নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

সন্নিহিত সাঁঝের বেলা

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০২


গোধূলি তন্দ্রায় সূর্যের দেয়ালে কার ছায়া, তুমি কি বোঝ?
নাকি সন্ধ্যা ঘুম নব পল্লবের কোলে,
নির্জনতার আনন্দ খোঁজ।
দিনান্তে খুঁজতে খুঁজতে আমাদের প্রথাগত প্রেম,
উচ্চারিত হয়না আর কোন জলছবির সংসারে।
মৃদু হাসি, এখনো শীত ঠোঁটের কিনারায়,
কুয়াশা ভেঙ্গে আজ পথ কেমন ধূসর,
তবুও কোন গান নেই এই নিষ্প্রান পথে
মৃত বৃষ্টিরা বেমালুম ভুলে গেছে ঋণ পাতাদের অভিযোগ।

ভীষণ ব্যস্ত মেঘেদের দুয়ারে কোন পাহারা নেই,
সমান্তরাল জীবনের সুখ বিকেলের জন্য কিছু মেঘ ডাকি,
কে দেয় সাড়া, ইশারায় মহাকাল জুড়ে শুধু আধারের আলনা।
সেথায় প্রহর গোনা শব্দের রাত প্রণয়, শাড়ি দের গল্প গুনে,
আমাদের চেয়ে থাকা অস্পৃশ্য ভাষার বৈশাখে,
পৃষ্ঠা গুলো এলোমেলো পার্থিব সংজ্ঞার মলাটে ।
জীবন ঊর্ধ্বশ্বাসে ছুটছে স্বর্ণকারের শিখায়,
ছাঁচের মাঝে কোন খাঁদ নেই,
তবুও এক বিলীন স্রোতের বৃত্ত উপাসনার দিন,
আজ ভোর থেকে শুরু হয় আমার অচেনা তৃণ লতায়।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

বিজন রয় বলেছেন: শুভ গোধূলী, শুভ সন্ধ্যা।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: :) :) :)

২| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

বিজন রয় বলেছেন: দুঃখিত গোধুলি হবে।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

মাহবুবুল আজাদ বলেছেন: ওকে, তারপর কেমন আছেন ?

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

বিজন রয় বলেছেন: কবিতায় মুগ্ধতার পরশ ছড়ানো শিরায় শিরায়।
অনেকদিন পর এমন কবিতা পেলাম।

কিছু টাইপো আছে।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগার রেশ কিছুটা আপনি দিয়ে গেলেন,



হ্যা দেখেছি কিছু ভুল আছে।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

মাহবুবুল আজাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ, কেমন আছেন?


ভাল থাকা হোক নিরন্তর।

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: আরে এ যে দেখি আজ প্রিয় অতিথি আমার বাড়িতে, অনেক অনেক ভাল লাগা রইল।

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

তুতুন বলেছেন: সুন্দর

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা অপরিসীম,

ভাল থাকুন নিরন্তর।

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

রেইড ইন স্কাই বলেছেন: চমৎকার :D

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ,


ভাল থাকা হোক নিরন্তর।

৮| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম জীবনকে মসৃন করে! জীবনে প্রেম শাশ্বত!

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: আসলেই,

অনেক কিছুর বদলে দেয়। ভাল লাগল। ভাল থাকবেন।

৯| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

এস.এম এরফান বলেছেন: এত ভাল লাগার কবিতা, প্রিয়তে না নেওয়ার কোনই কারণ নেই।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২১

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

ভাল লাগার রেশ কবিতার আঙ্গিনা আরও সমৃদ্ধ করে গেল।

১০| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা!!!

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগা অফুরান।

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

রাকু হাসান বলেছেন:



বাহ,বৃষ্টিরা বেমালুম ভুলে গেছে .......চমৎকার লাইন । সবাই ছোট ছোট করে মন্তব্য করছে কেন ! :|| ..কিছু কবিতা থাকে পাঠকের মনে ছোঁয়া দিতে পারে অল্প কয়েকটা লাইন । আর কিছূ কবিতা সমস্ত কবিতা জুড়ে ভাল লাগা জুড়ে দেয় কবি,আর পাঠক সেটা অতি উল্লসিত হয়ে গ্রহণ করে নেয় ,যেন রত্ন পেয়েছে । এই কবিতাটি ও এমন লাগলো আমার । প্রিয়তে নিচ্ছি মাঝে মাঝে পড়বো ।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২২

মাহবুবুল আজাদ বলেছেন:



কবিতা পাঠে ও এত সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
ভাল থাকবেন।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: মায়াচ্ছন্ন কবিতা। ভাল লেগেছে। + +
প্রথম স্তবকটা বেশী ভাল হয়েছে। কবিতার শিরোনামটা সুন্দর, শিরোনামের সাথে ছবিটাও।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

মাহবুবুল আজাদ বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.