নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

নিজেই বানাই নিজের ব্যক্তিগত ব্লগসাইট

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩


এটি আমার নিজের তৈরি পরীক্ষাগার


এই ব্লগসাইটটি প্রিয় ফিউশন ফাইভ তৈরি করে দিয়েছেন।

যারা অনলাইনে লেখালেখি করছেন, তাদের নিজেদের লেখা সংরক্ষণ, যখন তখন ডায়েরি/নোটবুকের মতো লেখা টুকে রাখার জন্যে নিজের একটি ব্লগস্পটের বিকল্প নেই। আর এর জন্যে শুধুমাত্র একটি জিমেইল ঠিকানাই যথেষ্ট। কোন রকম টাকা পয়সা খরচ না করে শুধু মেধা খাটিয়ে তৈরি করে ফেলুন নিজের লেখার জগতের একটি ডিজিটাল লাইব্রেরি।
নিজের সব লেখালেখিকে নিজের মনের মতো একটা ডিজিটাল ডায়েরি/লাইব্রেরিতে রাখতে পারলে মন্দ কী?
সেই কথা ভেবে
প্রজেক্ট "নিজের ব্লগসাইট নিজে বানাই" বিনামূল্যের (কোন টাকা লাগবে না এটা বানাতে, একেবারে ফ্রি) এই প্রকল্পটি জনস্বার্থে "আশা জাগানিয়া"- উন্নয়নের কাজ এগিয়ে চলছে জোর কদমে...
পোস্ট প্রকাশিত অবস্থায় থাকলেও আপডেট হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তৃপ্তি না আসবে...যতক্ষণ পর্যন্ত জানার গন্ডিটা আটকে না যাবে ...

আপনি ভাবতে পারেন নিজের ব্লগ সাইটের প্রয়োজনটাই বা কী?

ধরুন আপনি সামহোয়্যারইন এর একজন দারুন একনিষ্ঠ ব্লগার (আমার মতো B-) )। আন্তরিকতার কোন ঘাটতি নেই। কিন্তু কখনো ভাগ্যের ফেরে অথবা কারো উস্কানীতে অথবা কোন কারণে যদি এমন কিছু করে বসেন যাতে একেবারে সুলেমানি ব্যান ( :(( ) খেলেন তখন আপনার সাধের লেখাগুলো ফুরুত !
অথবা,
আপনার সৃজনশীল ক্ষমতা, উৎপাদনশীলতার গতি মারাত্মক। দিনে বেশ কয়েকটা লেখা লিখে ফেলা আপনার জন্যে কোন ব্যাপারই না। অথবা কখনো ভাব আসলে লেখা আসতেই থাকে। তখনতো আর সামহোয়্যারইন-এ আপনি একদিনে বেশ কয়েকটি পোস্ট দিতে পারবেন না । মানে দিলেও দেখতে খারাপ দেখা যায়। অন্যদের উপহাসও শুনতে হতে পারে । :#)

অথবা আর কোন সাইটেও এমন ঘটনা যদি ঘটে, তখন?
তার চেয়ে একেবারে নিজের একটা সাইট থাকলে মন্দ কী?

এর জন্যে আপনার যা লাগবে-
১. ইন্টারনেট সংযোগ।
২. একটি জিমেইল একাউন্ট।
২.ক) নিজের ব্লগ সাইটে নিজের ফটোগ্রাফির জানান দিতে চাইলে একটা ফ্লিকার একাউন্ট (এর জন্যে একটা ইয়াহু একাউন্ট লাগবে)
খ) নিজের ব্লগসাইটে যদি আপনার করা ভিডিওগুলো দেখাতে চান তবে একটা ইউটিউব একাউন্ট লাগবে।

চলুন এবার নিজের ব্লগসাইট "নিজে করি"তে ঝাঁপিয়ে পড়া যাক।

পোস্টটি দুইভাগে ভাগ করা হলো।
১. জিমেইল একাউন্ট তৈরি।
২. জিমেইল একাউন্ট দিয়ে ব্লগসাইট তৈরি।
জিমেইল একাউন্ট কীভাবে তৈরি করতে হয় এটা যাদের জানার দরকার নেই তারা সময় বাঁচাতে প্রথম অংশটুকু বাদ দিয়ে পড়তে পারেন ।
প্রথমভাগ:
১. জিমেইল একাউন্ট তৈরি।

এর জন্যে প্রথমে আপনার প্রয়োজন পড়বে একটা জিমেইল একাউন্টের।
https:///www.gmail.com এই ঠিকানায় গিয়ে একটা ইমেইল ঠিকানা তৈরি করুন। [এই অংশটা মূলত যারা নিজেদের মেইল আইডি নিজেরা খুলতে না পেরে অন্যদেরকে অনুরোধ করেন তাদের জন্যে। ভিজিটর যারা এই পোস্ট দেখছেন তাঁরা মেইল আইডি খুলে সামহোয়্যারইন এর ব্লগার হতে পারবেন।]

১.
দেখুন লাল বক্স দেখানো আছে Creat account-এ ক্লিক করুন।

২.

■ এবার কী নামে আপনার একাউন্ট খুলবেন সেটা Name লেখা স্থানে প্রথম নাম এবং শেষ নাম টাইপ করুন।

■ আপনার মেইল একাউন্ট-এর ইউজার নাম কী হবে সেটা পছন্দ করুন (চেষ্টা করুন সহজ কিছু ব্যবহার করতে)।
■ Creat a password এর বক্সে ক্যাপিটাল, স্মল লেটার এবং সংখ্যা বসিয়ে মজবুত একটি পাসওয়ার্ড দিন। কিন্তু মনে রাখবেন এমন কঠিন কোন পাসওয়ার্ড যেনো না হয় যা আপনি নিজেই পরবর্তীতে ভুলে যাবেন।

■ Confirm your password এ আগে লেখা পাসওয়ার্ডটাই টাইপ করুন।

■ আপনার Birthday ঠিকমতো দিয়ে দিন।

■ আপনি পুরুষ না নারী হিসেবে মেইল একাউন্ট খুলছেন তা বাছাই করে নিন Gender অপশন থেকে।

■ Mobile phone নম্বরটা 01 দিয়ে শুরু করার পরিবর্তে 1 দিয়ে শুরু করুন। কেননা +880 দেয়াই আছে। আপনি পরের ১০ ডিজিট নম্বর দিয়ে দিন।

■ Your current email address -এ আপনার বর্তমান কোন ইমেইল এড্রেস দিতে পারেন।

■এরপর আপনি যে রোবট না তা প্রমাণ করতে বক্সে দেখানো কয়েক ডিজিটের সংখ্যা দেখে টাইপ করুন সঠিকভাবে।

■ আপনি বাংলাদেশে থাকলে Location বাংলাদেশ দিবেন অন্যথায় যেই দেশে অবস্থান করছেন সেই দেশের নাম দিবেন। বাংলাদেশ ছাড়া অন্য দেশে অবস্থান করলে আপনার মোবাইল নম্বরটা (৭ নম্বরে উল্লেখিত) সেই দেশের দিবেন।

■ I agree to the Google Terms of Service and Privacy Policy
■ এবার Next step -এ ক্লিক করুন।
আগের কোন ভুল থাকলে বর্তমান পাতাটা আবার আসতে পারে সেক্ষেত্রে আপনি আপনার তথ্য ঠিকমতো দিয়ে দিন।

৩.
Next step এর পর আপনাকে Welcome জানাবে। আপনি Continue to Gmail এ ক্লিক করে এর পর কয়েকটা স্টেপ Next-এ ক্লিক করে মেইলে প্রবেশ করুন।

৪.
এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী থিম, বদলাতে পারবেন।
মেইলের প্রোফাইল ফটো বদলাতে পারবেন।
এবং উপরে দেখুন ডানকোনায় লাল তীর চিহ্ন দেয়ে গুগল এ্যাপস এর বক্সটাকে দেখানো হচ্ছে।

৫.
দুটো লাল বক্সের ভেতর আপনার প্রাথমিক প্রয়োজনীয় মেইল এবং Google+ আছে। Google+টা অনেকটা ফেসবুকের মতোই । চাইলে ফেসবুকে বিরক্ত লাগলে গুগল+ এ স্থিতু হতে পারেন।
শেষে খেয়াল করুন লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে More লেখা। ওখানে ক্লিক করলে Blogger লেখা নিচের ছবিটা আসবে।

দ্বিতীয়ভাগ:
২. জিমেইল একাউন্ট দিয়ে ব্লগসাইট তৈরি।

৬.
এবার Blogger ছবিটাতে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনাকে আবার সাইন ইন করতে বলে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে আপনি নিচের ছবিটি পাবেন।

৭.
একটি সীমিত Blogger প্রোফাইল তৈরি করুন-এ ক্লিক করে এগিয়ে যান।

৮.
ব্লগার প্রোফাইল-এ আপনি কী নামে পরিচিত হতে চান সেটি দিন। হতে পারে "দূর্যোধনের আস্তানা" অথবা "ফিউশন ফ্যাক্টরি" অথবা "উর্বির আঁকাআঁকি" বা "তাসলিমার লেখালেখি" বা "বোকা মানুষের ভ্রমণ ব্লগ" বা "পর্যটক বতুতার ব্লগে স্বাগতম" বা "প্রামানিকের ছড়া" অথবা "আশা জাগানিয়া"...আপনার ইচ্ছে।

৯.
"নতুন ব্লগ" লেখায় ক্লিক করে এগিয়ে যান।

১০.
"নতুন ব্লগ" মানেই কিন্তু আপনার নিজের একটা ব্লগবাড়ি হতে যাচ্ছে ।

১১.
এখানে আপনার ব্লগবাড়ির নাম আর পরে ঠিকানা কী হবে তা দিবেন।

১২.
আপনি যেই নাম এবং ঠিকানা নিতে চান তা আগে কারো না থাকলে লেখা আসবে "এই ঠিকানাটি উপলব্ধ" আর পাশে টিক চিহ্ন দেয়া থাকবে ।

১৩.

আগেরটুকু শেষ করেছেন?
সাবাশ! আপনার কিন্তু ব্লগবাড়ি হয়ে গেছে। এবার নতুন পোস্ট দিন।

১৪.
নতুন পোস্ট তৈরি করতে উপরের ছবিটা দেখুন।

১৪.ক
আপনার হোম পেজে গেলে আপনার কোন লেখা পুরোপুরি দেখা না গিয়ে সামহোয়্যারে যেভাবে অল্প কিছুদুর দেখা যায় তার জন্যে নিচের ছবিটা দেখুন।
প্রতিটি পোস্ট তৈরির সময় বা এডিট/আপডেট করার সময় "জাম্প ব্রেক ঢোকান" বাটন এ ক্লিক করলেই আপনার চাহিদা পুরণ হয়ে যাবে আশা করি।

১৪. খ

ছবিটা দেখুন, আপনার পোস্টটা খোলার আগে আপনি যতটুকু দেখতে যান তা হলে পারে ৩ লাইন/৫ লাইন বা ৮ লাইন। আবার হতে পারে নির্দিষ্ট কোন শব্দ পর্যন্ত।
সেক্ষেত্রে ঠিক যতটুকু পর্যন্ত পোস্ট না খোলার আগ পর্যন্ত দেখতে চান ঠিক সেই লাইনে বা সেই শব্দের পরে "কার্সর" (১ নম্বর চিহ্ন) রাখুন। তারপর "জাম্প ব্রেক ঢোকান" এ ক্লিক করুন (২ নম্বর চিহ্ন)। ক্লিক করার পর সেই শব্দ বা লাইনের পরে দেখুন একটা "ছাই রঙয়ের লাইন দিয়ে উপরে নিচে দুই ভাগ হয়েছে। আর সেই ছাই রঙয়ের লাইনের নিচে "--------" এরকম একটা লাইন এসেছে।

এর পর ডান কোনায় লেখা "আপডেট" এ ক্লিক করুন ।

কাজ শেষ হলে হোম পেজে গিয়ে দেখুন হয়েছে কিনা।


১৫.
এবার আপনার ব্লগের লেআউট ঠিক করুন।

১৬.
লেআউটকে মনমতো সাজাতে টেমপ্লেট ডিজাইন ব্যবহার করুন।

১৭.
এখানে যত সময় মনোযোগ দিয়ে কাজ করবেন আপনার ব্লগবাড়িটি তত সুন্দর হবে।

১৮.
আপনার পছন্দমতো লেআউট বেছে নিন। পরে যদি প্রাথমিকভাবে পছন্দ লেআউটটি আর পছন্দ না হয় সেক্ষেত্রে বদলিয়ে ফেলতে পারেন।

১৯.

২০.
আপনার ব্লগ সাইটটির ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে "পশ্চাদপট" লেখাতে ক্লিক করে তারপর লাল চিহ্নিত চিহ্নগুলো অনুসরণ করে এগিয়ে নিজের পছন্দমতো ছবি বাছাই করুন।

২১.
ব্লগসাইটে প্রয়োজনীয় গ্যাজেট যোগ করতে "একটি গ্যাজেট যুক্ত করুন" ক্লিক করুন।

২২.
"বুনিয়াদি" থেকে প্রয়োজনীয় গ্যাজেট নিয়ে "আরো গ্যাজেট" থেকেও পছন্দের গ্যাজেট আপনার ব্লগ সাইটে যোগ করতে পারেন ।

শেষ কথা: শেষ কথা বলে কিছু আমার কাছে এখনও কিছু নেই। কেননা ব্লগ সাইট তৈরিতে যত সময় দিবেন, যত মনোযোগ দিবেন ততই তা দৃষ্টিনন্দন আর আকর্ষনীয় হয়ে উঠবে।

একটি অনুরোধ বা উপদেশ:
তবে মনে রাখবেন সাইট বানালেই কিন্তু আপনি ফেসবুকার থেকে ব্লগার হয়ে গেলেন। কিন্তু অনুগ্রহপূর্বক হিটের নেশায় বা বিবেক বিবর্জিত এমন কোন চুলকানী লেখা নিজের সাইটে প্রকাশ করা থেকে বিরত থাকুন যাতে আপনাকে মানুষ মরার পরে গালি না দিয়ে আপনাকে হারানোর শোকে আফসোস করে, চোখে পানি আসে।

বিশেষ কৃতজ্ঞতা:
১.প্রিয় ব্লগার "দূর্যোধন" এর ব্যক্তিগত ব্লগসাইট "দূর্যোধনের আস্তানা"তে ঘোরাঘুরি করতাম আর আফসোস করতাম যদি তাঁর ব্লগে লেখার একটা সুযোগ পেতাম। কখনো মুখ ফুটে বলতে পারিনি। সেই সময় থেকে নিজের একটা ব্লগবাড়ি হোক তেমন ইচ্ছে মনের মধ্যে আকুপাকু করতো। সেই থেকে ব্লগ তৈরির আগ্রহের শুরু।

২.প্রিয় ব্লগার "ফিউশন ফাইভ" যেদিন আমাকে "আশা জাগানিয়া" ব্লগসাইটটি তৈরি করে আমাকে সাইটের লিঙ্ক ধরিয়ে দিলেন সেই দিনের আনন্দ আমি আজও অনুভব করতে পারি।

৩.প্রিয় মানুষকে ব্লগ সাইট তৈরির পরামর্শ দিতে গিয়ে নিজেরও অনেক কিছু শেখা হয়েছে।

অজ্ঞতা স্বীকার: নিজের ব্লগ সাইট নিজে বানানোর ধাপগুলো বর্ণনা বা ছবি দিয়ে উপস্থাপন করার মানে কিন্তু এই না যে আমি এসব খুব বুঝি। কারো কোন সুপরামর্শ সাদরে গৃহিত হবে।

মন্তব্য ২২৭ টি রেটিং +২৮/-০

মন্তব্য (২২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
জিমেইল আইডি ক্রিয়েট করা পর্যন্ত পড়েই কমেন্ট দিতে আসলাম, জিনিষটা দেখে বিশাল হাসি পাইসে :P

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪

আরজু পনি বলেছেন:

জিমেইল আইডি ক্রিয়েট করাটা দিয়েছি অনেকেই আছেন অন্যের কাছ থেকে মেইল একাউন্ট তৈরি করিয়ে নেন...সেইসব ভিজিটরদের যেনো কাজে লাগে তাই শুরুটা ওভাবে করা।

এবার বাকীটা পড়েন /:)

২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি চমৎকারভাবে বুঝাতে পারসেন পুরা ব্যাপারটা, কুডোস!
টেকী টীচার :-B

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

আরজু পনি বলেছেন:

আপনি শিক্ষার্থী হিসেবে বেশ সমঝদার ...তাই সহজেই বুঝতে পেরেছেন। খুব খুশি হলাম B-)

কৃতজ্ঞতা রইল।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
আরেকজন কে কমেন্ট এ লাইক দিচ্ছে? :|

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

আরজু পনি বলেছেন:

ব্যাপারটা আমি নিজেও কয়েক সেকেন্ড ভেবেছি। :|
তাই মন্তব্যে কে লাইক দিল "দৃশ্যমান" করার দাবী রইল কর্তৃপক্ষের কাছে।

৪| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

rezaul827 বলেছেন: এত হাসি কোথায় রাখিরে পাগলী .............

ইমরাজ কবির মুন ভাই এর সাথে একমত

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪০

আরজু পনি বলেছেন:

যারা পারেন তাদের কাছে কঠিন অনেক কিছুই ডাল ভাত।
আর যারা পারেন না বা জানেন না তাদের কাছে ডাল ভাতও অনেক কঠিন।

আমি একেবারে শুরু থেকে শুরু করেছি।

আপনার হাসির অধিকার আপনার আছে।

মুনের কোন বিষয়ের সাথে সহমত সেটা পরিস্কার হলো না। কেননা মুন একাধিকবার মন্তব্য দিয়েছেন।

আমি ভাবতে পারি মুনের মতো আপনিও হাসছেন :|

অথবা আমাকে একজন ভালো টিচার হিসেবে সম্মানিত করছেন B-)

৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাথা ঘুরায়।
আমি বুড়া মানুষ। একে তো তথ্য প্রযুক্তির বিশেষ কিছু বুঝি না, তার ওপর যে রেসিপি দিলেন তাতে এই মাথা ঘুরা কবে সারবে আল্লাহই জানেন। এ হলো লাশের ওপর দায়ের কোপ। ক্যান যে এই পোস্টটা পড়তে গেছিলাম! হাঃ হাঃ হাঃ।

রসিকতা করলাম। মাইন্ড খাইয়েন না।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৪

আরজু পনি বলেছেন:

মাথা যেনো না ঘুরায় তাই শুধু বর্ণনা না দিয়ে সাথে ছবি দিয়েছি :-B

এবার জিমেইলের রান্নাঘরে রেসিপি নিয়ে বসে যান আর রেসিপি দেখে কাজ শুরু করুন।
আশা করি মজাদার রান্নাই আমাদের কাছে পরিবেশন করতে পারবেন B-)

নাহ্
"আরজু পনি"-র মাইন্ড করা নিষেধ =p~

৬| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: হুম ভালো!এভাবে ব্লগ তৈরি করলে ব্লগের নামের সাথে সবসময়. blogspot.com একটা বিরক্তিকর লেজ লাগানো থাকে!টাকা দিয়ে ডোমেইন কিনলে আর কোনো লেজ থাকেনা! আমার আছে কয়েকটা ফ্রী ব্লগ!!!
Click This Link

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪

আরজু পনি বলেছেন:
ভালোবাসার জায়গাটায় "লেজ" ব্যাপারটা কখনো মাথায়ই আসেনি ।
আর নিজের ডায়েরির মতো যখন তখন লেখার জন্যে টাকা খরচ করে ডোমেনের ব্যাপারটা নিয়ে এখনও ভেবে দেখিনি।

সময় নিয়ে আপনার লিঙ্কের লেখা পড়ে আসবো।
অনেক ধন্যবাদ ।

৭| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

মুসাফির নামা বলেছেন: এটা কি কাজে লাগবে? বসে বসে কি নিজের ব্লগ নিজে পড়ুম।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

আরজু পনি বলেছেন:

আপনার লেখা অন্যরাও পড়তে পারবে ।
অনেকে শব্দ লিখে সার্চ দেয়। সেখান থেকে আপনার কোন লেখা পাঠকের কাজে লেগে যেতে পারে । বা শুধুই অসময়গুলোকে ভালো কাজে লাগাতে আপনার ব্লগ পড়তে পারলে ক্ষতি তো নেই।

জিজ্ঞেস করার জন্যে অনেক ধন্যবাদ, মুসাফির নামা।

৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০

সুশীল দত্ত বলেছেন: মুসাফির নামা বলেছেন: এটা কি কাজে লাগবে? বসে বসে কি নিজের ব্লগ নিজে পড়ুম


মুইঃ =p~ B-)) :D

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

আরজু পনি বলেছেন:
১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩
লেখক বলেছেন:

আপনার লেখা অন্যরাও পড়তে পারবে ।
অনেকে শব্দ লিখে সার্চ দেয়। সেখান থেকে আপনার কোন লেখা পাঠকের কাজে লেগে যেতে পারে । বা শুধুই অসময়গুলোকে ভালো কাজে লাগাতে আপনার ব্লগ পড়তে পারলে ক্ষতি তো নেই।

জিজ্ঞেস করার জন্যে অনেক ধন্যবাদ, মুসাফির নামা।

আপনাকেও ধন্যবাদ, সুশীল দত্ত।

৯| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: উপকারী পোস্ট! অন্তত আমার জন্য। ট্রাই করবো! ধন্যবাদ আপু!

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

আরজু পনি বলেছেন:

একটা লেখা লিখে ফেলার পর লেখকের যেমন স্বস্তি লাগে, তেমনি একটি সাইট তৈরি দৃষ্টিনন্দনভাবে তৈরি করতে পারলেও সৃষ্টির দারুণ আনন্দ পাবেন ।

আর নিজের যেকোন লেখা যখন তখন নিজের ব্লগ সাইটে দিতে পারবেন, এডিট করতে পারবেন...
স্বাধীনতার শতভাগ এখানে আছে।

অনেক সময় রাতে ঘুম না এলে মাথায় লেখালেখি ভর করলে নিজের ব্লগসাইটে তা সংরক্ষণ করা যায়। কিন্তু কেউ অনেক রাতে ব্লগে কী করেন তা নিয়ে কখনো কখনো কেউ কেউ সরাসরি বা আড়ালে কটাক্ষও করে থাকে।
আমরা যতই বলি পাছে লোকে কিছু বলেতে ডরাই না...তারপরও কিন্তু পাছে লোকে কিছু বললে গায়ে লাগেই...সেখান থেকেও রেহাই পা্ওয়া যায়।

কখনো অভিমানে সাময়িক বা পুরোপুরি ব্লগ ছাড়লে লেখালেখিটা যেনো বন্ধ না থাকে সেক্ষেত্রেওব্লগ সাইট দারুণ কাজের ।
শুভকামনা রইল।

১০| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাজের পোষ্ট আপুনি । এখানে কোন না কোন ভাবে আমরা সবাই ছাত্র ।সবাই হয়তো ভাবছেন আমরা এইটুকু সবাই জানি আসলে সবাই জানেনা । একদিন টুকি টাকি করতে করতেই হাত আসে পরে নিজেকে জানান দেওয়া হয়। এমন অনেক আছে ব্লগকি তাও জানেনা। আমি ধন্যবাদ জানাতে এলাম।
তার পর বল যাচ্ছে কেমন দিন কাল?( ব্যাক্তিগত প্রশ্ন) - মাঝে মধ্যে তোমাকে ব্লগেই যাই জিজ্ঞাসা করি মাইন্ড করনাত?

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সুজন।

যারা জানেন এবং তারা ভাবলে তাদের দোষ দিবনা। তারা হয়তো শুধু নিজেদের কথা ভেবেই এমন ভাবছেন। কিন্তু তাদের ভালো লেখা অন্যদেরও দারুণ কাজে আসতে পারে ।

ধন্যবাদ জানানোর জন্যে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল।

--------
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি (হয়তো অনেকের চেয়ে ভালো আছি)।
নাহ মাইন্ড করিনা মোটেই । খোঁজ নেবার জন্যে অনেক ধন্যবাদ।
পরম করুণাময় সবার মঙ্গল করুন।

১১| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


টেকি টিচার... ইমরাজ কবির মুন ঠিকই বলেছেন :)

নিজের ব্লগসাইট থাকা মন্দ নয়। বিশেষত যারা গ্রন্থকার হবার বাসনা নেই, তাদের জন্য।
আমি ওয়ার্ডপ্রেসে একটি হাতুড়ে ব্লগসাইট তৈরি করেছিলাম।
ব্লগসাইটেও আছে। ইংরেজি ;)


শুভেচ্ছা, আরজুপনি! আপনি হলেন ব্লগারদের গাইড। লাইভ গাইড।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১২

আরজু পনি বলেছেন: গ্রন্থকার হবার বাসনা না থাকলে ব্লগস্পট ! হায় হায় !

আমিতো বই লিখে অনেক অনেক পুরস্কার পেতে চাই :P

ওয়ার্ডপ্রেস-টাও ভালো লাগে। কিন্তু আজ পর্যন্ত অভ্যস্থ হয়ে উঠতে পারলাম না।
ওয়ার্ডপ্রেস সম্পর্কে বুঝতে শেখার আগেই সেখানকার বাসিন্দা হয়েছিলাম...তারপর শুধু ইতিহাস।

আপনার মন্তব্যে ওদিক নিয়ে আবার ভাববার আবার প্রেরণা পেলাম।

আমি ইংরেজি ভালো করে শিখে নেই তারপর আমিও একটা ইংরেজি ব্লগ খুলবো B-)

পরম করুণাময় যেনো আমাকে ভালোর জন্যেই বাঁচিয়ে রাখেন।
অনেক কৃতজ্ঞতা রইল, প্রিয় ব্লগরত্ন।

১২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: আমার জীমেইল একাউন্ট আছে । এখানে জয়েন করার জন্য খুলেছিলাম । আর আপনার পোস্ট দেখে মূল নামে একটা ব্লগ বাড়ি বানালাম !!

লেআউটে যত সময় দেয়া যায় ব্লগ তত সুন্দর । কথা হাছা !!

অনেক ধন্যবাদ দিক নির্দেশনায়।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৫

আরজু পনি বলেছেন:
সমস্যা না থাকলে আশা করি জানাবেন আপনার ব্লগ বাড়ির খবরটি ।

আমি এখনও অনেক কিছুই বুঝি না...আর আগ্রহও কমে না। তাই আবার চেষ্টা করলাম নতুন কোন ভাবে উপস্থাপন করার জন্যে।

আপনি আমার পোস্টের বাইরে নতুন কিছু জানলে অনুগ্রহ করে জানাবেন। আমি আমার ব্লগে প্রয়োগ করে দেখতে চাই ।

মতামতের জন্যে অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
ভালো থাকুন নিরন্তর।

১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৪

জুন বলেছেন: প্রতিটি ধাপ এত সুন্দর করে বর্ননা করেছেন পনি যে বিষয়টি আমার মত পন্ডিতের কাছেও জলবত তরলং :P
অসংখ্য ধন্যবাদ আপনাকে এতখানি কষ্ট করার জন্য। তবে এটা অনেকের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন:

এর জন্যে আমার প্রিয় ব্লগারের/পছন্দের মানুষটির কাছে বিশেষ কৃতজ্ঞতা ;)

কারো কাজে লাগলে আনন্দিত হবো।

অনেক কৃতজ্ঞতা রইল, পরম শ্রদ্ধেয় প্রিয় জুন।

১৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
RezauL ar MainUddin MainuL k Lebur shorbot banaye khaowano houk B-))

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন:

হাহাহাহা

আপনার মন্তব্যে সাপোর্ট করা কিন্তু প্রকারান্তরে আমার পোস্টকেই সাপোর্ট করা ;)

১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
sei jonno shorbot apni banaben :D

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন:

আচ্ছা নিজের ব্লগ সাইটে স্বাস্থ্যসম্মত শরবতের রেসিপি দিবোনে 8-|

১৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



বুঝলাম কিন্তু নিজের ব্লগ সাইটে আপনাদের পামু ক্যামনে ? শেষে জনে জনে দাওয়াত দিয়ে আনা লাগবে।
/:)

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

আরজু পনি বলেছেন:

দূর্যোধনের আস্তানাতে কিন্তু সহব্লগারদের দারুণ আনাগোনা ছিল ;)

তেমন ব্লগ বানালে দাওয়াত দিতে হবে না । B-)

তবে, দাওয়াত দেবার জন্যে ফেসবুক শেয়ার, গুগল প্লাস শেয়ার তো আছেই :-B

করে ফেলুন নিজের ব্লগসাইট...
দাওয়াত নিলাম।

ইখতামিন, গেম চেঞ্জারের কিন্তু দারুণ ব্লগসাইট আছে।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, কান্ডারি।

১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭

এরশাদ বাদশা বলেছেন: অগ্রজ মোসতাকিম রাহীর অনুপ্রেরণায় সামু ব্লগে আসা। তিনিই অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন ২০০৫ সালের শেষেরদিকে। তারও আগেই আমার ব্লগস্পটে অ্যাকাউন্ট ছিলো। বলা বাহুল্য, সেটাও তার করে দেয়া। সামু ব্লগে পরিচিত পেয়ে যাওয়ার পর আর নিজের ব্লগ সাইটটাকে সময় দিতে পারিনি। এরপর তো উত্থানপতন। আমার গল্প লেখার অদম্য ইচ্ছে দেখেই রাহী ভাই উৎসাহ দিতেন। ২০১০ সালে আমার উপন্যাস ''স্বপ্নচোর'' প্রকাশিত হয় রহস্যপত্রিকায়। তখনও ব্লগ সাইটটাকে ঘষামাজার প্রয়োজনীয়তা অনুভব করিনি। মাঝে মাঝে ঢূঁ মারা হয়েছিলো। আপনার এই পোস্ট পড়ার পর মনে হচ্ছে ব্লগ সাইটটার প্রতি কি অবিচারটাই না করেছি আমি। সিদ্ধান্ত নিয়েছি ব্লগের চেয়ে বেশি ওইখানেই সময় দেবো।
আপনাকে অন্তর থেকে ধন্যবাদ আপু। সময় হলে আমার ব্লগসাইটটা ঘুরে আসবেন।
গল্পেরা আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন:
আপনার সাইটটা দেখলাম।
বেশ সুন্দর ।
তবে একটা বিশাল গল্প দেখলাম।
কিন্তু আপনার হোম পেজে গেলে আপনার কোন লেখা পুরোপুরি দেখা না গিয়ে সামহোয়্যারে যেভাবে অল্প কিছুদুর দেখা যায় তার জন্যে নিচের ছবিটা দেখুন।

প্রতিটি পোস্ট তৈরির সময় বা এডিট/আপডেট করার সময় "জাম্প ব্রেক ঢোকান" বাটন এ ক্লিক করলেই আপনার চাহিদা পুরণ হয়ে যাবে আশা করি।

১৮| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

তাসলিমা আক্তার বলেছেন: আমি ট্রাই করে দেখব পারি কিনা। না পারলে আপনাকে কিন্তু আবার জ্বালাতন করব :D

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:
মূল পোস্টে কিন্তু "তাসলিমার লেখালেখি" উল্লেখ আছে ;)
কাজেই জ্বালানিকে সুস্বাগতম । B-)

দেখি কবে নক করেন? 8-|

অগ্রিম অভিনন্দন রইল।

১৯| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

ইস্কান্দার মীর্যা বলেছেন: অনেক ঝামেলার কাজ দেখছি । আমার ফেসবুকই ভালো !:#P

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

আরজু পনি বলেছেন:
মোটেও ঝামেলার কাজ না।

যখন কোন কারণে ফেসবুক বন্ধ থাকবে তখন কী করবেন? B-))

তারচেয়ে মেইল বন্ধ হবার সম্ভাবনা কম, কাজেই খুলে নিজের সব লেখা সেখানে ব্যাকাপ হিসেবে রাখলে মন্দ কী?

শুভকামনা রইল, মীর্যা ০০৭।

২০| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩২

রাজসোহান বলেছেন: ব্লগস্পটের চাইতে ওয়ার্ডপ্রেস সহজ বেশী। আর তাছাড়া ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস যেখানেই বানান, ডোমেইন নামটা হয়ে যায় বিশাআআআআআআআল।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:
ওসব আমার কাছে কিছু মনেই হয়নি। বিশাল কিনা ভেবেই দেখিনি। আমার দরকার হাসিল হলেই হলো।

আমি ওয়ার্ডপ্রেসে সেভাবে নিজেকে অভ্যস্থ করতে পারিনি।
তবে মনে হচ্ছে আবার চেষ্টা করবো।

অনেক ধন্যবাদ, রাজসোহান।
শুভকামনা রইল।

২১| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহা কি মনে করায়া দিলেন, আমার একটা ছিল তো ব্লগস্পটে; দেখি আজকে খুঁজে বের করি সেইটারে।

অনেক ধন্যবাদ, ভালো থাকুন সবসময়, একরাশ শুভকামনা রইল।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

আরজু পনি বলেছেন:
আপনার ফ্লিকার আছে কিনা জানিনা।
না থাকলে আপনার জরিমানা হওয়া উচিত।

কষ্ট করে খুঁজতে হবে না..। শুধু জিমেইলে গিয়ে Blogger এ ক্লিক করলেই জানান দিবে সেই একাউন্টে আপনার নিজের ব্লগস্পট আগে করেছিলেন কিনা।

অনেক শুভকামনা রইল।

২২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৭

হাসান মাহবুব বলেছেন: গত কয়েক বছর ধরে ভাবতেছি এই কাজটা করুম। আইলসামি লাগে |-)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
কাজটা করে খুব মজা পাবেন নিশ্চিত।

যখনই মনে হবে, তখনই ১০ মিনিট এর জন্যে বরাদ্ধ করুন...। দেখবেন হয়ে গেছে।
আপনার ব্যাক্তিগত ব্লগ দেখার অপেক্ষায় রইলাম ।

অনেক শুভকামনা রইল, হাসান।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩

safu বলেছেন: হাহাহা.... বর্তমান যুগে কি জিমেইল আইডি ক্যাম্নে খোলে, সেটা শিখান লাগে!!?


আপনি ব্লগার না হয়ে টিচার হতে পারতেন!!
বুঝানিটা ব্যাপক হইসে!! :D

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

আরজু পনি বলেছেন:
"বর্তমান যুগে জিমেইল আইডি নিজে খোলা"...এই বিষয়ে বাংলাদেশে গবেষণা করলে আপনি এর ফলাফল যা পাবেন তা দেখে আমাকে ধন্যবাদ দিতে আসবেন নিশ্চিত ।

বাস্তব অভিজ্ঞতা থেকেই বললাম ।

গবেষক হতে পারলে খুশি হতাম । :D

অনেক ধন্যবাদ আপনাকে, সাফু।
শুভকামনা রইল নিরন্তর।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: সমস্যা হচ্ছে সময় ব্যবস্থাপনা, এতগুলো প্ল্যাটফর্ম মেনেজ করা মুশকিল!

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

আরজু পনি বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪
লেখক বলেছেন:
এখানে যা লিখছেন তা শুধু কপি করে পেস্ট করে পোস্ট দিতে এক মিনিটও লাগবে না আশা করি ।

নিজের কাছে নিজের পরিশ্রমের লেখার ব্যাকাপ* রইল, মন্দ কী?

আর এটা তো নিজের মেইলেরই একটা অংশ।

আশা করি কখনো কাজে লাগবে ।

অনেক শুভকামনা রইল, পথিক।
---------
ব্যাকাপ* বানান ভুল হয়েছিল। বানান ঠিক করে তাই আবার জবাব দিলাম।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

আরণ্যক রাখাল বলেছেন: করতে হচ্ছে!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:
ব্যাকাপ হিসেবে নিজের কাছে রাখতে আর সৃষ্টিশীল গুনটাকে দারুণ কাজে লাগাতে এর বিকল্প নেই ।

অনেক শুভকামনা রইল, রাখাল।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//লাশের ওপর দায়ের কোপ।// এই অমর মন্তব্যের জন্য হেনা ভাইকে একটা চকলেট দেওয়া হোক।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
আপনার কাছ থেকে কবে হেনা সাহেবের জন্যে চকলেট নিতে আসবো ভাবছি। :P

আমি বহন করার পারিশ্রমিক হিসেবে অর্ধেক নিয়ে নিব।
=p~

২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার পোষ্ট পইড়া বানাইতে গিয়া দেখি ২টা বানানো আছে ইউজে নাই :P

আপনার অনুপ্রেরণা আরেক খানা বানাইলাম...
দেখে কেমন হইছে বলেন ..........http://kobitakutir.blogspot.com/
অনেক অনেক ধণ্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:
বাহ দারুণ!

কমেন্ট করে এলাম আপনার ব্যক্তিগত কুটিরে।

ধ্রুবতারা কেডা? :-*

অনেক শুভকামনা রইল, ভৃগু।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

আরজু পনি বলেছেন:
অফটপিক:
মির্জা বাড়ির বউড়া আজকাল এসবেও মাথা ঘামায়?!

অগ্নি কী করবে সেটা উনার ব্যাপার ।

রেসিডেন্ট ব্লগার হতে চাওয়া কি দোষের নাকি?

আমিতো সমস্যা দেখি না।

২৯| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

অন্তু নীল বলেছেন: উপকারী পোস্ট।

অনেকদিন আগে একটা ট্রাই মারছিলাম। নিজের দুএকটা কবিতা টবিতা লেখার জন্য।
কিন্তু তেমন সময় দেওয়া হয়নি। এখন শুনি অনেকেই নাকি ফ্রীতে বানিয়ে আয় রোজগারো করে।
হলে তো ভালোই।

তবে আমার কাছে প্রিভেট ডায়রির মতই মনে হয় এই ব্লগগুলো।
ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২১

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, আয়-রোজগারের পথও খুলতে পারে ।

হতে পারে...কখনো যে আমার মনে হয় না তা না।
কিন্তু নিজের লেখাগুলোতে, ব্যাকাপ হিসেবে রাখতে এই ডিজিটাল ডায়েরির তুলনা হয় না।

অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, অন্তুনীল।
ভালো থাকুন সবসময়।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

কল্লোল আবেদীন বলেছেন: উপকারী পোস্ট!
আমার ভাল লেগেছে।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, কল্লোল।

শুভকামনা নিরন্তর ।

৩১| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বোকামানুষ বলেছেন: দেখতে হবে চেষ্টা করে একসময়
ভাল লাগছে পোস্ট ধন্যবাদ

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:
আশা করি আপনার ব্যক্তিগত ব্লগস্পটের দেখা পাবো শিগগরিই।

অগ্রিম অভিনন্দন জানাই।

৩২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

উল্টা দূরবীন বলেছেন: পোস্টটা অনেকেরই কাজে আসবে। যদিও আমার আগে থেকেই ব্লগ সাইট আছছে :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:
কারো কারো নিজের সাইট দারুণ চোখে পড়ার মতো।

গেম চেঞ্জারের ব্লগসাইটতো দারুণ দেখতে।

অনেক ধন্যবাদ, উল্টা দূরবীন।
ভালো থাকুন সবসময়।

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: করতে হবে । ভালো পোস্ট!

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:

সফলকাম হোন।

অনেক শুভকামনা রইল।

৩৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়তে রাখলাম । দেখি আপনাকে জ্বালাতন না করে একটা বানাতে পারি কিনা ! B-)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:
জ্বালাতন করতে পারেন, মাইন্ড খাবো না 8-|

প্রিয়তে রাখার জন্যে কৃতজ্ঞতা রইল।

৩৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

ভবোঘুরে বাউল বলেছেন: আজই করে ফেলব নিজের একটা ব্লগসাইট। :)
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:
আশা করি এতোক্ষণে হয়ে গেছে আপনার ব্লগসাইট।

অভিনন্দন রইল, আপনার জন্যে।

৩৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

গেম চেঞ্জার বলেছেন: আমার তো আছে একটা। সময় বেশি দিতে পারি না। :| :|

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

আরজু পনি বলেছেন:
আপনার সাইটটা অনেক সুন্দর ।

আমি সাদামাটা সাইটের কথা বললাম।...আপনি কয়েকটা টিপস দিয়ে যেতে পারতেন। যাই হোক।
শুভকামনা রইল, অনেক অনেক।

৩৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

গেম চেঞ্জার বলেছেন: ভাল কথা, আমি জিমেইল আইডি বানানো শিখলাম। :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন: #:-S

:P

!:#P
=p~

৩৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




একদম হাতে কলমে ব্যক্তিগত ব্লগসাইট বানানো শিখিয়ে দিলেন । এর চে সহজ ভাবে শেখানো আর হয়না । অনেকের কাজে লাগবে ।

নববর্ষের আগাম শুভেচ্ছা রইলো ।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:
অনেক কৃতজ্ঞতা জানাই, সুন্দর মন্তব্যে...শ্রদ্ধেয় জী এস সাহেব।

কারো কাজে আসলে ভালো লাগবে ।

আপনার জন্যেও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।

৩৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

আমি তুমি আমরা বলেছেন: সামুতে আইডি খুলতে হলেইতো ইমেইল আইডি থাকা লাগে। সুতরাং যারা সামুতে ব্লগান তাদের সবারই জিমেইল বা ইয়াহু আইডি আছে বলেই ধরে নিতে পারেন। তাই জিমেইল আইডি কিভাবে খুলতে হয়-পোস্টে রাখবেন কিনা ভেবে দেখতে পারেন।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৬

আরজু পনি বলেছেন: ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭
আরজু পনি বলেছেন:
@আমি তুমি আমরা,
এই পোস্টটা শুধুমাত্র সহব্লগারদের জন্যে না।

ভিজিটরদের জন্যেও বটে।

বলছি...

আমার বাস্তব অভিজ্ঞতার কারণেই কীভাবে জিমেইল ঠিকানা ওপেন করতে হয় তা ছবি সহ বিস্তারিত দিয়েছি।
কোন উদাহরণ দিচ্ছিনা তাতে কারো প্রাইভেসি নষ্ট হতে পারে।

আশাকরি বুঝবেন ব্যাপারটা।
মতামতের জন্যে অনেক ধন্যবাদ জানাই।
শুভকামনা রইল।

৪০| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

গেম চেঞ্জার বলেছেন: আসলে নিজে নিজেই শেখা যায়। তবে সময় দিতে হয়। আমার সাইটে মাসে ৩-৪ ঘন্টা সময়ও বের করতে পারি না। :| :|

যারা সাইট আরো দৃষ্টিনন্দন করতে চান, তাঁরা বাইরে থেকে টেম্প্লেট নামিয়ে নিতে পারেন। এরপর ব্লগস্পটে আপলোড করতে পারবেন।
আর কাস্টম গ্যাজেটও সার্চ দিলে পাওয়া যায়। যদি জাভাস্ক্রিপ্ট জানা থাকে তাহলে নিজের মতো উইজেট/গ্যাজেট বানানো যাবে। এমনকি ইচ্ছেমত কারিকুরি করা যাবে, টেমপ্লেট কে পুরো নিজের মতো করে বিনির্মান যায়। :)

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন:
যদি জাভাস্ক্রিপ্ট জানা থাকে তাহলে নিজের মতো উইজেট/গ্যাজেট বানানো যাবে। এমনকি ইচ্ছেমত কারিকুরি করা যাবে, টেমপ্লেট কে পুরো নিজের মতো করে বিনির্মান যায়।
:(

আমি ইচ্ছেমত কারিকুরি করতে চাই :(

কিন্তু ধৈর্যই তো আমার নেই !

আচ্ছা চন্দ্র না পেয়ে জোছনা নিয়েই সন্তুষ্ট থাকি ।

তবে আমার "আশা জাগানিয়া" ব্লগ সাইটটার কিছু বাটন কাজ করে না, মানে পুরোনো ব্লগে চলে যায়...। ফিউশনকেও নক করতে অস্বস্তি লাগে। নিজের ব্যস্ততা থেকে অনেক সময় দিয়েছে আমাকে । কী করবো জানিনা...

আপনার সাইটটা গতরাতেও দেখে এলাম...শুধু দেখি আর দেখি
আর অবাক হই।

অনেক শুভেচ্ছা রইল, গেমার।

৪১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: আমিও অতটা এক্সপার্ট না । তারপরও অনেকদিন ধরে বানানোর ইচ্ছে ছিলো, তাই আজ বানাইলাম ! ছদ্ম নামটাই দেখলাম মানাচ্ছে ভাল, তাই ওটাই রেখে দিলাম !
http://kothakothi.blogspot.com/

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫

আরজু পনি বলেছেন: এই ছবিটাতেই মন ভরে যাচ্ছে।
এটাকে যদি স্বাগতম জানানো হিসেবে ধরি তবে বলবো তা খুবই দারুণ হয়েছে।

আর আপনার ফন্ট বাছাইটা বেশ লাগলো।

আমি প্রথম পোস্টটাতে মন্তব্য করে এলাম :D

৪২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: দারুন লাগলো পোষ্টটা ।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, নীলপরি।

খুব ভালো থাকুন।

৪৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

বিদগ্ধ বলেছেন: যেকোন দিন আমি একটি ব্লগসাইটের মালিক হয়ে যেতে পারি। এই শক্তি পেলাম আপনার লেখা থেকে। ধন্যবাদ!

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৪

আরজু পনি বলেছেন:
জ্বি, অবশ্যই ।

আপনার ব্যক্তিগত ব্লগস্পট দেখার অপেক্ষায় রইলাম, বিদগ্ধ।

অগ্রিম অভিনন্দন রইল।

শুভকামনা অনেক অনেক ।

৪৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । দারুণ হয়েছে জেনে ভাল লাগছে প্রথম কাজ বলে তো আরো ভাল লাগছে । আপনার ব্লগ সাইট অনেক সুন্দর এবং বেশ গোছানো । অনেকদিন ধরে কাজ করেছেন হয়তো ।

আবারও ধন্যবাদ রইলো ।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮

আরজু পনি বলেছেন:
আপনার সাইটে ঢুকে ওই কভার ফটো (এখনও জানিনা ওটাকে ঠিক কী বলে) দেখে মনটা ভরে গেছে।

তবে সুন্দর আর গোছানো সাইট দেখতে চাইলে ফিউশন ফ্যাক্টরি, গেম চেঞ্জারের সাইট দেখেন, অনেক সুন্দর ।
দূর্যোধন তো তাঁর আস্তানা সরিয়ে ফেলেছেন। নাহলে ওটাও অনেক দারুণ ছিল।

আপনাকেও অনেক শুভকামনা রইল।

৪৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

ফয়সাল রকি বলেছেন: নতনুদের জন্য পোষ্টটা অনেক উপকারী....
তবে মন্তব্যগুলো পড়তে পড়তে ভাবছিলাম, আসলেই কি নিজের একট ব্লগস্পট বানিয়ে ফেললে ডেকে ডেকে লোকজন নিয়ে গিয়ে পড়াতে হবে নাকি? কিন্তু মূল বিষয়টা মনে হয় সেটা না। নিজের লেখাগুলো সংরক্ষন করা গেলো পাশাপাশি যদি আপনার ব্লগটা জনপ্রিয়তা লাভ করে তাহলে তো ভালই।
পোষ্টে+++

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৫

আরজু পনি বলেছেন: দুইবার চেষ্টা করলাম...জবাব দিতে পারছি না...নেটে সমস্যা করছে।
জানিনা এটাও প্রকাশ হবে কিনা :(

৪৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৯

ফয়সাল রকি বলেছেন: এইবার প্রকাশ হয়েছে :)
আগের মন্তব্যে একটা অনিচ্ছাকৃত বানান ভুল হয়েছিল। নতনুদের << নতুনদের হবে।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

আরজু পনি বলেছেন:
আপনি আমার মনের কথাটি বলেছেন। তখন কী জবাব দিয়েলিাম হারিয়ে যাওয়ার কারণে মনে নেই...
তবে সংরক্ষণ করা এবং নিজের একটা ডিজিটাল পাঠাগার বা সংগ্রহশালা। যেখানে আপনি আরাম কেদারায় বসে আয়েশে লিখতে পারবেন নিজের ইচ্ছে মতো।

স্বাধীনতার শতভাগ সেখানে পাবেন।

আপনার পাঠাগারের ভিজিটর হওয়ার অপেক্ষায় থাকলাম ।
অগ্রিম অভিনন্দন রইল।

৪৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

এরশাদ বাদশা বলেছেন: সাইটটাকে নিখুঁত করে তোলার জন্য আপনার কাছে ধর্না দিতে পারি মাঝে মধ্যে, যদি বিরক্ত বোধ না করেন।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

আরজু পনি বলেছেন:

ছবিটা দেখুন, আপনার পোস্টটা খোলার আগে আপনি যতটুকু দেখতে যান তা হলে পারে ৩ লাইন/৫ লাইন বা ৮ লাইন। আবার হতে পারে নির্দিষ্ট কোন শব্দ পর্যন্ত।
সেক্ষেত্রে ঠিক যতটুকু পর্যন্ত পোস্ট না খোলার আগ পর্যন্ত দেখতে চান ঠিক সেই লাইনে বা সেই শব্দের পরে "কার্সর" (১ নম্বর চিহ্ন) রাখুন। তারপর "জাম্প ব্রেক ঢোকান" এ ক্লিক করুন (২ নম্বর চিহ্ন)। ক্লিক করার পর সেই শব্দ বা লাইনের পরে দেখুন একটা "ছাই রঙয়ের লাইন দিয়ে উপরে নিচে দুই ভাগ হয়েছে। আর সেই ছাই রঙয়ের লাইনের নিচে "--------" এরকম একটা লাইন এসেছে।

এর পর ডান কোনায় লেখা "আপডেট" এ ক্লিক করুন ।

কাজ শেষ হলে হোম পেজে গিয়ে দেখুন হয়েছে কিনা।

৪৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটা দিয়েই শুরু করিঃ
নিজের ব্লগ সাইট নিজে বানানোর ধাপগুলো বর্ণনা বা ছবি দিয়ে উপস্থাপন করার মানে কিন্তু এই না যে আমি এসব খুব বুঝি। কারো কোন সুপরামর্শ সাদরে গৃহিত হবে। -- এ বিনয়টুকু খুব ভালো লেগেছে।
একেবারে হাতে ধরে লেখা শেখানোর মত শিখিয়েছেন, সেজন্য ধন্যবাদ। তবে ছাত্র খারাপ, তাই শেষের দিকে একটু মাথাটা ভারী হয়ে আসছিলো। এটা ছাত্রের দোষ, শিক্ষকের নয়।
একটা উপকারী এবং প্রয়োজনীয় পোস্ট, লাইক দিলাম, প্রিয়তে নিলাম।
জি মেইল একাউন্ট খোলার পদ্ধতিটাও অনেকের কাজে আসতে পারে, কাজেই ওটাকে রেখে দিন।
আর হ্যাঁ, ভালো লাগার মন্তব্যগুলোতে আর উত্তরগুলতেও সমানে 'লাইক' দিয়ে যাওয়াটা কিন্তু আমারও মুদ্রা দোষ!
আর আপনার পোস্ট দেখে মূল নামে একটা ব্লগ বাড়ি বানালাম -- কথাকথিকেথিকথন (১১) এর এই সাফল্যের জন্য তাকেও অভিনন্দন!

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

আরজু পনি বলেছেন:
শেষের দিকে একটু মাথাটা ভারী হয়ে আসছিলো।...এই পোস্ট আপনি জিমেইলে-কিবোর্ডে (হাতে কলমে) করবেন দেখবেন মাথা ভারী হওয়ার কোন চান্স পাবে না।

দারুণ থ্রিল...একেবারে কমান্ডো ট্রেনিং এর মতো। শেষ না করা পর্যন্ত থামার উপায় নেই।

তবে একদিনে সবটুকু করার দরকার নেই। তাতে লোড বেশি পড়ে যাবে।
প্রথমদিন শুধু ব্লগস্পটটা করে নতুন একটা পোস্ট দিলেই হবে।

পোস্ট করার সহজ একটা পথ বলি, সামহোয়্যারের প্রথম পোস্টটাই জাস্ট কপি করে সেখানে পোস্ট করে দিলে ১ মিনিটের চেযে কম সময় লাগার কথা।

ব্লগস্পট হয়ে গেলে তারপর যখনই লেখার ইচ্ছে করবে নিজের ব্লগস্পটে লিখে রাখলে সুবিধেমতো সামহোয়্যারে প্রকাশ করলেই হবে।

যেই পোস্ট সম্পূর্ণ হয়না কিন্তু একটু একটু করে কাজ আগাই সেই পোস্ট আমি লিখে পোস্ট করি ঠিকই কিন্তু শিরোনারে শেষে বা আগে "ড্রাফট পোস্ট: " জুড়ে দেই যেনো কাজ আগানোর ধৈর্যটা থাকে। আর পোস্ট প্রকাশিত থাকে বলে চোখের সামনে রিমাইন্ডার হিসেবে থাকে ।

আমি বানান নিয়ে তেমন পোস্ট একেবারে চোখের সামনে ঝুলিয়ে রেখেছি।

ভালো লাগা মন্তব্যতে "লাইক" দেয়া মুদ্রা দোষ মনে করিনা। এটা আমার কাছেও খুব ভালো লাগে। কারো মন্তব্য তেমন পছন্দ হলে আমিও লাইক দেই।

হ্যাঁ, জিমেইল খোলার পদ্ধতি রাখবো। কারণ কিছুদিন আগেরই আমার বাস্তব অভিজ্ঞতা আছে।

অনেক অনেক ধন্যবাদ এবং

বাংলা নতুন বছরের শুভেচ্ছা রইল।

৪৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টে পজেটিভ প্লাস।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:
পজেটিভ প্লাস মানে হলো প্লাসে প্লাসে বোল্ড প্লাস (++=+) হয়... আপনার জন্যে আমার পুত্র ইমেজ পছন্দ করে দিয়েছে, আর কন্যা দিয়েছে সাজানোর পরামর্শ । :D

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

ব্যানারটা দারুণ হয়েছে।

৫০| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

জানা বলেছেন: প্রেজেন্ট প্লিজ!

লেইট কামার স্টুডেন্ট... ;)

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

আরজু পনি বলেছেন:
লেট কামার স্টুডেন্টদের মোটিভেশনের ব্যবস্থাও আছে ;)

ঢাকা শহরের রাস্তার যেই অবস্থা ! :|

নির্ঘাত ঘেমে নেয়ে গেছেন...
আপনার পছন্দমতো শরবত পান করে ধাতস্থ হয়ে নিন ।

এই শরবতের ইমেজ আমার কন্যা পছন্দ করে দিয়েছে আর আপনার প্রোপিকে "রিক্সা" কেন, অবাক হয়ে জানতে চেয়েছে।
ভাবছি কখনো সরাসরি আপনার সাথে দেখা করানোর ব্যবস্থা করে দিব কন্যাকে। তখনই না হয় সে জিজ্ঞেস করে জেনে নিবে।

সময় মতো ক্লাসে আসলে বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে... B-)


নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৫১| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০

এরশাদ বাদশা বলেছেন: সামু ব্লগের নিজের ব্লগ পেইজে সবগুলো পোস্ট কিভাবে দেখায় সেটা একটু জানাবেন। যেভাবে বলছিলেন জাম্প ব্রেক এর কথা, ওইভাবে নতুন একটা পোস্ট এ জাম্প ব্রেক সিলেক্ট করলাম, কিন্তু আমার ব্লগ পেইজ এ রিসেন্ট পোস্টটাই বিশাল আকারে আগের মতো শো করছে। কিভাবে সবগুলো পোস্ট সামু ব্লগের মতো সংক্ষিপ্ত আকারে শো করবে একটু জানাবেন প্লিজ।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬

আরজু পনি বলেছেন:
ছবিটা দেখুন, আপনার পোস্টটা খোলার আগে আপনি যতটুকু দেখতে যান তা হলে পারে ৩ লাইন/৫ লাইন বা ৮ লাইন। আবার হতে পারে নির্দিষ্ট কোন শব্দ পর্যন্ত।
সেক্ষেত্রে ঠিক যতটুকু পর্যন্ত পোস্ট না খোলার আগ পর্যন্ত দেখতে চান ঠিক সেই লাইনে বা সেই শব্দের পরে "কার্সর" (১ নম্বর চিহ্ন) রাখুন। তারপর "জাম্প ব্রেক ঢোকান" এ ক্লিক করুন (২ নম্বর চিহ্ন)। ক্লিক করার পর সেই শব্দ বা লাইনের পরে দেখুন একটা "ছাই রঙয়ের লাইন দিয়ে উপরে নিচে দুই ভাগ হয়েছে। আর সেই ছাই রঙয়ের লাইনের নিচে "--------" এরকম একটা লাইন এসেছে।

এর পর ডান কোনায় লেখা "আপডেট" এ ক্লিক করুন ।

কাজ শেষ হলে হোম পেজে গিয়ে দেখুন হয়েছে কিনা।

--------------
আমার মাথাটা কখনো কখনো কৈ যায় আল্লাহ মালুম!

আপনার এক মন্তব্যের জবাবে আরেক মন্তব্যের জবাব দিয়ে দিয়েছি।

৫২| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আরজু পনি বলেছেন:
সিঙ্গেল থাকা অবস্থায় এই পোস্ট পেলে সুযোগটা নিয়ে নিতাম হয়তো

:P
=p~

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

আরজু পনি বলেছেন:
X( X((

মানুষজনতো এই এক লাইন দেখে আমাকে ভুল বুঝবে! :|

পরের লাইনে যে বলেছি সংসার, ছানাপোনা ব্যস্ততার কারণে ঘোরাঘুরি করার জন্যে এখন আর সময় বের করাই মুশকিল সেটাতো মানুষজন জানবে না #:-S

তবে আমি আসলেই ছানাপোনা হওয়ার আগে বিয়ের আগে পরে বাংলাদেশের অনেক জেলা ঘুরে ফেলেছি। B-)

যদিও এখনও আমরা টোনাটুনি-ছানাপোনাও ম্যালা ঘুরি।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, পিকাচু।

৫৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ পোস্ট।দেখি ছাত্র হিসেবে শিক্ষকের দিকনির্দেশনায় একটা তৈরি করে ফেলব

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩

আরজু পনি বলেছেন:
ধাপে ধাপে আগালে কোন সমস্যা হবে না আশা করি।

তারপরও কোন সমস্যা হলে নির্দ্বিধায় নক করতে পারেন।

সর্বদাই সুস্বাগতম।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, রুদ্র জাহেদ।

৫৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

বার্ণিক বলেছেন: হুম। একখান বানাতি হবি।

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:
আচ্ছা...
অগ্রিম অভিনন্দন রইল, বার্ণিক।

সামহোয়্যারে পোস্ট করার আগে গোছানোর কাজটা সেখানেই করতে পারেন ।

ব্লগবাড়ি বানাতে কোন সমস্যা মনে করলে যে কোন সময় জানাতে কোন দ্বিধা করবেন না।

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই, বার্ণিক।

৫৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন

জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২

আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।


মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।

নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।

৫৬| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

এরশাদ বাদশা বলেছেন: ক্রমাগত ধন্যবাদ জানিয়ে যাবো আপনাকে। মোটামুটি সমস্যার সমাধান হয়েছে। পোস্ট গ্যাজেট মেইন যে সেকশনটা আছে ওখানে গিয়ে পোস্ট সাজানোর অপশনটা দেখলাম। কয়টা পোস্ট শো করবে ওই তালিকায় ১০ টা করে দিলাম। সম্ভবত আমার পোস্ট ৪ টা হওয়াতে লাস্ট পোস্টটা পুরোটাই দেখাচ্ছে। বাকীপোস্টগুলো জাম্প ব্রেক ঢোকানোর পর সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছে। আবারো ধন্যবাদ আপনাকে আপু।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৫

আরজু পনি বলেছেন:
আপনার শেষ পোস্ট যেটাতে গল্পটা পুরোটা দেখা যাচ্ছে সেটাকে এডিট করতে পারেন। এডিট করতে গেলে আবার "জাম্প ব্রেক ঢোকান" অপশনটা পাবেন। তখন নিজের পছন্দ মতো লাইনগুলো পার হয়ে তারপর কার্সর রেখে জাম্প ব্রেক ক্লিক করুন।

আপনার একপাতায় ১০টা করে পোস্ট দেখাবে সেই অপশনটা সম্ভবত দিয়েছেন।

জাম্প ব্রেক একবারে দেয়ার অপশন আছে সেটা আমি এখনও শিখিনি ( চেষ্টা করা হয়নি।)। আপনি প্রতিটা পোস্টে আলাদা করে জাম্প ব্রেক সেট করতে পারেন । আমি আপাতত Hope 5 (arjunasrinpony) ব্লগে তাই করছি।
আশা জাগানিয়াতে ফিউশন ফাইভ একবারে সেট করে দিয়েছেন।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, বাদশা।

৫৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১

আরজু পনি বলেছেন:
@বালতি,

আমি জানি না অগ্নি সারথি মনোনয়ন পাওয়ার কারণে কার এতো সমস্যা হচ্ছে যে রীতিমতো মাল্টি দিয়ে তার বিরুদ্ধে এভাবে প্রচারণা চালাতে হচ্ছে।

তার সাথে ব্যক্তিগত দ্বন্দ থাকলে সেটা ব্যক্তিগতভাবেই সমাধান করা উচিত।

উনি সামহোয়্যারের প্রতিনিধিত্ব করছেন সেটা আমাদের মনে রাখাটা জরুরী।

সামহোয়্যারের ব্লগার হিসেবে এই পুরস্কারের ব্যাপারে অগ্নি সারথির সাথে থাকাটা আমাদের দায়িত্ব।

আশাকরি ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।

এটা সত্যিই যে, উনি জিতলে সামু জিতবে ।

সামহোয়্যারের জয় হোক...এটা সবসময়েই চাই।

৫৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

অন্তরন্তর বলেছেন: আপনার পোস্ট সবসময়ই উপকারি তা বলেছিলাম এবং আজও বললাম।
নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৮

আরজু পনি বলেছেন:
আপনার/আপনাদের এধরণের মন্তব্যই আমার কাজ করার, এগিয়ে যাবার অনুপ্রেরণা।
অনেক ধন্যবাদ জনাই, অন্তরন্তর।

আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।

---------
অফটপিক:
আপনার ব্লগ একেবারে খালি। ডায়েরি লেখার মতো বা অভিজ্ঞতাওতো শেয়ার করতে পারেন।

৫৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

সায়েম মুন বলেছেন: আপনার পোস্ট থেকে লোকজন উপকৃত হবে।
ব্লগস্পটে একটা বানাইছিলাম। নামধাম পাসওয়ার্ড ভুলে গেছি এখন। অনেক দিন যাইনা কিনা! প্রথম প্রথম ব্লগের লেখাগুলো ওখানে রেখে দিতাম। পরে আর ইচ্ছে হয়নি।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:

আপনার যে কয়টা জিমেইল ঠিকানা আছে তার সবকয়টাতেই ৬ নম্বর ছবিতে দেয়া "Blogger"-এ ক্লিক করলেই যেটাতে আপনার ব্লগবাড়ি আছে সেটা নিজে নিজেই আপনাকে জানান দিবে ;)

আমার অভ্যাস খারাপ।
অন্যের কিছুর উপর লোভ নেই, হিংসাও করিনা।
কিন্তু নিজের একটা ঘর (আমার নিজের অর্জন করা) তা অন্তর্জালেই হোক বা বাস্তবেই হোক সেটা আমার লাগবে। এবং তার জন্যে আমি সময়, শ্রম, কষ্ট স্বীকার করতে রাজি আছি।
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, প্রিয় কবি।

৬০| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

সাদ আলী বলেছেন: দারুণ লিখেছেন খুব ভাল লেগেছে ব্লগটি

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আপনাকে সাদ আলী।
শুভকামনা রইল সবসময়ের জন্যে।

৬১| ১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৬

এরশাদ বাদশা বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকেও আপু।
নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাকেও আপু।

১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, বাদশা।

কিন্তু কী ছবি দিলেন...দেখাতো যায় না।

৬২| ১৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: আপনি অনেক কিছু জানেন। সব্যসাচী।
ধন্যবাদ এই পোস্টের জন্য।

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৯

আরজু পনি বলেছেন:
প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো :``>>

অনেক ধন্যবাদ আপনাকে, বিজন রয়।

খুব ভালো থাকুন সবসময়।

৬৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: এখন নিজ বাড়ির গোলায় ধান ভরা আছে ! হা হা

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

আরজু পনি বলেছেন:

হাহা ব্যাপারটা ভাবতেই কিন্তু বেশ লাগে...।
নিজ ব্লগবাড়ির উন্নয়ন জোর কদমে এগিয়ে চলুক...
অনেক শুভেচ্ছা রইল।

৬৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

ওলে ওলে বলেছেন: অবশেষে আবুল হায়াতের দ্বিতীয় বিয়ের ব্যাপারে মুখ খুললেন বাংলা সিনেমার মুকুটবিহীন সম্রাট প্রবীর মিত্র। গত ১৮ই মার্চ আবুল হায়াত গোপনে দ্বিতীয় বিবাহের কাজটি সম্পন্ন করেছিলেন। গোপন ক্যামেরায় তোলা সেসময়কার একটি সেলফি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলে আবুল হায়াতের এই কুকীর্তির কথা সবাই জেনে যায়। তবে এতদিন পর্যন্ত মোটামুটি চুপই ছিলেন মিডিয়া ব্যক্তিত্বরা।



এবার সেই ধারার ব্যতিক্রম হয়ে আবারো প্রবীর মিত্র জাগিয়ে তুললেন তার প্রতিবাদী কন্ঠস্বর। আবুল হায়াতের কট্টর সমালোচনা করে প্রবীর মিত্র বলেন, "আবুলটা আর আগের মত নেই। সে নষ্ট হয়ে গেছে। দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে সে একাজটা না করলেও পারত। ছিহ, ধিক্কার!"

এব্যাপারে আবুল হায়াতের সাথে যোগাযোগ করার জন্য তার ফোনে কয়েকটি মিসকল দেয়া হলেও তিনি কল ব্যাক করেননি। যতটুকু ধারণা করা হচ্ছে, তা থেকে বোঝা যায়, ক্যারিয়ার বাঁচাতেই মিডিয়ার কাছে আবুল হায়াতের এই ল‍ুকোচুরি !

আরও পড়ুন, চলে গেলেন আরজে সালমান

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২২

আরজু পনি বলেছেন:

=p~

এই ছবি কোন নাটকের সেটা আগে বলেন ...

৬৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২

কাবিল বলেছেন: আপু, আমি যখন আপনার আশা জাগানিয়া প্রথম দেখলাম তখনই নিজে নিজে চেষ্টা করেছিলাম, আপনাকে বলার সাহস হয়নি, পরে অবশ্য পেরেছিলাম কিন্তু হারিয়ে ফেলেছি (এভাবে আমি অনেক কিছু হারিয়েছি :( ) @বোকা মানুষ বলতে চায় কে যে পরামর্শ দিয়েছেন তাতে কাজ হয়েছে, আবার খুজে পেয়েছি।
আপনার শিক্ষানীয় পোস্টটি আমার খুব ভাল লেগেছে।
ধন্যবাদ জানাতে কিছু সময়ের জন্য লগইন করেছি।
ভাল থাকুন সুস্থ থাকুন সব সময়।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

আরজু পনি বলেছেন:
হারানোর অভ্যাস ভালো না :(

এজন্যে অরগানাইজড ওয়েতে কাজ করা খুব জরুরী।

আপনার সাইটটি পেয়েছেন জেনে আনন্দিত হলাম ।

সম্ভব হলে সাইটটির নাম জানাবেন। দেখে আসবো।
অনেক শুভেচ্ছা রইল, কাবিল।

৬৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৭

ফারিহা নোভা বলেছেন: ইয়েস আমার একটা বানাতে হবে আপন ভুবন, অনেক ধন্যবাদ আপু পোস্টের জন্য ।

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

আরজু পনি বলেছেন:
অগ্রিম অভিনন্দন রইল আপনার জন্যে।
আপনাকেও অনেক ধন্যবাদ, ফারিহা নোভা।
ভালো থাকুন সবসময়।

৬৭| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
fLooder guLa asche dekhe 2-4ta comment beshi paoa jay ;)

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

আরজু পনি বলেছেন:
=p~

আপনার কমেন্টে একটা লাইক-এ মন ভরছে না।

তাইতো, মন্তব্যের এই খরাতে রিপোর্টরদের ( :P ) অনেক অনেক ধন্যবাদ । B-))

৬৮| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

পলক শাহরিয়ার বলেছেন: আশাজাগানিয়ার এক স্বপ্নজাগানিয়া পোস্ট। প্রাগৈতিহাসিক কালে একটা ব্লগপোস্ট বানাইছিলাম। আইডি/পাসওয়ার্ড প্রায় ভুলে গেছি।সেইটা উদ্ধারের উপায় কি?

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন:

সেটা যদি জিমেইল একাউন্ট থেকে হয় মানে ওয়ার্ডপ্রেস না হয় তাহলে আপনার যে কয়টা জিমেইল একাউন্ট ( একসময়ে মাল্টি নিক চালানোর স্বভাবের কারণে আমার একাধিক জিমেইল একাউন্ট হয়ে গেছে :``>> ) আছে, তার সবগুলোতে সাইন ইন করুন আলাদা আলাদা করে। তারপর এ্যপসগুলোতে গিয়ে "Blogger" -এগিয়ে ক্লিক করুন। যদি এর কোনটাতে আগে বানানো থাকে তবে নিজেই বেরিয়ে এসে জানান দিবে ।

আর যদি জিমেইল ঠিকানার পাস্ওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ঠিকানা উদ্ধার করে নিন আগে ।
আশা করি কাজ হয়ে যাবে ।

জিমেইল, ব্লগস্পট সম্বন্ধীয় যে কোন প্রয়োজনে নক করতে সর্বদা স্বাগতম জানাই ।
অগ্রিম অভিনন্দন রইল, পলক।
শুভকামনা সবসময়ের জন্যে।

৬৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
eke montobber khora boLe?
/:)

২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

আরজু পনি বলেছেন:

হ, মানুষজন প্রশংসা করে কিন্তু সবাই লাইক বাটন চাপে না :( :((

মানে লাইকের খরা বেশি :( :((

৭০| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আইচ্ছা কাইন্দেন না, আপনার পোস্টে লাইক দেয়ার জন্য খুললাম না হয় আর ১২-১৫টা মাল্টি! #:-S B-))

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৬

আরজু পনি বলেছেন:
/:) আচ্ছা থাক লাগবে না।

মাল্টিবাজি করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোন মানে হয়না।
আমি নিজেও এখন আর ব্লগে মাল্টি নিকও না চালানির চেষ্টা করি ।

৭১| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

পলক শাহরিয়ার বলেছেন: শুকরিয়া । আমার একটাই অ্যাকাউন্ট। মাল্টিবাজি ভালু না।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন:

একটাই যদি অ্যাকাউন্ট হয়, তবেতো অবশ্যই সেটাতেই আছে। খুঁজে দেখুন । পেয়ে যাবেন নিশ্চিত।
আর যদি না পান তবে বুঝে নিবেন আপনিও মাল্টি অ্যাকাউন্টের অধিকারী =p~

৭২| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৩

বিজন রয় বলেছেন: কিন্ত নিজে ব্লগ করে সময় দেব কখন তাই ভেবে পাই না।

তবুও আপনার পোস্টি অনেক কাজের।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন:

আপনার পোস্টে অনেকক্ষণ ধরে ছিলাম, দেড় মাইল লম্বা কমেন্ট করে এসেছি :D

৭৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

বিজন রয় বলেছেন: দেখেছি.............
বিকেলে উত্তর করবো।

শুভকামনা।

২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২১

আরজু পনি বলেছেন:

ভাগ্যিস তবুও বিকেলে দিবেন।
জনাব লেখোয়াড়তো অপেক্ষা করাতে করাতেই আমার ধৈর্য বাড়াতে সাহায্য করেছেন...হাহাহাহা
অনেক ভালো থাকুন , সুপ্রিয় বিজন রয়।

৭৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

বিতার্কিক সাধু বলেছেন: বাহ ভাল পোস্ট। করতে হবে নিজের ব্লগ

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আরজু পনি বলেছেন:
অগ্রিম অভিনন্দন রইল, সাধু।
অনেক শুভকামনা জানাই।

৭৫| ২২ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: উত্তর বিকেলে না করতে পারলেও রাত্রে তো করেছিলাম। আশাকরি দেখে থাকবেন।

জনাব লেখোয়াড়তো অপেক্ষা করাতে করাতেই আমার ধৈর্য বাড়াতে সাহায্য করেছেন

আমি ঠিক জানিনা ধৈর্য্যের ব্যাপারে উনার সাথে আপনার কি হয়েছিল। জানালে বুঝতে পারবো।
লেখোয়াড়কে আমি বেশি দিন পাইনি, তাই উনার সাথে আমার বেশি কথা হয় নি, ইদানিং তো উনাকে ব্লগে দেখি না, তবে উনার বেশি কিছু লেখা পড়েছি। আমার মনে হয়েছে উনার কবিতা একবার পড়লে দুবার পড়তেই হবে। সম্ভবত উনি আমার ব্লগে কোনদিন আসেন নি।

যাহোক, আপনার ব্লগে আপনাদের সহচর্য উপভোগ করছি।
ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
হাহা
লেখোয়াড় খুব মজার ব্লগার ছিলেন...ছিলেন বলছি কেন উনিতো বর্তমানেও ব্লগে আছেন।

আপনার ব্লগিং ভালোই লাগছে আমার।

অনেক শুভকামনা জানাই, জনাব বিজন রয়।

৭৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২

ইখতামিন বলেছেন: দারুণ পোস্ট

কেমন আছেন?

নিচের সাইটটার জন্য খুব দুঃখ লাগে

ikhtamin.blogspot.com

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:
আপনার সাইটে ঘোরাঘুরি করতে গিয়ে আজ নিজের সাইটে পোস্ট নির্বাচিত করার অপশন পেলাম । এখন নিজের পোস্ট নিজেই নির্বাচিত করি :P

কিন্তু ছবিটা দিলাম আপনার ক্যাটাগরীর লিংক সেট করতে কি গ্যাজেট ব্যবহার করেছেন কোন নাকি আর কোন পন্থা?

আর স্লাইড শোটা কীভাবে সেট করেছেন, সেটা ফিউশন ফাইভ আমার "আশা জাগানিয়া"তে সেট করে দেবার পরও বুঝিনা।

তবে "আশা জাগানিয়া"তে কিছু লিংকে ক্লিক করলে আগের ব্লগে চলে যায়।

অনেক দিন পর দেখলাম, এবং অবশ্যই দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল, ইফতেখার আমিন নয় শুধুই ইখতামিন।

৭৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: পনি অাফার লাহান বিখ্যাত হইয়া লই, পরে ব্লগসাইট বানামু!

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:
পনি আফা শিগগীরই সুলেমানি ব্যান খাইয়া ব্লগাধাম ত্যাগ করিতে বাধ্য হইবে :((

পর্যবেক্ষণ: যা হয় ভালোর জন্যেই হয় :(

৭৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন, অবশ্য এই পোস্টি আরো কিছু দিন থাকলে ভাল হয়।

লেখোয়াড় ভাই ব্লগে তো থাকবেনই, নিকতো আর হারিয়ে যায় না। তবে ব্লগে অনেকদিন উনাকে দেখিনি।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১২

আরজু পনি বলেছেন: অনেকের অনেক লেখাতে যেতে পারিনি অনেকদিন...

পোস্ট করাটা আমার কাছে হুজুগে টাইপ। মাথায় ছিট উঠলে তিনদিনের গ্যাপেও পোস্ট দেই । আবার একই দিনে পোস্ট দিতে ইচ্ছে করলে মাল্টিনামার আশ্রয় নেই হাহাহাহা

এখন, মানে ইদানিং পোস্ট দেবার মুডে নেই। মনোযোগ দিতে পারছি না।


লেখোয়াড় খুব আপন করে যেমন বলতে পারতো তেমনি ইচ্ছে হলে ইগনোর করতেও ছেড়ে দিতো না...আমার মন খারাপ হলেও ভালোই লাগতো ।

অস্থির, পাগলাটে, খেপা টাইপ গুনীজন ভালোই লাগে।

৭৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯

ইখতামিন বলেছেন:
পোস্ট নির্বাচিত করার বিষয়টা বুঝলাম না,

শেষ থেকে শুরু করি,,

ইফতেখার আমিন হতে পারি নি, পারলে তো ভালোই হতো, আমি শুধুই ইখতামিন :)

কেমন আছেন?

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৪

আরজু পনি বলেছেন:
একটা গ্যাজেট পেলাম ফিচারড পোস্ট...সেটাকেই আমি নির্বাচিত পোস্ট শিরোনামে আমার ব্লগস্পটে সাজিয়েছি...মজাই পাচ্ছি।

পরীক্ষাগারে কাটা ছেড়া করতে মজাই লাগে।

ইফতেখার আমি কে তা কিন্তু আমি জানিনা। তবে আপনার ব্লগস্পটে আপনার একাধিক পোস্ট পড়ার সময় এক পোস্টে এই নিয়ে আলোচনা দেখলাম ।

ভালো আছি, আলহামদুলিল্লাহ ।

৮০| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

ইখতামিন বলেছেন:

ড্যাশবোর্ড এর ড্রপ ডাউন মেনু থেকে Template সিলেক্ট করুন




তারপর Edit HTML এ যান



তারপর আপনার পছন্দ মতো, কপি-পেস্ট ও এডিট করে প্রিভিউ দেখুন এবং সেভ করুন।

তার আগে পূবের্র টেমপ্লেট টা ডাউনলোড করে নিতে ভুলবেন না, বলা তো যায় না, যদি নষ্ট হয়ে যায়, তখন ডাউনলোডকৃত ফাইল থেকে রিকভারি করতে পারবেন

:)

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন:
আমি চেষ্টা করতে গিয়ে ঢোক গিলে ফিরে আসলাম :|

আরো অনেক সময় নিয়ে, বুঝে আগাতে হবে মনে হচ্ছে।
তারপরও চেষ্টা করবো আমার হোপ ফাইভ নামক পরীক্ষাগারে।

অনেক ধন্যবাদ, ইখতামিন।
কৃতজ্ঞতা জানাই।

৮১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০

ইখতামিন বলেছেন:

উপরের যে ট্যাবগুলো দেখছেন, তা আমি রেডিমেট ট্যামপ্লেট ডাউনলোড করে এডিট করে নিয়েছিলাম :/

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৪

আরজু পনি বলেছেন:
আমিও একবার টেমপ্লেট ডাউনলোডাইছিলাম, আমার এখনও বোঝার অনেক আছে বাকী ...

অনেক কৃতজ্ঞতা রইল, আশা করি এগুলো আমার কাজে আসবে।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল, ইখতামিন।

৮২| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কল্লোল পথিক বলেছেন: সুন্দর পোস্ট ।ধন্যবাদ।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, কল্লোল পথিক।
খুব ভালো থাকুন সবসময়।

৮৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫০

লাবনী আক্তার বলেছেন: সরাসরি প্রিয়েতে নিলাম। B-)


ধন্যবাদ আপু।

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল, লাবনী।
আশা করি কাজে লাগবে।
শুভকামনা জানবেন।

৮৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

ইখতামিন বলেছেন: আমি ভুলে গেছি, ইফতেখার আমিন সম্পর্কে কি আলোচনা ছিলো, আমার মনে আসছে না। আপনি অনুগ্রহ করে লিংকটা দিলে ভালো হতো .

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:
আচ্ছা আপনার সাইটে গিয়ে আনতে হবে।

৮৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪

ইখতামিন বলেছেন: ওহ, বুঝেছি,, পেয়েছি. :)

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

আরজু পনি বলেছেন:
বুঝতে পারার জন্যে ধন্যবাদ, ইখতামিন।
ভালো থাকুন ।

৮৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৭

জনৈক অচম ভুত বলেছেন: জনহিতকর পোস্ট। :D
শো-কেসে নিলাম। B-))

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:
জনগনের হিতে কাজে লাগলে ভালো লাগবে।
শোকেসে নেয়ার সম্মান দেখানোর জন্যে কৃতজ্ঞতা রইল।
অনেক ভালো থাকুন। ভুত থেকে মানুষ হয়ে উঠুন, শুভকামনা রইল।

৮৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৫

কালের সময় বলেছেন: তবে আপু আমি একটা খুলে ফেললাম BANGLA BLOG NET.COM

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, দেখলাম গতরাতে অফলাইনে।
ভালো করেছেন।
আরো সময় দিয়ে গুছিয়ে নিতে পারেন ।
অনেক শুভকামনা রইল।

৮৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

কুটনি বুড়ি বলেছেন: আমার জি-মেইল নাঈ। আমার কি হপে? আমার ভাগ্যে কি তাইলে বগলবাড়ি নাই? B-))

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন: "কুটনি বুড়ি" নামটা নঞর্থক অর্থে ব্যবহৃত হয়। কাজেই আপনি বাস্তবে ভালো মনের মানুষ হলেও যখনই এই নামে লেখালেখি করবেন তখন আপনার মনের ভেতর নঞর্থক চিন্তাভাবনা কাজ করবে, যা আপনার জন্যে তো না-ই অন্যের জন্যেও হিতকর হবে বলে মনে হয় না।

তার চেয়ে এই নামে আপনার ব্লগবাড়ি নাই থাকুক।

আশা করি কুটনি বুড়ি থেকে শ্রদ্ধেয় জন হয়ে উঠবেন।
শুভকামনা রইল।

৮৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল পোষ্ট। কাজে লাগতে পারে।
তাই প্রিয়তে নিয়ে নিলাম।

অনেক অনেক ধন্যবাদ।

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

আরজু পনি বলেছেন: কারো কাজে লাগলেই পোস্ট দেয়া সার্থক বলে মনে করি।

প্রিয়তে নিয়ে সম্মানিত করার জন্যে কৃতজ্ঞতা জানাই।

আপনার আগের লাল ড্রেস পরা প্রোপিক এবং এই সাদাকালো প্রোপিক দুটোই বেশ হয়েছে।
শুভকামনা রইল।

৯০| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩২

দিনাজপুরিয়া বলেছেন: এটা তৈরিতে কাজে লাগবে।সুন্দর স্থাপনা

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, দিনাজপুরিয়া।
কাজে লাগলে আনন্দিত হবো।
ভালো থাকুন সবসময়।

৯১| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: ১লা মে নতুন পোস্ট দিবেন।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

আরজু পনি বলেছেন:
:(

মনে হয় না পারবো ।

এনার্জি, আগ্রহ কোনটাই পাচ্ছিনা।

ফেসবুক, ব্লগ কোনটাই টানছে না আমাকে।

আপনি বলেছেন তাতে কৃতজ্ঞ হলাম ।
সম্ভব হলে চেষ্টা করতাম।

কিন্তু মনই হয়তো বসাতে পারবো না লেখায়।

আবারও অনেক কৃতজ্ঞতা জানাই, সুপ্রিয় বিজন রয়।

৯২| ৩০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৯

রিপি বলেছেন:
বাহ লেখা সংরক্ষন করে রাখার জন্য দারুন একটা আইডিয়া। পোস্ট এ এত্তগুলি প্লাস।

১১ ই মে, ২০১৬ সকাল ৮:৪৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ রিপি। আশা করি পোস্টটি আপনার কাজে লাগবে।
শুভকামনা রইল।

৯৩| ০১ লা মে, ২০১৬ রাত ১০:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
Good Morning Teacherrrrr :#)

১১ ই মে, ২০১৬ সকাল ৮:৫০

আরজু পনি বলেছেন:
শুভসকাল, মুন।
আশা করি সময় ভালো কাটছে।

৯৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এত গুরুত্তপুর্ন পোষ্ট এত দেরিতে চোখে পড়লো -
অনেক বছর আগে একটা ব্লগপোস্ট বানিয়েছিলাম। আইডি নামই ভুলেগেছি পাসওয়ার্ড তো দুরের কথা। অনেক লেখাও ছিল।
যাক আবার বানাবো।

ধন্যবাদ।

১১ ই মে, ২০১৬ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন:

আপনি ব্যস্ত মানুষ তাই হয়তো চোখে পড়েনি।
ব্যাপারনা।
আপনার যে কয়টা জিমেইল ঠিকানা আছে সবগুলোর কোনটাতে অবশ্যই আছে। ঠিকানাগুলো উদ্ধার করে একে একে "ব্লগার" দেখা অপশনটাতে গেলেই পেয়ে যাবেন ।

শুভকামনা রইল।

৯৫| ০৭ ই মে, ২০১৬ রাত ৩:৩১

ছাদগাজী বলেছেন:


হাউকাউ হাউকাউ।
ব্লগে শিক্ষত লোকজন লেখে তারা দেশকে আইটিতে এগিয়ে নিয়ে যাবে। তারা আপনার মত মগজহীন না। আপনি ব্লগার হতে পারবেন না।

১১ ই মে, ২০১৬ সকাল ৯:০১

আরজু পনি বলেছেন:
ঠিকই বলেছেন আমি মগজহীন। তবে হৃদয়হীন না =p~

কিন্তু আমিতো ব্লগার হতে চাই :((

৯৬| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

আক্কাসের বাপ ঝাক্কাস বলেছেন: একটা বোলগপসট বানাতি হবি।

১১ ই মে, ২০১৬ সকাল ৯:০২

আরজু পনি বলেছেন:
জ্বি ঝাক্কাস সাহেব, অগ্রিম অভিনন্দন রইল।

৯৭| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৩০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: ধন্যবাদ ভাই । খুব শীগ্রই খুলে ফেলব ।

১১ ই মে, ২০১৬ সকাল ৯:০২

আরজু পনি বলেছেন:

আশা করি এই পোস্ট আপনার কাজে লাগবে ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল।

৯৮| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৪৩

তাশমিন নূর বলেছেন: আমি বহু আগেই একটা বানিয়ে ফেলে রেখেছি। ডিরেকশন ফলো করতে করতে দেখি নিজের ব্লগ হয়ে গেছে! কিচ্ছু লিখি নাই। কেন জানি আগ্রহ হয় না। একলা একলা লাগে। মনে হয়, কোন সাগরে জানি একলা পড়ে আছি। :-P

১১ ই মে, ২০১৬ সকাল ৯:০৭

আরজু পনি বলেছেন:
আমার একা থাকতে অনেক সময়ই খুব ভালো লাগে।
তবে পানিতে এক থাকতে ভয় লাগে...হাহা সাগরে, নদীতে, পুকুরে একা থাকতে চাই না।

নিজের রাফ লেখা, আর যখন তখন এডিট করার জন্যে খুব ভালো জায়গা হলো নিজস্ব ব্লগস্পট।

আশাকরি কখনো কাজে লাগবে ।
অনেক শুভকামনা রইল, তাশমিন।

৯৯| ১১ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



অল্পের জন্য মিস করিনি, আমার জন্য খুবই দরকারী তথ্য

১২ ই মে, ২০১৬ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন:

হাহা অল্পের জন্যে মিস করার সুযোগ নেই। পোস্টটি ড্রাফটে নেবার চিন্তা নেই আপাতত ।
আশা করি পোস্টটি আপনার কাজে লাগবে ।
অনেক শুভকামনা রইল, গাজী সাহেব ।

১০০| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:০৩

গেম চেঞ্জার বলেছেন: ব্লগে ইদানিং ভূতের দেখা পাওয়া যাচ্ছে বেশি বেশি। :| :|

১২ ই মে, ২০১৬ সকাল ১০:০৮

আরজু পনি বলেছেন:
মানে কী?! B:-) :||

১০১| ১২ ই মে, ২০১৬ সকাল ১০:১১

গেম চেঞ্জার বলেছেন: উপরেই তো মন্তব্য দেখা যাচ্ছে!! :| সবকিছু কি ভেঙে বলতে হবে। :||

১২ ই মে, ২০১৬ সকাল ১০:১৭

আরজু পনি বলেছেন:

হাহাহাহাহাহা
ছাদগাজী??

এ আর নতুন কী? অভ্যস্থ হয়ে গেছি, এখন আর গায়ে লাগে না।

১০২| ১৪ ই মে, ২০১৬ রাত ৮:০০

তামান্না তাবাসসুম বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।
প্রিয়তে নিলাম।
শুভকামনা প্রিয় লেখক :)

১৬ ই মে, ২০১৬ সকাল ১০:২৫

আরজু পনি বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ, তামান্না।
ভালো থাকুন সবসময়।

১০৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০২

অদৃশ্য বলেছেন:



সামুর যে অবস্থা যে কোন দিন মনে হয় বন্ধ করে দেবে শয়তানরা ( যদিও হতাশ হইনি এখনো )... তাই মনে হচ্ছে এখন নিজের সাইটই বানাতে হবে... ভালো আছেন আশাকরি...

শুভকামনা...

০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় অদৃশ্য।
আশাকরি ভালো আছেন।
আজ বেশ আনন্দে আছি প্রিয় সামহোয়্যারইনে প্রবেশ করে ।

১০৪| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:০৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন।

নতুন পোস্ট দিন।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, বিজন রয় ।
বেশ কিছুদিন ব্লগে ঢুকতে পারছিলাম না।
আজ লগইন করতে পারলাম।

১০৫| ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৫৬

মহা সমন্বয় বলেছেন: একেবারে জিমেইল আইডি খোলা থেকে শুরু করে যে ভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে এবার সবার একটা করে সাইট তৈরী হয়ে যাবে। :D
আমি অবশ্য ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেসে টুকটাক সাইট বানাতে পারি। :) ব্লগস্পটে আমার পাঁচটা সাইট ছিল গুগল এ্যাডসেন্সের জন্য করেছিলাম দুইটা্ সাইট বেশ ভিজিটরও আসত। না বুঝে গুগলের নিয়ম বিরোধী কিছু কোম্পানীর বিজ্ঞাপন বসাইছিলাম সাইটে। এজন্য দুষ্টু গুগল আমার সাইটগুলো সব ডিলিট করে দিছে। :( আমি কোন ব্যাকআপ নিয়ে রাখছিলাম না। আমার বহুত দিনের কষ্ট সব মাটি করে দিছে গুগল। :(( তারপর থেকে ভাবলাম ফ্রীতে আর আমি নাই যা করার ডোমেইন কিনে করব। কিন্তু তারপর থেকে কত ডোমেইন কিনলাম আর নষ্ট করলাম এখন পর্যন্ত কোন একটা সাইটও ঠিকমত দাড় করাতে পারলাম না। :|
আপনার সাইট দেখে আমার হিংসে হয়.. এত সুন্দর করে সাইট আমি নিজেও সাজাতে পারব না।
আমার মনে হয় প্রতিটি ব্লগারেরই নিজস্ব একটা ওয়েব সাইট থাকা জরুরী।
আপনার সাইটের মত নিজের একটা ব্লগ সাইট বানাবো এ কথা প্রতিদিনই ভাবি কিন্তু আজ না কাল করতে করতে আর করা হয় না।
আর হ্যাঁ আপনার সাইটের কিন্তু নিয়মিত ব্যাকআপ নিয়ে রাখবেন গুগলকে দিয়ে বিশ্বাস নেই ওরা প্রতিদিন হাজার হাজার ফ্রী ব্লগ কোন কারণ ছাড়াই বন্ধ করে দেয়।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪২

আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্যটা গতরাতে দেখে সত্যিই খুব দুশ্চিন্তা হচ্ছে। এতো সাধের বানানো বাড়ি গুগলের ভুমিকম্পে সাফা হয়ে যাবে ! মানতেই কষ্ট হচ্ছে। ভাবছি একটা ডোমেইন কিনে ফেলবো নাকি, তারপর সেখানে একেবারে রাফখাতা চালাবো।

১০৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:৪৮

বিজন রয় বলেছেন: আপনি কোথায়? কেমন আছেন?
চলে আসুন।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৩

আরজু পনি বলেছেন:
এই যে জনাব, এসে গেছি। B-)

১০৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:০৪

আরজু.পনি বলেছেন:
আহারে আমার সাধের নিক! লগইন হতে পারতেছি না! :((

দেখা যাক মডু কখন ফিডব্যাকের রিপ্লাই দেয়।

১০৮| ২০ শে জুন, ২০১৬ সকাল ১১:০৭

শাহেদ খান বলেছেন: চমৎকার পোস্ট! এবং আমি এই পোস্টের জন্য কৃতজ্ঞ! এটা দেখে অনেক আগে খোলা আমার ব্লগস্পট পেজ-টা নতুন করে সাজিয়ে নিলাম! 8-|

সবসময়ের শুভেচ্ছা, পনি'পু!

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮

আরজু পনি বলেছেন:

প্রিয় অলস গল্পকার...আপনার সাইট দেখে যে কেউই বুঝবে একজন শিল্পীর সাইট এটা...খুব ভালো লেগেছে আমার।
অনেক ভালো থাকুন আর অবশ্যই এই প্রিয় ব্লগটিকে ভুলে যাবেন না। আশাকরি নিয়মিত থাকবেন।

১০৯| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

তাশমিন নূর বলেছেন: আপু, জাম্প ব্রেক অপশন তো পাচ্ছি না। আমার নতুন পোস্ট লেখার ঘরের ওপর শুধু ছবি পর্যন্ত অপশন আছে। ব্যাপার কী বুঝতেছি না।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০৬

আরজু পনি বলেছেন:
অবশ্যই থাকবে। না থাকারতো কোন কারণ নেই।

আপনি রিফ্রেশ দিয়ে দেখেছেন কিনা জানিনা।
আশা করি পরে হয়তো সমাধান হয়ে গেছে। না হলে একটা স্ক্রিন শট দিয়ে দেখাতে পারেন।

সম্ভব হলে আপনার সাইটের লিঙ্ক দিলে পড়তে যাবো আশা করি।
চলুক আপনার লেখালেখি।
অভিনন্দন রইল, তাশমিন।

১১০| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:
খোলা ছিল আগেই - আপনার এই পোস্ট দেখে পয়েন্ট মাফিক আরেকটা খুললাম। অনেক অনেক সময় ব্যায় হয়ে গেল তাতে!!! /:)

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

আরজু পনি বলেছেন:
ক্রিয়েটিভ কাজ একটু হলোই বা। :)

একেবারে নিজের একটা ভুবন। নিজের মতো করে থাকা যায় । এই ব্যাপারটাই আমাকে আরাম দেয় বেশি।

আপনাকে দেখে ভালো লাগলো।
অনেক শুভকামনা রইল, রক্তিম।

১১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

ভাবুক কবি বলেছেন: এমন কিছু জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আজই এই নতুন বিষয়ের পরীক্ষা চালিয়ে নিজের ব্লগ তৈরী করতে চাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

আরজু পনি বলেছেন:

কেমন পরীক্ষা চালালেন, জানাতে ভুলবেন না কিন্তু।
ভাবুক কবির জন্যে অনেক শুভকামনা রইল।

১১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

নিভু প্রদীপ বলেছেন: awsam...idea..boss

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

আরজু পনি বলেছেন:
আশাকরি কাজে আসবে কখনো।
অনেক শুভকামনা রইল।

১১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১

নিভু প্রদীপ বলেছেন: kaje asbe ki all rady kaje asce...www.domomani.blogpost.com ...invite korlam...deke asben...and ami new to tai akon o sajate sikhi ni...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

আরজু পনি বলেছেন: বাহ বেশ ।
অভিনন্দন রইল।

১১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩

নিভু প্রদীপ বলেছেন: sry ama blog hosse # http://www.dormomani.blogpost.com

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন: দেখলাম।
মনে হচ্ছে আরো কাজ বাকী আছে। ব্লগ দেখা যাচ্ছে না।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.