধরা হয় !!!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

আরজু পনি বলেছেন:
শুভ সকাল, কথা-কথি-কেথি-কথন।
দিলেন তো আগ্রহকে আরো বাড়িয়ে ।

একবার আরএইচ ফ্যাক্টর নিয়ে একটা এসাইনমেন্ট করেছিলাম ।
নিজের কাছে কোন কপি রাখিনি ভেবে এখন আফসোস হয় ।
----------
হাহা আপনার নাম লিখতে গিয়ে লেখোয়াড়ের মাথা-মেথি-মথি-মেথন -এর কথা মনে পড়ে গেল ...হাহাহাহা
আমি আপনার নিকটাকে ওভাবে ভাঙতে কিন্তু লেখোয়াড়ের কাছ থেকেই শিখেছি ।
ভালো থাকুন অনেক অনেক ।

৫০| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ধন্যবাদ এমন একটি পোস্টের জন্য। আমি এপ্লাস । জীবনে শুধু এই একটা জায়গাতেই ।তবে এখানে এটার ছড়াছড়ি বলেই বাস্তবের মত কম দাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য পড়ে মজা পেলাম ।

অনেক ধন্যবাদ, তনিমা ।
পোস্টে আপডেট করে নিলাম ।
খুব ভালো থাকুন সবমসময় ।

৫১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০

কিরমানী লিটন বলেছেন: দারুণ সচেতনতার পোষ্ট,চমৎকার তথ্যবহুল... অনেক ধন্যবাদ প্রিয় আরজুপনি,স্যালুট আপনার জন্য...

আমি বি পজিটিভ
অগুন্তি শুভকামনা আপনার জন্য +++

১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, কিরমানী লিটন ।
পোস্টে আপডেট করে দিয়েছি আপনার রক্তের গ্রুপ ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

৫২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৭

তুষার কাব্য বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপু ।

আমার এবি পজেটিভ ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, তুষার কাব্য ।
পোস্টে আপডেট করে নিলাম আপনার রক্তের গ্রুপ ।
অনেক ভালো থাকুন সবসময় ।

৫৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

আমিই মিসির আলী বলেছেন: রক্ত দেওয়া নিসন্দেহে মানবিক কাজ!
সক্ষম সকল ব্যক্তিকে অবশ্যই এই মহৎ কাজে অংশগ্রহণ করা উচিত।

১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:
খুব দরকারী একটা কথা বলেছেন ।
অনেক ধন্যবাদ AmieeMisirAli.
ভালো থাকুন সবসময় ।

৫৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: নেগেটিভ রক্তধারী ব্যাক্তিরা নাকি তেমন ভাল হয় না ! তাই হয়তো পৃথিবীতে নেগেটিভ রক্তের ব্যাক্তি কম !!!

মাথা-মেথি-মথি-মেথন - হা হা হ, গবেষণা চর্চা তো সেইরাম !!!!

১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

আরজু পনি বলেছেন:

হাহা
আমার খুব ভালো একজন বন্ধু আছে নেগেটিভ রক্তের।
ও অসম্ভব ভালো একজন মানুষ ।

হাহা গবেষণার সময় পাচ্ছিনা নইলে আরো জবরদস্ত ভাবে চলতো ।
শুভেচ্ছা রইল ।

৫৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি কেমন আছো?

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

আরজু পনি বলেছেন:
আলহামদুলিল্লাহ, সুজন। ভালো আছি ।
পড়ার চাপে দিশেহারা অবস্থা...তাই ব্লগে চাইলেও সেভাবে সময় দিতে পারছি না । সময়ের অভাবে ইচ্ছে থাকা সত্ত্বেও সপ্তাহান্তে পোস্ট দিতে পারিনি ।
শিগগরিই আবার পুরোদমে ব্লগে থাকতে পারবো আশা করি ।
শুভকামনা রইল ।

৫৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

যোগী বলেছেন:
রক্ত আমি দিতেই পারি, তাও আবার পিওর। প্রতি দিন গ্রিন টি খাই, অনেকটা হাঁটা হাঁটি করি আর গরম পানিতে গোসল। কিন্তু এখানে কখনো রক্ত নেয়ার ক্যাম্পেইন দেখি না। কি জানি এদের সবার বাড়িতেই ব্লাড ব্যাংক আছে কিনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১২

আরজু পনি বলেছেন:
ভারতীয় দর্শন নিয়ে একটি অতি কাঠখোট্টা বই পড়েও কেন মজা পাচ্ছি বুঝতেছিনা। তবে মনে হচ্ছে দাঁতের ব্যায়াম হচ্ছে চিবিয়ে চিবিয়ে পড়তে গিয়ে ।
কেন বললাম জানেন ? ওই বই পড়তে গিয়ে আপনার কথা মনে পড়েছে ।

আপনি গ্রিন টি খান জেনে ভালো লাগলো. । এবং নোটবুকে টুকে রাখার পরও আজকে গ্রিন টি কিনতে ভুলে গেছি :(

আপনার আশেপাশের সবাই নিশ্চয়ই স্বাস্থ্য সম্মতভাবে জীবনধারণ করে তাই তাদের রক্তের দরকার পড়েনা ।

আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ।
খুব ভালো থাকুন, যোগী ।

৫৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

এহসান সাবির বলেছেন: আল্লাহ্‌র রহমতে রক্ত দিয়ে থাকি এবং অন্যদেরকেও রক্ত দিতে বলি।


শুভ কামনা সব সময়।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন: খুব ভালো, সাবির ।
অনেক শুভকামনা রইল ।

৫৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

মাহবুবুল আজাদ বলেছেন: আপু আপনি এতদিন কোথায় ছিলেন। ভাল আছেন তো?

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

আরজু পনি বলেছেন:

কাছেই ছিলাম, ব্লগে মনোযোগ দিতে পারছি না !

৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমার এ পজিটিভ।

অনেক দেরীতে পোস্টটি নজরে আসল। ব্লগে ইদানিং অনিয়মিত কিনা তাই।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রানা ।

আপনার গ্রুপ পোস্টে আপডেট করে দিলাম ।
আশা করি এই পোস্ট অনেকেরই কাজে লাগবে ।
খুব ভালো থাকুন ।

৬০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ধন্যবাদ আপু।

আসলেই অনেক কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.