নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বই: একটি সমগ্র পোস্ট

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬


সাহিত্যে সমৃদ্ধির জন্যে যেমন শব্দের সমৃদ্ধি প্রয়োজন, তেমনি বাক্যের সমৃদ্ধিরও প্রয়োজনীয়তা অনস্বীকার্য । আর এই সমৃদ্ধির জন্যে প্রয়োজন বই পড়া । বই পড়ার বিকল্প কেবল বই পড়া । মনের প্রসারতা কেবল বই পাঠেই সম্ভব। বই মানুষের সার্বক্ষণিক এবং শ্রেষ্ঠ সঙ্গী। ওমর খৈয়াম বেহেস্তে সাথে করে নিয়ে যাবার প্রিয় জিনিসের মধ্যে বইকেও স্থান দিয়েছিলেন গুরুত্ব সহকারে ।আর সৈয়দ মুজতবা আলী বইকে প্রিয়ার সাথে তুলনা করে বলেছেন—

" রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
কিন্তু একখানা বই অনন্ত যৌবনা
যদি তেমন বই হয়।"
বই পড়ে সত্যিকার জ্ঞান আহরণ করা যায়। সাহিত্য বিষয়ক বই মানুষকে অতীন্দ্রিয় সুখ এনে দেয় এবং দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, রাজনীতি, সুখ-দুঃখ, সত্য-স্বপ্ন সর্ব বিষয়ে ধারণা দেয়। এককথায় সাহিত্য পাঠ মানবমনকে পরিপূর্ণতা দান করে ।

দোষ স্বীকার :
এই পোস্টটার একটা অংশে মূলত ২০১৫ এর বইমেলা থেকে সহব্লগারদের যেসব বই কিনেছিলাম সেগুলোর সংক্ষিপ্ত রিভিউ প্রকাশের ইচ্ছে ছিল । কিন্তু বইগুলোর খোঁজ শুরু করে বইয়ের আলমারীগুলো খুঁজে খুঁজে যখন হতাশ তখন কয়েকটা বই পেলাম, যাতে মন ভরেনি । আমি নিজের বইগুলো পড়ার সময় সাধারণত পছন্দের অংশগুলো আন্ডারলাইন করে রাখি আবার প্রয়োজনে কোন মন্তব্য লিখে রাখি । অভ্যাসটা হয়েছিল স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি থেকে...অভ্যাসটা রয়ে গেছে। আপাতত সেই অংশটা বাদ দিয়ে (পরে কখনো...) বাকী অংশগুলোই উপস্থাপন করার চেষ্টা করলাম। জানিনা বই পড়ুয়াদের কতোটা তৃপ্ত করতে পারবে ।

১-কৃতজ্ঞতা পর্ব:

পার্সেল এসেছে জানি। কিন্তু গিয়ে যে নিয়ে আসবো শরীরের সেই অবস্থা ছিল না। তারপরও কয়েকদিন পার করে গেলাম। জানতাম একটা বই আসবে। যথারীতি প্রাপক হিসেবে আমার নামে "পনি" এর স্থলে "মনি" লেখা হয়েছে। রাগ করতে গিয়েও হেসে ফেললাম। কিন্তু প্যাকেট হাতে পেয়ে অবাকই হলাম। কেননা একটা বইতো মনে হচ্ছে না ! সাথে সাথেই খুললাম ! একি !
রীতিমতো ছয়টি বই ! !
১. খ্যাতির লাগিয়া
২. অন্বেষা
৩. আই-ফ্রেন্ড
৪. নিঃসঙ্গ সময়ের মুখোমুখি
৫. সবুজ অঙ্গন (অনু উপন্যাস সংকলন)
৬. অসম্পর্কের ঋণ
আমাকে বিস্মিত করে বইয়ের ভেতরে যা লেখা হয়েছে তা পড়ে চোখের পানি সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল ! আমি সেই পার্সেলের এলাকায় মানুষের ভিড়ে বারবারই নিজের চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম।

ব্লগে বিভিন্ন ঘটনায়, বিভিন্ন মানুষের আচরণে কষ্ট পেয়ে অনেক সময়ই কেঁদেছি। কিন্তু এভাবে কেউ কাঁদাবে ভাবিনি ! সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
, "অসম্পর্কের ঋণ" বইটিতে লেখা কথাগুলি আমার ব্লগ জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার মনে হচ্ছে।
আপনি সত্যিই অসম্পর্কের মাঝেই বড্ড ঋণী করে ফেললেন।
[আরো কয়েকজন শুভাকাঙ্ক্ষী উপহার হিসেবে বই পাঠাতে চেয়েছিলেন। তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।]


২-ভালোবাসা পর্ব:

২০১৫তে একটি বিশেষ ভ্রমণ ছিল সেবা প্রকাশনীতে...
জীবনের প্রথম না দেখে যে লেখকের প্রেমে পড়েছি তিনি রকিব হাসান । আমার কল্পনায় তিনি চির তরুণ । আমার কৈশোরের প্রথম মানুষ যার লেখা তিন গোয়েন্দার নেশা থেকেই মূলত বই পড়ার নেশা হয়েছে । এরপর সেবা প্রকাশনীর কিশোর ক্লাসিকের মাধ্যমে বিশ্বের বড় বড় লেখকের লেখার সাথে পরিচয় । কাজী আনোয়ার হোসেন...যার কাছে হয়তো আমরা একটা প্রজন্ম ঋণী । বাঙালীর বই পড়ার অভ্যাস কম এই কথাটা আমাদের প্রজন্মের অনেক কিশোর, তরুণরাই মিথ্যে প্রমাণ করতে পেরেছিল এই কাজীদার জন্যে । সেই বয়সে লেখক রওশন জামিলকে ভাবতাম টিভি অভিনেত্রী রওশন জামিল । পরবর্তীতে রহস্য পত্রিকার বদৌলতে জানতে পারি তিনি তিন (স্মৃতি হাতড়ে যা পেলাম) সন্তানের জনক । সেই সময়ের অনেক কিশোর, তরুণ, যুবকেরই রোল মডেল ছিল কাজীদার মাসুদ রানা । বঙ্গের জেমস বন্ড । আর স্বপ্ন কন্যা সোহানা । নিজের পরিবারেও কুয়াশা ভক্ত ছিল। যখন সেই এতো বছরের মনের মাঝে ধারণ করা সেবা প্রকাশনীতে গেলাম বুকের ভেতরে কেমন যেনো কষ্টের ধাক্কা খেলাম । মনে হলো যেনো সৈয়দ মুজতবা আলীর টুনি মেমকে দেখে এলাম । সেবা প্রকাশনী এই ডিজিটাল প্রজন্মের কিশোর, তরুণের মনের খোরাক যুগিয়ে টিকে থাকুক জনম জনম ধরে । অনেক শুভকামনা রইল সেবা প্রকাশনীর জন্যে ।

৩-ব্লগিয় পাঠ পরিভ্রমণ পর্ব:
২০১৫-র জানুয়ারি থেকে ২০১৬ -র ৪ জানুয়ারি পর্যন্ত সামহোয়্যারইন ব্লগে প্রকাশিত বই সংশ্লিষ্ট পোস্ট সমূহ । এখানে উল্লেখযোগ্য যে, বই সংশ্লিষ্ট সিনেমা, ছাপাখানাও এতে বিশেষভাবে স্থান পেয়েছে। ব্লগার রাজীব নুর-এর এপ্রিল জুড়ে বিখ্যাত, অবশ্যপাঠ্য শতটি বই নিয়ে পোস্টগুলি ছিল সহব্লগারদের জন্যে এক দারুণ প্রাপ্তি। সামাজিক ব্লগে উনার পোস্টে অন্যদের মন্তব্যের জবাব না দেবার বিষয়টি আমার কাছে অস্বস্তির উদ্রেক করে । হয়তো আরো অনেকের ক্ষেত্রেই...আশা করি উনি বিষয়টি ভেবে দেখবেন । বছরব্যাপি প্রকাশিত বইয়ের পোস্টগুলো দেখে কিছুটা হলেও ধারণা পাওয়া যেতে পারে ব্লগে বই সংক্রান্ত পোস্টের পরিসংখ্যান । সেই সাথে এও বলে নেয়া ভালো যে, আমার চোখে হয়তো (নিশ্চয়ই) অনেক পোস্টই এড়িয়ে গেছে যা এখানে যুক্ত করা হয়নি...পেলে পোস্টে আপডেট করে দেয়া হবে...।
জানুয়ারি ২০১৬
►২:“হিকরি ডিকরি ডক” বুক রিভিউ-সাইফ রাসেল
►১:আজ বই উতসব-মঞ্জু রানী সরকার
►১“সিঁড়ি ভেঙে ভেঙে” বুক রিভিউ-সাইফ রাসেল

ডিসেম্বর ২০১৫:
►২৮: খালি জাহাজের রহস্য – সুনীল গঙ্গোপাধ্যায় (কাহিনী সংক্ষেপ)-পাগলা জগাই
►২৪: একজন মনোযোগী পাঠকই পারে একজন সৃষ্টিশীল লেখকের উন্মেষ ঘটাতে-বোকা মানুষ বলতে চায়
►২৪: কোর'আন-হাদিস ভিত্তিক বইও আপনাকে ভ্রষ্ট করতে পারে-ফাহিম বদরুল হাসান
►২১: ১৯৭১ – হুমায়ূন আহমেদ (কাহিনী সংক্ষেপ)-পাগলা জগাই
►২১: ছাপা খানাঃ জ্ঞান বিকাশের অন্যতম প্রধান মাধ্যম-আবু রায়হান
►২১: ♣♣♣বাংলা সাহিত্যের যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে♣♣♣লেখক-রাজীব নূর খান-রুদ্র জাহেদ
►১৭: দুইটি বই রিভিউ এবং একটি মুভি রিভিউ-অপু তানভীর
►১৮: কিছু প্রিয় বইয়ের রিভিউ ০৯ঃ চৌরঙ্গী-শহুরে আগন্তুক
►১৬: ভূপাল রহস্য – সুনীল গঙ্গোপাধ্যায় (কাহিনী সংক্ষেপ)-পাগলা জগাই
►১২: নাগিণী কন্যার কাহিনী-অভি নন্দলাল
►১১: এপিগ্রাম ইন “পাহাড় চূড়ায় আতঙ্ক”-পাগলা জগাই
►৮: পাহাড় চূড়ায় আতঙ্ক – সুনীল গঙ্গোপাধ্যায় (কাহিনী সংক্ষেপ)-পাগলা জগাই

নভেম্বর:
►৩০: সবুজ দ্বীপের রাজা – সুনীল গঙ্গোপাধ্যায় (কাহিনী সংক্ষেপ)-পাগলা জগাই
কিছু প্রিয় বইয়ের রিভিউ ০৭ঃ ক্রাচের কর্নেল-শহুরে আগন্তুক
►১৭: বই রিভিউ - সৈয়দ মুজতবা আলীঃ প্রসঙ্গ,অপ্রসঙ্গ-মাহমুদ০০৭
►১৭: বই রিভিউ ... ব্লগার অভিজিতের “বিশ্বাসের ভাইরাস” বইয়ে আল কুরআনের আয়াতকে পাল্টে দেয়া হয়েছিল !!!???-সূফি বরষণ
►১৪: প্রিয় বই- নির্বাসন- হুমায়ুন আহমেদ ( প্রিয় লেখকের জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা)-আমি ময়ুরাক্ষী

অক্টোবর:
►২৬: ♣বই:প্রিয় কবিতার বই এবং অন্যান্য♣পিডিএফ ডাউনলোড লিন্ক-রুদ্র জাহেদ

সেপ্টেম্বর:
►২৯:বই রিভিউ: জেন আয়ার - শার্লট ব্রন্টি-is not available
►২৭: বই রিভিউ: শবনম - সৈয়দ মুজতবা আলী is not available
►২১:কিছু প্রিয় বইয়ের রিভিউ ০৬: দ্যা ব্ল্যাক অবিলিস্ক-শহুরে আগন্তুক

আগস্ট:
►২০:বিজ্ঞান বই রিভিউ প্রতিযোগিতা ২০১৫-আনিসুর রহমান অনি
►২০: কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (বুক রিভিউ)-নাজমুল_হাসান_সোহাগ
►১৮:বই রিভিউ - অল কোয়ায়েট অন দা ওয়েস্টার্ণ ফ্রন্ট-জাবের তুহিন
►১৮: বই রিভিউ - ঠগী-ম্যাও
►১০: চাপরাশ/বুদ্ধদেব গুহ (বই রিভিউ)-ধূসরছায়া
►৯: বই রিভিউ-আহমদ হাসান
►২: বুক রিভিউ: মন্টেজুমার মেয়ে-হেনরি রাইডার হ্যগার্ড-ভেক্টর

জুলাই:
►৩১: বই পর্যালোচনাঃ সূর্য দীঘল বাড়ী - হারু মিয়া
►৩১: বাদশা নামদার - হুমায়ূন আহমেদ (বই রিভিউ)-আর্বনীল
►২৯: কিছু প্রিয় বইয়ের রিভিউ ০৩: The Fault In Our Stars-শহুরে আগন্তুক
►৯: কিছু প্রিয় বইয়ের রিভিউ ০৫: হারুকি মুরাকামির শ্রেষ্ঠ গল্প - শহুরে আগন্তুক

জুন :
►২৫: বুক রিভিউ-জহিরুল ইসলাম কক্স
►১৮: বই রিভিউ- উইকিলিকসে বাংলাদেশ-রিয়াসাত মোর্শেদ খান
►১৪: বুক রিভিউ: শঙ্খনীল কারাগার-দীপকের ছবি

মে:


এপ্রিল:
►২৭ : একজন গুন্টার গ্রাস-রাজীব নুর
►২৫: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (দশ)
►২৩: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (নয়)
►২১: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (আট)
►২০: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (সাত)
►১৬: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (ছয়)
►১৫: ♣♣♣ সামহোয়ারইন ব্লগ এর বই পোস্ট সংকলণ!!-এপ্রিল ২০১৫ (বই বিষয়ক সংকলন পোস্ট)♣♣♣-বঙ্গভূমির রঙ্গমেলায়
►১৩: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (পাঁচ)
►১২ : বুক রিভিউ... গোয়িং এ বিট মোর দেন দ্যাট-রেজওয়ানা আলী তনিমা
►১১: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (চার)
►১০: বুক রিভিউ- এক মহিলার ছবি-আরণ্যক রাখাল
►৯: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (তিন)
►৫: ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (দুই)
►৪:ইংরেজি সাহিত্যে যে ১০০ টি বই আপনাকে পড়তেই হবে (এক)-রাজীব নুর

মার্চ:
►১৫: পাঠ পরিক্রমায় "মেমসাহেব"-সকাল রয়
►৯: বুক রিভিউঃনীলিমা ইব্রাহিমের "আমি বীরাঙ্গনা বলছি"-সন্ধ্যা প্রদীপ
►৬: শায়মার ‌‌'হৃদয়ে বাংলাদেশ' বই রিভিউ-সেলিম আনোয়ার
►১: বুক রিভিউ: ডেথ কামস অ্যাজ দি এন্ড- দ্যা বান্দর
►১: একজন হুমায়ুন আহম্মেদ এবং কয়েকটি উৎসর্গপত্রের কিছু অংশ।-তেলাপোকা রোমেন

ফেব্রুয়ারি:
►২৮: চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ভ্রমণ সাহিত্যে চোখ বুলাই - ০৬)-বোকা মানুষ বলতে চায়
►২৫: অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি-শায়মা
►২২: একটি অটোগ্রাফ ও অসম্পর্কের ঋণ (বই রিভিউ)-সেলিম আনোয়ার
►২০ : ♣♣♣সামহোয়ারইনব্লগ বই পোস্ট সংকলণ । :) ( অমর একুশে বইমেলা ও ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারী)♣♣♣
►১৭: বুক রিভিউঃ সাম্ভালা ট্রিলোজি (লেখকঃ শরীফুল হাসান)-অনন্ত আরেফিন
►১৬: বই রিভিউ "প্রেত সাধক নিশি মিয়া"-ডট কম ০০৯
►১৬: বই রিভিউ - কেরী সাহেবের মুন্সী-গোঁফওয়ালা
►১১: বই রিভিউঃ টেনিদা সমগ্র-আধখানা চাঁদ
►১০: বই রিভিউঃ লেখক –তারাশংকর বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস "সপ্তপদী"-নাজমুল হাসান মজুমদার
►৮: সংক্ষেপিত বই রিভিউ - আমার আমি-গোঁফওয়ালা

জানুয়ারি :
►৩১: বুক রিভিউ: ঐতিহ্যের ধামাইল গান-ডি মুন
►২২:বই চোর-ম্যুভি রিভিউ-এহসান সাবির


৪- ট্রেইলার পর্ব: (বিস্তারিত পাবেন বেঁচে থাকলে...)

♣ শততম পোস্ট ! অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣
অমর একুশে গ্রন্থমেলা ২০১৬'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই
শাফিক আফতাব এর কাব্যগ্রন্থ ‘পরালোক’-হানিফ রাশেদীন
সেলিম আনোয়ার এর হৃদয়মালতী-হানিফ রাশেদীন
বইমেলা ২০১৬-তে প্রতিকথা থেকে বই বের হচ্ছে-হানিফ রাশেদীন
২০১৬ এর অমর একুশে বইমেলাতে আসছে আমার প্রথম বই ''স্বপ্নের চিলেকোঠা''-প্রিয় বিবেক
আসার কথা ছিলো ২০১৪ তে। আসবে ২০১৬ তে-অনুপম অনুসঙ্গ
একুশে বইমেলা ২০১৬ তে আমার দ্বিতীয় উপন্যাসঃ একা আলো বাঁকা বিষাদ-রিয়াদুল রিয়াদ

৫- বই নিয়ে নিজের যতো পোস্ট পর্ব:
বই নিয়ে আমার আগের যতো পোস্ট :
♣কিভাবে করবেন বই রিভিউ ♣
♣ব্লগারদের বই "অপর বাস্তব" (২০০৭ থেকে ২০১২)♣
♣ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্যে লেখা আহবান।♣
ব্লগারদের বই অপরবাস্তব- ৭ এর জন্যে যারা লেখা জমা দিযেছেনঃ কৃতজ্ঞতা সহকারে প্রাপ্তি স্বীকার।
এবারের অপর বাস্তব উৎসর্গ করা হচ্ছে আমাদের প্রিয় ব্লগার ইমন জুবায়ের কে- অপর বাস্তব-এ উনার লেখা নির্বাচনে সহব্লগারদের কাছে সাহায্য চাইছি
♣বই প্রকাশ♣
♣ অমর একুশে গ্রন্থমেলা ২০১৪'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣
♣"প্রিন্সেস"♣
♣সহব্লগারদের যে সব বই পড়লাম♣
বই প্রকাশের আদ্যোপান্ত
♣ শততম পোস্ট ! !:#P অমর একুশে গ্রন্থমেলা ২০১৫'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣
♣২০১৬ এর জাতীয় গ্রন্থমেলায় সামহোয়্যারইন-এর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে বই। আপনার লেখাটিও সেই বইটিকে অলঙ্কৃত করতে পারে। ♣

উৎসর্গ: শুভ জন্মদিন, বন্ধু ।

মন্তব্য ১৬৪ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ধমনী বলেছেন: এত্ত বই.....

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

আরজু পনি বলেছেন:

ব্লগে প্রকাশিত বছরব্যাপি সকল পোস্টের তুলনায়তো গড়ে কমই !

প্রথম মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা রইল ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

অর্বাচীন পথিক বলেছেন: আমি প্রথম আজ :)

আপু দরকারি একটা পোস্ট। আমার এই রকমের পোস্ট খুব দরকার।

ধন্যবাদ আপু :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

আরজু পনি বলেছেন:

ইনশাহআল্লাহ সামনে কখনো নিশ্চিত প্রথম হবেন ।

কাজে লাগলে সার্থক হবে বই পোস্ট ।

অনেক শুভকামনা রইল ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ডরোথি গোমেজ বলেছেন: আপনার তিন গোয়েন্দা আর সোহানার অংশটা পড়তে গিয়ে আমারও মনটা কেমন যেন হয়ে গেল।
শুভকামনা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, বড্ড ভালোবাসার একটা স্থান...হৃদয়ে রয়ে যাবে আজীবন ।

আপনার জন্যেঅেনেক শুভকামনা রইল ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

ধমনী বলেছেন: জন্মদিনটা কার? খলিল সাহেবের?

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

আরজু পনি বলেছেন:
আমার এক বন্ধুর জন্মদিন । যার কাছে আমার ঋণের কোন শেষ নেই ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "পার্সেল এসেছে জানি। কিন্তু গিয়ে যে নিয়ে আসবো শরীরের সেই অবস্থা ছিল না। তারপরও কয়েকদিন পার করে গেলাম। জানতাম একটা বই আসবে। যথারীতি প্রাপক হিসেবে আমার নামে "পনি" এর স্থলে "মনি" লেখা হয়েছে। রাগ করতে গিয়েও হেসে ফেললাম।" কলেজজীবনে জনৈক ইংরেজি স্যার সবাইকে মনি ডাকতেন; সেই কথা মনে পড়ে গেলো ।

গোয়েন্দা সিরিজ তেমন পড়া হয়নি, ভালোও লাগে না । তবে সেবা প্রকাশনীর রহস্য পত্রিকাটি অনেকদিন পর্যন্ত পড়েছি ।
"রুটি মদ ফুরিয়ে যাবে
প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে
কিন্তু একখানা বই অনন্ত যৌবনা" কথাটা সম্ভবত সৈয়দ মুজতবা অালীর । যাহোক, কয়েকটা বইয়ের রিভিউ বোধহয় পড়েছিলাম, বাকিগুলো সময় করে পড়তে হবে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আরজু পনি বলেছেন:

থ্রিলার আমার বেজায় পছন্দের । প্রিয় ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাই আমাকে প্রায়ই "পনি" এর স্থলে "মনি" ডাকেন। কিছুদিন আগে একটা পোস্টারে দেখলাম একজন নারী শহিদ-এর নাম "আরজু মনি" !

হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন...সৈয়দ মুজতবা আলীরই কথা...তবে ওমর খৈয়ামের অংশটুকুও ঠিক করে দিলাম ।
কৃতজ্ঞতা রইল ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ধমনী বলেছেন: আপনি তো দেখছি 'অনাদায়ী দেনা'য় আবদ্ধ!! :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

আরজু পনি বলেছেন:

একদম ঠিক বলেছেন ! :|
আপনাদের প্রেরণা, ভালোবাসার এতো ঋণ আমি শোধ করবো কেমন করে জানিনা ।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

রুদ্র জাহেদ বলেছেন: ওয়াও...অসাধারন আপুনি।আগে প্লাস এবং সোজা প্রিয়তে।বইয়ের পিডিএফ এবং লিস্ট নিয়ে আমার আরো তিনটা পোস্ট আছেতো আপুনি। কবিতার বইয়ের পিডিএফ নিয়ে করা পোস্টটি এড করা যায় হয়ত

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

আরজু পনি বলেছেন:

একটু আগে একটা এনে যুক্ত করেছি ।
যে কোন বই সংক্রান্ত পোস্টই এখানে যুক্ত করার আশা রাখি ।
আমি খুঁজে সুযোগমতো নিয়ে আসবো ইনশাহআল্লাহ ।

তথ্য জানানোর জন্যে অনেক ধন্যবাদ, রুদ্র।
খুব ভালো থাকুন ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

ফুয়াদ আল আবীর বলেছেন: প্রিয়তে রাখতে হচ্ছে... কাজের জিনিস...!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আরজু পনি বলেছেন:

আশা করি আগামী প্রজন্ম বই পড়তে ভুলে যাবেনা ।
কাজে লাগলে আনন্দিত হবো ।
প্রিয়তে নেবার জন্যে অনেক ধন্যবাদ, ফুয়াদ ।
শুভকামনা রইল ।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস তো! :)
আমি কিন্তু কখন জানি বই নিয়ে লিখসিলাম, ঐটা নাই! (ভাংগা মনের ইমো হবে)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৫

আরজু পনি বলেছেন: আমার পোস্ট আর্কাইভ
ডিসেম্বর, ২০১৫ (১)
নভেম্বর, ২০১৫ (১)

এপ্রিল, ২০১৪ (১)
মার্চ, ২০১৪ (১)
ফেব্রুয়ারী, ২০১৪ (১)
জানুয়ারী, ২০১৪ (১)
ডিসেম্বর, ২০১৩ (১)
নভেম্বর, ২০১৩ (১)
অক্টোবর, ২০১৩ (১)
সেপ্টেম্বর, ২০১৩ (১)
আগস্ট, ২০১৩ (১)
জুলাই, ২০১৩ (১)
জুন, ২০১৩ (১)
এপ্রিল, ২০১৩ (১)
মার্চ, ২০১৩ (১)
ফেব্রুয়ারী, ২০১৩ (১)
জানুয়ারী, ২০১৩ (২)
আরো দেখুন


ডিসেম্বর, ২০১৫ (১)
সে এসেছে আবার
নভেম্বর, ২০১৫ (১)
প্রথাগুলো সব উদ্ভট!

২০১৫ সালে মোট পোস্ট দুইখান !
বইয়ের পোস্টটা খুঁজে পাচ্ছিনাতো :||
(খুঁজে খুঁজে হয়রান হওয়ার ইমো )

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: বাব্বাহ !!!!
একদম অন্যরকম সংকলন!!!!!!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

আরজু পনি বলেছেন:
আমার খুব পছন্দের একটা বিষয়ের সংকলন ।
পোস্ট খুঁজতে খুঁজতে একবার হার মানছিলাম একা একাই !

আপনার উপস্থিতি ভালো লাগলো, প্রিয় শায়মা ।


০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
লেখক বলেছেন:

আমি অসুস্থ অবস্থায়ই বইমেলায় গিয়ে বেশ কিছু বই কিনেছি।
এখন মনে পড়লো...আপনার বইটিও কিনেছিলাম...কন্যাকে উপহার দিয়ে দেয়াতে নিজের বইয়ের আলমারিতে খুঁজে পাইনি !

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট। কাজে লাগবে আমার।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

আরজু পনি বলেছেন:

কাজে লাগবে জেনে আনন্দিত হলাম ।
অনেক ধন্যবাদ, প্রোফেসর সাব ।
নুতন বছরের শুভেচ্ছা রইল ।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: দারুণ পোস্ট। এই প্রথম কোনো পোস্ট প্রিয়তে রাখলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬

আরজু পনি বলেছেন:

পোস্ট ভালো লাগলো জেনে প্রীত হলাম ।

আপনার প্রিয় পোস্টের তালিকার প্রথম পোস্ট আমার...কৃতজ্ঞতা রইল এই সম্মানের ।
ভালো থাকুন অনেক অনেক ।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

শায়মা বলেছেন: কন্যা বড় হোক!!!!!!

কন্যা নিশ্চয় সেই বইটা নিয়ে একটা পোস্ট দেবে!!!!!!!! :P


জানেই তো তোমার থেকেও সে আমার বেশি প্রিয়!!!!!!!:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

আরজু পনি বলেছেন:

সহব্লগার আমি আর কন্যা উনার প্রিয় !
হিংসার ক্ষেত্রে কন্যাকেও ছার দিতে চাচ্ছি না ! /:)

বইটা তাঁর পড়া হয়ে গেছে।
এখন মনে হলো কিছুদিন আগেও ওর হাতে দেখেছিলাম ।

ভুমিকম্প নিয়ে কন্যার একটা ছড়া দিলাম আপনার পড়ার জন্যে-

নড়ছে বাড়ি, ঘুরছে মাথা
মাথায় তুলে রঙিন ছাতা
নিচের দিকে ছুটছে তারা
ভূমিকম্প সেই কখন সারা... !
ছাতা মাথায় নিচের দিকে ?
বৃষ্টি পড়ছে কখন থেকে
আবার কাঁপছি ? থর থর থর
ভূমিকম্প বিরক্তিকর

আগেরবার যখন ভূমিকম্প হয়েছিল সেই সময়ে লেখা ।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

নক্ষত্রচারী বলেছেন: দারুণ সংকলন!
শুভকামনা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:

নক্ষত্রচারী !
কী সৌভাগ্য আমার !
অনেকদিন পর...
আপনাকে দেখে ভালো লাগলো ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: নড়ছে বাড়ি, ঘুরছে মাথা
মাথায় তুলে রঙিন ছাতা
নিচের দিকে ছুটছে তারা
ভূমিকম্প সেই কখন সারা... !
ছাতা মাথায় নিচের দিকে ?
বৃষ্টি পড়ছে কখন থেকে
আবার কাঁপছি ? থর থর থর
ভূমিকম্প বিরক্তিকর





বিরক্তিকর তবুও ভালো
ভয়েই আমি মরো মরো
খাচ্ছি বকা "প্যানিক করো?" X((
ন্যাকামী কম খানিক করো।:(
কিন্তু আমি নো পাত্তা ভাই
বাড়ি মাথায় তুলতেই চাই। B-)
কেমনে মাথায় বাড়ি তোলে? ;)
এই কথাটা জানতে হলে
চেঁচাও যত পারো জোরে :D
বাড়ি উঠবে মাথার পরে।
শক্ত করে রাখবে ধরে :)
তখন কি কেউ ভাঙ্গতে পারে? :) B-)

ভূমিকম্পের সাথেও না হয়
হয়ে যাক এক জবর লড়াই!:) :) :)




০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

আমি পারবোনা ছড়ার জবাব ছড়ায় দিতে ...
কন্যাকে দেখাবো আগামীকাল।
দেখি ওর প্রতিক্রিয়া কী?

:D

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনবদ্য একটি পোস্ট! কিভাবে যে আপনারা এত দারুন সব আইডিয়া খুঁজে পান আর এত কষ্ট করেন! অবিশ্বাস্য! এই ধরনের একটা পোস্ট ব্লগিং এর জন্য অনুপ্রেরণা!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:

কতোদিন অভিমান করে গাল ফুলিয়ে ভেবেছি কাল্পনিক অন্যদের পোস্টে যায় আর আমার লেখায় কোন মতামতই দেয় না !
যাক পেয়ে ভালো লাগলো ।

আইডিয়া মাথায় রাখতে না পেরে চারদিনেই আবার পোস্ট ! হাহাহাহা

আপনার মন্তব্যটিও কিন্তু আরজু স্পেস পনির জন্যে দারুন অনুপ্রেরণার ।

নতুন বছরের অনেক শুভকামনা রইল ।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ami onekdin dhore Da Vinci Code, The Lost SymboL er moto boi khujtesi. apnar ei post ghete dekhte hobe omon paoa jay kina.

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:
আশা করি ব্লগে পেয়ে যাবেন ।
পোস্ট ঘাটতে গিয়ে পুরোনো অনেক দারুণ বই পোস্ট পেয়েছিলাম, নিজেকে কষ্ট করে সামলাতে হয়েছে, কেননা আমি হয়তো এতো লিঙ্কের চাপে চাপাই পড়ে যেতাম !

আশাকরি পেয়ে যাবেন।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:

** Happy Birthday Poribesh Bondhu B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন: হায় হায় ! ব্লগার পরিবেশ বন্ধু না তো !

আমার এক পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু ।

যে নিজেকে বিপদের মুখে ফেলেও আমার পাশে থেকেছে...হয়তো এখনো থাকে (আমি বিশ্বাসকরি)।
জানিনা এই পোস্টের উৎসর্গ তার চোখে পড়বে কিনা ।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: পোস্টটি খুব দারুণ , কারণ বই নিয়ে বইয়ালাপ ।

একটা বইতো অন্তত লিখা উচিত জীবনাবসানের পূর্বে । তাই নয় কী !!!! হা হা । মজা করলাম !!

বই না পড়ার বদভ্যাস আমার ব্যাপক ।

পোস্টে অনেক কৃতজ্ঞতা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন: পোস্ট ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।


অবশ্যই লিখা উচিত বই ।
আপনার প্রকাশিত বই পড়ার অপেক্ষায় রইলাম ।

অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
শুভকামনা সবসময়ের জন্যে ।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: হায় হায় !! অপেক্ষার কথা বলে তো আমায় বিপদে ফেলে দিলেন !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

জ্বি, এবার বিপদ থেকে উদ্ধারের জন্যে নিজেকে তৈরী করুন...এবং বাস্তব করুন ।
অগ্রীম অভিনন্দন...
এবং শুভকামনাতো বটেই ।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

কল্লোল পথিক বলেছেন: চমৎকার পোস্ট প্রিয়তে নিলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:
পোস্ট ভালো লাগায় আনন্দিত হলাম ।

প্রিয়তে নেবার জন্যে কৃতজ্ঞতা (আপনি সম্ভবত প্রিয়তে নিবেন ভেবে রেখেছেন কিন্তু হলুদ তারার বাটনটা চাপতে ভুলে গেছেন !)

ব্যাপার না। আমার নিজেরও এমন হয়েছে একাধিকবার ।

আমার ব্লগে সম্ভবত এই প্রথম আপনাকে পেলাম।
স্বাগতম... ।

আপনার জন্যে সবসময়ের শুভকামনা রইল ।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন: তৈরি করার ক্ষেত্রে যদি বলি তা হলো - যেদিন নিজেকে অতি নগণ্য মনে হবে সেদিন হয়তো বই লিখবো । আর তা বেশ দূরেই বলে মনে হচ্ছে !!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:

দুরে হবে কেন...অবশ্যই অতি সন্নিকটে !
আপনি অনেক ভালো লেখেন।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

কালীদাস বলেছেন: অফটপিকে বলি, ব্লগের প্রতি বছর বের হওয়ার বইটা (নামটা কিছুতেই মনে করতে পারছিনা এখন), যেটার ২০১২তে আমার লেখা ছিল, ওটার কপি আজও যোগাড় করতে পারিনি, মনে থাকে না। ব্লগার রেজওয়ানা এটা জানলে কুত্তা ভাড়া করতে পারেন আমাকে দৌড়ানি দেয়ার জন্য :-/

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

হায় হায়!
আমি এতো ভুলোমনা হলাম কেমন করে ! :(
আমিতো আমার যতো বই পোস্ট আছে সব লিঙ্ক এখানে শেয়ারের পায়তারা করেছিলাম হায় হায় এমন একটা কুটকৌশল মাঠে মারা পড়লো আমার স্মৃতির কাছে!
ওয়ালনাট খাওয়া বাড়াতে হবে ...

♣ব্লগারদের বই "অপর বাস্তব" (২০০৭ থেকে ২০১২)♣
এই যে...সব পাবেন এতে B-)

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সংকলন । বরাবরই তুমার নিপুন কর্মের অতুলনীয় বাহার ব্লগজগতকে আলোড়ন সৃষ্টি করে।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

:``>>
সত্যিই মন্তব্যের আন্তরিকতায় লজ্জা পাচ্ছি।
আপনাদের এতো অনুপ্রেরণাদায়ী মন্তব্যেই ব্লগে আটকে আছি।
অনেক কৃতজ্ঞতা রইল, সুজন ।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বই পড়ার বাতিক ছিল এককালে। সামনে ফেব্রুয়ারিতে বেশ বড় একটা ভ্যাকেশন পাচ্ছি। অভ্যেসটা ফিরিয়ে আনার চেষ্টা করবো।

পোস্ট প্রিয়তে। আর আপনার জন্য অনেক শুভকামনা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩

আরজু পনি বলেছেন:

চাইলেই ফিরিয়েআনতে পারবেন। এতে লাভ বৈ ক্ষতিতো নেই।

প্রিয়তে নেবার জন্যে কৃতজ্ঞতা ।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল ।

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬

ইউসুফ খান বলেছেন: চমৎকার :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

আরজু পনি বলেছেন:
আররে ইউসুফ !
আমার প্রিয় ব্লগার !
আপনাকে দেখে অনেক আনন্দিত হয়েছি ।
পোস্ট ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
নতুন বছরের শুভেচ্ছা রইল ।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৩

ফিউশন ফাইভ বলেছেন: দুর্দান্ত!

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩০

আরজু পনি বলেছেন: লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে
নাগো না ওগো না প্রিয় ফিউশন এসেছে...

হাহা
আপনাকে আমার ব্লগে দেখলে আমার এই অনুভুতিটাই হয় ।
আপনি আমার পোস্টে এলেন তা আামার জন্যে দারুণ সারপ্রাইজ ।
আপনার এই উপস্থিতি নতুন বছরে আমার জন্যে অসাধারণ এক উপহার ।

আপনাকে দেখে আমি সত্যিই খুব আবেগপ্রবণ হয়ে গেছি।
খুব ভালো থাকুন...সফলতার শীর্ষে পৌঁছান।
অনেক শুভকামনা রইল ।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯

বৃতি বলেছেন: চমৎকার সংকলন, আরজুপনি আপু :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সুলেখিকা বৃতি ।

ভালো থাকুন অনেক অনেক ।

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

মৃদুল শ্রাবন বলেছেন: বই নিয়ে কথাবার্তা ইদানিং খুব কম হয়। ইলেক্ট্রানিক মিড়িয়ার চাপে পড়ে সমালোচকরাও যেন ফেসবুক সেলিব্রেটি হবার মোহে পড়ে গেছে। কিন্তু না বই হারিয়ে যাবে না, ফুরিয়ে যাবে না বই নিয়ে কথা বার্তা আপনার এই সংকলনটাই তার প্রমান। ধন্যবাদ আপু সুন্দর এই সংকলনটির জন্য।

ফেব্রুয়ারী মাস আসছে। বই নিয়ে আপনার এই ধরনের পোষ্টের অপেক্ষা করছিলাম। কিন্তু জানুয়ারী মাসের শুরুতেই পাবো এটা যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো হয়ে গেল। বই মেলার গন্ধ পাওয়া শুরু করছি এখনি।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:
ব্লগারদের বই নিয়ে রিভিউ পোস্ট দিয়েছিলাম ২০১৪ এর শেষের দিকে। এবারও ইচ্ছে ছিল ২০১৫ এর শেষের দিকে...যেহেতু সব মিলিয়ে পেরে উঠিনি তাই বই নিয়ে একটি সমগ্র পোস্ট তৈরী করলাম । আর ফেব্রুয়ারির পোস্টের অংশ এই পোস্টের ৪- ট্রেইলার পর্ব: (বিস্তারিত পাবেন বেঁচে থাকলে...)-এ দিলাম...ফেব্রুয়ারির জন্যে পোস্ট তৈরি করার ইচ্ছে আছে ... দেখা যাক । হ্যাঁ, বইমেলার গন্ধতো বটেই...বইয়ের গন্ধও কেউ যেনো ভুলে না যায় সেই ভেবেও এই পোস্ট । আর বিশেষ করে নিজের জন্যে তো প্রিয় এক সংগ্রহ হলো ।
চরম ব্যস্ততায় থেকেও যে ব্লগ পড়তে আসেন, আমার এখানে এলেন সেজন্যে কৃতজ্ঞতা রইল, মৃদুল ।
নতুন বছরে অনেক শুভেচ্ছা রইল ।
নিরাপদে থাকুন ।

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৭

রবিন মিলফোর্ড বলেছেন: দারুন সংকলন !

আপাতত প্রিয়তে রেখে দিলাম । অবসরে ধীরে ধীরে পড়ে ফেলব ।

অসংখ্য ধন্যবাদ ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১১

আরজু পনি বলেছেন:
রবিন, আপনাকে অনেকদিন নিয়মিত দেখিনা ।

আশাকরি নিয়মিত হবেন ।
ভালোবাসার এই জায়গাটাকেতো ভুলতে পারবেননা ।

আপনার অবসরের সাথী হতে পেরে আরজুপনি-র এই পোস্ট অবশ্যই কৃতজ্ঞ ।

অনেক ভালো থাকুন। শুভকামনা রইল ।

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপু অসংখ্য শুভেচ্ছা এত সময় ধরে খুঁজে বের করার জন্যে এই লেখাগুলো । এখানকার কিছু লেখা আমি পড়ছি , ভালো লেগেছে ।

শুভেচ্ছা +++++++

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সিনেমাবাজ কবি ।

আপনারা পাশে আছেন বলেই কষ্টগুলো আর গায়ে লাগেনা...

আপনাকেও অনেক শুভেচ্ছা রইল ।

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

রুদ্র জাহেদ বলেছেন: কয়েকটি প্রিয় কবিতার বই ও অন্যান্য
এই পোস্টের কথা বলেছি আপুনি :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

আরজু পনি বলেছেন:

আপডেট করে দিলাম। অক্টোবর মাসটা খালি ছিল।
তথ্য দিয়ে পোস্ট সমৃদ্ধ করায় অনেক কৃতজ্ঞতা রইল, রুদ্র ।
ভালো থাকুন সতত ।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
এই পোস্ট এতক্ষন বাদে নির্বাচিতে দিসে!
এগুলা ঠিক না, আন্দোলন হবে || X(

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:
মডারেটরের চোখ এড়িয়ে গিয়েছিল হয়তো কোনভাবে...
তবে রাতেই হয়েছে একটু বেশি রাতে...অন্যদের পরে। ব্যাপার না ।
মডারেটররাওতো মানুষ। তারা ব্লগের ভালোর জন্যেই কাজ করছেন।
যা হয়... হয়তো ভালোর জন্যেই হয় ।

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

রিকি বলেছেন: আহা বড়ই সৌন্দর্য। B-) B-)

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

আরজু পনি বলেছেন:

আপনার আন্তরিকতার চেয়েও ?
...বিশ্বাস হয় না ।

আপনি অসাধারণ একজন সহব্লগার...যার আন্তরিকতায় আমি মুগ্ধ, কৃতজ্ঞ...ঋণী ।
অনেক শুভকামনা রইল, প্রিয় রিকি ।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

অগ্নি সারথি বলেছেন: বেশ উপকারী পোস্ট। প্রিয়তে নিয়া রাখলাম।
ইয়ে মানে গতদিন তো আমারো জন্মদিন আছিল।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:

প্রিয়তে রেখে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা ।
হ্যাঁ, রুয়াসার পোস্টে শুভেচ্ছা জানিয়েছি।
ভালো লেগেছে আপনার প্রতি রুয়াসার আন্তরিকতা।
আর এটাকেও নিজের বলে ভেবে নিতে পারেন, যাকে উদ্দেশ্য করে উৎসর্গ, সে সবার তরে অন্তপ্রাণ একজন মানুষ...

অনেক ভালো থাকুন। শুভকামনা শত শত ।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভার্চুয়াল লাইব্রেরী এখানে পড়ে....

অনেক কৃতজ্ঞতা এত্ত এত্ত গুলান কষ্ট করে আমাদের জন্য এই পোষ্ট সাজানোয়! :)

+++

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

বাহ, দারুন নাম দিলেন তো..."ভার্চুয়াল লাইব্রেরি"

শিরোনাম নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছিলাম, এটা আগে পেলে হয়তো এটাই শিরোনাম করে দিতাম ।
পাশে থেকে সবসময় অনুপ্রেরণা দেবার জন্যে কৃতজ্ঞতা রইল, ভৃগু ।
অনেক শুভকামনা রইল ।

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: আরজুপনি ,



খুব ভালো লাগলো আপনার বই প্রেম ।
দিন যায় রাত যায় , জলের নীচে প্রথম প্রেমের মতো আপনার কথা, লেখক ও বইয়ের কাছে অসম্পর্কের ঋণ শোধের মৌষলকাল এর মতোই ঝরঝরে ...............

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন:

আপনার কথা বলার উপস্থাপনে আমি রীতিমতো হিংসিত থাকি...অল্প হোক বা বেশি...কী দারুণ কথামালায় মন্তব্য, জবাব দিয়ে থাকেন ।

অনেক ধন্যবাদ জানাই ।
ভালো থাকুন নিরন্তর ।

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



পোষ্ট স্টিকি হওয়ার দাবি রাখে। +++++++

ফিউশন ফাইভ !!! চোখে ভুল দেখলাম নাতো ??? B:-) :||

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

আরজু পনি বলেছেন:

সবসময় পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ, কান্ডারি ।

হ্যাঁ, ফিউশনের উপস্থিতিতে আরজুপনির এই পোস্ট ঝলমলিয়ে উঠলো নিঃসন্দেহে ।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫১

সুপান্থ সুরাহী বলেছেন: পুরাই বুকশেল্ফ বানিয়ে দিলেন। প্রিয়তে রাখলাম। চমৎকার পোস্ট। পরিশ্রমী পোস্ট। ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

আরজু পনি বলেছেন:

একটা সময় অনেকেই বুকশেল্ফ বানাতো...
এখন আমারও একটা বছরব্যাপি পোস্টের সমৃদ্ধ আলমারি হলো ।

প্রিয়তে রেখে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা জানাই, সুপান্থ ।

অনেক শুভকামনা রইল ।

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

অপর্ণা মম্ময় বলেছেন: সোনাবীজ অথবা ধুলোবালিছাই ভাই, "অসম্পর্কের ঋণ" বইটিতে আমাকে ঋণে ঋণী করেছেন। ভালো লেগেছে ঋণী হতে।
কখনো বই রিভিউ আমার দ্বারা লেখা হবে না বোধহয়। এ বিষয়টাতে আমি খুব কাঁচা বলা যায়।
আপনি এত সুন্দর করে সংকলন পোস্ট করেন, মুগ্ধ করার মত।
শুভেচ্ছা রইল

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন:

সংকলন পোস্টগুলোকে নিজের ঘরের মতো মনে হয়...মনের মতো সাজাতে ভালো লাগে...হয়তো চেষ্টার কমতি থাকে তবে আন্তরিকতার কমতি থাকেনা এতোটুকু ।

আপনার বইয়ের রিভিউইতো মানূষ করে/করবে ।

আপনাকে মুগ্ধ করতে পেরে আনন্দিত হলাম, প্রিয় অপর্ণা ।

আপনার জন্যেও অনেক শুভেচ্ছা রইল ।

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

অবচেতনমন বলেছেন: কান্ডারির সাথে গলা মিলিয়ে বলছি...পোষ্ট স্টিকি হওয়ার দাবি রাখে।


পোস্টে রইল+++++++++++++++++++++++++

০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর আপনাকে দেখলাম।
ভালো লাগলো ।

আপনার উপস্থিতিতে ধন্যবাদ জানাই, অবচেতনমন ।
শুভকামনা সবসময়ের জন্যে ।

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তে নিতেই হল ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, গিয়াস লিটন ।
প্রিয়তে নিয়ে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা জানাই।
শুভকামনা রইল ।

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৫

টোকাই রাজা বলেছেন: মোবাইলে মনে হয় প্রিয়তে নেওয়ার অপশনটা নাই, তাই রাতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
এখন সুযোগের ভাল ব্যবহারটা করলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন:

আমিতো মোবাইল থেকে সাধারণত লগইনই করতে পারিনা । একাধিকবার চেষ্টা করে হাল ছেড়ে দেই।

প্রিয়তে নিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা জানাই ।

আপনার ভুমিকম্প নিয়ে তথ্যবহুল পোস্টটি নির্বাচিত পাতায় দেখলাম। অভিনন্দন রইল ।

এখানে টোকাই-রাজা সবাই সমান...সবাই লিখিয়ে...সবাই ব্লগার ।
আপনার ব্লগ ভ্রমন, লেখালেখি আনন্দের হোক।
অনেক শুভকামনা রইল, রাজা ।

৪৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

কাবিল বলেছেন: প্রিয়তে।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:

প্রিয়তে নিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা।
পোস্ট পছন্দ হয়েছে জেনে আনন্দিত হলাম ।
অনেক ভালো থাকুন সবসময় ।

৪৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪২

রিকি বলেছেন: আমি কি বলবো বুঝতে পারছি না সত্যি!!! :( ফিলিং আমতা আমতা---আপনাদের সবার সাহচর্য এবং উদারতায় আমি কৃতজ্ঞ আপু :) :)

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:
B-) 8-|

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

অন্তু নীল বলেছেন: ওহ.......দারুন। অনেক অনেক ধন্যবাদ আপু।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২

আরজু পনি বলেছেন:

অন্তু নীল, আমার ব্লগে স্বাগতম ।

আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
অনেক শুভকামনা রইল ।

৪৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৮

আমি ইহতিব বলেছেন: পনি আপু আপনার ধৈর্য দেখে বারবার বিস্মিত হই আর মুগ্ধ হই। পোস্ট আগে প্রিয়তে নিয়ে মন্তব্য দিতে এলাম।
তিন গোয়েন্দা আর কুয়াশার কি যে ভক্ত ছিলাম!!! কলেজে থাকতে টিফিনের টাকা জমিয়ে কুয়াশা আর তিন গোয়েন্দার বই কিনতাম। কুয়াশা সিরিজ বন্ধ হয়ে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছিলাম।

ব্লগের সুসময় আবার ফিরে এসেছে তা এমন পোস্টগুলো দেখলেই বুঝা যায়।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

আমি যৌথ পরিবারে সংসার করছি...ধৈর্যতো একটু থাকতেই হয় ;)

আমার মনে আছে তিন গোয়েন্দার বই ভাড়া করেও পড়েছি ...হাহাহা

আপনার শেষের কথাটি খুব আশা জাগানিয়া ।
ভালোলাগলো কথাটি ।
অনেক শুভকামনা রইল, ইহতিব ।

প্রোপিকের বাবু দু'জনের জন্যে অনেক দোয়া আর আদর রইল ।

৪৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

সকাল রয় বলেছেন: বাহ! দারুন তো
অনেক বইয়ের আলোচনা পড়া যাবে।
দারুন একটা কাজ করেছেন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সকাল ।

কাজটিতে আমি নিজেও কিছুটা তৃপ্তি পেয়েছি, যদিওপুরোপুরি না ।

অনেক ভালো থাকুন ।

৪৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: :( :( :( :( :(

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:

কী হলো ? মন খারাপ কেন ? :||

৫০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
ami vabsiLam eita direct sticky korbe sei jonno nirbachitoy dey nai! :-<
andoLon X(

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আমাকে আপনাদের পাশে রাখা...আন্তরিকতা এসবই আমার দারুণ প্রাপ্তি, প্রিয় পিকাচু ।

৫১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

শহুরে আগন্তুক বলেছেন: সরাসরি প্রিয়তে :)

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, শহুরে...।
বই নিয়ে আপনার আগ্রহ চোখে পড়ার মতো ।

আর প্রিয়তে নেবার জন্যে ধন্যবাদ ।
(আপনি সম্ভবত বেখেয়ালে প্রিয়র বাটনটা চাপতে ভুলে গেছেন, আমারও এমন হয় কখনো কখনো ।)

অনেক শুভকামনা রইল ...চলুক আপনার বই পড়া ...।

৫২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

আবু শাকিল বলেছেন: বই পড়া আগের চেয়ে অনেক কমে গেছে।পিডিএফ আছে অনেক গুলা।কিন্তু স্কীনে চোখ রেখে পড়তে ভাল্লাগেনা। এখন ফেসবুকে ই মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র লেখা গুলো পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি।
অনেক শ্রম দিয়ে লিংক যুক্ত করেছেন।পোষ্ট খানা আমাকে আরো ভাল করে ঘাঁটতে হবে।
পোষ্টের জন্য কৃতজ্ঞতা।
বইমেলায় ব্লগারদের বের হওয়া বই গুলার খোজ-খবর আপনার পোষ্টে এলেই জানতে পারি।এবারো আশা করি জানতে পারব।আপনার পোষ্টের অপেক্ষায় রইলাম।
সুস্থ এবং সুন্দর থাকুন।অনেক দোয়া রইল।
ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন: আমি শুধু বই পড়ার উদ্দেশ্যে সিম্ফনির একটা ট্যাব কিনেছিলাম, কিন্তু তিনমাসও টিকেনি :(

ব্লগারদের বইয়ের প্রচার করা, অনুপ্রেরণা দিয়ে পাশে থাকাই মূলত সেই পোস্টর উদ্দেশ্য ।
আশাকরি বেঁচে থাকলে, সব ঠিকঠাক থাকলে সেই পোস্ট দিতে পারি ।

আনাকে অনেক ধন্যবাদ, শাকিল এভাবে সবসময়ই পাশে থাকার জন্যে ।
শুভকামনা রইল অনেক অনেক ।

৫৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: পারেন বটে আপনি, কি করে সম্ভব করেন এইসব । বিনম্র শ্রদ্ধা।

আমি তো দু চার লাইন লিখেই খালাস- সব আত্মকেন্দ্রিকতা। কিন্তু আপনার মত ব্লগার সকলের অনুপ্রেরণা, ব্লগের প্রাণ।
ভাল থাকবেন আপু।

প্রথম দিনই প্রিয়তে রেখেছি, কিন্তু কোন মন্তব্যের ভাষা পাইনি হা হা

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

আরজু পনি বলেছেন:

আপনিতো কবি হয়ে বেঁচে গেছেন, মনের কথা আগল খুলে কবিতা লিখে ফেলেন ।
আমি পড়েছি বিপদে, না পারি গল্প লিখতে না পারি কবিতা সাজাতে।
কথারা ছটফট করে ডানা ঝাপটায়...

আমিতো আশা জাগানিয়া মানুষ ।

আচ্ছা এই তবে ! নীরবে প্রিয়তে নিয়ে গেছেন কিন্তু মুখে কিছু বলে যাননি !
তবেতো জরিমানা করা উচিত ।

অনেক অনেক ভালো থাকুন, প্রিয় কবি ।
অদ্ভুত ব্যাপার কি জানেন আমার এক বন্ধুর নাম ছিল আজাদ মাহমুদ ওসমানী..আমি ওর কবিতা পাগলের মতো পছন্দ করতাম!

৫৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: উরিব্বাস!!!!!!!!!!!! ফেন্টাস্টিক!!!!!!!!!!!!!............... শুভ কামনা নতুন বছরের।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

বন্ধু তুহিন !
বাহ অনেকদিন পর...আপনাকে দেখে ভালো লাগলো...
ভালো লাগলো আপনার চমৎকার মতামতের বহিঃপ্রকাশ।
অনেক ধন্যবাদ এবং অবশ্যই আপনাকেও নতুন বছরের শুভকামনা রইল ।

৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

মাসূদ রানা বলেছেন: চমৎকার কাজ @আরজুপনি ।
অট : মে মাসটা বাদ পরলো কেন ! ঐ একটি মাত্র মাসেই ধরাধামে আমার পদস্খলন ঘটেছিল যে ......

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, মাসূদ রানা ।
আমি যে কয় পদ্ধতিেপোস্ট খুঁজেছি তার মধ্যে মে মাসের পোস্ট চোখে পড়েনি...তবে নিশ্চয়ই মে মাসেও একটা অন্তত পোস্ট প্রকাশ হ্ওয়া উচিত...খুঁজে পেলে পোস্টে যুক্ত করে দিব ।
এতোগুলোর পর আর ধৈর্যে কুলোচ্ছিল না... ।

মে মাসে আপনার জন্ম জেনে ভালো লাগলো ।
অনেক শুভকামনা রইল, নতুন বছরের ।

৫৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৪

আইএমওয়াচিং বলেছেন: বাব্বাহ !! ব্যাপক সংখ্যক বইয়ের লিস্ট একজায়গায় ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০১

আরজু পনি বলেছেন: শুভ সকাল।
হ্যাঁ, চেষ্টা করলাম নিজের জন্যেতো বটেই অন্যদেরও বই পড়ায় কাজে আসতে পারে।

আপনার নিকটা দেখলেই মনে হচ্ছে আপনি আমাকে ওয়াচ করছেন...।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময় ।

৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ওয়াও!!!!


চমৎকার পোস্ট।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, সাবির।
শুভকামনা রইল, সবসময়ের জন্যে ।

৫৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬

হাসান মাহবুব বলেছেন: এমন সংকলন মনে হয় ব্লগে এই প্রথম। অভিনন্দন এবং শুভেচ্ছা পনি আপা।

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

আরজু পনি বলেছেন:
বছরব্যাপি শুধুমাত্র বইয়ের পোস্টের সংকলন আমারও মনে হয় এটাই প্রথম।

অনেক ধন্যবাদ, হাসান ।
শুভকামনা রইল সবসময়ের জন্যে ।

৫৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৩৪

গুলশান কিবরীয়া বলেছেন: খুব ভালো পোস্ট , অসাধারণ একটি কাজ । সংগ্রহে রাখলাম ।

ভালো থাকুন মিতা । :D

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬

আরজু পনি বলেছেন:

বইয়ের প্রতি ভালোবাসার কারণে আপনার কাছে পোস্টটি অসাধারণ লাগছে...
কৃতজ্ঞতা রইল।
অনেক শুভকামনা রইল..."মিতা" বলতেই ব্লগার অদৃশ্যর কথা বেম মনে পড়ে গেল ।



আপনার বর্তমান প্রোপিকটি দেখলে এই ছবিটির কথা বড় বেশি মনে পড়তো...এখন পাশাপাশে রেখে বুঝতে চেষ্টা মিল-অমিল।

৬০| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেকক্ষণ ধরে আজকে ব্লগে ঘুরেছি। চোখ টন টন করছিলো তবু আপনার পোস্ট বিশেষ করে বই নিয়ে দেখেই চোখ চকচক করে উঠলো। অনেক কাজে লাগবে আমার মতো বইপড়ুয়াদের। বিশেষ ধন্যবাদ আমার একটি ভুলে যাওয়া রিভিউ দেখলাম আপনার তালিকায়। আবারও কৃতজ্ঞতা। ভালো থাকবেন।

১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:

বই নিয়ে আপনার কথা বলা ব্লগ অসাধারণ বর্ণনার...

হ্যাঁ, আমিও বিশ্বাস করি আপনার মতো বই পড়ুয়াদের জন্যে এই পোস্ট কিছুটা হলেও কাজে আসবে ।
অনেক শুভকামনা, প্রিয় সুলেখিকা তনিমা ।

৬১| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

ডি মুন বলেছেন: দুর্দান্ত পোস্ট !!!

সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম।

:)

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আরজু পনি বলেছেন:

আপনার কাছে ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।

প্রিয়তে নিয়ে সম্মানিত করার জন্যে অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময় ।

৬২| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

একটি উচ্চমানের সংকলন হয়েছে।

ব্লগাররা বই বের করলে অন্য ব্লগারদের অনেক উপকার...
তার মধ্যে একটি হলো... তাদের সুনাম বাড়ে!

ব্লগারদের বই নিয়ে আপনি বরাবরই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
ব্লগার-কাম-গ্রন্থকারেরা নিশ্চয়ই এর সুফল পাবেন।


এরকম একটি সংকলন আমার চোখে না পড়াটা রীতিমতো অন্যায় :(
আপনাকে নিয়ে তো একটি প্যারায় শেষ হবে না, আলাদা পোস্ট দিতে হবে!

অান্তরিক অভিনন্দন... আরজুপনি! আপনি খাটতেও পারেন সেরকম!

১১ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

আরজু পনি বলেছেন:
ব্লগে একটি চাকরী পেলে কলেজের চাকরীটি ছেড়ে দিতাম...তখন শুধু ব্লগেই পড়তাম, লিখতাম...ভাবতাম সঅঅঅব ।

বই একজন লেখকের সন্তানসম।
একজন লেখকের সৃষ্টির চূড়ান্ত প্রকাশ প্রিন্ট আকারে প্রকাশিত বই।
সেই সম্মান জানাতে, পাশে থেকে অনুপ্রেরণা যোগাতে মূলত ব্লগারদের বই নিয়ে কাজ করতে ভালো লাগে।
তারপরও আমার কিছু ব্যর্থতা আছে...যার নাম "অপরবাস্তব" ।
আমাকে সম্পাদকমণ্ডলী অনুমতি দিলে আমি নিজেই কাজটি এগিয়ে নিয়ে যেতে পারতাম...

যাই হোক...বলতে গিয়ে দুঃখের কথা বলা শুরু করেছি...যা আমার প্রোফাইলের সাথে যায় না...

আপনার অভিনন্দন মাথা পেতে গ্রহণ করলাম।

অনেক কৃতজ্ঞতা রইল ।

৬৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

থাক, চাকরি ছেড়ে লাভ নেই...
চাকরি ছেড়ে দিলে তো অঞ্জনদত্তের গানটাকে উল্টো করে গাইতে হবে....

"চাকরিটা আমি ছেড়ে দিয়েছি বেলায়েত শুনছো...." |-)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন:
হাহা
একটু আগে চাঁদাবাজরা ফোন দিয়ে থ্রেট করাতে মন কিছুটা অস্থির ছিল...আপনার মন্তব্য পড়ে কিছুটা ভালো অনুভব করছি ।


নোটিফিকেশনে আপনার আরেকটি মন্তব্যের খবর জানতে পেরে ভাবলাম আপনি হয়তো বলতে এসেছেন যে, আমার হয়ে সামহোয়্যারইন কর্তৃপক্ষের কাছে দেনদরবার করবেন...হাহাহাহা

আচ্ছা চাকরীটা আপাতত না হয় থাকুক...
ফিরে এসে মন ভালো করা মন্তব্যের জন্যে কৃতজ্ঞতা রইল, প্রিয় ব্লগরত্ন।

৬৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩

আরইউ বলেছেন: চমৎকার!

১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন: শুভসকাল ।
অনেক কৃতজ্ঞতা রইল, আরইউ ।
ভালো থাকুন সবসময় ।

৬৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
পড়ুয়ারা যে এখনো ব্লগে আসেন এবং ব্লগিং করছেন; আপনার এই পোস্টখানা তারই এক নিদর্শন। সোনাবীজ অনেক ভাল লিখেন। ব্লগে না আসলে হয়তো এমন একজন লেখকের সাথে পরিচয়ই হতো না! বইমেলায় যে ধরণের/মানের বই আসছে বর্তমান সময়টাতে; আমার অভিযোগ আছে। ব্লগে সেসব বলছিনে। তবে ভাল লেখকরা ভিড়েই যেনো হারিয়ে যাচ্ছেন ...

বোকা মানুষ বলতে চায়, রেজওয়ানা আলী তনিমা ব্লগে নিয়মিত আছেন। দারুণসব পোস্ট করছেন!

আমি কাকদের কবি বলতে নারাজ। ব্লগার অদৃশ্য কাক নন, তিনি কবি
। কোথায় হারালেন কে জানে ...

আপনার মূল্যবান সময় ও শ্রম ব্যয় করে আমাদের পোস্টখানা উপহার দেবার জন্য কৃতজ্ঞতা রইলো।

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

আরজু পনি বলেছেন: পড়ুয়ারা যে এখনো ব্লগে আসেন এবং ব্লগিং করছেন; আপনার এই পোস্টখানা তারই এক নিদর্শন। [/si
এই অলেখকদের ভিড়েই রেখকদের খুজেঁ নিতে হবে ।

হ্যাঁ, বেশ কয়েকজন খুব ভালো লিখিয়ে আছেন.।যারা ব্লগের সম্পদ বলা যায় ।

অদৃশ্য মাঝে মাঝে অদৃশ্যই হয়ে যায় ।

পোস্টটি ভালো লাগলো জেনে আনন্দিত হলাম ।
আপনার কাছেও কৃতজ্ঞতা রইল অনেক অনেক ।

৬৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যালো আপু ডিং ডং । :P

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

আরজু পনি বলেছেন:
হ্যালো...শিগগীরই আসছে কবিতারা...শয়ে শয়ে হাজারে হাজারে...
চোখ রাখুন আপডেটের ;)

৬৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: এত এত এত লিংক! এতোগুলো পড়বো কত দিনে!

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন:
প্রতিদিনই ব্লগে প্রচুর লেখা আসছে...সেসব পড়তে পড়তেই তো সময় পার হয়ে যায় ।...তবে কখনো ব্লগ থেকে বই সম্পর্কে খোঁজ নিতে চাইলে লিঙ্কগুলো কাজে আসবে নিশ্চিত ।

অনেক ধন্যবাদ, রাখাল।
ভালো থাকুন অনেক ।

৬৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ একটি কাজ করার জন্য স্যালুট। প্রত্যেক পাঠকের উচিত এই পোষ্টটা প্রিয়তে নিয়ে রাখা। এমন কষ্টসাধ্য কাজ সবাই করতে পারে না। আর এমন সংগ্রহ প্রিয়তে না নিলে প্রিয়টা অধরা থেকে যাবে। তাই প্রিয়তে নিতে ভুল হল না। ভাল থাকবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন: শুভ সকাল ।
এতো দারুণ করে বললে নিজের পরিশ্রমটুকুকে পুরোপুরি সার্থক মনে হয় ।
এমন অনুপ্রেরণাই ব্লগে লিখা চালিয়ে যেতে সাহস যোগায় ।
অনেক কৃতজ্ঞতা রইল ।

৬৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

অভ্রনীল হৃদয় বলেছেন: চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন আপু। একসময় প্রচুর বই পড়া হতো। সেই তুলনায় এখন খুব কম ই পড়ি বলা চলে। :( পুরনো অভ্যাস আবার জাগ্রত করতে হবে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, হৃদয় ।
আশা করি বই পড়ার সেই সময়গুলো ফিরে আসবে আবার ।
অনেক শুভকামনা রইল ।

৭০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২০

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল

ব্লগে আপনাদের বিচরণ দেখে ভাল লাগছে।

আশা করি ভাল আছেন

১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:
তানিম !
কতো দিন পর দেখলাম ।

আমি ভালো আছি ।
আশা করি আপনিও ভালো আছেন ।
সাম্প্রতিক মন্তব্যের ঘরে আপনার নাম দেখে ভাবলাম নতুন কোন পোস্ট দিয়েছেন...দেখতে যাবো ভাবছি তখন দেখি আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন ।

আশা করি নিয়মিত পাবো ।
অনেক শুভকামনা রইল, তানিম ।

৭১| ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

মেহবুবা বলেছেন: অনেকদিন পর এসে এমন একটা লেখা দেখে মুগ্ধ হলাম। প্রিয় হোক।

বইয়ের বিকল্প কেবল বই এবং আমার কাছে কাগজের বই।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:

আপনি বেশ পুরোনো এবং অনেকে বেশ পছন্দের একজন ব্লগার।
আমার ব্লগে স্বাগতম...
ভালো লাগছে এই ভেবে যে বইপ্রেমীদের ঠিকই চোখে পড়ছে এই পোস্ট ।

মতামতে অনেক কৃতজ্ঞতা রইল।

শুভকামনা রইল সবসময়ের জন্যে ।

৭২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

মেংগো পিপোল বলেছেন: আপা আপনি আছেন কেমন? দারুন পোষ্ট কাজে লাগবে।

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

আরজু পনি বলেছেন:
বাহ অনেকদিন পর আপনাকে দেখলাম ।
খুব পেশাগত ব্যস্ততা যাচ্ছে হয়তো আপনার ।
আশা করি আবার নিয়মিত হবেন আপনার দারুন সব গল্প নিয়ে ।
পোস্ট পছন্দ হয়েছে জেনে আনন্দিত হলাম ।

খুব ভালো থাকুন ।

৭৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৪

অন্তরন্তর বলেছেন: দারুন পোস্ট। সৌভাগ্যক্রমে খলিল ভাইয়ের বইটা আমি সংগ্রহ করেছি। আমি গিয়েছিলাম বইমেলায়।
আপনার পোস্ট সবসময় সবার জন্য উপকারি। ভাল থাকুন।

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০

আরজু পনি বলেছেন:

আপনার ব্লগটা একেবারে ফাঁকা !

ওখানে কথা বলার কোন সুযোগ রাখেন নি ।
জানিনা কী অভিমানে এমনটি করেছেন !

আপনাকে ব্লগে দেখে ভালো লাগে ।

আপনার মন্তব্যের শেষ লাইনটা আমার জন্যে দারুণ অনুপ্রেরণার ।

অনেক ভালো থাকুন সবসময় ।

৭৪| ১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ আপা । ++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

আরজু পনি বলেছেন:
আহসান...অনেকদিন পর দেখলাম ।

ভালো লাগলো আপনার উপস্থিতি ।
প্লাসের জন্যে অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইল ।

৭৫| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

মহান অতন্দ্র বলেছেন: ধন্যবাদ আপু। অনেক শ্রমসাধ্য কাজ।

২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪

আরজু পনি বলেছেন:
শুভ সকাল ।
পোস্ট পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো...মহান অতন্দ্র ।


আপনি সাম্প্রতিক সময়ে সম্ভবত অনুভুতিহীন সময় কাটাচ্ছেন...আমার ভুলও হতে পারে ।
কাজের চাপে হয়তো পিষ্ঠ আছেন...
যেমনই থাকুন নিজেকে স্বার্থপরের মতো ভালোবাসুন...এই প্রত্যাশা রইল ।

৭৬| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৯

আমি মিন্টু বলেছেন: অনেক কষ্ট সাধ্য একটি কাজ করেছেন আপু । সে জন্য ধন্যবাদ । :)

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মিন্টু আপনাকে ।

আপনাদের মতামতই আমার কাজের অনুপ্রেরণা ।
অনেক ভালো থাকুন ।

৭৭| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

আহসানের ব্লগ বলেছেন: এভারেস্টের চূড়ো থেকে অনেক কাঠ খড় পুড়িয়ে নিচে এসে আমার কমেন্ট খানা খুঁজিয়া পাইলাম আপা । :)
আহা আহ্লাদিত হইয়া গেলাম । আপা আপনি আমাকে মনে রেখেছেন ভাবতেই অনেক ভাল লাগছে । সত্যি কথা বলতে আমি আনন্দিত ।
অনেক অনেক অনেক অনেক অনেক শুভ কামনা আপনার জন্য আপা । ভাল থাকবেন সুস্থ থাকবেন । :) B-)

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আপনার নাম মনে রাখার বিশেষ কারণ আছে...আমার সবচেয়ে প্রিয় শিক্ষকের নামে নাম। তাই প্রথম দিনই বিশেষভাবে মনে রেখেছিলাম ।

অনেক ভালো আর নিরাপদে থাকুন ।

৭৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: লিও তলস্তয়কে কেউ একজন বলেছিল,আপনার তিনটা প্রিয় জিনিসের নাম বলুন। উত্তরে তিনি বলেছিলেন,বই,বই আর বই।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

আরজু পনি বলেছেন:
বাহ দারুণ !

সোর্স সহ পেলে পোস্টে যুক্ত করে দিতে পারতাম ।

অনেক ধন্যবাদ, রাণা ।
ভালো থাকুন সবসময় ।

৭৯| ২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

গেম চেঞ্জার বলেছেন: হায় হায়!! একি!!
এতো চমৎকার একটা সংকলন পোস্ট আমার চোখ এড়িয়ে গেল কিভাবে???

এটা ব্লগের গুরুত্বপূর্ণ সম্পদ। বিশেষত আমার কাছে এর গুরুত্ব যে কত তা বলে বোঝানো সম্ভব না। ব্লগারদের মধ্যে যে উৎসাহ ও সঞ্জীবনী শক্তি আপনি যোগান দেন সেজন্য আমরা সবাই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।

প্রিয়তে রাখলাম। মাঝে মাঝেই ঢুঁ মারার ইচ্ছা রইলো।

অনেক অনেক ভাল থাকুন আপু। :)

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

আরজু পনি বলেছেন:

আমারো কিন্তু এমন হয়...অনেক গুরুত্বপূর্ণ লেখাই আমার চোখ এড়িয়ে যায়...এটা হতেই পারে ।

বই সম্পর্কিত পোস্ট বলেই হয়তো আমারও অনেক পছন্দের...এই পোস্টটি ।

অনেক ধন্যবাদ, গেমার ।
খুব ভালো থাকুন সবসময় ।

৮০| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: একটু সহায়তা করবেন প্লিজ! ৭দিন পার হবার পরেও সামু আমায় প্রথম পাতায় লেখা প্রকাশ করার ছাড়পত্র দিলো না কেন?? এবং এখন আমার কি করণীয়??

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন: আজ আমার বাক্ স্বাধীনতা দিবস......এই পোস্টটাতে একটু নজর বুলাতে অনুরোধ করছি। তারপর বলছি ...
আমি ৩৪ দিন পর জেনারেল হয়েছিলাম...সেফ তারও অনেক পরে :D

৩৪ দিন অন্যের পোস্টে মন্তব্রই করতে পারিনি, শুধু পড়েছি...
আপনি স্টিকি পোস্ট সহ সব নির্বাচিত পোস্ট গুলো পড়ে আপনার মতামত জানিয়ে আসুন । আপনার বেশি বেশি উপস্থিতি আপনার পক্ষে যাবে নিশ্চিত ।আর সেই সাথে খুব ভালো কোন বিষয় নিয়ে লিখুন যেনো পোস্ট নির্বাচিত হওয়ার দাবী রাখে । আশা করি কর্তৃপক্ষ বিষয়টিকে নজরে নিবেন ।


আমি শিগগীরই আসছি আপনার ব্লগ পড়তে ।

নতুন কোন পোস্ট দিলে লিঙ্কটা দিয়ে যাইয়েন বা ব্লগ ভিজিট করে গেলেও বুঝতে পারবো ।

অনেক শুভকামনা রইল, রাণা।

৮১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪১

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮২| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খুব কষ্টসাধ্য একটি কাজ দারুণ ভাবে করলেন।

ধন্যবাদ আপু সুন্দর পোস্টটির জন্য।

ভাল থাকবেন। :)

৮৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

নিরব ঘাতক ফাহিম বলেছেন: ধন্যবাদ আপু সুন্দর পোস্টটির জন্য।

৮৪| ০৪ ঠা মে, ২০২৩ রাত ১১:০৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সম্মানিত ব্লগার গিফার সর্বশেষ মন্তব্য এই পোষ্টে। তাঁর ব্লগ থেকে সরাসরি আপনার পোষ্টে মন্তব্য করতে চলে এলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.