নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আমি না হয় একদিন ইচ্ছের ডানায় নাই বা উড়লাম

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬




আমি না হয় একদিন নাই বা থাকালাম,
থাকবে কিছু ভোরের ফুল
আর ফুল কুড়ানো কিছু মানুষের গল্প।

আমি না হয় একদিন নাই বা হাটলাম
কিন্তু পথ থাকবে মুখর পথিকের পদচারনায়,
আর থাকবে পদদলিত কিছু ঝরা পাতার ক্রন্দন।

আমি না হয় একদিন নাই বা স্বপ্ন দেখলাম,
তবুও তারার স্নানে ঘুমাবে এ শহর,
আর বনের গহিন কোণে কাঁদবে কিছু ভাঙ্গন।

আমি না হয় একদিন নাই বা কাঁদলাম,
তবুও কি আকাশের মেঘ সরে যাবে,
আর ঋতুর মাঝ থেকে কে লুকাবে বর্ষাকে।

আমি না হয় একদিন নাই বা গাইলাম,
তবুও কি তানসেন ফিরবে জলসায়,
নাকি সুরেরা কোনোদিন হবে ইতিহাস।

আমি না হয় একদিন নাই বা কবি হলাম,
তবে কি ষোড়শীর খোঁপায় মলিন হবে কদম,
নাকি কবিতারা সন্ন্যাসী হবে গেরুয়া বসনে।।



মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



আজকাল আর পৃথিবীর কিছুই যায় আসেনা , আমি না থাকলে । তাই আমি থাকলেই বা কি আর না থাকলেই বা কি !
তবুও মানুষ তো , একটু সাধ হয় ফুল কুড়ানো কিছু মানুষের গল্পে আমার গল্পটিও থাকুক ।

ভালো লাগলো ।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় জুড়ে থাক সবাই।
তবুও মানুষ তো , একটু সাধ হয় ফুল কুড়ানো কিছু মানুষের গল্পে আমার গল্পটিও থাকুক । আপনার কথাটি দারুণ লাগল।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০১

মাহবুবুল আজাদ বলেছেন: এই ভাল লাগা বয়ে চলুক নিরন্তর। ভাই আপনার ব্লগের নিকটা মাশাআল্লাহ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: আমি না হয় একদিন নাই বা কবি হলাম,
তবে কি ষোড়শীর খোঁপায় মলিন হবে কদম,
নাকি কবিতারা সন্ন্যাসী হবে গেরুয়া বসনে।।

কবিতা চলতে থাকবে । কবিতার নারী আর কবি বদলে যাবে ।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২

মাহবুবুল আজাদ বলেছেন: ভাইজান কেমন আছেন? এখন কি দেশে নাকি বাইরেই আছেন?

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৩

কানিজ রিনা বলেছেন: আপনি যদি ডিজিটাল পরিবারের করতা হন
তাহলে আপনি না থাকলে তাদের চলার পথ
স্তব্দ হইবেক।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপারটা সত্য। আমি না হয় সবসময় থাকলাম। ভাল থাকবেন।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৭

গেম চেঞ্জার বলেছেন:
আমি না হয় একদিন নাই বা কবি হলাম,
তবে কি ষোড়শীর খোঁপায় মলিন হবে কদম,
নাকি কবিতারা সন্ন্যাসী হবে গেরুয়া বসনে।।


কাব্যিক ভাললাগা!! সাথে নিন কাব্যকমেন্ট-



আমি না হয় নাই বা লিখলাম
তবে কি মুক্তভাবে হাটবে না অক্ষরগুলো?
তেপান্তরের আকাশে ভাসবে মেঘ, ভাসবে চাঁদ।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ সেরাম লাগছে। ভাই আপনি তো আমার উৎসাহ বাড়িয়ে দিলেন।

আমি না হয় নাই বা লিখলাম
তবে কি মুক্তভাবে হাটবে না অক্ষরগুলো?
তেপান্তরের আকাশে ভাসবে মেঘ, ভাসবে চাঁদ।
চমৎকার লাগল। ভাললাগা রইল

৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪

রক্তিম দিগন্ত বলেছেন: আমি না হয় কবিতা ভাল না ই বা বুঝলাম
তবে কি এই চমৎকার সুন্দর কবিতাটাকেও বুঝবো না?
চমৎকার একটা সঙ্গীত হবে এটায়, এর জন্য কবিকে ধন্যবাদ।


আপনার মত করে চেষ্টা করলাম...
কবিতাটা খুব বেশিই ভাল লেগেছে...

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহ পেলাম অনেক। ভাল লাগার রেশ থেকে যাক, আর ভাল থাকুন সবসময়।

৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, আপনিও বেশ ভাল লেখেন।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ২:১৮

কিরমানী লিটন বলেছেন: শব্দের ভাঁজে ভাঁজে দারুণ নান্দনিকতা-অসাধারণ +++
সাথেই আছি হে সুন্দরের সাথী,অনেক ধন্যবাদ আপনাকে

সতত শুভকামনা ... !!!!

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: সাথে থাকার জন্য আন্তরিক ভাল লাগা। আপনিও ভাল থাকবেন।
আপনার লেখা
একটা হৃদয় চিতার অনল,একটা তাহার শ্মশান
পুড়েই তাদের সুখের মিলন,আগুন প্রেমের বাগান।
অসাধারণ লাগল।

৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল।

জড়া জীর্ণতার বেড়াজাল ছিড়ে যাক,
জীবন যেন ভাল থাকার আকাশে উড়ে বেড়াক।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১০

এহসান সাবির বলেছেন: দারুন কবিতা।

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২১

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহের জোয়ার।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৩

দর্পণ বলেছেন: আমি না হয় একদিন নাই বা কবি হলাম,
তবে কি ষোড়শীর খোঁপায় মলিন হবে কদম,
নাকি কবিতারা সন্ন্যাসী হবে গেরুয়া বসনে।।

পৃথিবী চলবে আপন গতীতে।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০২

মাহবুবুল আজাদ বলেছেন: কোন পৃথিবী থেমে থাকে বলুন, আমরাই মাঝে মাঝে থেমে যাই। যাই হোক ভাল থাকবেন।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬

মায়াবী রূপকথা বলেছেন: কবিতার শিরোনাম খুব সুন্দর। কবিতাও সুন্দর :)

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ .।.।.।.।.।.।.।। সাথে থাকুন সুন্দরের এই আশা রইল

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩০

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কবিতা। অনেকদিন পর আজাদ ভাই

২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা ভাই, জীবনের গতিপথ অনেকটাই বদলে গেছে, তাই সব কিছু আর আগের মত হয় না।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৬

মার্সা বলেছেন: বাহ .।

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকটা খুবই ভালো হয়েছে।

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনার প্রশংসা পেয়ে।

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

নির্বাসিত_নির্বাক বলেছেন: "আমি না হয় একদিন নাই বা কবি হলাম,
তবে কি ষোড়শীর খোঁপায় মলিন হবে কদম,
নাকি কবিতারা সন্ন্যাসী হবে গেরুয়া বসনে।।"
--এই লাইন কয়েকটা ছুয়ে গেল হৃদয়। ভাল্লাগছে। :D

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় প্রীত হলাম নির্বাসিত_নির্বাক , সদা হাসি আনন্দের মাঝে দিন কাটুক।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

রুদ্র জাহেদ বলেছেন:
অনেক সুন্দর কবিতা।খুব ভালো লাগল

১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ জাহেদ ভাই।

১৮| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩

Tofayel Ahammed বলেছেন: মুগ্ধতার ছোঁয়া।

১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.