নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

ভ্রমণ বিষয়ক লেখা আহবান

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭



আমরা যারা ব্লগে, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করি তাদের মধ্যে যারা ভ্রমণ নিয়ে লিখেন- আপনাদের কাছ থেকে লেখা আহবান করছি যা দিয়ে ভ্রমণ সংকলনের একটি বই প্রকাশ করা হবে আমাদের স্বেচ্ছায় ও স্বউদ্যোগে । এটি কোন বানিজ্যিক প্রকাশনা নয়। এ থেকে যে পরিমাণ অর্থ লাভ হবে তা সম্পূর্ণ ব্যয় করা হবে নানাবিধ সামাজিক কল্যাণ ও উন্নয়ন মুলক কাজে।
বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৮, অমর একুশে বইমেলা ২০১৯, কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০১৯ ও বিভিন্ন দেশে অনুষ্ঠিত ২১ শে বইমেলা কে সামনে রেখে প্রকাশিত হবে এই ভ্রমণ কাহিনীর সংকলন। এই সংকলনে ঠাই পাবে আপনাদেরই ঘুরে বেড়ানো কোন এক ভ্রমনের গল্প। প্রতি বছর দুটি প্রকাশনা হবে।
যারা লিখতে আগ্রহী * তারা কমপক্ষে ১০০০ শব্দের লেখা পাঠাবেন সাথে ৪-৬ টি ছবি। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আর যোগাযোগের ঠিকানা। আর লেখাটি অনলাইনে কোথাও প্রকাশ করে থাকলে তার অনলাইন লিংক।

লেখা পাঠাবেনঃ [email protected]
*শর্ত প্রযোজ্য

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


পয়সাগুলো সামাজিক কাজে ব্যয় না করে, লেখকদের দেবেন; তা;হলে ভালো লেখা আসবে, না হয় লিলিপুটিয়ান লেখা আসবে।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১১

মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা ভাল আইডিয়া দিয়েছেন।

২| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লেখার জন্য সম্মানী একটি বিরাট ব্যাপার। ছাত্র জীবনে আমি ইত্তেফাক আর জনকণ্ঠ থেকে যে সম্মানী পেতাম তা আমার আজীবন মনে থাকবে।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: সেটা তো অবশ্যই একটা ভাল লাগার বিষয়।
তবে এখানে ব্যাপারটা ভিন্ন আমি বলেই দিয়েছি স্ব-উদ্যোগে সংকলনের প্রকাশনা টা হবে।

আমি নিজে তো প্রকাশক না, তাহলে ব্যাপারটা একটু অন্য রকম ভাবে চিন্তা করতাম। এখানে আমি শুধু সম্পাদনা আর ছাপানোর যাবতীয় কাজের দায়িত্ব নিচ্ছি।

৩| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর একটা ভ্রমণ সংকলন হবে।

চেষ্টা করব লেখা পাঠাতে।

০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই আশা করছি যথাসম্ভব ভাল কিছু হবে।

৪| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শায়মা বলেছেন: তবে আমার দেশ রাঙ্গামাটি ভ্রমনটাই পাঠিয়ে দেই ভাইয়া! :)

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অবশ্যই , আন্তরিক ভাবে স্বাগতম ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৪

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।
............................শুভ নববর্ষ।
.........ব্লগে স্বাগতম।

৬| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: ভাল উদ্যোগ, প্রশংসনীয়। চাঁদগাজী'র মন্তব্যটাও ভাল।
লেখা পাঠানোর শেষ সময়সীমা কি পার হয়ে গেছে?

১৮ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: সময়সীমা পার হয়নি, এখনো ইচ্ছে করলে পাঠাতে পারবেন। যাই হোক কেমন আছেন?

৭| ০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:১৬

পলক শাহরিয়ার বলেছেন: প্রশংসনীয় উদ্যোগ। এখন কি লেখা পাঠানো যাবে?

০২ রা জুলাই, ২০১৮ রাত ৯:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: হ্যা পাঠাতে পারেন

৮| ০৩ রা জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩

পলক শাহরিয়ার বলেছেন: আমি একটা লেখা পাঠিয়েছি। আশা করি আপডেট জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.