নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

গ্ল্যামারের এই নীল নেশা থেকে সত্যিই আমি মুক্তি চাই!!

১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

১.

২.

৩.

৪.

৫.

৬.

এ এক ঘোর!
গ্ল্যামারের নেশা!
মানুষ গ্ল্যামারে আটকাবেই!
আমিও তার ব্যতিক্রম হতে পারিনি!
অতি সাধারণ এই আমি গ্ল্যামারের নেশায় পড়বো এটাতো খুবই স্বাভাবিক!
কিন্তু এমন অনেক নেশায় অনেকবার পড়েছি এবং...নিজে থেকেই উত্তরণের পথ বের করেছি।

এক সময় ব্লগের নেশায় পড়েছিলাম। #সামহোয়্যারইন_ব্লগ। সামহোয়্যারইন এর নেশাকে কী বলবো! ভয়াবহ!! নাহ আর কোন উপমা এই মুহূর্তে মাথায় আসছে না। বলা যায় প্রায় ২৪ ঘন্টা আমার পিসি খোলা থাকতো। বাসায় থাকি আর না থাকি। কলেজের মিটিং-এও মোবাইলের ভেতর ব্লগে ডুবে থাকতাম। কতোদিন প্রিন্সিপ্যাল স্যারের বকা খেয়েছি তার ইয়ত্তা নেই। বন্ধুদের সাথে খেতে গেলে ওদের বকা খেয়েছি কতোবার সেসব এখন কেবলই স্মৃতি! তারপর একসময় ঘোর কাটতে শুরু করলো। আসলেই কি ঘোর কেটেছিল? তা নয় কিন্তু। আমি এখনো সামহোয়্যারইনের নেশায় পড়তে চাই। আমার ভালোবাসারা এমনই।

মানুষ নীল তিমির নেশার কথা বলে খুব চিৎকার চেচামেচি করলো। কিন্তু ফেসবুক!!!
একটা সময় মনে হতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমন একটা জায়গা যেখানে কেউ চাইলে নিজেকে তৈরী করে রাজা বনে যেতে পারে। আবার কেউ নিজেকে নরকের কিটেও পরিণত করতে পারে। ফেসবুকও তেমনি এক জায়গা। গুগল প্লাস আর ফেসবুকে খুব বেশি পার্থক্য কি আছে? আছেতো বটেই। কিন্তু লালের চেয়ে নীলেই নেশা ধরে বেশি। তাই গুগল প্লাস রেখে আমরা ফেসবুকের নেশাতেই পড়ি বেশি। এখানে রেসপন্স খুব দ্রুত পাওয়া যায়। চাইলেই নিজেকে ইচ্ছেমতো করে উপস্থাপন করা যায়।
মুখোশ!!!
এই মুখোশের আড়ালে আমি কে?
.
.
এতোক্ষণ বকবক করার কারণ একটাই...আমি বেশ অনেকদিন ধরে লিখতে পারছি না। ব্লগে একটা পোস্ট দিব... ইচ্ছে, পরিকল্পনারা শুধু গুমড়ে মরছে। আমি না ফিচার লিখতে পারছি, না গল্প লিখতে পারছি। একসময় ক্যামেরার আড়ালে থাকতে পছন্দ করতাম। আর এখন মুখবইতে মুখ দেখাতেই যেনো ব্যস্ততা বেড়ে গেছে!!!

বাচ্চাদের সামনে এই নীলে আসতে চাই না। কেননা ওরাও এই নীল গ্ল্যামারে আসক্ত হোক তা কোনভাবেই চাই না।

ফেসবুকের টাইমলাইনে এতোটুকু লেখার পর যখন মনে হলো এটুকুই কেন আমি ব্লগে পোস্ট করছি না!? তখনই খেয়াল করলাম আমার নেট কানেকশান অচল হয়ে গেল! এবং আমি বেশ কয়েকবার চেষ্টা করেও নেট কানেক্ট করতে পারছি না। হয়তো এভাবেই আমি ব্লগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি!
কেননা এখন আমাকে কাজে যেতে হবে। পারলাম না ব্লগে পোস্ট দিতে। জানি না আদৌ পারবো কি না।
শুধু এটুকু বুঝতে পারছি… গ্ল্যামারের জগত থেকে নিজেকে বের করে আনতে হবে।

ছবি সূত্র: সকল ছবি অন্তর্জাল থেকে নেয়া।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমরা নিজের অজান্তেই ভার্চুয়াল জগতে হারিয়ে যাই সব ভুলে।

গ্র্যামারের মোহ বড় মোহ এ থেকে না বেড়ুতে পারলে সর্বনাশ।

পোস্ট ভাল হইছে।

ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

আরজু পনি বলেছেন: আসলেই গ্ল্যামারের নেশা এক সর্বনাশা নেশা!
এ থেকে নিজেকে বের করতে না পারলে সর্বনাশ!
অনেক ধন্যবাদ, মাইদুল। ভালো থাকবেন।

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: বেশ আগে ফেসবুকের নেশা আমারও ছিল।আর সামুর নেশা তো ফেসবুকেরও আগে থেকে।
তবে এখন কোন নেশায় আর আমাকে আসক্ত করে না।

তা কেমন আছেন আরজুপনি আপু?
যাক অনেক দিন পরে যে একটি পোষ্ট দিলেন এতেই ভাল লাগছে।আশা করি এখন থেকে নীল নেশা কাটিয়ে সামুতে এসে পোষ্ট দিবেন।
অনেক ভাল থাকুন।শুভ কামনা সব সময়।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

আরজু পনি বলেছেন: ফেসবুকে ছিলাম তবে আসক্ত ছিলাম না।
কিন্তু ব্লগাসক্ত ছিলাম। এটা অস্বীকার করবো না।
ইদানিং একটু মনে হচ্ছে ফেসবুকে সময় বেশি দিচ্ছি। যার কারণে লেখালেখি হচ্ছে না।
এটা থেকেই আসলে বেড়িয়ে আসতে চাচ্ছি।
আশাকরছি নীলাসক্তি থেকে বেরিয়ে আসতে পারবো।
আপনাদের শুভকামনাই আমাকে বের হতে সহযোগিতা করবে ইনশাহআল্লাহ।
অনেক ভালো থাকুন, সোহেল।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাইরে ফেইসবুকেই কি আপনাকে আমাদের কাছ থেকে এতো দূরে রেখেছে। ব্লগে আপনি গুনিজন। আপনাকে প্রায় খোঁজে যাই এতইতো আপনার কোন এক বিশাল ব্লগ চোখে পড়বে। কিন্তু বার বার হতাশই হয়েছি। যাই হোক ফেবুকের নেশা ছেড়ে ব্লগে থাকুন। আমরা আপনাকে আবার সেই আগের মতো পেতে চাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন:

আসলে ব্লগে পোস্ট দিতে সময় নিয়ে, মনোযোগ দিয়ে ব্লগিং করতে হয়।
ফেসবুকিং রাস্তার জ্যামেও করা যায়...হাহাহাহা
আছি এই সামহোয়্যারইন-এ...
ভালোবাসি এখনও এই ব্লগকে।
অনেক ধন্যবাদ, প্রিয় সুজন।
ভালো থাকবেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফেবুর প্রতি আগ্রহ অনেক আগেই কমে গেছে। এখন আরোও কমছে আস্তে আস্তে। মূলত ভালো ভালো পোস্ট পড়ার জন্যই ঢুকা হয় ফেবুতে।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪২

আরজু পনি বলেছেন:
ফেবুতে বেশি সময় থাকার আমার যুক্তিসঙ্গত কিছু কারণ আছে।
কিন্তু তারপরও ডিফেন্স সবাই করে যখন আসক্ত হয়ে পড়ে...আমি বুঝতে চেষ্টা করছি আসলেই কি আসক্তি এসেছে আমার??
দেখা যাক ব্লগে মনোযোগ কতোটুকু দিতে পারি।
অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কাছে কোন নেশাই মারাত্মক মনে হয় না। চার বছর আগে একবার ব্লগ ছেড়ে গিয়েছিলাম হয়ত প্রয়োজন পড়লে আবারও চলে যাব। আর ফেবু তো আরও বিরক্তিকর। ওখানে পারতপক্ষে ঢুকি না।

আপনার নামটা চার বছর আগে অনেক বেশি চোখে পড়ত। এখন মাঝেমধ্যে দেখি। আশা করি এখন থেকে নিয়মিত দেখব। আমাদের সাথে নতুন করে আপনারা পরিচিত হলে আমাদের লাভ বৈ ক্ষতি হবে না। নিয়মিত ব্লগে আসুন। ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

আরজু পনি বলেছেন:
আমিও আশাকরছি নিয়মিত থাকার।
দেখা যাক কতোটুকু পারি।
জি, নতুন, পুরনো কোন পক্ষেরই ক্ষতি নেই।
অনেক ধন্যবাদ, সম্রাট।
ভালো থাকুন সবসময়।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: এই মুখোশের আড়ালে আমি কে? - ভাগিস, এই প্রশ্নটার মুখোমুখি আমাকে হতে হয় না, কারণ আমি কোন মুখোশ পরি না। নিজের কোন গ্ল্যামার নেই, তাই জগতটাকে এতটা গ্ল্যামারাসও মনে হয় না। এসব লেখালেখির জগত থেকে নিজেকে বের করে আনার কোন তাগিদও অনুভব করিনা। তবে হ্যাঁ, সময়ের কিছুটা অপচয় হয় তো বটেই, তাই এসব কাজে ব্যয়িত সময়কে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে রাখতে পারলেই সেটাকে সফলতা বলে মনে করি। অবশ্য এ কথাটা শুধু আমার ক্ষেত্রেই প্রযোজ্য, অন্যান্য কাজের মানুষদের জন্য নয়। :)
আমি এমনিতেই একজন স্বল্পবাক মানুষ। ফেইসবুক, ব্লগ ইত্যাদিতে আনমনেই কথা বলে যাই। মাঝে মাঝে সেগুলো নিয়ে আলোচনা হয়, মাঝে মাঝে নয়। তবে আমি খুশী এই ভেবে যে আমার ভাবনাগুলোকে আমি ধরে রাখতে পারছি। আবার সেগুলো থেকে কিছু কিছু সচিত্র ভাবনা ফেইসবুক বছরে বছরে সাগরের অতলান্ত থেকে তুলে এনে পুনরায় স্মরণ করিয়ে দিয়ে যায়, পুনরায় সামনে হাজির করে! এটাও বড় ভাল লাগে।
অনেকদিন পরে ব্লগে এলেন, অব্যাহত থাকুক ব্লগযাত্রা!
শুভকামনা---

১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন: আমার কাছে লেখালেখিটা অপচয় মনে হয় না।
বরং সম্ভব হলে চাকরী ছেলে লেখালেখি করতাম।
কিন্তু চাকরী, পদ এসবও নেশা!
চেষ্টা করবো নিয়মিত থাকার।
আপনার উপস্থিতিতে অনুপ্রেরণা পেলাম।
অনেক ভালো থাকুন।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৮

অন্তরন্তর বলেছেন: আপনার বিশ্লেষণধর্মী এবং সমাজের অতি গুরুত্বপূর্ণ পোস্টগুলো আমি মিস করি। ব্লগে আমারও নেশা ছিল কাজ কর্ম ফেলে। এখন অফুরন্ত সময় হাতে কিন্তু ব্লগে সেইভাবে আসা হয় না। তারপরও অফলাইনে একবার দিনে আসি এবং কিছু পোস্ট পড়ি। কমেন্ট করা হয়না আলসেমির জন্য। অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে। চেষ্টা করবেন কিছুটা নিয়মিত হতে। শুভ কামনা।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

আরজু পনি বলেছেন:
আপনার মন্তব্য, প্রশংসা শুনে আপ্লুত হলাম।
আমি কখনো বিশ্লেষণধর্মী লেখা লিখতাম কিনা তাইতো ভুলে গেছি :(
আসলেই কোন কিছুর নেশাই ভালো না।
সব ধরণের নেশা থেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে চাই।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সবসময়।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিল পর আরজু পনি ....
নেশা দীর্ঘায়িত হোক ।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৩

আরজু পনি বলেছেন: লেখালেখির নেশা দীর্ঘায়িত হোক...
অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগার।
শুভকামনা রইলো।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫

জুন বলেছেন: পনি অতি বাস্তব একটি লেখা অফলাইনে পড়ে লগ হোলাম । আমার মনে আছে ব্লগে আমি একদা এতই আসক্ত ছিলাম যে তোমার মত আমিও চব্বিশ ঘন্টা ধ্যান জ্ঞান ব্লগে। রাত দুটো তিনটায় ও মনে হয় পোষ্ট দিয়েছি কমেন্ট করেছি । কারো বাসায় পারতপক্ষে যেতাম না , কেউ আসলে উসখুস করতাম । ল্যাপটপের স্ক্রীনে চোখ রেখে হু হা করতাম । এসব মনে হলে হাসি পায় এখন । ব্লগ আর ফেবু দুটোর নেশাই আমার কেটে গেছে বলে মনে করি । এখন শুধু নিজের লেখাগুলো লিখে রাখি ব্লগের পাতায়। আগে কেউ মন্তব্য না করলে অস্থির লাগতো । এখন কিছু মনে হয় না । যখন আসি তখন অন্যদের লেখা ভালোলাগলে অবশ্য পড়ি সাথে সময় করে মন্তব্য করি ।
শুভকামনা রইলো অনেক ।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

আরজু পনি বলেছেন: আগে কেউ মন্তব্য না করলে অস্থির লাগতো...হাহাহাহা
একদম ঠিক কথা বলেছেন প্রিয় ব্লগার।
এখন আর সেই অস্থিরতা নেই।
কিন্তু লিখতে না পারার অস্থিরতা আছে।
আপনি, আমি...আমরা ইনশাহআল্লাহ থাকবো নিয়মিতই...এই ভালোবাসার ব্লগে।
অনেক শুভকামনা রইলো।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: আপনি খুব বেশি আবেগতাড়িত হয়ে গেছেন।
নিজেকে বোঝান, কন্টোল করুন।

১৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

আরজু পনি বলেছেন: জি...খুব আবেগ তাড়িত হয়ে গেছি।
আপনি কিছু টিপস দিন না প্লিজ।
আর কীভাবে কন্ট্রোল করবো তাও যদি অনুগ্রহ করে বলে দিতেন খুব ভালো হতো।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

আমি তনুর ভাই বলেছেন:

১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

আরজু পনি বলেছেন: কি কঠিন অবস্থা!!!!!

:(

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

নূর-ই-হাফসা বলেছেন: ফেসবুক এর নেশা আমারও হয়েছিল ঐটা কাটিয়ে উঠতে পেরেছি।
ব্লগের নেশা যেটা দীর্ঘ সময় আগে খুব ছিল । সেটা আবার ফিরে পেয়েছি । কিন্তু এই নেশা আমি চাইনা । আমি আবার আগের মতোই হতে চাই । আপনি এখনই ভালো আছেন ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫

আরজু পনি বলেছেন: আমি আসলে ব্লগ, ফেসবুক কোনটাতেই নেশা চাই না।
সবটাতেই নিয়ন্ত্রিত ব্যবহার চাই।
চেষ্টা করছি সবকিছুই নিয়ন্ত্রিত ব্যবহারের আওতায় আনতে।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

ফেরদৌসা রুহী বলেছেন: সব নেশাই খারাপ।

আমাকেও বের হতে হবে এসব নেশা থেকে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আরজু পনি বলেছেন: আসলেই।
বাড়াবাড়ি সব কিছুই খারাপ।
বেড়িয়ে আসুন।
অনেক শুভকামনা রইলো।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭

মিথী_মারজান বলেছেন: আপু!!!! :)
সুন্দর দিক আলোকপাত করেছেন আপু।
আমার কাছেও ফেইসবুক আর ব্লগিং একসময় নেশার মত ছিল।
পরে নিজেই ফিল করেছি যে এগুলো সময়ের কতটা অপচয়!
এখন ব্লগিংটা রিক্রিয়েশন হিসাবে নিয়েছি এবং অবশ্যই সচেতন থাকব এই ব্যাপারে।

ভাল থাকবেন আপু।
আর অবসরে সামুতে আমাদের একটু বেশি সঙ্গ দেবেন আশা করছি। :)

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আরজু পনি বলেছেন: মিথী!
ভালো লাগলো আপনাকে পেয়ে।
ব্লগ বা ফেসবুক সবকিছুই রিক্রিয়েশন বা কাজের যাই হোক...ক্ষতিকর যেনো না হয়।
অনেক শুভকামনা রইলো।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

সামিয়া বলেছেন: আসলে অতিরিক্ত কোন কিছুই ভালো না।
কেমন আছেন আপু?
অনেকদিন পর......

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

আরজু পনি বলেছেন: জি, ঠিকই বলেছেন।
ভালো আছি, সামিয়া।
আলহামদুলিল্লাহ।
আপনার নতুন উপন্যাসের জন্যে অভিনন্দন রইলো।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৭

ধ্রুবক আলো বলেছেন: ফেসবুক, বা এইসব অনলাইন সোশ্যাল মিডিয়া গুলো খুবই গভীর মহ আছে। এর ভিতর একবার আটকে গেলে বের হওয়া কঠিন।
আর বর্তমান যুগ তো পুরোই উল্টো পথে দিশারী। ফেসবুককে এখন সামাজিকতা, স্ট্যাটাস, জনপ্রিয়তা তুলে ধরার একটা জায়গা বানিয়ে ফেলেছে।
মজার বিষয় হলো, ফেসবুককে এখন সবাই চায়ের দোকান বানিয়ে ফেলেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

আরজু পনি বলেছেন: হাহা
মজার কথা বলেছেন...চায়ের দোকান।
অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো।
শুভকামনা জানবেন।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

ঋদ্ধি বলেছেন: চমৎকার পোস্ট।

০১। “ফেসবুক আসক্তি সত্যিকারের দুর্ভাবনার বিষয়”
০২। ফেসবুক তৈরি ভুল ছিল?
০৩। ফেসবুকের ‘লাইক’ নিয়ে আতঙ্কে লাইকের উদ্ভাবক

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন: জি, সত্যিই আতঙ্কের।
এবং অনেকটা সময় ব্লগে আটকে থাকাটাও নেশা।
এটাও এক সময় আমার মধ্যে ছিল।
ভাবনার বিষয় বটে!
লিঙ্কগুলো শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ, ঋদ্ধি।

১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ প্রত্যাবর্তন... আরজুপনি :)
দেখুন কীভাবে একটি দারুণ পোস্ট হয়ে যায়!

লেখাটি আগেই দেখেছিলাম, কিন্তু মন্তব্য দিতে দেরি হলো।
আপনার-আমার মন্তব্যের সম্পর্কটি কিন্তু বেশ মধুর। অনিয়মিত হলেও বিষয়টি মনে থাকে আমার।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় ব্লগরত্ন।
আমারও দেরী হয়ে যায়!
তবে আন্তরিকতার কোন ঘাটতি থাকে না।
অনেক ভালো খাবকেন।
শুভকামনা রইলো।

১৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মুক্তি হোক!!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, শাইয়্যান।
শুভকামনা রইলো

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

মানিজার বলেছেন: আমার বউ সোশ্যাল গেমিংয়ে আক্রান্ত । বড়ই সমস্যা এইসকল জিনিস ! ! :||

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২০

আরজু পনি বলেছেন: আমি চেষ্টা করে গেম থেকে নিজেকে মুক্ত রেখেছি।
এসব মারাত্মক নেশা!!!

২১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪৩

কথাকথিকেথিকথন বলেছেন:




চমৎকার লিখেছেন । সময় এসেছে এসব বিষয়ে সচেতনতার ।

আপনি কেমন আছেন ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
এহ নামেই তোতলামো ছুটে যাবেরে!!!
ভালো আছি, আলহামদুলিল্লাহ।

২২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

সচেতনহ্যাপী বলেছেন: ছবিগুলিই আমাদের আসক্তির কথা প্রমান করছে।। এ নেশা যে কতটা মারাম্তক তা এর নেশারুদের না দেখলে বিশ্বাস করাই কঠিন।।
অবশ্য ব্লগও এমনই একটি নেশা।। তবু সুখের বিষয় আমি শত সময় থাকলেও ব্লগে আসি একটা নির্দিষ্ট সময়ের জন্য।। উইকএ্যান্ডে একটু বেশী, এই যা।।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

আরজু পনি বলেছেন: আমার সবকিছুতেই নেশা!!!
এ বড় সমস্যার কথা।
আপনি অনেক নিয়ন্ত্রত।
এটা খুব ভালো।
ভালো থাকুন সবসময়।

২৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


ফেইসবুক বাংগালী জাতিকে নিজের দাস বানাতে পেরেছে

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

আরজু পনি বলেছেন: খুবই বাজে সত্যি কথা।
ধন্যবাদ গাজী সাহেব।

২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: :) । ঠিক আছে। তুমি ও লিখলে। ব্লগ দিবস মনে আছে। .... আমরা ও লিখবো। :P

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮

আরজু পনি বলেছেন: আপনি কী মন্তব্য করলেন বুঝিনি।
ভালো থাকুন।

২৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: সব ইহুদী-খ্রিস্টানদের ষড়যন্ত্র।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২

আরজু পনি বলেছেন: কী জবাব দিব বুঝতে পারছি না।
ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।

২৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেদিন রাতে বাসে হঠাত খেয়াল করে দেখ ৬০% যাত্রি মাথা ঝুকিয়ে!
হাতে নিলাভ আলো জ্বলছে!
মগ্নতায় সাধুরাও পিছে ;)

দিক-দিশাহিন জাতি কি আমরা? কেউ কি আছে সামাজিক সাংস্কৃতিক জাতিগত নিয়ন্ত্রনে?
ব্রিটিশ চলে গেছে! দাসত্বের মানসিকতা যায়নি!
তাই দাস হই বারবার কখনো -কর্পোরেট! ভিনদেশী সংস্কৃতির কখনো অজ্ঞতার!

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৮

আরজু পনি বলেছেন: আসলেই দাস হই বারবার!!! :(
ধন্যবাদ, ভৃগু।
ভালো থাকুন।

২৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২

জাহিদ অনিক বলেছেন:


১ম ছবিটা ভয়াবহ। সুঁই ফোটানো দেখতে পারি না। মাথা ঘুরায়।
ছবিটা যেমন ভয়াবহ তেমনি এর আসক্তিটাও ভয়াবহ।

চমৎকার পোষ্ট।

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, জাহিদ অনিক।
ভালো থাকুন সবসময়।

২৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,



লিখেছেন, "আমি এখনও সামহোয়ারের নেশায় পড়তে চাই ..." । আবার এইসব গ্লামার জগৎ থেকে বেরিয়েও আসতে চান , বলেছেন ।
তাহলে আপনার জন্যে এটা -------------
এক সকালে ঈশ্বর আপনাকে বললেন, " আমি তোমার স্মৃতির হার্ডডিস্ক থেকে সব নাম ডিলিট করে দিয়েছি । এখন বলো কারও নাম তোমার মনে পড়ে কিনা ? "
আপনি সামহোয়ারের কথা বললেন ।
ঈশ্বর বললেন , " কিছু ভাইরাস আছে যা ডিলিট করা যায় না । "

০৩ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

আরজু পনি বলেছেন: হাহাহাহা
সামহোয়্যারইন তেমনি একটা ভাইরাস...ডিলিট হয় না।
অনেক ধন্যবাদ মনের কথা বলতে পারার জন্যে।
শুভকামনা রইলো।

২৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নীলতিমি'র চাইতে শতগুণ ভয়াবহ এই নীল চেহারার বইখানি। এতে ডুব দিলে আর রক্ষে নেই; অন্যান্য বইয়ের শেষ আছে, কিন্তু এই বইয়ের শেষ কোথায়? কারোরই জানা নেই। মাঝে মাঝে ভাবি যেদিন জুকার ভাতিজা এই বই এর চ্যাপ্টার ক্লোজ করবে, সেদিন কোটি কোটি পাঠকের কি হবে। দুনিয়াতে কি এত সাইকো রিহ্যাবিটেশন সেন্টার তৈরী করা সম্ভব হবে? B:-)

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:০০

আরজু পনি বলেছেন: আমাদের সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। :(
খুব সত্যি কথা বলেছেন। অনেক ধন্যবাদ, বোকা ...

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আসতেফেইসবুকের নেশা আসলেই বড় খারাপ। ব্লগের নেশা ছুটে গিয়েছিল কাজের চাপ বেড়ে যাওয়ায়। কিন্তু, হাতে একটু ফ্রি সময় থাকলেই ফেইসবুকে ঢুকে যাচ্ছি, অবশ্য দুই দিন আগে বেকার জীবন শেষ করে কাজে ঢুকলাম, আশা করি ফেইসবুকের নেশাও ছুটে যাবে।

খুব ভাল এবং সময়োপযোগি পোস্ট!

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:০৯

আরজু পনি বলেছেন: আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি!
কিন্তু সব প্রেম মিছে হলেও এই প্রেম ফিরে ফিরে আসে!!!
:(

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

বিজন রয় বলেছেন: আমার কোন নেশা নেই।
তবে নেশাকে আমি সমর্থন করি।

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন: ভালো কাজে নেশা থাকুক।
তবে আমি বার বার নেশায় আক্রান্দ হই
:P

৩২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৫

এডওয়ার্ড মায়া বলেছেন: নীল নেশা থেকে মুক্তি পেলেও ডিভাইস থেকে মুক্তি মিলছে না

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:১৭

আরজু পনি বলেছেন: নাহ...কোনটা থেকেই মুক্তি মিলছে না।
এতো গ্ল্যামারাস!

:(

৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৬

সোহানী বলেছেন: অনেক দিন পর দেখলাম আপনাকে।

হাঁ এ যুগটা ভার্চুয়াল আগ্রাসন চলছে। তারপর কিছুকাল পর বোধদয় হবে ও ফিরে আসবে আসবে আশা করি..........

০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৩৮

আরজু পনি বলেছেন: আমিও আশাকরি ফেসবুকের এই নীল নেশাকে আমরা জয় করে কাজে লাগাতে পারবো আমাকে প্রয়োজনীয় কাজে।
অনেক ধন্যবাদ, প্রিয় সোহানী।
ভালো থাকুন অনেক অনেক।

৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

যূথচ্যুত বলেছেন: গরিবের বন্ধু ফেসবুককে এ-সকল মাদকদ্রব্যের সাথে এক আসনে বসানোর তীব্র প্রতিবাদ করছি। X((

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:০৭

আরজু পনি বলেছেন: যেই গরিবকে সারা বছরের বেশিরভাগ সময় ফেসবুকে দেখতে পাই না তার আবার কথা! হুহ!
X(

৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

যূথচ্যুত বলেছেন: আমি প্রতিদিন নিয়ম করে ফেসবুকাই। কত কিছু শেখা যায়। সেটাকে নেশা ভাবলে, রোজ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করাও আমার একটা নেশা বলতে হয়। :(

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন: মিথ্যুক!
মিথ্যুক!
মিথ্যুক!
ডাহা মিথ্যুক!
যারে খুঁজেই পাই না ফেসবুকে সে কি না বলে ‘রোজ’!!!

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

বিজন রয় বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

আপনাকে ব্লগে নিয়মিত দেখতে চাই।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে।
চেষ্টা করছি নিয়মিত হতে।

৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

আরইউ বলেছেন: কঠিন কিছু নয় কিন্তু। আমি ফেসবুক ব্যবহার করি সামান্য। সময়ের এককে হিসেব করলে মাসে ৫ থেকে ১০ মিনিট হবে। এই ব্লগটা এক সময় ঘরবাড়ির মত ছিল; সে মায়াও কাটিয়ে উঠেছি। তবু মাঝে মাঝে উঁকি দিয়ে দেখার লোভ সামলাতে পারিনা। তাও হয়ত মাসে দু' - চার বার!

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

আরজু পনি বলেছেন: আমি ফেসবুক, ব্লগ কোনটা্রই মায়া কাটাতে পারি না।
শুধু নিজের প্রতি কোন মায়া নেই।
:(

৩৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩৬

বিজন রয় বলেছেন: আপনি কি আর ব্লগে আসবেন না?

বইমেলা চলে এলো, অথচ এবার আপনার স্টিকি পোস্ট হলো না।

চলে আসুন আরজুপনি।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩২

আরজু পনি বলেছেন: আপনিই বলুন আমি ব্লগে আর আসবো কি না? :P

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

বিজন রয় বলেছেন: আপনাকে ব্লগে দেখতে পাচ্ছি।

এবার হৃদয় খুড়ে বেদনাটা জাগিয়ে তুলুন।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৩

আরজু পনি বলেছেন: আজ সময় শেষ। তাই চাইলেও অন্যের পোস্টে যেতে পারছি না মন্তব্য করতে বা এই পোস্টের সব মন্তব্যের জবাব দিয়ে যেতে। :(

৪০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ফেসবুকের বাইরে আছি। এইটা কন্টিনিউ করার ইচ্ছা, প্রয়োজনও

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন: আমি ফেসবুকে আছি। তবে ব্যক্তিগত একাউন্টের মেসেঞ্জার অফ করে রেখেছি। মেসেঞ্জারে মনোযোগ, সময় দুটোই নষ্ট হয়।

৪১| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

নজসু বলেছেন: নীলাভ ফেসবুকের নীল নেশা এখন নীল বেদনায় পরিনত হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

আরজু পনি বলেছেন: এটাকে সবাই সঠিক উপায়ে ব্যবহার করছে না বলেই এমন হচ্ছে । :(

৪২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬

স্রাঞ্জি সে বলেছেন:
@লেখক বলেছেন: আজ সময় শেষ। তাই চাইলেও অন্যের পোস্টে যেতে পারছি না মন্তব্য করতে বা এই পোস্টের সব মন্তব্যের জবাব দিয়ে যেতে। :( মানে আপনি আবার ডুব মারবেন।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

আরজু পনি বলেছেন: ওইদিনের সময় শেষ হয়ে গিয়েছিল। আজ আবার এলাম। চেষ্টা করছি নিয়মিত হতে। প্রতিদিনই যেনো থাকতে পারি সেই চেষ্টা চলছে।
অনেক ধন্যবাদ, স্রাঞ্জি

৪৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬

নীল আকাশ বলেছেন: আরজু আপু, ঠিক এই বিষয়ে আমি কিছুদিন আগে পোষ্ট দিয়েছিলাম। দেখুন কত বড় পাগল এই দেশের মানুষ জন? Click This Link ৭ নম্বরটা।

আজকে দৈনিক পত্রিকা তেও এসেছে, দেখুন.......https://www.jugantor.com/todays-paper/features/islam-and-life/97576/প্রজন্মের-সময়-ঠুকরে-খায়-ফেসবুক

ফেসবুক ব্যবহার করা ছেলেমেয়েদের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, 'গ্রাম গঞ্জে ভাত পায় না, ফেসবুকে সব বড় বড় সব সেলিব্রেটি'!

ভালো থাকুন সব সময়।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

আরজু পনি বলেছেন: আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।
লিঙ্কে ক্লিক করে এটা পেলাম :(

৪৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১১

নীল আকাশ বলেছেন: এটা আমার লেখা, লিংক কিভাবে ভুল হলো? আজকে দিন টাই মনে হয় খারাপ যাচ্ছে.......
http://www.somewhereinblog.net/blog/nilakas39/30253084
রি-চেক করে দেখেছি। এবার ঠিক আছে।
ও, লিংকে শেষে একটা কমা পরে গেছে আগের বার, এটাই ঝামেলা করেছে....



১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২২

আরজু পনি বলেছেন: লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় হয়তো জানেন। না জানলে বলে দিবোনে।
অনেক শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.