নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

নিজেই করি পাসওয়ার্ড সমস্যার সমাধান

০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৫



নিজেই করে ফেলি নিজের সমস্যার সমাধান। কথায় আছে প্রয়োজনই আবিস্কারের জননী। প্রয়োজন নেই পাসওয়ার্ড রিসেট-এর।
আপনাকে ব্লগে লগইন হতে যা যা করতে হবে।
১। যেই মেইল ঠিকানা দিয়ে ব্লগ নিকটি রেজিস্ট্রেশন করেছেন তাতে সাইন ইন করে নিন একটা ট্যাবে।

২। আরেকটা ট্যাবে সামহোয়্যারইন-এ প্রবেশ করুন।

৩। এবার নিজের ইউজার নেইমটি জায়গামতো টাইপ করে নিন।

৪। ছবিতে দেখুন, পাসওয়ার্ড ভুলে গেছেন লিঙ্কে ক্লিক করুন।


৫। আপনার ওপেন করা সেই মেইল এড্রেসটির ইনবক্স চেক করুন। না পেলে জাঙ্ক/স্প্যাম চেক করুন। পেয়ে যাবেন নিশ্চিত। আমি পেয়েছি, কাজেই আপনারাও পাবেন ইনশাহআল্লাহ।

৬। এবার সেই মেইলের দেয়া লিঙ্কে ক্লিক করে ব্লগে এসে দ্বিতীয় ছবি অনুযায়ী

পাসওয়ার্ড আর ক্যাপচা বসিয়ে উদ্ধার করে ফেলুন নিজের ব্লগবাড়ির চাবি।

৭. ব্লগ নিক সম্পর্কিত মেইল এড্রেসটি হারিয়ে গেলে কর্তৃপক্ষের কাছে মেইল করে দেখতে পারেন অথবা
নতুন আরেকটি নিক দিয়েই না হয় শুরু করুন ব্লগিং ;)


---------
পোস্টটি বিশেষভাবে উৎসর্গ করছি শিরিন সুলতানা সাজি আপাকে। আর যারা পাসওয়ার্ডজনিত সমস্যায় আমার মতো হাহাকার করছিলেন।

Sultana Shirin Shazi বলেছেন, চাবি হারিয়ে গেছে,নিজের বাড়িতে ঢুকতে না পেলে কেমন লাগে,সেই অনুভূতি ছুঁতে পাচ্ছি......একদিন অনলাইনের সব সাইটে যদি এমন হয়,স্মৃতি থেকে সব হারিয়ে যাবে? এত কথা ,এত ছবি। মনটা বিষণ্ন হয়ে আছে। আমাদের ক্ষমতা আসলে খুব বেশি নাই কিছুতেই.........প্রকৃতি ,প্রযুক্তি সব কিছুর কাছেই আমাদের হারতে হয়......আশাকরছি আমরা আমাদের সামহোয়ারইন বাড়ির চাবি খুঁজে পারো.......নাহলে ,ঘুরে বেড়াবো নিজের বাড়িতে পরবাসি হয়ে।নির্বাক হয়ে।কথা বলতে পারবোনা.........অশরীরি আত্মার মত। ভাবতেই পারছিনা। .....শুভেচ্ছা আরজু। আবার দেখা হবে ব্লগবাড়িতে সেই প্রত্যাশা রাখছি।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৮

কথাকথিকেথিকথন বলেছেন: আমি ব্লগের নিয়মেই করে ফেলেছে এবং পুরাতন পাসওয়ার্ডটাই নতুন করে রেখেছি !! হা আহ

০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৮

আরজু পনি বলেছেন:

আমি বেশ ক'বার চেষ্টা করেও পারিনি।
শেষ পর্যন্ত এই আইডিয়াটা মাথায় এলো। !:#P

২| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: অনেকের হয়তো ব্লগ ওয়েতে হচ্ছে না, তাদের জন্য এই আইডিয়াটা কাজে দিবে ।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৫

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, সেজন্যেই দেয়া।

৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৪

গেম চেঞ্জার বলেছেন: এটা তো সবাই জানার কথা!! :||

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৭

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, সবাই জানে।
কিন্তু পাসওয়ার্ড রিসেট করার কথা মাথায় থাকার কারণে এই অপশনটা অনেকেই খেয়াল করছেনা আমার মতোই। তাই যারা পাসওয়ার্ড রিসেট নিয়ে ভাবছেন বা পারছেন না তাদেরকে মনে করিয়ে দেবার জন্যে এই পোস্ট B-)

৪| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২১

বিজন রয় বলেছেন: আপনি এলেন তাহলে!!!

বেশ লাগছে।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৫

আরজু পনি বলেছেন:
ব্লগ ঢুকতে পারছিলাম। পরে গেমার সহযোগিতা করলেন টর এর খোঁজ দিয়ে। গতকাল থেকে ব্লগ দেখতে পেলেও লগইন হতে পারছিলাম না সব তথ্য ঠিকমতো দেবার পরেও। শেষে এভাবে ঢুকলাম।
ভাবলাম আমার মতো অনেকেই আছেন যারা সব তথ্য দিয়েও ঢুকতে পারছেন না। তাদের কাজে লাগবে নতুন করে বলা পুরান ঘটনা।

যখন ব্লগে আসতে পারছিলাম না সেইসময়গুলোতে আপনার খোঁজ নেবার জন্যে কৃতজ্ঞতা জানাই।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩০

আরজু পনি বলেছেন:
ব্লগে ঢুকতে পারছিলাম না....আআআআআ

৫| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৭

জাদিদ বলেছেন: আপা নতুন কি দিলেন, সেটাই তো বুঝতে পারলাম না। ধরেন কেউ যদি ভুল ইমেইল ঠিকানা দেয় বা তাঁর ইমেইলে না প্রবেশ করতে পারে তাইলে কি সমাধান সেইটা বলেন।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯

আরজু পনি বলেছেন:
হাহাহাহাহাহা
সেটার জন্যে ৭ নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে ;)

৬| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন:
ব্লগ ঢুকতে পারছিলাম।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

আরজু পনি বলেছেন:
ঠিক করে দিয়েছি :D

৭| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: আচ্ছা, আপনাদের এই সমস্যা হলো কি করে, আমার তো কোন সমস্য হয়নি।

@ জাদিদ..........ইমেইল ভুল হলে কোন সমাধান নাই। তবে মডুরা ইচ্ছা করলে পারেন।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৩

আরজু পনি বলেছেন:
কেন হলো জানিনা :|

৮| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩১

বিজন রয় বলেছেন: আমার তো কোন সমস্য হয়নি। সমস্যা হবে।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪

আরজু পনি বলেছেন:
বুঝেছি। আমিতো বানানটা খেয়ালই করিনি যে সেখানে আকার বাদ পড়েছে। ব্লগে লগইন করতে পেরেই মহাখুশি।

৯| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪০

বিজন রয় বলেছেন: তো এই খুশিতে একটি কিছু খাওয়া-দাওয়ার ব্যবস্থা করুন।

তা কেমন ছিলেন এতদিন পারিবার পরিজন নিয়ে?

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

আরজু পনি বলেছেন:
এই কদিন ব্ল্যাক কফি খেয়েছি। ভাবছি খুশিতে আজ কফির সাথে দুধ চিনি মিশিয়ে আয়েশ করে খাবো :D

খুব বাজে রকমের ব্যস্ততা ছিল :|
মাঝে মাঝে এতো ব্যস্ততায় হাফ ধরে যায় ! :(

১০| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক দিন পরে আরজু পনিকে দেখে খুব ভালো লাগছে । আমি তো ভেবেছিলাম উনি হারিয়ে গেছে তার এই আইডির মতই ।
আরজু পনি মানেই আমার কাছে মনে হয় একজন উদার এবং উপকারী মানবীর কথা । উনি মানুষকে উপকার করতে ভালোবাসেন এটা এই পোস্ট দেখলেই বোঝা যায় ।

তবে ৩ নম্বরে আমার নানার মন্তব্যে আমি অট্ট হাসিতে ফেটে পরছিলাম বিঁধায় আমার আসে পাশের লোক গুলো আমার দিকে ঘুরে ঘুরে দেখছিল । :D

এবং ৩ নম্বর উত্তরে আপনি যথার্থই বলেছেন । ভালো লাগলো ।

আপনার অনেক দিন পরে আগমনে আপনাকে স্বাগতম জানাই । কেমন আছেন ? :)

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:
হাহাহাহাহাহা
আমাকে এর মধ্যেই খুব প্রিয় একজন ব্লগার 'ফাঁকিবাজ'ও বলে ফেলেছেন। কিন্তু বিশেষ ধন্যবাদ দিয়ে কফি খাওয়ানোর বদলে উনার ফাঁকিবাজ বলাটা উচিত হয়নি X(

কারণ বিপদে আশাপাশের অপশনগুলো অনেক সময়ই মাথায় আসেনা। আমি ফেসবুকে সাজি আপার মন্তব্যে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, তখন হুলস্থুল করে উপায় খুঁজছিলাম কিছু একটা করার। তখন এই আইডিয়া এলো।

আর আরেকটা ব্যাপার...অনেকদিন পর ব্লগে লগইন হলাম, নগদে জানানো দরকার আমি এসেছি তাই সোজা পোস্ট দেয়া...আর কিছু পোস্ট দেয়ার মতো থাকলেও মনে হলো এখনকার জন্যে এটাই জরুরী। তাতে অনেকেরই কাজে লাগবে। যখন এই পোস্টের লেখাগুলো অন্যরা দেখবেন তখন উনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এই ভেবে যে পাসওয়ার্ড রিসেট করা নিয়ে এতো কষ্ট না করে সহজেইতো এই পদ্ধতিতে এটা করে ফেলা যায়। মজাটা এখানেই।
ভাইবা বোর্ডে অনেকেই দুশ্চিন্তায় পারা জিনিস পারেনা...ব্যাপারটা পীড়াদায়ক।

অনেক ধন্যবাদ, মিতা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

আপনার সরব উপস্থিতি আনন্দদায়ক ।

১১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

কল্লোল পথিক বলেছেন: ভালো পোস্ট।
ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

আরজু পনি বলেছেন:
জ্বি, অনেক ধন্যবাদ। :D

১২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

মামুন ইসলাম বলেছেন: খুব উপকারী পোস্ট তবে আমি আগেই সে জামেলা শেষ করে ফেলেছি !:#P

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৯

আরজু পনি বলেছেন: যারা আগেই ঝামেলা শেষ করেছেন তারা সত্যিই খুব সৌভাগ্যবান।
আমিতো সামহোয়্যারইন ব্লগই দেখতে পাচ্ছিলাম না।
আর তারপর বারবার চেষ্টা করেও পাসওয়ার্ড রিসেট করতে পারিনি।
যাক তবুও শেষ পর্যন্ত পেরেছি। নইলে সাজি আপার কথাই সত্যি হয়ে যেতো...
অনেক ধন্যবাদ, মামুন। শুভকামনা রইল।

১৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫০

চাঁদগাজী বলেছেন:




বয়, আপনি খুবই ইউজার-ফ্রেন্ডলী টেক-রাইটার, দেখছি!

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০৭

আরজু পনি বলেছেন:
ব্লগ থেকেই শিখছি।
ধন্যবাদ।
শুভকামনা রইল।

১৪| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫২

সাহসী সন্তান বলেছেন: পার্সওয়ার্ড জনিত সমস্যা নিয়া আমার কোন চিন্তা আছিল না। কারণ প্রথম স্টেপেই আমি উহার সমাধান করিতে পেরেছিলাম। তবে বেশ কয়েকজনকে সাহায্য কারার নিমিত্তে কয়েকদিন যাবত মডুগোরে বেশ দৌঁড়ের উপ্রে রাখছিলাম! যার কিছুটা রি-এ্যকশান আপনি ৫ নাম্বার মন্তব্যে দেখতে পাচ্ছেন! :P

যাহোক অনেকদিন পর দেখলাম! কেমন আছেন? নিজে ব্লগ বাড়ি তৈরি কৈরা বুঝি সামু এবং আমাগো ভূইল্লা গেছিলেন? ব্যাপার না, মানুষ বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়! ;)

ভাল থাকবেন এবং শুভ কামনা জানবেন!

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

আরজু পনি বলেছেন:

জানিনা আমি সহ অনেকেই কেন পারিনি।

তবে আমি মনে করি রিসেটের চেয়ে এটা সহজ বেশি।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।

হাহা
ব্লগবাড়িতো আমার আরো বেশ কবছর আগে থেকেই আছে।
ব্লগে পোস্ট দিয়েছি অন্যদের সাথে শেয়ার করার জন্যে।
ব্লগে আসি সবসমযই ব্যস্ততার ভিড়ে । ইদানিং কাজ ফেলে নেটে বিচরণ করতে ইচ্ছে করেনা। তাই সময় কম দেয়া হয় এই আরকি।

আপনিও অনেক ভালো থাকুন। শুভকামনা রইল।

১৫| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

পুলহ বলেছেন: আপনার সাথে এই ব্লগে এসেই পরিচয়, তারপরো এ কয়দিন আপনাকে না দেখে সত্যি খুব মিস করছিলাম আপু! আশা করি ভালো আছেন।
শুভ প্রত্যাবর্তন।
আমিই সম্ভবতঃ একমাত্র লোক যার পাসওয়ার্ড নিয়া তেমন ঝামেলা হয় নাই, হা হা!
আবারো শুভ প্রত্যাবর্তন।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পুলহ।

ঈদের শুভেচ্ছা রইল।

১৬| ০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কালনী নদী বলেছেন: যদিও সমস্যাটি প্রথম অবস্থাতেই কাঠিয়ে উটেছি!
তারপরেও সংগ্রহে রাখলাম ভবিষ্যতের জন্য।
আশা করি যার উদ্দেশ্যে লিখেছেন সেই বোনও উপকৃত হবেন।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন:
ধন্যবাদ, কালনী নদী।
ঈদের শুভেচ্ছা রইল।

১৭| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:১৮

রুদ্র জাহেদ বলেছেন: পাসওয়ার্ড রিসেট করতে অতো ঝামেলায় পড়তে হয়নি।প্রত্থমবারেই সফল :)

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯

আরজু পনি বলেছেন: আমি শুধু ব্যর্থই হইনি। ব্যর্থ হয়ে কান্নাকাটি করতে নিজের নামেই আরেকটা নিক খুলেছিলাম সাময়িকভাবে ব্লগে লগইন থাকার জন্যে। অথচ এখন নিজের আসল নিকেই লগইন থাকার সুযোগ হচ্ছেনা।
ঈদের শুভেচ্ছা রইল, রুদ্র।

১৮| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




ঈশশশশশশশশশশশশশশশশশশশশ, এটা যদি আগেই শিখিয়ে পড়িয়ে দিতেন তবে বেশ ক'টা দিন ব্লগআউট হয়ে মুখ ভার করে , বুকের মধ্যে চিনচিনে ব্যথা নিয়ে থাকতে হতো না ।
চল্লিশ বার পাসওয়ার্ড রিসেটের চেষ্টা করেছি । ফলাফল অশ্বডিম্ব । শেষমেষ থাকতে না পেরে সামুকে ধরা । বিশ্বাস, সামু কর্তৃপক্ষই ঠিক করে দেবে । বিশ্বাস টিকে গেছে ।

অনেকদিন পরে । স্বাগতম ।
শুভেচ্ছান্তে ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন: হায়! প্রিয় জীএস সাহেব, আমি নিজেই কি আর জানতাম না খেয়াল করেছি। ঢুকতে না পেরেতো আমি নিজেই নিজের নাম দিয়ে সাময়িক আরেকটা নিক নিবন্ধন করেছিলাম ।

ঈদের শুভেচ্ছা রইল।

১৯| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৮

মহা সমন্বয় বলেছেন: ও হেইয়া ,,,,,, আমি তো ভাবছিলাম না জানি কি? :-P

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

আরজু পনি বলেছেন:
জ্বি, নতুন করে পুরান ঘটনা আরকি।
ঈদের শুভেচ্ছা রইল।

২০| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৩৬

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

আরজু পনি বলেছেন:
কোন ব্র্যান্ডের টুথব্রাশ, কী তার উপকারীরা এসব জানার সুযোগইতো দিলেন না! হায়!!!

২১| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:৪৩

মাসূদ রানা বলেছেন: কেমন আছেন বোন আরজুপনি ?

অট: নতুন পাসওয়ার্ডটা কি সেট করলেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু :)

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন:
আছি আলহামদুলিল্লাহ ভালো। পৃথিবীতে কতো বিপদে আছে কতো মানুষ...আমি নিশ্চয়ই তাদের অনেকের চেয়ে ভালো আছি। হয়তো আরো বেশি খারাপ থাকতে পারতাম। তাই শুকরিয়া করি পরমকরুণাময়ের কাছে।
ঈদের শুভেচ্ছা রইল।

অ.ট: পাসওয়ার্ড সেভাবে মনে রাখার চেষ্টা করিনা। দায়িত্বটা কিবোর্ডের।

২২| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৪:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


একই কারণে আমি অনেক কষ্ট পেয়েছি.... :(


আরজুপনিকে অনেক শুভেচ্ছা....................

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪০

আরজু পনি বলেছেন: আমি নিজেও অনেক কষ্টে ছিলাম ।

ঈদের শুভেচ্ছা রইল, মইনুল।

২৩| ০৬ ই জুন, ২০১৬ ভোর ৬:১০

সিকদার বাড়ীর পোলা বলেছেন: ভালো লাগা :)
+++++++++++++++++

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

আরজু পনি বলেছেন:
ধন্যবাদ।

ঈদের শুভেচ্ছা রইল।

২৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার আইডির কোন সমস্যা হয় নি। :)

তবে আমার বন্ধুর হইছে। সে ইমেইল আইডি ভুলে গেছে.........

কেমন আছেন? অনেক দিন পর পোস্ট দিলেন.....

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৮

আরজু পনি বলেছেন:

আছি আলহামদুলিল্লাহ ভালো।
ঈদের শুভেচ্ছা রইল, রানা।

২৫| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩

অদৃশ্য বলেছেন:



আমিও প্যাঁচে পড়ে গিয়েছিলাম... আমাদের প্রিয় কাভা ভাই আমার সমস্যাটার দ্রুত সমাধান করে দিয়েছেন... মানে হলো মাসু কতৃপক্ষ বসমস্যাটার দ্রুত সমাধান করে দিয়েছেন... আর আমিতো সামুর কাছে কৃতজ্ঞ ছিলাম আর আছিও...

সাজি আপু আমাদের মাঝে তাড়াতাড়ি ফিরে আসুক এমনই প্রত্যাশা... আর আপনার জন্য
অনেক অনেক শুভকামনা...

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:
ফেসবুকে সময় দিতে না পারার কারণে জানিনা প্রিয় সাজি আপার সমস্যার সমাধান হয়েছে কিনা।

ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় অদৃশ্য।

২৬| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৮

আমি তুমি আমরা বলেছেন: আমার অবশ্য পাসওয়ার্ড পরিবর্তন করতে কোন সমস্যা হয়নি :)

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০

আরজু পনি বলেছেন:
আপনি তবে ঝামেলা থেকে ভালোই বেঁচে গেছেন।

ঈদের শুভেচ্ছা রইল, তুমি।

২৭| ০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৯

ইখতামিন বলেছেন: আমার অবশ্য পরিবর্তন করতে কোনও সমস্যা হয় নাই,

ভালো পোস্ট

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন: ঝামেলা থেকে মুক্ত ছিলেন তবে।

ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় ইখতামিন।

২৮| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২

ঢাকাবাসী বলেছেন: অনেক দিন পরে এলেন মনে হয়। ভাল থাকুন।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, বিশেষ কিছু কারণে ব্লগে সময় দিতে পারছিনা সেভাবে।
ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় ঢাকাবাসী।

২৯| ১৩ ই জুন, ২০১৬ রাত ১০:২১

বিজন রয় বলেছেন: আপনার খবর কি?

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন:
এই তো এলাম...
ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় বিজন রয়।


অ.ট. আপনার ধৈর্য, আন্তরিকতা আমাকে মুগ্ধ করছে।

৩০| ২১ শে জুন, ২০১৬ রাত ৯:৫২

তাসলিমা আক্তার বলেছেন: আরজু পনি সবসময়ই সেরা :)

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০০

আরজু পনি বলেছেন: আমার সন্তানদের কাছেও আমি তাই। কারণ হয়তো একটাই...বিশেষ ভালোবাসার দৃষ্টিতে দেখা।
নইলে আমি অনেক বেশি সাধারণ একজন।

ঈদের শুভেচ্ছা রইল, প্রিয় তাসলিমা।

অ.ট: আপনার ব্লগটাকে বিরান করে রেখেছেন। এটা কি ঠিক হচ্ছে?

৩১| ২৪ শে জুন, ২০১৬ রাত ১০:০৭

লেখোয়াড়. বলেছেন:
এই ব্লগে একমাত্র লেখোয়াড় ব্লগার অদৃশ্যকে মিতা বলে ডাকতে পারে, ডাকবে, অন্য কেউ কাউকে নয়।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:
'মিতা' কেন একজন আরেকজনকে ডাকে বলবেন কি অনুগ্রহ করে?

যাই হোক এই বলতেও তবু্ও এলেন। তাইবা কম কি!

ঈদের শুভেচ্ছা রইল অনেক... অদৃশ্যের প্রিয় সুহৃদ।

৩২| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

এহসান সাবির বলেছেন: দেখছিনা বেশ কিছু দিন, নিশ্চয় মুভি দেখাতে ব্যাস্ত আছেন :P

শুভেচ্ছা।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন:

জীবনটাইতো সবচেয়ে বড় থ্রিলার সিনেমা। সেই সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছি গো, প্রিয় সাবির।

ঈদের শুভেচ্ছা রইল।

৩৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: কোথায় আছেন?
কেমন আছেন?
কোন সাড়া নেই!!!

ঈদ মোবারক।
ভাল থাকেন।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৮

আরজু পনি বলেছেন:
আপনাকেও ঈদের অনেক শুভেচ্ছা রইল, প্রিয় বিজন রয়।

ব্লগকে ভালোবেসে ব্লগিং করতে হলে পিঠে ছালা বেঁধে ব্লগিং করতে হয়। ...কথাটা আমার খুব প্রিয় একজন ব্লগার আমাকে বলেছিলেন। আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম।

৩৪| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনার একটা লেখা পেলাম। আশাকরি ভালো আছেন। হয়তো কোন কাজ নিয়ে ব্যস্ত আছেন, এমনই মনে করছি।
ভালো থাকুন। ঈদ মুবারক!

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

এটাও একমাসের বেশি হয়ে গেল প্রায়। জ্বি, ভালোথাকার নিরন্তর চেষ্টা। তবে ব্যস্ততাই আসল সত্যি।

আপনিও অনেক ভালো থাকুন, প্রিয় ব্লগার।
ঈদের শুভেচ্ছা রইল।

৩৫| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:
ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে অনেকের মন্তব্যের জবাব দিতে অনেক বেশিই দেরী হলো। একই কারণে ইমেইলে এবং ফেসবুকে 'আরজু পনি'তে্ও সময় দিতে পারছিনা।
আশাকরি আমার এই সীমাবদ্ধতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

৩৬| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনি সুস্থ্য আছেন তো?

অনেক দিন ধরে ব্লগে আপনাকে পাচ্ছি না.............

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৯

আরজু পনি বলেছেন: আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি।

ব্লগে আছি মোটামুটি নিয়মিতই। তবে অনেকটা সময় অফলাইনে। আর অনলাইন হলেও অন্যের ব্লগে মন্তব্য করে জানান দিতে পারছিনা নিজের সরব উপস্থিতি।

খোঁজ খবর নেবার জন্যে কৃতজ্ঞতা জানাই, রানা।
অনেক ভালো থাকুন সবসময়।

৩৭| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৭

অদৃশ্য বলেছেন:



বলতেই এসেছিলাম যে অন্যের পাসওয়ার্ড সমস্যার সমাধান করতে গিয়ে নিজেরটার কথাই ভুলে গেলেন নাকি... কিন্তু বলেও আর বলা হলোনা... আশাকরি আপনার সমস্যার সমাধান হয়েছে...

সুহৃদও গায়েব হয়ে আছেন... তিনি আমাকে বললেন ''মিতা'' নিয়ে এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছে... এর প্রতিউত্তরে আমিও তাকে কিছু বলেছিলাম... কিন্তু সমাধানতো দিতে পারিনি... আর কথাও এগোইনি, উনিতো আবার গায়েব...

যা হোক, চমৎকার সব লিখা নিয়ে আমাদের মাঝে আবার সরব হোন...
শুভকামনা...

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:
হাহা
মিতা নিয়ে কোন সমস্যা হয়নি।
আমি আপনার 'সুহৃদ' দ্বারাই অনুপ্রাণিত হয়ে 'মিতা' ডেকেছি। যদিও আপনাদের দু'জনের মাঝে কোন দিক থেকে কোন মিলের কারণে মিতা ডাকেন কিনা জানিনা। কিন্তু আমি আর গুলশানের মধ্যে নাম ছাড়াও মানসিকতায় কিছুটা হলেও মিল আছে বৈকি।
পাসওয়ার্ড ভুলিনি।সময় বের করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন নিজেকে বাস্তবের মানুষ মনে হয়। আমার কাছে এখন পরিবার, বাচ্চাদের পড়াশুনা, নিজের পড়াশুনায় সময় দেয়াটা বেশি দরকার। তাই অন্তর্জালে বিশেষ করে ফেসবুক, ব্লগে সময় কমিয়ে দিচ্ছি।
যদিও ব্লগে মন পড়ে থাকে সেকথা অস্বীকার করার উপায় নেই।

চমৎকার লিখা উপহার দিতে পারবো কিনা জানিনা। তবে আমি আছি এই প্রিয়, ভালোবাসার সামহোয়্যারইনে।

আপনার জন্যেও অনেক শুভকামান রইল, প্রিয় অদৃশ্য।

৩৮| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

তাসলিমা আক্তার বলেছেন: ফিরবো হয়তো আবার কোনোদিন। সেই অপেক্ষাতে থাকিনা কিছুটা সময়। হুম, সত্যিই ভালোবেসে ফেলেছি-আপনাকে বিশেষ করে।

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০১

আরজু পনি বলেছেন:
আপনার উচ্ছসিত উপস্থিতির অপেক্ষায় থাকবো, প্রিয় তাসলিমা।
অনেক অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.