নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে ব্লগে ৭ টি বছর হয়ে গেল

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২



ব্লগ শব্দটার সাথে পরিচয় প্রায় এক দশক হয়ে গেল, আর সক্রিয় ভাবে আছি আজ সাত বছর হয়ে গেল। এই সময়ের মাঝে কতবার আসা যাওয়া হয়েছে তার হিসেব নেই। বারবার এই চলে যাওয়া আর ফিরে আসার গল্পে অনেক স্মৃতি জমে যায় যা কখনো পুরনো হবার নয়।
এই লেখালেখির আসরে ভাল লাগার রেশ জীবনের প্রতিটি দিনের সাথে জড়িয়ে থাকে, সহ ব্লগারদের আন্তরিকতা উৎসাহে আজ এতদুর এগিয়ে আসা। প্রবাস জীবনের প্রথম অসহায় দিন গুলো কেটেছে এই ব্লগে, হয়তো সে জন্যই চলে গিয়েও বারবার ফিরে আসি কোন এক অজানা ভাল লাগার টানে।

সময়ের অভাবে অনেক কিছু লিখতে চাইলেও লেখা হয়ে ওঠেনা। প্রিয় ব্লগার দের নিয়ে অনেক লেখার ইচ্ছে আছে তবে সেটা পরবর্তী পোষ্টের জন্য তোলা থাক।




ভুল গুলো আকাশ ফালি করে শুদ্ধ জলের মেঘ ডাকছে মাটিতে।

নির্ঘুম রাত্রির জানালায়
অপেক্ষার শব্দরা অন্তিম নিঃশ্বাসে।
পৌষালী রাতের আধার কাটেনি,
আর শিস বাজেনি কেয়ার কাঁটায়,
বাতাস মেতে ওঠে হেলে দোলা খড়কুটোয়,
এখানে পালেরা হাল ছাড়েনি,
অঙ্গে জড়িয়ে নিথর শুদ্ধ জল পথিক ধরে শেষ প্রান্তের গান।

ফিরে আসা হবে, সুপ্ত প্রত্যাশার লাল আভা তাই বলে যায়,
সময়ের ব্যবধানে যদিও হিসেবেরা অগোছালো,
তবুও মনের পাড়ায় বিন্দু বিন্দু আলো, তোমার ফিরে আসার বিশ্বাসে।



মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৯

গেম চেঞ্জার বলেছেন: ৭ বছর কম সময় না!! ওয়াও!!


কংগ্রাচুলেশনস!! :)

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অভিনন্দন!

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অভিনন্দন।
আপনার কবিতাগুলো দারুণ।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

বিজন রয় বলেছেন: আমার এখানো দুই বছরও হলো না।

যাক. পোস্ট দিলেন শেষে!!

শুভেচ্ছা ও শুভকামনা।
ব্লগিং চলুক হাজার বছর।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৮

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা শেষ পর্যন্ত , অনেক অনেক ধন্যবাদ আপনাকে সব সময় পাশে থাকার জন্য।

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮

সুমন কর বলেছেন: প্রায় ৬ মাস পর পোস্ট দিলেন, তাও বর্ষপূতি হলো বলে ! না হলে, আমরা কি পোস্ট পেতাম !!

কেমন আছেন? আশা করি, ব্যস্ততা কাঁটিয়ে ব্লগে নিয়মিত হবেন।
কবিতা ভালো হয়েছে। এবং

ব্লগে ৭ম বর্ষপূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা......

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: কথাটা কিছুটা হলেও সত্য, যাইহোক অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

বিজন রয় বলেছেন: তবুও মনের পাড়ায় বিন্দু বিন্দু আলো, তোমার ফিরে আসার বিশ্বাসে।



এভাবেই তুমি বার বার ফিরে এসো, বার বার ফিরে আসবে।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১০

শামছুল ইসলাম বলেছেন: ৭ম বর্ষে পদার্পনের এই শুভ মূহুর্তে জানাই আন্তরিক অভিনন্দন।

'ফিরে আসা হবে নব উদ্যমে' কবিতায় যেন সেই কথারই অনুরণন।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা জানবেন, ভাল থাকবেন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন আর শুভকামনা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৯

হাসান মাহবুব বলেছেন: অভিনন্দনপার্ক!

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই

১০| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ৭ বছর ব্লগিং এর জন্য শুভেচ্ছা.........আপাতত যুগ পূর্তির অপেক্ষায়

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: হুমম , তবে ব্লগ চলতে থাক যুগের পর যুগ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

১২| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১২

প্রামানিক বলেছেন: ৭ বছর পূর্তিতে অভিনন্দন।

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ,



সপ্ত আসমানের বিশালতার মতোই এই সাত বছর সময় আপনি জুড়ে ছিলেন এবং আছেন ব্লগাকাশে । লাকী সেভেন ইয়ার্স । চিয়ার্স .............
আপনার ব্লগ জীবন আরো বর্ণাঢ্য হোক । হোক মধুময় ।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৭

নীলপরি বলেছেন: অভিনন্দন!

আবার আপনার লেখা পড়তে পেরে খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অভিন্দন বস B-)

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক ধন্যবাদ

১৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৫

ভ্রমরের ডানা বলেছেন: সাত বছর অনেক দিন!

অভিনন্দন! :D

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল থাকবেন , শুভেচ্ছা রইল

১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

আলোরিকা বলেছেন: অভিনন্দন ও শুভকামনা ।

' ফিরে আসা হবে, সুপ্ত প্রত্যাশার লাল আভা তাই বলে যায়,
সময়ের ব্যবধানে যদিও হিসেবেরা অগোছালো,
তবুও মনের পাড়ায় বিন্দু বিন্দু আলো, তোমার ফিরে আসার বিশ্বাসে।'

----- বর্ষপূর্তির কবিতাটি দারুণ আশাব্যঞ্জক ! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভাল থাকবেন

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

শায়মা বলেছেন: শুভ সাত বছর ভাইয়ু!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

সুলতানা রহমান বলেছেন: শুভেচ্ছা :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: একি সৌভাগ্য - যাক ভাল লাগল আপনাকে দেখে, অনেক অনেক শুভ কামনা রইল

২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

প্রথমকথা বলেছেন: অভিনন্দন। কবিতা পাঠে মুগ্ধ হলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, শুভ কামনা রইল।

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: কংগ্রাচুলেশন।

কবিতাটাও ভালো লেগেছে।

ভালেঅ থাকুন সবসময়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

রক্তিম দিগন্ত বলেছেন: কংগো কংগো। দীর্ঘ সময় ধরে ব্লগে থাকায় শুভেচ্ছা।


আরো ৭এর গুনিতক বছর থাকুন ব্লগের সাথে। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সপ্তম বর্ষপূর্তির জন্য রইলো আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা......
আপনার সাত বছর হলো, আর আমার আজই হলো ব্লগে প্রথম বর্ষপূর্তি। এ নিয়ে একটা সালতামামী পোস্টও দিয়েছি।
কবিতার শেষ স্তবকটা চমৎকার হয়েছে, অনেক মায়াভরা অভিব্যক্তি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা জানবেন, ভাল থাকবেন।

২৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১:০২

সচেতনহ্যাপী বলেছেন: আজই চোখে পড়লো!! অনিয়মিত বলেই বোধহয়।। কেমন আছেন।। ব্লগে আপনাদের দেখেই তো, আমাদের আগমন।।
শুভকামনা রইলো ভাই আর স্বাগতমও।।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, আছি ভাল, আপনার জন্যও শুভেচ্ছা রইল।

২৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

মরুচারী বেদুঈন বলেছেন: ৭ ব.ছ..র! অনেক লম্বা সময়। তাহলেতো অনেক অভিজ্ঞতাসম্পন্ন।



যাদের হারিয়েছেন তাদের জন্য কষ্ট হয়?

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: হারানোর ব্যাথা সব সময় থাকে মাঝে মাঝে কেবল একটু ফিকে হয়।

অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.