নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর আয়না-Salar De Uyuni বলিভিয়া-যেন এক টুকরো স্বর্গ

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩



"আকাশ মাটির বিভেদ শুন্য ভালবাসা"



এটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লবনের সমতল ভূমি। যা প্রায় ১২০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এই সুবিশাল অঞ্চল বলিভিয়ার দক্ষিণ পশ্চিম দিকে পোতোসি ও ওরুরো বিভাগে অবস্থিত। যা আন্দিজের নিকটে সমুদ্রসীমা থেকে ১১৯৯৫ ফুট উচ্চতায় অবস্থিত।



সালার বিভিন্ন প্রাগৈতিহাসিক হৃদের রুপান্তরের মাধ্যমে গঠিত হয়। এই হৃদগুলো কয়েকমিটার লবনের স্তরে আবৃত হয়ে আছে। এটি বলিভিয়ার লবনের প্রধান উৎস, এমনি এটি অত্যান্ত লিথিয়াম সমৃদ্ধ এলাকা। এখানে পৃথিবীর লিথিয়ামের প্রায় ৫০-৭০ভাগ মজুদ রয়েছে,যা এখনো নিষ্কাশনের প্রক্রিয়াধীন। এর অনন্য সমতল ভূমি সালারকে স্যাটেলাইট থেকে পৃথিবীর উচ্চতার ক্রমাঙ্ক পরিমাপের জন্য আদর্শ ভূতল হিসেবে বিবেচনা করা হয়।



"বেশি কথা কইবা না,নইলে লবন খাওয়াইয়া দিমু"





"পাগল করা মোহময় রুপ খুব কমই দেখা যায়"

মন্তব্য ৫২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

হেডস্যার বলেছেন:
সুন্দর। যাইতে মঞ্চায় :>

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: কি আর করবেন মেলা দূর। বাদ দেন যাওয়ার দরকার নাই।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: বাহ খুব সুন্দর

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: সৌন্দর্য সে কি আর বলতে হয়,,একটু বেশিই সুন্দর। যাই হোক হয়তো কোনো একদিন দেখা হবে। ভাল থাকবেন।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

আগুন পাখী১৩ বলেছেন: সুপাভভভভভভভভভভভভভভভভভভভভ

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: আর বইলেন না,,,ব্যাপকসসসস,,,,সল্টসসসসস

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুব সুন্দর

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: খালি সুন্দর না ভাই ,,,ব্যাপক সুন্দর,,,চোখ ধাধানো

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

খাটাস বলেছেন: অসাধারণ মন মুগ্ধ কর জায়গা। অনেক কৃতজ্ঞতা সুন্দর পোষ্টের জন্য। :)

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

মুদ্‌দাকির বলেছেন: ওয়াও !!!

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও।।।।।।।।।।।।।।।।।।।।।আমি বাক্যহীন।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩

জনাব মাহাবুব বলেছেন:

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

মাহবুবুল আজাদ বলেছেন: হে খোদা কেউ আমার পোস্ট বাঁচাও এত লাইকের নিচে পইড়া তো ফিনিশ হইয়া যাইবে।।।।।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: "আকাশ মাটির বিভেদ শুন্য ভালবাসা"

২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

মাহবুবুল আজাদ বলেছেন: দৃশ্য তাই বলে।কিছু জিনিসের সৌন্দর্য আমার মনে হয় ছবিতে তুলে ধরা যায়না , এই জায়গা টা কল্পনা করলে তাই মনে হয়। তারপর কেমন আছেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

পাকাকলা বলেছেন: অনেক সুন্দর। যেতে ইচ্ছা করতেছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই যে সুন্দর জায়গা কার না যেতে ইচ্ছে করে ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

অদিব বলেছেন: অসাধারণ! পৃথিবীর পথে পথে কি অপরূপ রূপের সমাহার! আমাদের ক্ষুদ্র জীবনে আমরা তার কতটুকুই বাঁ জানতে পারি! আফসোস!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিকই বলছেন , অনেক জায়গা ই পড়ে আছে আমাদের জানার বাইরে। কিন্তু জীবন টা আসলে অনেক ক্ষুদ্র তাই সব এ জীবনে সম্ভব নয়। যাই হোক পৃথিবীর পথে পথে আপনার পদরাচনা আরো বৃদ্ধি পাক।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৯

সায়েম মুন বলেছেন: খুব সুন্দর একটা জায়গা দেখালেন। আপনি কবে বেড়াতে গিয়েছিলেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই অনেক সুন্দর জায়গা ,, আমার ভ্রমন কেবল ইউরোপের কয়েকটা দেশেই সীমাবদ্ধ এটা বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি,,আশা করি আগামী বছর দক্ষিন আমেরিকার দিকে যাওয়ার সুযোগটা আসবে। ভাল থাকবেন।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

দয়াল সাহেব বলেছেন: পাগল করা রুপ ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই পাগল করা রুপ

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
বিউটিফুল !

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই ব্যাপক বিউটিফুল

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৬

মামুন রশিদ বলেছেন: সত্যিই সুন্দর!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: সুযোগ থাকলে একবার ঘুরতে যাবেন । পৃথিবীর কিছু সৌন্দর্য অদেখা না রাখাই ভাল।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি!!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম অনেক সুন্দর। তবে ছবি সম্পূর্ন সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি, আমি এমন কিছু ছবি তুলেছিলাম সোনাদিয়া দ্বীপ থেকে।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: আচ্ছা তাই নাকি। তবে এই জায়গার সৌন্দর্য কিছুটা ভিন্ন।

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

বোধহীন স্বপ্ন বলেছেন: এত্ত সুন্দর!! প্রিয়তে রাইখা দিলাম।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: সুযোগ পাইলে ঘুরে আইসেন,,,,,,ধন্যবাদ

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার সব ছবি। অনেক কৃতজ্ঞতা।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই কি আর করা ছবি দেখেই আপাতত ভ্রমন করি। ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: বাহ চমৎকার।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে আমার ব্লগে পেয়ে। অনেক ধন্যবাদ।

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

অশ্রু কারিগড় বলেছেন: ক্যামেরা নিয়া দৌড় দিমু কিনা ভাবতাছি, পুরাই সেরাম B-))

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: খিচ্চা দৌড় দেন,,,,,,,প্লেন ভাড়ার টাকা সেইভ হবে,,,,,ওইটা দিয়া পার্টি হবে ,,,,সেরাম মজা হইবে,,,,

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

ৎঁৎঁৎঁ বলেছেন: মাথা নষ্ট!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: আমার তো পুরাই আউলা ঝাউলা

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

লাবনী আক্তার বলেছেন: চমৎকার দৃশ্য !!

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম সে কি আর বলতে হয় আপু,,,,,,,অবাক করা সৌন্দর্য

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

জাহিদ ২০১০ বলেছেন: আরে এরকম আয়না তো আমারও আছে

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই একটু নিয়া আসেন আমরাও দেখি।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

আমি ইহতিব বলেছেন: আসলেই স্বর্গের মতোই সুন্দর জায়গা। দারুন ভাগ্যবান আপনি।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই কি আর বলব। তবে আমার এখনো যাওয়া হয়নি। তবে আশা করা যাচ্ছে সামনের বছর,ইনশাহআল্লাহ।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: সে কি আর বলতে হয়।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

আছিফুর রহমান বলেছেন:

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: ওরে বাবা ব্যাপক সৌন্দর্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.