নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

নিজের একটি বই...

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯



বই নিয়ে বিস্তারিত লেখার চেষ্টা করা হয়েছে এই পোস্টে ♠'অবদমিত অভিমান'-একটি স্বপ্ন পুরণের কাহিনি: বইমেলায় আমি-পর্ব ০১♠
১২ ফেব্রুয়ারি ২০১৭

২০১১ সালের ১৩ জুলাই থেকে ব্লগিং করি।
প্রিয় সহব্লগারদের বই নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট দিয়েছি।
কখনো ভেবেছি ব্লগিং করা অবস্থায় নিজেরও বই প্রকাশ হবে। তখন নিজের বই নিয়ে লিখবো।
কিন্তু এখন যখন ব্লগে লিখতে বসেছি কেমন যেনো অস্বস্তি, লজ্জা ভর করে রাখছে আমায়... :``>>
অথচ ফেসবুকে জানাতেও এমন অনুভূতি হয় নি।
হয়তো পরম ভালোবাসার ব্লগ বলে এমন অনুভূতি হচ্ছে।
আচ্ছা লিখতে বসেছি যখন তখনতো কিছু কথা বলতেই হয়।

ব্যাপারটা স্বপ্ন ছিল। লেখালেখি তো চলতোই। সরবে বা নীরবে।
একটা হলো 'সময় প্রকাশন'-এ নিজের একটা বই প্রকাশিত হওয়া।
আরেকটা হলো কখনো আমার একটা 'গল্পের বই' হবে।
মিথ্যে বলবো না ধ্রুব এষের প্রচ্ছদ করা বই সহব্লগার অনেকের হয়তো আছে।
কিন্তু আমার আগের দুটো বইয়ের তো ছিল না। আমি ধ্রুব এষের করা প্রচ্ছদের একটা ছোটখাট স্বপ্নও আড়ালে, লুকিয়ে দেখতাম।
চাওয়া গুলো যতক্ষণ অধরা ছিল ততক্ষণ কেমন যেনো অসম্ভব মনে হতো।
কিন্তু এখন মনে হচ্ছে আরে হয়ে যাচ্ছে তো...


'অবদমিত অভিমান' সময় প্রকাশন এর প্রকাশিতব্য গল্প সংকলনের বই।
বইটি প্রকাশ হয়ে হাতে পাওয়ার পর একটা খবর দিব...আপাতত সেটা তোলা থাকুক ;)
পরম করুণাময় আমার সহায় হোন।
সবকিছু ভালোয় ভালোয় হোক।
দোয়া চাই প্রিয় সহব্লগারদের কাছ থেকে।

মন্তব্য ৯৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

সোহানী বলেছেন: ওয়াও..... বইটি প্রকাশ হয়ে হাতে পাওয়ার অপেক্ষায় আছি আমি ও। যেহেতু প্রবাসে থাকি তাই অনলাইনে আসলে জানাবেন।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় সোহানী।

নিজের বইয়ের কথা বলতে যে এমন গাল লাল হওয়া অনুভূতি হয় আগেতো বুঝি নি :``>> :P
কী হবে তা পুরোটাই প্রকাশকের ইচ্ছের উপর। যেহেতু সময় প্রকাশন নিজেদের টাকায় করছে বইটি।
দেখা যাক। আমি জানাবো আপনাকে ।
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

পুলহ বলেছেন: বাহ! খুবই ভালো খবর তো!
শুভকামনা আরজু নাসরিন পনি আপু ! এবং অভিনন্দন !

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, পুলহ।

পুরো নাম ধরে দেখি সম্বোধন করছেন! হাহা
ব্লগে পুরো নামে কেমন কেমন যেনো লাগে!

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

শিখণ্ডী বলেছেন: নতুন বছরে জন্য একটা বই প্রকাশের সংবাদের জন্য আরও একটা, দুইটা শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শিখণ্ডী।

নতুন বছরের শুভেচ্ছা রইল আপনার জন্যে।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

প্রিন্স হেক্টর বলেছেন: শুভকামনা এত্তোগুলা :)

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

আরজু পনি বলেছেন:
আপনাকে অনেক দিন পর দেখলাম প্রিন্স হেক্টর ।
আমার মনে আছে আপনার প্রথম পোস্ট দেখে ভেবেছিলাম ফিফার নয়া কোন নিক...হাহা

অনেক অনেক ধন্যবাদ আর নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: বইটির সুন্দর ও সফল প্রকাশনার ব্যাপারে পরম করুণাময় আপনার সহায় হোন- এই দোয়াই করি। বই মেলায় গিয়ে সংগ্রহ করার আশা রাখি, সম্ভব হলে লেখকের অটোগ্রাফসহ।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ২০১৭ আপনার জন্য হয়ে উঠুক সুখ ও সাফল্যের, আশাপূরণ আর অর্জনের বছর।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:
আমিন।

সব ঠিকঠাক থাকলে আশাকরি বইমেলায় দেখা হবে।

অনেক অনেক ধন্যবাদ।
নতুন বছরের অনেক শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় ব্লগার।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২১

ক্লে ডল বলেছেন: অভিনন্দন!! এবং শুভকামনা রাশি রাশি!! :)

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৬

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ক্লে ডল।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রচ্ছদটা দেখে ধাক্কা খেয়েছিলাম। মিথ্যে বলবো না আপু। ইশতিয়াক আহমেদের সিনেমা হলের গলি বইটার প্রচ্ছদটাও অনেকটা একই রকম।

সময় প্রকাশনী থেকে আমার এক পরিচিত ভাইয়েরও বই বেরুচ্ছে। আপনারটাও কিনে ফেলবো আশা করি। অনেক অনেক শুভকামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

আরজু পনি বলেছেন:
আমিও দেখেছি।
মিল অমিলগুলোও দেখেছি। রং আর শেপের কারণে মিল আছে অনেকটাই।
তবে মেয়েটা নেই হাহাহা

সময় প্রকাশন থেকে আপনার পরিচিত যার বই বের হচ্ছে তার জন্যেও অনেক শুভকামনা রইল।

আর আপনার জন্যে নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: পনিপু,
অভিনন্দন। বইটির জন্য শুভকামনা।

আমি কবে গাল লাল করবো? :``>> :``>>

:) :)

ভালো থাকবেন আপু। নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৯

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
মজা পেয়েছি মন্তব্যে।
তবে সত্যিই কিন্তু ব্যাপারটা অদ্ভুত জড়তা কাজ করছিল 8-|

দোয়া করি শিগগীরই গাল লাল হবে।

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

পিকাচু বলেছেন:
কুডোস পনি টীচার! :-B
হ্যাপি নিউ ইয়ার ||

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

আরজু পনি বলেছেন: ঘটনা কী?
মুন রেখে পিকাচুতে?

আমিও মিস করি আমার একটা বিশেষ মাল্টিরে :(
কিন্তু মাল্টি চালানোর মতো যথেষ্ট সময় হাতে নেই :(

যাই হোক...মুনকে মানে পিকাচুকে দেখে খুশি হয়েছি।

অনেক শুভকামনা রইল নতুন বছরের জন্যে।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> শুভ কামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

আরজু পনি বলেছেন:
এই ইমোর ঠিক মানেটা আমি এতোবছরেও বুঝি না !

অনেক ধন্রবাদ, সত্যের ছায়া।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

কাবিল বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, কাবিল।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: একটা অবদমিত স্বপ্নের বাস্তবায়ন!
শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন:
হাহা...
হয়তো ঠিকই বলেছেন।
স্বপ্নটা অবদমিতই ছিল।

অনেক ধন্যবাদ আপনাকে।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অভিনন্দন আপুনি তোমাকে। কেমন আছ? ব্লগে নিয়মিত থাকছনা আজ কাল মনে হয়।
তোমার বই এতো অনেক খুশির কথা। যদি মনে কিছু না কর প্রথম কপিটি আমার জন্য কি বরাদ্ধ করবে। নান্দনিক এক ক্রেতা হওয়ার স্বাদ মাত্র। আমি তোমার বিকাশ একাউন্টে টাকা পাঠিয়ে দিব। যদি তোমার সম্মতি থাকে। পড়ে যে কোন সময় সংগ্রহ করব।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

আরজু পনি বলেছেন:
সুজন !
আপনার আন্তরিকতার কোন তুলনা হয় না।

হ্যাঁ, নিয়মিত থাকাটা মুশকিল...কারণ আমি যথেষ্ট পরিমাণে অসুস্থ :( :((

প্রথম কপির ব্যাপারে আমি নিশ্চিত নই...যেহেতু সময় প্রকাশন নিজেদের অর্থে প্রকাশ করছে তারা ভালো জানেন।
তবে বই প্রকাশ হলে আমি নিশ্চিত হতে পারবো...আর তেমন হলে আমি নিজেই আপনার জন্যে কিনে রাখবো। (আমি ফ্রি কয় কপি পাবো এখনও জানি না )

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

বিজন রয় বলেছেন: অভিনন্দন!

আশাকরি লেখালেখিটা আজীবন অব্যাহত রাখবেন।
তাতে একজন ব্লগার ও স্বদেশি হিসেবে আমার গর্ব হবে।

শুভকামনা।



০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, লাল মিয়া।

আমিও আশাকরি লেখালেখি থাকবে আজীবন।
সেই ছোটবেলা থেকে এখনও যেহেতু চলছে...চলবে ইনশাহআল্লাহ।

আমিও গর্ববোধ করবো যদি নিজের ভাষার যথযথ সম্মান রাখতে পারি।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

মোস্তফা সোহেল বলেছেন: বইয়ের নামটি খুব ভাল লাগল। শুভ কামনা রইল আপু

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সোহেল।

হ্যাঁ, নামটি আমারও অনেক বেশিই পছন্দ।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: 'অবদমিত অভিমান' মানে যাকে ইচ্ছে করে দমিত করে রাখা হয়েছে ! না এটা ঠিক না, মান অভিমান চেপে রাখা উচিত নয় !
আপনার প্রথম সন্তানের জন্য রইলো শুভ কামনা সে যেন সফলভাবে পৃথিবীর মুখ দেখে এবং সবার মনে ঠাই করে নিতে পারে ।

প্রকাশনীর আগ্রহটা ভালো লাগলো । এভাবে যদি কিছু প্রকাশনী নিজস্ব অর্থায়নে আপনাদের মত তুখোড় লেখিয়েদের জন্য এগিয়ে আসতো তাহলে আমাদের দেশে আরো অনেক ভাল ভাল লেখকের জন্ম হতো । একটু প্রদক্ষেপ এবং অনুপ্রেরণার অভাবে অনেকে ভাল লিখেও লেখালেখি থেকে নিজেকে সরিয়ে নেয় এবং দৈনন্দিন ব্যস্ততায় নিজেকে জড়িয়ে ফেলে ।

অনেক ভাল লাগলো আপনি বই করছেন । শুভ কামনা রইলো ।

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

আরজু পনি বলেছেন: কিছু অভিমান চেপে না রেখে উপায় কি বলুন !!

আপনি ঠিকই বলেছেন বড় প্রকাশনা সংস্থাগুলো প্রত্যেকেই প্রতিবছর যদি একজন/দুইজন করে নতুন লেখিয়েদের প্রমোট করে তবে বাংলা ভাষার প্রতি যাদের আন্তরিকতা আছে তারা লেখালেখি চালিয়ে যাবে দেশ, ভাষার সমৃদ্ধির জন্যে, লেখার প্রতি নিজেদের ভালোবাসার জন্যে।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

অদৃশ্য বলেছেন:



বাহ্‌ দারূন ব্যাপার... শুভেচ্ছা ও শুভকামনা রইলো... আশাকরি সময়মতো সবকিছু জানাবেন তা কোথায় কিভাবে পাওয়া যাবে... সংগ্রহের চেষ্টা থাকবে আন্তরিকভাবে...

এমন চমৎকার খবর অথচ আপনার শুভাকাঙ্খি আরও একজনকে এখনো চোখে পড়লোনা আপনাকে শুভেচ্ছা ও শুভকামনা জানানোর জন্য... আশাকরছি আসবেন তিনিও... যদিও জানা সম্ভব হচ্ছেনা তিনি কেমন আছেন? অনেকদিনতো তার কোন খোঁজ খবরই নাই... কেউ হয়তো বিশ্বাস করবেনা কিন্তু এটা সত্য যে তিনি আমার ভাবনায় থাকেন...

এই বই প্রকাশের প্রতিটি পদক্ষেপে আপনার সফলতা কামনা করছি...
শুভকামনা...

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় অদৃশ্য।
আমার ঝগড়াটে পরম শুভাকাঙ্ক্ষীর শুভকামনা সবসময় আমার সাথেই থাকে।
এটা আমি অনুভব করতে পারি।
তিনি যদি না আসেন তাতে আমি কিছু মনে করবো না।
কারণ তিনি হয়তো অন্য নিকে ঠিকই আছেন। কে জানে !

আপনাদের শুভকামনাই আমার লেখালেখির শক্তি।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

জুন বলেছেন: অভিনন্দন রইলো পনি । ছাপার অক্ষরে দেখার প্রত্যাশা থাকলো :)

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
আপনার ভ্রমণ কাহিনি নিয়েও বই দেখার আশা রাখি।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

রানা আমান বলেছেন: বইটির জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। বইটি সংগ্রহ করার আশা রাখি ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ রানা আমান।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

২০| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৩

জাহিদ অনিক বলেছেন: বাহ । নিজের বই প্রকাশের ব্যপারটা দারুন ।
আপনার গাল লাল হওয়া অনুভূতিটা কিছুটা হলেও বুঝতে পারছি ।

শুভ কামনা B-)

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, জাহিদ।

হাহা বুঝতে পারার জন্যে বিশেষ ধন্যবাদ।
এটা আসলেই দারুণ একটা অনুভূতি।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

২১| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

আলোরিকা বলেছেন: শুভকামনা ও অভিনন্দন পনি'পু :)

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আলোরিকা।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৭

পলক শাহরিয়ার বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, পলক।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




অধরা স্বপ্নটি ধরা দিয়ে যাক গ্রন্থমেলার লক্ষ চোখে ...................

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় জী এস সাহেব।
আপনার শুভকামনার বাস্তবায়ন হোক।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৬

শহুরে আগন্তুক বলেছেন: Waiting to collect with autograph :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

আরজু পনি বলেছেন:
আচ্ছা আগে বইটা প্রকাশিত হোক তারপর অটোগ্রাফ-দিতে কোথাও এক সপ্তাহের ট্রেনিং নিয়ে নিব নে :D

অনেক ধন্যবাদ, শহুরে।
নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২

সাহসী সন্তান বলেছেন: আপা, নতুন বই বের করলে যে সৌজন্য কপি বিলাইতে হয় আশাকরি সেইটা আপনারে বইলা দেওয়া লাগবে না! তাছাড়া হাদিয়া ছাড়া আমি আবার ফ্রিতে দোয়াও করতে পারি না! আর করলেও সেইটা কবুল হইবে কিনা তারও গ্যারান্টি নাই! ;)

এনি ওয়ে, বইটার সমৃদ্ধি এবং শুভ কামনা আশা করছি! আমাদের একজন সহব্লগারের বই বের হচ্ছে; এটা আমাদের জন্যেও তো একটা গর্বের বিষয়! বইয়ের প্রচ্ছদটা খুব সুন্দর! তবে বইটা সম্পর্কে হালকা একটু রিভিউ থাকলেও মন্দ হতো না!

আপনার জন্যেও শুভ কামনা! ভাল থাকবেন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন:

দোয়া তো চাই ই চাই। দেখা যাক কী হয়। :D

বইটা প্রিন্ট হয়ে এলে পরে হালকা একটা রিভিউ দিবো ইনশাহআল্লাহ।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, সাহসী।

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

বিলিয়ার রহমান বলেছেন: বই কেনার ক্ষেত্রে ১ম হওয়ার বাসনা লুকিয়ে রেখে আপাদত ছাব্বিশ নম্বর সিটে বসে অভিন্দন জানালাম!:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, বিলিয়ার।

নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল।

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

বিজন রয় বলেছেন: কিছু মনে করবেন না। একটা অনুরোধ করছি আমাকে লাল মিয়া না বলার জন্য। প্লিজ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

আরজু পনি বলেছেন:
হাহাহাহা

আচ্ছা ডাকবো না।
:|

অনুগ্রহপূর্বক মনে কষ্ট নিবেন না। প্লিজ

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

খোলা মনের কথা বলেছেন: 'অবদমিত অভিমান' নামটি কৌতুহলপূর্ন। আশা করি বইটি নামের পাশাপাশি সুন্দর হবে। নতুন বই মেলায় আপনার লেখা বইয়ের জন্য অভিনন্দন রইল।
এটি কি আপনার অপেনিং???

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৯

আরজু পনি বলেছেন:
নামটি আমার অনেক ভালোলাগা একটি নাম। আমিও আশাকরি। দেখা যাক...

বই হিসেবে ওপেনিং না তবে গল্পের বই হিসেবে ওপেনিং।

অনেক ধন্যবাদ খোলা মনের কথা।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

কালীদাস বলেছেন: উরি মারে, নতুন বছরের সেরকম স্টার্টিং!! অভিনন্দন !:#P
অক্ষণই পার্টি দেন, আইতাছি :D

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন:
B-)
আমি না হয় পার্টি দিলাম কিন্তু মিউজিক্যাল ইভনিং-এর বন্দোবস্ততো আপনাকেই করতে হবে ;)


হাত এর মধ্যেই ব্যথা শুরু হয়ে গেছে :( :((

শুভরাত্রি।

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

কালীদাস বলেছেন: এহেম, এহেম....এই গরীব দুঃখী অসহায় জনতাকে ফ্রি পিডিএফ ডাউনলোড লিংক দেয়া যায় কি? :``>> কাউরে দিব না, একা একা দরজা বন্ধ কইরে ডাউনলোড দেবানে :-B

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

আরজু পনি বলেছেন:
গরীব দুঃখী অসহায় জনতার জন্যে আমি কিনে সৌজন্য কপি বিলোবোনে =p~

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপু তোমার সুস্থ্যতা কামনা করছি। ঠিক আছে , তবে এতো পারবে আমার জন্য এক কপি রাখবে ষ্টল থেকে কিনে রেখ যে দিন তুমি ষ্টলে যাবে। আমি তোমার একজন ভক্ত বলে এটুকু দাবী। আবারো তোমার শারীরিক সুস্থ্যতার কামনা করছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, সুজন।

শারীরিক সুস্থতার জন্যে শতভাগ চেষ্টা করছি।

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: বইয়ের সফলতা কামনা করি। ধন্যবাদ

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় ছড়াকার।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

এডওয়ার্ড মায়া বলেছেন: দোয়া এবং ভালবাসা আপু ।
বইয়ের অগ্রিম বুকিং দিলাম.

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল।
আপনার এই আন্তরিকতা আমার লেখালেখির অনুপ্রেরণা হয়ে থাকবে সবসময়।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

ডি মুন বলেছেন: অভিনন্দন।

:)

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৯

আরজু পনি বলেছেন: শুভ সকাল।
অনেক ধন্যবাদ, মুন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


পাঠকের হৃদয়ে ফুটুক "অবদমিত ভালবাসা" ফুল!

অভিনন্দন!!

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১০

আরজু পনি বলেছেন:
বাহ কি সুন্দর করে বললেন।
অনেক ধন্যবাদ রইল।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

রাতুল_শাহ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো। বই এ অটোগ্রাফ দিয়ে রাখিয়েন।

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১১

আরজু পনি বলেছেন:
হাহা
অটোগ্রাফের প্যাকটিস করতে হবে ...
অনেক ধন্যবাদ রইল।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

আমি তুমি আমরা বলেছেন: অভিনন্দন :)

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ...তুমি...

নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ওয়াও!!! অবশেষে.... অভিনন্দন এবং শুভকামনা রইল।

এই বছর বইমেলায় বই কেনার তালিকায় প্রথম নম্বরে যুক্ত হল। :)

০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ।
নাহ অবশেষে না
গল্পতো...শেষ হইয়াও হইলো না শেষ। হাহা

অনুপ্রানিত হলাম।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

বাঘ মামা বলেছেন: অভিনন্দন আরজুপনি,

বইটি পড়ার ইচ্ছে থাকলো ,দেশে আসলে সংগ্রহ করবো। আর পাঠায় দিলে আরো ভালো :)

শুভ কামনা থাকলো আপনার জন্য সব সময়

২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, বাঘমামা।
দেশের সুন্দরবন ছেড়ে আপনি কি এখন আফ্রিকার জঙ্গলে অবস্থান করছেন?
আচ্ছা ফিরতি টিকেট পাঠায়া দিয়েন নিজে গিয়ে দিয়ে আসবো ইনশাহআল্লাহ। B-))
অনেক ভালো থাকুন সবসময়।

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

শামীম সরদার নিশু বলেছেন: খুভ ভালো লাগল। শুভকামনা রইল

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, নিশু।
উৎসাহিত করার জন্যে কৃতজ্ঞতা।

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন! অভিনন্দন আরজুপনি।
'অবদমিত অভিমান' এর সাফল্য কামনা করছি।
গত মেলায় ব্লগারদের লিখা ১৩টা বই কিনেছি, এবারের তালিকায় 'অবদমিত অভিমান' প্রথমেই থাকবে। এক কপি কেনার অপেক্ষায় রইলাম। (আশা করি আগামী পোস্টে , স্টল নং, মুল্য ইত্যাদি তথ্য থাকবে। )

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, প্রিয় গিয়াস লিটন।
জেনে খুব ভালো লাগছে যে আপনার তালিকার প্রথমেই আমার বইটি আছে।

আজ পোস্ট দিলাম, তবে শিগগীরই বিস্তারিত তথ্য আপডেট করতে পারবো ইনশাহআল্লাহ।
শুভকামনা রইল।

৪২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

কয়েস সামী বলেছেন: অনেক শুভেচ্ছা। এবারের বইমেলায় আমার একখানা বই আসিতেছে!! আশা করছি মেলায় দেখা হবে। আপনার বইটি কেনাও হবে। ভাল থাকুন ততোদিন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

আরজু পনি বলেছেন: নতুন পোস্ট দিলাম বইমেলায় সহব্লগারদের বই নিয়ে।
প্রচ্ছদ সহ সেখানে তথ্য দিলে আপডেট করে দিতে পারবো ইনশাহআল্লাহ।

আপনিও অনেক ভালো থাকুন।

৪৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালোলাগা ভাষায় প্রকাশ করতে পারলাম না। কারণ ভাষায় কুলােচ্ছে না। দোয়া করি অনেক খুশী থাকুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

আরজু পনি বলেছেন:
অনেক কৃতজ্ঞতা রইল।
আপনার দোয়া আমার লেখালেখির অনুপ্রেরণা হয়ে থাকবে।

শুভকামনা জানবেন অনেক অনেক।

৪৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ খবর।প্রিয় লেখাদের বইয়ের পাতায় পড়ার মাঝেই আসল মজা। আমার এক কপি লাগবে।বইয়ের জন্য অনেক শুভকামনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, রুদ্র জাহেদ।
আশাকরি কপি পেয়ে যাবেন।
শুভকামনা রইল আপনার জন্যেও।

৪৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভকামনা অনেক অনেক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২০

আরজু পনি বলেছেন:
ধন্যবাদ অশেষ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

৪৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: অটোগ্রাফ সহ একখানা বই আমার হওয়া চাই চাই চাই :`> অনেক অনেক শুভ কামনা রইল আপু।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
অটোগ্রাফ দেবার জন্যে কলমে শান দিচ্ছি হাহা
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

নিভু প্রদীপ বলেছেন: অনেক দৌড় -ঝাপ করে বই টা নিলাম,কিন্তু এক বিন্দু কলমের ছোয়া তো পেলাম না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২

আরজু পনি বলেছেন: মন খারাপ হচ্ছে...আপনার সাথে দেখা হলে ভালো হতো।
জানি না কে আপনি...কিন্তু সহব্লগার মানেই আপনজন কেউ নিশ্চয়ই।
অনেক ভালো থাকুন।

৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯

নিভু প্রদীপ বলেছেন: অনেক দৌড় -ঝাপ করে বই টা নিলাম,কিন্তু এক বিন্দু কলমের ছোয়া তো পেলাম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

আরজু পনি বলেছেন: :(
আমি আজকে ছিলাম তো। তবে অনেকটা সময় প্যাভিলিয়নের পেছনে বসে অন্যদের সাথে কথা বলছিলাম।
আপনি কখন গিয়েছিলেন জানি না। তবে একজন বিক্রয় সহযোগী বললো কেউ আমাকে খুঁজেছিল।

অনেক ভালো থাকুন.।শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.