নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আরজু পনি

https://www.facebook.com/arjunasrinpony.author

আরজু পনি › বিস্তারিত পোস্টঃ

মাইক্রো ফিকশন: শিরোনামহীন

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭



.
অফিস, বাসা সমানতালে সামলানো ঊর্মি এখন প্রতিদিনই কিছুক্ষণের জন্যে হারিয়ে যায় অনেকদিন ধরে খালি পড়ে থাকা সার্ভেন্টস বাথরুমে!



২.
ট্রেন ছাড়বে ৯:১৫তে। প্ল্যাটফর্মে পৌঁছার কথা ছিল ৮:৪৫ এ। ৯:১৫ তে এসে দেখি ট্রেন ছেড়ে গেল!
তোমার অবয়বটুকু দেখতে পেলাম শুধু!



৩.
সারাদিনময় ধ্রুবর নিশ্চুপ নীরবতাতেই ফেসবুকে অস্থির করে রাখা দিনরাত কাটানো বেনু একদিনেই তারের মতো সোজা হয়ে গিয়েছিল।



৪.
সেদিনও ছিল শনিবার। সকাল ১০:০০টায় পুরস্কার হিসেবে সনদ আর সোনার মেডেল গলায় চড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে ষাটোর্ধ রওশন আরা জল ভরা চোখে শুধু বলতে পেরেছিল, এমন কোন শনিবার সকাল ১০:০০টার অপেক্ষায় আমি সারাজীবন থাকবো।



৫.
ভাগ্যিস তোমার ছবিগুলো পেয়েছিলাম! ও দেখেই বাকীটা জীবন পার করে দিতে পারবো।
-নির্বাসনে যাবার আগে বেনুর শেষ চিরকুটটি ঠিকই সূর্যের হাতে পৌঁছেছিল।




ভূমিকা:
মাইক্রোফিকশন নিয়ে হঠাৎ করেই একবার আগ্রহ সৃষ্টি হলো। কিন্তু মাইক্রো ফিকশন কী?
৩০০ শব্দ বা এরচেয়ে কম। কখনো কখনো তারচেয়েও কম শব্দে দিয়ে গল্প বলা হয়ে থাকে তাই মাইক্রো ফিকশন।
এই কয়েক শব্দের মধ্যেই পাঠককে একটা গল্পের প্লট চোখের সামনে ভাসিয়ে দিতে হবে। যেনো সে এই কয়েকটা শব্দ থেকেই নিজের মতো করে একটা গল্পের আবহ, স্বাদ পায়। ব্যাপারটা সবসময়ই খুব সহজ নয়। কিন্তু কৌতুহলী মনের চেষ্টাকে থামাই কেমন করে।
ইচ্ছে করেই প্রতিটির আলাদা করে কোন শিরোনাম দেইনি। পাঠক চাইলে দিতে পারেন। সাদরে আমন্ত্রণ রইলো।

ছবি: অন্তর্জাল

মন্তব্য ৫৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

আহমেদ জী এস বলেছেন: আরজু পনি ,




ভাগ্যিস আপনার লেখাটি দেখেছিলুম , নইলে থেকে যেতো অদেখাই ।

সমানতালে অফিস-বাসা সামলানো ব্লগারটি এখন হঠাৎ হঠাৎ উঁকি দিয়ে যাচ্ছে রসকষহীন ব্লগে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন: আপনি কি মনের কথা পড়তে পারেন :(
তাহলেতো নিজেকে লুকোনো কঠিন হয়ে যাবে! :(
চোখে পানি এলো কেন বুঝলাম না!!!

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

বিজন রয় বলেছেন: শুভসকাল। ভাল আছেন নিশ্চয়ই।

ব্যতিক্রমী লেখা!!

অনেক ব্যস্ত তাই পরে কথা বলবো।

ভাল থাকুন।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

আরজু পনি বলেছেন: আপনি, আপনার মতো শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসার টানে ফিরে ফিরে আসি এই ভালোবাসার সামহোয়্যারইন এ।
আপনিও... :)

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

স্রাঞ্জি সে বলেছেন:

১। নির্জনতা

২। নিয়মহীনতার কাঠগড়ায়

৩। যান্ত্রিকতা

৪। অপেক্ষার প্রহর

৫। নীলাভ দিনগুলো

শিরোনাম গুলো দিয়ে দিলাম, পাঠকের দেওয়া শিরোনাম আপনার বাছবিচারের দায়িত্ব রইল।

জীবন কখনো জলের মত স্বচ্ছ আবার কখনো ধোঁয়াশার জালে বন্দী।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

আরজু পনি বলেছেন: বাহ্ দারুণ!!!!
একদম মন ভালো করে দিলেন!!
অনেক ধন্যবাদ, স্রাঞ্জি।
আমি হয়তো এগুলোকেই শিরোনাম করে নিবো।
:)

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


মাইক্রো ফিকশন নিশ্চয় প্রচলিত সাধারণ গল্প নয়; মাইক্রো ফিকশন'এর লেখকেরা ও পাঠককেরা হয়তো সাহিত্যের 'স্পেশাল' এক ধরণের শাখার লেখক, পাঠক ।

মানুষ প্রচলিত সাহিত্যে অভ্যস্ত; আপনি মানুষের সাথে থাকলে ভালো হবে।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আরজু পনি বলেছেন: আমি নিয়মিত লিখলে মানুষকে অভ্যস্থ করে ফেলতাম :D
হাহা আমিতো মানুষের সাথেই আছি। আর মানুষকে নতুন কিছুর স্বাদ পেতে সহযোগিতা করছি। এতে বরং সাধুবাদ জানান আমাকে।
মতামত দেবার জন্যে অনেক ধন্যবাদ, গাজী সাহেব।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

নীল আকাশ বলেছেন: আপু, দারুন মজা পেয়েছি। একবার এই টাইপের লেখা ট্রাই করে দেখতে চাই। দেখিনা কেমন হয়? সংগা টা কপি করে রেখেছি.....লেখার সময় কাজে লাগবে.......
শুভ কামনা রইল!

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

আরজু পনি বলেছেন: লিখে আমাদের সাথে শেয়ার করবেন আশাকরি।
অনেক শুভকামনা রইলো।
:)

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

নজসু বলেছেন: দেড় দুই মিনিট ভাবলাম কমেন্টে কি লিখবো।
ভাবনা কেটে গেল। কিন্তু কিছু খুঁজে পেলাম না।
অবশ্য ভালো লাগার রেশ রয়ে গেল।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আরজু পনি বলেছেন: বাহ্
খুব সুন্দর করে মনের ভাব প্রকাশ করেছেন।
অনেক ধন্যবাদ, নজসু।
শুভকামনা রইলো।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

ক্লে ডল বলেছেন: শিরোনাম কেন দেন নাই জানি না। আমার মনে হয় যেকোন লেখার ক্ষেত্রে শিরোনাম অনেক গুরুত্ব বহন করে আর মাইক্রো ফিকশনের মত ছোট পরিসরের লেখায় তো আরো বেশি।

ভাল লেগেছে গল্পগুলো। ভাল আছেন আশা করি।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

আরজু পনি বলেছেন: শিরোনাম আসলে দেবার চেষ্টা করিনি।
শিরোনাম দিলে পাঠকের ভাবনা গণ্ডিবদ্ধ হয়ে যেতো শিরোনামেই।
যেহেতু প্রথম দিকের চেষ্টা তাই পাঠকের স্বাধীনতা রেখেছি বেশি।

অনেক ধন্যবাদ, ক্লে ডল।
জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: যখন হারিয়ে যাও শুন্য লাগে। এখনো অনেককে খোঁজে যাই যাদের লিখা প্রতিদিন ব্লগে খোঁজে পড়তাম। তুমিও তাদেরি একজন। জীবন মানেই শুধু ব্যস্ততা নয়। ব্লগের প্রতি যদি কোন রাগ বা অভিমান থাকে তবে তা ভক্তদের কথা মনে করে ভুলে যেয়ে আবারো আপন মহিমায় ব্লগে এসো।
কনা গল্পগুলো চমৎকার হয়েছে আপুনি।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সুপ্রিয় সুজন।
চেষ্টা করছি ব্লগে নিয়মিত হতে।
:)
শুভকামনা রইলো।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

পদ্মপুকুর বলেছেন: এইটা তো মাইক্রো না, ন্যানো হয়ে গেছে।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

আরজু পনি বলেছেন: জি। মাইক্রোফিকশনের বিভিন্ন প্রকারের মধ্যে ন্যানো ফিকশন আছে। ন্যানো ফিকশন যতদূর জানি টুইটারের মতো জায়গায় লেখা হয়। যেখানে বেশি শব্দ লেখা যায় না।
অনেক ধন্যবাদ, পদ্মপুকুর।
ন্যানো, মাইক্রো নিয়ে আরো লেখার ইচ্ছে আছে ভবিষ্যতে।
আশাকরি সাথেই থাকবেন।
শুভকামনা রইলো।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহমেদ জী এস যেটা বলেছেন আমিও বলি সেটা! তবে নতিন করে বলে আর.... ♥

২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৬

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাল লাগল আপু .।তবে মাইক্রো তে আর ও কিছুক্ষন থাকতে চেয়েছিলাম । অনেক শুভ কামনা রইল ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

আরজু পনি বলেছেন: চেষ্টা করবো ভবিষ্যতে আরো লিখতে। অনেক ভালো থাকুন।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: মাইক্রো লেন্স থাকলে, মাইক্রো ফিকশনও হতে পারে।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

সাইন বোর্ড বলেছেন: অামার কিন্তু দারুণ লেগেছে, এ ধরণের ছোট ছোট কবিতা অামি প্রায়ই লিখি, তবে দু-তিন লাইনের গল্পের কথা শুনলেও এটাকে যে মাইক্রো ফিকশন বলে - এটা জানতাম না । শুভ কামনা অাপনার জন্য, অামিও চেষ্টা করব এরকম লিখতে । কারন অামি মনে করি, এই ব্যস্ত সময়ে বড় কোন লেখা পড়ার অাগ্রহ দিন দিন মানুষ হারিয়ে ফেলছে ।

২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ, সাইনবোর্ড।
ভালো থাকবেন।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

করুণাধারা বলেছেন: কোথাও পড়েছিলাম অনুগল্প অনধিক ১০০ শব্দ হওয়া প্রয়োজন; তাহলে মাইক্রো ফিকশন অনধিক ৩০০ শব্দ কেন? যেগুলো লিখেছেন সেগুলো সব অনধিক ৫০ শব্দ।

শিরোনামহীন মাইক্রো ফিকশনে লাইক!

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

আরজু পনি বলেছেন: আমি যেমন পেয়েছি তেমনই শেয়ার করেছি।

অনেক ধন্যবাদ, করুণাধারা।
শুভকামনা রইলো।

১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

জাহিদ অনিক বলেছেন:

বাহ মাইক্রো ফিকশন বেশ চমৎকার তো
অল্প কথায় যে কাজ হয়ে যায়, কি দরকার দেড় হাজার শব্দের !

১৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪৩

আরজু পনি বলেছেন: জি, কিন্তু এখন আর হুটহাট মাইক্রো ফিকশন লিখ‌তে পা‌রি না।

১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

অপু দ্যা গ্রেট বলেছেন:
এটা নিয়ে অনেক গুলো লেখা পড়েছিলাম । কখনো ট্রাই করিনি । তবে আপনার লেখা পড়ে চেষ্টা করা ইচ্ছে জেগেছে ।

হয়ত লিখে ফেলতে পারব । তবে হাত তো ভাল না । জানি না কেমন হবে ।

২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

আরজু পনি বলেছেন: আমি কীভা‌বে যেন পে‌রে‌ছিলাম
এখন আর পা‌রি না।

আবার ম‌নো‌যোগ বাড়া‌তে হ‌বে।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

সামিয়া বলেছেন: প্রতিটা গল্পই অসাধারণ লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

আরজু পনি বলেছেন: অ‌নেক ধন‌্যবাদ, সা‌মিয়া। শুভকামনা অ‌শেষ।

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: উপভোগ্য!

আমি একরকম মাইক্রো লেখা লিখতে পারিনা। ওয়ান লাইনার ও না!

২৩ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৭

আরজু পনি বলেছেন: তখন পে‌রে‌ছিলাম। এখন কেন যেন পা‌রি না।
আবার ম‌নো‌যোগ বাড়া‌তে হ‌বে।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ তো!!!!

২৩ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

আরজু পনি বলেছেন: অ‌নেক ধন‌্যবাদ। শুভকামনা সতত।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

বিজন রয় বলেছেন: আপনার খবর কি বলুন তো!
কি এক মাইক্রোফিকশন চোখের সামনে ধরিয়ে দিয়ে সেই যে নিরব হলেন তারপর আর কোন সাড়াশব্দ নেই।

আমি আগের মতো রাগতে পারি না তাই আপনাকে কিছু বলছি না।
আপনাকে সহৃদয় অনুরোধ করছি, ব্লগে ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন।

মানুষের চিন্তন নিরব ক্ষণস্থায়ী, আমি জানি আপনি তা নন।

প্লিজ....................!!

২৪ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

আরজু পনি বলেছেন: ‌ফি‌রে‌তো এলাম। কোথায় আপ‌নি?

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

কালীদাস বলেছেন: ব্লগে আগে কখনও এই জিনিষ দেখেছি বলে মনে করতে পারলাম না। ১ আর ৪ এর ম্যাসেজগুলো বেশ ভারি :-*

৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৬

আরজু পনি বলেছেন: ও কালীদাস!!! কেমন আছেন? দে‌শে আছেন? থাক‌লে ব্লগ ডের প্রোগ্রা‌মে আশা কর‌ছি।

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি আসছেন ব্লগ ঘুরছেন, মাগার(!)

৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

আরজু পনি বলেছেন: হাহাহাহ
মাগার কী?

২৩| ২৫ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:২২

খায়রুল আহসান বলেছেন: আমার ভাল লাগার ক্রমানুসারেঃ ১, ৫, ৪, ৩ ও ২। ১ টা বাকীগুলোকে অনেক ব্যবধানে ছাড়িয়ে গেছে।
আমার দেয়া শিরোনামঃ
১। সমতটে ঊর্মি
২। অপসৃয়মান অবয়ব
৩। তারের মতো সোজা
৪। অপেক্ষা
৫। শেষ চিরকুট, অথবা 'নিভৃত অবলম্বন'
আপনার এ পোস্ট পড়ে আমারও এ পথে একটু এগোতে ইচ্ছে করছে। বিষয়টি খুব সুন্দর।
পোস্টে দ্বাদশ প্লাস + +

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে ☺

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

আরজু পনি বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৭

মলাসইলমুইনা বলেছেন: মাইক্রো ফিকশনতো লিখলেন এখন একটা ফিকশন বা ছোট অথবা বড় গল্প রচনা হোক না ---।
অনেক দিনতো লিখছেন না ।এই হালকা শীতের ছুটির কোনো অলস বেলায় বসে নতুন কিছু লিখে ফেলুন আমাদের জন্য ।

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন লেখা চাই :-/

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মাইক্রো ফিকশন নিয়ে আমার কোন আইডিয়াই ছিল না পনি আপু।
আপনার শিরোনামহীন মাইক্রো ফিকশন মনে ধরেছে।

২৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: দীর্ঘ দিন ব্লগে আছি আপনার লেখা পড়া হয়নি বোন। আজ থেকে আমি আপনার একজন নতুন পাঠক।

৩০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

মিরোরডডল বলেছেন: নতুন কিছু জানলাম । মাইক্রো ফিকশন ।
২নং ভালো লেগেছে ।

৩১| ২৪ শে মে, ২০২১ সকাল ১১:২১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি আর লিখছেন না কেন? অনেকদিন হলো আপনাকে পাইনা। :(

২২ শে জুলাই, ২০২১ বিকাল ৫:২৯

আরজু পনি বলেছেন: ‌মোবাই‌লে ব্ল‌গিং ক‌রে অভ্যস্থ না। :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.