নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

ক্লান্তিহীন আনন্দ ভ্রমণ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, শালবন বিহার

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০


চট্টগ্রাম, বিয়ের তারিখটা মার্চের ১১। বরপক্ষ থেকেই ঠিক করা ছিল। কনের কাছ থেকে কিছু জিজ্ঞেস না করেই মুরুব্বীদের বিয়ের তারিখ পাকা করাটা আমার একদম পছন্দ না।
বাসায় আমাদের দাবী ছিল চট্টগ্রাম বিয়ে খেয়ে তারপর কক্সবাজার যেতে হবে।
একেতো বিয়ে (বিয়ের দিন সকালে গায়ে হলুদ আর মাঝরাতে বিয়ে), বৌভাত তারপর কক্সবাজার ঘুরুন্তি। কয়েকদিন আগে থেকেই ব্যাগ গোছানো শুরু । একাধিক দিন যেহেতু থাকবো আর দুরের ভ্রমণ তাই প্রয়োজনীয় জিনিস যেনো নিতে মিস না করি।

প্রথমে কাগজে যার যার প্রয়োজনমতো লিস্ট করে সেই অনুযায়ী ব্যাগ গুছিয়েছি। আর কোন জরুরী কিছু মনে পড়লে সাথে সাথে গুরুত্ব বুঝে লিস্টে এ্যাড করেছি।
ভ্রমণে বিশেষ প্রয়োজনীয় যেসব দিকে খেয়াল রাখবেন:
►মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ (প্রয়োজনীয় ক্ষেত্রে) ফুল চার্জ করে চার্জার নিতে যেনো ভুল না হয় ।
►রোদ থেকে রক্ষা পেতে সানস্ক্রিন, সানগ্লাস, ছাতা ।
► বর্ষাকাল বা বৃষ্টির সম্ভাবনা থাকলে স্যান্ডেলটা বৃষ্টির উপযোগী, বাইরে পরার পোশাক নির্বাচনেও আবহাওয়া অনুযায়ী বাছাই করা জরুরী।
► মেয়েদের ক্ষেত্রে ভারী মেকাপের বক্স এভয়েড করাই বুদ্ধিমানের কাজ ।
►ব্রাশ, পেস্ট, সাবান, নিজের টাওয়েল (যত হালকা হয়), আন্ডার গার্মেন্টস একদিনের বাসীটা যেনো অবশ্যই পরেরদিন পরতে না হয় সেই অনুযায়ী ব্যবস্থা। প্রয়োজনে সাথে একাধিক সংখ্যক নিতে হবে।
আর লিখতে পারবো না...বাকীটা নিজেরা করে নেন /:)

ব্যাগ গুছানো শেষ এবার চলুন ভ্রমণে বেরিয়ে পড়ি।
ভোর ঠিক ৫টা ৬ মিনিটে আমাদের যাত্রা শুরু হয়ে পৌঁছাতে দুপুরের কাছাকাছি হয়ে গিয়েছিল। গায়ে হলুদের অনুষ্ঠান ততক্ষণে প্রায় শেষ। ওরা আমাদের জন্যে কেক কাটা বাদ রেখেছিল।

এরপর ও.আর নিজাম রোডে অবস্থিত নাবা ইন-এ আস্তানা গাড়লাম ভ্রমণ ক্লান্তি দূর করতে।

ফ্রেশ হয়ে এরপর পেট পুঁজো করতে বেরিয়ে পড়লাম। কাছাকাছি দুইটা রেস্টুরেন্টে ঢুকেও বেরিয়ে আসতে হয়েছিল সব মিলিয়ে মনমতো না হওয়ায়।

শেষে হান্ডিতে মধ্যাহ্নভোজন পর্ব শেষ


রুপনগর কমিউনিটি সেন্টারে বিয়ে...ব্যান্ড পার্টির বাজনায় কানে তালা লাগার জোগাড় ! আমি দুই কান বাঁচাতে কানে টিস্যু গোজার পর দেখলাম বাজনা শুনতে বেশ স্বস্তিদায়ক লাগছে।


বলুনতো এটা কিসের ছবি? ;)

চোখে না দেখলে বিশ্বাস হবেনা এসব বিয়ের অনুষ্ঠানে বর-কনেকে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়! :|
পাশে দাড়ানো এক আবিয়াইত্যা আমাকে বলছিলো যে, এমন কষ্ট করে বিয়ে করতে হয় বলেই ওদের বিয়ে এতো টিকে থাকে। আমি কী বলবো সেই মুহুর্তে ভেবে একটা মলিন হাসি ফিরিয়ে দিলাম।
রাত বারোটার পর ফিরতে হলো সেদিন।


নাবা ইন-এ সকালের নাস্তা সেরে রুমে ফেরার সময় চোখে পড়লো নামাজের রুম। আস্তিক মানুষ হিসেবে এই রুমটা দেখে খুব ভালো লেগেছে। তাই ছবিটা তোলা।


পাশের রুমটা দেখে বাচ্চারাতো মহা খুশি হয়ে তাদের কসরৎ শুরু করে দিয়েছে। ট্রেডমিলে অবশ্য আমিও একটু সুযোগ নিয়েছি ;)

যেহেতু বৌভাত তার পরের দিন কাজেই আমরা নাবা ইনকে টাটা দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করলাম সকাল নয়টার দিকে।


যখন গিয়েছিলাম শেষ মুহূর্তে প্রবালে রুম বুকিং করা যায়নি। ফলে মোটেল উপল-এ বুকিং করতে হয়েছিল। আমরা উপলে উঠে পুরাই মর্মাহত!
কিন্তু তারপরও মন খারাপ করে বসে থাকার মতো আমরা নই।

রওনা দিলাম সমুদ্রের টানে...


সৈকতে পুত্রের আনন্দের জোয়ার দেখে মন ভরে যাচ্ছিল । ও পাগলের মতো ছুটোছুটি করছিল। আমরা নিজেরা কী ভিজবো ওকে পাহারা দিতেই ব্যস্ত। খালি পানির ভিতরের দিকে রওনা দেয়।


এরপর যখন জ্যান্ত স্টার ফিসের শতশত শুর (নাকি পা?) নড়ে উঠতে দেখলো তখন আর তাকে পানিতে একা নামানো যায়নি;)

দুপুরে চিটাগাং রেস্টুরেন্টে খেয়ে রওনা দিলাম বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে

প্রিয়জনদের জন্যে মুক্তার গহণা কেনার সুবর্ণ সুযোগটা হাতছাড়া করিনি।


আম্মাজান আর শাশুড়ি আম্মার জন্যে সামুদ্রিক শুটকি কিনতে মিস করিনি।


পরদিন কুয়াশাচ্ছন্ন ভোরে রওনা দিলাম ইনানীর পথে...


এই ছবিটা যতদিন দেখবো ততদিন আমার (সেই সময়ের ) সহিষ্ণুতার কথা ভেবে নিজেকেই নিজে ধন্যবাদ দিব।


হিমছড়ি পাহারে উঠার শুরুতে আপনি ভাবতেও পারবেন না কী অপেক্ষা করছে আপনার জন্যে !


সংশিষ্ট কর্তৃপক্ষের উচিত এর নিরাপত্তার দিকে আরো মনোযোগী হওয়া। কেননা কিছু জায়গা পার হওয়া খুবই বিপজ্জনক ।


সেই উঁচুতে তিনারা আপনার জন্যে সেলফি স্টিক নিয়ে বসে আছেন ;)


এতো টেনশনে আর কাহিল হওয়ার পর টয়লেট চাপবে কি !? নামতে পারলেই বাঁচি !


এর আগের দু'বার কক্সবাজার গেলেও হিমছড়ির ঝর্ণা দেখার সুযোগ হয়নি...কিন্তু এই কৃত্রিম ঝর্ণা দেখতে হবে জানলে আমি কি আর যেতাম নাকি সেখানে? X(

এরপর যাত্রা উদ্দেশ্য বান্দরবন...

লামা যেতে কিছু কিছু রাস্তা পার হওয়ার সময় গাড়ির মোচর নেওয়া দেখে :((


মাতামহুরি নদীর আসল সৌন্দর্য এখানে কিছুই ধরা পড়েনি।

দুপুরের পর আবার চট্টগ্রাম ফিরে নাবা ইনে আস্তানা গাড়লাম ।
পরের দিনে ফেরার পথে...

চট্টগ্রামের পথে...এই ঘৃণা স্তম্ভ দেখে গাড়ি থামিয়ে কাছে গেলাম। বাচ্চাদের অল্প কথায় এর ইতিহাস জানালাম।


হাইল্যান্ড ইন-এর কাপ দইটা ফাটাফাটি। সেই পথে কেউ গেলে যেনো মিস না করে তাই এই ছবি দেওয়া।


এই ছবিটাতে আপনার চোখের আরাম হবে না কিন্তু কয়েক সেকেন্ড ভাবুন তো...


আমার একটু ইচ্ছে হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেখার...কিন্তু এতো দীর্ঘ ভ্রমণের পর আর বলার সাহস পাইনি...বাচ্চারা ক্যাও ম্যাও করে উঠবে নির্ঘাত।


পোস্ট বেশ বড় হয়ে যাচ্ছে। শালবন বিহারের ছবি আপাতত একটাই দিলাম।


ফেরার পথে কুমিল্লা ক্যাডেট কলেজের না দেখা, না চেনা কাউকে মনে হয় মিস করছিলাম !


দুপুরে খাওয়ার জন্যে কাছাকাছি আর কোন রেস্টুরেন্টের তুলনা এর সাথে হবে কিনা সন্দেহ।

এবং দিনশেষে অবশেষে হোম সুইট হোম :D

ভ্রমণ ব্লগে এতো কষ্ট জীবন নষ্ট :(

উৎসর্গ: তেমন কোন বিশেষ বর্ণনা না দিয়েও আজ হারে হারে টের পেলাম কী অসাধারণ ধৈর্য শক্তির গুনে প্রিয় ব্লগার "জুন" তাঁর ভ্রমণ ব্লগ সাজান।

ছবি সূত্র:
সব অতিসাধারণ মোবাইলে তোলা।
"হান্ডি"র ছবিটা নেট থেকে নেয়া। খেতে বসে ছবি তুললে বকা খেতে হতো তাই রিস্ক নেইনি।

মন্তব্য ১৪৩ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৪৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: দারুন।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, সুপ্রিয় বিজন রয়।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

বিজন রয় বলেছেন: ক্লান্তিহীন আরজু পনির ভ্রমণ মাত্রা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:

জ্বি, মনে আনন্দ থাকলে শরীর ক্লান্ত হওয়ার সুযোগ কমই পায় ।

অনেক ধন্যবাদ ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

বিজন রয় বলেছেন: জুন আপাকে উৎসর্গ সঠিক হয়েছে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:

জ্বি, আমি অনেক কিছুই লিখতে বা ছবি যোগ করতে গিয়ে বাদ দিয়েছি...শ্রদ্ধেয় জুন এতো কীভাবে পারেন ভেবে অবাক হচ্ছিলাম !

অনেক শুভকামনা রইল, বিজন রয়।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

ফারিহা নোভা বলেছেন: অসাধারণ ছবি আর মজার বর্ণনা আপু -অনেক ভাল লাগল।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নোভা।

খুব ভালো থাকুন।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

প্রামানিক বলেছেন: পাশে দাড়ানো এক আবিয়াইত্যা আমাকে বলছিলো যে, এমন কষ্ট করে বিয়ে করতে হয় বলেই ওদের বিয়ে এতো টিকে থাকে।
দারুণ লাগল ছবি এবং বর্ননা। ধন্যবাদ

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আপনি দারুণ জায়গায় খেয়াল করেছেন !

অনেক ধন্যবাদ, প্রিয় ছড়াকার ।
ভালো থাকুন সবসময়।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: অনেক কিছু কভার করেছেন স্বল্প সময়ে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

আমরা সাধারণত রেস্টলেস জানিই করি ।
একেবারে টানা।

তবে খাওয়ার উপরে থাকি...গাড়িতে খাচ্ছি, গাড়ি থেকে নেমে খাচ্ছি...পেটে খেলে পিঠে সয় আরকি ।

আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো, পথিক।
অনেক ভালো থাকুন ।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

সাহসী সন্তান বলেছেন: ফেবুতে দেখলাম পোস্টটা শেয়ার দিয়ে লিখেছেন "ছবি আপলোড দিতে দিতে হাফিয়ে উঠেছি", তাই আইলাম আপনারে একটু শান্তনা দিতে! দুস্ক কইরেন না একখান লাইকও দিছি! ;)

যদিও বর্ননা অল্প তবে ছবি গুলো খুব সুন্দর! অনেক ভাল লাগলো আপনার ক্লান্তিহীন ভ্রমণ পোস্ট!
শুভ কামনা আপু!

অঃ টঃ ভ্রমনের সময় কি নিলে ভাল হবে আর কি নিলে ভাল হবে না সেটা তো পড়লাম। তবে উক্ত বিষয়ে আমার একটি সম্পূরক প্রশ্ন!

আপু সাথে কি বান্ধবী/গার্লফ্রেন্ড নেওয়া যাবে? সমস্যা নেই হালকা পাতলা সার্টিফিকেট আছে...... :P

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, এই লাইকের আকালে তবুওতো একটা লাইক দিলেন...তাই বা কম কিসে।
আমি সত্যিই কৃতজ্ঞ।
জানি ছবিগুলো আহামরি কিছু হয়নি।
ব্লগে পোস্ট দেবার কোন পরিকল্পনা ছিল না।

হামানদিস্তা ক্যামেরা সাথে ব্যাগেই ছিল। একবারের জন্যেও বের করিনি।

সার্টিফিকেট পাতলা ! বলেন কী?

আমিতো আমার নিবন্ধিত বন্ধুর সাথেই ঘুরে এলাম ;)

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
চট্টগ্রাম আসছিলেন বলা তো যাইতো। /:)
পড়লাম না পোস্ট, মাইনাস || X(

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:

:(

আমার বর ব্লগ নিয়ে খুব টেনশনে থাকে :(

আর আমার সত্যিই কোন ব্লগারের সাথে ইদানিং দেখা করার ব্যাপারে ফোবিয়া কাজ করে :(

আমি জানি পিকাচু অনেক আন্তরিক।

তবে সত্যি কথা আমার মনেই ছিল না ...
:P

আপনি ঢাকা এলে ...

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



আপনিও গাড়ির মোচড় নেওয়ার মতো মোচড় দিয়ে দিয়ে দৃশ্য থেকে দৃশ্যান্তরে গেলেন ।
উৎসর্গটি যোগ্য পাত্রেই দিয়েছেন ।

ভালোলাগা । শুভরাত্রি ।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

উৎসর্গের মানুষটি হয়তো এর চেয়েও বেশি পাওয়ার যোগ্য।

রাত হলেও মতামত দিয়ে যাওয়ার জন্যে কৃতজ্ঞতা জানাই।
অনেক ধন্যবাদ, প্রিয় জী এস সাহেব।

শুভকামনা রইল।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

আবু শাকিল বলেছেন: জানে পানি ঢালেন এবং আরো ছবি আপলোড করেন :)

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:

আমার সত্যিই পিঠ ব্যথা হয়ে গেছে।
একটানা অনেকক্ষণ ঠায় লেগে থেকে পোস্ট রেডি করতে হয়েছে ...
এখন বসতেই কষ্ট হচ্ছে :(

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল তোমার ট্রাভেল ব্লগটি। তবে মাতৃভান্ডারের রসমলাই এর কথা মনে হয় ছিল না না হয় ইচ্ছা নাই তার প্রতি।
ভাল লাগল তোমার ট্রাভেল ব্লগটি। তবে মাতৃভান্ডারের রসমলাই এর কথা মনে হয় ছিল না না হয় ইচ্ছা নাই তার প্রতি।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

আরজু পনি বলেছেন:

বর আমাদেরকে জিজ্ঞেস করেছিল...আমাদের কারো কাছ থেকে আগ্রহ না দেখে সেও নিরাশ হয়ে সেদিকে আগায়নি ।
ভ্রমণ ব্লগ ভালো লাগায় আনন্দিত হলাম, প্রিয় সুজন।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময়।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

আবু শাকিল বলেছেন: কি কি শুটকি কিনলেন ?? কত টাকা কেজি জানাইয়েন :) :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭

আরজু পনি বলেছেন:
আমি মাছের বাজারে দক্ষ ক্রেতা নই। আমার বর কিনেছেন।
দামটা উনার কাছ থেকেই জিজ্ঞেস করে জেনে নিতে হবে। প্রায় তিন সপ্তাহ পর শুটকির দাম জিজ্ঞেস করলে সন্দেহের উদ্রেক হয় কিনা ভাবছি :P

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: অল্প সময়ে দেখি বহু কিছু ঘুরে ফেলছেন, ছবিও বাদ যায়নি কোন কিছুর :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৩

আরজু পনি বলেছেন:

ছবি মোবাইলে তোলা, তাই যখন তখন তুলতে পেরেছি।
ক্যামেরা এতোবার বের করলে বকা খেতে হয় হামেশাই।

অনেক ধন্যবাদ, রুহী।
ভালো থাকুন সবসময়।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২

পুলহ বলেছেন: আপনি তো খুবই রসিক মানুষ মনে হচ্ছে আপু। কানে টিস্যু গোজার বুদ্ধিটা তো মারাত্মক- আই মিন ইট।
পার্বত্য চট্টগ্রাম আমার প্রিয় জায়গা- তাই পাহাড়, পাহাড়ি রাস্তা আর পাহাড়ি মানুষগুলোর কিছু ছবি মিস করছিলাম।
ভালো থাকবেন। আশা করছি- এতো দীর্ঘ ভ্রমণ শেষে পরিবারের সবাই সুস্থ আছেন।
শুভকামনা !

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩২

আরজু পনি বলেছেন:
ব্যান্ড পার্টির যেই বাজনা আমার কানে তালা লাগার জোগাড় ছিল...
অবাক হয়ে দেখছিলাম সবাই হাসিমুখেই শুনছে (হজম করছে)।

হ্যাঁ, ভ্রমণ শেষে কোন সমস্যা হয়নি পরম করুণাময়ের কৃপাতে। তবে বাচ্চারা সহই আমরা অনেক জার্নি করে অভ্যস্থ ।

ব্লগে পোস্ট দিব তেমন পরিকল্পনা ছিল না।
তাই সাথে ডিএসএলআর ক্যামেরা নিয়ে গেলেও ক্যামেরার চোখে স্মৃতি আটকাতে আগ্রহ ছিল না তেমন।
আবার গেলে আপনার কথা মনে করে পাহাড়ি রাস্তা আর মানুষের ছবি তুলে আনবো।

আচ্ছা দেখি নিজের ব্লগ সাইটে প্রতিটি মানে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, শালবন বিহারের পোস্ট আলাদা করে দেবার চেষ্টা করবো।

অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল, পুলহ।
ভালো থাকুন সবসময়।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

অপু দ্যা গ্রেট বলেছেন: দারুন এক খানা ভ্রমন ।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ অপু।
শুভকামনা রইল।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৫

রাজসোহান বলেছেন: কি খবর? কেমন আছেন? :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন:
ভালো আছি, সোহান।

আপনাকে ব্লগে নিয়মিত লেখালেখি করতে দেখে ভালো লাগছে।
আশাকরি নিয়মিতই থাকবেন ।

অনেক শুভকামনা রইল আপনার জন্যে।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭

পিকাচু বলেছেন:
পোস্ট রিপোর্টেড X((

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন:

পোস্ট রিপোর্ট করলে কি আমার কাছে কোন নোটিশ আসবে? #:-S

B-))

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

মহা সমন্বয় বলেছেন: এ তো এক জীবন্ত ভ্রমণ ডায়রী .. মনে হল যেন আমি নিজেই কক্সবাজার থেকে ঘুরে এলাম। :D

পোস্ট রিপোর্টেড X(( :P

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:
সিরিজ পোস্ট দিতে পারলে আরো বিস্তারিত লিখতে পারতাম সাথে ছবি।
দেখি নিজের ব্লগ সাইটে সেটা পুষিয়ে নেবার চেষ্টা করবো।

আপনাকেও ভার্চুয়ালি ভ্রমণ করিয়ে আনতে পেরে আনন্দিত হলাম।


পোস্ট রিপোর্ট করলে কি নোটিশ আসে? #:-S
নতুন নোটিশ (০) :#)

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনে এডত আই ঘুরি গই ....
আঁই একবারও ন জানি?

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

আরজু পনি বলেছেন:

হায় হায়
বাক্যের মর্ম অনেক কষ্টে কিছুটা উদ্ধার করলাম !

মুনের মতো আপনিও কি পোস্ট রিপোর্ট করলেন নাকি? =p~

অনেক ধন্যবাদ, শামীম।
ভালো থাকুন।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: ঢাকায় বসে চুপসে যাচ্ছি, আর আপনি কি দারুণ ঘোরাঘুরিতে - জেলাস :P

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

আরজু পনি বলেছেন:
আমাদের ঘোরাঘুরি নিয়মিতই হয়...কখনো ঢাকার কাছে, কখনো দুরে।

ছবি তুললেও ব্লগে শেয়ার করার মতো সময় বা ধৈর্য কুলায় না।

হাহা
জেলাস করতে পরেআনন্দিত হলাম।

অনেক ধন্যবাদ, প্রিয় কবি।
ভালো থাকুন।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

কালনী নদী বলেছেন: বাহ ছবিগুলা বেশ সুন্দর, বিশেষ করে বৌয়ের কাণি আঙ্গুলি দড়াটা!
ভালো লাগা রইল ভাই।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

আরজু পনি বলেছেন:
:-B

আপনার দেখার ক্ষমতা দারুণ!

প্রাইভেসি নষ্ট হতে পারে তাই বিয়ের কোন ছবি বিশেষ করে বর কনের ছবি শেয়ার করতে পারছিলাম না। শেষে এটাকে একটু এদিক সেদিক করে এডিট করে তারপর শেয়ার করলাম।

এই আঙ্গুল ধরাটা আমার কাছে অসাধারণ লেগেছে।

অনেক ধন্যবাদ, নদী।
খুব ভালো থাকুন।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

কোলড বলেছেন: I always make a day trip Chittagong, land in the morning and leave in the evening. Once I had the misfortune of travelling by train and I almost vomitted at the stench in A/C compartment. The thing which always bother me is the winding/twisting road and a certain lack of character in Chittagong. Never felt the interest to visit Potenga/Cox's bazar. Once I went to see the Foy's lake at some'es recommendation and I came back after 30 mins boat ride. Everything seems to be decaying in Chittagong.

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:
এ্যাহরে আমি ইংরেজিতে বড়ই কাঁচা...তারপরও কিছু মর্ম উদ্ধার করতে পারলাম কিনা জানিনা #:-S

আমরা সাধারণত একটু দুরের ভ্রমণে গেলেই ঢাকার মানুষ জাগার আগেই ঢাকা ছাড়ি।

পতেঙ্গা আমার একাধিকবার (ট্রেনিং-এ গিয়ে গ্রুপের সাথে যেতে হয়েছিল) দেখা থাকলেও আমাকে আবার যেতে টানেনা।

তবে ইনানী ভালো লাগে সবসময়ই ।

আপনি মহেশখালি না গেলে যেতে পারেন, ভালো লাগতে পারে । আমি অবশ্য আরো অনেক আগে গিয়েছিলাম।

মতামতের জন্যে অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময়।

২৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হা ...হা....হা.....
এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা।এর মানে হলো 'আপনি এখানে এসে ঘুরে গেছেন অথচ আমি একবারও জানতে পারলামনা। আমি নিজে এক বছর যাবত চট্টগ্রামে আছি। প্রথম প্রথম কিছুই বুঝতাম না। এখন অবশ্যই তাদের ৯০% ভাষাই বুঝি কিন্তু বলতে পারি মাত্র ১০%! তাই একটু প্র্যাকটিস করলাম আরকি! হা...হা.....হা........

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

আরজু পনি বলেছেন:
বাহ ভালোতো ।

বিভিন্ন ভাষা বুঝতে পারাটা দারুণ ব্যাপার।
আর আঞ্চলিক ভাষাতো আরো বেশি।

আমার একবার বিদেশী একটা ভাষার আঞ্চলিক কথা শোনার ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল... :|
মনে হলে এখনও গলা ছেড়ে হাসতে ইচ্ছে করে...

ফিরে এসে মতামত জানানোর জন্যে অনেক ধন্যবাদ, শামীম।

২৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
কোন নোটিশ ফোটিশ যাবেনা, ২দিন পর সুলেমান ব্যান X(

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৯

আরজু পনি বলেছেন:

সুলেমান...............?
কৈ রে এএএএ

আপনার মন্তব্য সত্যি হোক...
আমিও এই ভালোবাসার নেশা থেকে বাঁচি 8-|

২৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যাক! খুব চমৎকার ভ্রমণ হয়েছে দেখছি!

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

আরজু পনি বলেছেন:

অনেক উপভোগ করেছি এবারের ভ্রমণটা ।

মনে মনে বরকে অনেক ধন্যবাদ জানিয়েছি...মুখে সেভাবে বলতে পারিনি ।

অনেক ধন্যবাদ, কাল্পনিক_ভালোবাসা।
শুভকামনা রইল।

২৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

রাবার বলেছেন: আপনার কড়ে আঙ্গুল ধইরা আমিও ঘুইরা আসলাম B-) ভ্রমন ভালো পাইলাম

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

আরজু পনি বলেছেন: হাহা
মজা পেলাম আপনার মন্তব্যে।

কড়ে আঙ্গুল ধরার ব্যাপারটা আমার কাছে দারুণ স্নেহের একটা সিমবল...

ভ্রমণ ভালো লাগলো জেনে আনন্দিত হলাম ।

অনেক শুভকামনা রইল।

২৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুলেমান হাজির /:)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

আরজু পনি বলেছেন:
ইয়া মাবুদ !


উনার কাছে ভালোবাসার মূল্য অনেক ;)

এই সুলেমানের বিচার অনেক স্বচ্ছ ছিলো...যখন তিনি নিজে অন্যের বিচার করতেন।

:D


২৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:






০ ৭
১ ৮
২ ৯
৩ ১০
৪ ১১
৫ ১২
৬৬ ১৩,১৪
৭ ১৫
৮ ১৬
৯ ১৭
১৮
১৯
২০

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন: আমি এভাবে হিসেব করেছিলাম

১৬
২৬
৩৬
৪৬
৫৬
৬৬...এখানে একটা ৬ ধরে ধরা খাইছি ...মেন্টাল ম্যাথে আমিতো এতো খারাপ না...তাইলে এই ভুল ক্যানে হইলো !
আপনি ব্যানের কথা বইলা আমারে আবেগী বানাইয়া ভুল করাইছেন X(

২৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ভাবসিলাম কমেন্ট যাই আসুক রিপ্লাই এ X( /:) এই দিবো।কিন্তু আপনার উত্তর দেখে হাসি আটকাইতে পারিনাই :P

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

আরজু পনি বলেছেন:

কমেন্ট তো করছেন একটা ৬ নিয়ে, আরেকটা সুলেমানের ছবি নিয়ে।
আশাকরি দুটোর জবাবই আপনাকে হাসাতে পেরেছে :P
হাহাহাহা

৩০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৫

লালপরী বলেছেন: +++++++++

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, লালপরী।
শুভকামনা রইল।

৩১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নিজেদের গাড়ি নিয়ে বের হয়েছিলেন মনে হয়, সেজন্য কম সময়ে অনেক জায়গা দেখে ফিরতে পেরেছেন। ভাল লাগল আপনার ভ্রমন ব্লগ... :)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১২

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, আমরা কয়েকমাস আগে ভোর ৫টায় ঢাকা থেকে রওনা দিয়ে খাগরাছড়ি গেছি...সেদিন আলুটিলা গুলা আর রিসাঙ ঝর্ণা দেখে টুকটাক ঘুরে পরের দিন দুপুরের মধ্যে ঢাকার বাসায় পৌঁছে গেছি :P

আমরা টোনাটুনি আর ছানাপোনারা অভ্যস্থ হয়ে গেছি এমন টানা ভ্রমণে।
যেহেতু পারিবারিক ভ্রমণ তাই ছবি তোলার ব্যাপারে মনোযোগ দেয়া মুশকিল...বাচ্চাদের দিকে নজড় বেশি দিতে হয়।
অনেক ধন্যবাদ, জহির।

ভালো থাকুন সবসময়।

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ঘুরলেন আপু আমার তো আরও ছবি দেখতে ইচ্ছে করছে

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

আরজু পনি বলেছেন:

মোবাইলে তোলা তো তাই যখন তখন তুলেছি। আরো ছবি আছে, কিন্তু পোস্টে দেবার মতো তেমন আকর্ষনীয় না।
এগুলো পোস্ট গোছাতে দিতেই হবে তাই দেয়া।

অনেক ধন্যবাদ, সোহেল।
শুভকামনা নিরন্তর।

৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

আমিই মিসির আলী বলেছেন: মোবাইলগ্রাফি ও বর্ণনা ভালোই লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনিই মিসির আলী।

আনন্দে থাকুন সবসময়।

৩৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১২

শ।মসীর বলেছেন: লম্বা সফর করলেন দেখি......।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৭

আরজু পনি বলেছেন:

সফরের পথ লম্বা ছিল। তবে সফরটা একেবারে ঠাসা ছিল।
আমরা সারাদিন খাওয়ার উপর থেকেছি। বিশেষ করে ফল খেয়েছি।
নইলে ভ্রমণের ধকল সইতে পারা মুশকিল হয়ে যেত।

অনেক ধন্যবাদ আপনাকে, শ এর পরে দাঁড়ি সীর।

ভালো থাকুন সর্বদা।

৩৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:

স্বল্প সময়ের ভ্রমণ হিসেবে খারাপ বলা যাবে না । চুটিয়ে ঘুরেছেন । ছবিগুলো অতোটা নান্দনিক না হলেও বর্ণনা জুড়ে যে উচ্ছ্বাস দেখা গেলো তাতেই ভ্রমণ ব্লগ পরিপূর্ণ। অনেক ভাল লাগলো ।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

আরজু পনি বলেছেন:
ছবি ব্লগ দেবার কোন পরিকল্পনা ছিল না। তাই ক্যামেরা দিয়ে কোন ছবি তোলার ইচ্ছে করেনি।
বিশেষ একটা কথা বলার জন্যে এই ছবি ব্লগ।

চুটিয়ে ঘুরেছি এটা খুব সত্যি।
আর উচ্ছ্বাসের বিশেষ একটা কারণ ছিল...ছানাপোনা হবার পর আামার জীবনের সেরা ভ্রমণ হিসেবে আমি এটিকে মনে রাখবো।

ভালো লাগার জন্যে অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
খুব ভালো থাকুন।

৩৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগলো আপনার ঘুরাঘুরি। ভাল থাকুন সব সময়।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫২

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, কান্ডারি অথর্ব।
আপনিও অনেক ভালো থাকুন ।

৩৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

জুন বলেছেন: পনি এত সুন্দর করে আমাকে পোষ্টটি উতসর্গ করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। অল্প কথায় ছবি সহ সুন্দর লেখায় অনেক অনেক ভালোলাগা রইলো। আশাকরি ভবিষ্যৎ ও এমন ভ্রমন কাহিনী পাবো।
প্রয়োজনীয় লিষ্টটায় ভবিষ্যতে আরো কিছু যোগ করতে পারেন, যদি কারো বাসায় না উঠে হোটেলে ঊঠেন তবে কাপড় শুকানোর জন্য কয়েক হাত দড়ি, নেল কাটার তো অবশ্যই নিবেন, কখন কার নখ ভেংগে যন্ত্রনা, ছোট কাচি বা ছুরি অর্থাৎ সুইস নাইফ কিছু কাটার জন্য, সেফটিপিন, কিছু সুই সুতা। ওডোমস অবশ্যই, কিছু প্রয়োজনীয় ওষুধ : মাথা ব্যাথা পেট ব্যথা ইত্যাদি। হোটেল থেকে দিলেতো দিলই না হলে পেষ্ট শ্যম্পু টুনি প্যক নেবেন যত ওজন কম হয় আরকি :)
শুভকামনা রইলো আপনার জন্য।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

আরজু পনি বলেছেন:
লিস্ট ভেবেছিলাম বিস্তারিতই লিখবো।
যখন দেখি ফটো প্রায় ৩০টার মতো...আর জানিনা ফটোর সাথে কতটুকু করে লিখবো তখন ভাবলাম আগে ফটো সেট করে ক্যাপশন দিয়ে এনার্জি থাকলে পরে আরো লিখে দিব।

কিন্তু পোস্ট পাবলিশ করার সময় দেখি আমার পিঠ লেগে যাচ্ছিল ব্যথায় :(

তবে আপনার এই পরামর্শ আমি কাজে লাগিয়ে আপনাকে দেখাবো ;)
আর এটা ঠিক বলেছেন, সবকিছু যত টুনি সাইজেরহয় বা পাতলা হয় বহন করতে তত সহজ হয়।

আপনাকে উৎসর্গ করতে পেরে নিজেই অনেক শান্তি পেয়েছি।
যদিও আহামরি তেমন কিছু হয়নি ছবি বা বর্ণনা ।

অনেক দারুণ থাকুন আর দারুণ সব ভ্রমণ পোস্ট আমাদেরকে উপহার দিবেন আশা করি ।

৩৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৭

নেক্সাস বলেছেন: শুটকি দেন । নাহলে কথা নাই :D

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

আরজু পনি বলেছেন:

মানুষজন বিদেশ থেইক্কা আইসা দেশে থেইক্কা জিনিস কিন্যা যেমন আত্মীয় স্বজনরে গিফট দিয়া বুঝ দেয় আমিও তেমনি করুম ;)

কাওরান বাজার শুটকির আড়ৎ থেইক্কা কিনা দিমুনে :P

৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার পারিবারিক ভ্রমন :)
ইয়ে সিলেট ট্যুর এর মত মারু হাফ প্যান্ট , আর গলায় ঝোলানো ড্রাম সেট গুছিয়ে নিয়েছিলেন তো ;)
আপনার মনে না থাকলে ও আপনার সঙ্গী ঠিক নিয়েছিল আমি শিউর B-)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

আরজু পনি বলেছেন:

বিয়ে-বৌভাত-এর পোশাক নির্বাচন, জুতা, গহণা এসবের দিকে মনোযোগ ছিলো বেশি।
আর পুরুষরাও নিজেদের পোশাকে বিশেষ সচেতন ছিলেন, সাথে জুতাও।
মজার ব্যাপার ছিল, যখন ঢাকায় ফিরে এসেছি তখন আমাদের পায়ের জুতার ছাড়াও একবালতি জুতা ঘুরে এসেছে আমাদের সাথে =p~
কেননা সেই বিয়েতে আমরা কনে পক্ষের স্পেশাল গেস্ট ছিলাম ;)
তাই বাকী ভ্রমণে সাথে কী নিব সেদিকে মনোযোগ একটু কম ছিল।

অনেক ধন্যবাদ আপনাকে, মনিরা।
ভালো থাকুন সবসময়।

৪০| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৯

তাসলিমা আক্তার বলেছেন: সুন্দর বর্ননা আর চমৎকার ছবিওয়ালা পোস্ট দারুন লাগলো। স্টার ফিসের উপর দুটা শামুক পড়ে আছে, কিযে ভালো লাগছে। পুত্র কন্যা মহা আনন্দে ছিলো বুঝা যায়। উৎসর্গ একেবারে যথার্থপাত্রে হয়েছে।

খুব ভালো লাগলো।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭

আরজু পনি বলেছেন:
সাগরের পানিতে পাগলামি করে অস্থির করে ফেলা পুত্র স্টার ফিশএর চিকন চিকন টুকরো সূঁতার মতো শুড় দেখে পরে একা পানিতে নামতেই ভয় পাচ্ছিল...হাহাহাহা

হ্যাঁ, ওদের অনেক অভিমান ছিল বাবার উপর যে, বাবা এতো ঘুরতে নিয়ে যায় কিন্তু কক্সবাজারই নেয় না। আর যখন শূনে আমরা আগেও একাধিকবার গেছি তখন আরো গাল ফোলায়।

উৎসর্গকারীকে আরো ভালো, দারুণ একটা পোস্ট উৎসর্গ করতে পারলে আরো বেশি আনন্দ পেতাম।

অনেক ধন্যবাদ আপনাকে ।

-----------
অফটপিক:
একটা গান মনে পড়ে যাচ্ছে...
সব সখিরে পার করিতে নেব আনায় আনা
তোমার বেলা নিব সখি, তোমার চুলের গোছা
সখিগো ... :P

=p~

৪১| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: খুঁটিনাটি অনেক কিছুরই ছবি তুলেছেন। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো।

শুভেচ্ছা।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩১

আরজু পনি বলেছেন:

আমি একবার বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড মনে হয় আপনার মতো প্রখর দৃষ্টির মানসিকতার বিচারকের কারণেই পেয়েছিলাম :``>>

অনেক অনেক ধন্যবাদ, হাসান।
ভালো থাকুন সবসময়।

৪২| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

তুহিন০০৮ বলেছেন: হিমছড়ি তে সত্যিকারের ঝরনা ই আছে। পাহাড়ের উপর থেকে পানি পরে , তবে ওই জায়গাটা একটু ভেতরের দিকে

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭

আরজু পনি বলেছেন:
আমরা ভেবেছিলাম যেদিকে পাহাড়ে উঠে সেদিকে বুঝি ঝর্ণা...
উঠি আর উঠি
উঠি আর উঠি
কিন্তু ঝর্ণার দেখা নাই...।
সেদিন প্রচুর কুয়াশাও ছিল। ভঙ্গ মনোরথে নিচে এসে দেখি ঝর্ণার রাস্তা সোজা...আমরা গেছি আরেক পথে ।

আমিতো কৃত্রিম ঝর্ণা দেখেই মন খারাপ করে ছিলাম...বর বলেছিল পেছনে নাকি খুব সুন্দর কিন্তু দুনিয়ার সিড়ি ভাইঙ্গা, কাহিলের চূড়ান্ত হইয়া আর কৃত্রিম ঝর্ণার পেছনে যাওয়ার মতো এনার্জি ছিল না।

তবে আগ্রহ কমে গেছে হিমছড়ির ব্যাপারে :(

তথ্যটা দেবার জন্যে অনেক ধন্যবাদ, তুহিন।
ভালো থাকুন অনেক অনেক।

৪৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৬

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর লিখেছেন আপু। পড়ে ভালো লাগলো :)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, শোভন।

শুভকামনা রইল।

৪৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সমুদ্রের গর্জন খুব ভাল্লাগে। রাতের আবহটাই চেঞ্জ করে দেয়।
ছবি আর অল্পকথায় অসাধারণ মুগ্ধতা।
যদিও ছবিগুলো সাধারণ তবু ভ্রমণের ইতিউতি তুলে এনেছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪

আরজু পনি বলেছেন:

আহ হিমছড়ির সিড়ির উপরে উঠার পর এই গর্জনটাই স্বস্তি দিয়েছিল।

ছবিগুলো চোখের আরামের জন্যে তেমন আহামরি কিছুই না। ছবিব্লগ দেবার কোন চিন্তা ছিল না। তাই ডিএসএলআর ব্যাগেই ঘুমিয়েছে।
ছানাদের সামলাবো নাকি হামানদিস্তা ক্যামেরা সামলাবো? :|

কিন্তু আপনার দারুণ মন্তব্যেই মুগ্ধ হলাম বেশি।
অনেক ভালো থাকুন, রাজপুত্র ।

৪৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: ছবি সংযুক্তি খুব কঠিন লাগে আমার কাছে।
মুক্তার গয়না আমারও লাগবে। পাঠাইয়া দিয়েন। নাইলে লাইক ফেরত নিমু

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

আরজু পনি বলেছেন:

ছবি সেট করা আসলে অনেক কষ্টের :(

গহণার কথা মনে রাখলাম 8-|

লাইকের খড়ায় দিয়া আবার ফিরাইয়া নিয়েন না... পিলিজ লাগে :((

হাহাহাহা
অনেক ধন্যবাদ, প্রিয় অপর্ণা।
আনন্দে সময়কাটুক।

৪৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৯

চানাচুর বলেছেন: আজীবন দেখেই গেলাম, শুনেই গেলাম, আমার আর কিছু দেখা হল না :|

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৩

আরজু পনি বলেছেন:
উমহু...মন খারাপ করা চলবেনা।

কখনো ব্যাগে টাকা গুজে, দুই সেট কাপড় সাথে নিয়ে আর টুনি কিছু জিনিসপাতি নিয়ে রওনা হয়ে যাবেন...সাথে পছন্দের কাওকে নিলে ভ্রমণটা আনন্দের হবে বেশি ।

হবে হবে...
ফুওওওও
দিয়ে দিলাম :D

৪৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

ফয়সাল রকি বলেছেন: ভালই ঘুরলেন, তবে ছবির কোয়ালিটি আরেকটু ভাল হলে ভাল হতো।

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৫

আরজু পনি বলেছেন:

আমার গরীব মোবাইল দিয়ে তোলা।
কোয়ালিটির আশা করিনা :|

তবে অনেকদিন পর জম্পেশ একটা ভ্রমণ করেছি...এটা ঠিক।

অনেক ধন্যবাদ, রকি।
ভালো থাকুন সবসময়।

৪৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

গেম চেঞ্জার বলেছেন: দুই পর্বে দিলেই মনে হয় ভাল হতো। এক পর্বে দেয়াতে হাঁপিয়ে ওঠেছি খানিকটা। :) :)

দারুণ ছবি ব্লগ দিয়েছেন আরজু পনি!

বিস্তারিত আরেকটা ছবি পোস্ট আসবে নিশ্চয়ই?

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৯

আরজু পনি বলেছেন:

দুই পর্বে দেবার পরিকল্পনা করলে পরের পর্ব হয়তো আর দেয়াই হতো না =p~

প্রতিটা নিয়ে (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, শালবন বিহার) আলাদা করে বিস্তারিত দেবার পরিকল্পনা আছে।
তবে "আশা জাগানিয়া" ব্লগ সাইটে । :D

আপনার প্রোপিকটা দেখতে ভালোই লাগে বেশ।
বেশ লাইভলি একটা ভাব আছে ...

অনেক ধন্যবাদ, গেমার।
ভালো থাকুন সবসময়।

৪৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক সময় নিয়ে দেখলাম , এত্ত ছবি লোডাইতে হাত ব্যথা হওয়ারই কথা ।
ব্যথার মালিশ লাগলে আওয়াজ দিয়েন =p~



০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

আরজু পনি বলেছেন:

যাক তবুও কেউ একজন বুঝলো :#)

ইসস গতরাতে পোস্ট করার পর যে কষ্টটা পেয়েছি...তখন ব্যথার মলম পেলে দারুণ কাজে লাগলো।
সময়মতো পাইলাম না :|

=p~

অনেক ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন।

ভালো থাকুন...তবে ব্লগে নিয়মিত থাকুন এই কামনা করি B-)

৫০| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

মুসাফির নামা বলেছেন: ক্লান্তিহীন ভ্রমণ, মন্তব্যে জায়গা খুজে পাচ্ছিনা।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন:
হাহাহাহা

মজার মন্তব্যের জবাব খুঁজে পাচ্ছিনা।
হাহাহাহা
অনেক ধন্যবাদ, মুসাফির নামা।
ভালো থাকুন সবসময়।

৫১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: সব গুলো জায়গায় ঘোরা হয়েছে আগে! আবার ঘুরে আসলাম আপনার সাথে......... আবার কবে যাওয়া হবে ভাবছি ...।।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:
বাহ দারুণ।
শুনে খুব ভালো লাগলো।

আবার যখন যাবেন তখন নিশ্চয়ই ছবি ব্লগ পাবো আপনার কাছ থেকে সেই আশা রাখলাম।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, ঈপ্সিতা।

৫২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

উল্টা দূরবীন বলেছেন: সৈকতের ছবিগুলা খুব ভালো লেগেছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, উল্টা দূরবীন ।

সৈকতের ছবি ভালো লাগাতে কৃতার্থ হলাম।
খুব ভালো থাকুন ।

৫৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

ঢাকাবাসী বলেছেন: সুন্দর সহজ লেখা, চমৎকার লাগল । শুভেচ্ছা।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় ঢাকাবাসী ।
শুভকামনা নিরন্তর।

৫৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

তাসলিমা আক্তার বলেছেন: আবার আসলাম। আমিও বেসম্ভব ঘুড়ান্টি। আদীবাসিদের সাথে বৈশাখ করতে বিরিসিরি যাচ্ছি। এরকমক একটা ভ্রমন কাহীনি পোস্টাইতে মুঞ্চাইতাসে। কিন্তু ট্রাক ড্রাইভার কি আর বিমান চালাইতে পারে :((

একটা কথা মনে আসলো, মেয়েরা পিরিয়ডের সময়টা এভয়েড করে ভ্রমন পরিকল্পনা করলে ভালো হয়। তা না হলে আনন্দ মাটি হবার সম্ভাবনা থাকে।

অ:ট: গানটা অসাধারন :P

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:
আমারে লইয়া যাও মাঝি (ট্রাক ড্রাইভার) :|

বর আর দুলাভাই মিলে বাইক যোগে ঘুরে এসেছে।
আমি সেসব দেখে জ্বলে পুড়ে খান খান হয়েছি।

আপনি অবশ্যই অনেক অনেক ছবি তুলবেন...নইলে কিন্তু মাইন্ড খাবো।

আপনার ছবি ব্লগের আশায় আজ থেকেই কাউন্ট ডাউন শুরু করবো :-B

--------
অ।ট। গানটা পছন্দ হওয়াতে আনন্দিত হলাম। (আসলে "আনন্দিত হলাম" না লিখে লিখেছিলাম "দিল খুশ হুয়া";) =p~

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:
দুষ্টুমি করতে গিয়ে আসল কথা বলতেই ভুলে গেছি।

শ্রদ্ধেয় খায়রুল আহসানের মন্তব্যে মনে পড়লো ইনকমপ্লিট জবাব দিয়েছি !

পিরিয়ডের প্রসঙ্গটা আনতে চেয়েছিলাম মূল পোস্টে, সঙ্গে স্যানিটারি ন্যাপকিন যেনো খেয়াল করে নিয়ে নেয় আর টিস্যুও বটে। এতে ভ্রমনে দুশ্চিন্তামুক্ত হওয়া যায়।

পিরিয়ড তেমন সমস্যা না। তবে সাগরে বা ঝর্ণায় ভিজলে একটু সমস্যা এই যা...

আমার নিজের সাইটে যখন লিখবো তখন খেয়াল করে প্রসঙ্গটা আনতে হবে। তাতে মেয়েরা যখন তখন ভ্রমণে সাহস পাবে আশাকরি।

৫৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

আওণ বলেছেন: সমুদ্র ভ্রমণ একপ্রকার নেশা! ঢেউ হলো তার উপাদান। আপনার পোস্টের ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে গেলাম।
আমি এক মাসের বেশি সময় সমুদ্রের তীরে ছিলাম। সমুদ্রের ঢেউয়ের মৃদু শব্দরা এখনো আমাকে হাতছানি দিয়ে ডাকে।
ধন্যবাদ আপু আপনাকে। আমিও স্মৃতির পাতায় অবগাহন করলাম পিছনে আজ হতে পাঁচ বছর পূর্বে।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০২

আরজু পনি বলেছেন:
একমাস !

আমিও বৈরাগী হতে চাই :|

আপনি ছবি দেখে কী নস্টালজিক হবেন ...। আপনার কথায়তো আমিই ঘুরে এলাম যেনো...।একা একা ।

আপনাকে নস্টালজিক করতে পেরে আনন্দিত ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন সবসময়।

৫৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: লেখাটা ব্লগের ইবনে বতুতাকে উৎসর্গ করাতে খুব খুশী হয়েছি। পুরো লেখাটা পড়ার সময় নিজে ভ্রমণের আনন্দ লাভ করেছি। আর একটা লাইনে এসে তো কিছুটা থমকে ভাবতেই হলো, কে সে আপন জন? তা সে যেই হোক, এই মিস করাটাকে কেন জানি খুবই ভালো লেগেছিলো। ভ্রমণ আর বিয়ের আনন্দে ক'টা দিন কাটিয়ে এসে নিশ্চয়ই নতুন উদ্যমে পুরনো কাজকম্ম আবারো শুরু করেছেন।
আস্তিক মানুষ হিসেবে এই রুমটা দেখে খুব ভালো লেগেছে। তাই ছবিটা তোলা। -- আমারও ভালো লাগলো।
পরিবারের কিছু ক্লোজ আপ শট থাকলে ভালো হতো।
বরাবরের মত আহমেদ জী এস এর মন্তব্য ভালো লেগেছে। তাসলিমা আক্তার এর মন্তব্যে তার তীক্ষ্ণ দৃষ্টির পরিচয় পেলাম। অপর্ণা মম্ময় তার মন্তব্যে সবসময় আন্তরিক, এটা ভালো লাগে।
সুন্দর পোস্ট। সব ছবি মিলিয়ে একটূ দীর্ঘ হলেও পড়তে ক্লান্তি আসেনি। ভ্রমণ ভ্রমণ ভাবটা লেখা জুড়েই ছিলো, সেজন্য।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১১

আরজু পনি বলেছেন:
কুমিল্লা ক্যাডেট কলেজে কোন আপনজনকে মনে পড়ছে না।

তবে আপনার লেখা পড়তে পড়তে এখন সব ক্যাডেট কলেজকেই আপন মনে হয়।
আপনি দারুণ মনোযোগী পাঠক...ব্যাপারটা আমার কাছে অসাধারণ লাগে ।

শ্রদ্ধা বেড়ে যায় বহুগুণ।

অনেক কৃতজ্ঞতা জানবেন, প্রিয় ব্লগার।

৫৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ভ্রমণ পোস্ট, ছবিগুলোও সুন্দর। প্রশ্ন একটাই, "এক ঢিলে কয়টা পাখি মারলেন"?

আপনি কিন্তু ইচ্ছে করলেই নিয়মিত ভ্রমণ পোস্ট দিতে পারেন। ব্যাপারটা একটু ভেবে দেখবেন প্লিজ।

ভ্রমণ প্রস্তুতি নিয়ে আমার একটি পোস্ট আছে, দেখতে পারেনঃ ভ্রমণের অষ্টকাহন (একটি ভ্রমণ পরিকল্পনা সহায়িকা'র মেগা পোস্ট)

ভাল থাকুন সবসময়, শুভকামনা রইল।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:
হাহা
এক ঢিলে যে কয় পাখি মারলাম, তা নিজেও জানিনা।

আপনার পোস্টটা মনে হচ্ছে বেশ কাজে দিবে।

আর সাথে নিজের বাস্তব অভিজ্ঞতা যোগ করবো।

নিয়মিত ভ্রমণ পোস্ট দেবার মতো ধৈর্য বা শক্তি কোনটাই নেই।

আমি ফ্রি হ্যান্ডে একটানে এবং একবসায় লিখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।
ভ্রমণ পোস্ট দিলে অনেক খাটতে হয় :(

তবে ভ্রমণে আপনার একাগ্রতা চোখে পড়ার মতো তা বলতেই হবে ।

অনেক ধন্যবাদ, বো...মা ব...চা
ভালো থাকুন নিরন্তর।

৫৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ছানাপোনা !!! বাচ্চাদের সম্বোধনটা বেশ কিউট !!

অনেক শুভ কামনা রইলো ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৬

আরজু পনি বলেছেন:
আমার এভাবেই বলতে ভালো লাগে ।
হাহা

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

৫৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

এম.এ.জি তালুকদার বলেছেন: এতো কষ্ট করে ব্লগে পোস্ট দেয়া! সত্যি ভেবে অবাক হলাম। কিছুদিন ব্লগে আসিনি। এসেই আপনার কষ্টমাখা ব্লগ দেখলাম,পড়লাম। অনেক ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন: আমার এবার আসলেই পোস্ট রেডি করতে বেশ কষ্ট হয়েছে।


একটানে সবটা করেছি বলেই কষ্টটা লেগেছে বেশি।

আপনাকে দেখে ভালো লাগলো তালুকদার।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানাই ।

৬০| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন , কেমন আছেন আপু ।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর...দেখে ভালো লাগলো ।

ভালো আছি আলহামদুলিল্লাহ ।

অনেক ধন্যবাদ আপনাকে ।

ভালো থাকুন সবসময়।

৬১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

বার্ণিক বলেছেন: মন্তব্য নেই আছে মুগ্ধতা।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, বার্ণিক ।
শুভকামনা রইল, সবসময়ের জন্যে।

৬২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১

বোকামানুষ বলেছেন: ফেরদৌসা রুহী বলেছেন: অল্প সময়ে দেখি বহু কিছু ঘুরে ফেলছেন, ছবিও বাদ যায়নি কোন কিছুর :)

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

আরজু পনি বলেছেন:

আমরা এমন করেই অনেকটা কভার করার চেষ্টা করি :D

অনেকদিন পর এলেন সম্ভবত।
আপনার উপস্থিতিতে ভালো লাগলো, বোকা মানুষ।
শুভকামনা জানবেন।

৬৩| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৩

উর্বি বলেছেন: দারুন

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, পেইন্টার।
খুব ভালো থাকুন ।

৬৪| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১০

উর্বি বলেছেন: মনে রাখার জন্য ধন্যবাদ :D

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

আরজু পনি বলেছেন:
মনে রাখার বিশেষ কারণ আমার কন্যা ;)

আশাকরি আবার নিয়মিত হবেন।
অনেক শুভকামনা রইল আপনার জন্যে।

৬৫| ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কার্যকরী পোস্ট! ভালো লেগেছে ।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, বেরাগী।

খুব ভালো থাকুন সবসময়।

৬৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৮

রুদ্র জাহেদ বলেছেন: ওরে ওরে কত জায়গা ঘুরে ফেলছেন।কুমিল্লায় কিছুদিন আগে ঘুরে আসছি,ক্যান্টনমেন্টে আন্টির বাসায় ছিলাম আর বার্ডে। কিছু ছবি বেশি মজা দিল।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮

আরজু পনি বলেছেন:

হাহা আমি যখন ছবি তুলি তখন বিশেষ ছবির সংগ্রহ অনেকই থাকে ;)
সেখান থেকে কিছু দেয়া আরকি।

অনেক ধন্যবাদ, রুদ্র।
ভালো থাকুন সবসময়।

৬৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

ইখতামিন বলেছেন: অসাধারণ পোস্ট

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:

আপনার দেখার চোখ ভালো, তাই অসাধারণ লেগেছে।
কৃতজ্ঞতা জানাই, সেজন্যে।
অনেক ভালো থাকুন, ইখতামিন।

৬৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
হোটেলটাতো হাইওয়ে ইন !

আমি যখন চিটাগাং জব করতাম তখন কুমিল্লার ঐ রেস্টুরেন্টে কয়েকবার নেমেছি !
আর জেএমআই রেস্তেটুরেন্টেও বসেছি দুদিন। যাহোক দারুণ ভরমন করেছেন ।

শুটকি কিন্তু আমার চাই !! +++

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:

আমি বানানে ভুল করেছি , কিন্তু ছবিতে ঠিক আছে।

হ্যাঁ, ভ্রমণটা আসলেই দারুণ ছিল।

আজও সেই শুটকি দিয়ে রান্না হয়েছিল । আচ্ছা দিবোনে, না দিতে পারলে ক্ষমা ঘেন্না করে দিয়েন। ঋণী থেকে মরতে চাই না।

অনেক ধন্যবাদ, স্বপ্নচারী।
ভালো থাকুন সবসময়।

৬৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৩

এহসান সাবির বলেছেন: চমৎকার সব ছবি আপু।

ভ্রমন তো বেশ হয়ছিল মনে হয়।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৭

আরজু পনি বলেছেন:
ভ্রমণ সত্যিই বেশ হয়েছিল।
ছবিগুলো দেখতে আহামরি না হলেও আমাদের আনন্দটা শেয়ার করা আরকি।

আপনার উপস্থিতিতে অনেক ভালো লাগলো সাবির।
ভালো থাকুন সবসময়।

৭০| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগল :)

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, দীপা।
নতুন জীবনের অভিনন্দন রইল।

নতুন বাবুর জন্যে অনেক শুভকামনা রইল।

৭১| ১৭ ই মে, ২০১৬ রাত ৮:১২

প্রথম কথা বলেছেন: খুব সুন্দর পোষ্ট , ভাল লাগল।

১৮ ই মে, ২০১৬ সকাল ৯:৩৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, প্রথম কথা।
শুভকামনা রইল সবসময়ের জন্যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.