নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ফিরিয়ে দাও

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০


"কাছে টানার সময় কেন বললে না, একদিন দূরে সরিয়ে দিবে..."
রুনু আপা গলার স্বর স্বাভাবিক রাখতে পারছিলেন না কোনভাবেই।
কথা বলতে বলতে কাঁদছিলেন।
আমার পক্ষে তখন কোন কথা বলা শোভা পেত না, তাই পাশে থেকে শুধু রুনু আপার হাতটা ধরে রেখেছিলাম।
অপরপ্রান্তে হয়তো ফোন রাখার তাড়া ছিল...
ফোনটা রেখে রুনু আপা আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন।

অবাক লাগছে, একজন মানুষ কেনো আরেকজন মানুষের উপর এতো বেশি নির্ভরশীল হয়ে পড়ে?
কেনোই বা নির্ভরশীল মানুষটিকে ছাড়া পৃথিবী তার কাছে অর্থহীন হয়ে পড়ে?
আমি বড্ড স্বার্থপর মানুষ!
নিজেকে কখনো বিলিয়ে ভালোবাসতে রাজি নই আমি।

স্কুল থেকে ফিরছিলাম, গেটের কাছে এসে যা শুনলাম তাতে থ' মেরে গেলাম।
রুনু আপা আত্মহত্যা করেছেন!
আম্মার সাথে দূরু দূুরু বুকে গেলাম রুনু আপাদের বাসায়। রুনু আপার বাসা বলতে আমার কাজিনের বাসা। রুনু আপা আমার কাজিনের শ্যালিকা হয়। সেখানে থেকেই রুনু আপা পড়ালেখা করতেন।
লাশ পাশে রেখে অনেকেই বাজে কানাঘুষা করছে।
আমি এখন আর ছোটটি নেই। ক্লাস নাইনে পড়া মেয়েকে বিয়ের উপযুক্ত হিসেবে ধরে অনেক পরিবারেই।
রুনু আপার আত্মহত্যার জন্যে কাজিন রঞ্জু ভাইয়ার দিকে অনেকেই আঙ্গুলি হেলন করছে!
ব্যাপারটা খুব বাজে হচ্ছে!

আমি কাউকে কিছু বলতে পারছি না!
যারা রুনু আপাকে গোছল দিয়েছেন তাঁরা নিশ্চিত করেছেন রুনু আপার পিরিয়ড চলছিল।
পুরো বাসা গুছিয়ে রুনু আপা ভাগ্নে রন্টুকে দিয়ে শাফিন আহমেদের সিডি কিনে আনিয়েছিলেন...
রন্টু বললো সেদিন নাকি রুনু আপা সারা বিকেল শাফিনের "নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়..." গানটা শুনছিলেন।



এতো বছর পরে এসে যখন শাফিন আহমেদের গানটা আজকে শুনতে চাইলাম...রুনু আপার সেই হাতটা যেনো আমায় আঁকড়ে ধরলো কান্না জড়ানো কাঁপা শরীরে।

মন্তব্য ১০২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১০২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮

কালীদাস বলেছেন: এটা কি সত্যি ঘটনা নাকি গল্প?

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

আরজু পনি বলেছেন:
অনেকগুলো বছর ধরে একটা অন্যায়ের প্রতিবাদ করতে না পারার চাপা কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছি... :(

মূল ঘটনাটা সত্যি...আমি আমার মতো করে গল্পের আকারে লিখেছি ।

২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: দীর্ঘশ্বাস!

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

আরজু পনি বলেছেন:

দীর্ঘশ্বাস !
আজো বয়ে বেড়াই ।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬

রিপি বলেছেন:
ভালোবাসার জন্য বুকের পাটা থাকা লাগে, সৎসাহস থাকা লাগে। একমাএ কাপুরুষ রাই কাছে টেনে নেয় আবার সুযোগ বুঝে নানান আজুহাতে দুরে ছুড়ে ফেলতে পারে। কিন্তু আফসোস এই কাপুরুষ দের প্রেমেই রুনু আপারা বার বার পড়ে জীবনটাই শেষ করে দেয়, দিচ্ছে আর দেবে। প্রতারক সেই পেটিকোট (কাপুরুষ দের নতুন ভার্সন :| ) পুরুষজাতির তাতে কোন যায় আসে না।
জয়তু ভালোবাসা (!)।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:
কতো বোকা রুনু আপা প্রতিনিয়ত এভাবে হারিয়ে যাচ্ছে জীবন থেকে। মিডিয়ায় কয়জনের খবর আসে বলুন ?

সুযোগ সন্ধানীদের কাছে নতুন নতুন রুনু আপাদের খোঁজ পেতে বেশি দেরী হয়না।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কাউকে ভালোবাসার পর সে যদি আপনাকে ধোঁকা দেয় তার মানে এই নয় যে, আপনার ভালোবাসা ভুল ছিলো। সত্যিটা হলো এই যে, সে আসলে আপনার ভালোবাসার যোগ্য নয়। আর অযোগ্য এবং প্রতারক লোকের জন্য আপনার চোখের জল ফেলাও অনুচিত!
আর আত্বহত্যা?
কার জন্য?
আপনার ভালোবাসাতো ভুল ছিলো না! তাহলে আপনি কেন নিজেকে হত্যা করবেন?

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯

আরজু পনি বলেছেন:
মানুষ যখন নিজেকে রেখে তার ভালোবাসার মানুষটিকে বেশিই ভালোবেসে ফেলে তখন আর কোন কিছুই তাকে শোধরাতে পারে না...তাকে ফেরাতে পারেনা।

না হলে রুনু আপারা এভাবেই হারিয়ে যাবে কেন ?

৫| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: যাই বলুন না কেন আপু, আমি কিন্তু আত্বহত্যাকে মোটেও সাপোর্ট করিনা। অবশ্য এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত বা দৃষ্টিভঙ্গি।
আপনার জন্য অনেক বেশী শুভকামনা।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

আরজু পনি বলেছেন:
যে বেঁচে থাকে, বেঁচে থাকতে চায় সেইবা আত্মহত্যাকে সাপোর্ট করে কি?
করে না।

মানুষের জীবনটা যখন তার নিজের কাছে অর্থহীন হয়ে যায় তখনই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

৬| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

বিদগ্ধ বলেছেন: আহা :(

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:
শুধুই দীর্ঘশ্বাস :(

৭| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪০

কালনী নদী বলেছেন: অনেকগুলো বছর ধরে একটা অন্যায়ের প্রতিবাদ করতে না পারার চাপা কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছি...
জানিনা কতটুকু ব্যাথা আপনার আমি উপশম করতে পারবো! হয়ত সেই ক্ষমতা আমার বা কারও নেই তবে সে সম্পর্কে রুনু আপা নিশ্চয়ই জানেন।
আপনার এই ঘটনা থেকে নিজে শিক্ষা নিলাম, ভবিষ্যতে কোন মেয়েকে কাঁদাবার পূর্বে দশবার চিন্তা করবো।
রুনু আপা যেন শুধু ক্ষমা করে দেয় আমাদের মত অপদার্থ কিছু কাপুরুষকে যারা শুধু হৃদয় নিয়ে খেলতে জানে, আর বিধাতাকে বানিয়েছে তাদের ইচ্ছার মালিক।
ধিক দেই তাদের ধিক নেই নিজেকে পুরুষ বলে!
আর এমনটি যেন আর কোন রুনু আপার জীবনে না ঘটে এই কামনায়। খোদা আপনার সহায় হোন।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:
নারী-পুরুষ উভয়ে উভয়ের পরিপূরক।
তাই একতরফা নারী বা পুরুষ কারো দোষ দিতে ইচ্ছে করে না।
কেননা আমি যখন কলেজে পড়ি তখন এক সিনিয়রের কাছে শুনেছিলাম তার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে এক ছেলে আত্মহত্যা করেছিল। সেদিন ওনার সাথে আমিও কেঁদেছিলাম। কেঁদেছিলাম না দেখা মরে যাওয়া সেই ছেলেটির জন্যে। তারপর থেকে আমি এসব ব্যাপারে খুব সতর্ক থাকতাম।

সৃষ্টিকর্তা যেনো মানুষকে নিজের নিয়ন্ত্রণের গুনটা খুব বেশি করে দেন...।

আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।

৮| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ei prem piritir birohe jara attohotta kore tader k ami utkrishtomaner gordhob mone hoy.
mejaj gorom hoy khub.

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:

আমি নিজেও আত্মহত্যা সমর্থন করিনা।
কিন্তু কিছু কষ্ট বড্ড নাড়া দেয় !

:|

৯| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫১

মুসাফির নামা বলেছেন: গদ্যময় পদ্য, সাথে অনেক উত্তর। কবিতায় ভাল লাগা জানিয়ে রাখলাম।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:
আপনি বলার পর প্রথম খেয়াল করলাম, কবিতার শেপে হয়েছে লেখা।

এটি আসলে কী আমি নিজেই জানিনা হয়তো ।

ভালো লাগা জানানোয় আনন্দিত হলাম ।
ভালো থাকবেন।

১০| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭

কালীদাস বলেছেন: আমাদের ধর্মেও আত্মহত্যাকে মহাপাপ হিসাবেই বলা হয়েছে; এই মুহুর্তে কোরানের আয়াতের রেফারেন্স দিতে পারবনা। বাংলাদেশের আইনেও এটাকে অফেন্সিভ ক্রাইম হিসাবে বলা হয়েছে (আমার বাপ মা ধারা নাম্বার জানে)।

একটা গানের ভিডিও থু্য়া গেলাম। এইটা এমটিভিতে একবার দেখানোর পরই ব্যান করা হয়, পরে সুইসাইডের কুফল সম্পর্কে ভোকালের সাবধানবাণী যোগ করার পর, আমেরিকার এন্টি সুইসাইড কাউন্সিলের এড যোগ করার পর এবং কিছু এডিট করার পর আবার এলাওড হয়। গানটা আপনের হজম হওয়ার কথা না, ভাল না লাগলে সাউন্ড অফ কইরা দেইখেন। এইটাতে হাসান মাহবুব ভাইয়ের জন্যও লেখার মেটারিয়ালস আছে।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্য পড়ে এখন দেখার মানে শোনার সাহস পেলাম না।

আগামী কাল দিনের বেলা শুনবো ।

১১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১

গেম চেঞ্জার বলেছেন: লোকচক্ষুর অন্তরালে চলে আসা অপরাধ!! খারাপ লাগলো!

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৫

আরজু পনি বলেছেন:
এই অপরাধের কোন শাস্তি হয়না।

কোনটাকে অপরাধ বলবো ?
যার জন্যে আত্মহত্যা নাকি
যে নিজেকে হত্মা করলো ?
যে নিজেকে হত্মা করলো সে তো শেষই...আর যারা প্রতিনিয়ত এমন প্রভোকিং ক্যারেক্টারে মানুষের জীবনকে ছিন্নভিন্ন করে দিতে প্ররোচনা করছে তাদের কোন দোষ কারো চোখে ধরা পরে না। সে ছেলেই হোক বা মেয়েই হোক।

অনেকদিন পর আমার ব্লগে এলেন।
ভালো লাগলো।

১২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৯

উল্টা দূরবীন বলেছেন: খারাপ লাগলো ভীষণ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২

আরজু পনি বলেছেন:
শুধুই দীর্ঘশ্বাস !

১৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: কোনটাকে অপরাধ বলবো ?
যার জন্যে আত্মহত্যা নাকি
যে নিজেকে হত্মা করলো?


আমি তো সেই লোকটিকেই বলছি- যার কারণে আত্মহত্যা করতে হলো। যদিও সামাজিক বাস্তবতাকে আড়ালে নিয়ে প্রকৃতার্থ গ্রহণ করলে আত্মহত্যাকারীও অপরাধী। :(

অনেক শুভকামনা রইল, আরজুপনি। :)

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, অপরাধী উভয়েই।

একজন বোকা বলে অপরাধী। আরেকজনসুযোগ সন্ধানী বলে অপরাধী।

ফিরে এসে জানিয়ে যা্ওয়ার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল, গেম চেঞ্জার।

১৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:২৯

মহা সমন্বয় বলেছেন: উহহহহহ :( :|

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন:
ভালোবাসায় ভুলের বসবাস :|

১৫| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮

তার আর পর নেই… বলেছেন: আমি রুনুর এ কাজকে কোনভাবেই সমর্থন করিনি। এ এরকম করার কোন অর্থই নাই।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩০

আরজু পনি বলেছেন:

যারা বেঁচে থাকে তাঁরা কেউই সমর্থন করেনা।
কিন্তু কেউ যখন নিজের চেয়ে ভালোবাসার মানুষটিকে বেশি ভালোবাসে, বেশি নির্ভরশীল হয়ে যায় তখন সেই মানুষটি ছাড়া তার জগত অর্থহীন হয়ে পড়ে।

অর্থহীন এই পৃথিবীতে জীবন্ত লাশের চেয়ে চলে যাওয়াই তখন তাদের কাছে একমাত্র সমাধান...

১৬| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১০

বিজন রয় বলেছেন: মর্মান্তিক!

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

এমন চাই না...

১৭| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০০

অন্তঃপুরবাসিনী বলেছেন: "আমি বড্ড স্বার্থপর মানুষ!
নিজেকে কখনো বিলিয়ে ভালোবাসতে রাজি নই আমি।"

দারুণ কথা বলেছেন আপু।

একজন ধোঁকা দিলে নিজের জীবন তুচ্ছ মনে হবে, এত নির্ভরশীল হওয়া উচিৎ না কারো উপর।
রুনু আপারা অনেক বেশি আবেগী হয়!! তাই হয়ত এমন করে:(
এরকম অন্ধ ভালবাসার মানে নেই কোনো।:(

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:
একজন ধোঁকা দিলে নিজের জীবন তুচ্ছ মনে হবে, এত নির্ভরশীল হওয়া উচিৎ না কারো উপর।
ধোঁকা যে দিবে তা কি আগে থেকে বোঝা যায়? যায় না তো...সেই তো পরম প্রিয় হয়ে যায়...

এই অন্ধভালোবাসাগুলো থাকুক। সাথে রুনু আপারাও থাকুক...

১৮| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: তবুও মানুষ কেমন কেমন করে যেন জীবনে কাউকে না কাউকে অন্ধের মতই ভালবাসে....খুব সুন্দর অনু গল্প

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০৪

আরজু পনি বলেছেন:
তবুও মানুষ কেমন কেমন করে যেন জীবনে কাউকে না কাউকে অন্ধের মতই ভালবাসে...

মানুষগুলো যেনো নিজেকে বেশি ভালোবাসতে পারে...
ভালো লাগার জন্যে অনেক ধন্যবাদ, সোহেল।

১৯| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এই শেষ আরেকটা অনাকাঙ্ক্ষিত শেষের শুরু। অন্যকিছুও হতে পারতো। ঘুরে দাঁড়ানোর গল্প কিংবা বাস্তব। এরকম চাই না। মুখোশ হারাক। সত্য আসুক।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

আরজু পনি বলেছেন:
এখানে দুটো গল্প আছে।
তার একটাতে শেষ হয়ে যাওয়ার কথা ছিল।
আরেকটা ঘুরে দাড়ানোর গল্প ছিল।

আপনার মন্তব্যে মনে হচ্ছে ঘুরে দাড়ানোর গল্পটা লেখা দরকার ।

আমার সব গল্পেই কষ্টেরা লুটোপুটি খায়...এটা ঠিক না।
মুখোশ হারাক। সত্য আসুক।

২০| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

রুনু আপা আত্মহত্যা না করে প্রতিবাদ করা দরকার ছিল।

মন খারাপের গল্প।

ভাল থাকুন আপু।

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০১

আরজু পনি বলেছেন:
সবাই কি প্রতিবাদ করতে পারে?
অভিমান মানুষকে শেষ করে দেয়...

আপনিও অনেক ভালো থাকুন।

২১| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৫

জুন বলেছেন: আমি বড্ড স্বার্থপর মানুষ!
নিজেকে কখনো বিলিয়ে ভালোবাসতে রাজি নই আমি।

আপনার নি:সংকোচ এই কথাটি খুবই ভালোলাগলো। কিন্ত কজনই বা এমন স্বার্থপরের মত ভালোবাসতে পারে পনি? তবে নিশ্চয় এদের সংখ্যাও কম না। হতভাগী রুনু আপার জন্য রইলো দোয়া।
সুন্দর লেখায় প্লাস
+

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

আরজু পনি বলেছেন:
নিজেকে বিলিয়ে ভালোবাসতে রাজি নই...কথাটা যতো সহজে বলা যায় ততোটাই কি সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি? :|

প্লাসের জন্যে অনেক ধন্যবাদ ।

২২| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

পুলহ বলেছেন: "নিজেকে বিলিয়ে ভালোবাসতে রাজি নই"-- কথাটা খুব স্ট্রং মনে হয়েছে। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করাটাও এতো সহজ নয়-- এটাও সত্যি; আপনি ঠিকই বলেছেন!
মূল ঘটনাটা সত্যি জেনে খারাপ লাগলো, আর কি বলবো ...
ভালো থাকবেন ।

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন:
হয়তো তারপরও কিছু বলার থাকে...দীর্ঘশ্বাস বেরিয়ে আসে..

আপনিও ভালো থাকুন অনেক অনেক।

২৩| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯

কালনী নদী বলেছেন: Rise up this mornin' Smiled with the risin' sun Three little birds Pitch by my doorstep Singin' sweet songs Of melodies pure and true Saying', ("This is my message to you";)

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

আরজু পনি বলেছেন:

এখন শুধু শুনছি...
মনোযোগ দিয়ে আবার শুনতে হবে রাতে ...
দেখা যাক কী মেসেজ দিলেন :)

২৪| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২

অপর্ণা মম্ময় বলেছেন: নিঃস্ব করেছো আমায়
কি নিঠুর ছলনায়
তুমিহীনা এ জীবন আমার
একাকী অসহায়!!!

আপনার শিরোনাম আর রুনু আপার কথা পড়ে মাইলসের এই গান আর গানের বোধটা মনে পড়লো!!!

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

আরজু পনি বলেছেন:

গানটা শুনলেই কেমন মন খারাপ হয়ে যায়।
রুনু আপা (ছদ্ম নাম)র কথা কিছুদিন আগে প্রবাস ফেরত একজন নিকটাত্নীয়র কাছে বলতে বলতে কেঁদে ফেলেছিলাম ।
কেঁদে আমি নিজেই বিব্রত বোধ করছিলাম । কেননা যেখানে রুনু আপার কথা সবাই ভুলে গেছে সেখানে আমি আমার মতো করে গল্প লিখে রেখেছি তাকে সারাজীবন মনে রাখতে। আমি বলতে পারিনি এই কথা তাদের কাউকে ।

দীর্ঘশ্বাস !

২৫| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৩

কালনী নদী বলেছেন: কালীদাস ভাই, dis says the video is not available in bd. for that, we must change the IP. hope gonna see something different. thanks ya :)

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

আরজু পনি বলেছেন:
আমাকেও বলছে একই কথা :|

২৬| ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১২

তাসলিমা আক্তার বলেছেন: ওমাগো, আনবিয়ারেবল। এত মর্মস্পর্শী ভাষায় লিখেছেন। নিজেকেই যেন দেখতে পাচ্ছিলাম।

এ অররহ ঘটে যাওয়া সত্য আমাদের চারপাশে। কবে মুক্তি পাব তাও জানিনা।

২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

আরজু পনি বলেছেন:

নীরবে ঘটে যাওয়া রুনু আপাদের মতো বোকার হদ্দদের এই ঘটনাগুলো মিডিয়াতে আসে না...চাপা পড়ে যায় আমাদের গোল্ডফিশ মেমরির আড়ালে।

কবে মুক্তি পাবো আসলেও জানিনা।
পলিগ্যামি মনের মানুষতো সারাজীবনই থাকবে...

২৭| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

কালীদাস বলেছেন:
@কালনী নদী: নেন, আরও দুইটা লিংক দিলাম। তাও যদি কাজ না করে, তাইলে গানের নাম দিয়া সার্চ দেন disturbed - inside the fire



২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

আরজু পনি বলেছেন:

আগেরটা ছানাদের লুকিয়ে দেখার চেষ্টা করেছিলাম কাজ হয়নি ।

এখন ছানারা ঘরে....পরে আবার চেষ্টা করবো।

২৮| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: পরে পড়ব। চোখ ব্যাথা করছে :(

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:
আমার এক বন্ধুর সাথে হেলাল হাফিজের জীবন নিয়ে কথা বলার এক পর্যায়ে ও বললো ওর চোখে কী নাকি পড়েছে...এই বলে আমার কাছ থেকে বিদায় নিল...
আমি জানিনা সেটা চোখের পানি লুকাতে ছিল নাকি আসলেই কিছু পড়েছিল।

আচ্ছা আপনার যখন সুবিধে হয়...রাখাল।

২৯| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

পলক শাহরিয়ার বলেছেন: 'কাছে টানার সময় কেন বললে না, একদিন দূরে সরিয়ে দিবে'
'আমি বড্ড স্বার্থপর মানুষ! নিজেকে কখনো বিলিয়ে ভালোবাসতে রাজি নই আমি।'
এর একটা নিঃস্ব হবার গল্প আর একটা ঘুরে দাড়ানোর গল্প।- দারুন। আমার মনে হয়। আমাদের প্রায় সবারই জীবন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুই গল্পের সাক্ষী।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:
'কাছে টানার সময় কেন বললে না, একদিন দূরে সরিয়ে দিবে'
'আমি বড্ড স্বার্থপর মানুষ! নিজেকে কখনো বিলিয়ে ভালোবাসতে রাজি নই আমি।'
দুটো কথা একেবারে ভিন্ন মানসিকতার তাই না ?
কিন্তু এটাও সত্যি...মানুষ বহুরুপী।

এটাও সত্যি হার মেনে রুনু আপারা চলে যায়...আর হার না মানারা জেদ ধরে অপেক্ষায় বেঁচে থাকে...তোমাকে আসতেই হবে, যেখানেই থাকো যতই দূরে...

৩০| ২৮ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

আবু শাকিল বলেছেন: কত শত রুনু আপা নীরবে চলে গেল
কত শত রুনু আপা নীরবে চোখের জল ফেলছে -

প্রতিবাদ হোক ।যে যেখান থেকে পারুক ।
কী-বোর্ড হোক প্রতিবাদের ভাষা ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:
সম্পর্কগুলো সুন্দর হোক...স্থায়ী হোক ।

দীর্ঘশ্বাস, চোখের জল দেখতে চাই না আর।

৩১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৮

নাজমুস সাকিব রহমান বলেছেন: আহারে!

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:
শুধুই দীর্ঘশ্বাস!

৩২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


আন্তরিক মন্তব্য হলো: “আহারে!”
অ্যাকাডেমিক নয়, একটি আন্তরিক মন্তব্য দিলাম, আরজুপনি!

এই ধারায় লেখা চলতে থাকুক :)

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:
কখনও আন্তরিক এবং অ্যাকাডেমিক দুটোই দিবেন আশা করি ।

আপনারা পাশে আছেন যেহেতু চলবে আশা করি ...।

৩৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩

রঙ তুলি ক্যানভাস বলেছেন: খারাপ লাগল, সত্যি ঘটনার অবলম্বনে লিখা জেনে।
রবি ঠাকুরের একটা কবিতা আছে না, "সাধারন মেয়ে", সেটার মতন বলতে হয়, বাস্তবের রুনুরা হেরে গেলেও গল্পের রুনুদের জিতিয়ে দেন আপু, বাস্তবটাতো বদলানোর সাধ্য নেই,নাহয় গল্পেই জিতিয়ে দিলেন এমন হেরে যাওয়া বোকা মেয়েদের..

লেখক বলেছেন:
সবাই কি প্রতিবাদ করতে পারে?
অভিমান মানুষকে শেষ করে দেয়...
লেখক বলেছেন:
যারা বেঁচে থাকে তাঁরা কেউই সমর্থন করেনা।
কিন্তু কেউ যখন নিজের চেয়ে ভালোবাসার মানুষটিকে বেশি ভালোবাসে, বেশি নির্ভরশীল হয়ে যায় তখন সেই মানুষটি ছাড়া তার জগত অর্থহীন হয়ে পড়ে।
অর্থহীন এই পৃথিবীতে জীবন্ত লাশের চেয়ে চলে যাওয়াই তখন তাদের কাছে একমাত্র সমাধান... "

আপনার দেয়া মন্তব্যের উত্তরগুলোয় নিজের ভাবনার সাথে মিল পেলাম, আমি এটাইপ কথা বলি দেখে অনেকে ভাবে আত্মহত্যা সমর্থনে সাফাই দিচ্ছি,কিন্তু ব্যাপারটা তা না, সমর্থন দেয়া আর দোষারোপ দেয়ার বাইরেও কিছু থাকে..., সমর্থন করিনা কিন্তু অন্যদের মতন দোষারোপও দেইনা, শুধু জানি সখ করে কেউ আত্মহত্যা করেনা। কতটা নিরুপায়, কতটা হতাশাগ্রস্থ হলে একটা মানুষ আত্মহত্যা করতে পারে!!! শেষবার হেরে যাওয়ার আগে ঠিক কত শত বার তারা হারে জীবনযুদ্ধে, কতবার মুখ থুবড়ে পড়েও জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবার উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে তা হয়ত আমাদের অজানাই থেকে যায়...

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যটা পড়ে মনটা বড় ভার হয়ে গেল।

শেষবার হেরে যাওয়ার আগে ঠিক কত শত বার তারা হারে জীবনযুদ্ধে, কতবার মুখ থুবড়ে পড়েও জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আবার উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে তা হয়ত আমাদের অজানাই থেকে যায়...

♣নিজেকে হারায়ে খুঁজি♣ এই গল্পটার পরের একটা গল্প লেখার ইচ্ছে আছে। আশা করি এতে ঘুরে দাড়ানোর কথা লিখবো ।

৩৪| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০৪

প্রামানিক বলেছেন: এটা সত্যি ঘটনার মত লাগল। আসলে কি সত্যি?

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:
আত্মহত্যার ঘটনাটা সত্যি...
এমনটি দেখতৈ চাই না।

৩৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



খুব নরম, কোমল একখানি মন আপনার !
ছোট্ট একটু উঠোনে বিশাল এক গল্পের ছায়া রেখে গেলেন । বিভিন্ন মন্তব্যে আপনার দেয়া উত্তরে বোঝা গেল , বাস্তবের একটি হৃদয় মোচড়ানো ঘটনা আপনার অবচেতনে ছায়া ফেলে গেছে । নিঠুর ছলনায় নিঃস্ব হয়ে যাবার কষ্ট অনেকেরই আছে বুকের গহীনে লুকানো। সেই ছায়াকে , সেই কষ্টকে ফিরিয়ে আনতে চাইছেন কেন ?



২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন:

ফিরিয়ে আনতে চাই না।
দেখতে চাইনা এমন ঘটনা আর...
সুসম্পর্ক গড়ে উঠুক সব সম্পর্কেই ।

খুব সুন্দর মন্তব্যে অনেক কৃতজ্ঞতা রইল, প্রিয় জী এস সাহেব।

৩৬| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৩

খায়রুল আহসান বলেছেন: সুসম্পর্ক গড়ে উঠুক সব সম্পর্কেই -- ৩৫ নং মন্তব্যের উত্তরে আপনার এ কথাটা মন ছুঁয়ে গেলো... পৃথিবীর সকল ব্যথাতুর মন ব্যথা উপশমের কোন একটা উপায় খুঁজে পাক! নারী পুরুষ নির্বিশেষে পৃথিবীতে এত, এত ভালো মানুষ আছে... শুধু সবাই যদি আরো একটু সহনশীল হয়ে সঠিক মানুষটির সন্ধান করতো, একটু মানসিক শান্তির জন্য, তা'হলে হয়তো আত্মহত্যার কথা ভাবতে হতোনা!

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:

সঠিক মানুষ যে আসলে কে তাইতো চেনা ভারী মুশকিল।
তবে হ্যাঁ, মানুষ চাইলেই আরেকটু সহনশীল হতেই পারে ।

আর নিজেকে অনেক বেশি ভালোবাসলে হয়তো স্বার্থপরের মতো বেঁচে থাকতে পারতো।

আমার ব্লগে এসে মতামত জানিয়ে যা্ওয়ার জন্যে অনেক কৃতজ্ঞতা রইল।
ভালো থাকুন সবসময়।

অফটপিক:
আমার প্রিয় স্যারকে আপনার "জীবনের জার্নাল" বইটা উপহার দিয়েছি। উনারও নামের একটা অংশের সাথে আপনার নামের একটা অংশের মিল আছে। উনি খুব পড়ুয়া...আশা করি পড়ে মতামত জানাবেন।

৩৭| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

জ্যোস্নার ফুল বলেছেন: আত্নহত্যা মহাপাপ, নিজেরে উজাড় করে কাউকে ভালোবাসা অতি মহাপাপ। সমস্যা হচ্ছে কোনটাই নিয়ন্ত্রন করা যায় না।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
জীবন কখন যে কার সাথে কেমন আচরণ করে দূর থেকে বোঝা মুশকিল।

ভালোবাসলেতো আর স্বার্থপরের মতো ভালোবাসা যায় না।
উজার করেই ভালোবাসতে ইচ্ছে করে...আর সেখানেই যত বিপত্তি।

আপনে না বলছিলেন ছ্যাক খেলে বড় সাহিত্যিক হওয়া যায়...
মরে গেলে বড় সাহিত্যিক কেমনে হবে? :|

৩৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

বার্ণিক বলেছেন: পাপ পুণ্য জানিনা। তবে কোন কারণেই আত্মহত্যা করা ঠিক না । জীবন একটাই। কাউকে পেলাম না বলে আত্মহত্যা মূর্খতা।

২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:
জীবনটা যতক্ষণ অর্থবহ ততক্ষণ বলা সম্ভব।
কিন্তু বোকার হদ্দরা কি এটা বোঝে ?
তাদের কাছে প্রেমাস্পদরাই জীবনের মানে...

সমস্যাটা সেখানেই...

৩৯| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: এখানে বিষাদ -ক'ফোটা চোখের জল,
এখানে দুঃখ-শূন্যতার অতল।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:

আপনার লেখা নিশ্চয়ই...
অসাধারণ !

৪০| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩১

এন.আর মাহমুদ বলেছেন: কি বলব ভাবতে ভাবতেই দীর্ঘশ্বাস পরে গেল।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
দীর্ঘশ্বাসগুলো এমনই...।
বলার সুযোগ দেয় না...অথবা হারিয়ে ফেলে কথাদেরকে।

৪১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮

জ্যোস্নার ফুল বলেছেন: যারা লিখতে পারে, হোক সে সাহিত্য, মহাকাব্য, অনুকাব্য। তারা সেই লেখাতেই মরে যেতে পারে যতবার খুসি ততবার। ফিজিক্যাল মৃত্যুর আর প্রয়োজন হয়না, মনের মরাইতো মরা।

এভাবেই মানুষ ছ্যাক খেয়ে সাহিত্যিক হয়ে বেচে থাকে। আর যাদের ভেতর থেকে কিছু বের হয়না তার বিস্ফোরিত হয়ে যায় ভেতর থেকে, শেষ পর্যন্ত দেহটাও রাখেনা।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৫
লেখক বলেছেন:

আজ দূরপাল্লার এক বাসে গান বাজছিল...
সুবির নন্দীর... আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
পুরো গানটা শুনে মনে হয়েছে এই তো ছ্যাকার মধ্যেই সৃজনশীলতা নিহিত রয়েছে 8-|

আপনার কথাগুলো খুবই দারুণ লাগলো।

মনে থাকবে (মুখস্ত করার চেষ্টা করবো।)
----------
বানান আর শব্দে সমস্যা থাকায় আগের কমেন্টটটা মুছে দিলাম ।

৪২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রিয় স্যারের নামটা কি বলা যাবে না?
তা যাই হোক, আমার বইটি তাঁকে পড়তে দিয়ে আমাকে সম্মানিত করলেন। এজন্য অশেষ ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:

জ্বি, অবশ্যই বলা যাবে ।
আপনাকে নাম জানিয়ে দিবো...একটু সময় চাইছি।
উনিও ক্যাডেট কলেজে পড়েছেন। তবে আপনাদের অনেক পরে।
আপনাকেও ধন্যবাদ অনেক অনেক।

৪৩| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

ফারিহা নোভা বলেছেন: অনেক বিষাদ ছুঁয়ে গেল । আপনার লেখার ধরণ বেশ সুন্দর আপু। অনুকরণীয় ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:
পড়ে মতামত জানানোর জন্যে অনেক ধন্যবাদ, নোভা।
ভালো থাকুন নিরন্তর।

৪৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ কয়দিন কাজের জন্য ব্লগথেকে দূরে ছিলাম এসে তোমার বাস্তবতার লিরিকে গল্পটি পড়ে মন খারাপ হয়ে গেল। কিছু মানুষরুপি জানোয়ারদের জন্য একটি জাতকে গালি শুনতে হয়। যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারতাম , এককে অপরের তরে হতে পারতাম তবেই সমাজ বদলে যেত।
যাই হোক বল কেমন আছ প্রিয় আপুনি?

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
জানোয়ার বলি কেমন করে?
কখন যে কার কাছে খারাপ লাগতে শুরু করে , কেন লাগতে শুরু করে তা সেই জানে।
তবে সম্পর্কগুলো টিকে থাকুক...সুস্থভাবে।
ভালো আছি, সুজন।
আলহামদুলিল্লাহ।

আশা করি আপনি এবং আপনারা অনেক ভালো আছেন।
শুভকামনা রইল, অনেক।

৪৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: প্রেম তোমার অপর নাম কী আত্মহত্যা ?
তবে তুমি বলো না আমাকে ভালোবাসতে
পারবো না হতে আমি মহাপাপী
ভালোবাসা তো নয় পাপের সমীকরণ !

এমন মর্মান্তিক সত্য কাহিণী সম্মুখীন বড়ই অসহায় ভাবাপন্ন ।
লেখায় যেন দৃশ্যায়নের প্রকাশ সুস্পষ্ট ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

কী সুন্দর কাব্যিকতায় মন্তব্য করলেন...মুগ্ধ হয়ে গেলাম।

আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে।
ভালো থাকুন নিরন্তর।

৪৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



:( :(

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

আরজু পনি বলেছেন:
শুধুই দীর্ঘশ্বাস !

৪৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

ফয়সাল রকি বলেছেন: দুঃখজনক তবে লেখনি স্পর্শনীয়।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, রকি।
অনেক ভালো থাকুন ।
শুভকামনা রইল।

৪৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: অনেক দেরীতে এলাম।। দুঃখিত।।
এখানে পুরুষ/মেয়ের কোন পার্থক্য নেই।। কেউ কেউ রুনুর মত একেবারেই নিজেকে শেষ করে দেয় কেউবা সে সাহস না থাকাতে তিলে তিলে নিজেকে..।।
অযুহাত তো থাকেই।। কিন্তু যাদের জন্য এই ত্যাগ, তারা কতবার মনে করে, এটাই প্রশ্ন?? এমনই একজনকে আমি দেখেছি খুবই ঘনিষ্ঠভাবে, প্রায় ' বাল্যকাল থেকেই।।
একজন মানুষ কেনো আরেকজন মানুষের উপর এতো বেশি নির্ভরশীল হয়ে পড়ে?
কেনোই বা নির্ভরশীল মানুষটিকে ছাড়া পৃথিবী তার কাছে অর্থহীন হয়ে পড়ে?
প্রকাশে নয়,অনুভবে।।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:

আমারও অনেক সময়ই দেরী হয়ে যায়...কাজেই দুঃখিত হওয়ার কিছু নেই।

সম্পর্কগুলোর বোঝাপড়া আরো ভালো হোক...এই কামনা করি।

পড়ে মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।

৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৫

নেক্সাস বলেছেন: আপনার লিখায় যে কোন কিছু মর্মস্পর্শী হয়ে উঠে। লিখেছেন খুব সুন্দর। আর ঘটনা সত্য হলে দীর্ঘশ্বাস

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আরজু পনি বলেছেন:

আত্মহত্যার ঘটনাটা সত্যি।

পড়ার জন্যে অনেক ধন্যবাদ, প্রিয় নেক্সাস ।
ভালো থাকুন সবসময়।

৫০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

সায়ান তানভি বলেছেন: রুনু আপারা নির্বোধ, তাই প্রকৃত মানুষ চিনতে পারে না আবার বেচে থাকতেও জানে না।

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০২

আরজু পনি বলেছেন:

আসলেই নির্বোধ।
তাইতো অনেক রুনু আপাই এভাবে পথ হারায়।

পড়ে মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ জানাই, সায়ান।
শুভকামনা রইল।

৫১| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল। :)

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

আরজু পনি বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ, সাবির।
আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।

আপনাকেও শুভেচ্ছা অনন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.