নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

সূর্যহীন বৃষ্টি জড়ানো দিন

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫



চিন্তাভাবনা কে পচেঁ যেতে দিওনা,এ গুলো বাচিয়ে রাখো,

অকাতরে বিলিয়ে উচ্ছিষ্ট বানিয়ে কাকের আহারে পরিনত করোনা।

খাদকদের আমার ভাললাগে-এসো নিয়ে যাও খাবার গুলো,

খেয়ে খেয়ে মোটা তাজা হও,

আর এই শহরের অলিগলিতে বাঁচিয়ে রাখো স্বপ্নগুলো।

কাদাজলকে ম্যানহোলের ঠিকানা দিয়ে দাও,

বৃষ্টির ফোটা গুলো এক এক করে সাজিয়ে খামে পুরে রাখো,

আর আষাড়ের পথে ছেড়ে দাও কোন এক কদম গাছের শিকড়ে,

আমি তোমার জন্য এক গোছা কদম চেয়ে নিব,

সাথে সূর্যহীন বৃষ্টি জড়ানো দিন,আর কাকভেজা ভালবাসার আঙিনা।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!!

+++++

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় অনেক ধন্যবাদ শোভন ভাই।ভাল থাকবেন সবসময়।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

বেকার যুবক বলেছেন: আর এই শহরের অলিগলিতে বাঁচিয়ে রাখো স্বপ্নগুলো।

সুন্দর।

২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: ইট কাঠের এই শহরে আর কি বা আছে।ভাল লাগল আমার ব্লগে ঘুরে যাওয়ায়। ভাল থাকুন নিরন্তর। আকার হবেন কবে,সেই দিনের আশায় রইলাম।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৪

রাইসুল নয়ন বলেছেন:

দারুণ লিখেছেন কবি!!
কেমন ঝাপসা স্বপ্ন!!

মুগ্ধতা নিয়ে যাচ্ছি,আবার আসবো।।

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ , আবার আপনার আসার অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।
শুরুটাই টেনে রাখে।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: জবাবটা একটু দেরিতেই হয়ে গেল...এনিওয়ে ধন্যবাদ

৫| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা দারুণ লাগলো।


ব্লগে এত কম দেখা যায় কেন?

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: কেন জানি মনে হয় খুব অলস হয়ে যাচ্ছি হা হা

৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা!

১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

মাহবুবুল আজাদ বলেছেন: আপনিও ভাল থাকবেন।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১

রাধাচূড়া ফুল বলেছেন: বেশ ভালো লাগল।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ঘুরে ফিরে আপনার বেশ কয়টা কবিতা দেখলাম। আপনার কবিতার হাত বেশ ভালো।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

মাহবুবুল আজাদ বলেছেন: কি যে বলেন ভাই , আপনারা আছেন বলেই হয়ত লেখার কিছুটা ক্দর পাই। অনেক উৎসাহ পেলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.