নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানী বন্ধু তাও আবার পান্জাবী( ২)

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০

ছয় ফুটের পাকিস্তানীকে অনেক ভয়ে ভয়ে টেনেটুনে ইংরেজীতে বললাম ভাই আমি কিভাবে বাংলাদেশে কল করতে পারি ? সে বলল তার কোন আইডিয়া নেই। সে আমার দেশী ভাইকে কল দিল। আমাকে মোবাইল দিয়ে বলল কথা বলুন, আপনার দেশী। আমি দেশী ভাইকে বললাম বাড়িতে একটু কল করে জানাতে চাই যে আমি এখানে পৌছেছি। তিনি বললেন এখন না, হায়দার সাব আসলে তারপর। আমি বললাম হায়দার সাব কখন আসবেন ? তিনি বললেন হায়দার সাব মালেশিয়া গেছে , আসতে হয়তো সপ্তাহ খানিক লাগবে। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। কি বলে এ লোক? আমি বারবার অনুরোধ করার পর বলল ঠিক আছে অফিসের নাম্বার থেকে কল করতে পার কিন্তু এক মিনিটের বেশী কথা বলতে পারবে না।
আমি রাজি হলাম এবং এক মিনিট বাসায় কথা বললাম ।
এখন আমি জানি ওমান থেকে মাত্র একশ পয়সা (বিশ টাকা) খরচ করে ৫ মিনিট কথা বলা যায়। সেই দেশীর সাথে আজ প্রায় তিন বছর কাজ করছি।তিনি শিক্ষিত মানুষ, এক ছেলে ডাক্তার। আমি স্বল্পশিক্ষিত মানুষ, ছোট চাকরী করি, ওনাকে সালাম দিতে মন চায় না।
আরেক দেশী নাম ইমতিয়াজ, বিকাল বেলায় দুপুরের খাবার দিয়ে গেল। তবে এ ভাইয়ের সাথে কথা বলে আমার ভয়টা দূর হল । মনে হল কোন সমস্যা হলে এ ভাইয়ের কাছে বলা যাবে।
কিন্তু আমার রুমমেট যে পাকিস্তানী তাও আবার পান্জাবী । কখন কোন ফাসাদ হয় এ ভয়ে আমি তটস্থ।কারন কাছাকছি আর কোন লোক নেই । এ যদি আমারে আছাড় মারে আমার কিছু করার নেই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:

ওখানে কি করছেন?

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


যেভাবে লিখেছেন, পাকী তো আপনার রুমমেট বা এই ধরণের কিছু, বন্ধু বলছেন কেন?

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: এখানে চাকরী করি । বন্ধু হওয়ার কাহিনী সামনে ।

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫২

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ভাল মন্দ সবর্ত্র

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

আদম_ বলেছেন: সালাম দিতে হবে কেন বদমাশটাকে? পারলে পাছায় একটা লাথ্থি লাগান। আপনার লেখা ভালো লাগছে। সাথে আছি। প্রতিদিনই পোস্ট চাই।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: কি আর করা ভাই মুরুব্বী মানুষ। আবার চাকুরীতে তার পদটা উপরে আমার পদটা নিচে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.