নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরের রাস্তা কাদা পানিতে ডুবে থাকার যত্তো সুবিধা

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫


ঢাকা শহরের কোন কোন রাস্তা পানিতে ডুবে থাকে। তাই আপনারা অনেক বিরক্ত...এটা কি ঠিক ?
দেখুন এর কত্তো কত্তো ভালো দিক আছে...

প্রথম ছবিটি দেখুন। যেখানে ঢাকা শহরে পাশের বাড়ির খবরই আমরা রাখি না সেখানে একই ভ্যানে কয়েকজন মিলেমিশে যাওয়ার ফলে মিল মহব্বত বাড়বে । এতে সম্প্রীতি বাড়বে ।

ঢাকা শহরের অনেক রাস্তাতেই প্রয়োজনে রিক্সা, গাড়িকে পানিতে ভেসে চলার উপযুক্ত করে তৈরি করা উচিত ।
প্রথমেই আপনার বাহনকে কাদা পানিতে চলার উপযোগি করে তোলা প্রয়োজন। এতে আপনার লাভ ছাড়া ক্ষতি নেই। দেশেরও লাভ।
কী লাভ দেখুন-

আপনি আপনার ব্যক্তিগত গাড়িটিকে বা রিক্সা মহাজনরা বা বাস মালিকরা যখন তাদের বাহনটিকে কাদা পানিতে চলার উপযুক্ত করার জন্যে যে ব্যবস্থা নিবে তার জন্যে কোন সার্ভিস সেন্টার লাগবে। আর এতে করে ঢাকা শহরে এরকম অনেক সার্ভিস সেন্টারের ব্যবসা চালু হবে। বেকারত্ব কিছুটা হলেও ঘুচবে ।

পরিষ্কার পরিচ্ছন্নতার ভালো অভ্যাস গড়ে উঠবে।

কাদা পানিতে রাস্তা ডুবে থাকলেতো ভালো। ধুলা উড়বে না। গায়ে পানির ঠান্ডা হাওয়া পেতে সুবিধে হবে।
আবার পানিতে ডুবে থাকা কাদা লাগলে নিয়মিত রিক্সা, গাড়ি পরিষ্কারের প্রয়োজন পড়বে।
আপনি কি প্রতিদিন আপনার বাহনটিকে গোসল করান ? নিশ্চয়ই না। অথচ নিয়মিত পরিস্কার রাখাতো স্বাস্থ্যসম্মত ব্যাপার ।
বাথরুমের কমোডে যেই পরিমাণ জীবানু থাকে শুনেছি গাড়িতে তার চেয়ে বেশি পরিমান জীবানু থাকে । (রেফারেন্স খুঁজতে টাইম লাগবে)
কাজেই নিয়মিত পরিষ্কারের ফলে স্বাস্থ্যসম্মত ভালো একটি অভ্যাস গড়ে উঠবে।

আপনার মনোযোগ, ধৈর্য বৃদ্ধি পাবে।
খানা খন্দে ভরা ডুবো রাস্তায় চলাচলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এতে মানুষের মাথা বাজে চিন্তা না করে সতর্ক হওয়ার কাজে ব্যস্ত থাকবে । আর তাতে মনোযোগ বাড়বে। এই ডিজিটাল দুনিয়ায় আপনি যখন টিভিতে কোন অনুষ্ঠানে স্থির হতে পারেন না। ব্লগের কোন পোস্ট পুরোটা না পড়ে (;)) চোখ বুলিয়েই মন্তব্য করে ফেলছেন তখন এই কাদা পানির রাস্তাই আপনার মনোযোগ বাড়াতে দারুণ সহযোগিতা করবে।
আমরা অনেক বেশি ধৈর্যশীল হবো ।

আমিষের যোগান বেড়ে যাবে
মাছের চাষ করতে পারি । এই আইডিয়া আমার দারুণ পছন্দ হয়েছে।
তাই সোৎসাহে বলেছি, এই সুযোগে মাছের দাম তবু্ও যদি কিছু কমে। আর দাম কমা মানেই মাছে ফরমালিনের ব্যবহার কমে যাবে।
মানুষ ফরমালিন মুক্ত মাছ খাবে।
ভাবছি মৌচাক এলাকার রাস্তার মাগুরের চাষ করা যায় কিনা।
ওখানে যতদিন যাই ততদিনই কাদা পানিতে সয়লাব হয়ে থাকে।
এতোদিন ভাঙ্গা রাস্তা, কাদা পানির কারণে বিরক্ত হয়েছি...কিন্তু এখন এই কাদা পানির রাস্তাই শাপে বর হয়েছে।
হ্যাঁ, ইলিশের চাষ করতে পারি। এই ইলিশ লোনা পানির হবে না, হবে কাদা পানির। এতে করে হাজার টাকা দিয়ে ইলিশ কিনে খেতে হবে না। আপনি চাকরী থেকে ফেরার পথে রাস্তায় চাষ করা তাজা ইলিশ সস্তায় কিনে ঘরে ফিরতে পারবেন। পুরুষ হলে আপনার গিন্নি মহা খুশি হবে। এতে আপনার দাম্পত্য জীবনে সুখ বেড়ে যাবে। আর নারী হলে আপনার বাজারের টেনশন কমে যাবে ।

শায়েস্তা খাঁর আমলের দামে চাল

চালের দাম এখন কতো বলুন তো?
কেজিতে ৩৫ থেকে শুরু করে ৪৫, ৫২, ৮০ আরো রকমফের আছে চালের দামের।
অথচ এমন কিন্তু হওয়ার কথা ছিল না।
এই রাস্তায় ধানের চাষ করলে দেশে চালের যোগান বেড়ে যাবে । তাতে চালের মূল্য কমে যাবে। ডিজিটাল আমলে থেকেও আপনি শায়েস্তা খাঁর আমলের দরে চাল কিনতে পারবেন। দারুণ না ? (প্লিজ অধিক সুখে মাথা ঘুরে পড়ে যাবেন না।)

কর্মসংস্থানের সুযোগ বেড়ে যাবে
মেয়েদের পায়ে দুই ফিতার পাতলা সেন্ডেল বা হিল দেখলে কেমন জানি উসখুশ লাগে আমার :|
মনে হয় এই সেন্ডেলে প্রয়োজনে তো তুমি মেয়ে দৌড়াতেও পারবে না!
নাহ সেই দিন শ্যাষ।
এবার মেয়েদেরকে শক্তপোক্ত সেন্ডেল সু/জুতা পরতে হবে। কাদা পানিতে তো আর পাতলা সেন্ডেল বা হিল পরে চলতে পারবে না। মেয়েদের জুতার ডিজাইনে আসবে রকমফের । আরো অভিনব ডিজাইনে আরো নতুন নতুন জুতার কোম্পানি তাদের নিত্য নতুন জুতার আইডিয়া নিয়ে হাজির হবে। এতে দেশে বেকারত্বরে হার কমে যাবে । আমাদের দেশ মধ্যম আয়ের থেকে এগিয়ে যাবে সামনের দিকে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে ।

ছিনতাইকারীর দৗেড়াত্ব কমে যাবে।
আপনার পায়ে যখন শক্ত পোক্ত বেল্ট ওয়ালা জুতা থাকবে তখন ছিনতাইকারী এলে আপনি খিঁচে দৌড় লাগাতে পারবেন।
এই দৌড়ের দু'টো সুবিধা।
১. এভাবে নিয়মিত দৌড়াতে পারলে ছিনতাইকারী বাধ্য হয়ে ছিনতাই ছেড়ে রাস্তার পাশে সবজি বিক্রিতে মন দিবে।

এতে সমাজে ছিনতাইকারীর প্রকোপ কমে যাবে। কর্মসংস্থানবৃদ্ধি পাবে। সমাজে সৎ মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে। চুরির সুযোগ না পেলে মানুষ বাধ্য হয়েই সাধু থাকবে।
২. আর নিয়মিত দৌড়ানোর প্র্যাকটিস থাকার কারণে অলিম্পিকে দৌড়ের বিশ্বজোাড়া নাম কামানোর সুযোগ হয়ে যাবে ।

সাহিত্য প্রতিভা বিকশিত হবে

শাড়ির কদর বেড়ে যাবে । সালোয়ারের ডিজাইনে আসবে ভিন্নতা। প্যান্টের নিচের দিকটা হবে বেশি ঢোলা। জরজেট টাইপের কাপরের কদর বেড়ে যাবে ।
শাড়ির কদর বেড়ে যাওয়ার কারণে কবি, সাহিত্যিকদের সাহিত্য প্রতিভা বিকশিত হবে । দেখুন সালোয়ার কামিজ নিয়ে সাধারণত কোন সাহিত্য রচনা হয়না কিন্তু। ;)

মানুষজন বিদ্যুৎসাশ্রয়ী হয়ে উঠবে
আপনার দামী কাপড়ে কাদা পানি লেগে যাবে এমনটি আপনি নিশ্চয়ই চান না। মেয়েরা সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে । জরজেট টাইপের কাপরের চাহিদা বেড়ে যাবে । আর এতে করে কাপড় ইস্তিরি করার ধকল কমে যাবে । বিদ্যুৎ সাশ্রয়ী হবে মানুষজন। ব্যয় কমে যাবে । ইলেকট্রিক বিল কম আসলে সেই বাড়তি টাকা দিয়ে আপনারা জায়া-পতি মিলে সিনেমা হলে গিয়ে পপকর্ন খেতে খেতে "বেলাশেষে" দেখে দু'জনে প্রেমে গদগদ হয়ে ঘরে ফিরবেন। জীবনে সুখ আর সুখ।

সাঁতার শিখুন জীবন বাঁচান

আপনাকে কারি কারি টাকা খরচ করে আপনার বাচ্চাদের সাঁতার শেখাতে হবে না। আর মহিলা কমপ্লেক্সের বাথরুমের ফুটা দিয়ে ভিডিও হবার দুশ্চিন্তাও করতে হবে না। আপনার বাসার কাছের রাস্তাতে জমে থাকা পানিতে বাচ্চাদের সাঁতারের ব্যবস্থা করুন ।
এতে করে আপনি যখন ইদের ছুটিতে গ্রামের বাড়িতে যাবেন তখন উপচে পড়া মানুষের লঞ্চ ডুবে গেলেও নো টেনশন। আপনি আর আপনার পরিবারের প্রিয় মানুষগুলো সাঁতরে ঠিকই জীবন বাঁচাতে পারবে। ওয়াও ...এর আগে কখনো এভাবে ভেবে দেখেছেন? সময় এসেছে ভাববার। সামনেই কিন্তু বর্ষাকাল...রাস্তা ডুবে আরো পানি জমবে। এখনই বসে যান পরিকল্পনা করতে।

কৃতজ্ঞতা: ব্লগার শোভন, শাহ আজিজ, ফেরদৌসা রুহী, কলমের কালি শেষ এবং আমার কন্যা এবং
বিশেষ কৃতজ্ঞতা : বিজন রয়।

------------------
একটি পর্যবেক্ষণ: ক্ষমতাধর যে কেউই ক্ষমতা প্রদর্শন করলে তা মেনে নেয়াই উত্তম। তা ভালো না মন্দ সেই বিচার করতে যাওয়া বোকামী।

মন্তব্য ১০৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (১০৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
সুজানা :`>

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

আরজু পনি বলেছেন:
:||
মাথার উপর দিয়া গেল !

২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

আরজু পনি বলেছেন:
অফটপিক:

সাময়িক মন্তব্য:
জরুরী এবি+ রক্তের প্রয়োজন
এটা অনুগ্রহ করে দেখুন...যদি কেউ কোন হেল্প করতে পারেন ।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

অন্তঃপুরবাসিনী বলেছেন: মডেল সুজানার ছবি দেখে হয়ত মুন ভাইয়া "সুজানা" বলেছেন।

আপনার উল্লেখিত সুবিধাগুলো সংশ্লিষ্ট কতৃপক্ষকে খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি। ;)
বর্ষাকাল আসছে। কিছু কিছু বাস্তবায়িত হতেও পারে। X(

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

আরজু পনি বলেছেন:

দেখুন শাড়ি পরা বলেই সাহিত্য ভাবনা মুনের মধ্যে এরমধ্যেই উঁকি দিয়ে গেল...এখন রমরমে সাহিত্য তৈরি হওয়া শুধু সময়ের ব্যাপার ;)

জ্বি জ্বি...অবশ্যই জোর দাবি জানাবেন...জোরসে আওয়াজ তুলুন...


বাস্তবায়িত তো হচ্ছেই নিয়মিত :|

মতামত জানানোর জন্যে অনেক ধন্যবাদ, অন্তঃপুরবাসিনী।
নিরাপদে থাকুন ।

৪| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: ৫ম প্লাস :)
আপনার ছবিটাও সুন্দর :``>>

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

আরজু পনি বলেছেন:
হই মিয়া

ওইডা আমার ছবি না :P
দেখেন প্রথম মন্তব্যে মুন কার কথা বলছে।

আপনার পরামর্শে এই নিকে পোস্টাইলাম...
পোস্টের একেবারে শেষের দিকে কৃতজ্ঞতা অংশ দেখেন নাই...মাইন্ড খাইছি /:)

৫| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

এডওয়ার্ড মায়া বলেছেন: অনেকের ভাল লেখার ইমেজ যখন তৈরি হয়ে যায়।তখন তার সব সময় চেষ্টা থাকে ইমেজটা ধরে রাখার।
সব সময় কিন্তু ভাল লেখা আসেও না।ভাল লেখার জন্য সময় এবং মন দুটোই থাকতে হয়।আবার লেখায় পাঠক ধরে রাখার জন্য এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করতে হয় :)
আসলে
অনলাইনে যারা নিয়মিত থাকেন- তাদের প্রতিদিন ই কিছু না কিছু লেখার ইচ্ছে থাকে।কিন্তু
লেখায় হিট এবং পাঠক প্রিয়তা,ব্যাক্তিগত ইমেজ রক্ষার ভয়ে লেখি না।
ইহা উচিৎ না।
ব্যাক্তিগত ভাবে - যা মনে আসে তা সামান্য গঠন মূলক হলেও কিছু লেখা উচিৎ।
হিট এবং পাঠক প্রিয়তা তুড়ি মেরে বিন্দাস লিখতে থাকি। তাই গতকাল দুইলাইনের একটা ফ্ল্যাশ ফিকশন লেখছিলাম।
মডু ভাই সরায় দিছে :)
পোষ্টে কে আসল,কে গেল দেখার টাইম নাই।আমি অন্তত নুবেল পাওয়ার জন্য লেখি না।
সময় আছে বলে, ব্লগে আড্ডা দিচ্ছি,অনুভূতি শেয়ার করছি।সমাজ পরিবর্তন যারা লিখেন তাদের সাথে গঠনমূলক আলোচনা করছি।
ব্যাস
ফেসবুকে আপনার পোষ্টের শেয়ার মন্তব্য করলাম।

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

আরজু পনি বলেছেন:

ইমেজ ধরে রাখার চেষ্টা এখন আর করতে ইচ্ছে করে না।

যা ইচ্ছে করবে লিখবো।
যেমন ইচ্ছে করে পোস্ট করবো।

যখন তখন পোস্ট করতে পারি এমন ভেবে রাখতে পারেন।

কয়টা মন্তব্য আসলো ব্যাপার না।
দেখুন আমার ছড়ার পোস্টে কিন্তু মন্তব্য একশও হয় নাই।
কিন্তু মন্তব্য বেশি হবে তারপর নতুন পোস্ট করবো সেই ভাবনা ভাবতে ইচ্ছে করছে না।

আপনার পুরো মন্তব্যটা বুঝতে একটু কষ্ট হচ্ছে।
ভালো করে আবার পড়ে বুঝে নেই।
শেষ লাইনটা বুঝিনি কারণ ফেসবুক ঘুরে এলাম...বুঝলাম না কিছু।

মতামত দেবার জন্যে কৃতজ্ঞতা...
আমার নিজের সীমাবদ্ধতা কিছু থাকলে তা নিয়ে পর্যালোচনা করতে চাই ।

৬| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

এডওয়ার্ড মায়া বলেছেন: পনিপু- এইটা মাথার উপ্রে দিয়া গেছে-
:)
শাড়ির কদর বেড়ে যাবে । সালোয়ারের ডিজাইনে আসবে ভিন্নতা। প্যান্টের নিচের দিকটা হবে বেশি ঢোলা। জরজেট টাইপের কাপরের কদর বেড়ে যাবে ।
শাড়ির কদর বেড়ে যাওয়ার কারণে কবি, সাহিত্যিকদের সাহিত্য প্রতিভা বিকশিত হবে । দেখুন সালোয়ার কামিজ নিয়ে সাধারণত কোন সাহিত্য রচনা হয়না কিন্তু। ;)

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

আরজু পনি বলেছেন:
নদীমাতৃক বাংলাদেশে পানি বেশি থাকার কারণে মানে পরিবেশগত কারণে মেয়েরা আগে শাড়ি পরতো বেশি।

এখন রাস্তাঘাটে চলাচলে পানির ভেজাল থাকনো বলে সালোয়ার, চুরিদারের কদর বেড়েছে।
কিন্তু রাস্তা পানিতে সয়লাব হয়ে থাকলে তখন চুরিদারবা সালোয়ারের চেয়ে শাড়ি বা পালাজ্জো বেশি ব্যবহৃত হবে ।

আর শাড়ি নিয়ে কবি সাহিত্যিকদের আলাদা আবেগ কাজ করে।
কলাপাতা রঙের শাড়ি, নীল শাড়ি...আরো কতো কি!

এবার কি একটু বোঝাতে পারলাম ? :|

৭| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আপনি দেখি প্রতিভার ভয়ানক বিকাশ ঘটিয়ে ফেলেছেন

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

আরজু পনি বলেছেন:

আপনার সেদিনকার পোস্ট আমার মাথা খুলে দিয়েছে।
এখন মগজ হাতে নিয়ে দৌড়াচ্ছি =p~

৮| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

আরইউ বলেছেন: মজার একটা গল্প বলি আপনাকে-

প্রায় একযুগ পরে ২০১৪ তে দেশে ফিরেছিলাম, সাথে ছিল আমার বন্ধু (ওকে, বন্ধুর চেয়ে বেশি কিছু- আমরা অনেক দিন ধরে একসাথে আছি)। আমার পরিকল্পনায় ঘাপলা ছিল। প্ল্যানিংএ রেইনি সিজন কে কোন ভ্যারিয়েবাল হিসেবে না ধরে দেশে চলে এসেছি। আমার বন্ধুর নাম ধরা যাক "নাদেযদা"। আমরা ছিলাম কক্সবাজারে, সরাসরি ওখানে গিয়েই উঠেছি। প্রথম এক সপ্তাহ নাদেযদার চমৎকার কেটেছে - কক্সবাজার, ডুলহাজারি, মহেশখালি, সেইন্ট-মার্টিন ঘুরে সে প্রচন্ড গরমের ভেতরও খুবই খুশি। বিপত্তি বাঁধলো ঢাকায় এসে।

ঢাকায় এসেই পড়লাম বৃষ্টিতে। আমি ওকে পুরানো ঢাকায় নিয়ে গিয়েছি সদরঘাট টার্মিনাল দেখাবো বলে। ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে বৃষ্টি শুরু হলো, সে একদম কুকুরে-বেড়ালে বৃষ্টি! আমাদের রিকশার ড্রাইভার সাহেব আমাদের দিকে পিছনে ফিরে একটা পলিথিন ধরিয়ে দিলেন (রিকশা ওর খুবই পছন্দ হয়েছে)। কিন্তু নাদেযদা বৃষ্টিতে ভিজঁবে। আমি না করিনি। মৌচাকএর ওদিকে আসতেই বৃষ্টির জমাট পানির দেখা পেলাম। হঠাৎ নাদেযদা আমাকে একদিকে আঙুল ইশারা করে বলছে- "হলুদ জিনিসটা কী আর কনডম রাস্তায় কী করছে!" আমার কাছে কোন উত্তর নেই :|

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

আরজু পনি বলেছেন:
হাহা
হলুদ জিনিসতো অহরহই রাস্তায় দেখা যায়...
আর আমাদের দেশে তো সবসময়ই কার্তিক মাস চলে...তাই রাইতে বেলা হইলেই কুত্তাগো মাথা চাড়া দিয়া উঠে...এইটা বললেই পারতেন :#)

এর পর থেইক্কা সাবধান থাইকেন :|
অভিজ্ঞতা শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ আরইউ।

৯| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

বিজন রয় বলেছেন: কৃতজ্ঞতা: ব্লগার শোভন, শাহ আজিজ, ফেরদৌসা রুহী, কলমের কালি শেষ এবং আমার কন্যা এবং
বিশেষ কৃতজ্ঞতা : বিজন রয়।

দুঃখিত! তখন পোস্ট পড়িনি। যেহেতু এটা একটি ভাল পোস্ট তাই ভেবেছিলাম সময় নিয়ে ভাল করে পড়বো। এই জন্য ওটা চোখে পড়েনি!!

আপনাকেও বিশেষ এবং অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এত তাড়াতাড়ি যে আপনার মতো হেভিওয়েট ব্লগারের নজরে পড়েছি সেটাই আমার স্যেভাগ্য।

২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮

আরজু পনি বলেছেন:
বুঝা গেলো আপনি "বিজন রয়" নামটি বেশি ভালো বাসেন না!
তাই চোখে পড়েনি ...হে হে হে

ঠিকই বলছেন "হেভি ওয়েট ব্লগার" #:-S
ডাক্তার ওজন কমাতে বলছে আরো ১০ কেজির বেশি :((

১০| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৭

বিজন রয় বলেছেন: এ পোস্ট তো আমাকে প্রিয়তে রাখতেই হবে।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

আরজু পনি বলেছেন:
:`>
!:#P

১১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০

বিজন রয় বলেছেন: আরে.....

সুজানাকে কে না চেনে? হৃদয় খানের হৃদয় যে খান খান করেছিল।
তাই বলে আমাকে "ওই মিয়া" বলে তিরস্কার করলেন। :((

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

আরজু পনি বলেছেন:
ইয়ে মানে
তিরস্কারতো আপনজনকেই মানুষ করে #:-S
এটা বুঝতে হবে 8-|

১২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: আর এই নিক থেকেই আপনার সব পোস্ট হোক।
কারণ এটা দিয়েই তো আপনি তারকা ব্লগার!

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০

আরজু পনি বলেছেন: ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৫ ০
আরজু পনি বলেছেন: @ বিজন রয়
তারকা বা ছাই বুঝি না...যখন যেখানে ইচ্ছে করবে সেখান থেকে পোস্টাবো।
দুই নিক সামলাতে কষ্ট হচ্ছে তাই এটাতে এলাম।
বেশি সময় পেলে উড়াউড়ি করবো B-))

১৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

জুন বলেছেন: এত বিশাল ব্যাপার স্যপার দেখছি পনি। এমন রাস্তা হলে তো আমাদের সুখ ই সুখ :P
যথাযোগ্য স্থানে এটা তুলে ধরা হোক এই দাবী রইলো।
আমাদের মত সাধারন জনগনের এই অবর্ননীয় দুর্ভোগের চিত্রটিকে রম্যের আকারে তুলে ধরেছেন মুন্সীয়ানার সাথে তার জন্য রইলো অনেক ভালোলাগা।
+

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

আরজু পনি বলেছেন:

সামনে বর্ষা...কপালে কী আছে আমরা ভালো করেই জানি।

সারাবছরই রাস্তা কর্দমাক্ত আর বর্ষাকালে কীইবা আশা করতে পারি।
তারচেয়ে পাগলের সুখ মনে মনে...ভেবে পাগলই থাকি।

আপনার উপস্থিতিতে ভালো লাগলো।
আর প্লাসের জন্যে বিশেষ ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়।

১৪| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

বিপরীত বাক বলেছেন: ওই যে, একটা যান আছে না। নাম, "হোভারক্রাফট"। পানিতে মাটিতে চলে।?
আমাদেরও তেমনি একটা লাগবে। যেমন ধরেন, " হোভারেক্সা", " হোভারাইকেল", "হোভারেনজি" এরকম। জলে ডাঙ্গায় সমানতালে চলবে।
হাজার হোক পানি ( নদী ) মাতৃক বাংলাদেশ তো।!
আসলে হওয়া উচিৎ ছিল জলাবদ্ধমাতৃক বা ডোবামাতৃক বা ম্যানহোলমাতৃক বাংলাদেশ। কি বলেন?

যাহোক, ছবি গুলো মাইরি বলছি, সুন্দর হয়েছে। আপনার দেখার দৃষ্টি আছে বটে।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২

আরজু পনি বলেছেন:
দেখুন এই যে চমৎকার সব আইডিয়া দিলেন এটাও কিন্তু আয়ের পথ খুলে দিতে পারে ।
কনসালটেন্সি ফার্ম থেকে কনসালটেন্ট নিয়োগ করে দারুণ সব আইডিয়া নিয়ে নতুন নতুন নামকরণ হবে...দারুণ !

হ্যাঁ, নদীমাতৃক নামটির স্মৃতি হিসেবে জলাবদ্ধমাতৃক বা ডোবামাতৃক বা ম্যানহোলমাতৃক হতে পারে।

:``>> তা আর বলতে...

অনেক শুভকামনা।
আপনার যাতায়াত নিরাপদ হোক ।

১৫| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২০

অপর্ণা মম্ময় বলেছেন: পুরা পোস্ট ভালো মতো পড়লাম। এবার চা দেন। দেখি সালওয়ার কামিজ নিয়া সাহিত্য রচনার কোনো ভাবটাব আসে কিনা।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আরজু পনি বলেছেন:

যাই হোক খেয়াল করেছেন তবে ;)

কী ধরনের চা খাবেন সেটা আগে বলতে হবে তো।

নেস টি
রঙ চা
আদা চা
তুলসি চা
কড়া চা
দুধ চা
গ্রিন টি
লেবু চা
মসলা চা
মালটা চা
কফি মিক্স চা
.
.
.
8-|

ব্যবস্থা করা হবে।
আগে নিরাপদে কাদা ডোবা পেরিয়ে বাড়ি ফিরুন... ;)

নিরাপদে থাকুন, প্রিয় ব্লগার ।

১৬| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

এডওয়ার্ড মায়া বলেছেন:
আপনার পুরো মন্তব্যটা বুঝতে একটু কষ্ট হচ্ছে।
ভালো করে আবার পড়ে বুঝে নেই-


আপনার ভাল লেখাগুলো নিয়ে ভবিষৎতে কিছু করার ইচ্ছে থাকে।তার জন্য সময় এবং মন দুটো প্রয়োগ করে পোষ্ট লেখা উত্তম।

শেষ লাইনটা বুঝিনি কারণ ফেসবুক ঘুরে এলাম...বুঝলাম না কিছু

ফেসবুকে পোষ্ট শেয়ার দিয়ে লিখেছেন- মাল্টিতে পোষ্ট দিছেন তাই কেউ পড়ে নাই তাই আরজু পনি তে পোষ্ট দিলাম।
আমার করা প্রথম মন্তব্য এইটা নিয়েই লিখছিলাম।
আমার মন্তব্যের বিষয় ছিল -
হিটের চিন্তা বাদ দিয়া লিখেন।পোষ্টে কে আসল কে গেল এগুলা দেখার টাইম নাই।
দিল খোলা ভাবে লিখবেন।আরামে আপনার পোষ্টে আইসা যেন এক্টু আড্ডা দিতে পারি :)
শাড়ি ফাড়ি বাদ দিয়া দেন। আপনার মত লিখতে থাকুন।
আপনি আরজুপনি তাই আরজুপনি থাকুন
কি দরকার :)

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

আরজু পনি বলেছেন:
আপনার ভাল লেখাগুলো নিয়ে ভবিষৎতে কিছু করার ইচ্ছে থাকে।তার জন্য সময় এবং মন দুটো প্রয়োগ করে পোষ্ট লেখা উত্তম।...মায়া, আপনি জানেন কতো গুরুত্বপূর্ণ, অনুপ্রেরণাদায়ী একটা মন্তব্য করেছেন?

হ্যাঁ, আমি একটু একটু চেষ্টা করছি মনোযোগ দিতে।

মাল্টি যেই নিক সেটাতো নিজের নামেই। কাজেই সেটা থেকে দিলেও আমি পনিই ।
দুই নিক ম্যানেজ করা কষ্ট হয়ে যাচ্ছে...

তবে এটা সত্যি ব্লগে আসি দম নিতে ।
শাড়ির প্রসঙ্গটা তুলেছি কখনো এই নিয়ে খুব একটা ঝড় উঠেছিল...তাই।

আরজু পনি, পেছনের মানুষটি পুরুষ বা নারী নয় (ব্লগে)...একজন ব্লগার হিসেবেই থাকতে চাই।

আপনার পরামর্শগুলো আমার পরম পাওয়া হয়ে থাকলো।
অনেক কৃতজ্ঞতা রইল।

১৭| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
যুগান্তকারী! এইবার নোবেল শিওর, শুধু সময়ের অপেক্ষা! ;) =p~
আমি কিন্তু পোস্ট পুরাটা পড়সি, গভীর মনযোগে ;)
খেয়ে বের হয়ে যাওয়া লাগবে, তাড়া আসে- নয়তো পয়েন্ট বাই পয়েন্ট এর অপিনিয়ন দিতাম :-B
নাইস পোস্ট পনি টীচার!

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

আরজু পনি বলেছেন:
শান্তিতে নাকি সাহিত্যে তাতো কইলেন না :`>
:P

কখনো আপনার পয়েন্ট বাই পয়েন্ট অপিনিয়নের অপেক্ষায় রইলাম...
নিরাপদে থাকুন ততক্ষণ ।

১৮| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৭

হাসান মাহবুব বলেছেন: ব্লগে আজ দেখি ফান্পুস্ট ভালৈ আইতাছে। আহা কী আনন্দ! প্লাচ।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

আরজু পনি বলেছেন:
কী করবো বলেন...প্রতিবাদ করে যদি কাজ না হয় তবে তো এভাবেই নিজেদেরকে আনন্দে ডুবিয়ে রাখতে হবে।
হাই প্রেশারের রোগী হতে রাজি নই :|

অনেক শুভকামনা রইল, হাসান।

১৯| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

প্রামানিক বলেছেন: হে হে হে যত উপকার সব দেখি বাতায়া দিছেন। তাইলে কাদাপানিতে ঢাকা শহর তল হোক রিক্সারে সী প্লেন বানামু।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

আরজু পনি বলেছেন:
সাহসীতো প্লেনের ব্যবসা শুরু করলো বলে ;)

ভাবতেই রোমাঞ্চিত হচ্ছি সী প্লেন...যা দারুণ নাম !
অনেক ধন্যবাদ, প্রিয় ছড়াকার।
আপনার সড়ক চলাচল নিরাপদ হোক।
অনেক শুভকামনা রইল।

২০| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭

শামছুল ইসলাম বলেছেন: এত এত উপকার !!!!

খুব মজা পেলাম।

ভাল থাকুন। সবসময়।

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

আরজু পনি বলেছেন:
মজা দিতে পেরে আনন্দিত হলাম ।

অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম ।
নিরাপদে থাকুন।

২১| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

জ্যোস্নার ফুল বলেছেন: কাতুকুতু হাসিনা, হাসিটা ভেতর থেকে আসছে। হাহাপগে। =p~

২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্য পড়ে আমিও হাসছি :D
অনেক ধন্যবাদ, জ্যোস্নার ফুল।
নিরাপদে রাস্তায় চলাচল করুন ;)

২২| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

আরজু পনি বলেছেন:

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৭

আরজু পনি বলেছেন:
@মহা সমন্বয়,

বাহ দারুণ !

মাছের পোনা
দেশের সোনা।

মাছের চাষ করে যারা
দেশের পরম বন্ধু তারা।

আশাকরি মাছ চাষের ডিজিটাল পদ্ধতি নিয়ে সামনের বইমেলায় আপনার বই পাবো ।
অগ্রীম অভিনন্দন রইল। !:#P

২৩| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

আরজু পনি বলেছেন:

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮

আরজু পনি বলেছেন: @শুদ্ধ রয়,

জ্বি, কাজে লাগালে কিন্তু দারুণ হবে...
ভেবে দেখতে পারেন।

শুভকামনা রইল।

২৪| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: না! খারাপ না। বিকল্প ভাবার এখনই সঠিক সময়। তবে আমার মাথায় আরও একটি আইডিয়া আছে। নতুন পরিবহন হিসেবে নৌকার ব্যবহার শুরু করা যেতে পারে।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২০

আরজু পনি বলেছেন:
আগেতো নৌকাকেই যোগাযোগের সহজ এবং সুলভ মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো।
আইডিয়া কিন্তু দারুণ ।

আপনার সড়ক ভ্রমণ নিরাপদ হোক।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, শামীম।

২৫| ২৪ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাহসী সন্তান বলেছেন: বর্ষাকালে ঢাকার রাস্তাঘাটে যে অবস্থা হয় তার থেকে সাধারন মানুষের ভোগান্তি কমাতে আমারও নিজস্ব একটা প্লান আছে। কাওরে বলার দরকার নেই, কারণ গোপন জিনিস ফাঁস হইলে শকুনের দল আবার আমার উপর টক্কর দিয়ে আমার আগেই প্লান বাস্তবায়ন করে ফেলতে পারে...... ;)

ভাবতাছি একটা যাত্রিবাহী উড়োজাহাজ কিনবো, আর সেটা ঢাকা শহরে মুড়ির টিন মার্কা বাস গুলোর মত লোকালে ভাড়ায় খাটাবো। সাধারণ যাত্রীরা অল্প টাকায় স্বাচ্ছন্দে ভ্রমণও করতে পারবে আবার দূষণমুক্ত বায়ুও সেবন করতে পারবে। কোন যানজট নেই, পুরা ফুরফুরা মেজাজে পাব্লিক মগবাজার টু গাবতলি, ফার্মগেট টু শাহবাগ আরামছে ভ্রমণ করতে পারবে। :`>

এটাতে কিন্তু কর্ম সংস্থানেরও সুযোগ আছে? পাইলট, হেল্পার, কনট্রাক্টর সহ বেশ কয়েকজন এয়ার হোস্টেজও নিয়োগ করা হবে! আহ, ভাবতেই আমার কেমন যেন ফিলিংস জাগতাছে!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৪

আরজু পনি বলেছেন:

অসাধারণ আইডিয়া বটে !

কিন্তু আমি ভাবতাছি এতো অল্প রাস্তায় উড়ন্ত জাহাজ উড়তে গেলেই তো পথ শেষ হয়ে যাবে, নামবে কীভাবে ?
হেলিকপ্টার হলে কেমন হয় ? ;)

তবে কর্মসংস্থানের চিন্তাটাতে সাধুবাদ রইল।
এই ফিলিংসটা থাকুক...দারুণ কিন্তু।
আমিও দারুণ ফিলিংসে আছি B-))

অনেক ধন্যবাদ, সাহসী...সাহস করে আইডিয়া শেয়ার করার জন্যে।
আপনার পানি পথ ভ্রমণ শুভ হোক।

২৬| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
opinion jananor por ar nirapode thakar dorkar nai?! :-& /:)

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৪

আরজু পনি বলেছেন:
পিঠে ছালা বাইন্ধা মতামত দিবেন =p~

২৭| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯

তার আর পর নেই… বলেছেন: এত এত উপকারীতা … কিন্তু এখনো বুঝতে পারছি না এটাকে সমর্থন করবো কিনা। :(
আমি তো শাড়ি পরি না, আমার কি গতি হবে!! :( :(

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:
সমর্থন করবেন কিনা চিন্তার বিষয়ই বটে...

মন খারাপ করার কিছু নেই...
লুঙ্গি জাতীয় বা হাল ফ্যাশনের পালাজ্জো দিয়ে বিপদ চালাতে পারবেন ।
নো টেনশন প্লিজ। :#)
আপনার সড়ক ভ্রমণ নিরাপদ হোক ।

২৮| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



"হাই প্রেসারের রোগী" হতে চাননা বলে যা লিখলেন তাতেই প্রেসার এরই মধ্যে পানির তোড়ে ভেসে যাওয়ার কথা । মজা লাগলো এমন "হাই থট" দেখে । কর্মসংস্থান আর শাড়ীর প্রসঙ্গে যা বললেন তার সাথে একটু কাদা-পানি যুক্ত আইডিয়া দিচ্ছি ---- শাড়ীর আঁচলে ছেঁকে ছেঁকে পানিগুলোকে বোতলজাত করা যেতে পারে কোনও মেশিনপত্র ছাড়াই । B-) এতে কর্মসংস্থান তো বাড়বেই আবার এই বোতলজাত পানি ভবিষ্যতের জন্যে সংরক্ষিত করে জাতিকে যুদ্ধ করার হাত থেকে রেহাই দেয়া যাবে । কারন তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি হবে পানীয়জল নিয়ে কাড়াকাড়িতে । :( :P

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:
এ্যাহরেএএ...
আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে...

খুব ভালো একটা আইডিয়া দিয়েছেন তো ?

আঁচল দিয়ে ছাঁকলে ব্যবসা হবে না।
বরং এতে করে পানির ফিল্টার মেশিনএর ব্যবসা বেড়ে যেতে পারে ।
আর তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি বরং আমরা এখন থেকেই নিতে পারি...কী দূরদর্শী আমরা ভাবাই যায় না ! !:#P

...অসাধারণ আইডিয়া দেবার জন্যে অশেষ কৃতজ্ঞতা জানাই ।

২৯| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পানিতে এতো মজা বুঝি নাই। দাঁড়ান এক্টু পানি পান পূর্বক বলতেছি। B-)


অঃটঃ মেইলটা একটু চেক করুন।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:
পানি পান করার সময় ভালো করে দেখে নিয়েন :|



অফটপিক:

দেখলাম। আপনি ফেসবুকে থাকলে গ্রুপে এ্যাড হয়ে নেয়াটাই সবচেয়ে ভালো হবে । এতে নিয়মিত গ্রুপে কথা বলা যাবে ।
শুভকামনা রইল, রাজপুত্র।

৩০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভালই আপুনি । দেখে ভাল লাগল এমনই যদি হবে তা হলেত ভ্রমন পিপাসুদের আপ দূরে কোথাও যাওয়া দরকার নাই ডি এস এল আর নিয়ে যাপায়ে পড়বে সকালো ঢাকা ...........।

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

ডিএসএলআর-এ ভিন্নতা আনতে হবে...কাদা পানি উপযোগি।
চিৎ কাৎ হয়ে ফটো তোলার সময় পানিতে পড়ে গেলেই কেল্লা ফতে।

কাজেই সময় থাকতে সাবধান।

তবে বুদ্ধিটা কিন্তু দারুণ দিয়েছেন।

দেশে এলে কিন্তু সাবধান।

আপনার অগ্রিম নিরাপদ সড়ক ভ্রমণের জন্যে শুভকামনা রইল।

৩১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওকে পানিপু।


পনিপু। :``>>

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

X(

আরেকবার বললে খবরই আছে /:) :-*

/:)

৩২| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



কিছুই বুঝলেন না । পানির ফিল্টার মেশিনএর ব্যবসা বেড়ে যাবে কি করে ? পয়সা কই ? রিজার্ভের টাকাই লোপাট তো পকেট কোন ছাড় !!!!!! :((
বললেন না , শাড়ির কদর বেড়ে যাবে ? শাড়ির কদর এভাবেই বাড়ুক । পয়সা লাগবেনা পানিগুলোকে বোতলজাত করতে । শাড়ীর আঁচল দিয়ে মাছ ধরা , পানি ছেঁকা সবই হবে । কনসাল্টিং ফি ছাড়াই বিনা পুঁজিতে ব্যবসা করার একটা বুদ্ধি দিলুম , তাই কি বিনে পয়সার কনসাল্টিং পছন্দ হলোনা ? :-P
নাকি ফিল্টার মেশিনএর ব্যবসাটা আপনি ধরতে চাইছেন ? ;)

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

আমি কিন্তু আপনার ফন্দিখানা ধরতে পাচ্ছি /:)
শাড়ির ব্যবসাতে বাজিমাত করবেন ভালো কথা...
আমার পেটে লাথি দিয়ে কেন গো বাপু?
আমি আরো ভাবছি যার আয় যেমন সে তেমন দামের ওয়াটার ফিল্টার মেশিন কিনবে আর আপনি তো... :(

আপনি আমার আইডিয়া যেমন যেমন ধরে ফেলছেন আমিও কি কম যাই নাকি...ঠিকই বুঝেছি...আপনি এর মধ্যেই তাতী পাড়ার মহাজনদের সাথে বৈঠক সেরে ফেলেছেন নির্ঘাত 8-|

৩৩| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: খুবতো বললে বাপু
ইউজ হবে শাড়ী;
আজতক বৃষ্টিতে
দেখিনি লেশ তা-রি।

আজকাল মাইয়াডি
একেকটা মহা বদ
পড়ে শর্টস/থ্রী কোয়ার্টস্‌
বেহায়ার কত পদ।

কানেকানে ফিসফিস
দেখে লাগে মন্দ না;
বৃষ্টি থাকুক আরো
আমিতো আর অন্ধ না।;) :P

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন:
বৃষ্টিতে নয় বাপু
কাদা পানি বেশি যেথা
পেশাক তত উপরে তুলতে হবে।
তখন শাড়িটাতেই সুবিধে হবে বেশি।
সালোয়ার বা চুড়িদারেতো সেই সুবিধে নেই।

আপনার মতো ছড়ায় জবাব দেয়ার কম্মো আমার নয়
তাই ছড়া ছেড়ে শব্দে শব্দে বাক্য রচনা করে জবাব দেবার চেষ্টা।
ধন্যবাদের সাথে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক শুভকামনা।

৩৪| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ বেশ বেশ..

কি দারুন আইডিয়া...কিন্তু আসল কথাটা কি ভয়ে বুলেন নি!

আপনেরা যাতে নৌকা কে ভূলে না যান, নৌকার অপরিহার্যতা, নৌকার গুরুত্ব বোঝাতেই আপানাদের বাধ্য করা হচ্ছে জলাবদ্ধতার বাস্তবতায় তা মনে রাখতে। বাঙালী গোল্ডফিস মেমোরি বলে দুর্নাম আছে না। তাই আপনাদের চিরস্থায়ী মনে রাখার ব্যবস্থা করতেই সকল আয়োজন। সেই চেতনারে আপনি ভিন্ন ইস্যুতে ডাইভার্ট করতে চা্চ্ছেন! নিগ্গাত রাজাকার উপাধী পাবেন!!! হা হা হা
দারুন পোষ্টে ++++++++++

২৭ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

আরজু পনি বলেছেন:
বাক স্বাধীনতা নিয়ে আগে ভালো করে পড়াশুনা করে নেই...তারপর সম্ভব হলে আপনার মন্তব্যের জবাব দেবো।

আমার এক মাল্টির সাথে বনিবনা না হওয়ায় তাকে রাজাকার ট্যাগের ধান্ধা করা হয়েছিল। একটা সময় ছিল, যখন কাউকে পছন্দ না হলে টার্গেট করে খুব সহজেই রাজাকার, ছাগু ট্যাগ দেয়া সম্ভব ছিল। তাই সেই সময়ে কোন অন্যায় না করেও আতঙ্কে থাকতাম। খুব ভালো লেখে এমন একাধিকজন অন্যায় ভাবে ট্যাগ খেয়ে ব্লগ ছেড়েছিল।
তাদের কান্নার শব্দ এখন ব্লগের বাতাসে আছে।
আপনার মন্তব্যে নস্টালজিক হয়ে গেলাম।

প্লাস দেবার জন্যে অনেক ধন্যবাদ, ভৃগু।

৩৫| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: :(
আচ্ছা।
আর পানিপু বলবো না। সিরিয়াসলি। ;)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা
খবরের শিরোনাম থেকে বাদ দিলাম ।
সিরিয়াসলি...

৩৬| ২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: পনিপু হবে। টাইপো। গড প্রমিস। :( :-/

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮

আরজু পনি বলেছেন:

আচ্ছা আচ্ছা
মাইনা নিনু...
ভাগ্যিস আপনার মন্তব্য হয়তো সেভাবে কেউ খেয়াল করছে না...

৩৭| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমি মাঝি হতে চাই। :)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

আরজু পনি বলেছেন:

ব্যবসা তাহলে ভালোই জমবে।
সামনেই বর্ষাকাল।

৩৮| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

তাসলিমা আক্তার বলেছেন: এহহে, এইগুলাতো আগে চিন্তা করিনাই। আমার মাতাত কত কম বুদ্দি :(

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

আরজু পনি বলেছেন:

এখনই উপযুক্ত সময়...
সময় গেলে সাধন হবে না।

৩৯| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৭

বিজন রয় বলেছেন: !:#P তিরস্কারতো আপনজনকেই মানুষ করে :-& :-&

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩

আরজু পনি বলেছেন:
ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম মনে হচ্ছে এই লেখার প্রসঙ্গে বলা যেতে পারে...

আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে আমি বকেছি সবথেকে বেশি।
আমার জীবনের সবথেকে প্রিয় দু'জন মানুষকে আমি মেরেছি সব থেকে বেশি।
আমি জানি তারা ছাড়া আমার জীবন শুন্য মরুভূমি ।
তারা আমার হিংস্রতা দেখে যদি ভেবে নেয় তাদেরকে ভালোবাসিনা তবে বুঝবো আমি কোনদিন বোঝাতেই পারিনি আমার "ভালোবাসা"।


এই মন্তব্যটা ব্লগার ইসহাক খানের একটা লেখায় কিছুক্ষণ আগে মন্তব্য দিয়েছি।

৪০| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮

বিজন রয় বলেছেন: হাসবো না কাশবো!!!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৪

আরজু পনি বলেছেন:
হাসি ভালো।
তবে কাশি এলে বাসক পাতা পেস্ট করে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। উপকার পাবেন ।

৪১| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮

আমিই মিসির আলী বলেছেন: একদা শুনতাম বিষে বিষক্ষয়!
আর এখন শুনতাছি ময়লায় ময়লাক্ষয়!!!

এতো আপডেট হবে সবকিছু কেউ ভেবেছিল!!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

আরজু পনি বলেছেন:

আরো কতো কিছু হবে
কেউ জানতো কি তা আগে !?

৪২| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

এম.এ.জি তালুকদার বলেছেন: সাহিত্য প্রতিভা বিকশিত হবেঃ আপা, যমুনা পাড়ের মতো লীলাকীর্তনের কথাটা বাদ দিলেন কেন? আবারো ধন্যবাদ ।।

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

আরজু পনি বলেছেন:

আমি সম্ভবত জানিনা বা মনে পড়ছে না।
আপনি শেয়ার করলে জানতে পারতাম ।
আপনাকেও ধন্যবাদ।

৪৩| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৬

কালীদাস বলেছেন: পুলাপাইন্ন্যা লেখা। পুত্তুমালুর জন্য লেখছেন লাগে B-))

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪

আরজু পনি বলেছেন:

মনতো পুলাপাইনই...
আর নিজের পুলাপাইনের সাথে, পুলাপাইনের চিন্তা করতেই তো দিন পার হয়...
:-B
আপনারে দেখে ভালো লাগলো।
মনে হলো আপন কেউ এলো খোঁজ নিতে।
যদিও বাকী সবাই আপন কিন্তু আপনি হলেন "প্রিয় পুরানা আপন"

৪৪| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯

জিল্লুর রহমান রিফাত বলেছেন: # copied_from_Saira_Mahi 's post
একটু কষ্ট করে সকলে পড়ুন
সকল ব্লগার,লেখক,সেল
সেলিব্রিটি,আপামর আম জনতার
উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই তনুর মত
সকল ধর্ষনের বিচার চাই এই তো ?
তাহলে আমাদের কোন প্ল্যাটফর্ম
দিবে না তনুর জন্য। না
মিডিয়া,না সংবাদপত্র। কেননা
তারা হল পা চাটা দালাল। প্লট
আমাদের বেড় করতে হবে। তাই
সকলকে বলব এই নিউজ খুব দ্রুত ছড়িয়ে
দিন আপনার ওয়াল কিংবা শেয়ার
কিংবা কমেন্টে।
# 2৫_শে_মার্চ উপলক্ষ্যে
গ্রামীণফোন আলোর মিছিল
আয়োজন করেছে। আমরা তনুর জন্য
সেই প্লট ব্যবহার করব। কারন সেটা
মিডিয়া টেলিকাস্ট করবে।
তাতেই হবে ঘোড়াকে জোর পুর্বক
পানি খাওয়ানো।
আমরা সহ অনেক মানুষ সেখানে
যাবে রাত ১০টায় মানিক মিয়া
এভিনিউ তে যুদ্ধের চেতনায়।
কিন্তু যেখানে ৭১ বিরাজমান
সেখানে তনুর মত নিরিহ বোন এর
বিচার হয় না সেখানে আজ আলো
জ্বলবে কিন্তু সেই আলো তনুর জন্য
কিংবা সকল নারীর জন্য। আমরা
সকলে যাব তনুর জন্য। তনুর আত্মার
আলো হয়ে। প্রতীকি হয়ে। আর সেই
আলোর মিছিলে আমিরা জাস্টিস
ফর তনু লেখা প্লে-কার্ড, টি-শার্ট,
কিংবা ব্যানারে হাজির হব।
তাতে গ্রামীনফোনের মাঝে তনু
আসবে মিডিয়ায়। তাতে দেশ
জানবে প্রগতিশীল মিডিয়ার
কভারেজ এ। সবাই মোমবাতি
হাতে নিয়ে যাব ঠিক কিন্তু
সেটা তনুর জন্য। আর তাতেই
রেভুলেশন আসবেই। একটা ভিন্ন
মাত্রা পাবে।
আমাদের হাতে সময় খুব কম সবাই
গ্রামিনের কন্সেপ্ট ফলো করুন
কিন্তু তার জায়গায় তনু থাকবে।
সবাই যাব,অথবা গ্রামিনের
পেইজে আলো হাতে নিয়ে পিক
তুলে পোষ্ট করতে বলা হয়েছে
সেটাতে ও তনুর প্লে কার্ড হাতে
আলো নিয়ে পিক পোষ্ট করব।
# প্লিজ সবাই ছড়িয়ে দিন সারা
বাংলায়।সময় খুব কম রাত ১০টায়
ওদের প্রোগ্রাম। সো হাতে সময়
বুঝতে পারছেন। আমার লিস্টে
সবাই নিজের ওয়ালে,শেয়ার এর
মাধ্যমে ছড়িয়ে দেন। একদিন না
হয় কষ্ট করলেন। সবাইকে এই নিউজ
ছড়িয়ে দিতে বলুন।
# রাজপথের প্রতিবাদী কন্ঠ

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

আরজু পনি বলেছেন:

খুব ভালো আ্ইডিয়া।
যদিও মৌসুমি প্রতিবাদ তাই বা কম কিসে...এটুকুতো অন্তত হচ্ছে। এর জন্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবশ্যই কৃতজ্ঞতা জানাই।

ঢাকায় যখন এই প্রতিবাদ হচ্ছে তখন আমি আমার একমাত্র কন্যাকে নিয়ে স্কাউট ক্যাম্পে অবস্থান করছিলাম...যেখানে সব ছেলেদের মাঝে আমার কন্যা একা ছিল।
আমার কন্যা সহ সবাইকে এটা বোঝানো আমার জন্যে খুব জরুরী ছিল যে একা হয়েছেো তো কী হয়েছে...এই ক্যাম্পে তুমি যতোটা মেয়ে তার চেয়ে বেশি স্কাউট।

প্রতিবাদ হোক বছর জুড়ে।
সচেতনতা চলুক বছর জুড়ে।

৪৫| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯

রিপি বলেছেন:

লেখা পুরোটা পড়ে মাথা ঘুরানি দিচ্ছে আপু।
সবকিছুতে পজিটিভ কিছু খুজেঁ পাওয়াও হয়তো একটা প্রতিভার ব্যাপার। হা হা । B-)

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৩

আরজু পনি বলেছেন:
সব কিছুতে পজিটিভ কিছু খুঁজে পাওয়া কখনও কখনও যে কতো চাপা কষ্টের...বিচার না পেয়ে মেনে নেবার মতো :(

৪৬| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

আলোরিকা বলেছেন: সম্ভবত ইহাকেই বলে পজিটিভ থিংকিং ! :P

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, পজিটিভনেসের চূড়ান্ত যাকে বলে আরকি...আত্মা মরে যায় :|

৪৭| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

পলক শাহরিয়ার বলেছেন: ভাল না। ভালো তো। উন্নয়নের জোয়ারে যখন দেশ ভেসে যাচ্ছে তখনও এভাবেই আমাদের ভাবা উচিত, কি বলেন?

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

ঠিকই বলেছেন।

না ভেবে উপায় কী বলুন ...

৪৮| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হুম। তাহলে আ'কার যুক্ত হতো। :)

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

হে হে তার আর বলতে ...
আমিতো তাই প্রথম মন্তব্যে আতঙ্কিত ছিলাম :P
যাক বাঁচা গেল...

৪৯| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৫

উল্টা দূরবীন বলেছেন: হাসুম নাকি চিন্তা করতেছি। এই পোস্ট নিয়া একটা বিস্তর গবেষণা করার ইচ্ছা আছে। আগামী বর্ষায় ডাব্বল লুংগি পইরা গবেষণা কার্জ শুরু হবে। আপনে প্রধান অতিথি।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:
প্রধান অতিথির দাওয়াত পাইয়া খুশিতে বাক বাকুম উড়তেছি।!:#P

গবেষণার ফলাফল আর সুপারিশ জাতীয় দৈনিকগুলিতে প্রকাশিত হোক।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনারের আয়োজন করা হোক...ইয়েএএএএ

৫০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: হা হাহা । তাচ্ছিল্যের হাস্যরস ! নৌকা বাইছ প্রতিযোগীতার আয়োজন করা যেতে পারে ।

বৃষ্টি দিলো রাস্তাকে প্রেম
রাস্তা দিলো বৃষ্টিকে অবিরাম কাদা
ছেকা খেয়ে বৃষ্টি হলো দেবদাস !

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:
কী করবো বলুন, এই দুর্দিনে হাসতে ইচ্ছে করেছে তাই সবাইকে নিয়েই হাসতে চেয়েছি।

আপনার উপস্থিতি ভালো লাগছে।
আবার প্রাণবন্ত সময় কাটুক ব্লগে।
অনেক শুভকামনা রইল।

৫১| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৯

সচেতনহ্যাপী বলেছেন: কিছু ুনৌকা আর প্রতিটা মার্কেট,স্কুল,কলেজসহ গুরুত্বপূরন স্থানে ঘাট বানিয়ে রাখা যাতে করে এমন কাব্যিক অবস্থায় যাত্রীদের অসুবিধা না হয়।।
তবে কিন্তু আমি ঘরে থাকলে ছাদে গিয়ে স্ত্রী-কন্যাসহ মনের সুখে ভিজতে থাকি।। তারপর কফ সিরাপ আর প্যানাডল তো আছেই।।
এবার পথের মাঝে একবারই পড়েছিলাম।। ঘড়ি, মানিব্যাগ পলিথিনে মুড়ে হুড খুলে এসেছি ভিজতে ভিজতে।। মন চাইছিলো পানি ঠেলে হাটতে কিন্তু হুদ পদার্থের সাথে অচেনা কিছু দেখে আর নামতে সাহস পেলাম না।।
তবে আইডিয়াগুলি যেকোন অর্থেই ভাল লেগেছে মানে মজার।।

০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আরজু পনি বলেছেন:

তোমরাতো খেলা কর
প্রাণে মরি বাপুরে

ব্যাপারটা এমন আরকি হাহাহাহা
কেউ একই কারণে আনন্দ করে আর কেউ বিপদে পড়ে ইয়ানফসি ইয়ানফসি

আপনার পলিথিনে মোড়ানোর আইডিয়া মনে ধরেছে।

তবে হলুদ পদার্থের সাথে অন্যদেরও সাক্ষাত হয়েছে হাহাহাহা

অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল।

৫২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

এহসান সাবির বলেছেন: পানি আর পানি......!!
ছিনতাইকারীর দৗেড়াত্ব নাকি ছিনতাইকারীর দৗেরাত্ব ;)
দেখে নিয়েন আপু :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬

আরজু পনি বলেছেন:
=p~
কোনটাই না।

দৌড়াত্ম্য
হবে। :P

আহ সাবির, অনেক ধন্যবাদ। একটা শুদ্ধ বানান শিখলাম আপনার বদৌলতে।

আমার অনেক বানান ভুল হয় বলে নিজের ব্লগসাইটের নাকের ডগায় ঝুলিয়ে রেখেছি একটা বানান পোস্ট ।

অনেক ভালো থাকুন।
শুভকামনা রইল।

৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৩

এহসান সাবির বলেছেন: আপুনি শুভ সকাল।

আমি যে নেট বুকটা ইউজ করি ওটা খুব বেশি গরম হয়ে যায় সো তো গরম ঠেকাবার জন্য নিচে একটা বই দিয়ে রাখি, এর আগেও আমার পুরানো ল্যাপটপের একি হাল ছিল, তো মোটা মুটি লাস্ট ১১/১২ বছর ধরে একটি বই-ই থাকে ল্যাপটপের/নেট বুকের নিচে, আর সেটা হল 'বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান' সম্পাদক 'আহমদ শরীফ' বইটির মজবুত মলাট দেওয়া আছে, তবুও আমি লিখতে গেলেই অসংখ্য বানান ভুল করি :P ১০ টা লিখলে ২ ভুল হবেই X((
যাই হোক ঐ বইতে সকাল বেলায় দেখলাম দৌরাত্ন্য বানানটা

যদিও বইটি অনেক পুরানো তাই অনুরোধ রইল নতুন একটা বই দেখে বানানটা নিশ্চিন্ত হবার। আমিও খুঁজে দেখব।

শুভ কামনা আপুনি।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

আরজু পনি বলেছেন:
শুভ সকাল, সাবির।

আমার কাছাকাছিই যে অভিধানটা আছে সেটা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রথম প্রকাশ ১ ফেব্রুয়ারি ২০১৬মানে এই বইমেলার প্রথম দিন। সম্পদনা করেছেন জামিল চৌধুরী।

এতোদিন আলমারি ভর্তি করেছি অভিধান কিনে কিন্তু পুরোপুরি স্বস্তি পাইনি...। ক্রসচেক দিতে হতো। কিন্তু এই অভিধানটা ব্যবহার করে আরাম পাচ্ছি।
যদি পারেন সাথে রাখতে পারেন। বাংলা একাডেমি থেকে কিনলে ৪০০ টাকার বই ৩০%কমিশনে ২৮০টাকায় কিনতে পারবেন। আপনার কাছের মানুষদেরও কাজে লাগবে এই নতুন অভিধানটি।

বানানের ব্যাপারে কেউ কথা বললে, বানান নিয়ে আলোচনা করলে খুব ভালো লাগে ।
কৃতজ্ঞতা রইল, সাবির।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন:

নিজেকে সত্যি মার দিতে ইচ্ছে করছে।

এখন নিজের ব্লগ সাইটে রেফারেন্স দিতে গিয়ে অভিধান খুলে নিজের চোখকেই নিজে বিশ্বাস করতে পারছিলাম না :(

দৌরাত্ম্যই হবে। [পৃ. ৬৭৯] :( :(

রাতে কেন চোখে ভুল দেখলাম তাই ভাবছি!

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

আরজু পনি বলেছেন:
আপনার দেখানো ইমেজে যে, "ড়" আর আমার বানান ভুলের কারণে "র" এর গরমিল সেটাই মাথায় আসেনি !

আমি ভেবেছি শুধু শেয়ার দিয়েছেন। কিন্তু সেখানে যে "ড়" এর বদলে "র" বাবাজি আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে তাকি আমি বুঝেছি নাকি !

৫৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৯

এহসান সাবির বলেছেন: বানান নিয়ে কথা বল্লে সবাই রাগ করে, একজন বিখ্যাত কবি আমার নামের বানান ভুল লিখেছিল তাকে সেটা ঠিক করতে বলায় উনি আমাকে ব্লক করেছেন =p~ =p~
এটা নিয়ে একটা পোস্ট দিব।

আপুনি চাইলে আমার করা ৫২ নং মন্তব্য থেকে সব ডিলেট করে দিতে পারেন, আমি আবার মন্তব্য করে যাব। প্লিজ।

শুভেচ্ছা আপুনি।


২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন:
এইমন্তব্যটা অফলাইনে দেখে আর মনে ছিলনা অনলাইনে আসার পর।

আমাকে বানান নিয়ে কেউ ভুল ধরিয়ে দিলে আমি খুশিই হই। কারণ তাতে শেখার থাকে অনেক।

আপনার মন্তব্যগুলো মুছতে ইচ্ছে করছেনা কারণ আমি ব্লগসাইটের একটা বানান পোস্টে এই বানান নিয়ে লেখা লিখে রেফারেন্স হিসেবে এই পোস্টের একটা মন্তব্য দিয়েছি, মুছে দিলে সেই রেফারেন্সটা থাকবে না।

তারপরও আপনার আপত্তি থাকলে আমি মুছে দিতে বাধ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.