নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

সুখে-দুঃখে ৬ বছর পার করে ফেললাম! এও তবে সম্ভব!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬


আমি খুব সাধারণ মানুষ! বিতর্কের মধ্য দিয়ে কখনো অসাধারণ হওয়ার আগ্রহ জন্মায়নি!
বিতর্কিত লেখায় নিজেকে জড়ানোর আগ্রহ কখনো জন্মায়নি যেমন তেমনি নিজে বিতর্কিত লেখা থেকে চেষ্টা করেছি সবসময় দূরে থাকার।
মিথ্যে বলবো না...অনেক সময় মনে হয় আমার তো 'এটা' বলতে ইচ্ছে করছে! আমারতো 'ওটা' বলতে ইচ্ছে করছে।
আমার কাছে যা ন্যায় সঙ্গত মনে হচ্ছে আরেকজনের কাছে অবশ্যই তা ন্যায় সঙ্গত নাও হতে পারে।
আজকে আমি যাকে গালি দিচ্ছি কালকেই যে তাকে আদর্শ মানবো না তা নিশ্চিত করতে পারছি না...কেননা আজকে যা ভুল মনে হচ্ছে কাল তা শুদ্ধ মনে হলে তখন কী করবো?
জনে জনে 'ন্যায়' শব্দটাই আপেক্ষিক।
ছোটবেলা থেকেই অনেক 'উচিত' কথা বলে অনেকের বিরাগভাজন হয়েছি।
হয়তো কৌশলী ছিলাম না...এখনো যে খুব কৌশলী তেমন মনে হয় না নিজেকে।

এই লেখা যখন লিখতে বসেছি তখন মনটা খুব ভার লাগছে!
আমরা এতো অস্থির কেন!
সংবাদ পত্রে অনিয়মের বিরুদ্ধে লেখার কারণে (!) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লেখা প্রকাশের পরপরই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এমন খবর দেখছি ফেসবুকে।
এখানে উপর থেকে দেখলে ঘটনা এক রকম মনে হতে পারে। কিন্তু ভেতরের খবরতো জানি না...তবে কেন আমি বিস্তারিত না জেনে কোন মন্তব্য করবো?
কিন্তু যেটা আমি অনুভব করতে পারি...বিশ্ববিদ্যালয়ের বাসের উল্টোপথের যাত্রা...এটা নিয়ে কি আমার কিছুই বলার নেই? আমি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দোষ দিচ্ছিনা। তবে একটা অনুরোধ করতেই পারি। আরেকটু আগে ডিপো থেকে বাস বেড়িয়ে গেলে সমাধান হতে পারে কিন্তু।
নিয়মিত সময়ের কতোটা আগে বাস ডিপো ছেড়ে গেলে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে পৌঁছুতে পারে তা কিন্তু কর্তৃপক্ষ ভেবে দেখতেই পারেন। সেই অনিয়মের মাঝে বেড়ে উঠাতে কিন্তু আইন বিভাগের শিক্ষার্থীও থাকতে পারে। তিনি কী বিচার করবেন পরবর্তীতে? সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে উল্টোপথের যাত্রী হিসেবে বেড়ে উঠা অনেক শিক্ষার্থীই থাকতে পারেন।

কম বয়স থেকে মূল্যবোধ তেরি করে দিতে না পারলে ওই শিক্ষার্থীদের কাছ থেকে দয়া করে ভবিষ্যতে কিছু আশা করবেন না/করবো না।

সংবাদ পত্রে আরেক খবরে চোখ আটকে গেল। আমাদের সম্মানীত সহব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ফাহমিদুল হক স্যারের বিরুদ্ধে মামলা করেছেন একই বিভাগের আরেক শিক্ষক...৫৭ধারায়।

সাবধান!
কোথায় লাইক দিচ্ছেন, মন্তব্য করছেন বুঝে করছেন তো!
গৃহপালিত নিরীহ প্রাণীটিরও নিস্তার নেই যে, গৃহপালিত নিরীহ প্রাণীর মতো মুখ বন্ধ করে চুপচাপ কেবল জাবর কাটবো!

লগইন করার কিছুক্ষণ আগে কয়েকমিনিট চুপচাপ বসেছিলাম। তখন মনে হলো এই সামহোয়্যারইন-এই কেবল আমি নিদ্বির্ধায় কথা বলতে পারি। কর্তৃপক্ষের বিরুদ্ধেও যদি অনিয়মের অভিযোগ তুলি তবুও অন্তত আমাকে ব্যান করা হবে না...আমাকে কথা বলার সুযোগ দানের দরজাটা খোলা রাখবেন।
অনেক ধন্যবাদ প্রিয় সামহোয়্যারইন...আমাকে কথা বলার সুযোগ দেবার জন্যে।

বি.দ্র: অপরিকল্পিত, অস্থির মনের কথন। বর্ষপূর্তির ফূর্তিটা এসব অস্থিরতায় কেমন যেনো মলিন লাগছে!
তবু্ও ভালোবাসার সামহোয়্যারইন-এ ছিলাম, আছি, থাকবো (ইনশাহআল্লাহ)।

মন্তব্য ৯৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:


"সংবাদ পত্রে আরেক খবরে চোখ আটকে গেল। আমাদের সম্মানীত সহব্লগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ফাহমিদুল হক স্যারের বিরুদ্ধে মামলা করেছেন একই বিভাগের আরেক শিক্ষক...৫৭ধারায়। "

-এগুলো শিক্ষক নয়, এরা বাদুর।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

আরজু পনি বলেছেন:
প্রিয় সহব্লগার, চাঁদগাজী।
আপনার মন্তব্যে ভয় পেয়েছি সত্যিই।
আপনি যতো নির্দ্বিধায় বলতে পারছেন আমি পারছি না।
সহমত বা দ্বিমত কিছুই জানাচ্ছি না।

হয়তো কোন মত না জানানোও আমার অপরাধ হতে পারে!

২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনাকে অভিনন্দন।

আপনার ব্লগিং সব সময়ই ছিল সুশৃংখল, সুচিন্তিত; আপনার আগামী দিনের ব্লগিং আরো সফলতা বয়ে আনুক।

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৫

আরজু পনি বলেছেন:
জানি না কতোটা সুশৃঙ্খল তবে ইচ্ছে আছে নিজের সম্মান বজায় রেখে ব্লগিং করার।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার সাহস আর ধৈর্যের প্রশংসা করতেই হয়।
থাকুক এই সামহোয়্যারইনে অনেকগুলো বছর।
শুভকামনা অফুরান।

৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:০১

প্রতিভাবান অলস বলেছেন: হ্যাপী ব্লগিং

১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ।
তবে অলসতা কিন্তু প্রতিভাতে মরচে ধরিয়ে দেয়!
এটা মানেন নিশ্চয়।
আমি কিন্তু খুব মানি যেমন ভূক্তভোগীও তেমন।
শুভকামনা অনেক অনেক।

৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন আপু। পোস্টের বিষয়বস্তু খুব হিউমারাস হওয়ার কথা ছিল, কিন্তু এটা পড়ে পাঠকেরও মন ভারী হয়ে উঠবে, নিশ্চিত। অনেক অনুচিত কাজ ঘটে, ঘটতে থাকে; সবাই কৌশলী হলে সেগুলো মাত্রা ছাড়িয়ে যাবে, কাউকে উচিত কথা বলতে হবে, প্রতিবাদমুখর হতে হবেই। অতএব, নিজের বিবেক যা করতে বলে, নির্দ্বিধায় সামনে এগিয়ে যান, আপনার সাথে/পেছনে কেউ না কেউ থাকবেনই; আর নাও যদি থাকে- 'একলো চলো রে।'

এ কথাটা খুব ভালো লাগলো- "আজকে আমি যাকে গালি দিচ্ছি কালকেই যে তাকে আদর্শ মানবো না তা নিশ্চিত করতে পারছি না...কেননা আজকে যা ভুল মনে হচ্ছে কাল তা শুদ্ধ মনে হলে তখন কী করবো?" নিজের ভুল বুঝতে পেরে শুধরে নেয়াটাই মাহাত্ম্য।

এবার হালকা কথায় আসি। শুরুতে অনেকদিন পর্যন্ত আপনার নাম আমি পড়তাম - 'আরজু মনি'- হা হা হা। 'মণি' কথাটা আমাদের খুব প্রিয়। আমার মেয়েকে শর্ট নামের শেষে 'মণি' যোগ করে ডাকি। খালামণি, আপুমণি তো আছেই। আপনার নামটাও নিশ্চয়ই ওরকম আদরের সম্বোধন থেকেই এসেছে- এটা ভাবতাম :)

আমাদের সবার বিবেক জাগ্রত হোক, শুভ বুদ্ধির উদয় হোক; আমরা ন্যায়-অন্যায় বোধ যেন বুঝতে পারি, অন্যায় থেকে দূরে থেকে ন্যায়কে যেন আঁকড়ে থাকি- আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

আরজু পনি বলেছেন:
হিউমারাস কিছু দেবার চিন্তা যে একেবারে ছিল না তা নয়। কিন্তু যখন লিখতে বসেছিলাম তখন খুব ভারাক্রান্ত লাগছিল। এতো ভারাক্রান্ত মন নিয়ে কেমন করে হালকা চালের লেখা লিখি বলুন?
আমিতো অসাধারণ কেউ নই যে, মন ভার থাকলেও সেটা লুকিয়ে নিজেকে হাস্যোজ্জ্বল মুখে সবার সামনে উপস্থপন করবো। আমার সেই গুণ নেই :(

তবে 'আরজু মনি'র ব্যাপারটা জেনে খুব মজা পেলাম। একজন শহীদ নারী আছেন এই নামে যতদূর জানি।
শুভকামনার জন্যে অনেক ধন্যবাদ।
আপনার সুস্থ্, সুন্দর জীবনের কামনায়।

৫| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২১

মানিজার বলেছেন: স্বাগতম ৬ বছরের জন্য ।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৫

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মানিজার।
ভালো থাকুন সবসময়।

৬| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৩

মানিজার বলেছেন:

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫১

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।

৭| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন রইল ভাই। আমার জন্যও দোআ করবেন ভাই, সুখেদুঃখে সবার সাথে আন্তরিক থেকেই পার করতে পারি সামুতে।

খুব সুন্দর কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাই, শ্রদ্ধা রাখছি।

শুভকামনা আপনার জন্য।

১৬ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, নয়ন।
শুভকামনা রইল।

৮| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:২৪

সচেতনহ্যাপী বলেছেন: অনেক শুভেচ্ছা রইলো, ৬ বছর পুর্তিতে।। ভাল থাকবেন।।
এখন এমন অবস্থা যে, জাবর কাটতে দেখলেও, এসে বে ভেঙ্গাচ্ছো কেন!!??

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৩

আরজু পনি বলেছেন: ঠিকই বলেছেন। জাবর কাটতে দেখলেও বলবে ভেঙাচ্ছো কেন!
কী ভয়ঙ্কর অবস্থায় আছি আমরা!!!
অনেক ধনবাদ, আপনাকে।
ভালো থাকুন সবসময়।

৯| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১:৫২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: শুভ কামনা

২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন:

অনেক ধন্যবাদ, শোভন।
শুভকামনা আপনার জন্যেও...

১০| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ২:১৩

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে অভিনন্দন । আরও অনেক গুলো বছর থাকুন সেই শুভকামনা রইলো

২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৩

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ।
আপনি দেখলাম ১১ বছরের বেশি সময়...দারুণ!
আপনার জন্যেও শুভকামনা রইল।

১১| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৩:২৩

উম্মে সায়মা বলেছেন: ৬ বছর পুর্তির শুভেচ্ছা রইল....

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, উম্মে সায়মা।
শুভকামনা আপনার জন্যেও রইল।

১২| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার হ্যাপী ব্লগীং । !:#P
শুভেচ্ছা থাকল আপু।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, মামুন।
ভালো থাকুন অনেক অনেক।

১৩| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩১

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অভিনন্দন। অনেক শুভেচ্ছা রইলো।

আপনার ব্লগিং সব সময়ই ছিল সুশৃংখল, সুচিন্তিত; আপনার আগামী দিনের ব্লগিং আরো সফলতা বয়ে আনুক।

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্রবাদ, ধ্রুবক আলো।
শুভকামনা রইল।

১৪| ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তোমাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
তুমি একজন সফল ও পরিষ্কার ব্লগার। তোমার ভক্তকূল অনেক। তোমার সুশৃঙ্খল ব্লগিং আমাদের পাঠ্য ও অনুসরনীয়। সত্যি তুমি তোমার কর্মগুনে তোমার মর্জাদা তৈরী করতে পেরেছ।
ভাল থেকু সেই প্রত্যশায় সবসময়ের।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুজন।
শুভকামনা রইল।

১৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: অভিনন্দন আপু ।
লিখতে থাকুন.
দেশে যে কজন কে মেয়ে ব্লগার আছেন তাদের মধ্যে আপনি অন্যতম.
জাতি আপনাকে মনে রাখতেই হবে।
ভাল থাকবেন।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৫

আরজু পনি বলেছেন: এমন করে বললে দূর্বল হয়ে যাই।
আমি সবল থাকতে চাই।
আপনার একটা পোস্টে মন্তব্যে বই প্রকাশের জন্যে শুভকামনা জানিয়ে দুয়েকটা কথা বলেছিলেন।
আমার খুব মনে আছে।
অনুপ্রেরণা হয়ে থাকবেন সবসময় এই প্রত্যাশা রইল।

১৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন ।হ্যাপী ব্লগিং । আপনার সঙ্গে আমার প্রথম দেখা ব্লগডে অনুষ্ঠানে। আপনি দারুন রুপবতী । দেখা মাত্র ক্রাশ খাওয়ার মত। ভাল থাকবেন আর ব্লগে আপনার নিয়মিত উপস্থিতি কামনা করছি ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম।
আপনার প্রশংসায় লজ্জায় লাল হতে পারলাম না :(
আমার প্রতি মানুষজন যখন তখন ক্রাশ খাক এটা মোটেই পছন্দ না আমার :(
বরং আমার দোষের গঠনমূলক সমালোচনা আর গুনের প্রশংসায় বেশি খুশি হই ;)

হেহে

ভালো থাকুন সেলিম ।
আরো অনেক দারুণ দারুণ কবিতা লিখুন।
শুভকামনা রইল।

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অভিনন্দন, আপু। ব্লগিং চলতে থাকুক। আপনি থাকুন আপনার মতোই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন: ফাঁকিবাজি, সিরিয়াস
নিয়মিত অনিয়মিত
সবরকম করেই আছি
হাহা
অনেক ধন্যবাদ, মোস্তফা কামাল।
ভালো থাকুন সবসময়।

১৮| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০১

সোহানী বলেছেন: অভিনন্দন বর্ষপূর্তিতে। ভালোলাগে যখন কেউ এ ধরনের পোস্ট দেয় তারমানে পুরোনো ব্লগাররা হারিয়ে যায়নি................

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন: না হারাইনি B-)
অনেক ধন্যবাদ, প্রিয় সোহানী।

১৯| ১৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভ কামনা রইল আপু।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সোহেল।
ভালো থাকুন নিয়ত।

২০| ১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৩

গোফরান চবি বলেছেন: অভিনন্দন আরজুপনি।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, গোফরান।
শুভকামনা রইল।

২১| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১০

আমি তুমি আমরা বলেছেন: ষষ্ঠ বর্ষপূর্তির অভিনন্দন :)

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, ...তুমি...।
শুভকামনা সবসময়ের জন্যে।

২২| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫১

সামিয়া বলেছেন: অভিনন্দন অভিনন্দন

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩০

আরজু পনি বলেছেন:
খুব সুন্দর!
অনেক ধন্যবাদ, সামিয়া।
শুভকামনা রইল।

২৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫২

থার্মোমিটার বলেছেন: ছয় বছর দীর্ঘ সময় , বর্ষপূর্তির ব্লগে কিছুটা স্মৃতিচারণ আশা করছিলাম । আশা করি, সুস্থির হয়ে লিখবেন । ;)
হ্যাপি ব্লগিং ।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন:
এহেহেরে!! তাপমাত্রাডা মাইপ্পা গেলেতো বুববার পারতেন স্থির না অস্থির!!

স্মৃতিচারণই করতে চেয়েছিলাম।
তাতে একটা রিস্ক থাকে।
অনেকেরই নাম নিতে হয়। কাকে রেখে কার নাম নিব কে আবার রাগ করে, মান করে...তাই সবাইকেই নিরাশ ;)

আচ্ছা ভালো থাকবেন।
হ্যাপ্পিই সুলিমুল্লাহ :P

২৪| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৪০

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

আপনার সামনে চলার পথ আরো সুন্দর হোক।
ব্লগে আরো নিয়মিত হন।

ভাল থাকুন।

১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় বিজন রয়।
সাথে থাকার জন্যে ধন্যবাদ অশেষ।

২৫| ২০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

কথাকথিকেথিকথন বলেছেন: শুভেচ্ছা ষষ্ঠ বছর পেরিয়ে যাওয়ায় । এভাবেই পেরিয়ে যাক শতাদিক বছর । শুভ কামনা রইলো ।

২৩ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:৪৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথি।
দেরী করে জবাব দেবার জন্যে দুঃখের সীমা নাই :(

২৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন রইল আপু...

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, জহির।
ভালো থাকবেন।

২৭| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: শুভ হোক আগামীর পথচলা ।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বাবু।
ভালো থাকুন সবসময়।

২৮| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

খায়রুল আহসান বলেছেন: সামুতে ব্লগিং এর ৬ বছর পুর্তির জন্য অভিনন্দন ও শুভেচ্ছা!
আমার মনে হয় না আপনার উদ্বেগের কোন কারণ আছে, কেননা আপনার লেখাগুলো সচরাচর সুচিন্তিত, পরিশীলিত ও মার্জিত ভাষায় লিখিত। এর পরেও কেউ বিমুখ হলে আর কী করবেন?
অধুনা আপনি আগের চেয়ে অনেকটা অনিয়মিত হয়ে পরেছেন। অন্যত্র ব্যস্ততাই হয়তো এর মূল কারণ। তবুও, যতটুকু পারেন, লিখতে থাকুন। পাঠক, সমালোচক হিসেবে আমরা আছি।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন: জি, আপনি ঠিকই ধরেছেন। অন্যত্র ব্যস্ততাই এর মূল কারণ।
তবুও প্রায়ই ভাবি ব্লগে নিয়মিত হওয়ার।
এবং চেষ্টা করছি।
ভালো থাকুন অনেক।

২৯| ৩০ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৩

বিজন রয় বলেছেন: ও এখানে দেখি আগেই কথা বলেছি।

যাকগে, আপনি ভাল আছেন নিশ্চয়ই।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় বিজন রয়।
আমি ভালো আছি।
ভালো থাকুন সবসময়।

৩০| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১০:১৩

তারছেড়া লিমন বলেছেন: অভিনন্দন আপুনি...........

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, লিমন।
ভালো থাকুন সবসময়।

৩১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৮

বিজন রয় বলেছেন: আপনি আপনার ফেসবুকে সামুর প্রতি ভালবাসার কথা জানিয়েছেন।
কিন্তু বাস্তবে তো দেখছি না।

ভালবাসা মনের মধ্যে রাখলে হবে কেন?

সামুর এই সময়ে আপনাদের মতো ব্লগারদের দরকার ছিল খুব করে।
নিয়মিত হন আগের মতো।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

আরজু পনি বলেছেন: ঠিকই বলেছেন।
ভালোবাসা মনের মধ্যে রাখলে হবে না।
তাই চেষ্টা করছি আবার নিয়মিত হতে।

৩২| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় আরজুপনিকে নিয়ে আমার কবিতা

আশাজাগানিয়া

হে স্বপ্নচারী!হে স্বপ্নদ্রষ্টা তোমারে স্মরি
তুমি যে আশার জিয়নকাঠি
আশায় উড্ডিন চাতিকা.
তুমি হাসি ফোটাও মানুষের মুখে
নারী হয়েও তুমি অবলা নও
আমরা আশাবাধি বুকে
তুমি দেখাবে আলোর পথ
খুলে দেবে দ্বার নতুন সম্ভাবনার।
জ্ঞানের আলো বিলোবে এইখানে বার বার
তুমি যেন গন্ধরাজ ফুল
সুঘ্রানে তোমার হয়েছে আকুল
জ্ঞান পিয়াসী মন ।
তুমি নারীজাগরণের বহ্ণি শিখা
তোমাকে পেয়েছি পাশে
বন্ধুর পথে চলাতে,হে মানবিকা!
অন্যের বিরহ উপশমে
তুমি অনন্য অসাধারণ
তোমার পদচারণায় মুখরিত হোক
এই প্রঙ্গন আগের মতন ।

কবিতায় কারেকশন চাওয়া হলো ।পছন্দ হলে ব্লগে পোস্ট দেবো ।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন: অসাধারণ! সেলিম।

আপনি সত্যিই দারুণ লিখেন।
শুভকামনা রইলো।

৩৩| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: তোমার পদচারণায় মুখরিত হোক
এই প্রাঙ্গন আগের মতন । হবে :)

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

আরজু পনি বলেছেন: বুঝেছি।
অনেক ধন্যবাদ।

৩৪| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০০

লেখোয়াড়. বলেছেন: নতুনত্ব খুজছেন?
পাবেন না।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

আরজু পনি বলেছেন: সবকিছুই সবসময়ই নতুন ...হাহাহাহা

৩৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৬

আরজু পনি বলেছেন: সবার এবং সব পোস্টে সব বাকী মন্তব্যের জবাব দেবার জন্যে একটু সময় চাচ্ছি।
আজকে একুশে বইমেলার পোস্টের সব মন্তব্যের জবাব দিয়ে শেষ করলাম।
আমার মন্তব্যের জবাব কেউ না দিলে মন খারাপ হয়। তাই সবার মন্তব্যের জবাব দেয়াও আমার দায়িত্ব।
শুভরাত্রি।

৩৬| ২৭ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:১১

লেখোয়াড়. বলেছেন: .....
আপনার গত কয়েকটি পোস্ট দেওয়ার তারিখ দেখে বুঝতে পারলাম আপনি ব্লগে অনিয়মিত।
এমনকি মন্তব্যের উত্তরও করছেন না।

অবশ্য উপরে দেখছি অনেকদিন পর এসে আবার মন্তব্য করবেন তা বলেছেন।

এসব আদিখ্যেতা শিখলেন কবে?
আমার জানামতে এই ব্লগ এবং এখানের ব্লগারদের কাছে আপনি অনেক ঋণী।
যার ফল এখন বাস্তব জীবনেও ভোগ করছেন।

আর সে অদৃশ্যটাও উধাও!!!

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮

আরজু পনি বলেছেন: আমাকে যখন দোষ না থাকার পরও যা ইচ্ছে তাই করে অপমান করা হয় তখন কোথায় থাকেন আপনি?

৩৭| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

লেখোয়াড়. বলেছেন: কেমন আছেন আপনি? কে আপনাকে অপমান করল?
আমি তো ব্লগে আসি না, তাই কিছু জানিনা।

ব্লগে আপনার সাথে আমার দারুন কিছু স্মৃতি আছে, হয়তো আপনার মনে নেই সেসব।
আপনি কি ব্লগে নিয়মিত হবেন?
ব্লগ ছাড়া তো আপনার সাথে কথা বলার আর কোন উপায় নেই।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

আরজু পনি বলেছেন: আপনি নিজেও তো ব্লগে নিয়মিত নন।
আমিই বা আপনার সাথে ব্লগ ছাড়া কথা বলি কেমন করে বলুন!!??

৩৮| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তোমাকে অনেক মিস করি। তুমি হয়তো কোন কারণে রাগ করে আছ তবে কেন কোন কারণে কাদের সাধে বিদন্দা জানাতে যদি পরিষ্কার হতো? তবে তোমার যে বিশার ভ্ক্তকূল তাদের কি দোষ? তারাতো তোমাকে অধিক পছন্দ করে। ফিরে এসো ভ্ক্তদের দিকে চেয়ে।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩

আরজু পনি বলেছেন: প্রিয় সুজন! আপনার আন্তরিকতার সত্যিই কোন তুলনা নেই।
অনেক ভালো থাকুন।
শুভকামনা রইলো।

৩৯| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

মনিরা সুলতানা বলেছেন: বর্ষপূর্তির শুভ কামনা আরজু ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৪০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১২

নোবিতা রিফু বলেছেন: বাহ আপনি তো রেকর্ড করে ফেলেছেন! তাই আমিও কমেন্ট দিয়ে রেকর্ড করে গেলাম! B-))

০৭ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

আরজু পনি বলেছেন: হাহা
অভিযোজন ক্ষমতা বাড়াচ্ছি। ;)
একটু গুছিয়ে আবার ব্লগে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে ।
আপনিও হোন। জমবে ...

৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪১

শাহেদ খান বলেছেন: বাংলা ব্লগে অর্ধযুগ সুদীর্ঘ সময়! শুভেচ্ছা এবং অভিনন্দন, পনি'পু; একই রকম স্থিরতা আর শৃঙ্খলা ধরে রেখে সুন্দর ব্লগিং করে যাওয়ার জন্য।

পোস্টে প্রকাশিত আশংকাগুলো সব বাস্তব। মানুষেরা সমানে অস্থিরতার চর্চা করে যাচ্ছে। তবে নিশ্চয়ই সময় আসবে ধৈর্যশীলদের জন্যও। প্রার্থনা আর শুভকামনা।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয় অলস গল্পকার।
আবার সেই আগের মতো ছন্দের তালে তালে কাচবালিকাদের পড়তে চাই।
শুভকামনা নিরন্তর।

৪২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: সূচনাবাক্যটা চমৎকার হয়েছে। ব্লগিং এ অর্ধযুগ সাফল্যের সাথে পার করাতে আন্তরিক অভিনন্দন!

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

আরজু পনি বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

৪৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




বুঝতে পারছিনে, আপনার এই অপরিকল্পিত, অস্থির মনের কথনের বর্ষপূর্তির ফূর্তিটার আলোকচ্ছটা আমার চোখে ধরা দিলোনা কেন ! সম্ভবত নিয়মিত ভাবে আপনার অনিয়মিত হবার কারনেই বোধহয় এমনটা ঘটেছে । শত লেখার ভীড়ে তাই আপনাকে খুঁজে দেখা হয়নি ।

সুখে-দুঃখে ৬ বছর পার করে ফেলেছেন ! এমন পাড়ি যেন দিতে পারেন আরও শতেক বছর ।
শুভেচ্ছা রইলো । ভালো থাকুন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৩

আরজু পনি বলেছেন:
তুমি আর নেই সে তুমি....এর উল্টোটা হবে। আমি আর নেই সে আমি।
জি অনেক অনিয়মিত।
চাইলেই নিয়মিত হতে পারছি না।
মোবাইলে ব্লগিং করতে পারি না। কেমন যেনো লাগে!!!
অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার ।
ভালো থাকুন।
সুস্থ থাকুন।

৪৪| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

ভ্রমরের ডানা বলেছেন:



নিয়মিত হউন সুপ্রিয় ব্লগার.... আপনাকে মিস করি... আর ছয়বছর অনেক বড় মাইলফলক! সেটা আরো সুদীর্ঘ হোক সেই কামনা করি সবসময়...

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রমরের ডানা।
আপনাদের ভালোবাসাতেই ফিরে ফিরে আসি।
অনেক ভালো থাকুন।

৪৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১১

নতুন নকিব বলেছেন:



সুখ-দু:খের সাথী হয়ে সামুর সাথে অর্ধযুগের মাইলফলকে পৌঁছে যাওয়ায় অভিনন্দন। যুগ-যুগান্তর পেরিয়ে যাক এমনি করেই।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, নতুন নকিব।
ভাবছি পুরনো হলে কী করবেন।
শুভকামনা রইলো অনেক।

৪৬| ০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৭

মলাসইলমুইনা বলেছেন: মাত্র ছয় বছর উদযাপন করেই পোস্ট দিলেন ! আরো অনেক ছয় বছর উদযাপন করুন অরুন বরুন লেখায়, ফিচারে ছবি ব্লগে | সাফল্যের ব্লগিং আরো শুভ হোক, আরো উজ্জ্বল হোক | হ্যাটস অফ টু ইউ |

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মলাসইলমুনা।
ভালো থাকুন নিরন্তর।

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: আপনাকে অনেক অনেক অভিনন্দন । আরো অনেক বছর আমাদের মাঝে , ব্লগ পরিবারে থাকুন সেই কামনাই করি ।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, হাফসা।
শুভকামনা সবসময়।

৪৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

তিহাম বলেছেন: সেই ২০১২ সাল থেকে আপনাদের লিখা গুলো পড়ি, যখন ঘুড্ডির পাইলট, একজন আরমান, কাকপাখি.. উনারা ব্লগিং করতো । আজ এত বছর পর মন্তব্য করছি, কারণ এতদিন শুধু ভিজিটর হিসেবেই ছিলাম । ভালো লাগছে এটা ভেবে যে, এখন প্রিয় ব্লগারদের পোস্টে নিজের মতামত ও প্রকাশ করতে পারবো ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:১৪

আরজু পনি বলেছেন: অদ্ভুত সুখকর একটা অনুভূতি হচ্ছে!
এটাই ব্লগিং!
সহব্লগারদের কাছ থেকে পাওয়া এই ভালোবাসার কোন তুলনা নেই।
অনেক ধন্যবাদ, তিহাম।
খুব ভালো থাকুন।

৪৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬

ধ্রুবক আলো বলেছেন: ব্লগে ছয় বছর বেশ লম্বা সময়। পথ চলা আরও দীর্ঘ হোক। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.