নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ উল হক আবির

সাধু সাবধান ! ব্লগের মালিক বঙ্গালা সাহিত্যকে ধরিয়া বিশাল মাপের ঝাঁকি দিতে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত করিতেছেন। সেই মর্মে তিনি এখন কিটো ডায়েটিং, ডন-বৈঠক ও ভারোত্তলন প্রশিক্ষণে ব্যস্ত। প্রকাশিত গ্রন্থঃ১। শেষ বসন্তের গল্প । (২০১৪)২। মিসিং পারসন - প্যাত্রিক মোদিয়ানো, ২০১৪ সাহিত্যে নোবেল বিজয়ী (অনুবাদ, ২০১৫) ৩। আয়াজ আলীর ডানা (গল্পগ্রন্থ - ২০১৬ ৪। কোমা ও অন্যান্য গল্প(গল্প গ্রন্থ, ২০১৮) ৫। হেমন্তের মর্সিয়া (কবিতা, ২০১৮) ৬। কাঁচের দেয়াল (গল্পগ্রন্থ, ২০১৯)

সাজিদ উল হক আবির › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ দেড় বছর পরের একটি ফোনকলের অপেক্ষা।

১৭ ই জুন, ২০১৭ ভোর ৪:৫৩



আমি বছর দেড়েক পরের এক ফোনকলের অপেক্ষায় আছি।
আছি ইত্যকার জীবনের খুচরো টুকিটাকি কিছু কথা বলার অপেক্ষায়।
গত মাসখানেক যাবত গোছাচ্ছি
আরও বছর দেড়েক ধরে গুছিয়ে যাবো
মনের টাইপ রাইটারে গুটিগুটি টাইপ করে চলা
বেশ কিছু নীলচে বেগুনী কথা
বছর দেড়েক পর - একটি ফোনকলে
সব খুলে বলবো বলে।
.
দুষ্ট লোকে বদনাম করে বলে
তোমার এক একটি প্রেমের বয়স
বছর দেড়েক
সর্বোচ্চ
তারপর তুমি হাফিয়ে ওঠো
সদ্য জল থেকে ওঠা রাজহংসীর
ডানা থেকে জল ঝেড়ে ফেলার মত করে
প্রেমিক আর প্রেম ঝেড়ে ফেলে
ফোনে খোঁজ খবর নাও প্রাক্তনদের।
.
আমি তোমার মনের মধ্যে সেই প্যারাডাইম শিফট
এবং প্যারাডাইম শিফট পরবর্তী ফোনকলের অপেক্ষায় আছি।
.
মনেমনে গোছানো কথার কিছুই হবে না বলা।
তুমিও জানো , আমিও জানি - কেন।
যে কারনে ট্রাম্প সরকার সিরিয়ায় বোমা ফেলে
আর বাশার আল আসাদ বোমা ফেলে নিজ জনগনের ওপর।
ভালোবাসাহীনতা...
নিদারুণ এক ভালোবাসাহীন পৃথিবীর
রুখু কর্কশ লু হাওয়া
থামিয়ে দেবে আমাদের সব কথা।
ফোনের এপ্রান্তে অপ্রান্তে অস্বস্তিকর কিছু
নীরব মুহূর্ত কাটিয়ে কেটে দেব ফোন।
.
তবুও, আমি অপেক্ষায় আছি বছর দেড়েক পরের এক ফোনকলের
অপ্রেম ও অভালোবাসার অলাতচক্রপূর্ণ করে
চূড়ান্ত এক আলিঙ্গনের পর
নতুন এক ভোরের দিকে
পায়ে পায়ে এগিয়ে যাবো বলে।
.
১৭ জুন, ২০১৭
আরকে মিশন রোড, ঢাকা
রাত আড়াইটা

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৪

বিজন রয় বলেছেন: শুভসকাল।

প্রথম প্লাসটি দিয়ে রাখলাম।
সময় পেলে এই কবিতা নিয়ে কথা হবে।

আপনি অনেক কম লেখেন!!

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৭

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ, জনাব বিজন রয়। আপনার মন্তব্য দেখে ভালো লাগলো। লেখার সময় কম হয় ইদানিং, এটা সত্য।

২| ১৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল।++

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪২

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ, জনাব মোস্তফা সোহেল।

৩| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মাত্র দেড় বছর!!! আমি চৌদ্দবছর পর একটা মিসকল পেয়েছিলাম!!


কবিতা সুন্দর হয়েছে। ভালো লাগলো। তবে....

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৪

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ। চৌদ্দ বছর পর প্রেমের সমাধিস্থলে ঘাসগুলোও খয়রি হয়ে আসার কথা।

৪| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো সাজিদ।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৩

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৫| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৪

জাহিদ অনিক বলেছেন: ৩ নং নয়ন ভাইয়ের মন্তব্যে হাসি এসে গেল । B-)


আপনার কবিতা পড়ে আমার আরেকটি কবিতা মনে পরে গেল । এক কোটি বছর তোমাকে দেখি না - মহাদেব সাহা

৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:১২

জেন রসি বলেছেন: ট্রাম্প আর বাশারের উপমাটা ইন্টারেস্টিং। কবিতা ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫

সাজিদ উল হক আবির বলেছেন: থ্যাংকস আপনাকে জেন রসি। কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

৭| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৮

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম ভাই।

৮| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:১০

বিজন রয় বলেছেন: লেখার সময় কম হয় ইদানিং, এটা সত্য।............ কেন কিসে সময় ব্যয় করছেন?
অথচ আপনি বলেছিলেন লেখালেখিতেই থাকবেন।

আপনার লেখা অত্যন্ত উন্নতমানের।

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

সাজিদ উল হক আবির বলেছেন: লেখালিখিতেই আছি, কিন্তু ধরন পাল্টেছে। প্রফেশনের প্রয়োজনে কিছুটা গবেষণাভিত্তিক লেখালিখি, কিছু অনুবাদ, তারপর গদ্য এবং সবশেষে কবিতা। ব্লগিং শুরু যখন করেছিলাম, ভার্সিটিতে পড়াশোনা মাঝামাঝি অবস্থায় ছিলাম। এখন দুটো বিশ্ববিদ্যালয়ে পড়াই,
পূর্ণকালীন এবং খণ্ডকালীন। আগ্রহ আছে সঙ্গীতে এবং ফিল্ম মেকিং এ। বই পড়ায়। লেখার সময় সংকুচিত হয়ে আসে প্রায়ই। কিন্তু জীবন খানিকটা গুছিয়ে নিয়ে পুরো মনোযোগ শুধু কথাসাহিত্যে আনার চেষ্টায় আছি।

আপনার শেষ বাক্যটি প্রেরনাদায়ক। এরকম দু' চারটি কথা শুনতে বলতেই হয়তো ঘুরে ফিরে ব্লগে আসা হয়।
ভালো থাকবেন আপনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.