নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

যার লেখা পড়ে থম ধরে ছিলাম! : এশরার লতিফের ’স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প’

০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৩৮


একটি সভ্যতার বিচার করা হয় নাকি তার বই, গ্রন্থাগার থেকে। আর গ্রন্থাগারের বইগুলো যারা লেখেন? সেইসব সাহিত্যিক, কবি, গল্পকার যদি লেখক, গবেষক হিসেবে সমৃদ্ধ না হন তবে সেই সভ্যতাকে কোনভাবেই সমৃদ্ধ বলা যায় না।

একজন গল্পকারকে আপনি বিচার করবেন কী দিয়ে?
তাঁর সুন্দর চেহারা?
তাঁর সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ’কুল’ সাবজেক্টে পড়াশোনা?
তাঁর বনেদি বংশ পরিচয়?
জানি ‘না’ বলছেন।
আদতে তাই হওয়া উচিত।
তাঁর সমৃদ্ধ লেখাই পাঠকের কাছে অমূল্য রত্নাকারে উপস্থিত হবে।
পাঠক গোগ্রাসে গিলবে তাঁর লেখা।
বর্তমান সময়ে দূর্জনের মুখে একটা বদনাম আছে। ভালো লেখা, ভালো বই বাঙলা সাহিত্য পাচ্ছে না।
হাজার হাজার নিম্নমানের (বিষয়টা আপেক্ষিক) লেখার ভিড়ে মধ্যম মানের অনেক লেখাই আছে নিঃসন্দেহে।
কিন্তু ইতিহাসে ঠাঁই করে নেবার মতো লেখা?
সেই অমূল্য রত্নটিকে যে সাগর সেচে মুক্তো কুড়িয়ে আনার মতো করে খুঁজে নিতে হবে।
এসময়ের তেমনি একজন লেখক ’এশরার লতিফ’
অনলাইনে তাঁর লেখা পড়ে ভক্ত বনে গিয়েছিলাম। আমি নিশ্চিত করে বলতে পারি পাঠক হিসেবে যারা তাঁর বই পড়েছেন তারা নিশ্চয়ই করে বলবেন তাঁর লেখনির ধারের কথা।
অপেক্ষায় ছিলাম তাঁর মুদ্রিত বইয়ের। ’স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প’ বহু আকাঙ্ক্ষিত সেই বই।
আদতেই কি বহু আকাঙ্ক্ষিত?
১৮টি গল্প নিয়ে এ সঙ্কলনের প্রতিটা গল্পই অনন্য। পড়ার পর অদ্ভুত এক তৃপ্তি আপনাকে ঘিরে রাখবে।
কিন্তু আমার প্রত্যাশার সীমাকে দুমড়ে মুচড়ে হাল্কের মতো গুড়িয়ে দিয়েছে ‘স্ফটিক বাড়ি’ গল্পটি।
যখন এই পোস্ট লিখছি তার বেশ কয়েক ঘন্টা আগে বিশেষ এই গল্পটি পড়ে শেষ করে নিজের কাজ ফেলে ‘থম’ ধরে বসেছিলাম কিছুক্ষণ।
কোনভাবেই যেনো ঘোর কাটছিল না!
তখন মনে হলো আমার প্রিয় সহব্লগারদের সাথে এই লেখকের বইয়ের পরিচয় করিয়ে দেই। কীভাবে একটি লেখা অনন্য হয়ে উঠে তার উপস্থাপনের গুনে পাঠক পড়ে দেখুক।

এএকটি বই নিয়ে লেখবো কিন্তু তার কোন সমালোচনা থাকবে না তা কী করে হয়?
জি, বলছি।
সমস্যাটা বইয়ে নয়। রকমারিডটকমে বইয়ের প্রথম গল্পটি দেয়া আছে ‘পার্থিব’। কিন্তু বইয়ে চূড়ান্ত প্রুফ রিডিং সম্পন্ন লেখা ছাপা হলেও প্রাথমিকভাবে জমা দেয়া গল্পটিই প্রুফ রিড না করেই রকমারিতে উপস্থাপন করা হয়েছে। আশাকরি বাঙলাদেশে এই বইয়ের প্রকাশক
সুপ্রিয় সহব্লগার নীল সাধু দাদা বিষয়টি দেখবেন।

কলকাতার ‘সৃষ্টিসুখ’ থেকে প্রকাশিত এই বইটি সম্পর্কে যা পেয়েছে তা তুলে ধরলাম নিচে।

কলকাতা বইমেলা ২০১৮-য় সৃষ্টিসুখ থেকে যে গল্প সংকলনগুলো প্রকাশ পেতে চলেছে, তার মধ্যে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বই এশরার লতিফের ‘স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প’।

এশরারের সঙ্গে আমাদের যোগাযোগ প্রায় এক দশকের, সৃষ্টি গল্প প্রতিযোগিতার মাধ্যমে। ওঁর স্ফটিক বাড়ি গল্পটি ছিল পুরস্কারপ্রাপ্ত গল্পের তালিকায়। তারপর এই লেখকের গল্প আমরা নিয়মিত পেয়েছি পত্রিকার পাতায়। তবে এপার বাংলায় প্রথম বই হয়ে বেরোতে চলেছে সেইসব গল্প।

বইটি সম্পর্কে বৈষয়িক তথ্য:
বইয়ের নাম: স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প
লেখক: এশরার লতিফ
প্রকাশক : নীল সাধু, এক রঙ্গা এক ঘুড়ি
প্রথম প্রকাশ : বাংলাদেশে বইমেলা ২০১৮
মূল্য: ৩০০ টাকা

মন্তব্য ৫৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৬

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: একজন ভালো লিখককে সাগর সেচে কুড়িয়ে আনা মুক্তোর মত খুঁজে নিতে হবে।
সহমত!

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:২৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, পথিক।
যারা নিজেকে সাহিত্যিক হিসেবে পরিচিত করাতে চান তাদের দায়িত্ব নিজেদের অমূল্য রত্ন হিসেবে উপস্থাপন করা।
ভালো থাকবেন।

বি.দ্র: লেখক আর আপনি একই পাঠশালার বলেই জানি।

২| ০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৬

মৌরি হক দোলা বলেছেন: শ্রদ্ধেয় লেখকের লেখা আমিও পড়েছি। তিনি ভীষণ সুন্দর লেখেন :) :)

০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৪০

আরজু পনি বলেছেন: সত্যিই অসাধারণ তাঁর লেখনি।
অনেক ধন্যবাদ, দোলা।
ভালো থাকবেন।

৩| ০২ রা মে, ২০১৮ বিকাল ৩:৫৯

তারেক ফাহিম বলেছেন: অনলাইন থেকে নেওয়া যাবে ?

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

আরজু পনি বলেছেন: জি, ফাহিম।
এশরার লতিফের স্ফটিকবাড়ি ও অন্যান্য গল্প
রকমারিতে পাবেন।
ধন্যবাদ।
ভালো থাকুন।

৪| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: বইটি পড়িনি।

অবশ্যই সংগ্রহ করবো।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো লেখা আমাদের পড়া উচিত।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

৫| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: স্ফটিক বাড়ি ও অন্যান্য গল্প
লেখক: এশরার লতিফ
প্রকাশনী: এক রঙ্গা এক ঘুড়ি
গায়ে লেখা দাম: ৩০০৳
বই কেনার লিংক click

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, প্রান্তর পাতা।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

৬| ০২ রা মে, ২০১৮ বিকাল ৪:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: বইটি পড়তে হবে, কিন্তু দাম বেশি। যাহোক সুন্দর পোষ্ট, ধন্যবাদ।

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

আরজু পনি বলেছেন: আমি যতদূর জানি ফর্মা প্রতি বইয়ের দাম ধরা হয় ৩০টাকা করে।
সেই হিসেবে দশ ফর্মার বই ৩০০টাকা ঠিকই আছে।
তবে মেলায় ২৫% করে কমিশন পেয়ে ২২৫ টাকায় কিনেছিলাম।
ভালো বইয়ের জন্যে না হয় কয়েকটা টাকা বেশিই দিলাম।
অনেক ধন্যবাদ আবারো।
ভালো থাকবেন।

৭| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


লেখক কি সামুতে ব্লগিং করেন? কোন লেখা আছে সামুতে?

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

আরজু পনি বলেছেন: জি , না।
নাম সার্চ দিয়ে এই নামের কাউকে পেলাম না।
কাজেই সামহোয়্যারইন এ তাঁর লেখা না থাকারই কথা।
তবে আপনাকে রকমারি আর সৃষ্টির লিঙ্ক দিচ্ছি। সেখান থেকে পড়তে পারবেন একটা দুটো গল্প।
এই লিংকে একটা গল্প পাবেন।

এখানে সৃষ্টিসুখ থেকে পাবেন।

৮| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কাছে ভালো লাগলে, আমাদের কাছে ভালো লাগার কথা

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আরজু পনি বলেছেন: জি।
অবশ্যই ভালো লাগবে।
অনেক ধন্যবাদ, গাজী সাহেব।
ভালো থাকবেন।

৯| ০২ রা মে, ২০১৮ বিকাল ৫:৪৬

শামচুল হক বলেছেন: পড়ার আগ্রহ দেখা দিল। চেষ্টা করবো পড়ার।

০২ রা মে, ২০১৮ রাত ৯:০৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
ভালো থাকবেন।

১০| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেকদিন পরে আপনাকে দেখলাম আপু
এত বিরতী কেন মাঝে?
স্ফটিক বাড়ি ও অন্যান্য" গল্পের লেখক
এশরার লতিফকে আন্তরিক শুভেচ্ছা,
বইটির বহুল প্রচার কামনা করছি।

০২ রা মে, ২০১৮ রাত ৯:১০

আরজু পনি বলেছেন: গতমাসেও পোস্ট দিয়েছিতো।
রোজ অনেকটা সময় ধরে ব্লগে থাকা হয় না এই আরকি।
অনেক ধন্যবাদ, আপনাকে।
শুভকামনা রইলো।

১১| ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: চাঁদগাজী ভাইয়ের জবাবটা পেলে ভালো হতো।
সাগর সেচে মুক্তো এনে ছাড়ব ইনশাআল্লাহ্।
আপনাকে ধন্যবাদ বইটির বিষয়ে তথ্য দেয়ার জন্য।

০২ রা মে, ২০১৮ রাত ৯:২৩

আরজু পনি বলেছেন: জি।
ধন্যবাদ।
আশাকরি জবাব পেয়েছেন।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।

১২| ০২ রা মে, ২০১৮ রাত ৮:০৫

কাওসার চৌধুরী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, লেখক এশরারর লতিফকে পরিচিত করার জন্য। আমি উনার গল্প আগে কখনো পড়ি নাই। এখন পড়বো।

০২ রা মে, ২০১৮ রাত ৯:৩২

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে।
শুভকামনা রইলো।

১৩| ০৩ রা মে, ২০১৮ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপুনি তোমাকে অনেক ধন্যবাদ। ওনার গল্প সত্যি অপূর্ব অনলাইনে যেটুকু পড়তে পেরেছি তাতেইে মনে হলো লিখার
তুখোড় হাত।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৪

আরজু পনি বলেছেন: বই সংগ্রহ করে বাকীগুলোও পড়ে ফেলুন।
চমকের পর চমক।
অনেক ধন্রবাদ, সুজন।
ভালো থাকুন।

১৪| ০৩ রা মে, ২০১৮ ভোর ৪:২৪

সোহানী বলেছেন: পড়ার আগ্রহ বেড়ে গেল।.............

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:১০

আরজু পনি বলেছেন: সংগ্রহ করে পড়ে ফেলুন।
ভালো লাগবে নিশ্চিত।

১৫| ০৩ রা মে, ২০১৮ দুপুর ১২:২৬

তারেক ফাহিম বলেছেন: ধন্যবাদ লিংক দেওয়ার জন্য।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২১

আরজু পনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ফাহিম।
ভালো থাকবেন।

১৬| ০৪ ঠা মে, ২০১৮ রাত ২:২৪

ফাহমিদা বারী বলেছেন: এশরার লতিফ ভাইয়ের লেখা সত্যিই অনন্য। তিনি পেশায় একজন আর্কিটেক্ট। ইউকে কার্ডিফ ইউনিভার্সিটির শিক্ষক। তিনি গল্পকবিতা ডট কমে অনিয়মিতভাবে লেখেন। এছাড়া ফেসবুকের 'পেন্সিল' নামক গ্রুপ্টাতেও তিনি বর্তমানে লিখছেন।
তার লেখা পড়ে সত্যিই ধম মেরে বসে থাকতে হয়। :)

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৩

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, আপনাকে।
আশাকরি পাঠক তাঁর বই পড়ে অনুভব করবে বর্তমান বাংলা সাহিত্যের জৌলুস।
ভালো থাকুন।
শুভকামনা।

১৭| ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ১২:২০

এজাজ ফারিয়া বলেছেন: আপনার লেখা দেখে বইটি এক্ষুনি পড়তে ইচ্ছে হচ্ছে!

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৪

আরজু পনি বলেছেন: সংগ্রহ করে ফেলুন।
আশাকরি ঠকবেন না।
অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো।

১৮| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:০৮

অর্থনীতিবিদ বলেছেন: অসাধারণ করে বই আর লেখকের রিভিউ লিখেছেন।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
ভালো থাকুন।
শুভকামনা রইলো।

১৯| ০৫ ই মে, ২০১৮ দুপুর ১:২৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: লেখকের বর্ণনার স্রোত প্রবল, চমৎকার ও সাবলীল, কিন্তু কিছু গল্পের প্লট দেখলাম অতি নাটকীয়, গভীরতা কম। স্ফটিক বাড়ি গল্পটিও বেশ চমৎকার, কিন্তু তাজমহলের সাথে অতি মিল আসলে গল্পটির প্লটের মৌলিকতার হানি করে একে কিছুটা ডেরিভেটিভ করে ফেলেছে, নিয়ে গেছে অনেকটা ডিটেকটিভ ঘরানায়। আশা করি সময়ের সাথে তাঁর লেখা আরও চমৎকার হবে।

০৫ ই মে, ২০১৮ দুপুর ১:৪২

আরজু পনি বলেছেন: বাহ্ আপনি তাহলে পড়েছেন।
ভালো লাগলো জেনে।
একেকজনের কাছে একেকরকম লাগবে এটাই স্বাভাবিক।
তবে তাজমহলের সাথে মিলটাতেই আমার বেশি ভালো লেগেছে।
লেখকের পড়াশুনার গভীরতাকে তিনি গল্পে কাজে লাগিয়েছেন।
আগ্রহকে পাঠকের সামনে তুলে ধরে পাঠককেও তা সম্পর্কে জানিয়েছেন। এই ব্যাপারটা আমার বেশি ভালো লেগেছে।
তাঁর লেখা পড়ে আমি নিজেই অনেক কিছু শিখেছি। এজন্যেই আরো বেশি ভালো লাগে।

তবে আপনার মতো করে বলতে পারি। অবশ্যই সামনে আরো শানদার লেখা পাবো নিশ্চিত।
অনেক ধন্যবাদ, মামুন।
ভালো থাকুন সবসময়।

২০| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো লেখা আমাদের পড়া উচিত।
ভালো থাকবেন।
শুভকামনা রইলো।


অনেক ধন্যবাদ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

আরজু পনি বলেছেন: আবারো অনেক অনেক ধন্যবাদ।

২১| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫০

বিজন রয় বলেছেন: আচ্ছা, তার লেখা পড়ে দেখবো।

আপনি নতুন নতুন পোস্ট দিন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

আরজু পনি বলেছেন: প্রতিবারই ভাবি এবার নিয়মিত হবো...তারপর আর পেরে উঠি না !

২২| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

আরজু পনি বলেছেন: আপনাকে আমার পোস্টে পেয়ে মনে হয় তবুও কেউ চায় আমি লিখি..এ এক দারুণ অনুপ্রেরণা!

২৩| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ, লেখক এশরারর লতিফকে পরিচিত করার জন্য। আমি উনার গল্প আগে কখনো পড়ি নাই। এখন পড়বো লিংকগুলো তো রকমারীতে নিয়ে যায়! গল্প পাইনা!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

আরজু পনি বলেছেন: ’পেন্সিল’ নামক ফেসবুক গ্রুপে উনার কিছু অসাধারণ গল্প পাবেন।
আর রকমারিতে একটা গল্প দেয়া আছে বইয়ের তথ্যসহ।

২৪| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

লেখোয়াড়. বলেছেন: আমি ব্লগিং করবো কেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৫

আরজু পনি বলেছেন: আপনি যদি অন্যের ব্লগিং অনুপ্রেরণা হয়ে থাকেন তবে অবশ্যই ব্লগিং করবেন।
আপনি যদি...
...
...
...

২৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:১০

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক!
শুভকামনা রইল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, বিজন রয়।
শুভকামনা আপনার জন্যেও রইলো।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭

জুন বলেছেন: কেমন আছেন পনি ভালো তো ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

আরজু পনি বলেছেন: সুপ্রিয় ব্লগার, ভালো থাকাটা খুবই আপেক্ষিক ব্যাপার।
এতো বেশি ওজন বেড়ে গেছে যে, এই ওজন নিয়ে চলাফেরা করা কষ্টকর :(

২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

জুন বলেছেন: এত ওজন হঠাৎ! আমারতো গত পনের বছর ধরে চলা একই ওজন গত একমাসে ধপ করে পাচ কেজি কমলো যা ডাক্তারকেও বিস্মিত করেছে। ভালো থাকুন সপরিবারে এই প্রার্থনাই থাকলো। মাঝে মাঝে উকি দিয়ে যাবেন আশা করছি :)

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন: খাওয়ায় রুচি কমে নাগো! :(
অবশ্যই উঁকি দিবো সরবেই।
একটু নিয়মিত হওয়ার চেষ্টা করছি আরকি।

২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিংকের জন্য ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৪

আরজু পনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ, মাইদুল।

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮

বাকপ্রবাস বলেছেন: এশরার লতিফ নামটার সাথে পরিচয় গল্পকবিতা ডটকম থেকে, প্রবাসে থাকার দরুণ বই সংগ্রহ কঠিন হয়ে দাঁড়ায়, তায় ব্লগ কেন্দ্রিক পড়া হয়, এই যেমন আপনার পোষ্ট পড়ে দুধের সাধ ঘোলে মেটানো হবে কিন্তু বইটাতো পার পাচ্ছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.