নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

নোবডি-দুই ভুবনের দুই বাসিন্দা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩১



ছেলেটার বয়স কতো হবে...২৩ কি ২৪। নিজেকে গোছানোর খুব কঠিন সময় তখন। সেই সময়ে নিজেকে একটু একা লাগা, সবার মাঝে থেকেও নিঃসঙ্গতা বলতে যা বোঝায় হয়তো। অনুভূতিগুলো কেমন যেনো হাচরে পাচরে বেড়ায়। পাশে দেখতে মন চায় কাউকে। খুব ভরসা করার মতো কেউ একজন। নাহ অর্থনৈতিক ভরসা বা কোন পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা তেমন নয় হয়তো। যার কাছে গেলে একটু নিশ্চিন্তে দম নেয়া যাবে তেমন কেউ একজন...।

স্পর্শ সবসময়ই অন্তরকে ছুঁয়ে যায় যদি সেই স্পর্শে সত্যিকারের ভালোবাসা, মায়ার টান থাকে।
তেমনি এক স্পর্শের টান অনুভব করতো ছেলেটি।

মেয়েটি খুব রঙচঙে ছিলনা। আর দশটা মেয়ে থেকে বরং একটু সাদাসিধেই ছিল। কিন্তু কাছে টানার এক অদ্ভুত গুন যেনো সৃষ্টিকর্তা ওর মাঝে দিয়ে রেখেছিলেন। সেই টান উপেক্ষা করার শক্তি হারিয়েছিল ছেলেটি অবচেতনভাবেই। মেয়েটি একদিন ঠিকই ছেলেটির হাত ধরেছিল। আর কোন কারণে কি? নাহ ...সেই হাতের স্পর্শে মেয়েটি বুঝিয়েছিল...'আমি আছি আপনার সাথে।' হয়তো মুখে বলা হয়নি কখনো...কিন্তু অনেক ঝড়, ঝঞ্জা পার করেও দু'জনে অনেকগুলো বছর পর আবিষ্কার করে তারা বড় অদ্ভুতরকমের দূরত্ব রেখেই দু'জন দু'জনের খুব কাছের মানুষ হয়ে আছে।
কিছু সম্পর্ক আছে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কতো নিবিড়, কতো স্বচ্ছ, কতোটা বিশ্বস্ত সেই সম্পর্ক।
নিজের আবেগ লুকোতে ব্যস্ত সেই ছেলেটিকে নিয়েই এই গল্প। কোনদিন মেয়েটিকে মুখ ফুটে বলেনি 'ভালোবাসি'। কিন্তু পরিমাপ করলে হয়তো তাবৎ পৃথিবীর ভালোবাসা মলিন হয়ে যাবে সেই নীরব ভালোবাসার কাছে।
নীরবতাই কিছু ভালোবাসার সৌন্দর্য। সেই সৌন্দর্য বোঝার ক্ষমতা হয়তো সবার থাকেনা। কিন্তু এই রোবটিক ছেলেটির বুকের বাম অলিন্দে অথবা সাদাসিধে মেয়েটির হৃদয়ের কোণে যে ভালোবাসা তার প্রকাশ বড্ড বেশি রকমের অদ্ভুত। এই অদ্ভুতুরে মায়ায় ভরা ছেলেটি আর সাদাসিদে মন কেড়ে নেয়া মেয়েটির জন্যে...

এটি কোন প্রেম কাহিনি নয়, একটি অসমাপ্ত গল্প...জীবন থেকে নেয়া অসমাপ্ত একটি অধ্যায়। কারণ দুইভুবনে দুই বাসিন্দা গল্পের এই রোবটিক ছেলে যে কিনা ভেতরের রোমান্টিকতাকে কঠোরভাবে লুকিয়ে রাখতে সদা ব্যস্ত আর সাদাসিধে মেয়েটি যার ভেতরের রোমান্টিকতা ভয়ার্ত হরিণীর মতো পালিয়ে বেড়ায় । যেখানে জীবনটা দেখা না হওয়া সমান্তরালভাবে বয়ে চলা রেললাইনের মতো।
যেখানে দু'জনের কাছেই দু'জন 'নোবডি'। তাদের কখনো দেখা হয়েছিল, মুখোমুখি বসে কথা হয়েছিল। হয়েছিল আয়েশ করে চায়ের কাপে চুমুক দেয়া। কখনোবা শিল্পকলার মাঠে বসে গভীর আলোচনায় ডুবে যাওয়া।

ছেলেটিকে হারিয়েছিল মেয়েটি নাকি মেয়েটিই দুরে চলে গিয়েছিল...সেই হিসেব বড্ড গোলমেলে। কারণ ডিজিটাল ডিভাইসে 'গ্রিন সাইন' কখনো কখনো দুজনের অস্তিত্বই জানান দিয়ে যেতো। দু'জনেই অপেক্ষা করতো ওপাশ থেকে কেউ নড়েচড়ে উঠবে। কিছু বলবে।
দু'জনেই দু'জনের প্রোফাইল ঘুরে আসে নিয়মিত। ছেলেটিকি আর কাউকে? হলেইবা ! কিছু সম্পর্ক আছে ধরে রাখতে হয়না। সত্যিকারের ভালোবাসার কাছে এমনিতেই বাঁধা পড়ে থাকে। মেয়েটি তাই বিশ্বাস করতো। ছেলেটি নিজেকে যতই রোবটিক প্রমাণ করতে চাইতো , মুখে বলতো 'i am nobody' কিন্তু মনের কোনে ঠিকই মাঝে মাঝেই প্রশ্নেরা খুঁচিয়ে যেতো... মেয়েটি কি আর কাউকে...?

নাটক সিনেমায় কাহিনির শেষ থাকে। কিন্তু জীবনের গল্প সবসময় সমাপ্তি রেখা টানতে পারেনা। বড়ই বৈচিত্রময় এই জীবন। আকাশের চেয়েও বিশাল...অতলান্তিক মহাসমুদ্রের চেয়েও গভীর এর বোধ!


পিড়িতেরই ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন সারাজীবনভর...


'যারা কাছে আছে তারা কাছে থাক তারাতো পারেনা জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয় খানিতে।'


: শেষের উক্তিটি নিমাই ভট্টাচার্যের

মন্তব্য ৭৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

আলোরিকা বলেছেন: কেমন যেন মন হাহাকার করা একটি লেখা ! :(

কেমন আছেন আপু ---- অনেকদিন পর ব্লগে আপনাকে দেখছি । ভাল থাকুন । শুভকামনা :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

আরজু পনি বলেছেন: হ্যাঁ, একটু হাহাকারই হয়তোবা।
জীবনের সব গল্পের তো সুখ সমাপ্তি হয়না।

অনেকদিনপর ব্লগে পোস্ট দিয়ে নিজেকে কেমন যেনো একেবারে নতুন ব্লগার মনে হচ্ছিল!
আপনার মন্তব্য পেয়ে স্বস্তি পেলাম যে, নাহ এখনো কেউ মনে রেখেছে।
আলোরিকা, ভালো আছি আলহামদুলিল্লাহ।
জীবনের ব্যস্ততা বেড়ে গেছে...ঈদের ছুটিতে তাই প্রিয় সামহোয়্যারইন-এর কাছে এলাম।

অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ফাকিবাজি পোস্ট। :P :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

আরজু পনি বলেছেন:
সামহোয়্যারে ফিরে আসার আন্তরিকতাটা দেখলেন না ! খালি নেগেটিভ চিন্তাভাবনা X((

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

গেম চেঞ্জার বলেছেন: যতটা না গল্প তার চেয়ে মুক্তপাঠ্য বলেই বোধ হল। :) পড়তে ভাল লেগেছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৬

আরজু পনি বলেছেন: এটা আসলে গল্প কিনা আমি নিজেও কি ঠিকমতো জানি?

তবে...
দুইভুবনে দুই বাসিন্দা গল্পের এই রোবটিক ছেলে যে কিনা ভেতরের রোমান্টিকতাকে কঠোরভাবে লুকিয়ে রাখতে সদা ব্যস্ত আর সাদাসিধে মেয়েটি যার ভেতরের রোমান্টিকতা ভয়ার্ত হরিণীর মতো পালিয়ে বেড়ায় ।...
এটুকু আপনার জন্যে।

অনেক ধন্যবাদ, গেমার। ভালো থাকুন সবসময়।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় একটা গান!!
অনেকদিন পর :) :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

আরজু পনি বলেছেন:

অসমাপ্ত একটা গান...তাই হয়তো মানব হৃদয়কে নাড়িয়ে দেয় বেশি করে।

আসলেই অনেকদিন পর...নিজেকে কেমন যেনো নতুন লাগছে একেবারে।

অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
ভালো থাকুন খুব ।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




এক অদ্ভুত সময়ে আপনার হৃদয় দুমড়ানো লেখাটি এলো । অনেকদিন পরে ফিরে এসে দুলিয়ে দিয়ে গেলেন ।

চমৎকার বলেছেন এখানে ---- কিছু সম্পর্ক আছে ধরে রাখতে হয়না। সত্যিকারের ভালোবাসার কাছে এমনিতেই বাঁধা পড়ে থাকে।
অথচ ভালোবাসার সৌন্দর্য বোঝার ক্ষমতা সবার থাকেনা । কারো কারো থাকে ।

শুভেচ্ছা রইলো ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

আরজু পনি বলেছেন:

আপনার মন্তব্যে বড্ড আবেগী হয়ে গেলাম।
সত্যি বাঁধাই করে রাখার মতো মন্তব্য করলেন আপনি।

কৃতজ্ঞতা রইল, প্রিয় জী এস সাহেব।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

ঢাকাবাসী বলেছেন: অনেকদিন পর আপনার একটা লেখা, পড়ে ভাল লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় ঢাকাবাসী।
ভালো থাকুন সবসময়।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: নীরবতাই কিছু ভালোবাসার সৌন্দর্য। সেই সৌন্দর্য বোঝার ক্ষমতা হয়তো সবার থাকেনা।" এ ধরণের ভালোবাসায় বেশিরভাগ সময়ই বিয়োগান্তক পরিণতি হয় ।
গানটা আমার অসম্ভব প্রিয় ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

আরজু পনি বলেছেন:
'বিয়োগান্তক পরিণতি'
কথাটা কেমন যেনো 'খচ' করে বিঁধলো...

অনেক ধন্যবাদ , সাধু এই যে 'খচ' করে একটা অনুভূতি দিয়ে গেলেন...সেজন্যে।
অনেক শুভকামনা রইল।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নোবডি!
গল্প যতটা না তারচেয়ে ফিরে আসাটা গুরুত্ববহ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

আরজু পনি বলেছেন:
কোথাও কেউ নেই...

ফিরে আসার সাথে সময় একটা ফ্যাক্টর বটে।

ব্যস্ত জীবন থেকে সময় বের করা খুব কষ্টকরই বটে।

ভালো থাকুন সবসময়।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৯

আমি ইহতিব বলেছেন: কিছু সম্পর্ক আছে ধরে রাখতে হয়না। সত্যিকারের ভালোবাসার কাছে এমনিতেই বাঁধা পড়ে থাকে - যেমন সামুতে বাঁধা পড়ে আছেন আপনি তাইনা আপু :)
গল্পের বিষাদ ছুঁয়ে গেলো মন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

আরজু পনি বলেছেন:
হ্যাঁ, খুব সত্যি বলেছেন।

আসলেই বাঁধা পড়ে গেছি কিছু প্রিয় কিছুতে, প্রিয় মানুষে।

অনেক ধন্যবাদ।

শুভকামনা রইল আপনার জন্যেতো বটেই...প্রোপিকের পিচ্চি বাবুদের জন্যেও।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

জনৈক অচম ভুত বলেছেন: লেখায় বিষাদ বিষাদ ভাব। মন খারাপ হয়ে যেতে চায়। :|

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

আরজু পনি বলেছেন:

আমারও মন খারাপ হতে চায়...থাক ভুতের মন খারাপ হলেতো মুশকিল।

অনেক ধন্যবাদ জনৈক ভুত।

খুব ভালো থাকুন।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

রক্তিম দিগন্ত বলেছেন: ঠিক গল্পের মত না। আবার গল্পও।

যাইই হোক, আছেন কেমন??? অনেকদিন পর দেখছি মনে হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫

আরজু পনি বলেছেন:

আমি নিজেও আসলে জানিনা এটা ঠিক গল্প কিনা।

ভালো আছি, আলহামদুলিল্লাহ।

হ্যাঁ, ঠিকই ধরেছেন। অনেকদিন পরেই। নিজেকে কেমন যেনো নতুন লাগছে !

আপনাকে দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

রক্তিম দিগন্ত বলেছেন: আমিও লম্বা সময় পর আবার এক্টিভ হলাম। আমারও নিজেকে একদম নতুন নতুন মনে হয়। একদম শুরু থেকে শুরু করার অনুভূতি হচ্ছে।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

আরজু পনি বলেছেন:
আমার অবস্থাটাও তাই।

পোস্ট দেবার পর মনে হচ্ছিল সামুতে নতুন পথচলা। এমন অনুভূতি আগে কখনো হয়নি আমার।

আশা করি আপনাকে নিয়মিত দেখবো।
অনেক শুভকামনা ...
শুভ ব্লগিং ।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়তে ভাল লেগেছে ।
কাভা ভাইর সাথে সহমত !!!! :P

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫১

আরজু পনি বলেছেন:

পড়ার জন্যে অনেক ধন্যবাদ, গিয়াস লিটন।

ওহ কা_ভার সাথে সুর মিলানো !!! X( X((

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

অদৃশ্য বলেছেন:




হুমমম ঠিক তাই... বেশ অনিয়মিত আপনি...

শুভকামনা...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

আরজু পনি বলেছেন:

এই যে নিয়মিত হতে পোস্ট দিলাম।

দিনের/রাতের অনেকটা সময় ব্লগে দেয়া আর সম্ভবনা। ভালোবাসার জায়গাটা থাকুক নিভৃতে।


আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, প্রিয় অদৃশ্য।

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

বিজন রয় বলেছেন: শুভ প্রত্যাবর্তন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৪

আরজু পনি বলেছেন:

অনেক অনেক অনেক ধন্যবাদ, প্রিয় বিজন রয়।

আপনি সত্যিকারের শুভাকাঙ্ক্ষী।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পিড়িতেরই ঘর বানাইয়া অন্তরের ভিতর
দুই দিগন্তে রইলাম দুইজন সারাজীবনভর..

কইলজায় মোচরায় ক্যারে ;)

অনেক দিন পর!

শুভেচ্ছা অনেক অনেক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:

আসলেই কলিজায় মোচড় দেয় বলেই ইনারা গল্পের নায়ক/নায়িকা।
সাধারণ মানুষের সাধ্যি কী!

জ্বি...বলা যায় ...অনেকদিন পর।

অনেক ধন্যবাদ, প্রিয় ভৃগু।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বিষাদময় লেখা। গল্পের চরিত্রগুলো বাস্তব জীবনেও দেখা যায়।

গানটার সাথে আপনার গল্পের মিল আছে.......।

গান থেকে অনুপ্রানিত হয়ে লেখা নাকি আপা? :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, জীবন এতো বৈচিত্রময় যে কারো না কারো জীবনের সাথে মিলেতো যায়ই।

এই গল্পের পাত্র/পাত্রীর সম্পর্কটা যে তেমনই...তাই গানটাকে সাথে রাখা।

গল্প থেকে অনুপ্রাণিত হয়ে গানটাকে সাথে রাখা।

অনেক ধন্যবাদ, রানা।
শুভকামনা রইল।

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

ক্লে ডল বলেছেন: হৃদয়ের একেবারে গভীরতম জায়গাটা ছুঁয়ে গেল!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০

আরজু পনি বলেছেন:

অনুভব করতে পারার জন্যে কৃতজ্ঞতা জানাই।

অনেক ভালো থাকুন...শুভকামনা রইল।

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খালি হাহাকার আর হাহাকার... :P :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

আরজু পনি বলেছেন:

গভীর থেকে দেখলে হয়তো তেমনই অথবা উপর থেকে দেখলে শুধুই হাহাকার আর গভীরে ভালোবাসায় মোড়ানো শান্তির সম্পর্ক ।
জীবন বড্ড অদ্ভুত...অদ্ভুত তার ভাব-ভাবনারা।

অনেক ধন্যবাদ, জহির।

খুব ভালো থাকুন।

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৩

সকাল রয় বলেছেন: আমার কাছে খুব ভালো লেগেছে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সকাল।

খুব ভালো থাকুন সবসময়।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

ভালোলাগা +

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

আরজু পনি বলেছেন:
পড়ার জন্যে অনেক ধন্যবাদ, বিলিয়ার।

আমার ব্লগে স্বাগতম।

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

আমি মাধবীলতা বলেছেন: পড়তে পড়তে মনে হচ্ছিল কেউ যেন গল্প বলছে...নিষ্পাপ শান্তি মাখা দুটি সত্বার ভালোবাসার গল্প.....শেষে এসে বিষাদে ভরে গেল মন.... :(

খুব ভালো লেগেছে আপু !!!!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মাধবীলতা।
খুব ভালো থাকুন সবসময়।

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩

রাশেদ সিমান্ত বলেছেন: অসমাপ্ত সবকিছু মনে দাগ কেঁটে যায়..... অনেক ভালো লেগেছে।
প্রিয় পাঠক যদি কারো মন খারাপ হয়ে থাকে, তাহলে মজার এই ভিডিও দেখতে ক্লিক করুন.....
Bangla Funny Video রিক্সাওয়ালা

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে, রাশেদ।

সময় নিয়ে ভিডিও কখনো দেখবো আশাকরি।
ভালো থাকুন নিরন্তর।

২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৩

মেহরাব হাসান খান বলেছেন: এক দমে পড়ে ফেললাম,,,শেষ হয়নি,কিন্তু ভালো লেগেছে!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০১

আরজু পনি বলেছেন:
শেষ হয়েও হলো না শেষ...ব্যাপরটা এমনি হয়তো।
পড়ে মতামত জানানোর জন্যে অনেক ধন্যবাদ, মেহরাব।
শুভকামনা রইল।

২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২০

হাসান মাহবুব বলেছেন: সুন্দর লেখা।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, হাসান।
ভালো থাকুন সবসময়।

২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

সাহসী সন্তান বলেছেন: নেই কাজ তো খই ভাঁজ টাইপের পোস্ট! এই ফিরে আসাটাকে আমি আন্তরিকতার সাথে দেখতে পারলাম না বলে দুঃখিত! তয় লেখাটা ভাল লাগছে বইলা কিছুটা ছাড়ের উপ্রে দিয়া গেলেন! আফটার অল শেষের গানটার জন্য একটা প্লাস তো দেওয়াই যায়! ;).

চমৎকার লেখা আপু! খুব ভাল লেগেছে। শুভ কামনা জানবেন!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

আরজু পনি বলেছেন:

নাহ...আমার ক্ষেত্রে ব্যাপারটি তেমন নয় হয়তো।

আমার বাস্তব জীবনের কাজের চাপ বেড়ে গেছে অনেক বেশিই। তাই অনেকগুলো সময় নিয়ে পোস্ট রেডি করা আমার জন্যে একটু বেশি রকমের কষ্টকর।

লেখা ভালো লেগেছে জেনে খুশি হলাম অনেক।

হাহা প্লাসের জন্যে ধন্যবাদ রইল।

আর আপনার জন্যেও অনেক শুভকামনা ।

২৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

এম মুক্তাদির বলেছেন: কোথায় যেন নিজের সাথে মিল খুজে পাই, রোবটিক ছেলেটা সদা..। লুকাতে ব্যস্ত

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

আরজু পনি বলেছেন:
হতে পারে...নীল অনেক রকমের হয়। তাই মিলটাও খুঁজে পাওয়া অস্বাভাবিক নয় ।

প্রিয় আর ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন অনেক অনেক।

২৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

অঞ্জন ঝনঝন বলেছেন: আমি একবার ফেইসবুকে এক মেয়ের প্রেমে পড়ে গেছিলাম প্রায়। মানে যা হয় আরকি একটা পোস্ট দেয়ার পর তার লাইক দেখলে মনে হতো পোস্ট সার্থক, একটা মেসেজ দিতে ভীষণ ধুকপুকানি চলত বুকের ভেতর। কিন্তু ওই আপনার গল্পের নায়কের মত রোমান্টিকতা লুকাতে ব্যস্ত ছিলাম। নিজেকে বললাম প্রেম পীরিতি এইসব আমার কাজ না। তারপর এক সময় নিজের অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি বলে গর্ব করে তাকে ব্লক করেকরে দিলাম। এখনো মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় :(

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন:

ব্লককে আনব্লক করলেই তো হয়ে যায়।
নিজের মনটাকে খারাপ করিয়ে রাখা কোন কাজের কথা না।
অনেক শুভকামনা রইল, অঞ্জন।

২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

পুলহ বলেছেন: সমান্তরাল রেললাইন নাকি অসীমে গিয়ে মেলে....
তাদের দু'জনের জন্য সেই অসীমেরই কামনা রইলো।
প্রত্যাবর্তন শুভ হোক আপু!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

আরজু পনি বলেছেন:
তাদের দু'জনের জন্য সেই অসীমেরই কামনা রইলো।
কী দারুণ পজিটিভ ভাবনা আপনার। মুগ্ধ হয়ে গেলাম!

অনেক ধন্যবাদ, পুলহ।
খুব ভালো থাকুন।

৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল আছেন আপু? লেখাটা পড়ে বুকের ভেতরের নিঃসঙ্গতাটা আরও বেড়ে গেল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

আরজু পনি বলেছেন: ভালো আছি আলহামদুলিল্লাহ ।

কী বলবো.।
পড়ার জন্যে অনেক ধন্যবাদ সোহেল।
ভালো থাকুন নিরন্তর।

৩১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৪

রাজু মাষ্টার বলেছেন: বিশ্বাস হয়তো হবেনা,তবু বলি......
আপনি ছোট্ট করেই যেনো,আমার জীবনের প্রতিচ্ছবিটা গুছিয়ে লিখে দিলেন....
অপু সাহেব আপনার চিন্তাশক্তির উপর আমার অগাধ সম্মান এসে গেলো,আজ থেকে এটুক জেনে রাখবেন !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:
বিশ্বাস না হওয়ার কিছু নেই...

হতেই পারে।

এই লেখাটা এই বয়সী অনেকের সাথেই অনেক ভাবেই মিলে যাবে।
আবার ভিন্ন বয়সীদের সাথেও ভাবনার দিক থেকে মিলতে পারে।
আমার এক বন্ধু এটা পড়ে কেঁদেছে...আমি অবাক হয়েছিলাম...কারণ যেই সময়ের ঘটনার কারণে কেঁদেছে তখন ওকে আমি চিনতামই না।

অনেক ধন্যবাদ, রাজু।
ভালো থাকুন সবসময়।

৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২০

রাজু মাষ্টার বলেছেন: sorry apuni, browser er wrod sugestion e apuni dite giye opu shaheb cole eseche :(
vulta khomar cokhe dekhben plz :(

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮

আরজু পনি বলেছেন:

আমিও একটু অবাক হয়েছিলাম...
এখন বুঝতে পেরেছি।
ধন্যবাদ।

শুভকামনা রইল।

৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

বাঘ মামা বলেছেন: এত কঠিন কিছু বাঘদের মাথায় ধরবেনা, সেই চেষ্টা করে লাভ নেই

কেমন আছেন?

শুভ কামনা সব সময়

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

আরজু পনি বলেছেন:

আপনাকে মিস করি কিন্তু...

আমারও আর কিছু বলে বোঝানোর চেষ্টা করে লাভ নেই ...

ভালো আছি...আলহামদুলিল্লাহ।
আপনার জন্যেও শুভাকমান রইল।

৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্টিট পড়লাম অনেকদিন সামুতে ছিলামনা তাই অনেক কিছুই দেখা হয়নি। তারপর প্রিয়দের খুজে সামুকে লগইন করতে গিয়ে দেখি পাসওয়ার্ডটা কাজ করছেনা ! পাসওয়ার্ড ভুলে গেছিলাম, তাই মেজাজ আরো খারাপ হল । রিকভারী করতে গিয়েও একি দশা ই-মেইলও লগইন করতে পারছিনা । যাই শেষ পর্যন্ত ঢুকতে পারলাম। এসেই তোমাকে খুঁজলাম। পোষ্টে পেয়ে গেলাম।

তার পর বল কেমন আছ?
আমি দেশ থেকে ঘুরে এলাম গত ২৪ ই সেপ্টেম্ভর ।
ইচ্ছা ছিল তোমার সাথে যোগাযোগ করব এবার দেশে গেলে তা আর হয়ে ওঠেনি।
ছেলেটাকে পেয়ে সবি ভুলে গেছিলাম। অনেক মিষ্টি একটি ছেলে আল্লাহ আমাকে দিয়েছে। দোয়া করো তার জন্য। ভাল থেক।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪১

আরজু পনি বলেছেন: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।

আশাকরি দেশ ভ্রমণ আনন্দের হয়েছে। আপনার ছেলের জন্যে অনেক দোয়া রইল।
আপনিও অনেক ভালো থাকুন।
শুভকামনা রইল।

৩৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

রুদ্র জাহেদ বলেছেন: কান্না চলে আসার মতই বাস্তবতায় পরিপূর্ণ লেখা।সত্যিকারেরর সম্পর্কগুলার এমন বিয়োগান্তক পরিণতি প্রত্যক্ষ করতে হবে কেন?

০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

আরজু পনি বলেছেন: কিছু সম্পর্ক থাকেই এমন। রেললাইনের মতো সমান্তরাল...জীবনভরই।

অনেক ধন্যবাদ, রুদ্র।
খুব ভালো থাকুন সবসময়।

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৪

সাদা মনের মানুষ বলেছেন: শেষের গানটা যেন পোষ্টের বিরহটা ষোল কলায় পূর্ণ করল.......ভালোলাগা জানিয়ে গেলাম আপু।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ।
ব্লগ এজন্যেই ভালো লাগে। মনের মতো করে সাজানো যায় নিজের ভাবনাগুলোকে।
শুভকামনা রইল।

৩৭| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৬

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

আরজু পনি বলেছেন:
খাবার নিয়ে ক্রিয়েটিভ কাজ কেন যে আমাকে টানেনা!
কিন্তু খুব সুন্দর!
অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ।
শুভকামনা রইল।

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: হৃদয়ের এই অদ্ভুত অসুখের হয়তো নেই কোন চিকিতসা । এভাবে অজানায় কত স্বচ্ছ সুন্দর ভালবাসা হারিয়ে যায় !

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

আরজু পনি বলেছেন:
আছে...
ভালোবাসারা হারিয়ে যাক। মন্দ বাসারা থাকুক সর্বত্র।

:D

৩৯| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন: নাহ, ভালো বাসারা থাকুন অন্তরালে, খুন করুক মন্দ বাসাদের !

১৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩০

আরজু পনি বলেছেন: মন্দবাসাদেরই তো জয়জয়কার...

অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
শুভকামনা রইল।

৪০| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: একটা দীর্ঘ মন্তব্য লিখে মন্তব্য প্রকাশ করুন ক্লিক করলাম। চাকা ঘুরছে তো ঘুরছেই...
অসচেতনভাবে "রিলোড" দিলাম। রিলোড হলো, তবে যা লিখেছিলাম, সবই মুছে গেল। আর তা ফিরে পেলাম না। সামু গিলে ফেললো আমার মন্তব্যটা। এখন কিছু শর্ট কাট কথা।
কিছু ভাল লাগার কথা... আমি নিশ্চিত যে আর কেউ বলুক বা নাই বলুক, এ কথাগুলো আমার মত আরো অনেকেরই ভাল লেগে থাকবেঃ
স্পর্শ সবসময়ই অন্তরকে ছুঁয়ে যায় যদি সেই স্পর্শে সত্যিকারের ভালোবাসা, মায়ার টান থাকে --
কিছু সম্পর্ক আছে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কতো নিবিড়, কতো স্বচ্ছ, কতোটা বিশ্বস্ত সেই সম্পর্ক--
কোনদিন মেয়েটিকে মুখ ফুটে বলেনি 'ভালোবাসি'। কিন্তু পরিমাপ করলে হয়তো তাবৎ পৃথিবীর ভালোবাসা মলিন হয়ে যাবে সেই নীরব ভালোবাসার কাছে --
দুইভুবনে দুই বাসিন্দা গল্পের এই রোবটিক ছেলে যে কিনা ভেতরের রোমান্টিকতাকে কঠোরভাবে লুকিয়ে রাখতে সদা ব্যস্ত আর সাদাসিধে মেয়েটি যার ভেতরের রোমান্টিকতা ভয়ার্ত হরিণীর মতো পালিয়ে বেড়ায় । যেখানে জীবনটা দেখা না হওয়া সমান্তরালভাবে বয়ে চলা রেললাইনের মতো।--
কিছু সম্পর্ক আছে ধরে রাখতে হয়না। সত্যিকারের ভালোবাসার কাছে এমনিতেই বাঁধা পড়ে থাকে--
জীবনের গল্প সবসময় সমাপ্তি রেখা টানতে পারেনা। বড়ই বৈচিত্রময় এই জীবন। আকাশের চেয়েও বিশাল...অতলান্তিক মহাসমুদ্রের চেয়েও গভীর এর বোধ! --
অনেকগুলো মন্তব্য আর প্রতিমন্তব্য (প্রতিমন্তব্যের সংখ্যাটা বেশী) ভাল লেগেছে, সেগুলোতে লাইক দিয়ে গেলাম। তবে পুলহ এর মন্তব্যটার (২৯ নং) কথা আলাদাভাবে উল্লেখ না করলেই নয়।
সবশেষে, রোবটিক ছেলেটাকে এত চেনা মনে হলো! বার বার ভাবছিলাম, ওর মাঝে আমি কার প্রতিবিম্ব দেখছি?
পোস্টে পনেরতম লাইক!

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৪

আরজু পনি বলেছেন:
এই লেখাটাতে আমার আবেগ যেনো উপচে উপচে পড়ে।
আপনার মন্তব্যটাও সেইরকমের আবেগস্পর্শ করা।
কেনো যেনো মনে হলো সেই রোবটিক ছেলেটিকে আপনি নিজের ভেতেরই দেখছেন নাতো?
হতেও পারে কিন্তু।

আপনার বিস্তারিত মন্তব্যটি.।বিশেষ করে কোট করেছেন.।আমাকে যেনো আবারো স্পর্শ করে গেলো কথাগুলো।
অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় ব্লগার।
শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.