নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

আমি এক দূরন্ত যাযাবর

১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫

পানাম নগর

দূর্গাপূজার ছুটিতে দেখে এলাম ঘর হতে দুই পা ফেলিয়া...

সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত পানাম নগরীর প্রধান প্রবেশদ্বারের এই বই সদৃশ পানাম নগরীর ইতিহাস তুলে ধরার আয়োজনটা দারুণ নজর কেড়েছে।

এই ফটোটা তোলার কারণ একটাই...একনজরে দেখে নেয়া।


প্রবেশের শুরুতেই নজড়কাড়া ভবন যা কালের সাক্ষী হিসেবে দাড়িয়ে আছে।


দর্শনার্থীদের ভীড় দেখেই বোঝা যায় দর্শকদের কাছে এর কদর কতো বেশি।


পুরোনা ইট খসে পরা বিল্ডিং...না জানি কোন দর্শকের মাথার উপর ভেঙ্গে পড়ে!

প্রায় প্রতিটা ভবনে সতর্কবাণী দেয়া আছে, যেনো কোন দর্শক ভবনের উপরে না ঊঠেন।


সেকোন সময় খসে পড়তে পারে ইট


এখনই সময় এসব সংরক্ষণের, যত্নের


ঐতিহ্য রক্ষার দায়িত্ব সরকারের, আমাদের সকলের।



কুরিয়ানা

জুলাইয়ের ২০ তারিখ লাগাতার কোন ছুটি নেই। কিন্তু শখের তোলা বলে কথা। পেয়ারা খেতে কুরিয়ানা যেতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। পূর্ব নির্ধারিত ভোর ৫টায় বরিশাল হয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম।

সন্ধ্যা নদী সন্ধ্যার মতো শান্ত দেখেছি ভরা বর্ষায়ও। এখানে সবারই ব্যক্তিগত নৌকা আছে বলেই মনে হলো। কারো কারো বাড়ির ঘাটেই নৌকা বাঁধা দেখলাম। আবার ব্যক্তিগত কাজে নিজেরাই নৌকা বেয়ে যাচ্ছে।


তখন বেশ বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই ক্যামেরা বাঁচিয়ে ট্রলার থেকে ছবিতোলার প্রানান্ত চেষ্টা।


বৃষ্টির জন্যে অনেক ছবিই তোলা সম্ভব হয়নি। আমরা তখন ট্রলারে (ইঞ্জিন নৌকা বা আর কিছু বলে নাকি কে জানে)। জিনিস বোঝাই এতো দারুণ করে ডেকোরেট করা যে, দেখে মুগ্ধ না হয়ে ঊপায় নেই।


এখানে আগের দিন গিয়ে ফিরে এসেছি। পরের দিন আবার ট্রলার ভাড়া করে সাত সকালে গিয়ে হাজির হয়েছি।


তারপর আমরাও নৌকা বোঝাই করে পাইকারী দরে পেয়ারা নিয়ে ঢাকায় ফিরেছি । B-)


টুঙ্গিপাড়া


জুলাইয়ের ১৪ তারিখ ভোর ৫টায় যাত্রা শুরু। মাওয়া থেকে ফেরি করে মাদারীপুর হয়ে গোপালগঞ্জ।

বঙ্গবন্ধু সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ দেখে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি দেখার উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যা হয়ে যাওয়ায় আর ভেতরে ঢোকা হয়নি।

তারপর পর্যটনের হোটেল মধুমতিতে রাত্রি যাপন। বলা প্রয়োজন যে, পর্যটন হোটেলটির আরো উন্নয়ন সাধন প্রয়োজন।যদিও একরাত্রি ছিলাম, মোটেই ভালো লাগেনি।


১৫ তারিখ ভোরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখে এলাম।


এটি উদ্ধোধন করা হয় ২০০১ সালে।


প্রবেশদ্বারেই একটি কবিতার ফলক রয়েছে।


রাজনৈতিক প্রতীক এই নৌকাটি বাস্তবে দেখতে আরো সুন্দর।


ভেতরে ভয়ে ভয়ে ফটো তুলেছি। নইলে দেখার, জানার আরো অনেক কিছুই আছে।
কবরগুলো যেখানে সেখানে দর্শনার্থীদের নামায, কোরান পড়ার ব্যবস্থা আছে।
দেখা শেষ করে যখন ফিরে আসছিলাম মনের ভেতর গানটার করুণ সুর বাজছিল...
যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই...


শেখ রাসেল পৌর শিশু পার্কে ঢোকার সুযোগ হয়নি কেননা তখনো গেট খোলার সময় হয়নি।


কিছু কথা: ভ্রমণ বা ফটোগ্রাফির দৃষ্টিতে এই পোস্ট আহামরি কিছুই নয়। কিন্তু প্রিয়, ভালোবাসার সামহোয়্যারইনে আমি আছি এবং নিজের অনুভূতি, স্মৃতি শেয়ার করতে পারছি প্রিয় সহব্লগারদের কাছে। এটাই আমার কাছে অনেক কিছু।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫

কাবিল বলেছেন: পুরোনা বাড়ি/বিল্ডিং আমার কাছে সব সমই ভাল লাগে, বিশেষ করে রাতের অন্ধকারে।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২২

আরজু পনি বলেছেন:
বাপরে! রাতের অন্ধকারেতো ভুতের ভয়!!!

অনেক ধন্যবাদ, কাবিল।
শুভকামনা রইল।

২| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬

বিজন রয় বলেছেন: সত্যম সুন্দরম।
+++++

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, বিজন রয়।
শুভকামনা রইল।

৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেই বেড়ানি দিসেন !

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৯

আরজু পনি বলেছেন: আসলেই...খুব কম সময়ে অনেকটা পথ পাড়ি দেই আমরা।

অনেক ধন্যবাদ কা_ভা।
শুভকামনা রইল।

৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৯

বিজন রয় বলেছেন: ব্লগে নিয়মিত দেখা গেলে লাগবে।
শুভকামনা।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫

আরজু পনি বলেছেন:
আমিতো নিয়মিতই!!!
তবে বেশি সময় থাকতে পারিনা এই যা...
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৫

অন্তু নীল বলেছেন: চমৎকার ছবি ব্লগ আর চুম্বক বর্ণনা আপু।

ভ্রমণের গল্প পড়লে ভ্রমণ পিপাসা আরো বেড়ে যায়। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৩

আরজু পনি বলেছেন:
এতো সাধারণ একটা ছবিব্লগকে এো সম্মান দেবার জন্যে অনেক ধন্যবাদ, অন্তু নীল।
অনেক শুভকামনা রইল।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সু্ন্দর । ভাল লাগা রইল অনেক।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সুজন।
ভালো থাকবেন সবসময়।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২

ক্লে ডল বলেছেন: মোটামুটি সুন্দর ছবি ব্লগ। :)

ভালবাসার সামহোয়্যারইনে আমি আছি এবং নিজের অনুভূতি, স্মৃতি শেয়ার করতে পারছি প্রিয় সহব্লগারদের কাছে। এটাই আমার কাছে অনেক কিছু।

আমরা সহব্লগাররা, ব্লগে আপনার নিয়মিত পাদচারণা কামনা করি।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ক্লে ডল।
সময়, সুযোগ পেলে বার বার ফিরে আসি প্রিয় ব্লগটিতে।

অনেক শুভকামনা রইল।

৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



দেশটাকে পুরোপুরি দেখা হলো না; ছুটি নিয়ে থাকি কাজের থেকেও বড় কাজ করার জন্য।

ধন্যবাদ, আপনাদের কাছে গল্প শুনে মনটাকে শান্ত্বনা দিচ্ছি, 'আগামীতে হবে'।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:
থাক মন খারাপ করবেন না।
কখনো সুযোগ পেলে দেশটা অবশ্যই ঘুরবেন।
অনেক দেখার আছে।

শুভকামনা রইল।

৯| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২০

অদৃশ্য বলেছেন:



বহুতখুব...

শুভকামনা...

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

আরজু পনি বলেছেন:
আপনাকে দেখলেই...
এ্যাহ থাক আবার কেউ ঝগড়া করলে এসে পড়বে...
লেখোয়াড়ের দারুণ সব কবিতা মিস করি...
তাঁকে বলবেন।

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

১০| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম আপু

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৫

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, সাদা মনের মানুষ।
শুভকামনা রইল।

১১| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



এক দূরন্ত যাযাবরই বটে । বারবার মরুভূমিতে হারিয়ে যাওয়া আবার হঠাৎ কোনও এক মরূদ্যানে হাজিরা দেয়া, পায়ের ছাপখানি রেখে যাওয়া ।
হুমমমমমমমমমমমম এক ঢিলে তিনটি পাখি মেরেছেন । আলাদা আলাদা হলে তিন তিনটি গল্প হতে পারতো !


১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:
ছোটবেলায় জিপসি কল্পনা করতাম, নিজেকে জিপসি ভাবতে ভালো লাগতো।
যেহেতু অল্প ক'দিনের গ্যাপে পোস্ট দিতে পারিনা তাই এই ব্যবস্থা।

আপনাকে দেখে খুব ভালো লাগলো।
অনেক শুভকামনা রইল, শ্রদ্ধেয় জী এস সাহেব।

১২| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনাম পড়েই মনে পড়ে গলে এই গান....

আমি এক দূরন্ত যাযাবর

হা হা হা

দারুন ভ্রমণ! দারুন তার বর্ণনা!

++++++++++++++

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:
ব্যাপারটা আসলে তাইই।

এই গানটা থেকেই পোস্টের শিরোনাম।

অনেক ধন্যবাদ, ভৃগু।
শুভকামনা রইল।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২২

খায়রুল আহসান বলেছেন: শেষের কিছু কথা: এর জন্যই লেখাটাতে "লাইক" দিয়ে গেলাম।
মাত্র মাস খানেক আগেই পানাম নগরী ঘুরে এলাম। কিন্তু আপনার কিংবা সামুর 'ইবনে বতুতা' জুন এর মত সচিত্র ট্রাভেলগ লিখতে পারিনা বলে ছবি ব্লগ দিতে পারিনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন অধিকর্তা থাকেন সেখানে। তিনি খুব সুন্দর করে তার উপস্থিত বক্তব্যে ইতিহাসের পাতা মেলে ধরেছিলেন আমাদের সামনে। কিন্তু দুঃখের বিষয় যে আমার সঙ্গী সাথীরা সবাই টীন এজ ক্রেজ নিয়ে সেলফি আর ছবি তুলতে খুবই ব্যস্ত ছিলেন। তাদের হাতে সে সময় বা মনে সে আগ্রহ ছিলনা তার বক্তব্য শোনার। তাদের পীড়াপীড়িতে ওনার স্বতঃস্ফূর্ত বক্তব্য পুরোটা না শুনেই চলে আসতে হয়েছিল বলে খুব খারাপ লেগেছিলো সেদিন।
পানামা নগরীর অদূরেই একটা "বাংলার তাজমহল" আছে। সেখানে গিয়েছিলেন কি?
ব্লগের স্পীড এত স্লো যে পানামা সংক্রান্ত আপনার ছবির মাত্র তিনটে খুলেছে, বাকী ছ'টা শেষতক খুললোইনা।
নৌকা বোঝাই করে পাইকারী দরে পেয়ারা নিয়ে ঢাকায় ফিরে কি সেগুলো বিলিয়েছেন?

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:
প্রিয় ব্লগার 'জুন' এর তুলনা নেই।

আমি শুধু আমার উপস্থিতি জানান দিতে কাদম্বীনির মতো জানান দিলাম আর কি...। মরি নাইইই

নাহ, বাংলার তাজমহল দেখা হয়নি।

স্পিড কম থাকলে তখন ব্লগিং করে পোষায় না.।সময় বেশি লেগে যায়। তখন অস্থির লাগে...মনে হয় কাজের পেছনে পড়ে গেলাম।

পেয়ারা বিলিয়েছি...।তবে তা একান্ত নিকটাত্মীয়দের আর নিকট প্রতিবেশী পর্যন্ত।

আপনার বিস্তারিত মন্তব্য খুব ভালো লাগলো।
শুভকামনা রইল, শ্রদ্ধেয় ব্লগার।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৭

বিলিয়ার রহমান বলেছেন: বিষয়, বর্ননার ধরন, পোস্ট করা ছবি সব মিলে এক অসাধারন পোস্ট!:)

অনেক ভালোলাগা++

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০১

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, বিলিয়ার।

খুব ভালো থাকুন।
শুভকামনা রইল।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪২

রক্তিম দিগন্ত বলেছেন:
ইদানিং অনেকেই পানাম নগরীতে যাচ্ছে। ব্লগে প্রতিদিনই পানাম নগরী ভ্রমণের পোষ্ট পাচ্ছি। খুব সম্ভবত এইবার পানাম নগরীর সংস্কারের জন্য সবাই উদ্যোগী হবেই।

পোস্টে ++

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:০৯

আরজু পনি বলেছেন:
সংস্কারের উদ্যোগ নেয়াটা খুবই জরুরী।

অনেক ধন্যবাদ, রক্তিম দিগন্ত।
শুভকামনা রইল।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪০

অদৃশ্য বলেছেন:



আমিও মিস করি তার লিখা, তার কথা এবং তার উপস্থিতিকে... তবে কথা হলো আমি খুব বিশ্বাস করি যে লেখোয়াড় আমাদের মাঝেই আছেই সুরত বদলায়ে... মানুষ রূপ বদলালে তাকে ধরতে পারা খুব মুসকিল...

শুভকামনা...

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:২৬

আরজু পনি বলেছেন:
আপনার বিশ্বাসের কথা শুনে ব্যথিত হলাম। কেননা আমি যাকে যে রূপে চিনি সেই রূপেই দেখতে চাই। তাকে আর কোন রূপে মেনে নিতে কষ্ট।
আমি নিজেই কখনো রূপ বদলালে মনও বদলে যেতো! ব্যাপারটা আমার কাছে অবাক লাগে এখনও। তাই নিজের চেনা রূপেই থাকতে চাই। অচেনা হবার কী দরকার...
মিস করবো 'লেখোয়াড়' নিকটা আর তাঁর প্রোপিক আর তাঁর লেখার পাগলামী, গায়ে পরে ঝগড়া করার স্বভাব।
আমি অনেক পছন্দ করতাম।

আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

১৭| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

হাসান মাহবুব বলেছেন: অনেক দিন পর আপনার ছবি ব্লগ। ভালো লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান।
একটু অলস হয়ে গেছি হয়তো। নাহলে আরো আগেই দিতে পারতাম।
পোস্ট রেডি করতে কষ্ট লাগে।
কিন্তু মনতো ব্লগিং করতে চায়।
ভালো থাকুন অনেক অনেক।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৩

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ।
ভালো থাকুন সতত।

১৯| ১৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫০

বার্ণিক বলেছেন: ভাল্লাগছে ।

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বার্ণিক।
শুভকামনা রইল।

২০| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: ঘর হতে দুই পা.. দারুণ লিখেছেন। খুব ভাল লাগল।

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৬

আরজু পনি বলেছেন:
আপনার মতো ভ্রমণ প্রিয় একজন মানুষের কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ, প্রিয় ঢাকাবাসী।
ভালো থাকুন সবসময়।

২১| ১৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৫

অদৃশ্য বলেছেন:



যা বলেছি তা একান্তই আমার ভাবনা... আমার সবসময় মনে হয় লেখোয়াড় ব্লগিং না করে থাকবে কিভাবে... প্রাণবন্ত, প্রেরণাদানকারি নিকটাকে দেখলেই বুঝা যায় যে তিনি ব্লগিং কতোটা ভালোবাসেন... আর তিনিই কিনা গায়েব হয়ে গেলেন!... তাই আমার মনে হয় তিনি আসলে এখানেই আছেন অন্যরূপে...

যদি নাই থাকতেন তবে প্রতিবাদ করবার জন্য নিশ্চয় আসতেন... যেহেতু আসেননি তাই তার থাকবার সম্ভাবনাই বেশি...

শুভকামনা...

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭

আরজু পনি বলেছেন:

ভালো বলেছেন।

প্রতিবাদ করার জন্যে হলেও উনার লগিন করা উচিত ... হাহাহা
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইল।

২২| ১৮ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: নির্ভেজাল আনন্দদায়ক পোষ্ট । পোষ্ট তৈরিতে আপনার আন্তরিকতা বেশ স্পষ্ট ।
প্রিয় ব্লগাররা এখন আর নিয়মিত আসেন না। মন্তব্যে দিয়ে আরাম পাই না। মাঝে মাঝে আপনার দেখা পাই ।সেও ভাল ,লগিন করে মন্তব্যে দিয়ে ভালবাসা প্রকাশ করি ।
ভাল থাকবেন আপু ।
আপনার সুন্দর এবং সুস্থতা কামনায় দোয়া রইল ।

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৫

আরজু পনি বলেছেন:
আপনার উপস্থিতি ভালো লাগলো।
মজার ব্যাপার হচ্ছে এই নিকে ব্লগিং করছেন বলে ভয়ে আছি আপনার আসল নামই ভুলে না যাই।

আপনার আন্তরিকতা অনেক ভালো লাগলো।
এখন আর আগের মতো সময় বের করা খুব মুশকিল হয়ে গেছে।

ব্লগে লগইন হলে নেশার মতো আটকে যাই। ভালোবাসার জায়গা বলে কথা।

আপনিও অনেক ভালো থাকবেন।
শুভকামনা রইল।

২৩| ১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১৯

সোহাগ সকাল বলেছেন: পানাম সিটিতে তিনবার গিয়েছি। আবারও যাবার আশা রাখি।

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৭

আরজু পনি বলেছেন:
আশাকরি আমাদের সাথে ফটোব্লগ আর আপনার মতামত শেয়ার করবেন।
অনেক ধন্যবাদ, সোহাগ সকাল।
খুব ভালো থাকুন সবসময়।

২৪| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৩

আমি তুমি আমরা বলেছেন: অনেক দিন পর আপনার ছবি ব্লগ। ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৮

আরজু পনি বলেছেন:
সময় আর আলসেমীতে পেয়ে বসেছে আমায়।

আপনাকে দেখে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ, ...তুমি...

শুভকামনা রইল সবসময়ের জন্যে।

২৫| ২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৬

কালীদাস বলেছেন: পানাম নগরে গিয়েছি অনেক অনেক বছর আগে, সেলফির জমানা শুরু হওয়ার আগে। কুরিয়ানার নামও শুনিনি, ভাসমান মার্কেট সবসময়ই আকর্ষণীয় লাগে আমার কাছে।
আছেন কেমন? :)

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২০

আরজু পনি বলেছেন: কোন এক অদ্ভুত কারণে প্রথম দিনের ভ্রমণে কুরিয়ানার নাম মনে রাখতেই আমি হিমশিম খাচ্ছিলাম...
সে এক দারুণ অভিজ্ঞতা।

আলহামদুলিল্লাহ ভালো আছি এবং দারুণ রকমের ব্যস্ত আছি ।

আপনাকে দেখে খুব ভালো লাগলো।
অনেক ভালো থাকবেন।

২৬| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৮

আমি মাধবীলতা বলেছেন: সুন্দর পোস্ট আপু !! সুযোগ পেলে যাবো আশা করছি.... :)

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৩

আরজু পনি বলেছেন:
সুযোগ করে নিতে হয়। আপনার ভ্রমণ বৈচিত্রময় হোক।

ভালো থাকবেন।
অনেক শুভকামনা রইল, মাধবীলতা।

২৭| ১১ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন:

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩

আরজু পনি বলেছেন:
চা টানেনি তবে কাপটি টেনেছে খুব :D

আপনার এই চা দেবার আন্তরিকতাটুকু খুব ভালো লাগে।
অনেক ধন্যবাদ, সাদা মনের মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.