নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

জলের তোড়ে ঘুম ডুবে যাক

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬



বদলে যাচ্ছে জল ঘাসের গল্প, খেয়া ঘাট আগের মতই আছে,
মাঝি নিঃশেষ হবার গান ধরেছে, তবে ভাসছে ভেলা আগের মতই ।
দিন ফুরোচ্ছে
থলেতে শুকনো বর্ষা, এখন আর ছাতার প্রয়োজন নেই,
কৃষ্ণচুড়ার রঙে ভাটা এসেছে,
আর চলছে তোমার ঠোঁট জ্যোৎস্না জাগার পথে।
জলের তোড়ে ঘুম ডুবে যাক,
আমি নির্ঘুম রাতের পৃষ্ঠায় তোমায় রাখব
আরও একবার পড়ব বলে।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৬

ফারিহা নোভা বলেছেন: দারুন :)

১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

মাহবুবুল আজাদ বলেছেন: :P হে হে

২| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:২২

স্বপ্ন সতীর্থ বলেছেন: ভাল লাগল

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল।

৩| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জানবেন ।

৪| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার।

শুভকামনা রইলো।

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা জানবেন, সদা হাসি আনন্দে ভরে থাকুক প্রতিটি দিন।

৫| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১০:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ছোট করে অনেক কিছুর ব্যাখ্যা দিয়েছেন নেস ভালো লাগলো। ++

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:২১

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার ভাল লাগার রেশ কবিতার আঙ্গিনা মুখরিত করে তুলল।

অনেক অনেক ধন্যবাদ।

৬| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: আমি নির্ঘুম রাতের পৃষ্ঠায় তোমায় রাখব
আরও একবার পড়ব বলে।

++++

১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল বেশ, আন্তরিক শুভ কামনা রইল, ভাল থাকবেন।

৭| ১৪ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

তারছেড়া লিমন বলেছেন: ভাললাগা রইল..............

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক ভাল লাগা রইল, ভাল থাকবেন।

৮| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: আমি নির্ঘুম রাতের পৃষ্ঠায় তোমায় রাখব
আরও একবার পড়ব বলে।
- চমৎকার কথা দিয়ে হৃদয়গ্রাহী শৈলী্তে কবিতার সমাপ্তি টেনেছেন।
'লাইক', + +।

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্যটিতেও অসংখ্য লাইক , ভাল লাগা জানবেন।

৯| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৪

উম্মে সায়মা বলেছেন: আমি নির্ঘুম রাতের পৃষ্ঠায় তোমায় রাখব
আরও একবার পড়ব বলে।

অসাধারণ। +

১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা রইল।

১০| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কবিতা নিয়ে এলেন এবং সুন্দর হয়েছে।

শুভ রাত্রি।

১৫ ই মার্চ, ২০১৭ সকাল ৭:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।

১১| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬

বিজন রয় বলেছেন: চমৎকার! সেই আগের মতোই আবহ, প্লেলব, মোহনীয় আর স্পর্শী।

থলেতে শুকনো বর্ষা......... কথাটি মনে ধরেছে।

কতদিন পর পোস্ট দিলেন বলেন তো!!
লিখুন, লিখুন, আমাদের বঞ্চিত করেন কেন?

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা আবার ফিরলাম। কেমন আছেন?

১২| ১৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর তো। ধন্যবাদ কবি।

১৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। ভাল থাকবেন।

১৩| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৩

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৪| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: আর চলছে তোমার ঠোঁট জ্যোৎস্না জাগার পথে।এই লাইনি খুবই ভাল লেগেছে।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা উৎসাহ হয়ে রইল। ভাল থাকবেন।

১৫| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৫

মনিরা সুলতানা বলেছেন: আমি নির্ঘুম রাতের পৃষ্ঠায় তোমায় রাখব
আরও একবার পড়ব বলে

খুব ভালো লেগেচে !!

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ভাল থাকবেন।

১৬| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

শেয়াল বলেছেন: ভাল লেগেছে

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় খুশি হলাম , একরাশ শুভেচ্ছা জানবেন।

১৭| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩

জুন বলেছেন: খেয়া ঘাট আগের মতই আছে মাহাবুবুল আজাদ । আপনি শুধু নিয়মিত ব্লগ নদীটি পারাপারের জন্য ফিরে আসুন তাহলেই হবে :)
+

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৮| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,



" বদলে যাচ্ছে জল ঘাসের গল্প.."
এমনি করেই সব গল্পই বদলে বদলে যায় ! কৃষ্ণচুড়ার রঙেও ভাটা আসে ।

ভালো লেগেছে ।

১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা উৎসাহের জোগান দিয়ে গেলেন। শুভ কামনা জানবেন।

১৯| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৮

বিষাদ সময় বলেছেন: আধুনিক বাংলা কবিতা ভাল বুঝিনা। তবে কোন কোন কবিতা পড়ে ভাল লাগে। এই কবিতাটি পড়ে তেমনই লাগলো।

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগায় লেখার সার্থকতা।

২০| ১৬ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৩০

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা অগ্নি সারথি ভাই।

২১| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।

২২| ১৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

অতঃপর হৃদয় বলেছেন: পড়লাম। সুন্দর।

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

২৩| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুবই সুন্দর হয়েছে , পাঠে মুগ্ধ হলাম ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

২৪| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

ফেক রুধির বলেছেন: মাঝি নিঃশেষ হবার গান ধরেছে, তবে ভাসছে ভেলা আগের মতই ।
দিন ফুরোচ্ছে
থলেতে শুকনো বর্ষা, এখন আর ছাতার প্রয়োজন নেই

অসাধারণ এই লাইন গুলো। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।

৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

২৫| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ নীলপরি

২৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৪

রেজওয়ান তানিম বলেছেন: আরও ভাল প্রত্যাশিত আপনার কাছে। শুরুর দুই লাইনে কিছুটা কমতি চোখে লাগল

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার চোখ এড়ানো দায়, অনেক ভাল লাগল।

২৭| ০৫ ই মে, ২০১৭ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: ধন্যবাদ

২৮| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

মাহবুবুল আজাদ বলেছেন: দিলাম , কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.