নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

বন্দি নারী...পানি বন্দি নারী

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪



১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

বি. দ্র: সব ছবি নেট থেকে নেয়া।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কড়াল বন্যার ছবির চমৎকার আয়োজন ।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

আরজু পনি বলেছেন: শুধু বন্যার ছবি দেইনি।
এখানে একটা বিষয়কে প্রাধান্য দিয়েছি।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন:
ভেসে আসে রোহিঙ্গা শিশুর লাশ
নাফ নদীতে ; ভেসে যায় মানবতা
এখনো বঙ্গোপসাগরে সামু্দ্রিক প্রাণির
খাদ্যে পরিনত হয় মানুষ!
নিষ্পাপ শিশুদের রক্ত —প্রাণ
এখন ভিক্ষুদের প্রধান পানীয়!
শিশুরা যেখানে জিঘাংসা লালসার
সেখানে কি এখনো আবাস সভ্যতার ?
এতো শ্বাপদসংকুল বন!
হিংস্র হায়েনার অট্টহাসিতে ঘেরা মৃত্যূ উপত্যকা
এখানে কেঁপে ওঠে তথাকথিত মানবতা।
গৌতম বুদ্ধের পূনর্জন্ম হয়েছে রক্তপিপাসু ড্রাকুলার অবয়বে।
জীবহত্যা শিশুহত্যা এখন মহাপাপ নয় পূণ্যি।
অং সাং সুকী তুমি বিভীষিকা পৃথিবীর
অভিশাপ মানবসভ্যতার
তোমাদের ধিক্কার শতবার
ঘৃণার চেয়ে ঘৃণিত যদি কিছু থাকে
তাতে তোমাদের শতভাগ অধিকার
তোমরা বর্ণে বর্ণে অতীব নিন্দার।
ভেসে আসে রোহিঙ্গা শিশুর লাশ
নাফ নদীতে ; ভেসে যায় মানবতা
এখনো বঙ্গোপসাগরে সামু্দ্রিক প্রাণির
খাদ্যে পরিনত হয় মানুষ!
নিষ্পাপ শিশুদের রক্ত —প্রাণ
এখন ভিক্ষুদের প্রধান পানীয়!
শিশুরা যেখানে জিঘাংসা লালসার
সেখানে কি এখনো আবাস সভ্যতার ?
এতো শ্বাপদসংকুল বন!
হিংস্র হায়েনার অট্টহাসিতে ঘেরা মৃত্যূ উপত্যকা
এখানে কেঁপে ওঠে তথাকথিত মানবতা।
গৌতম বুদ্ধের পূনর্জন্ম হয়েছে রক্তপিপাসু ড্রাকুলার অবয়বে।
জীবহত্যা শিশুহত্যা এখন মহাপাপ নয় পূণ্যি।
অং সাং সুকী তুমি বিভীষিকা পৃথিবীর
অভিশাপ মানবসভ্যতার
তোমাদের ধিক্কার শতবার
ঘৃণার চেয়ে ঘৃণিত যদি কিছু থাকে
তাতে তোমাদের শতভাগ অধিকার
তোমরা বর্ণে বর্ণে অতীব নিন্দার।

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৮

আরজু পনি বলেছেন: বাজে বাস্তব।
কিন্তু চোখের সামনে শিশুর লাশ দেখতে ভালো লাগে না।
অস্থির লাগে

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: নাম আমি দেখেছি। পানিবন্দী নারী.....

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, সেলিম।
ভালো থাকুন।
আশাকরি ঘরের মানুষের পরীক্ষা ভালো হয়েছে।

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও মহিলা। এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে বিদেশে; কিন্তু বাংলাদেশে সংখ্যাটা অনেক কম। আমাদের দেশে সমস্যাটা হলও আমরা নিজেরাই বুঝিনা আমাদের প্রকৃত সমস্যা কি। যে কারণে সীমিত সম্পদের যথার্থ ব্যবহার নিশ্চিত করতে পারি না। যে কারণে স্বাধীনতার ৪৭ বছর পরেও খুব সাধারণ ও সমাধান যোগ্য সমস্যাও আমরা বয়ে বেড়াচ্ছি।

আপনার ছবি ব্লগের জন্য ধন্যবাদ। আমি নিজেও কিছু ছবি সংগ্রহ করে রেখেছি। বিশেষ করে মানুষের মহানুভবতা নিয়ে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩২

আরজু পনি বলেছেন: বন্যার সময়ে মেয়েদের স্বাস্থ্য সমস্যাটা খুব মন খারাপ করে দিচ্ছে। কিছু করতে পারি না কিন্তু ছবিগুলো নিজের ব্লগে রেখে দিলাম যেনো এসব দেখেও বন্যার্ত নারীর দুর্দশার কথা মনে করতে পারি।
অনেক ধন্যবাদ, পলাশ।
ইদের শুভেচ্ছা রইল।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৭

জাহিদ অনিক বলেছেন: ছবি কথা কয়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৫

আরজু পনি বলেছেন: ছবি কথা কয়
ছবি ইতিহাস হয়ে রয়।
ইদের শুভেচ্ছা রইল, জাহিদ অনিক।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বিজন রয়।
আপনাকেও অনেক শুভেচ্ছা জানাই।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

ফাহমিদা বারী বলেছেন: বণ্যা ও নারী। খুব সুন্দর ও সময়োপযোগী পোস্ট। ছবির মাধ্যমে বাস্তবতাকে তুলে ধরা।
এই অস্থির সময়টাতে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করা দায়িত্ব। তা এভাবে জনসচেতনতা তৈরির মাধ্যমেও হতে পারে। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ।
দূর্দশাগ্রস্থ সময়টাকে নিজের ব্লগে আটকে রাখতেই এই পোস্ট...
যেনো ভুলে না যাই।
শুভকামনা রইল।

৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৪

ফয়সাল রকি বলেছেন: দূর্দশাগ্রস্থ সময়টাকে নিজের ব্লগে আটকে রাখতেই এই পোস্ট...
যেনো ভুলে না যাই।

চাই না আবার ভয়াবহ বন্যা আসুক, কিন্তু তারপরেও আসবে.... সেদিনের দৃশ্যগুলো যেন আরো বেশি ভয়াবহ না হয়।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

আরজু পনি বলেছেন:
অনেক ধন্যবাদ, রকি।
ভালো থাকুন।

৯| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: বন্যার সময় পুরুষদের চেয়ে নারী ও শিশুদের দুর্ভোগ অনেক বেড়ে যায়। নারীদেরকে সবার মুখের অন্ন যোগাতে হয়, সেজন্য তাদের দুর্ভোগটা সবচেয়ে বেশী হয়ে থাকে।
যথার্থ শিরোনাম, ছবিগুলো সাক্ষী।

২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপু কেমন আছেন?

ব্লগে আসা ছেড়ে দিলেন নাকি? :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৪

আরজু পনি বলেছেন: না, ব্লগে আসা ছাড়িনি।
ব্যস্ততায় পিসিতে বসা হয় না।
মোবাইলে অভ্যস্থ হতে হবে।
অনেক ধন্যবাদ...
ভালো থাকুন সবসময়।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২২

মলাসইলমুইনা বলেছেন: বন্যার এই কষ্টের ফটোগুলো দেখা আরো কষ্টের |কি যে ভোগান্তি আল্লাহ ! অষ্টাশির বন্যার কথা মনে হয় ঢাকাতেই কি ভোগান্তিটাই না হয়ে ছিল !আর এতো ঢাকার বাইরে- গ্রামে, মফস্বলে ! কঠিন সময়গুলো ধরে রাখার উদ্দেশ্যটা সফল হয়েছে | ছবিগুলো মন খারাপ করে দিচ্ছে সহজেই |

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মলাসইলমুইনা।
আপনার নিকের অর্থ জানতে ইচ্ছে করছে।
ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.