নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

কষ্টের ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩



ধুলোমাখা ক্যালেন্ডারটা দেয়াল ছেড়ে কাল চলে যাবে,
দেয়ালটা শূন্যই থাক, আপত্তি নেই তবে-
সাথে নিয়ে যাক পুরনো সব কষ্ট আর অপ্রাপ্তি।
পেছন ফেলা আসা বন্ধুর পথটা ইতিহাসই হোক,
কোন দিন না হয় আসর জমিয়ে গল্প করা যাবে।

সৌভাগ্য আমাদের অনেকেরই ছিলনা,
তবে দুর্ভাগ্যের দেয়ালটা দুর্ভেদ্যও ছিলনা।
ইচ্ছা অনিচ্ছার দোটানা দুলেছে দিন তারিখের ঘরে।
আজকাল করে বারোটা মাস শেষ হয়ে গেল।
আশার বসতি এখনো আছে, আছে টিম টিম করে জ্বলা সলতেটা।



আমার স্বপ্নের ঘুড়ি বাতাসে ভাসেনি এবার,
বাতাস আসবে,
আমি জানি আকাশ কখনো মিথ্যে খেলায় মাতে না।
হতাশার দল জল ডোবায় শুন্যতার গান ধরুক,
আমি সেখানে নেই,
কেউ কেউ ঘুমায়- চির ঘুমের জন্য,
আমার ঘুম নতুন ভোরের প্রত্যাশায়।

কষ্টের ছোট ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।

২০১৬ সকলের জন্য বয়ে নিয়ে আসুক সফলতার বার্তা।
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।




মন্তব্য ৮৮ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

রক্তিম দিগন্ত বলেছেন: পুরাতন বছরের বিদায় ও নতুন বছরের আগমনিটা সুন্দরভাবে কবিতায় ফুঁটিয়ে তুলেছেন। ভাল লাগল। ১ম প্লাস। :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

ভাল লাগল আপনাকে দেখে।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সুলতানা রহমান বলেছেন: আপনার জন্য অনেকগুলো শুভকামনা।
আগামী বছর যেন আপনার স্বপ্নের ঘুড়ি নয়, বাস্তবের ঘুড়ি বাতাসে ভাসুক। +

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: ওও সুলতানা আপা,

ইয়েস বাস্তবের ঘুড়ি উড়বে, অনেক অনেক ভাল থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

সুমন কর বলেছেন: প্রথম ৮ লাইন বেশী সুন্দর হয়েছে। +।

ইংরেজী নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় খুশি হলাম, সুমন ভাই আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

ভাল থাকবেন হাসি আর আনন্দ নিয়ে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ২০১৬ সকলের জন্য বয়ে নিয়ে আসুক সফলতার বার্তা।
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬

তানজির খান বলেছেন: "আমার স্বপ্নের ঘুড়ি বাতাসে ভাসেনি এবার,
বাতাস আসবে,
আমি জানি আকাশ কখনো মিথ্যে খেলায় মাতে না।"

খুব ভাল লিখেছেন ভাই। ভাল লাগলো। আপনাকে কিন্তু অনেকদিন পাই না। কেমন আছেন? শুভেচ্ছা রইল নতুন বছরের।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে বেশ খুশি হলাম,ইদানিং অফিসের ব্যাস্ততায় সময় হয়না, অনেক ভাল লাগল আপনাকে দেখে, ভাল থাকবেন,
নতুন বছরের শুভেচ্ছা।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল। ১ম প্লাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

নতুন বছরের শুভেচ্ছা।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

নতুন বছর অনেক ভাল কাটুক।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: খুব খুশি হলাম আপনাকে দেখে।

আনন্দ নিয়ে আসুক নতুন বছর আর জুড়ে থাক সারা বছর।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪১

আরজু পনি বলেছেন: :( :((

আপনার কবিতা পড়ে ...
উফফফ...

নাহ্
কেউ কেউ ঘুমায়- চির ঘুমের জন্য,
আমার ঘুম নতুন ভোরের প্রত্যাশায়।
...ইয়েসস আমি এমনই ।

:D

নতুন বছরের শুভেচ্ছা রইল, প্রিয় কবিরত্ন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: আর কি বলব? পরম শ্রদ্ধেয় আপু।
ভাল থাকবেন আর ভাল রাখবেন আশেপাশের সব কিছু, সে ক্ষমতা আপনার আছে।
নতুন বছরটা শুরু হোক হাসি আর আনন্দ নিয়ে।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: কষ্টের ছোট ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত


শুভ নববর্ষ

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল ভাই।
পুরনো দিনের সব গ্লানি হতাশা আর কষ্ট মুছে গিয়ে নতুন দিনের কাঙ্খিত প্রত্যাশার সূর্য উঠুক।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫

কিরমানী লিটন বলেছেন: সৌভাগ্য আমাদের অনেকেরই ছিলনা,
তবে দুর্ভাগ্যের দেয়ালটা দুর্ভেদ্যও ছিলনা।
ইচ্ছা অনিচ্ছার দোটানা দুলেছে দিন তারিখের ঘরে।
আজকাল করে বারোটা মাস শেষ হয়ে গেল।
আশার বসতি এখনো আছে, আছে টিম টিম করে জ্বলা সলতেটা। - অসাধারণ মুগ্ধতা,কবিতায় প্লাস+++

শুভ নববর্ষ প্রিয় মাহবুবুল আজাদ ভাইয়া ...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: জীর্ণতার দেয়াল ভেঙে যে আলো দিয়ে গেলেন, কৃতজ্ঞ তার জন্য।
অনেক অনেক ভাল থাকবেন।

নতুন বছরের শুভেচ্ছা।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

সানজিদা দিয়া বলেছেন: আগামীকাল আসুক প্রাপ্তি- সুখের প্রভাত ।খুব ভালো লিখেছেন দাদা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে আমার ব্লগে দেখে। সুন্দর হোক আপনার পথচলা।
হ্যাপি ব্লগিং।
নতুন বছরের শুভেচ্ছা।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বর্ষ বদলের কবিতা অনেক ভালো লেগেছে.... :)

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে দেখেও ধন্য হলাম বছরের শেষ দিনে কিছু অনাবিল খুশি ছড়িয়ে গেলেন আমার আঙিনায়।

ভাল থাকবেন সুপ্রিয় মইনুল ভাই। নতুন বছর আসুক উজ্জ্বল আলো হয়ে।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগলো ভাই।

নতুন বছরের শুভেচ্ছা থাকছে।

অনিঃশেষ শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১

মাহবুবুল আজাদ বলেছেন: দীপংকর দাদা একরাশ উৎসাহ আর উদ্দীপনা দিয়ে গেলেন যা থাকবে আগামী দিনের পাথেয় হয়ে,
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

নতুন বছরের শুভেচ্ছা।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮

বৃতি বলেছেন: ধুলোমাখা ক্যালেন্ডারটা দেয়াল ছেড়ে কাল চলে যাবে,
দেয়ালটা শূন্যই থাক, আপত্তি নেই তবে-
সাথে নিয়ে যাক পুরনো সব কষ্ট আর অপ্রাপ্তি।


নতুন বছরের শুভেচ্ছা :)

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা বৃতি, ভাল থাকবেন।

নতুন বছর জুড়ে থাক হাসি আর আনন্দের জোয়ারে।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে ।নতুন দিনর শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: কল্লোল ভাই কেমন আছেন?

অনেক অনেক শুভ কামনা। নতুন বছর বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ আর সমৃদ্ধি।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩

রুদ্র জাহেদ বলেছেন:

কষ্টের ছোট ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।

কবিতা তেমন বুঝি না, তবে পড়তে খুব ভালোবাসি...বুঝার চেষ্টা চালিয়ে যেতেও দারুণ ভালো লাগে।ভালো কবিতা পাঠ করে মুগ্ধ হলেও ভাষাজ্ঞানের স্বল্পতা আর অপক্কতর কারণে সে অনুভবটা পুরোপুরি প্রকাশ করতে পারি না (কান্নার ইমো হপে)
তবে এই দারুণ প্রাঞ্জল ভাষার কাব্যটা প্রায়ই বুঝেছি :) পুরাতন বছরের সকল জীর্ণতাকে পিছনে ফেলে নতুন দিনে নতুন জীবনের প্রভাতের আহ্বান চমৎকারভাবে কাব্যে প্রতিফলিত।

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানবেন সুপ্রিয় কবি-ব্লগার

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

মাহবুবুল আজাদ বলেছেন: কে বলে ভাই কবিতার অনুভূতি প্রকাশ করতে পারেন না, যে ভাবে এত সুন্দর করে বললেন তাতে তো আমি মহা খুশি। আন্তরিক কৃতজ্ঞতা রইল।

অনেক অনেক ভাল লাগল জাহেদ ভাই আপনাকে দেখে।
নতুন বছরের শুভেচ্ছা।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১০

মহান অতন্দ্র বলেছেন: নিউ ইয়ারের শুভ কামনা। আর ভাল লাগল কবিতা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

ভাল থাকবেন হাসি আনন্দ নিয়ে। অনেক অনেক শুভ কামনা।

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

মুহাম্মদ তৌকির হোসেন বলেছেন: প্রথম কয়েকটা লাইন অনেক ভালো লাগলো মাহবুবুল ভাই

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

অগ্নি সারথি বলেছেন: নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা

২০| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

জুন বলেছেন: হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।

এটাই হলো মূল কথা লেখক । আগামীটা যেন সবার জীবনে সুখ আর কল্যান বয়ে নিয়ে আসে ।
অনেক শুভকামনা রইলো ।
+

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন আপু। সবার জীবনটাই সুন্দর হোক, গত বছরের সব অপ্রাপ্তি আর গ্লানি যেন মুছে যায়।

সুখের নতুন সূর্য উঠুক সবার ভোরে।

২১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

লেখোয়াড়. বলেছেন:
জীবন পূর্বপুরুষের সমাধি ঘেষে ঘুমিয়ে পড়বে যুগান্তরের ইতিহাসে। সমাধিতে প্রবেশের আগে আমরা শূণ্যতার যুক্তিকে অগ্রাহ্য করতে পারি না। ঠিক আপনার কবিতার মতো প্রত্যয় ও প্রত্যাশার!!

একটা সুখ আর স্বপ্নের অনুভূতি পেলাম।
আপনার ভিতরে কবিত্বের মোহনীয় রূপটাই দেখতে পাচ্ছি প্রতিনিয়ত।

শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল আপনার কথাগুলো।
বছরের নতুন দিনের শুরুতে এই বাক্যগুলো সারা বছর উদ্দীপনা দিয়ে যাবে আরও ভাল কিছু করার।
অনেক অনেক ভাল থাকবেন প্রিয় লেখোয়াড় ভাই।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।


নতুন বছরের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছর বয়ে নিয়ে আসুক হাজারো সুখ আর আনন্দ।

ভাল থাকবেন।

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় অনেক ভাল লাগল । হ্যাপি নিউ ইয়ার ।

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার টু ইউ ;)
কবিতার ভাল লাগা টিকে থাক হৃদয়ের গভীরে।
আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে কেটে যাক সারাটি বছর।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতায় সেই পর্যায়ের ভালো লাগা ভাই।

নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

নতুন বছর কাটুক উচ্ছলতা আর আনন্দ নিয়ে ।

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

লালপরী বলেছেন: অনেক সুন্দর কবিতা ভাইয়া। ++++++্

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: একদম লালপরীর মত সুন্দর কবিতা হা হা। অনেক ভাল লাগল আপনাকে দেখে।

নতুন বছর কাটুক উচ্ছলতার আঙিনায়-উচ্ছ্বাসের জোয়ারে।

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ আনোয়ার ভাই।

ভাল থাকুন নিরন্তর, নতুন বছরের শুভেচ্ছা।

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,


এটুকু যেমন সত্য ---
সৌভাগ্য আমাদের অনেকেরই ছিলনা,
তবে দুর্ভাগ্যের দেয়ালটা দুর্ভেদ্যও ছিলনা।

তেমন সত্য হয়ে উঠুক শেষের এই লাইন তিনটি -------
কষ্টের ছোট ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।

শুভেচ্ছান্তে ।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: এমনটাই যেন হয় সবার জীবনে।

প্রাপ্তি সুখের উল্লাসে ভেসে যাক সব। অনেক অনেক শুভ কামনা।

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

শামছুল ইসলাম বলেছেন: শুভেচ্ছা নববর্ষের।

সুন্দর কথামালায় গাঁথা কবিতা।

আজ সকালে ধুলোমাখা ক্যালেন্ডারটা দেয়াল ছেড়ে কোথায় যে হারাল, কেউ জানেনা, অথচ গতকালও ওর কত খাতির-যত্ন ছিলঃ

//ধুলোমাখা ক্যালেন্ডারটা দেয়াল ছেড়ে কাল চলে যাবে,
দেয়ালটা শূন্যই থাক, আপত্তি নেই তবে-
সাথে নিয়ে যাক পুরনো সব কষ্ট আর অপ্রাপ্তি।
পেছন ফেলা আসা বন্ধুর পথটা ইতিহাসই হোক,
কোন দিন না হয় আসর জমিয়ে গল্প করা যাবে। //


ভাল থাকুন। সবসময়।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
কবিতার আঙিনায় কিছু উৎসাহ দিয়ে গেলেন। আন্তরিক কৃতজ্ঞতা রইল।


নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা।

নতুন বছরের শুভেচ্ছা রইল।
ভাল থাকবেন।

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৮

তুষার আহাসান বলেছেন: "কষ্টের ছোট ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।"
শুভ কামনা অশেষ।
কবিতায় +

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ তুষার ভাই, ভাল লাগল আপনাকে দেখে।

নতুন বছরের শুভেচ্ছা। ভাল থাকবেন।

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

নীলপরি বলেছেন: খুব খুব ভালো লাগলো পড়তে । আপনার জন্য শুভকামনা রইল ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম আপনার মন্তব্যে।
অনেক অনেক ভাল থাকবেন।

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আশাবাদী লেখা। শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই, আশার মাঝে আরও আশা দিয়ে গেলেন।
শুভ কামনা রইল।

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার প্রতিও অজস্র শুভেচ্ছা।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল আপু আপানকে দেখে।
ভাল থাকবেন হাসি আর আনন্দের মেলায়।

৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন কথামালা। মুগ্ধ হলাম কবি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল লাগল বেশ আপনাকে দেখেও।
একরাশ আনন্দের বাতাস দিয়ে গেলেন।
আন্তরিক শুভেচ্ছা।

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: দারুন বলেছেন, তবে কোন ছন্দে লিখা বুঝিয়ে দিলে আমার উপকার হতো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই আমি কবিতা লিখি বা বলা যায় হয়ে যায় কিছুটা কবিতার মত, তবে আমি কবি নই।

৩৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা ,খুব ভাল লেগেছে
নতুন বছরের শুভেচ্ছা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: আপু কবিতার আবেদনের আসন টা আরও উপরে তুলে দিলেন। আপনার উপস্থিতি আমাকে সন্মানিত করেছে।
অনেক অনেক ভাল থাকবেন।

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর কাটুক হাসি আর আনন্দ নিয়ে।

৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১

খেয়ালি দুপুর বলেছেন: "ধুলোমাখা ক্যালেন্ডারটা দেয়াল ছেড়ে কাল চলে যাবে,
দেয়ালটা শূন্যই থাক, আপত্তি নেই তবে-"
চমৎকার কবিতা! নতুন বছরের শুভেচ্ছা সহ শুভকামনা অনেক।

০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগল আপনাকে দেখে। ভাল থাকবেন।

নতুন বছরের প্রতিটা দিন জড়িয়ে থাক হাসি আর আনন্দে।

৪০| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: নতুন বছর, নতুন স্মৃতি তৈরির উৎসব।

শুভেচ্ছা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছর, নতুন স্মৃতি তৈরির উৎসব।
আর এ উৎসব জুড়ে থাকুক হাসি আর উচ্ছলতার জোয়ার, আর তাতে ভেসে যাই যেন আমরা সবাই।
ভাল থাকবেন, অনেক অনেক শুভ কামনা।

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: বলার কিছু নেই।শুধু বলবো আগামীর শুভেচছা রইলো.......

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার জন্য ও রইল উজ্জ্বল আগামীর শুভেচ্ছা।

৪২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ , চমৎকার !! কেমন জেন একটা বিষাদ , তারপরও অনেক আশার বানি । অনবদ্য সৃষ্টি !!
অনেক ভালো লাগলো কবি । :)

নতুন বছরের শুভেচ্ছা । যদিও দেরি হয়ে গেলো । :D

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: প্রিয় আপু :) খুশি হয়ে গেলাম আপনাকে দেখে।
কিছু সময় কিছু মানুষের উপস্থিতি অনেক ভাল থাকার উপকরণ জোগায়,
আজ আপনি কিছু ভাল লাগার অনুভূতি রেখে গেলেন, অনেক অনেক কৃতজ্ঞতা।

৪৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

আনিস এ রহমান বলেছেন: অনেক ভাল লাগলো লেখাটা পড়ে কিছু ভাল লাগার অনুভুতি পেলাম
view this link

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

৪৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স!!!!!১১ হৃদয় ছুঁয়ে গেল।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.