নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

\'অবদমিত অভিমান\'-একটি স্বপ্ন পুরণের কাহিনি: বইমেলায় আমি-পর্ব ০১

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯



পেশাগত ট্রেনিং-এ ঢাকার বাইরে ছিলাম। ভেতরে কিছুটাকি অস্থির ছিলাম? ঠিক তেমন নয়। যতক্ষণ ট্রেনিং এ ছিলাম ততক্ষণ খুব মনোযোগ দিয়েই ট্রেনিং করেছি। কিন্তু দিন শেষে বিছানায় গা এলিয়েছি যখন তখন মন চলে যায় মেলায়। নিজের একটা বই, নিজের সন্তানসম। দেখার জন্যে একটুও কি মন আকুলিবিকুলি করেনি? গ্যারান্টি দিয়ে 'না' বলতে পারি না। মনতো আকুলিবিকুলি করবেই। ৩ তারিখ মাঝরাতে ঢাকায় যখন এসেছি তখন প্রাণের মেলা ঘুমুচ্ছে।


বইমেলায় ঢুকতেই বাংলা একাডেমির তথ্যকেন্দ্র-এর উত্তরেই ১ নম্বর প্যাভিলিয়নটি জানান দিচ্ছে সময় প্রকাশনের উন্নত বাঁধাই, ঝকঝকে ছাপার অক্ষরের বইগুলোর উপস্থিতি।


ডিসপ্লে এই বোর্ডটা আমার খুব পছন্দ হয়েছে। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশ।

জনাব ফরিদ আহমেদ, সময় প্রকাশন-এর সত্ত্বাধিকারী ভদ্রলোকের সাথে পরিচয় বাংলা একাডেমিতে পাবলিকেশন এর প্রথম ব্যাচের ক্লাসের রিসোর্স পারসন হিসেবে। বেলা শেষে ক্লান্ত, বিধ্বস্ত এই আমি ক্লাসে গিয়ে পড়ার বদলে চোখ লুকিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। সত্যিই একজন ভালো বক্তা, একজন উপস্থাপক হিসেবে ফরিদ আহমেদকে পুরো নম্বর দিতে হবে। খুব প্রানবন্ত ক্লাস করেছিলাম সেদিন। পরবর্তীতে আর কথা হয়নি। তাঁর মনে থাকার কথাও না আমাকে। তারপরও এমন একজন মানুষের প্রকাশনা সংস্থায় নিজের বই প্রকাশ হোক খুব করে চাইতাম। কারণ আমার কাছে এই ভদ্রলোককে কখনোই 'বাণিজ্যিক প্রকাশক' মনে হয়নি বরং 'নান্দনিক প্রকাশক' মনে হয়েছে। যেখানে সৃষ্টিশীলতার বিকাশ লাভের সুযোগ অবারিত।
কেমন লিখি জানি না। চেষ্টা, সাধনা চলছে। তবে এর মধ্যে তিনটা ছোটখাট পুরস্কার জুটে গেছে গল্পের ঝুলিতে ২০১৬ এবং এই জানুয়ারিতে। ২০১৬তে পাওয়া পুরস্কার দুটোই মূলত সময় প্রকাশন-এর বিজ্ঞপ্তি দেখে সেখানে লেখা জমা দিতে সাহস জুগিয়েছে আমায়।


বইমেলায় গিয়ে দেখি প্রকাশক সাহেব প্যাভিলিয়নে স্বয়ং আছেন।
জনাব ফরিদ আহমেদ আমায় অবাক করে দিয়ে ১০ কপি 'লেখক কপি' দিলেন।
আমি প্রত্যাশা করিনি যে, ১টির বেশি সৌজন্য কপি পাবো। তাই আমার কাছে পাওয়াটা অনেক বড়। যদিও এটি আমার প্রথম বই নয়। কিন্তু আমি প্রত্যাশাশূন্য মানুষ। অন্যের কাছ থেকে কিছু পাবো এবং পেয়ে খুশি হবো এমন মানসিকতাকে নিয়ন্ত্রণ করেছি আরো আগেই। তাই না পেলে কোন কষ্ট, ক্ষোভ থাকে না। কিন্তু পেয়ে গেলে পড়ে খুশি হতে দোষ কী!

এবার বইমেলা থেকে অবদমিত অভিমান এবং ধরে রাখা কিছু স্মৃতি

বিবিসি বাংলা রেডিওতে নতুন লেখকদের সম্পর্কে, তাঁদের বই সম্পর্কে, বইয়ের প্রচার সম্পর্কে কথা বললে নামী প্রকাশনা সংস্থার সত্ত্বাধিকারীগণ, কথা বললেন বাংলা একাডেমির পরিচালক এবং আমিও একটু বলার সুযোগ পেয়েছি।

'অবদমিত অভিমান' সময় প্রকাশন থেকে নির্বাচিত নতুন লেখক হিসেবে প্রকাশিত আমার প্রথম গল্পের বই। সেই দিক থেকে লেখক হিসেবে আমি নতুন বলাই বাহুল্য।
নিজেকে ভাঙতে গড়তে আরো অনেক সাধনা চালিয়ে যেতে হবে। যেতে হবে বহুদূর...
বইমেলায় নতুন লেখকরা কতোটা সুযোগ পাচ্ছেন?
নতুনদের বইয়ের কয়টা রিভিউ/আলোচনা/সমালোচনা আসে দৈনিক পত্রিকায় যতটা পুরোনোদের আসে...এখানে দায় কিছুটা কি গণমাধ্যমেরও না?
যারা বই পড়ছেন তারা পড়ে মতামত কি আর কারো সাথে বিনিময় করছেন? আমার মতো নবীন লেখকের মতামত সহ নামকরা লেখক, প্রকাশকের অনেক কথাই উঠে এসেছে এখানে।

বিবিসি বাংলা রেডিও: ৯ ফেব্রুয়ারি ২০১৭ এ প্রকাশিত
বইমেলায় নতুন লেখকরা কতটা সুযোগ পাচ্ছেন? -অনলাইন প্রতিবেদন
৯ ফেব্রুয়ারিতে পরিক্রমায় প্রচারিত প্রতিবেদন
এবং ৯ ফেব্রুয়ারিতে প্রচারিত পরিক্রমায় প্রচারিত প্রতিবেদন।


৭১ টেলিভিশনে প্রচারিত খবরে 'অবদমিত অভিমান'-সময় প্রকাশন থেকে প্রকাশিত বই। ৮ ফেব্রুয়ারি ২০১৭

অটোগ্রাফ সাথে ফটোগ্রাফ
যখন প্যাভিলিয়নে ছিলাম তখন পরিচিত কেউ বই নিতে এলে তার সাথে ছবি তোলার সুযোগ হয়েছে। সেখান থেকেই কিছু এখানে স্মৃতি হিসেবে আটকে রাখলাম।
১.


সহব্লগার ইখতামিন গিয়েছিলেন মেলায়।
৪.
৫.

অপরিচিত যারা
পরিচিতরা অনেক কারণেই বই কিনে। কিন্তু অপরিচিতরা কেন বই কিনবে?
ঘটনা ১: প্যাভিলিয়নে বসে আছি। একজন পাঠক 'অবদমিত অভিমান' এর ফ্রন্ট কভার পেজ-এর ফ্ল্যাপটা পড়ে জিজ্ঞেস করলেন এই ফ্ল্যাপ কে লিখেছেন? সেখানে থাকা বিক্রয় সহযোগিরা বলতে পারেন নি। কিন্তু আমি দূর থেকে মনে মনে বলছিলাম ওটা লিখেছেন সময় প্রকাশন-এর সম্পাদক জনাব মঈন আহমেদ। বইটি তিনি সাথে করে নিয়ে গিয়েছেন শেষ পর্যন্ত। আমি আড়াল থেকেই দেখলাম। জানি না কে সে!

ঘটনা ২:
তিনি নতুন কারো বই খুঁজছিলেন। থাকেন প্রবাস কানাডায়। বয়স কতো হবে? ত্রিশ এর নিচে বা কাছাকাছি হবে।
বইটি উল্টে পাল্টে শেষ পর্যন্ত সাথে করে নিয়ে গেলেন।

ঘটনা ৩:
তিন জন এসেছে। হাতে 'অবদমিত অভিমান' ফ্ল্যাপের লেখা পড়ার পরই হোক বা আর কোন কারণে হোক তিনজন বেশ আলোচনায় মেতে উঠলেন বইটি নিয়ে। আমি শুনতে পাইনি। কিন্তু বুঝতে পারছিলাম না কী কারণে আলোচনা বই নিয়েই। শেষ পর্যন্ত ছবি তুলে অটোগ্রাফ নিয়ে গেলেন। দুজন কুড়িগ্রাম থাকেন, একজন মুন্সিগঞ্জ।

'অবদমিত অভিমান' কিছু কথা
আমাদের খুব কাছের মানুষগুলো যখন অপরিচিত হয়ে যায়...অথবা প্রত্যাশিত জীবন যখন অপ্রত্যাশিত যন্ত্রণায় ভরে উঠে তখন শোনার মতো কেউই থাকে না। থাকে না কাছে, থাকে না পাশে। তেমন করে যার শোনার কথা ছিল, যার বোঝার কথা ছিল সেইতো হয়ে উঠে অপরিচিত।
এই অপরিচিত মনোজগতটা ভরে উঠে চাপা অভিমানে। সেখান থেকে কেউ নিজেকে উঠিয়ে আনতে পারে আর কেউ হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে।
সেই প্রকাশ না করা অভিমানগুলো নিয়েই তৈরি হয়েছে মূলত 'অবদমিত অভিমান'।
এই অভিমান কখনো নিজের সন্তানের উপর, কখনো বন্ধু, কখনো একই ছাদের নিচে বাস করা 'স্বামী' নামে পরিচিত মানুষটির সাথে আবার কখনো রাষ্ট্র ব্যবস্থা, সমাজের অব্যবস্থা আবার কখনোবা মায়ায় জড়ানো স্নেহের কোন মানুষ বা শ্রদ্ধায় জড়ানো কোন সম্পর্ক।
এসব নিয়েই আমার গল্প সংকলনের বই 'অবদমিত অভিমান।

ব্লগিং-এ অবদমিত অভিমান
প্রায় সারে পাঁচ বছরের বেশি হতে চলল। ব্লগটাকে ভালোবেসে আটকে গেছি। তাই আমার গল্পের বইয়েও এর ছাপ পড়েছে। চেষ্টা করেছি একটা গল্পে ব্লগ নিয়ে পাঠক গোষ্ঠীর কাছে কিছু কথা পৌঁছে দিতে। যেনো তারা গল্পের ছলেও জানতে পারেন ব্লগটা আসলে কী...আর সেই গল্পটা সামহোয়্যারইন-এর ব্লগারদেরকেই উৎসর্গ করে নিজের মনের প্রশান্তি কিছুটা হলেও পাওয়ার চেষ্টা করেছি।


►বইয়ের নাম: অবদমিত অভিমান
লেখক: আরজু নাসরিন পনি
প্রকাশক: ফরিদ আহমেদ, সময় প্রকাশন
মূল্য: ১৫০ টাকা (বইয়ের গায়ে লেখা মূল্য), ১১৫ টাকায় পাওয়া যাবে।
প্রাপ্তিস্থান: বইমেলায়- বইমেলায় ঢুকতেই হাতের বামে 'সময় প্রকাশন'-এর প্যাভিলিয়ন নং ১
মেলার বাইরে শোরুম: প্লাজা এ. আর (৪র্থ তলা), সোবাহানবাগ মসজিদের পাশে ধানমন্ডি, ঢাকা।
অনলাইনে পাওয়া যাবে:রকমারিডটকম, বইমেলাডটকম

আজ এই পর্যন্ত...পরবর্তীতে সময় পেলে আরো লেখার ইচ্ছে আছে।
কষ্ট করে পোস্ট পড়ার জন্যে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

পর্ব-০১ এ থাকছে নিজের বইয়ের কথা, স্বপ্ন পূরণের কথা।

মন্তব্য ৬২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৮

নীরব দর্শক বলেছেন: বেষ্ট অফ লাক!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

আরজু পনি বলেছেন:
নীরব দর্শক!
অনেকদিন পরে আপনাকে দেখছি।
সেই পুরনো ঘ্রাণ পাচ্ছি যেনো।
খুব ভালো লাগছে আপনাকে দেখে।
আবার নিয়মিত হবেন আশাকরি।
অনেক শুভকামনা রইল।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২১

খোলা মনের কথা বলেছেন: শুভ কামনা রইল আপু।

ঘটনা গুলো পড়ে ভাল লাগলো। এমন সময়ের অনুভূতিটাও বেশ উপভোগের তাই না আপু???
অনলাইনের বাইরে এখনো জানার, পড়ার আগ্রহ হারিয়ে যায়নি বোঝা যায়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন:

আসলেই বেশ উপভোগ্য।
স্বপ্নের আঙিনায় ঘুরে বেড়াচ্ছি...তাও বাস্তবে!
নাহ অনলাইনের বাইরে এখনো মানুষ অনেক বই পড়ে। মেলায় উপচে পড়া ভিড় তার প্রমাণ।
আপনার জন্যেও অনেক শুভকামনা রইল, খোলা মনের কথা।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

কালীদাস বলেছেন: আপনে কি পুরাপুরি শিওর যে অপরিচিতদের মধ্যে কালীদাস নিকের মালিক ছিল না? ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন:
এ্যাহ দিলেন তো আবার প্যাঁচ লাগিয়ে!
এভাবে কসফিউজড করা ঠিক না।
:#)

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই ব্লগের প্রিয় লিষ্টের একজন আপুনি আপনি, আপনার স্ব- উপস্থিতির স্মৃতিচারণ পড়ছিলাম আর হৃদয়ে বই মেলায় না যেতে পারার বেধনায় নীল হয়েছি। অনেক বই অন্যমানুষ দিয়ে কিনে নেই বইমেলার সেই স্বাদ পাইনা। কত লেখকের পিডিএফ ফরমেট পড়ি কিন্তু সে রকম লাগে না যেমন করে বই মেলা থেকে কষ্টের সংগ্রহের টাকাগুলো দিয়ে পছন্দ করে যে বইটি কিনতাম সেই বইয়ের মলাটের সৌন্দর্য উপভোগকরতাম বেশী, তার পর বাসায় গিয়ে বইটি শেষ করে উঠেছি। এগুলো মনে হলে চোখের কোনে জল জমে, কোথায়
গেল হায় সেই সব দিন......

একটা অনুরোধ ছিল মনে আছে কি বইটি টাকা দিয়ে আমার জন্য কিনে রাখবে, বয়সে ছোট বড় কে হবে জানি না তবে তোমাকে বোন বলে জানি সেই প্রথম থেকে। অনুরোধটুকু রেখ বইটি সংগ্রহ করো তোমার হাতে। আমার দেশের ঠিকানা দিলে কুড়িয়ার করে দিও তবে বিকাশ নাম্বারটি দিও ইনবক্স এ (ফেবু ইনবক্স) https://www.facebook.com/sujan.rahman2

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন:
সুজন!
আপনার আন্তরিকতার সত্যিই কোন তুলনা হয় না।
আশাকরি সবসময়ই অনুপ্রেরণা হয়ে পাশে থাকবেন।
অনেক ভালো থাকুন।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

কয়েস সামী বলেছেন: আমিও তো গেলাম আপু। আপনাকেও খুজলাম। পেলাম না। শেষে বইটা আপনার অটোগ্রাফ ছাড়াই নিয়ে এলাম।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:
আপনার সাথে দেখা হলে ভালো লাগতো।

আশাকরি মেলা চলাকালীনই দেখা হবে।
অনেক ভালো থাকুন, সামী।
শুভকামনা রইল।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

জুন বলেছেন: অভিনন্দন পনি সাথে বই আর লেখিকার জন্যও রইলো আন্তরিক শুভকামনা :)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল, প্রিয় ব্লগার।
আপনার শুভকামনা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

কামরুন নাহার বীথি বলেছেন:
অভিনন্দন আপু। বইমেলায় যাইনি এখনও, মূলত সাথী পাচ্ছি না বলে!!
মেলার পরে আপনার বই অনলাইনে পাওয়া যাবে না ??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
হাহা সাথি না পেলে শেষতক...?

আশাকরি আপনার মেলা ভ্রমণ হবে এবং আনন্দদায়কই হবে ইনশাহআল্লাহ।
জি পা্ওয়া যাবে রকমারীতে
রকমারীতে 'অবদমিত অভিমান'
অনেক শুভকামনা রইল।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

ইখতামিন বলেছেন: প্রিয়তে রাখলাম, পরে পড়ে মন্তব্য করবো

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, ইখতামিন।
আশাকরি পড়ে মতামত জানাবেন।
শুভকামনা রইল।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯

পুলহ বলেছেন: আল্লাহ চাইলে অবশ্যই আপনার বইটা সংগ্রহ করার ইচ্ছা আছে।
অনেক অনেক শুভকামনা আপনার সন্তানসম বইটার জন্য।
আর লেখিকার জন্য তো বটেই !
ভালো থাকুন আপু।

"পর্ব-০১ এ থাকছে নিজের বইয়ের কথা, স্বপ্ন পূরণের কথা।" পর্ব ২ হবে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮

আরজু পনি বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ, পুলহ।

আশাকরি পর্ব-০২ থাকবে আর কোন কথা নিয়ে...
কৃতজ্ঞতা অশেষ।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




ঈশশশশশশশশশশশশশশশশ ... একটুর জন্যে লেখিকার অটোগ্রাফ মিস হয়ে গেলো । তা , একটু আওয়াজ দেবেন না , কখন থাকবেন মেলায় ?
এখন আমার সেলফে "অবদমিত অভিমান" এর প্রথম পৃষ্ঠাখানি সাদাই থেকে অভিমানটাকে অবদমিত করেই না হয় রাখুক ।

বসন্ত আর ভালোবাসা দিবসের বিলম্বিত শুভেচ্ছা ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:
আপনার সাথে দেখা হলে আমারও খুব ভালো লাগতো।
মিস হয়ে গেল! :(

আপনার জন্যেও অনেক শুভকামনা রইল।

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

ইখতামিন বলেছেন: "স্বপ্নপূরণ"
স্বপ্ন। কার না থাকে! পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি অথবা বস্তির অবহেলিত মানুষ, প্রত্যেকেরই কিছু স্বপ্ন অাছে। আপন স্বপ্নকে সবাই যতনে পুষে রাখে। কিন্তু সবার সব স্বপ্ন কি পূরণ হয়? তবু সবাই আশা বেঁধে রাখে। একবার যদি হয়ে যায়। তবে কাঙ্খিত বস্তু হাতের মুঠোয় এলে সে ব্যাপারে অার আগ্রহ থাকে না। পরিতৃপ্তি বলে কথা।

ইতোপূর্বে আপনার কয়েকটি বই বেরিয়েছিলো। তাহলে কিভাবে এ বইটির মাধ্যমে আপনার স্বপ্নপূরণ হতে পারে তা আমার বুঝে আসেনি। আপনি যে বিষয়টিকে স্বপ্নপূরণ ভাবছেন, আমার মনে হয়েছে সেটি আপনার কাছে ডালভাত ব্যাপার। আপনার স্বপ্ন হতে পারে হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল স্যার প্রমুখের স্থান। ঘাবড়াবার কোনও কারণ নেই। হতে পারে। হতেই পারে।

একটা ব্যাপার খেয়াল রাখবেন, স্বপ্নপূরণ যেনো আপনাকে পরিতৃপ্তি না দেয়। তাহলে আর সামনে এগোতে পারবেন না।

আপনি এবং আপনার বই, উভয়ের জন্যে শুভকামনা রইলো।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৩

আরজু পনি বলেছেন: এটা সত্যি ইখতামিন, আমি তৃপ্ত নই মোটেও।
তবে আমি কারো স্থান নিতে চাই না যেমন তেমনি শুধু ভালো লিখতে চাই এটাও সত্যি।
দেরীতে জবাব দেবার জন্যে আপনি সহ সবার কাছে ক্ষমাপ্রার্থী।
ভালো থাকুন নিরন্তর।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:১০

ডঃ এম এ আলী বলেছেন:
পোস্টের লিখা, কাহিনী, ছবি ও বিবরণ দেখে খুবই ভাল লাগল ।
বই মেলা , লেখক ও তাঁদের বই এর সার্বিক সাফল্য কামনা করছি
সাথে আপনার বই তো অবশ্যই ।

সাধ্যমত কিছু বই সংগ্রহের চেষ্টা করব । এই মহুর্তে দেশের
বাইরে থাকায় বই মেলা দেখার সুযোগ না পেলেও এই
পোষ্ট থেকে বেশ কিছু মনোরম দৃশ্য ও সার্বিক অবস্থা
দেখা ও জানার সুযোগ পাওয়া গেল ।

অনেক শুভেচ্ছা রইল ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২১

কথাকথিকেথিকথন বলেছেন: আপনাকে চিনে নিলাম, বইমেলায় গেলে খুঁজে দেখবো !

গ্রন্থমেলা মানে যেন লেখক এবং পাঠকদের জন্য একমাস ঈদ ! মিলেমিশে সবাই একাকার !

আপনার বই নিয়ে আপনার উচ্ছ্বাসটা বেশ প্রাণবন্ত । ভাল লেগেছে ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

আরজু পনি বলেছেন: হাহাহাহা
মানুষ অনেক কাছে থেকেও অপরিচিত থাকে।
আবার অনেক দূরে থেকেও অনেক পরিচিত হয়ে উঠে।
ভালো থাকুন।
শুভকামনা রইল।

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল আপু।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় কবি।
ভালো থাকুন।
শুভকামনা আপনার জন্যেও রইল।

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

চৌধুরী মাহবুব বলেছেন: আপনাকে পাঠ করে সুখে ভরে গে লাম। কেউ নতুন নয় হুট করে ক্উ এসে বই লি খতে পারে না । আপ নি লি খছনে অনকে বছর বই বরে করছেন নতুন। লিখ ক হি সেবে নতুন নয়। নতুন নতুন করে তো আমরা সুযোগ পায়না। আমি কাউকে নতুন বলার ঘোর বি রু ধী। কে নতুন কে পুরাতন সে টা বড় নয়। কে কাজ করতে পারে না সে টা বড় । আপনাকে সে লুট।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

আরজু পনি বলেছেন: আপনার মন্তব্য পড়ে মজা পেলাম।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

আমিই মিসির আলী বলেছেন: ২৪ তারিখে মেলায় যাবো।
আপনি থাকবেন নাকি তখন?

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন: নাম না জানলে, ছবি না চিনলে কেমন করে হবে বলুন!! :(

অনেক ভালো থাকুন।
শুভকামনা নিরন্তর।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪২

বিলিয়ার রহমান বলেছেন: অনেক অনেক শুভকামনা আপি!!!!:)

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, বিলিয়ার।
ভালো থাকুন সবসময়।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০

কালীদাস বলেছেন: কি জ্বালা! মানুষরে উৎসাহ দিতে বইমেলায় গেলেও দোষ ;)
কই যাই!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৮

আরজু পনি বলেছেন:
হাহাহাহা
আপনি এখন পর্যন্ত ব্লগে একমাত্র ওহ না দুইমাত্র ব্যক্তি যাকে চর্মচক্ষুতে দেখার ইচ্ছে রয়ে গেছে।
আরেকজন হলো প্রিয় ব্লগার 'ডেভিড'।
ভালো থাকুন।
অনেক শুভকামনা রইল, স্যারজি।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

অগ্নি সারথি বলেছেন: ইচ্ছে ছিল বই মেলায় গিয়ে আপনার বইটি কিনবার কিন্তু ব্যাস্ততার কারনে আর হয়তো বা যাওয়া হবে না তবে একজনকে লিস্ট করে দিয়েছি কিছু বই কেনার জন্য। সর্বাগ্রে আপনার বইটি-ই রয়েছে।
যাই হোক, 'অবদমিত অভিমান' এর জন্য শুভকামনা রইল। অনেকগুলা!!

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:
আপনার শুভকামনা আমার অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনেক ধন্যবাদ, অগ্নি সারথি।
ভালো থাকুন নিরন্তর।

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

কাবিল বলেছেন: বইটি সংগ্রহ করব কিভাবে?
আমি ঢাকার বাইরে থাকি।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৬

আরজু পনি বলেছেন: রকমারী ডট কম বা পাবলিশার্ম ই-প্লাটফর্ম এর সময় প্রকাশনের সাইট থেকে নেয়া যাবে।
অনেক ধন্যবাদ রইল, কাবিল।
ভালো থাকুন সবসময়।

২১| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন? বই মেলা অনেক এনজয় করেছেন।
পরের পর্ব দিয়ে দিন।

শুভকামনা রইল।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৭

আরজু পনি বলেছেন:
পরের পর্ব দিব হয়তো...
আপনার সরব উপস্থিতি অনুপ্রেরণাদায়ক।

২২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬

বার্ণিক বলেছেন: আমি ভীষণ কিপটা। বইটার পিডিএফ পাওয়া গেলে পড়ব।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৮

আরজু পনি বলেছেন: টাকাটা পাবলিশারের পকেট থেকে গেছে। তাকেতো টাকা তুলতে হবে। পিডিএফ দিলে কেমনে হইবো কইন? :(

২৩| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

ঔপন্যাসিক জিল্লুর রহমান বলেছেন: অনেকদূর এগিয়েছেন। দীর্ঘদিন ব্লগে ছিলাম না। তাই কিছু জানতাম না। এগিয়ে যান সঙ্গে আছি।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ঔপন্যাসিক।
ভালো থাকুন নিরন্তর।

২৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৫

বিজন রয় বলেছেন: আপনিও কি ব্লগ ছেড়ে দিবেন?

কেমন আছেন?

২৮ শে মে, ২০১৭ রাত ১১:৩৫

আরজু পনি বলেছেন: ব্যস্ত ছিলাম।
ধন্যবাদ আপনাকে।

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

পুলহ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা পনি আপু। যেখানেই থাকুন, ভালো থাকুন- এই শুভকামনা !

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, পুলহ।
ইদের অগ্রীম শুভেচ্ছা রইল।

২৬| ২৪ শে মে, ২০১৭ দুপুর ১:২৭

ফারজুল আরেফিন বলেছেন: ভালো লাগলো, শুভকামনা আপু।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ফারজুল।
অনেকদিন পর।
দেখে ভালো লাগলো।
শুভকামনা রইল।

২৭| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৮

বিজন রয় বলেছেন: ব্যস্ততা কমলে ব্লগে আসেন।
নিয়মিত হন।

ব্লগে এখন কথার বলার লোক কম।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:০৪

আরজু পনি বলেছেন: ব্যস্ততা সহজে আর কমবে না। তবে এর ভেতর থেকেই সময় বের করার চেষ্টা করছি।
আপনাদের আন্তরিকতায় শ্রদ্ধা রইল।

২৮| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৯

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন: জি, দিলাম আজকে নতুন পোস্ট।

২৯| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৮

এডওয়ার্ড মায়া বলেছেন: ব্যাস্ততা কি কমবে না
নাকি
হারিয়ে যাবার চেষ্টা করছেন =p~
ঈদের অগ্রিম শুভেচ্ছা আপু

১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০

আরজু পনি বলেছেন:
ব্লগে সময় দিতে গেলে অন্য কাজ বাকী রেখে সময় দিতে হয়। তাই বিপাকে আছি।
মাঝখানে একাধিকবার পাস্ওয়ার্ড ভুলে গিয়েছিলাম অনিয়মিত লগইন এর কারণে।
হারিয়ে যাবার ইচ্ছে নেই।
যতদিন ভালোবাসবো ততদিন রয়ে যাব এই ভালোবাসার ব্লগে।
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল।

৩০| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯

সৈকত জোহা বলেছেন: বইটি কয়েকদিন আগে সংগ্রহ করেছি এবং পড়েছি । কয়েকটা গল্পের কিছু লাইন দারুণ । আপনাকে দূর থেকে দেখার ইচ্ছা আছে ।

শোধ গল্পের ঃ
বেরিয়ে এলাম, বেশ্যা হলাম
কুল করলাম ক্ষয়
এখন কি না ভাতার শালা
ধমকে কথা কয় ।


কন্যার মা গল্পে
কবিতার বইয়ে ''মা'' পড়ে খুঁজেছি তোমায় কতো
গল্প পড়ে চোখ মুছে জেগেছি নিশিরাত শত।
মা, তুমি কোথায় হারিয়ে গেলে ছোট এই তুলিকে রেখে
শ্বাপদ সংকুল ভরা শহরে কে রাখে বলো দেখে?
পথে-মাঠেঘাটে যায় না যে চলা ফণা তুলে থাকে সাপে
মেয়ে হয়ে আমি জন্মেছি কেন, বলো সে কোন পাপে ?
তুমি ছাড়া হায় অসহায় হয়ে কেঁদে ফিরি ঘর বার
মা, তুমি কোথায়? আমি খুঁজি হন্যে হয়ে অনির্বার।।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আরজু পনি বলেছেন: অফলাইনে দেখেছিলাম আপনার কোন একটা পোস্টের মন্তব্যের জবাবে শোধ গল্পের শুরুটা দিয়েছেন। ভীষণ আপ্লুত হয়েছিলাম।
কিন্তু নোটিফিকেশন পাই না বলে পরে আর যেতে পারিনি।
তবে এখানে পেয়ে খুব ভালো লাগছে।
কৃতজ্ঞতা রইলো, জোহা।
অনেক ভালো থাকুন।

৩১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

খায়রুল আহসান বলেছেন: নিজের একটা বই, নিজের সন্তানসম - কি চমৎকার একটা কথা বলেছেন! কবি-লেখক মাত্রই এ কথাটার সত্যতা উপলব্ধি করে।
সুলিখিত পোস্ট। আগামী বইমেলাগুলোয় আপনার আরো অনেক বই আসুক, আসতে থাকুক, এই কামনায়---
পোস্টে প্লাস + +

১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
ভালো থাকুক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.