নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

প্রেমনগর

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

প্রেমনগর



এই শুনেছ...?
--কী?

এই কলেজটা নাকি
এক প্রেমনগর,
চারদিকে ঘোরে শুধু
প্রেমিক প্রবর!

--যা!
--কি বলছো এসব?!

না- না, সত্যিই!
অডিটোরিয়ামের পেছনে যে
কলেজ লাইব্রেরি
সেটাই হচ্ছে
মূল রেজিমেন্ট,
পড়তে কি যাবো
ঢুকতে গেলেই দেখবে
যুগল প্রেমের ডিপার্টমেন্ট।


--মজার ব্যপার তো!
--দেখতে যেতে হয়

যা বলেছো--
কেউ বছর ঘুরেও
পায়না প্রেমের সন্ধান,
আর কেউ দু'বছর পরেই
প্রেম করে বিয়ে,
পেয়ে যায় সন্তান


-- Rubbish!

তৃষিত নয়নে ব্যর্থ প্রেমিক
তাকায় চারদিকে
আলো ঝলোমলো দিন
তারই শোকে হায়
হয়ে যায় ফিঁকে।


--আর কথা পেলে না?

তাই তো বলি প্রেম না ছাই
লেখাপড়া শিকেয়
উঠেছে ভাই
ক্লাস শেষে তাই
তাড়াহুরো করে
পালিয়ে বাড়ি যাই।।




আমারে রুখিবে সাধ্য কার আমি বিপ্লবী সামুর ব্লগার


সেদিন আমার বন্ধু রানা
দাঁত খিঁচিয়ে বললো আমায়
"তুইতো একটা রাম ছাগলের ছানা!"-

অবাক আমি!, রেগে-মেগে
কলারটাকে ঝাঁকি দিয়ে
ভীষণভাবে শাসিয়ে দিয়ে বলি
"কারণটা বল?!, নইলে আমি
তোকে তো ছাড়ছিনা!"

কলারটাকে ঠিক করে সে
বললো আমায় নাক উঁচিয়ে
"অমন করে মানোযোগে
খুঁটিয়ে খুটিঁয়ে বইয়ের মতো
কেউ কখনো ব্লগ পড়ে কি না?!"
তার চেয়ে চল বেড়িয়ে আসি
মজার মজার খাবার খাবি,
পকেট ভরা টাকা নিয়ে
সঙ্গে আছে দানা
ও আমার চাচাত ভাই কিনা।

এবার আমি সুযোগ পেলাম
আঙুল নেড়ে বলেই ফেললাম
"তুইতো একটা গাধার ছানা!
ব্লগ পড়তে করছিস মানা-
দেখনা এতে কী আছে?!
ফুচকা-লাড্ডু সবই আছে।

যা- তা নয়, এযে
সামহোয়্যারইন ব্লগ কি না!

কবিতা (অথবা অ-কবিতা অথবা ছড়া অথবা ছড়িতা) সূত্র:
১. টিন (teen) বয়সের কবিতা
২. ৬ নম্বর নিকে পূর্ব প্রকাশিত
৩. ২য় কবিতা অথবা অকবিতা অথবা ছড়া অথবা ছড়িতা ২ নম্বর সূত্রে প্রকাশের পূর্বে এডিটেড।

মন্তব্য ১০৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন: মাল্টি প্রতিভা ।
দুটোতেই ভাল লাগা।
পরে আসব।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন: আমি টাসকিত !

এই জন্যেই তো বলি এই মায়া কে?
নীরবে আমার পোস্টে লাইক দিয়ে যায় !!!!

আজকে পাইছি !

এবার পোস্টের কথায় আসি...
মাত্র কয়েকদিন ব্লগে লগইন হতে পারিনি...
ঢাকার বাইরে পুরাই উরাধুরা জার্নিতে ছিলাম...
আজ এসে লগইন করতে গিয়ে দেখি পাস্ওয়ার্ড ভুলে গেছি ! :(
দ্বিতীয় দফায় পারলাম ।
আর তারপরে পোস্ট দিয়ে ভাবলাম সবাই বুঝি এই ক'দিনে ভুলেই গেছে !
ব্লগে কিছুদিন আসতে না পারলেই ভুলের খাতায় নাম চলে যেতে থাকে...

কোথায় কখন ক'বে কোন তারা ঝরে গেল আকাশ কি মনে রাখে?

অনেক ধন্যবাদ মায়া লাগিয়ে যাওয়ার জন্যে ।

২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: দারুণ লেগেছে টিন বয়সের কবিতা । :)

১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন: :D

এগুলো আমারও খুব পছন্দের ।

"প্রেমনগর"টা সেই সময়ের এক লেডিকিলার ছাত্রনেতাকে পড়িয়েছিলাম...পড়ার পরে উনার চেহারা দেখার মতো হয়েছিল ;)

অনেক ধন্যবাদ, মিতা।
শুভকামনা জানবেন ।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



-----এই শুনছেন ,
মন্তব্য কি করতেই হবে
প্রেমনগরের কথা শোনালেন যবে ?

------মন্তব্য করবেনা কার সাধ্য ?
মন্তব্য করতে সবাই বাধ্য । ( ছবি দ্রষ্টব্য )
সামুর লেখিকা বলে কথা
মন্তব্য করতে হবে যথা ।

কি, ঠিক বলেছি কিনা ? :(

( কবিতার ষ্টাইলে মন্তব্য দিতে ইচ্ছে হলো )

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহা

খুব মজা পেলাম...
দারুণ উরাধুরা মুডে আছি... যদিও গত কয়েকদিনের টানা ভ্রমনে কিছুটা ক্লান্ত।
কিন্তু ব্লগ সত্যিই দারুণ জায়গা।
এখানে এলে ক্লান্তি দূর হয়ে যায়।

জ্বি জ্বি আপনি যথার্থ বলেছেন।

আপনাকে মিছে বলে সাধ্য কার?
ঘাড়ে মাথা একটাই আমার !!
:D

শ্রদ্ধেয় প্রিয় জী এস সাহেব, মজার মন্তব্যে অনেক কৃতজ্ঞতা আর সেই সাথে শুভকামনাও ।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১

অরুদ্ধ সকাল বলেছেন: খুব খুব ভালো লাগিলো...

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১২

আরজু পনি বলেছেন:
আপনার মতো অসাধারণ লিখিয়ের কাছ থেকে এমন মন্তব্য সত্যিই দারুণ লাগলো।

অনেক শুভকামনা রইল ।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: হা হা হা, আপনি অনেক মজার মানুষ!!

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:
কবিতা অথবা অ-কবিতা অথবা ছড়া অথবা ছড়িতা পড়ে নিশ্চয়ই মজা পেয়েছেন...
আপনার হাসিতে সংক্রমিত হলাম ।

আপনার কাছে কৃতজ্ঞতা রইল...এসে খোঁজ নেবার জন্যে ।
মোবাইলে ব্লগিং করাটা আমার জন্যে কষ্টকর...আর আমি যখন পরিবারের মানুষদের সাথে থাকি তখন ভার্চুয়াল জগতটাকে সরিয়েই রাখার চেষ্টা করি। গত কয়েকদিন ভ্রমণে থাকাবস্থায় অফলাইনে কখনো সখনো মোবাইলে ব্লগ দেখেছি । পছন্দের কারো কারো নতুন পোস্ট এসেছে দেখেছি...আসবো শিগগীরই তাদের পোস্টে।

অনেক ভালো থাকুন, প্রিয় বিজন রয়।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৫

এডওয়ার্ড মায়া বলেছেন: আপনাদের প্রতিভা দেখে আমিও মাঝে মাঝে টাস্কি খাই ।
কেম্নে পারেন !!

ব্লগে কিছুদিন আসতে না পারলেই ভুলের খাতায় নাম চলে যেতে থাকে...
কথা সত্যি।

আমিও বেশ কিছুদিন ব্লগে আসি নাই।ব্যাক্তিগত ঝামেলায় ছিলাম ।এখনো শেষ হয় নাই।তবুও প্রিয় যায়গায় না আসলে ভাল লাগে নাই।সুযোগ পেলেই চলে আসি সামুতে।এসেই আপনার লেখা চোখে পড়ল ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

আরজু পনি বলেছেন:

আমি শুধু মাত্র পিসির কাছাকাছি এলেই উসখুস করতে থাকি কখন ব্লগে লগইন করবো...এছাড়া খুব বেশি সমস্যা হয়না (গতকয়েকদিনে অন্তত হয়নি)।
ভালো লাগলো যে আপনার চোখে পড়াতে প্রথম মন্তব্য দিয়ে মন্তব্যের খরা ঘুচিয়েছেন ।

অনেক শুভকামনা রইল, মায়া (ছবি দেখে আরেকটা নাম মুখে চলে আসছে বারবার! :| )

৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৬

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, প্রিয় ঢাকাবাসী।

শুভকামনা রইল ।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:২০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সম্বিৎ ফিরে পায় গোধূলি বেলায়.... হায়! হায়!
ফাগুনের আগুন যে নিভে গেছে কবে... টিন এজ কবিতায় কি আর ফিরে পাওয়া যাবে ফুল পখি গানের সুস্বাদু আমেজ ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:
আমার ব্লগে সুস্বাগতম ।
টিন এজ কবিতায় কি আর ফিরে পাওয়া যাবে ফুল পখি গানের সুস্বাদু আমেজ । ...ডাক্তার সাহেব !

কী বলছেন এসব !

আমিতো ম্যালা মজা পাচ্ছি...হৃদয়ের গহীনে এক কিশোরীর আজন্ম বাস যে !

মতামতে অনেক ধন্যবাদ রইল।
ভালো থাকুন সবসময়।
আর রোগে শোকে পাশে পাই যেনো...

৯| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রেমনগরে ঘুরতে বেশি ভাল লাগলো।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:

আপনার পোস্টে ভালো লাগা বাটন চেপে মন্তব্য করা শেষ করতেই দেখি নোটিফিকেশন...চেক করে দেখি আমরা দু'জন দু'জনের ব্লগে...হাহাহাহা

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল ।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি ও সারা দিন ব্লগে থাকি প্রায় আর খুজে বেড়ায় পরিচিতদের পোষ্ট না পেলে নতুনদের পড়ে সময় কাটাই ধারাবাহিকতায় তোমার পোষ্ট নতুন পোষ্ট খুজি , কোথাও মন্তব্যও দেখিন ভেবে নিয়েছি আছ কোন কাজে। তবে এসেই কবিতা সেইরকম ছড়া ঝরা কবিতা । কবিতায় ভাল লাগা রইল।
তবে বল কেমন আছ , প্রিয় কয়েকজন ব্লগারদের মধ্যে তুমিও একজন কিনা তাই মাঝে মধ্যে একান্ত আপনজন ভেবে জিগ- জিজ্ঞাসা করে যাই। বোন বলে জানি সহব্লগার বলতে সাহস হয়না কারণ তুমি গুনি ব্লগার ।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:
সুজন!
আপনার আন্তরিকতায় আমি বরাবরই মুগ্ধ।

তবে শেষ পর্যন্ত ব্লগে সবাই সহব্লগার ...গুন বেগুন বলে কিছু নেই ।

আপনার আন্তরিকতা যেনো থাকে সবসময়ই ...
অনেক শুভকামনা রইল, প্রিয় সুজন।

১১| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: ক্লাস শেষে তাই
তাড়াহুরো করে
পালিয়ে বাড়ি যাই।


মাইরালা :( :(

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

হাহা
ক্লাশ ফাঁকি দিয়ে কিন্তু বান্ধবী কাউকে কাউকে ঘুরতে যেতে দেখেছি ;)

আপনাকে দেখে ভালো লাগলো...রাখাল ।

১২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

তাসলিমা আক্তার বলেছেন: বজ্রমুষ্টিটা কদিন না দেখে মিস করেছি। জ্বরে পরে আজ বাসায়। মোটামোটি সারাদিনই ব্লগিং করছি কিন্তু আপনাকে কোথাও পাইনি। এখন জানলাম কারন।

ছড়া আমার আসেনা। বাইনন্দা পিটালেও না। আপনি কি সুন্দর লিখেছেন।

ভালো থাকুন। সবসময় আনন্দে থাকুন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আমি মোবাইলে ব্লগিং তেমন পারিনা...কষ্টকরব্যাপার ! নাহলে মোবাইলে কিছুটা হলেও সক্রিয় থাকতে পারতাম।
টানা ভ্রমণে ছিলাম।
আজ শেষ বিকেলে ফিরেছি।
মিস করেছেন জেনে ভালো লাগলো।

এই যে মিস করেছেন এই ভালোবাসাই ব্লগিং-এর পাওয়া ।

হাহা আমাকেও বাইন্দা পিটাইলে কবিতা আসবে না...ওগুলো কলেজে পড়ার আগে পিছের সময়ের...কখনো কখনো ভাব, ছন্দ চলে আসে...এমনিতে আসে না ।

আপনিও অনেক অনেক ভালো থাকুন...শুভকামনা সবসময়ের জন্যে রইল ।

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আপনি কলার ঝাঁকিয়ে কথা বলছেন ভাবতেই ব্যাপক বিনুদিত হলাম। ;)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

আরজু পনি বলেছেন:
হাহাহাহা

একসময় ধুমাইয়া ছড়া লিখতাম (বিশেষ করে কোন বিষয় আমাকে নাড়া দিলে সেটা নিয়ে আগ্রহ পেতাম বেশি)...মূলত খালার কাছ থেকে প্রেরণা পাওয়া...যদিও খালাকে দেখার আগেই উনি ইহধাম ত্যাগ করেছেন। কিন্তু মায়ের কাছে শুনে শুনেই আগ্রহ জন্মেছিল ।

অনেক ধন্যবাদ, রাজপুত্র।
শুভকামনা জানবেন।

১৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৫

উদ্ধাস্ত৬১ বলেছেন: খুব ভাল লেগেছে।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, উদ্ধাস্ত...।
শুভকামনা জানবেন।

১৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
heheh, besh mojar hoise :D
premnogor pore amar coLLege er prem baganer kotha mone pore geLo ;)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
এটা লিখে আমিও খুব মজা পেয়েছিলাম।
এখনও এটা পড়লে মজা পাই। তাই বিশেষ করে শেয়ার করলাম।

টিন এজ পোলাইনের প্রেম বাগানোর ব্যাপারটা এখন মজাই লাগে...আর কয়েক বছর পরে আমার ছানা-পোনারা কী করে আল্লাহই মালুম :|

১৬| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪০

এম.এ.জি তালুকদার বলেছেন: আবারও ধন্যবাদ আপু আপনাকে।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

আরজু পনি বলেছেন:

ব্লগ ঘুরে যাওয়ার জন্যে অনেক ধন্যবাদ, তালুকদার ।
শুভকামনা সবসময়ের জন্যে ।

১৭| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৮

মহা সমন্বয় বলেছেন: আঙুল নেড়ে বলেই ফেললাম
"তুইতো একটা গাধার ছানা!
ব্লগ পড়তে করছিস মানা-
দেখনা এতে কী আছে?!
ফুচকা-লাড্ডু সবই আছে।


হা হা কথা কিন্তু সত্যি.. এরকম কিছু অফলাইন বন্ধুবান্ধব আছে ওদের জন্য নেটে সময় দেয়া মুসকিল হয়ে যায়।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০

আরজু পনি বলেছেন:
ওই বন্ধুরা কিন্তু জীবনের আশীর্বাদ স্বরূপ...বুঝতে হবে ;)

পড়ে মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ, মহা সমন্বয় ।
শুভকামনা রইল ।

১৮| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুটো কবিতাই দারুণ লাগছে আপু।

ভাল লাগা। :)

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, বঙ্গভূমির রঙ্গমেলায় ।
আপনার নাম সম্ভবত "রানা" :D

ছড়াটা ব্লগে শেয়ার করার সময় মনে হচ্ছিল।
শুভকামনা রইল ।

১৯| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



খাইছেরে সেইরাম কোবতে।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৫

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

অনেক ধন্যবাদ, কান্ডারি ।

আপনার মন্তব্য পড়েও আমি সেইরাম মজা পাইছি।

ভালো থাকুন নিরন্তর ।

২০| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: ছড়িতা দারুণ হয়েছে।

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০১

আরজু পনি বলেছেন:

আপনার মতো দারুণ কবিতা লিখিয়ের কাছে ছড়িতা দারুণ লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

সবসময় খুব ভালো থাকুন, প্রিয় নেক্সাস ।

২১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

অন্তঃপুরবাসিনী বলেছেন: প্রেমনগর পড়ে ত হাসতেই আছি, হাসতেই আছি!!! =p~ =p~

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

আরজু পনি বলেছেন:

হাহা
এটা পড়ে আমিও বেশ মজা পাই।

মজার মন্তব্যে অনেক ভালো লাগা রইল, অন্তঃপুরবাসিনী।
ভালো থাকুন সবসময়।

২২| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আমিও কি পেরেম নগরে ঢুইক্কা গেলাম নাকি.....?? ;)
আহাহা, প্রেম নগরের জংশনে, দেখা হবে দু'জনে। দু'টি মনে সবুজ বাতি জ্বলবে.......
ধিক ধিক ধিক ধিক প্রেমের গাড়ি চলবে...... :P

ছড়িতা ভাল্লাগছে! শুভ কামনা!

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

আরজু পনি বলেছেন:

হাহা
গানের ঝাকানাকা ভাবটা মনে আছে কথাগুলো তেমন মনে নেই।

ছড়িতা ভালো লাগায় আনন্দিত হলাম ।
অনেক শুভকামনা রইল, টাইগার।

২৩| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন:
প্রেম নগরের জংশনে, দেখা হবে দু'জনে। দু'টি মনে সবুজ বাতি জ্বলবে.......
ধিক ধিক ধিক ধিক প্রেমের গাড়ি চলবে...


প্রেমনগর পইড়া আমার পেমের ভাবও উথলাইয়া উঠলো মাল্টি আপুমনি ;)

( সামুতে আরো অনেক অনেক ইমোটিকন এর অভাব বোধ করছি :( )

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

আরজু পনি বলেছেন:

হাহা
বোল্ড করা কথাগুলো বেশ মজার...তবে পুরো গানটা শুনে বুঝতে হবে কথাগুলো...।


কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আরো অধিক হারে ইমোটিকনের ব্যবস্থা করতে ...আমাদের প্রিয় ব্লগারদের এই কষ্ট সহ্য হয় না :(
:P

কবিতা বা অ-কবিতা বা ছড়া বা ছড়িতা পড়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ, প্রিয় অপর্ণা ।
নিরাপদে থাকুন সবসময়।

২৪| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

জুন বলেছেন: প্রেমনগর পড়ে মুগ্ধ হোলাম পনি। সেই টিন এজেও আপনার দারুন প্রতিভা ছিল তা মানতেই হয় B-)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

আরজু পনি বলেছেন:
এগুলো প্রতিভা কিনা জানিনা...তবে মজা পেতাম খুব...সেই সময়টাতে হরেক পদের লেখা লিখেছি।

আপনার কমপ্লিমেন্টে কৃতজ্ঞ হলাম প্রিয় ব্লগার (আপনি নিজে যে অসম্ভব মেধাবী সেটা কিন্তু আমি জানি ।)

অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।

২৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২

ফজলুভাই বলেছেন: টিন এজ তো আমার চলে :P
কিন্তু সিটি কলেজে পড়ার সুবাদে এ আন্ধার ছাড়া কিছু দেখি না -_-
ভবিষ্যত ও দেখিনা...

বিটিডব্লু
কবিতা গুলা ভাল লাগলো আপা :D

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৪

আরজু পনি বলেছেন:

সিটি কলেজ তো ভালো কলেজ...ফলাফল ভালো করার চেয়ে প্রেম করে সময় কাটানো অবশ্যই মন্দ...
আপাতত অন্ধার দেখতে দেখতে যখন ফলাফল বেশ ভালো হবে তখন সবই আলোকিত হয়ে যাবে । :D

আপনি সম্ভবত আমার ব্লগে প্রথম এলেন...সুস্বাগতম।
আপনার আন্ধার জীবন আলোয় উদ্ভাসিত হোক...
কবিতা ভালো লাগার জন্যে কৃতার্থ হলাম...ফজলুভাই (ভাই!)
অনেক ভালো থাকুন সবসময়।

২৬| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ ভাই

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৬

আরজু পনি বলেছেন:

পড়ে মতামত দেবার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শাহরিয়ার কবীর।

শুভকামনা জানবেন।

২৭| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক টিকেটে দুই ছবির মতো.. এক ব্লগে দুই ছড়া..

প্রথমটাতো দারুন হিট..
২য়টা নামেই হিট............

++++++++++++++++++

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৮

আরজু পনি বলেছেন:

হাহা
আপনার এই মন্তব্য পাবার পর পোস্টে আরো কিছু এ্যাড করতেছি...ওয়েটান।
আমি নিজের কবিতা পোস্ট করলে কখনোই একটা দেইনা। একাধিকই দেই...অনেকদিন পর পর দেই তো তাই একবারেই যতটুকু পারি নিজের ইচ্ছেটা পূরণ করে নেই।

প্লাসের জন্যে অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল সবসময়ের জন্যে ।

২৮| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: আমাকে মুগ্ধতার ভাষা দিয়ে, মুখের ভাষা কেড়ে নেয়া হয়েছে,
আমি এখন মুগ্ধ- কেবলি মুগ্ধ।

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আরজু পনি বলেছেন:

হাহা
যাক যে অন্যকে তার লেখা দিয়ে মুগ্ধ করে রাখে সে নিজেই মুগ্ধ...
দারুণ দারুণ !

আপনার এই মন্তব্য আমার দারুণ প্রাপ্তি।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল, প্রিয় কবি।

২৯| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

রুদ্র জাহেদ বলেছেন: তাই তো বলি প্রেম না ছাই
লেখাপড়া শিকেয়
উঠেছে ভাই
ক্লাস শেষে তাই
তাড়াহুরো করে
পালিয়ে বাড়ি যাই।।

ইহা অন্যরকম মজার,তবে এসব প্রেমনগর কেমন ভাল্লাগে!

অবাক আমি!, রেগে-মেগে
কলারটাকে ঝাঁকি দিয়ে
ভীষণভাবে শাসিয়ে দিয়ে বলি
"কারণটা বল?!, নইলে আমি
তোকে তো ছাড়ছিনা!"
কবিতা অথবা অকবিতা অথবা ছড়া অথবা ছড়িতা দারুণ হইছে :) একটা সুন্দর সময়ে ঘুরে আসলুম

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

বাহ দুটো কবিতাতেই ঘুরলেন, সেইসাথে মতামত দিলেন।
আনন্দিত হলাম।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, রুদ্র।

৩০| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৪

টোকাই রাজা বলেছেন: ভাল

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, টোকাই রাজা।
ভালো থাকুন সবসময়।

৩১| ১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

সাহসী সন্তান বলেছেন: পনিপু, আপনি ছড়িতাও লেখেন? তাও আবার প্রেম নগরের ছড়া! :| OMG!
আর কত পোরোতিভা আচে আপনার আপু, জানবার মুঞ্চায়! ;)

আমারে রুখিবে সাধ্য কার, আমি বিপ্লবী সামুর ব্লগার

-এই লাইনটা অনেক ভাল লাগছে! এতটাই ভাল লাগছে যে, শুধুমাত্র ঐ লাইনটার জন্যই পোস্টে প্লাস!
শুভ কামনা আপু!

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৫

আরজু পনি বলেছেন:

আপনাকে বিশেষ ধন্যবাদ যে...
দারুণ একটা লাইন কোট করেছেন।

আমারও দারুণ পছন্দের।

এই লাইনটার সাথে মিল রেখে মনমতো ছবি পেতে একটু সময় লাগছিল ।
তবে যেটা দিয়েছি সেটাও পছন্দ হয়েছে...পুরাই বিদ্রোহী।
আমার পছন্দর লাইনের সাথে আপনার পছন্দ মিলে গেছে...চিমটি!
প্লাসের জন্যে অনেক ধন্যবাদ ।
শুভকামনা রইল।

৩২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: প্রেমনগর যে যাদুনগর হয়ে উঠেছে!
বেশ বেশ।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

হাহা
আনন্দনগর ...

ফিরে এসে দেখে গেলেন...অনেক ধন্যবাদ, বিজন রয়।
ভালো থাকুন নিরন্তর।

৩৩| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার অনুমান সঠিক আরজুপনি আপু। :)

ভাল থাকবেন আপু।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৬

আরজু পনি বলেছেন:
বাহ দারুণ !

আপনিও অনেক ভালো থাকুন, রানা।
শুভকামনা রইল অনেক।

৩৪| ১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: . ৬ নম্বর নিকে পূর্ব প্রকাশিত। B:-) B:-) B:-)

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন:

নাহ মানুষজন ভালো কিছু দেখে না ! /:)

দুই দুইটা কোবতে বা অ-কোবতে বা ছড়তে দিলাম সেসব না পড়ে কি সব ব্যাপারে মনোযোগ দেয় !

তা বাপু বলেছি বলে কি এভাবে বোলড করে জনসমক্ষে তুলে ধরতে হবে! :( :((

৩৫| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

হাসান মাহবুব বলেছেন: অতি সরল কিছু দেখলে কেমুঞ্জানি আবুল আবুল লাগে নিজেরে। মনে হয় যে আমি কিছু একটা মিস করে গেছি। দ্যা ব্লেসিং অফ ভার্চুয়াল আরবান লাইফ! #:-S

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:
সরল মনে. সরল বয়সে লিখে গরল বয়সে প্রকাশ করলাম...হাহাহাহা

অনেক ধন্যবাদ, হাসান।
শুভকামনা রইল।

৩৬| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর লিখেছেন। খুব ভালো লাগলো।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, মন্তব্যে আপ্লুত হলাম ।

শুভকামনা রইল, উল্টা দূরবীন।

৩৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

জ্যোস্নার ফুল বলেছেন: প্রেমারু :`>

মজারু !:#P

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩

আরজু পনি বলেছেন:

ছাকারু
নয়
ব্যাজারু।
হাহাহাহা
অনেক ধন্যবাদ জোস্নার ফুল।

আমার ব্লগে সুস্বাগতম...।

অনেক আনন্দে থাকুন সবসময়।

৩৮| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

নাজমুস সাকিব রহমান বলেছেন: চিত্ররূপময় হইয়াছে।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

হাহা
অনেক ধন্যবাদ আপনাকে, সাকিব।
ভালো থাকুন সবসময়।

৩৯| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

খায়রুল আহসান বলেছেন: আমারে রুখিবে সাধ্য কার আমি বিপ্লবী সামুর ব্লগার -- :)
টীন এজ এও ছড়ার হাত বেশ পাকা ছিল বলে মনে হচ্ছে।
মজা পেলাম। লাইক।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:
ওই বয়সটাতে বিষয় ভিত্তিক কবিতা/ছড়া লিখতে বেশি ভালো লাগতো ।
সেই কলেজে প্রেমের ছড়াছড়ি দেখে চরম ত্যক্ত হয়ে গিয়েছিলাম...তখন এই ছড়া লিখেছিলাম, "প্রেম নগর"
আর বিপ্লবী কবিতাটার রানা আর দানা চরিত্রটাও সত্যি।

আপনি মজা পেয়েছেন জেনে আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন ।
নিরাপদে থাকুন ।

৪০| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৬

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: একটি গণ সচেতনতামূলক পোষ্ট Click This Link
দৃষ্টিভঙ্গি পরিবর্তনে শেয়ার করুন।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৯

আরজু পনি বলেছেন:
শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ, রাহীম।
ভালো থাকুন অনেক অনেক।

৪১| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১

সুলতানা রহমান বলেছেন: =p~ =p~ =p~


ভালোই =p~

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:

আররে প্রিয় লেখিকা সুলতানা যে !
আপনাকে দেখে অনেক খুশি হলাম ।

আর আপনার হাসি আমার মাঝেও সংক্রমিত হয়েছে।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল।

৪২| ১৯ শে মার্চ, ২০১৬ ভোর ৬:০০

লীন প্রহেলিকা বলেছেন: হা হা হা কবিতা না এটি মহাকাব্য হইচে। দারুণ ! :D

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৫

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।

৪৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৯

প্রামানিক বলেছেন: মেধা বটে! টিনএজ কাব্য দারুণ হয়েছে। ধন্যবাদ

১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় ছড়াকার ।
খুব ভালো থাকুন সবসময়।

৪৪| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: আগের গল্প এবং বইমেলার বই নিয়ে করা পোস্ট কই আপু?দেখতে এসে পেলাম না।কান্দুম...

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৯

আরজু পনি বলেছেন:
এই যে গল্প "নীলকষ্ট"
আর এই যে বইমেলার পোস্ট "♣অমর একুশে গ্রন্থমেলা ২০১৬'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣"

আপনার মন্তব্য দেখেতো আমি নিজেই হেচকি তোলার অবস্থা!
পড়ে ভালো করে চোখ রগঢ়ে দেখি না ঠিকই আছে সব...

এবার হাসুন :D

৪৫| ২১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৬

আলোরিকা বলেছেন: পনিজের শোকেস থেকে শেয়ার ভাল লেগেছে ! :)

২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

আরজু পনি বলেছেন:

হাহা ভালো বলেছেন।
তবে এটা "পনিজের শোকেস" না হয়ে "পনিজের টিন বয়সের ডায়েরি" হবে।
পনিজের টিন বয়সের ডায়েরিতে তার নিজের লেখা কবিতারা ঘুরে বেড়ায় আর পনিজের শোকেশে আপনি আলোরিকা সহ প্রিয় ব্লগারদের প্রিয় প্রিয় লেখারা পনিজের শোকসের শোভা বর্ধন করে ।

আলোরিকার উপস্থিতিতে পনির ব্লগ আলোকিত হলো ।
অনেক শুভকামনা রইল, আলোরিকা।

৪৬| ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

সাইফুল আরিফিন কাব্য বলেছেন: হা হা হা হা মজা পেয়েছি।অনেক সুন্দর

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:
মজা পেয়েছেন জেনে আনন্দিত হলাম ।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, কাব্য।

৪৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৯

মাটিরময়না বলেছেন: বেশ হইছে আপু।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মাটির ময়না।
ভালো থাকুন সবসময়।

৪৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ২:১৯

জয় শর্মা বলেছেন: সামুতে সদ্য হাত বাড়িয়ে...
পেলাম মনের কবিতা, দু'চার খানা নাড়িয়ে।
আমি ভাই নূতন এই ব্লগে,
কবিতা লিখি নিজের শ্লোকে।

এই যা...
হইত বা প্রথম মন্তব্য এটি,
ক্ষমা করবেন যদি থাকে মন্তব্যে কোন ত্রুটি।

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

আপনার চেষ্টাই আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে ।
প্রথম মন্তব্য আমার ব্লগে করার জন্যে অনেক কৃতজ্ঞতা।

খুব ভালো থাকুন ।

৪৯| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪১

সকাল রয় বলেছেন: অনেক অনেক সুন্দর

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, সকাল।

৫০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

এহসান সাবির বলেছেন: ঐ বয়সে ভালোই লিখেছেন।

মন্দ নয় আপু।

শুভেচ্ছা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সাবির।
খুব খুশি হলাম যে পড়েছেন।

খুব ভালো থাকুন অনেক অনেক।

৫১| ২৪ শে মে, ২০১৬ সকাল ৮:৩৮

জে.এস. সাব্বির বলেছেন: ব্যাপক বিনুদিত হইলাম ।।আপনাকে উত্তম জাঝা দেওয়া হক ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা আচ্ছা...তথাস্তু :D

৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মাঝিবাড়ি বলেছেন: বেশ চমৎকার ভাবে দুটো পরিচয় তুলে ধরলেন! ১০শে ১০ দিলাম!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগলো যে, কেউ পুরনো পোস্ট পড়ে গেল।

শুভকামনা অশেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.