নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

অতৃপ্ত বৃষ্টিতে ভুল ছিল জলের বর্ণনা

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০২



ভুল ছিল আলনার বর্ণনা, অগোছালো কাপড়ের ভাঁজ,
ভুল ছিল ছেড়া চিঠির বর্ণমালা , অতৃপ্ত ভাবের সাঁজ।
মুগ্ধ নয়নে ভুল ছিল , অপলক চেয়ে থাকা,
ভুল ছিল ক্যানভাসে, তুলি জলে ছবি আঁকা।
মেঘের আগে আঁচল ছিল, নকশি কাঁথার সুতো ছিল,
ভুল ছিল স্বপ্ন বোনায়, বৃষ্টি ছিল আলপনায়।
ভুল ছিল নীল জল, বালুচর, ভাঙে ঝিনুকের ঘর,
ভুল ছিল সৈকতে থাকা, অবিনাশী ঝড়ের পর।


Photo: Negombo Beach, Sri Lanka

মন্তব্য ৪৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:০৯

চিটাগং এক্সপ্রেস বলেছেন: সবই তো দেখি ভুল ছিল

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: কিছু করার নেই , :P । অনেক ধন্যবাদ

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। আরো লিখুন এবং অন্যদের লেখা পড়ুন মন্তব্য করুন

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু, ভাল লাগল - উৎসাহ জাগিয়ে গেলেন।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১১

বিজন রয় বলেছেন: ফিরে এলেন তাহলে।

ভাল লাগল আপনাকে দেখে।

কবিতা নিয়ে পরে কথা হবে।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১৪

মাহবুবুল আজাদ বলেছেন: ফিরে আসি বার বার, তারপরও কেন জানি থমকে যাই।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১২

সুমন কর বলেছেন: চমৎকার। অনেক দিন পর, ব্লগে এলেন। ব্যাপার কি !! কোথায় ডুব দেন !!
+।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: আর বইলেন না ভাই, নানাবিধ ব্যস্ততায় দিন পার হয়ে যাচ্ছে, আজ কাল করে করে আর ব্লগে লেখা পাবলিশ করা হয়ে উঠে না।
এমনিতে লিখি, তবে তা ডায়েরীর মাঝেই থেকে যাচ্ছে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: ভুল ছিল নীল জল, বালুচর, ভাঙে ঝিনুকের ঘর,
ভুল ছিল সৈকতে থাকা, অবিনাশী ঝড়ের পর।
--

অপূর্ব লাগলো ।

এমন লেখা ডায়েরীর মাঝেই থাকলে কি করে হবে ? আমাদেরও তো একটু পড়তে দিতে হবে । হ্যাপী ব্লগিং ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: দেখা যাক নিয়মিত হবার প্রবল ইচ্ছা আছে, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মাহবুবুল ভাই, আপনার পোস্ট দেখেই ঢুকলাম। এতদিন কোথায় ছিলেন? মিস করেছি।

এতদিন পর এসে একটা সোনার খণ্ড দিয়ে গেলেন। জানি না নিয়মিত হচ্ছেন কিনা; নিয়মিত হোন।

শুভেচ্ছা রইল।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৩৯

মাহবুবুল আজাদ বলেছেন: এতটা সন্মান পাবার যোগ্য মনে করিনা নিজেকে তারপর আপনার আন্তরিক মন্তব্য হৃদয় ছুঁয়ে গেল, ভাল থাকবেন প্রিয় ব্লগার।
আশা করি নিয়মিত হব।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, কেমন আছেন?

আন্তরিক শুভ কামনা রইল ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!


আপনি কেমন আছেন ভাই ?

০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৩

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যস্ততার মাঝে ভাল থাকা ।

৯| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৩

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




অনেকদিন ভুলে থেকে এলেন এখানে , তাও আবার সব ভুল নিয়ে !

আসলে -----------
ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায় যা লেখা
ভুল সবই ভুল ..................

ভালো লাগলো বেশ ।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: যা হয়ে গেছে হয়ে যাক ,
স্মৃতি গুলো ডুবে থাক -হোক তা একটু ভুল।

ভাল থাকবেন ।

১০| ০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫

বিজন রয় বলেছেন: কবির তো কখনো মন ভরে না, তাই তার সবকিছুতেই ভুল থেকে যায়, কবির অভাবের শেষ নেই।

এসব নিয়ে একটি কাব্যময় পরিবেশ সৃষ্টি করেছেন।
যা আপনি বরাবরই করে থাকেন।

জয়তু কবি ও কবিতা।

শুভকামনা সবসময়ের।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: উৎসাহ উদ্দীপনার একটা জোয়ার থাকে আপনার কথায়,
কোন ভাবেই হেলা করা যায়না,

অনেক অনেক ভাল লাগা জানবেন।

১১| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল।

১২| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫০

উম্মে সায়মা বলেছেন: ভুল সবই ভুল... ভুলে ভরা আমাদের জীবন। ভালো লাগল ভুলকাব্য।

শুভ কামনা মাহবুবুল আজাদ ভাই।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ , ভাল থাকবেন ।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১

আরজু পনি বলেছেন: লগইন করবো কি করবো না ভাবতে ভাবতেই চোখে পড়লো ভুল সবই ভুল!!
অনেক সুন্দর!

০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ , ভাল থাকেবন ।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৩

এফ.কে আশিক বলেছেন: ভুল সবি ভুল...
কবিতা ভালো লেগেছে +++

০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১

সালমান মাহফুজ বলেছেন: মনোমুগ্ধকর ! পদ্য এবং ফটো দুটোই ।

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাল লাগায় আমিও মুগ্ধ হলাম, ছবিটা শ্রীলংকায় তোলা, সুযোগ থাকলে বেড়াতে যাবেন,অনেক ভাল লাগার মত একটা জায়গা।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সালমান মাহফুজ বলেছেন: হুম । সুযোগ যদি আসে । আপনাকে প্রতিধন্যবাদ ।

০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: বেস্ট অফ লাক :)

১৭| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৫

কথাকথিকেথিকথন বলেছেন: ছোট কাব্যে সুন্দর ঝাঁজ । ভাল লেগেছে ।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভকামনা, ভাল লাগল।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: বেশ মিষ্টি কিছু ভুল !
লেখায় ভালোলাগা ।

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা ভাল বলেছেন ।

১৯| ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৩

জেন রসি বলেছেন: কবিতাটা পড়ে বেশ আরাম পাচ্ছিলাম। :)

০৯ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ রইল ভাই।

২০| ১৬ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৫৫

শব্দমিস্ত্রি বলেছেন: অসাধারণ!

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২১| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।

২২| ২৬ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাকু হাসান বলেছেন: সহজ ভাষা..আরামদায়ক উপস্থাপণা ......আবৃত্তি করতে করতে পড়লাম .......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.