নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে লেখার মত এমন স্পেশাল কিছু এখনও অর্জন করতে পারি নি। ভালো থাকুন সবাই,আর ভালো রাখুন চারপাশের সবাইকে।

আদিল ইবনে সোলায়মান

আদিল ইবনে সোলায়মান › বিস্তারিত পোস্টঃ

!!!!!!!!!!!!!!!!!!!!!!!

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

পড়ার পর ভালো লাগলে কমেন্ট করবেন। আর যদি চুলকানি ওঠে তাহলে কুকুরের লেজ দিয়ে চুলকাকে থাকবেন। কমেন্ট করার কোনো দরকার নেই। কথাগুলো একটা কবিতা আকারে। তাহলে আসুন শুরু করা যাক।




___________________________
জানো কি বন্ধু!এদেশের কিছু শিক্ষিত লোক আছে
বাঁচার জন্য খায় না তাহারা, খাওয়ার জন্য বাঁচে!!
নিজেদের ভাবে মহাপন্ডিত,জ্ঞানী ও বুদ্ধিজীবী
আসলে মাথায় কিছু নেই শুধু পঁচা গোবরের ঢিবি।
মৌলভী দেখলে নাক সিটকায় মোল্লা দেখলে জ্বলে,
বানরের মত মুখ ভেংচায় নানা কটু কথা বলে
ভাবে হায় হায় কি হবে উপায়! এই মোল্লার দলে
প্রগতির যুগে নিয়ে গেল হায় দেশটাকে রসাতলে।
মোল্লারা নাকি অপয়া! অধম!! সমাজের নাকি বোঝা
কাক জমানার বোঝেনা কিছু, কেবলি নামাজ রোজা,
আমি বলি বাছা সবুর সবুর, এতটা তো নয় সোজা
কে কতটা ভালো-মন্দ এসো শুরু করি খোঁজা।
প্রথমেই দেখো শিক্ষাঙ্গনে
সন্ত্রাস করে কারা?
আমরাতো দেখি 'তোমরাই' করো,
করেনা তো মোল্লারা---
"সাথে বে-শরম, বে-হায়া, বে-লাজ, উদ্ভট নারী নিয়ে
মোল্লা কখনো তোমাদের মত বেড়ায় রিক্সা নিয়ে?"
কোন্ যুক্তিতে করো বাহাদুরী,কিসের গরীমা এত?
তোমরাই করো দাঁড়িয়ে পেশাব নেড়ি কুত্তার মত।
"মুখে বল শুধু, আমরা বাঙ্গালী,
আমরা স্বাধীন জাতি
ইংরেজদের গোঁড়ামী ছাড়নি
আজো বাপ-দাদা-নাতি।"
পেন্টের নিচে শার্ট ইন করে
দেখাও বাছার মাত,
দাঁড়ি-গোঁফ চেঁছে কচি খোকা সাজো
এগারো ছেলের বাপ।
বাংলার সাথে ইংরেজি মারো,দেখাও আধুনিকতা
বৈশাখ এলে ঢালো বটমূলে, হৃদয়ের আকুলতা।
"পাঞ্জাবী পড়ে বাঙ্গালী সাজো,
মাটির শানকি হাতে
আবার নারী-মদ নিয়ে নাচো
ইংরেজি নববর্ষের রাতে।"
ব্রেকফাস্ট,লাঞ্চ, ডিনার কত কি শিখেছো নতুন ভাষা
বাড়িতে গরিব মায়েরা কৃষাণী,বাপেরা গরিব চাষা।
"মাম্মি-ড্যাডি তো হল বাপ-মা,
আঙ্কেল হল চাচা
হিসেবে তো দেখি তোমরাই বাপু,
সব সমাজের আগাছা"
"তোমরাই বাপু চরম বাচাল,
বেয়াদব বেপরোয়া
বাসে-ট্রেনে বসে সিগারেট টানো,
বাতাসে ছড়াও ধোঁয়া"
রাস্তার ধারে সুন্দরী পেলে তোমরাই মারো শিষ
তোমরাই ডেকে এনেছো জাতির কপালের গর্দীশ
মোল্লারা আজো নম্র-ভদ্র, এখনো শান্ত ধীর
তোমরাই হলে পাপে কলূষিত,কলঙ্ক এ জাতির
আদর করে বাচ্চার কানে আযান দেওয়ার তরে
দিনে কি বা রাতে হাঁপাতে হাঁপাতে ছোট মোল্লার ঘরে
"মোল্লা ছাড়া তো চলে না খতম,
থেমে থাকে শাদী-বিয়ে
মরনের পরে কবরে নামায়
মোল্লায় কাঁধে নিয়ে"
তবুও কেন?
"কেন এত মোল্লার বিরোধী,
মোল্লার প্রতি ঘৃনা,
তারচেয়ে দেখো কিছুটা মোল্লা
নিজে হতে পারো কি না।"
মোল্লারা যদি ক্ষেপে যায়,তবে তোমাদের হবে কি যে?
সারা দুনিয়ায় হিসেব মিলিয়ে অঙ্কটা করো নিজে।
মোল্লার কাঁপে থর থর ইউরোপ-আমেরিকা
তোমরা তো বাপু ছিটকে ইঁদুর টিকটিকি চামচিকা।
মোল্লাকে বুঝ,মোল্লাকে খোঁজ,মোল্লাকে বুঝ সবে
তাহারাই হবে কামিয়াব, যাহারা মোল্লার সাথে রবে।
সহজ ভাষায় জানালাম,
কিছু অপ্রিয় সত্য কথা
মান কি বা না মান,
আসলে এটাই চরম বাস্তবতা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি জানি। আজকাল বুদ্ধি জীবিগুলো সব মাথা বিক্রি করে দিছে দাদাদের কাছে। তাহাদের নিজের কোন জ্ঞান নাই।। তাদের বুঝিয়ে লাভ নাই

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

আদিল ইবনে সোলায়মান বলেছেন: কথা কিন্তু সত্য

২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: লেখার শুরুতেই দুই লাইন হাবিজাবি কি লিখেছেন?
কেন লিখেছেন?

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

আদিল ইবনে সোলায়মান বলেছেন: "_" দিতে ভুলে গিয়েছিলাম যে,,, এটা সবার জন্য না!!

২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৬

আদিল ইবনে সোলায়মান বলেছেন: ডিলিট করে দিব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.