নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

জীবন, শেষ হবার উপসংহারে সমাপ্ত কেবল কল্পনা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬



গভীর রাতের গহীন কিছু গল্প, অকারনে ঘুমিয়ে থাকে,
পাথর চাপা কষ্টের মত,
আমি চোখ মেলে থাকি, ভোরের ঝরা ফুলের অসহায় দৃষ্টিতে।
যদিওবা কেউ কুড়িয়ে নেয়, বা মাড়িয়ে যায়,
আমি তো নিথর জীবনের শব্দ।
প্রতিদিন ঝরে যাই,
রয়ে যাই ভাবহীন কবিতায়, অসমাপ্ত উপন্যাসে,
শুধু লেখা হয়, শেষ হবার উপসংহারে সমাপ্ত কেবল কল্পনা।




২৪/০৯/২০১৭
কলকাতা।

মন্তব্য ৪৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৩

নীলপরি বলেছেন: স্বপ্নময় কবিতা ভালো লাগলো ।

শুভকামনা ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। নিরন্তর ভাল থাকা হোক ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

ওমেরা বলেছেন: খুব সুন্দর !!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: শুভ কামনা রইল।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল কবিতাটি।
শুভ কামনা রইল কবি।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইল ভাই।


ভাল থাকুন নিরন্তর ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৪

ফারিহা নোভা বলেছেন: ব্যাপুক হইছে :P

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: জী ম্যাডাম আনন্দিত হইলাম।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

ভ্রমরের ডানা বলেছেন:


মানুষের আজন্ম হাহাকার চিরদিন বেচে থাকার। প্রত্যেক মুহূর্ত জুড়ে অসম্ভব সব সম্ভবনা... হয়ত বঞ্চিত হয়ত নয়... এ এক রহস্য...


চমৎকার লিখেছেন!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর একটা কথা বলেছেন।

সম্ভাবনায় স্বপ্ন গুলো বেঁচে থাকে সুন্দর আগামীর আশায় ।

ভাল থাকবেন ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই ।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক শুভ কামনা জানবেন ।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর কথাগুলো

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ শুভকামনা জানবেন ।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগার মত

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ , ভাল থাকবেন ।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতা ভাল লেগেছে । মর্মস্পর্শীর সুন্দর দৃশ্যপট ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা জানবেন ।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ ভাল লাগা আপনার জন্যও রইল, ভাল থাকুন।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাখানি বেশ ভাল লাগল।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার মাহমুদুর রহমান সুজন

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

এম ডি মুসা বলেছেন: বেশ ভাল লাগল সত্য কথা এমনটাই ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা , অনেক অনেক ধন্যবাদ ।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগেছে +



শুভ কামনা রইল কবি ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: একরাশ শুভ কামনা , আপনার মন্তব্য সব সময়ই উৎসাহ দেয়, ভাল থাকবেন ।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:৫৬

মলাসইলমুইনা বলেছেন: চমৎকার !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত :)

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

জুন বলেছেন: মন ছুয়ে গেল আপনার দুঃখ ভারাক্রান্ত কবিতাটি পাঠে ।
+

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।

ভাল থাকবেন ।

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: মাহবুবুল আজাদ ,




এ জীবন প্রতিদিন ঝরে যাবার,
এ জীবন গহীন কিছু গল্প নিয়ে আবার
ফিরে ফিরে আসে রাত্রির মধ্যযামে ।


এমন একটা গল্প লিখে গেলেন কিছু লাইনের বিশাল কবিতায় ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার মন্তব্য এতটাই গভীর,
আমি যতটা ভাবি তার চেয়েও বেশি অর্থ বহন করে।

অসংখ্য ধন্যবাদ।

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: আমি চোখ মেলে থাকি, ভোরের ঝরা ফুলের অসহায় দৃষ্টিতে।
যদিওবা কেউ কুড়িয়ে নেয়, বা মাড়িয়ে যায়,
আমি তো নিথর জীবনের শব্দ।
প্রতিদিন ঝরে যাই,
রয়ে যাই ভাবহীন কবিতায়, অসমাপ্ত উপন্যাসে
- খুব সুন্দর বর্ণনা দিয়েছেন কিছু অনুভূতির। চমৎকার!
কবিতায় ভাল লাগা + +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার উপস্থিতি আলোকিত করে গেল সব।

অনেক অনেক ধন্যবাদ ।

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কাব্য, হৃদয় গভীর থেকে গভীরে যেন কবিতার শব্দগুলোর বসবাস, ঝরে পড়েছে কবির কলম থেকে।

অনেক অনেক ভালো লাগা রইল কবিতার প্রতিটি লাইনে, শব্দে।

শুভকামনা প্রিয় কবির জন্য

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:০২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ অ শুভ কামনা জানবেন।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

উম্মে সায়মা বলেছেন: কবিতা ভালো লেগেছে....

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৮:০২

মাহবুবুল আজাদ বলেছেন: :) ভাল লাগা

২১| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

মিরোরডডল বলেছেন: anek shundor
kothai jeno niye gelo kichukkhoner jonne

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

২২| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩০

মিরোরডডল বলেছেন: I just sent a post but cannot see it anywhere
I have no idea what did I do wrong
Can anyone please tell me what can be the reason

০২ রা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫২

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে কি প্রথম পাতায় এক্সেস দেয়া হয়েছে?

২৩| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

এম আর তালুকদার বলেছেন: অনিন্দ্য ।

০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২৪| ০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

এম আর তালুকদার বলেছেন: অনিন্দ্য ।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.