নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

মাথার উপর ছাতা ঝুলে-আজব শহর Agueda Portugal

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪





আপনাকে যদি পর্তুগালের আগুয়েদা শহরের প্রধান প্রধান বিপনী বিতানগুলোর রাস্তায় কখনো ঝড় বৃষ্টির কবলে পড়তে হয় তা হলে কোনো ছাতা কেনার প্রয়োজন নেই। কারণ শত শত বিভিন্ন ধরনের ক্যান্ডির রংয়ের বর্ণিল ছাতা ঝুলিয়ে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারনা করা হয়েছে এই রাস্তা গুলোতে।







এই ইন্সটলেশন Umbrella Sky Project নামে পরিচিত যা স্থানীয় Agitagueda Art Festival এর একটি অংশ, এটি তৈরি করেছে Sextafeira Produções. অবশ্য সারাবছর ব্যাপী থাকেনা তা









পেট্রিসিয়া আলমেডিয়া নামের একজন ফটোগ্রাফার প্রথমবারের মত এর ছবি ক্যামেরা বন্দি করে ফ্লিকারের মাধ্যমে বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেন। সৃজনশীল এই উদ্যোগ বিশ্বব্যাপী যথেষ্ঠ প্রশংসা কুড়িয়েছে।





এসব দেখি ছাতার হাট বাজার।



২০১২ সালে প্রথমবারের মত এটি করা হয়। যাই হোক সুযোগ পাইলে একবার সময়মত ঢু মারার ইচ্ছা আছে।







ছবি:পেট্রিসিয়া আলমেডিয়া

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

ইউরো-বাংলা বলেছেন: ভাই পর্তুগাল থাকেন নাকি ?

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: নাহ ভাই আমি দেশেই থাকি তবে ইউরোপ এ ছিলাম তিন বছর।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পোস্টে +++++++++++

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যাবাদ ভাই, আমার পোস্টে আপনাকে স্বাগতম।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮

হাসান মাহবুব বলেছেন: দারুণ তো!

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: সে কি আর বলতে হয়।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন,,,,,,,মুগ্ধ আমি

০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

মাহবুবুল আজাদ বলেছেন: আমিও মুগ্ধ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮

মামুন রশিদ বলেছেন: অভিনব!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১২

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই কত সাধারন একটা জিনিস কে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: কেমন আছেন। বাহ বাহ!!

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: বিশাল দুর্দান্ত। এনিওয়ে থ্যাংস।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুণ তো।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই ব্যাপক সুন্দর। আবার ইউরোপ গেলে দেখার ইচ্ছা আছে।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

সায়েম মুন বলেছেন: সুন্দর একটা বিষয়। উন্নত শিল্প রুচিবোধের পরিচায়ক।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: ঠিকই বলেছেন। আইডিয়াটা চমৎকার লেগেছে।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

সুমন কর বলেছেন: মজার!

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম , আইডিয়া টা ব্যাপক ক্রিয়েটিভ।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

লাবনী আক্তার বলেছেন: বাহ! খুব সুন্দরতো। মজা পেলাম দেখে। :D :D

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

ডট কম ০০৯ বলেছেন: আইডিয়াটা চমৎকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.