নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

অনুভূতির অনুপ্রাণ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯


এখনও যখন সার্চ দেই সামহোয়্যারইন ব্লগে পোস্ট করা অনেক লেখা পাই এদিক সেদিক। খারাপ কি আসলেই লাগে? খারাপ লাগে যদি সেখানে নিজের নামটা দেখতে না পাই। আজ সকালে যখন নিজের একটা লেখা অন্য একটা সাইটে দেখলাম তখন খারাপ অবশ্য লাগেনি। কারণ পোস্টের লিঙ্ক দেয়া ছিল তাতে। এখন কপি পেস্ট ওয়ালারা কী করে জানতে ইচ্ছে করে।
কিন্তু যুগ পাল্টেছে। এখন পাসওয়ার্ড ভুলে গেলে নিজের ব্লগের লেখাও প্রয়োজনে কাজে লাগানো যায় না কপি করতে না পারার কারণে। ব্যাপারটা দারুণ কিন্তু। সদর দরজায় তালা লাগিয়ে যদি চাবি হারিয়ে ফেলি তখন ঘরে ঢুকতে গেলে চাবিওয়ালার দারস্থ হতে হয়। কিন্তু শান্তি একটাই অন্য চাবি দিয়ে দরজা খুলছে না। তারমানে নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না।
সামহোয়্যারইনব্লগ থেকে কপি করার সুযোগটা বন্ধ করাতে এখন নিরাপত্তাজনিত শান্তিটা বেশ আরাম দেয়।
................
ঘটনা আর কিছুই না। পাবলিকলি বা লুকিয়ে একা একাও লেখা হচ্ছে না। হচ্ছে না প্রিয় সামহোয়্যারইন ব্লগে সরবভাবে উপস্থিত হওয়া। 'ব্যস্ততা' বড় স্বার্থপর এক শব্দ। কিন্তু ব্লগে আসতে ইচ্ছে করছে।
অভিজ্ঞতার ঝুলি মন্দ নয়। অনেকেই ব্লগ ছেড়েছেন তাঁদের পোস্টে সহব্লগারদের উপস্থিতি কমে গেছে বলে। পোস্ট নির্বাচিত পাতায় আসেনি বলে সব পোস্ট ড্রাফটে চলে গেছে এমন খবরও জানি।
কিন্তু আমার যখন ব্লগে আসতে ইচ্ছে করে, পোস্ট দিতে ইচ্ছে করে তখন ভেবে নেই...এই পোস্ট আদৌ কারো চোখে পড়বে বলে মনে হয় না। থাকুক তবুও আমার ডায়েরির পাতা হয়ে। আমার মনের খোড়াক হয়ে...

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: আ‌সেন সবাই না‌গিন ড্যান্স দিই ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

আরজু পনি বলেছেন: আপনার একটা নাগিন ড্যান্সের ছবি শেয়ার করবেন আশাকরি... হাহাহাহা

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

সৈয়দ ইসলাম বলেছেন:
অনেকদিন পর আপনি পোস্ট করলেন। ব্লগের অনলাইনে আপনাকে দেখা যেত ঠিকই, তবে নাড়াচাড়া ছিল কম। আজকের লেখার জন্য ধন্যবাদ।

"এখনও যখন সার্চ দেই সামহোয়্যারইন ব্লগে পোস্ট করা অনেক লেখা পাই এদিক সেদিক। খারাপ কি আসলেই লাগে? খারাপ লাগে যদি সেখানে নিজের নামটা দেখতে না পাই। আজ সকালে যখন নিজের একটা লেখা অন্য একটা সাইটে দেখলাম তখন খারাপ অবশ্য লাগেনি। কারণ পোস্টের লিঙ্ক দেয়া ছিল তাতে। এখন কপি পেস্ট ওয়ালারা কী করে জানতে ইচ্ছে করে। 
কিন্তু যুগ পাল্টেছে। এখন পাসওয়ার্ড ভুলে গেলে নিজের ব্লগের লেখাও প্রয়োজনে কাজে লাগানো যায় না কপি করতে না পারার কারণে। ব্যাপারটা দারুণ কিন্তু। সদর দরজায় তালা লাগিয়ে যদি চাবি হারিয়ে ফেলি তখন ঘরে ঢুকতে গেলে চাবিওয়ালার দারস্থ হতে হয়। কিন্তু শান্তি একটাই অন্য চাবি দিয়ে দরজা খুলছে না। তারমানে নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না। 
সামহোয়্যারইনব্লগ থেকে কপি করার সুযোগটা বন্ধ করাতে এখন নিরাপত্তাজনিত শান্তিটা বেশ আরাম দেয়। 
................
ঘটনা আর কিছুই না। পাবলিকলি বা লুকিয়ে একা একাও লেখা হচ্ছে না। হচ্ছে না প্রিয় সামহোয়্যারইন ব্লগে সরবভাবে উপস্থিত হওয়া। 'ব্যস্ততা' বড় স্বার্থপর এক শব্দ। কিন্তু ব্লগে আসতে ইচ্ছে করছে। 
অভিজ্ঞতার ঝুলি মন্দ নয়। অনেকেই ব্লগ ছেড়েছেন তাঁদের পোস্টে সহব্লগারদের উপস্থিতি কমে গেছে বলে। পোস্ট নির্বাচিত পাতায় আসেনি বলে সব পোস্ট ড্রাফটে চলে গেছে এমন খবরও জানি। 
কিন্তু আমার যখন ব্লগে আসতে ইচ্ছে করে, পোস্ট দিতে ইচ্ছে করে তখন ভেবে নেই...এই পোস্ট আদৌ কারো চোখে পড়বে বলে মনে হয় না। থাকুক তবুও আমার ডায়েরির পাতা হয়ে। আমার মনের খোড়াক হয়ে... "
সংরক্ষিত ও উইদাউট পরিমার্জিত :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

আরজু পনি বলেছেন: হাহা লিঙ্ক দেখেতো টাস্কি খাওয়ার যোগাড়!!!
হাহাহাহা

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।

আপনার পোস্ট দেখে অনেক দিন পর লগইন হলাম।
আমারো অনেক ব্যস্ততা, তারপরও ব্লগে সময় দেওয়ার চেষ্টা করি।

আপনাকে অনেকবার ব্লগে আসার জন্য অনুরোধ জানিয়েছি।
অনুরোধটি রাখুন প্লিজ!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

আরজু পনি বলেছেন: আপনার উপস্থিতি সত্যিই খুব প্রেরণাদায়ক।
মনে হয় তবুও কেউ মনে রাখে এই অতি সাধারণ আমিকে।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

স্রাঞ্জি সে বলেছেন:


আপনাদের জন্য আপনার লেখার জন্য মুখিয়ে আছি আমরা নবীনরা ....


কালকে 'আমি তুমি আমরা' ভাইকে দেখলাম। আর আজ আপনাকে।


আপনাদের প্রবীণ ব্লগারদের দেখলে ভাল লাগে......


আর ব্লগটাও মাতিয়ে থাকে সারাবেলা......


আমাদের মাঝে ফিরে আসার জন্য আমরা সত্যিই আপ্লুত


কিন্তু আবার হারিয়ে যাবেন না....

আপনার প্রতি অনেক অনেক শুভকামনা। ভাল থাকবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

আরজু পনি বলেছেন: আপনারা নবীনরাও অনেক ভালো লিখছেন।
অনেক ধন্যবাদ, স্রাঞ্জি।
শুভকামনা রইলো।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপু আবারো সরব হন এই প্রিয় প্রাঙ্গনে।
আপনি আমার লেখার অনুপ্রেরণা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

আরজু পনি বলেছেন: আপনি অসাধারণ লিখেন।
প্রতিবারই ঠিক করি আসবো নিয়মিত...দেখা যাক...

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



আপু, শুভেচ্ছা রইলো। আপনার বেশ কয়েকটি লেখা আমি পড়েছি। তবে কমেন্ট করেছি কিনা এই মুহুর্তে মনে পড়ছে না। আপনার লেখাগুলো আমার বেশ ভাল লেগেছে। আপনি সামুর সিনিয়র ও গুণী ব্লগার; একজন গুণী লেখকও বটে। এজন্য আশা করবো ব্যস্থতার ফাঁকে ফাঁকে ব্লগে লিখবেন; এতে আমরা উপকৃত হব। ব্লগটিও প্রাণবন্ত থাকবে।

আপা, এখনো ব্লগে ভাল মানের লেখার কদর আছে। ভাল মানের লেখা পোস্ট হলে পাঠকরা মূল্যায়ন করেন, কমেন্ট ও লাইক দিয়ে লেখককে উৎসাহ দেন। এটা খুব পজেটিভ দিক। আর লেখাটি নির্বাচিত পাতায় গেল কিনা, কিংবা পাঠকের গুডবুকে জায়গা করে নিল কিনা তা ভেবে লেখলে কী হবে?

ব্লগে অনেক ভাল লেখা পাঠকপ্রিয়তা না পাওয়ার পেছনে অনেক কারণ আছে। অন্যতম কারণ হলো- কমেন্টের প্রতি উত্তর না করা, বেছে বেছে উত্তর দেওয়া, প্রতি উত্তরটি দায়সারা ভাবে করা, অন্যের কোন লেখায় কমেন্ট না করা ইত্যাদি। এজন্য ভাল লেখার পাশাপাশি এ বিষয়গুলোতেও গুরুত্ব দেওয়া বাঞ্ছনীয়।

ভাল থাকবেন আপু, আর নিয়মিত ব্লগে আসবেন আশা করি। (ধন্যবাদ)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২০

আরজু পনি বলেছেন: ব্লগে একটা সময় এতো বেশি একটিভ ছিলাম যে, কী কী কারণে পোস্ট পাঠকপ্রিয়তা পায় না তা বুঝি বেশ ভালো ভাবে। আমার পিসি একটা সময় মোটামুটি ২৪ ঘন্টা অন করাই শুধু থাকতো না, ব্লগের অন্তত একটা ট্যাবও খোলা থাকতো নিয়মিত। রাতে ঘুমুতে গেলেও বন্ধ করতাম না কারণ মাঝরাতে ঘুম ভাঙলে একঝলক অফলাইনেও ঢু দিতাম কী হচ্ছে দেখার জন্যে। মাঝে মাঝে নিজেকে ব্লগের পাহারাদার মনে হতো....হাহাহাহা

কিন্তু ব্লগে এমন অনেক গুনী ব্লগারদের পেয়েছি যারা পোস্ট করেছেন কিন্তু যদি মন্তব্য, প্রতি মন্তব্য করে সময় ক্ষেপন করেন তবে তাঁদের অনেক গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যাবে।
রাগিব হাসান, মুনীর হাসান সহ এমন অনেক গুনী ব্লগার পেয়েছে এই সামহোয়্যারইন ব্লগ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

মিথী_মারজান বলেছেন: পনি আপু!!!
কেমন আছেন আপনি???
কি যে ভাল লাগলো আপনাকে পেয়ে!!!
নিয়মিত সম্ভব না হলেও যতটুকু সম্ভব আরেকটু সময় বের করুন আমাদের জন্য, প্লিজ!!!:)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

আরজু পনি বলেছেন: আমি নিয়মিতই ব্লগে আসতে চাই। সরবভাবে থাকতে চাই।
কিন্তু যখন লগইন করলাম তখন ঘড়ির সময়টা চোখে পড়েছিল...এখন বারবারই চোখে চলে যাচ্ছে ঘড়ির সময়ের দিকে। মনে হচ্ছে আমারতো আরো অনেকগুলো কাজ করতে হবে :(

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: মিথী আপুর মত আমিও বলতে চাই,নিয়মিত সম্ভব না হলেও যতটুকু সম্ভব আরেকটু সময় বের করুন আমাদের জন্য, প্লিজ!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

আরজু পনি বলেছেন: আমি নিয়মিতই থাকতে চাই :(

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

নীল আকাশ বলেছেন: আপনাকে এখন আর আগের মতো সামু তে পাওয়া যায় না কেন? চলে গেলেন নাকি আমাদের কে রেখে?
কিছু সময় বের করে মাঝে মাঝে ঘুরে যাবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

আরজু পনি বলেছেন: না যাইনি :(
মাঝেমাঝেই ফিরে আসি নিয়মিত হবার আশায় :(

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


সময় করে আসুন, লিখুন, লোকজন পড়ছেন আজকাল

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

আরজু পনি বলেছেন: জি। আসার ইচ্ছেতেই সরব হলাম।
আপনাকে ব্লগে দেখে ভালো লাগে...নিয়মিত লিখছেন। ব্যাপারটা দারুণ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমিও তা্ই ভাবি ডায়েরির পাতা কম গুরুত্ব রাখে না। বহুদিন পর আপনার পোস্ট। আপনার ব্যক্তিগত উপলব্ধি জানা হলো। পোস্টে অভিনন্দন ও ভালো লাগা আরজুপনি । :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন: ডায়েরির পাতার গুরুত্ব অনেক। সে আমি আমার জীবন থেকে বুঝেছি । B-)

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



প্রতি মন্তব্যে দীর্ঘ কিছু লিখতে হবে এমন নয়; সময় সল্পতা থাকলে অন্তত 'ধন্যবাদ' লেখার সময় নিশ্চয়ই না থাকার কথা নয়। যিনি এত সময় নিয়ে দামী একটি পোস্ট লিখলেন একটা ছোট্ট প্রতি মন্তব্য করার সময় নিশ্চয়ই থাকার কথা, তাই না? যারা পোস্ট লিখেন সবাই ব্যক্তি জীবনে কমি বেশি ব্যস্থ। কারণ, শুধু ব্লগিং করলে চলে না। আসলে অনেকে নিজেকে একটু বেশি দামী ব্লগার হয়তো মনে করেন। অথবা সবাইকে বুঝাতে চান "আমি ভীষণ রকম বিজি"।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

আরজু পনি বলেছেন: হাহাহাহা
শেষের কথাটা দারুণ বলেছেন।
আসলে কে কী মনে করলো কেমন করে বলি।
তবে আমার মনে হয়েছে তারা অনেক দামী ব্লগার, বিজি মানুষ। তাই তাদের পোস্ট দেখলে জবাবের আশা না করেই মন্তব্য করে আসতাম।
এখনতো আমি নিজেই বারো ভুতের কাজে ডুবে আছি :(

তবে এমনও দেখেছি উচ্চাকাঙ্ক্ষা, অহংকারেও কেউ কেউ হারিয়ে গেছে। টিকে আছে তারাই যারা ব্লগকে সত্যিই অনেক ভালোবাসে। তবে অভিমানেও কেউ কেউ হারিয়ে গেছে এমনও দেখেছি।
যাই হোক, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে।
অনেক ধন্যবাদ, কাওসার। আপনার মতামতে পুরোপুরি সহমত। এটাই বাস্তবতা।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



ধন্যবাদ, আপা। সময় সুযোগে লিখুন, আমরা পড়তে পারবো। সময় সুযোগে আমার ছোট্ট ব্লগ বাড়ি ঘুরে আসলে কৃতজ্ঞ থাকবো। শুভ কামনা রইলো আপু।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

আরজু পনি বলেছেন: আপনি পরিশ্রমী ব্লগার। আন্তরিকতার সাথে ব্লগ লিখছেন। ব্যাপারটা দারুণ।
অনেক শুভকামনা রইলো আপনার জন্যেও।

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝে মাঝে আসলে ব্লগটা আরও রঙ্গিন হয়। অনেক দিন পর দেখলাম আপনাকে।

তবু ভাল থাকুন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, মাইদুল।
শুভকামনা রইলো।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনারা ফিরে এলে মনে হয় পুরনো দিনগুলো ফিরে পাচ্ছি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

আরজু পনি বলেছেন: সত্যিই তাই মনে হয় আমারো।
তবে আপনি সম্ভব প্রোপিক বদলেছেন।
অনেক শুভকামনা রইলো।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

মনিরা সুলতানা বলেছেন: অনেক দিন পর ফিরলেন। নিয়মিত বিরতি নিয়ম করেই হচ্ছে তাহলে ?
ফিরে আসায় স্বাগত :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪০

আরজু পনি বলেছেন: নিয়ম করেই নিয়মিত হতে চাই প্রতিবারই...
অনেক ধন্যবাদ, সুপ্রিয় ব্লগার।
শুভকামনা নিরন্তর।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪

বিজন রয় বলেছেন: মনে হয় তবুও কেউ মনে রাখে......... হ্যাঁ, এটা মনে করে হলেও আপনি একটু নিয়মিত হন।
এমন তো নয় যে আপনি জীবনের অন্যান্য কাজ করছেন না, এমন তো নয় যে আপনি চলৎশক্তিহীন হয়েছেন।

আপনি নিজেই তো বলেছেন.............. আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।।............ তো ব্লগেও সেটা অব্যাহত রাখুন, যেমনটা আপনি করতেন অনেক আগে!!

চোখ মেললেই আশা জেগে ওঠে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

আরজু পনি বলেছেন: একগল্প পড়তেই সকাল শেষ!
এখন যেতে হবে ....
আমি চেষ্টা করছি ব্লগে নিয়মিত হতে।
তবে কোন একদিন যদি বেশি সময় ব্লগে থাকি তবে পরে আর লগইন করা হবে না ।
বর্তমানে আমার অবস্থাটা এমনই।
তাই আজ যেতে হচ্ছে।

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: জ্বি আপু! দু বছর পর ফিরে এলাম তো! :-B

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

আরজু পনি বলেছেন: খুব ভালো করেছেন।
থাকুন নিয়মিত।
অনেক শুভকামনা রইলো।

১৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সৈয়দ ইসলাম বলেছেন:
নাহ! মনিরা আপুর মন্তব্যে মনে হয় আপনি খুশি হননি!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

আরজু পনি বলেছেন: সুপ্রিয় ব্লগার মনিরা ঠিকই বলেছেন।
যদিও আমি চেষ্টা করি নিয়মিত হতে।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৭

নীল আকাশ বলেছেন: আপনার নিকের ছবিটার অর্থ টা কি?
HOPE বুঝলাম কিন্তু এর পর 5 এর শানে নযুল কি আপু?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

আরজু পনি বলেছেন: এর শাব্দিক মানে আমিও জানি না।
তবে HOPE5 আশার কথা বলে।
আশা জাগানিয়া।
:)

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
অনভূতিন অনুপ্রাণে
সাড়া জাগায প্রাণে প্রাণে
আকুল প্রাণে ব্যাকুল সবাই
আয়রে সখি আয় ফিরে আয় :)

এত আহবান এত ভালবাসা ফেলে দূরে থাকেন কি করে?
দেখেনতো আমাদের কেউ মিস করেনা তবু কেমন পড়ে থাকি! ;)
সেই যে নার্সারি থেকে শুরু আর পারিনা গুরু
এখণো চলছে চলবে বুঝি আমৃত্যু :)

++++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

আরজু পনি বলেছেন: দারুণ মন্তব্য!
নাহ এতো ভালোবাসা ফেলে দূরে থাকা সত্যিই অসম্ভব।
:)

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

সামিয়া বলেছেন: অনুভূতি গুলো অনেকের বেলায়ই বাস্তব সত্য

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সামিয়া।
ভালো থাকুন।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: আ‌সেন সবাই না‌গিন ড্যান্স দিই ।

হা হা হা হা

সময় পেলে সামু ব্লগেই থাকি। স্বভাবে ঘরকোনো, বন্ধু বান্ধব নেই, আড্ডা নেই, সমাজ নেই, সংসার নেই, ব্লগ হয়ে উঠছে তায় একান্ত আপন।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

আরজু পনি বলেছেন: কে বলে আপনি ঘরকুনো?
এই যে, সামুতে এসেছেন ঘর ছেড়ে!
বন্ধুতো আমরাই!
আর আড্ডা? ব্লগের মন্তব্য আদান প্রদানের চেয়ে ভালো আড্ডা আর কিসে হয় বলুন?
এটাই সমাজ।
ঠিকই বলেছেন...এই ব্লগই আপন।

২৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: আপনি আমাকে জিজ্ঞেস করেছেন.......... আপনিই বলুন আমি ব্লগে আর আসবো কি না?

হ্যাঁ, অবশ্যই আসবেন। অবশ্যই।

"হৃদয়ের আত্মক্ষরণে ফুলেদের ইতিহাস হতে আসবেন, সত্ত্বার গভীরে মূর্ত হতে শর্তহীন জীবনের সুঘ্রাণ পেতে এখানে আসবেন, কিছু সহৃদয় সংবাদ পেতে অনুভূতির অনুপ্রাণ হতে এখানে আসবেন"

আপনার জন্যও তো ব্লগে কেউ কেউ অপেক্ষায় থাকতে পারে!!

১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

আরজু পনি বলেছেন: কেউ অপেক্ষা করে...এই ব্যাপারগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে...আশায় জাগায়।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইলো, বিজন রয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.