নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

আমি অবাক কাকতাড়ুয়া হয়ে গেলাম, আর তুমি পাখিটা উড়ে গেলে

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩


অনেক দিন পর আবার মুখোমুখি আমরা দুজন , আমি কাকভেজা-
চুপসানো দৃষ্টিতে আর তোমার চোখ ঝাপসা বৃষ্টিতে।
আমাদের মাঝে দেয়াল কেবল জলের পর্দা, সেটা না সরিয়ে আমরা
আবার যে যার মত, আপন পৃথিবীর পথে।
তথাপি, হেঁটে যাওয়া বাতাসের স্পর্শে কিছুটা অনুভূতি গায়ে মেখে
আবার আমার জুতোর ক্ষয়-আমি এ ক্ষয় থামাতে পারিনা, আমাকে যে পথ চলতে হয়।
তোমার বাড়ির সামনে থেকেই এ পদযাত্রা।
তোমাকে দেখার আশায় ক্ষয় হয়,
তোমাকে পাবার আশায় ক্ষয় হয়,
তোমার বিরহে ক্ষয় হয়।

তুমি আসলে, কেবলই আসা-হাজারো দীর্ঘশ্বাস পোড়ানোর পর,
কিছু কথা বললে, কেবলই কথোপকথন-অজস্র স্বপ্ন মোচড়ানোর পর,
তারপর আমি নির্বাক অবাক কাকতাড়ুয়া বনে গেলাম আর তুমি পাখিটা উড়ে গেলে।
কেমন একটা ব্যাপার
দেখা হল, কথা হল তারপর বাতাসে হাত নাড়ানো, শেষ!!
একটা মাত্র লাইনে এই সময়টা বাধানো হয়ে গেল।
অতচ এর মাঝেই রচিত হয় কত কবিতা, কত গল্প আর উপন্যাস, কত সময়,
মাস,বছর কারো বা পুরো জীবনটাই।
কত জন বনে যায় কবি, কেউ বা ভাবুক,
আর কেউ হা-হুতাসের নৌকা বোঝাই করে পাড়ি জমায়,
বৈঠা টা ও নিতে ভুলে যায়।


কারো আবার স্মৃতির সাথে মহাবিরোধ, সে পেছন ফেরে না,
পুরনো মেঘে সে নতুন বৃষ্টির জল ছোয়ায়,
চেনা পৃথিবীর চেনা গলিতে নতুন সুরের ধারা টানে।

অনেক গুলো ঘড়ির সময় আর ব্যাটারি ফুরিয়ে গিয়েছে,
মনের ঘরে অনেক বিজ্ঞাপন জমে আছে,
চোখের তারায় পলকে পলকে আমি তা দেখি
আর ভাবি আহা জীবন - কত সুন্দর।
চোঙ্গায় ফু দিয়ে উনুন ধরাই, আর হাড়িতে চাপাই সব অপূর্ণতা।
উত্তাপের শুদ্ধতায় উচ্ছলতার ধোয়া,
আমি বুক ভরে শ্বাস নেই,
আর ভাবি আহা জীবন- কত প্রশান্তির।

কত কিছু বদলে গেল অথচ সময়
সেই একটা থেকে বারোটা।
কত কিছু বদলে গেল কিন্তু জুতো সে পায়ের তলাতেই রয়ে গেল।
বেশভূষা বদলে গেল-আকার আকৃতি ও বদলে গেল,
কিন্তু মনের চাওয়া,মনের দৃষ্টি আর আদিমতা
কতটা বদলেছে? তবুও আমাদের চলতে হয়,
জীবনের সাথে আবেগের সখ্যতা বদলে দেবার নয়।
এসো তবে আমরা হাঁটি যে যার মত-অঝোর বৃষ্টিতে,
একটা ছাতা হবে, আমি বৃষ্টি ভেজা আকাশ দেখব ।

ছবি কৃতজ্ঞতাঃ ফারিহা নোভা

মন্তব্য ৭৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০

ফয়েজুল্লাহ্ বলেছেন: ওয়াসাম

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও, ওয়েলকাম।

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

রমিত বলেছেন: সুন্দর কবিতা!

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে আমার ব্লগে দেখে। ভাল থাকবেন সব সময়।

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার লাগল

১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: আরণ্যক রাখাল ভাই খুবই উৎসাহ পেলাম আপনার চমৎকার লাগায়।

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

মাহবু১৫৪ বলেছেন: +++++++++++

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: এত প্লাস। খুবই আনন্দিত হলাম।

৫| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল । নতুনত্ব আছে । শুভ কামনা ।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন অবশ্যই দৃষ্টি সীমায় থাকবেন।

৬| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

সাহসী সন্তান বলেছেন: আপনার পোস্টটাযে একটা কবিতা সেটা বুঝতে পারছি! তবে কবিতার মূল বক্তব্যটা ধরতে পারিনি! তবে পড়তে বেশ ভাল লেগেছে!

শুভ কামনা জানবেন!

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: সব অনুভুতি লিখে প্রকাশ বা বোঝানো যায়না। ধরে নেন এটা মানব জীবনের কিছু ইতিহাস যা সবার ই টুকটাক থাকে।

৭| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । ভাল লেগেছে । জীবনারূপ ব্যবচ্ছেদ ।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আন্তরিক শুভ কামনা রইল।

৮| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর হয়েছে।

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: অপর্ণা আপু অনেক অনেক ভাল লাগল আপনার কথায়।

৯| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

গেম চেঞ্জার বলেছেন: অনেক গুলো ঘড়ির সময় আর ব্যাটারি ফুরিয়ে গিয়েছে,
মনের ঘরে অনেক বিজ্ঞাপন জমে আছে,
চোখের তারায় পলকে পলকে আমি তা দেখি
আর ভাবি আহা জীবন - কত সুন্দর।
চোঙ্গায় ফু দিয়ে উনুন ধরাই, আর হাড়িতে চাপাই সব অপূর্ণতা।
উত্তাপের শুদ্ধতায় উচ্ছলতার ধোয়া,
আমি বুক ভরে শ্বাস নেই,
আর ভাবি আহা জীবন- কত প্রশান্তির।



ভাল লাগছে ++

(আপনার কাব্যের মর্মার্থ বোধহয় জীবনের গতিপত নিয়ে)

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ব্লগের "নিক"টা দেখলেই কেমন জানি আত্মবিশ্বাস বেড়ে যায় আমার। লেখাটা জীবনের গতিপথ নিয়েই। ভাল থাকবেন।

১০| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুন্দর ভাব... সুন্দর টাইটেল :)

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০

মাহবুবুল আজাদ বলেছেন: যাক ভাল লাগায় অশেষ ধন্যবাদ। খুশি হইলুম :)

১১| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সব মিলিয়ে দারুন। সহজ এবং উপভোগ্য।

শুভকামনা রইলো। :)

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার জন্য ও শুভ কামনা রইল।

১২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

সুমন কর বলেছেন: কি আর বলব !!!! চমৎকার !!! ভালো লাগা রইলো। প্লাস।



অতচ এর মাঝেই < অথচ
এসো তবে আমরা হাটি < হাঁটি

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: যাই বলেন দারুন লাগল আপনাকে দেখে।

১৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর কবিতার কথাগুলো আর সেই সাথে ছবিগুলিও দারুণ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দরের সাথে আমরা। আপনার পথচলা হোক সুন্দর , ভাল থাকবেন সব সময়।

১৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



জীবনের সাথে আবেগের সখ্যতা বদলে দেবার নয় তবুও আমাদের চলতে হয়....
চলতে চলতে ক্ষয় হয়ে যায় অনেক কিছু । ক্ষয়ে যাওয়া বুক ভরে শ্বাস নিতে হয় তবুও ।


"বেসভূসা" আর "অতচ" শব্দদুটি মনে হয় ঠিক করতে হবে ।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ আপনার লেখাটা ত আরও ভাল লাগল। যাই হোক বেশভূষা বদলে নিয়েছি।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা বয়ে চলুক নিরন্তর, ভাল থাকবেন।

১৬| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

সুপান্থ সুরাহী বলেছেন: খুবই ভাল লাগল।
বহুদিন পরে আসলম। কেমনাছেন?

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: সময়গুলো আর আগের মত নেই। আমিও বহুদিন পর গত মাস থেকে একটু পুরনো ঘরে আবার বিচরণ শুরু করলাম। তবে আগের ব্লগারদের অনেক মিস করি।

১৭| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

রক্তিম দিগন্ত বলেছেন: অনেক ভাল মানের কবিতা। মর্মার্থটা বেশ গভীর। ভাল লেগেছে। + + +

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: জীবনের কিছু সময়ের কথা এ লেখায়, যা সবার জীবনেই জুড়ে থাকে বিভিন্ন আঙ্গিকে- পার্থক্য শুধু গভীরতার। ভাল থাকবেন। আপনার মন্তব্য উৎসাহের জোয়ার বয়ে আনে।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৬

কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগার কবিতা, হৃদয়ের অতল ছুঁয়ে গেলো- শুভকামনা জানবেন...

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

মাহবুবুল আজাদ বলেছেন: যাক শুনে বেশ ভাল লাগল, মুগ্ধ আপনার মন্তব্যে , ভাল থাকুন নিরন্তর।

১৯| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৫

সুপ্তময় বলেছেন: অনেক ভাল লাগল:-)

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: সুপ্তময়-ভাল লাগল আপনার ভাল লাগায়, সদা আসবেন, হাসবেন দু কলম লিখে যাবেন, সুপ্ত বাণী সুপ্ত প্রেরণা বিকশিত করে যাবেন।

২০| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪০

বাহার উদ্দীন (বাহার) বলেছেন: খুব সুন্দর লাগছে

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: খুশি হলাম । আপনার প্রো পিক কই?

২১| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনামটা খুব ভালো লেগেছে । ছবি ও লেখাটাও বেশ কাব্যিক ।

১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: শিরোনামে আমিও আপনার সাথে সহমত। হা হা, ভাল থাকবেন।

২২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর ! শিরোনামটা ভাল লেগেছে ।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: যাক ভাল লাগায় ভরে থাক জীবন, অদ্বিতীয়া আমি শুভ কামনা রইল।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২

জেন রসি বলেছেন: চমৎকার কবিতা।

++

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: ওওওও ++ ব্যাপক ভাল লাগল।

২৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই।

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:২৬

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা, অনেক ভালো লাগল+++

১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর, ব্লগের আনাচে কানাচে আপনার উপস্থিতি বলে দেয় কত প্রাণবন্ত আমাদের এ লেখালেখি।

২৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

সাবলীল মনির বলেছেন: দারুণ হৃদয়গ্রাহী, অাবেশিত হলাম ।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: এ আবেশের ধারা বয়ে চলুক উৎসাহের বারতা নিয়ে।

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

আরজু পনি বলেছেন:

কবিতার মূল আকর্ষন যেনো ওই শিরোনামেই !

আর কেউ হা-হুতাসের নৌকা বোঝাই করে পাড়ি জমায়,
বৈঠা টা ও নিতে ভুলে যায়।
...আমি ! আমি ! সেই ভুলুয়া !

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন।
বোঝাই নৌকার পিছনে দেখেন আমিও আছি ভুলুয়াদের দলে ।

২৮| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৬

অভ্রনীল হৃদয় বলেছেন: বাহ! চমৎকার কবিতা।
বেশ কয়েকবার পাঠ করলাম, ভালো লাগলো। ভাল থাকুন সবসময়। :)

২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনার ভাল লাগা দেখে। আপনারা আছেন বলেই এ লেখা, আর এটি যখন একের অধিক পাঠ হয়ে যায় -তখন ভাল লাগার আর কোন সীমা পরিসীমা থাকেনা। অনেক অনেক ভাল থাকবেন, উৎসাহের জোয়ারে ভাসিয়ে দিলেন।

২৯| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

দর্পণ বলেছেন: দারুন লেখা ভাই।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: আশেপাশে সুন্দর মন আছে বলেই এ লেখা নানা বিশেষণে প্লাবিত হচ্ছে, যাক ভাল লাগায় অনেক প্রীত হলাম।

৩০| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৮

রুদ্র জাহেদ বলেছেন: সত্যিই ভালো লেখা-লেখকদের খুঁজে খুঁজে পড়তে হয়।এটার পাওয়াটাও অন্যরকম অসাধারন পাওয়া :)

২১ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যে তো আমার আত্মবিশ্বাস হাজার গুন বেড়ে গেলো। আপনার লেখাও অনেক চমৎকার, সদা ভাল থাকুন হাসি খুশি থাকুন-বিমর্ষ পৃথিবীর জন্য এই হাসি হোক উচ্ছলতার সোনালী ঢেউ।

৩১| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব সুন্দর!!!

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক দিন আপনাকে দেখলাম আমার ব্লগে। খুবই ভাল লাগল। ভাল থাকবেন।

৩২| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

মোহাম্মাদ ছাব্বির বলেছেন: তুমি আসলে, কেবলই আসা-হাজারো দীর্ঘশ্বাস পোড়ানোর পর,
কিছু কথা বললে, কেবলই কথোপকথন-অজস্র স্বপ্ন মোচড়ানোর পর,
তারপর আমি নির্বাক অবাক কাকতাড়ুয়া বনে গেলাম আর তুমি পাখিটা উড়ে গেলে।


দুর্দান্ত লেখনী, রোমান্টে পরিপূর্ন হলাম।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল আপনাকে দেখে, আর প্রশংসার বিশেষণে বিশেষায়িত হয়ে নিজেকে বিরাট কবি মনে হচ্ছে যাই হোক এর ধন্যবাদ পাওয়ার দাবিদার একমাত্র আপনারাই, যাদের জন্য নিজেকে কিছু একটা মনে হয়। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য। অনেক উৎসাহের যোগান দিয়ে গেল আপনার মন্তব্য।

৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

জুন বলেছেন: অনেক অনেক ভালোলাগা বিশেষ করে শেষের কয়েকটি লাইন।
আসলে কিছুই বদলায় না মাহবুবুল আজাদ।
+

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: ইইয়ে জুন আপা আপনাকে দেখে যারপরনাই আনন্দিত।

৩৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনাম আর ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
কত কিছু বদলে গেল অথচ সময়
সেই একটা থেকে বারোটা।
-- চমৎকার!
আপনার পুরনো কিছু লেখা, যেমন 'কফি হাউজ, কোলকাতা', 'এই মৃত্যুগুলো কেন ঘটবে?' এবং তার পরের একটা দুটো কবিতায় কিছু মন্তব্য রেখে এসেছি।

২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০

মাহবুবুল আজাদ বলেছেন: যথারীতি ভাল লাগা জানবেন। দেখেছি আপনার রেখে আসা কিছু উৎসাহের কথা।

৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৩

সুলতানা রহমান বলেছেন: একটা ছাতায় দুজন?
ভাল লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় আবেশিত থাকুক চারপাশ। ভাল থাকুন সব সময়।

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

বাংলার ফেসবুক বলেছেন: জীবনের সাথে আবেগের সখ্যতা বদলে দেবার নয়।@ আপনার সাথে আমিও একমত।

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: সহমতের জন্য খুশি হলাম :) ভাল থাকবেন।

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এই একটা কবিতাই শ' খানেক বার পড়া যায়। আমি মুগ্ধ!

১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: আয় হায়, এত উপরে উঠিয়ে দিলেন। নিজেকে ধন্য মনে হচ্ছে। মুগ্ধতা আমাকেও ছুঁয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.