নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

এ বর্ষায় জলের বুকে আমার মন,নৌকায় বিচরণ

২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬

কদিন ধরেই ইচ্ছে হচ্ছিল বর্ষার জলে নৌকা ভ্রমন করতে,আমাদের নিজের জেলার একটা অঞ্চলে বর্ষাকালে অনেক পানি হয় যতদুর চোখ যায় পানি আর পানি।বুধবার অফিস শেষে রওনা হলাম বাড়িতে পরদিন সরকারী ছুটি তারপরদিন শুক্রবার সো অফিস থেকে ছুটি নেবার ঝামেলা নাই। মনের ইচ্ছেটা আর অপূর্ন থাকল না।



বর্ষায় এই রাস্তা ব্রিজ পার হয়ে কিছু দূর গিয়েই জলমগ্ন হয়ে থাকে।



এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়।



আহ কি সুন্দর খোলা নৌকায়...



অবারিত জল,করে ছল ছল।



গায়ের মধ্য দিয়ে জলপথ।



ওহ কি টাইমিং উপর থেকে যেই লাফ দিল ওমনি আমি ক্লিক পানিতে পা ছোয়ানোর আগেই ক্যাপচারড।



জোড়া মন্দির,যাবার সময় বুঝিনি,ফেরার সময় খেয়াল করলাম যে আরেকটা একদম গাছে ঢাকা পড়ে আছে।



২ঘন্টায় মাত্র ১০০ টাকায় নৌকা ভ্রমন করে ব্যাপক খুশি আমি,হাসি দেখেই বোঝা যাচ্ছে। হে হে। আপনারা ও চাইলে বেড়িয়ে যেতে পারেন।ঢাকা থেকে আসলে ১৫০০ টাকা বাজেট রাখলেই হবে আর হাতে একটা দিন থাকলেই হবে ব্যস ।

স্থান: হবিগঞ্জ জেলার লাখাই থানা।

খরচ: ঢাকা থেকে বাস বা ট্রেনে হবিগঞ্জ

বাস ভাড়া: ২৫০ টাকা সায়েদাবাদ রানা এন্টারপ্রাইজ কাউন্টার থেকে।বিসমিল্লাহ ট্রাভেলস,অগ্রদুত,অগ্রগামী ও দিগন্ত পরিবহন এ। হবিগঞ্জ বাস স্ট্যান্ড নেমেই মিনি বাস,দিগন্ত বা সিএনজি অটোতে বামৈ বাজার নৌকাঘাট ভাড়া ২৫-৩০ টাকা।এরপর নৌকায় লাখাই বাজার ২০-২৫ টাকা করে।লাখাই বাজার থেকে চাইলে আরও দুরে যেতে পারেন অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) পর্যন্ত সময় ৩০-৪০ মিনিট।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মাহবুবুল আজাদ বলেছেন: হে হে মজা পাইলুম,থ্যাঙ্কু।

২| ২২ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

গোর্কি বলেছেন:
-আমি নিজেও ভ্রমণপিপাসু।
-তাই বর্ণনা ও ছবিসহ পোস্ট ব্যাপক ভাল লাগে।
পোস্টে +++++++

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমার ত ভাই সুযোগ পাইলেই ঘুরতে মন চায়।
ভাল লাগায় অনেক ধন্যবাদ।

৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১০

খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর। দেখেই মন ভালো হয়ে গেলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই গেলে আরও বেশি ভাল লাগত। ব্যাপক ভাল লাগার অনুভূতি।বলে বোঝানো যাবে না।

৪| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

মামুন রশিদ বলেছেন: দারুণ ছবি ব্লগ! অল্প কথায় চমৎকার বর্ণনা ।


++

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ

৫| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৮

আনির্বান বলেছেন: ভাই, জোড়া মন্দিরটা কোন জায়গায় একটু বোলবেন?

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: হবিগঞ্জ জেলার লাখাই থানায়।

৬| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

আনির্বান বলেছেন: ভাই, জোড়া মন্দিরটা কোন জায়গায় একটু বোলবেন?

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: হবিগঞ্জ জেলার লাখাই থানায়।

৭| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০০

বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: কোন্‌ জেলায় এটা? সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: হবিগঞ্জ জেলা

৮| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই,কেমন আছেন?

৯| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি কোথায় ঘুরতে গেলেন, বা কোন স্পট এই সব তো কিছুই বললেন না!!!!

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অফিসে বসে লিখছি ত তাই অতটা গুছিয়ে লেখা হয়নি।এখন দিলাম সব তথ্য। ভাল থাকবেন।

১০| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৬

এক্সপেরিয়া বলেছেন: অনেকদিন নৌকায় ভ্রমন হয় না :(

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমিও ভাই কত বছর আগে নৌকায় ঘুরছি মনে করতে পারছিনা।

১১| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: দেখেই তো যেতে ইচ্ছে করছে !

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: বর্ষা থাকতে থাকতে চলেন একদিন ঘুরে আসা যাক।

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোন জায়গা?
নিজের জেলা বললেন, কিন্তু নাম বলেন নাই :)

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: দূর্জয় ভাই কেমন আছেন? ভাই এটা হবিগঞ্জের লাখাই থানায়।আমদের জেলা শহর থেকে ৪০ মিনিটের রাস্তা,তারপরই এই জল মগ্ন এলাকা,বর্ষা কালেই পানি থাকে।নৌকায় ঘন্টা দুয়েক সময় ভ্রমন করা যায় এবং খুবই অল্প খরচে।জনপ্রতি মাত্র ৫০-৬০ টাকায়।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯

মামুন রশিদ বলেছেন: গুড, আমার গ্রামের বাড়িও হবিগঞ্জ জেলায় ।


অফটপিক- মন্তব্যের উত্তর ধারাবাহিক ভাবে দেয়া শোভনীয় ।

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: হবিগঞ্জের কোথায় বাড়ি?

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

আমিনুর রহমান বলেছেন:




ছবি ও বর্ণনা দুটোই সুন্দর হয়েছে। ভালা লাগা রইল।
দারুন ব্যাপার কি জানেন আমি আপনার পোষ্টে আগেই লাইক দিয়েছিলাম। কমেন্ট করিনি তখন।
ভালো থাকবেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ ভাই । গতকালের আড্ডাটা স্মরনীয় হয়ে থাকবে,প্রথম বার এত ব্লগারের সাথে আড্ডা। ভাল থাকবেন সবসময়,পরের আড্ডায় নিশ্চই দেখা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.