নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানী বন্ধু তাও আবার পান্জাবী

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩১




প্রথম যখন ওমানে এলাম আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করল এক বাংলাদেশী তাও আবার আমার নিজের জেলার লোক। বিমানের ভিতর থাকতেই অনাগত দিনের সংকীর্ন বাসস্থানের চিন্তায় আমার দম বন্ধ হয়ে আসছিল। বিদেশে শুনেছি একরূমে উপর নিচে করে কমপক্ষে দশ পনরো জন লোক থাকে। ভাবতেই আমার দম সত্যিকার অর্থেই বন্ধ হবার উপক্রম।

তো সেই অপরিচিত দেশী ভাই আমাকে যখন রিসিভ করলেন তখন বেলা প্রায় দুটো। তিনি এক হোটেলের সামনে গাড়ি থামালেন এবং দুপুরের খাবার কিনলেন । তবে সেটা শুধু নিজের জন্য।

এরপর আমাকে নিয়ে এলেন অফিসে । সেই অফিসের সাথে লাগোয়া একটি কক্ষই থাকার জন্য বরাদ্দ। দরজা নক করলেন দেশী ভাই। এক পান্জাবী দরজা খুলল। প্রায় ছয় ফুট। দেশী আমাকে বলল এটাই তোমার রুম। বিশাল এক রুম। মানুষ দুজন। এতএব আপাতত প্রানভরে শ্বাস নিতে পারার কথা কিন্তু বাদ সাধল ছয় ফুটের পান্জাবী। (চলবে)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: এতো ছোট পোস্ট দিয়ে হোমপেজ দখলের খুব কি দরকার আছে?

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: পোস্টের সাইজ বড় ছোট সেটা কী খুব গুরত্বপূর্ন ? যাহোক তবুও এরপর থেকে আপনার কথা মাথায় রেখে আরেকটু বড় করে লিখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.