নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

নীরবতা কখনো ভাঙে না

২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪



জীর্ণ শীর্ণ বৃদ্ধের লাঠির মত ল্যামপোস্ট দিয়ে সাজানো
এ শহরে কিছু বাতি ছিল।
মাঝরাতে আমার অস্থিরতা ভেঙে দিয়ে আসে সব
ঘুনো পোকাদের তীর্থস্থান।
এরপর পাহারাদার আর কুকুরের হাঁকডাক-
এরাও থেমে যায়- ম্রিয়মান খুঁটির ডগার আলোর মত।
আমি কৃষ্ণচূড়াদের ডাকি,
সারা পথ জুড়ে তারা পাপড়ি মেলে।
পরিপাটি হয়ে আমি একলা হাঁটি।
কোথাও কেউ নেই- একজন কবিও না।



পাতাদের ঘুম শেষ, ঝিঁ ঝিঁ রাও জলে ঝাঁপ দিয়েছে
সাথে জোনাকীরাও।
মৎস্য পাড়ায় ব্যস্ত কোলাহল।
নদীর ঘাটে আমি একা, একটা খেয়াও নেই।
ভাঙনের ডাঙ্গায় জলের গান গায়
হাহাকার ফেরি করা বালিকাটি।
আমি মাটিতে কান পেতে রই,
ধীরলয়ে ফেরিওয়ালা বালিকা চলে যায়
হাহাকারের ডালা ফেলে, বলে যায় আমি গোলাপ আনতে গেলাম।
আমি ঢেউ গুনি, গোলাপের জন্য।
রক্ত জবারা এসে ভীড় করে জলের ঘাটে।
বালিকা ফেরে না, দু চোখে নীল অপরাজিতার ভেলা
কখন যে ভাসিয়ে দিল- সন্ধ্যা সে কথা জানালো না।
ভোর আসে মোহ ভাঙে না, মায়াজাল ও ছিঁড়ে না
নীরবতা কখনো ভাঙে না,
শুধু শব্দরা এসে জড়ো হয়।

মন্তব্য ১১২ টি রেটিং +২৩/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

বাহবু বলেছেন: স্নিগ্ধ সকালের শুভেচ্ছা কবি....

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭

নেক্সাস বলেছেন: আমি ঢেউ গুনি, গোলাপের জন্য।
রক্ত জবারা এসে ভীড় করে জলের ঘাটে।

চমৎকার শব্দ মেলা। কবিতা মুগ্ধ পাঠ

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: নেক্সাস ভাই, শুভ কামনা আপনার জন্য। অনেক ভাল থাকবেন।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ:D:D

২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। ভাল লাগল আপনাকে দেখে।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

কিরমানী লিটন বলেছেন: পাতাদের ঘুম শেষ, ঝি ঝি রাও জলে ঝাপ দিয়েছে
সাথে জোনাকীরাও।

নান্দনিক আহাজারির বিমূর্ত ছোঁয়া পেলাম আপনার কবিতায়, অনেক শুভকামনা প্রিয় মাহবুবুল আজাদ ভাইয়াকে ...।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আপনার মন্তব্য সব সময় একটা ভাল লাগার রেশ ছড়িয়ে যায়।

ভাল থাকবেন লিটন ভাই।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

চৌধুরী ইপ্তি বলেছেন: অনেক ভাল কবিতা।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: আপনারা আছেন বলেই হয়ত কবিতা ভাল হয়ে যাচ্ছে, অনেক উৎসাহ পেলাম আপনার কথায়।
ধন্যবাদ।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

মাহবুবুল আজাদ বলেছেন: হাসান ভাই, ভাল লাগল আপনাকে দেখে, মাঝে মাঝে খুব হিংসা হয়, জীবনে একটা গল্প লিখতে পারলাম না, পারেন ও বটে আপনি।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

অপর্ণা মম্ময় বলেছেন: মোটামুটি লাগলো
নীরবতা হবে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: তাও খুশি কিছু একটু তো ভাল লেগেছে, এতেই সার্থক আমি। ভাল থাকবেন আপু।
ভুলটা ধরিয়ে দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

কেউ নেই বলে নয় বলেছেন: দারুন! ভাল্লাগছে। ++

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমার ও ভাল্লাগছে আপনাকে দেখে। অনেক অনেক ভাল থাকবেন।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

সুলতানা রহমান বলেছেন: একাকীত্ব ছড়িয়ে পড়েছে কবিতায়।

ভোরে না আসুক, হয়তোবা আসবে সন্ধ্যায়।
আরো সময় কাটান অপেক্ষায় …………
+

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: সরি আর পারবনা অপেক্ষা করতে। :P

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

শাফকাত আলম বলেছেন: খুব ভাল লাগলো ;)

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ শাফকাত ভাই, আমার ব্লগে আপনাকে দেখে অনেক খুশি হলাম।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে দেখেও বেশ লাগছে, কেমন আছেন?

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: ;)

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

নিমগ্ন বলেছেন: ভালো লিখেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ নিমগ্ন ভাল লাগল।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

আরজু পনি বলেছেন:

দৌঁড়ের উপর আছি।
আপনার কবিতা দেখেই ঢুঁ দিয়ে গেলাম এই কারণে যে আমি আসতেছি আপনার কবিতা পড়তে।
আপনার কবিতা মানেই বিশেষকিছু তাই মিস করতে চাইনা ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: আরজুপনি আপু মনি- এত ব্যাস্ততা কিসের।
আপনি তো কবিতায় প্রাণ দিয়ে যান, নইলে ত সব দাড়ি কমা শেষ নিঃশ্বাস ত্যাগ করত।
আর কবিতা ধপ্পাস। শেষ, খতম।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: চমৎকার

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: সায়ফুল্লাহ হক তানভীর ভাই, আপনার হাসি অনেক সুন্দর, কবিতার আঙিনা আলোকিত করে গেলেন। ধন্যবাদ।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মায়াবী রূপকথা বলেছেন: Really nice & touchy vaiya

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমাকেও টাচ করে গেল আপনার মন্তব্য। অনেক অনেক ভাল থাকবেন।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি, উৎসাহের যোগান দিয়ে গেলেন।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

লালূ বলেছেন: কবির দেশ গানের দেশ বাংলাদেশ ! যে দেশে এত কবি এত গান ! সে দেশে এত হীংসা হানাহানি কেন ?

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: লালূ বলেছেন: কবির দেশ গানের দেশ বাংলাদেশ ! যে দেশে এত কবি এত গান ! সে দেশে এত হীংসা হানাহানি কেন ?

এ প্রশ্ন তো আমারও ? কেন এসব ?

১৯| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

অগ্নি সারথি বলেছেন: চমৎকার!

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: খুশি হয়ে গেলাম । সদা হাসি আনন্দে কাটুক আজ ও আগামীর সব দিন।

২০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

ধমনী বলেছেন: একলা হলেই তো শব্দেরা জড়ো হয়। একাকীত্ব না থাকলে কবিত্ব নির্বাসিত হবে।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন, একাকীত্ব আর দুঃখবোধ থেকে অনেক কিছু বের হয়ে আসে।

আপনার সাথে সহমত। ভাল থাকবেন।

২১| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

কাজী মেহেদী হাসান। বলেছেন: পরিপাটি হয়ে আমি একলা হাঁটি সুন্দর লাইন

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে দেখে। আমার কবিতার উঠোনে উৎসাহের দোলা দিয়ে গেলেন।

অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

বৃত্তের ছায়া বলেছেন: পাতাদের ঘুম শেষ, ঝি ঝি রাও জলে ঝাপ দিয়েছে
সাথে জোনাকীরাও।

বেশ লিখছেন ভাই।।

:-)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ লিখছেন ভাই।। এই ভাই কথাটার মাঝে কেমন যেন একটা মায়া অনুভুত হয়। ভাল লাগল আপনাকে আমার ব্লগে দেখে। অনেক অনেক ভাল থাকবেন।

সতত শুভ কামনা।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: যন্ত্রনার জঙ্গলে বসে একাকী শূণ্যতার সীমানা খুঁজি কিনারা খুঁজি-পাই না পাই না...হঠাৎ দেখি অঞ্জলিভরা কাব্য নিয়ে সামনে দাঁড়িয়ে শূণ্যের সীমানা আমার ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুণ লিখেছেন, এই মন্তব্যটাই তো একটা কবিতা।
আপনার এই উপহারে আমি কৃতজ্ঞ।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে আমার ব্লগে পেয়ে। ভাল থাকবেন শাহরিয়ার ভাই।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

আমি মাধবীলতা বলেছেন: আমি কৃষ্ণচূড়াদের ডাকি,
সারা পথ জুড়ে তারা পাপড়ি মেলে।

আমি ঢেউ গুনি, গোলাপের জন্য।
রক্ত জবারা এসে ভীড় করে জলের ঘাটে।

ভালো লাগার কিছু লাইন !!! শুভেচ্ছা !!

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: যাক যারপরনাই আনন্দিত হলাম আপনার কথায়।

উৎসাহের কিছু সোনালী বীজ রোপন করে গেলেন কবিতার জমিনে।

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৬

ফেরদৌসা রুহী বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমাকেও একাকিত্ত পেয়ে বসেছে।

অনেক সুন্দর করিতা, পড়ে মুগ্ধ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ইয়া খোদা, এইটা কি হইল।

ঝেড়ে ফেলেন কবিতার আবেগ। কোলাহলের মুগ্ধতায় মুখরিত হোক আপনার চারপাশ, ভাল থাকবেন আপু।

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা।মুগ্ধপাঠ...
+++

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ কবিতা।মুগ্ধপাঠ... রুদ্র ভাই জিন্দাবাদ

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

আরজু পনি বলেছেন:

আপনার এই কবিতা পড়ে যা যা ভাবলাম আর খেয়াল করলাম...
১. খুব দোয়া করি আপনার অনেক নাম হোক, বড় কবি বলে পরিচিত হোন।
২. শুধুমাত্র বড় কবি বলে পরিচিত হলেই আপনার এতো অসাধারণ কবিতাগুলো বাংলা ভাষাভাবি কবিতা প্রিয় মানুষগুলোর মুগ্ধ হয়ে পড়ার আগ্রহ বোধ করবে ।
৩. আপনার কবিতাগুলো বাংলাদেশের বাইরের বাংলা ভাষী পাঠকদেরও পড়ার দাবী রাখে ।
৪. আপনার নিকটা নিজ নামে নিয়ে খুব ভালো করেছেন। এতো ভালো লেখা নিজ নামেই পরিচিত হোক ।
আরো অনেক কিছু...
এবং কমপ্লিমেন্টের টোকেন হিসেবে এই কবিতাকে পনিজের শোকেসে রাখলাম শোভা বর্ধন করতে ।
অনেক ভালো থাকুন আর লিখতে থাকুন এমনই অসাধারণ সব কবিতা ।

কিন্তু এবার আপনার কবিতার শিরোনাম এতো ছোট কেন ?
আপনার কবিতার বড় শিরোনামই আমার বেশি পছন্দের ।
:)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: এই মন্তব্যের জন্য কোন ধন্যবাদ প্রযোজ্য না।
অনেক আবেগের কথা চাইলেও ব্লগে লেখা সম্ভব হয়না, কিন্তু এবার আর না লিখে পারছিনা, জীবন চলার জন্য কিছু মানুষের উৎসাহ অনুপ্রেরণা লাগে, সেই তালিকায় আপনি প্রথম। আপনার জায়গাটুকু আমার বড় বোনের আসনে, আপন বোন নাহ তার চেয়েও বেশি, আমার কোন বোন নেই, তাই আমি আপনাকে সেই জায়গাটাতে স্থান দেই। বোনের যতটুকু মমতার অভাব বোধ করি সেটা আপনি থাকায় পূরণ হয়ে যায়।
আপনার মন্তব্য গুলো সব সময় আমাকে আলোর পথ দেখায় আর বলে- ভাই তুই লিখে যা, একদিন অনেক বড় কিছু হবি আর কেউ পাশে থাকুক বা না থাকুক তোর এই আপু তো আছে

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

আরজু পনি বলেছেন:

হাহা "নিজের শোকেসে" লিখতে গিয়ে দারুন আবিস্কার...পনিজের শোকেস...এটাকে ভবিষ্যতে কাজে লাগাবো ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অল ক্রেডিট গোওজ টু হে হে হি হি :P

৩০| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

জুন বলেছেন: কি দারুন কবিতা লিখে চলেছেন মাহবুবুল আজাদ । আমি খুজে ফিরি আমার শব্দের স্বল্প ভান্ডার থেকে তার প্রশস্তি গাওয়ার জন্য । অনেক অনেক ভালোলাগা ।
যদিও আমি কবি নই , তারপর ও সামান্য একটু খটকা লেগেছে দুবার খুব কাছাকাছি হাহাকার শব্দটি । আমার অনাকাংখিত হস্তক্ষেপের জন্য অগ্রীম ক্ষমা চেয়ে নিলাম :)
+

হাহাকার ফেরি করা বালিকাটি।
আমি মাটিতে কান পেতে রই,
ধীরলয়ে ফেরিওয়ালা বালিকা চলে যায়
হাহাকারের ডালা ফেলে,

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: না না আপু এ এমন কিছুনা - আর কোন ভাবে মেলাতে পারিনি তাই এড়িয়ে যাবার উপায় নেই।
অনেক অনেক ভাল লাগল আপনার মন্তব্যে, আর এতটা খেয়াল করার জন্য- আন্তরিক কৃতজ্ঞতা।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

আলোরিকা বলেছেন: আমি মাটিতে কান পেতে রই,
ধীরলয়ে ফেরিওয়ালা বালিকা চলে যায়
হাহাকারের ডালা ফেলে, বলে যায় আমি গোলাপ আনতে গেলাম।
আমি ঢেউ গুনি, গোলাপের জন্য ........... কি এক অদ্ভুত হাহাকার মন ছুঁয়ে গেল !

Our sweetest songs are those that tell of saddest thought.

- Percy Bysshe Shelley

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও আপনার মন্তব্যে তো রীতিমত সন্মানিত বোধ করছি, নিজেকে কিছু একটা মনে হচ্ছে, অনেক ভাল লাগল আপু আপনাকে দেখে, সাথে থাকুন উৎসাহের জোয়ার হয়ে।

৩২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:

কবিরা ক্রমেই নিজেদের জগতে পালিয়ে যাচ্ছে, পাঠকদের জন্য কোন বাণী নেই?

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: কথাটা শতভাগ সত্য। দেখা যাক এরপর কবি নয় পাঠক আসবে কবিতা নিয়ে, আশা রাখছি।

৩৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: সাজ্জাদ ভাই, কেমন আছেন, আমার ব্লগে আপনাকে দেখে খুব ভাল লাগল।

আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

৩৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

রাতুল_শাহ বলেছেন: আপনাদের আশে পাশে কত শব্দ, কত বাক্য।
আমার চারপাশে শুধু জ্বি স্যার শব্দ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২১

মাহবুবুল আজাদ বলেছেন: জ্বি স্যার অনেক মজা পেলাম আপনার কথায়, বেশ কিছুক্ষন হাসছি একা একা।

ভাল থাকবেন অনাবিল আনন্দ জড়িয়ে।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

তানজির খান বলেছেন: খুব ভাল লাগল কবিতা।

"নদীর ঘাটে আমি একা, একটা খেয়াও নেই" আমার মনের কথা।
শুভ কামনা ভাই, বিজয়ের শুভেচ্ছা রইল

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ তানজির ভাই।

সদা হাসি আনন্দে কাটুক আজ আগামীর সব দিন। ভাল থাকবেন।

৩৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সাবলীল সব কথামালা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকবেন।

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১

ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: "নিরবতা কখনো ভাঙে না,
শুধু শব্দরা এসে জড়ো হয়।"

ইশশ্!! কী সুন্দর লেখনি!
+++

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: কি সুন্দর একটা মন্তব্য করলেন। কবিতার ঘর বাড়ি ভাল লাগায় ভাসিয়ে দিলেন।

অনেক অনেক শুভ কামনা আপু, খুবই খুশি হলাম আপনাকে আমার ব্লগে দেখে।

৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৬

গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কবিতা !! কিভাবে পারেন এত সুন্দর করে লিখতে ? আপনার কাছে কবিতা লেখা শিখব । :D

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: ওরে নাআআআ, আপু আপনি তো আমাকে কবিতার ডক্টরেট দিয়ে দিলেন ডি-পয়েট রীতিমত সন্মানিত বোধ করছি,
অনেক অনেক ধন্যবাদ আপু, ভাল থাকবেন।

৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



মোহ ভাঙে না, এমন কবিতা । হাহাকার ফেরি করা বালিকাটির মতো গভীর দীর্ঘশ্বাস ফেরি করে করে গেছেন কবিতার লাইনে ।
সুন্দর ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যে যারপরনাই আনন্দিত হলাম।

মুগ্ধতা ছড়িয়ে দিলেন, অনেক অনেক কৃতজ্ঞতা।

৪০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

প্রামানিক বলেছেন: পাতাদের ঘুম শেষ, ঝি ঝি রাও জলে ঝাপ দিয়েছে
সাথে জোনাকীরাও।


চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই

৪১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: (ঝিঁঝিঁ, ঝাঁপ, ছিঁড়ে) চমৎকার পঙক্তিমালা! ভাল্লাগলো ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: ওরে ভাই, এই চন্দ্রবিন্দু তো খালি ঝামেলা করে, লেখার সময় একবার ও চোখে পড়েনা।

অনেক ধন্যবাদ ভুলগুলো ধরিয়ে দেবার জন্য।

৪২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: আমি কৃষ্ণচূড়াদের ডাকি,
সারা পথ জুড়ে তারা পাপড়ি মেলে।
পরিপাটি হয়ে আমি একলা হাঁটি।
কোথাও কেউ নেই- একজন কবিও না
-- খুব সুন্দর চিত্রকল্প। ভালো লেগেছে।
নীরবতা কখনো ভাঙে না,
শুধু শব্দরা এসে জড়ো হয়।
-- কবিতার সমাপ্তিটা অতি চমৎকার হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে দেখে।
আপনার মন্তব্য চমৎকার উদ্দীপনা দিয়ে গেল, আরও ভাল কিছু করার।

৪৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল্লাগসে, সুন্দর ||

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ইমরাজ কবির ভাই, আপনার ভাল লাগায় অনেক খুশি হলাম,
শুভ কামনা রইল।

৪৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

সৈয়দ কামাল হুসাইন বলেছেন: খুব ভালো লেখনী।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে,
আমার ব্লগে স্বাগতম। ভাল থাকবেন।

৪৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার সাথে অনেক দেরীতে পরিচিত হলাম !
চমৎকার কবিতা লিখেন দেখছি !
শুভ কামনা জানবেন ।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা আসলেই অনেক দেরীতে, যাই হোক যে সময় চলে গিয়েছে তাকে ভেবে লাভ নেই, আশা করি আগামীতে সাথে থাকবেন অনুপ্রেরণা হয়ে।
অনেক উৎসাহ দিয়ে গেল আপনার উপস্থিতি।
আন্তরিক কৃতজ্ঞতা।

৪৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

গন্ধ গণতন্ত্র বলেছেন: ভাল লিখেঠ

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক ভাল লাগা জানবেন।

৪৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮

নীলপরি বলেছেন: ভোর আসে মোহ ভাঙে না, মায়াজাল ও ছিঁড়ে না
নীরবতা কখনো ভাঙে না,
শুধু শব্দরা এসে জড়ো হয়।
মুগ্ধ হলাম পড়ে ।
শুভসকাল ।ভালো থাকুন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতার আঙিনাকে মুগ্ধতায় সিক্ত করার জন্য।
ভাল থাকবেন।

৪৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

ফেলুদার তোপসে বলেছেন: এতো লেখেন কিভাবে! আর লিখলেই সুন্দর হয় কেনো?
ভাল লাগলো, কিছু একটা ছুঁতে ছুঁতেও আর ছোঁওয়া হলনা এমন টাইপ ভালো লাগা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক খারাপ লাগার মাঝেও আপনার কথা গুলো এক চিলতে হাসি যোগাড় করে দিল আমার মুখে।

ভাল থাকবেন, কতটুকু ভাল লিখি জানিনা তবে সবচেয়ে বড় প্রাপ্তি হল আপনাদের ভাল লাগা।

৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় বেশ ভাললাগা ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

৫০| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬

রেইড ইন স্কাই বলেছেন: অনেক ভাল লাগল আপনার অসাধারণ কবিতাটা।

১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা রইল, ভাল থাকবেন।

৫১| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন!!!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ,
আন্তরিক ভাল লাগা রইল।

৫২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অফ টপিক প্রশ্নঃ প্রথম পাতায় কোন লেখা প্রকাশের জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক?
আমি ভেবেছিলাম সকল পোষ্ট বিভাগে সকল পোষ্টই প্রকাশ হয়।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: না'রে আপু কোন যোগ্যতা লাগেনা প্রথম পাতায় লেখা প্রকাশের জন্য। একটু অপেক্ষা করেন কয়েক দিনের মধ্যে পেয়ে যাবেন প্রথম পাতার এক্সেস।

৫৩| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪২

ঋজুক বলেছেন: নীরবতা কখনো ভাঙে না,
শুধু শব্দরা এসে জড়ো হয় ....

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই তাই। । । ।

৫৪| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাইয়া, আমি প্রথম পাতায় এক্সেস আগেই পেয়েছি এবং নির্বাচিত পাতায়ও নতুন হিসেবে একটি লেখা প্রকাশিত হয়েছে। তাহলে প্রথম পাতায় আমার পরবর্তী পোষ্টগুলো কেন প্রকাশিত হল না আমি বুঝতে পারছি না।

বিষয়ভিত্তিক ব্লগ "কবিতা"য় কোন কোন বৈশিষ্ট্যসম্পন্ন কবিতা রাখা হয়?

আমি ব্লগে নতুন, এখানকার অনেক কিছুই জানা নেই।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬

মাহবুবুল আজাদ বলেছেন:

দেখুন তো সব অপশন ঠিক ছিল কিনা পোস্ট করার আগে, আমারও মাঝে মাঝে এমন হয়েছে ।
সরাসরি প্রথম পাতায় প্রকাশ হবে সে অপশন টা ক্লিক দেয়া ছিল কিনা।

৫৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সমস্যার সমাধান হয়ে গেছে।
ধন্যবাদ

০৭ ই মার্চ, ২০১৬ রাত ২:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: Very good. Happy blogging

৫৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

ফরিদ আহমাদ বলেছেন: মজা পেয়ে আবারো আসার দাওয়াত নিয়ে নিলাম। :D

১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন হাসি আর আনন্দ নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.