নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

জেলখানা থেকে

১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

১.

আজ আপনাদেরকে সেই সময়ে নিয়ে যাবো, যখন সোনার বাংলায় পুকুর ভরা মাছ, গোলা ভরা ধানের স্বপ্ন নিয়ে পথচলা কিছু মানুষ নিজেদের জীবন বাজি রেখে পথে নেমেছিলেন। তুচ্ছ করেছিলেন নিজেদের সুখ, পরিবার, সাধ আহ্লাদ। আমি আমার মতো করে ভেবেছি। আমি হৃদয় দিয়ে ভেবেছি।
ঘেন্নায় রিরি করে উঠে হৃদয়। দলা থুথু মুখে চলে আসে। যখন দেখি ইঁদুরে ভরে যাচ্ছে দেশ। ঘরে ইঁদুর, পথে ইঁদুর, দোকানে ইঁদুর, অফিসে ইঁদুর। ইঁদুর দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানে, নীতি নির্ধারণে। সেই বিবর্ণ, নিকষ সময়ে আমি অসহায় হয়ে শুধু দেখেছি...

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.
মানুষগুলো টিকে থাকতে পারেননি। ধেরে ইঁদুরগুলো রাক্ষুসে ইঁদুর হয়ে দেশটা গিলে খেতে চেয়েছিলো। যেমন খেয়ে ফেলেছে সোনার দেশের এই সোনার মানুষগুলোকে!
১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

না ফেরার ভুবনে ভালো থাকুন শ্রদ্ধেয় মহান এই নেতারা।

উৎসর্গ: চার মহান নেতার তরে

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



আপনার হৃদয় দিয়ে ভাবা আর ঘেন্নায় রিরি করে ওঠা হৃদয়ের দারুন কম্বিনেশান ।

সম্ভবত সাহদীন কামরুজ্জামানের সাম্প্রতিক ভাষ্কর্য প্রদর্শনী " মৃত্তিকায় প্রোথিত " থেকে তুলে এনে দেখিয়েছেন কি করে চেতনাকে গিলে ফেলে একদঙ্গল ধেঁড়ে ইঁদুর ।
আর মৃত্তিকায় প্রোথিত হয়ে থাকে আমাদের স্বপ্নের কঙ্কাল ।

উৎসর্গকৃতদের প্রতি রইলো আমাদের গভীর ভালোবাসা ।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৮

আরজু পনি বলেছেন:
আহ, গতকাল খুব ভুগেছি। কিবোর্ড একেবারে বিগড়ে গিয়েছিল। অথবা আর কোন সমস্যা যা আমি বুঝতে পারিনি।
মোবাইলে ছবি দেখে সবাই আসল ইঁদুর ভেবে আতঁকে উঠেছিল।
কিন্তু আপনি জানেন বলেই ধরতে পেরেছেন ব্যাপারটা। হ্যাঁ, প্রদর্শনী দেখার প্রথমে আমার যে ভাবনাটা এসেছে তাই পোস্টে বলতে চেয়েছি। নইলে তাঁর প্রদর্শনী নিয়েই বলতাম। অসাধারণ আইডিয়া। না মেনে উপায় নেই কোনভাবেই।

অনেক অনেক ধন্যবাদ রইল, শ্রদ্ধেয় জী এস সাহেব ।

২| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

অন্তু নীল বলেছেন:
ইঁদুরের বংশধরেরা এখনও খেয়ে চলেছে অনেক কিছুই।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

আরজু পনি বলেছেন:
হয়তো ঠিকই বলেছেন।

অনেক অনেক ধন্যবাদ, অন্ত নীল।
ভালো থাকুন সবসময়।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,
আপনার হৃদয় দিয়ে ভাবা আর ঘেন্নায় রিরি করে ওঠা হৃদয়ের দারুন কম্বিনেশান ।
সম্ভবত সাহদীন কামরুজ্জামানের সাম্প্রতিক ভাষ্কর্য প্রদর্শনী " মৃত্তিকায় প্রোথিত " থেকে তুলে এনে দেখিয়েছেন কি করে চেতনাকে গিলে ফেলে একদঙ্গল ধেঁড়ে ইঁদুর।"

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা রইল। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৩

আরজু পনি বলেছেন:
অসাধারণ একটা প্রদর্শনী ছিল।
ভাবছিলাম একটা ছবি দিয়ে গল্প লিখি।
অনেক ধন্যবাদ, বোকা মানুষ।
অনেক শুভকামনা রইল।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪৪

কালীদাস বলেছেন: এত সহজে কানলে দুনিয়া চলব না। আরও শক্ত হইতে হইব।
হাজার হাজার ইন্দুরের ছবি আর টাইটেলের সাথে ভিতরের বক্তব্য ঠিক খাপ খাইল না, খানিকটা হালকা কইরা ফালাইছে মেইন ভাবটারে।
অফটপিক: আপনের পোস্টের টাইটেলে এই বটগাছ দেখতে দেখতে হাপায়া গেছি। এইবার ক্ষুর বা কাটা রাইফেল এই টাইপের নতুন কিছু দেন। যুগের সাথে আগায়া যান B-))

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

আরজু পনি বলেছেন:
আমি কতো সহজে কান্দি আপনি চিন্তাও করতে পারবেন না।
আপনার মন্তব্য দেখে পোস্টটার শিরোনাম আর পোস্টের ভেতরে একটু ঠিক করলাম।

অফটপিক: ক্ষুর বা কাটা রাইফেল না। পারলে একটা হোপফাইভ দিতে পারেন। আমি খুঁজে, বুঝে পাচ্ছিনা।

যাই হোক, সকাল সকাল কান্দাকাটির বদলে ক্ষুর, রাইফেল ভালোই সাহস দিলো আমায়।
হাহা
অনেক ধন্যবাদ, প্রিয় কালীদাস।
ভালো থাকুন সবসময়।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: কন্সেপ্টটা ভালো ছিলো।

আরো ভাবতে পারেন।

শ্রদ্ধা।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, হাসান।

শ্রদ্ধা রইল তাঁদের প্রতি।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

বার্ণিক বলেছেন: ভাল লাগছে।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

আরজু পনি বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
অনেক ভালো থাকুন, বার্ণিক।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

কাবিল বলেছেন: ভাবনাগুলো ভাল লাগল।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রইল।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, কাবিল।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রইল।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: কন্সেফট ভাল হয়েছে আপু।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৮

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, শোভন।
ভালো থঅকুন নিরন্তর।

৯| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:



আমি মনে হয় গুলিয়ে নিলাম।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

আরজু পনি বলেছেন:
আমি আসলে আমার মতো করে ভেবে পোস্টটাকে সাজাতে চেয়েছি।
অনেক ধন্যবাদ, রাজপুত্র।
ভালো থাকুন সবসময়।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

বিজন রয় বলেছেন: ইঁদুর দেখলে আমার ঘেন্না লাগে।

আর জেলখানায় ভয় লাগে।

আর ব্লগ ভাল লাগে।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন: হাহাহাহা

আমার ইঁদুর দেখলেও ঘেন্না লাগে না।
জেলখানা দেখলেও ভয় লাগে না।

তবে ব্লগ আমারও ভালো লাগে,অনেক বেশিই।

দুঃখিত, জবাব দিতে অনেক দেরী হয়ে গেল।
অনেক ভালো থাকুন সবসময়।

১১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫০

এডওয়ার্ড মায়া বলেছেন: উপভোগ করলাম ।
ভাল আছেন নিশ্চয় ।
দোয়া অনেক :)

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, মায়া (নিকের নামেই ডাকলাম)। আপনার উপস্থিতিতে আনন্দিত হলাম।
ভালো আছি আলহামদুলিল্লাহ।

দোয়া পেয়ে সত্যিই অভিভুত হলাম।
আপনি অনেক অনেক ভালো থাকুন সবসময়।

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: যথার্থ উপস্থাপন । তবে ইঁদুরকে ঔষধ দিয়ে মারা যায়, কিন্তু ইঁদুরদের তো ফাঁসিতে ঝুলিয়েও যেন যায় না মারা !

অমর হওয়া এই সকল বীর বঙ্গ সন্তানদের প্রতি অকৃত্তিম শ্রদ্ধা ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২২

আরজু পনি বলেছেন: ঠিকই বলেছেন, ইঁদুরেরা দেও দানো হয়ে গেছে।

অমর হওয়া সকল বীর বঙ্গ সন্তানের প্রতি রইল অকৃত্তিম শ্রদ্ধা।
অনেক ভালো থাকুন কথাকথিকেথিকথন।

১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ইদুরের ছবিগুলো কোথায় পেলেন??

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯

আরজু পনি বলেছেন: আলিয়স ফ্রসেজ এর ধানমন্ডি শাখার এক প্রদর্শনী থেকে।
অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ।
ভালো থাকুন সবসময়।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: দারুণ ছবি

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০১

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, ছড়াকার।
ভালো থাকুন।
বিজয়ের শুভেচ্ছা রইল।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

বিজন রয় বলেছেন: ভোলা মন.... ইদুর মারা কল রয়েছে জগৎ মাঝারে!!

নতুন পোস্ট দিন।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৩

আরজু পনি বলেছেন:
হাহা তা বটে...ইঁদুর মারার কল না থাকলে বিপদই ছিল।

নতুন পোস্ট দিব দিচ্ছি করে দেয়া হচ্ছে না।

বিজয়ের শুভেচ্ছা রইল, সুপ্রিয় বিজন রয়।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনার অনুভূতির সাথে একাত্ম বোধ করছি। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা...

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় ব্লগার।

জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা রইল।

বিজযের শুভেচ্ছা রইল।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগলো।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, গোফরান।
ভালো থাকুন সবসময়।
বিজয়ের শুভেচ্ছা রইল।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: আরজু পনি,
এত অনিয়মিত হয়ে গেলেন কেন আপনি?

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১

আরজু পনি বলেছেন:

কাজের ফাঁকে আমি আসলে অফলাইনে নিদেন পক্ষে একবার ব্লগ দেখি, পড়ি।
তবে লগইন করলে একসাথে বেশ কিছু সময় চলে যায়...তাই সাহস করে লগইন করতে পারি না প্রতিদিন।
তবে পোস্ট কিন্তু প্রতিমাসেই দিচ্ছি।

আশাকরি ভালো একটা খবর শিগগীরই দিতে পারবো।
আমি আছি সামহোয়্যারে...এই নিকেই সবসময়। কখনো কম কখনো বেশি এই যা...
পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা জানাই।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪

বিজন রয় বলেছেন: দিয়ে দিন, বছর শেষের একটি সুন্দর পোস্ট।

ভাল থাকুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

আরজু পনি বলেছেন:
বছর শেষের পোস্ট হয়তো দিতে পারবো না...তবে একটা পোস্ট দিব ইনশাহআল্লাহ
প্রতি মাসেই তো পোস্ট দেই ;)

২০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

ডার্ক ম্যান বলেছেন: চমত্কার পোস্ট

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ডার্কম্যান।
ব্লগ দিবসের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.