নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

সে গান বাজানো শুরু করল " জিনে পাকিস্তান"

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

রূমমেট হিসাবে পাকিস্তানীটা খুব একটা খারাপ ছিল না। আর সেটা বোধ হয় আমি নিশ্চুপ স্বভাবের হওয়ার কারনে। কথায় কথায় বসের নিকট বিচার নিয়ে যাওয়া বা ঝগড়া করাটা আমার স্বভাবের বিপরীত। যথাসম্ভব চেষ্টা করি মেনে নিতে। কিন্তু দুটো বিষয় নিয়ে লাগল গন্ডোগল। প্রথমটা হল মুক্তিযুদ্ধ। আমি বললাম তোমার জাতি একাত্তরে বাঙালীদের উপর জুলুম নির্যাতন করেছে। সে বিশ্বাসই করে না। আসলে তাদের সিলেবাসে এ বিষয়টার তেমন কোন উল্লেখ নেই। আমি তাকে একাত্তরের অনেকগুলো ভিডিও ইউটিউব থেকে দেখালাম। বেটা বলে কিনা এসব বানোয়াট। আসলে ইতিহাস বিষয়ে তার কোন জ্ঞানই ছিল না।

তার উপর পান্জাবী টাইপ একগুয়েমি তো ছিলই। একটি বিষয় আমি এখানে দেখেছি, আর তা হল পাকিস্তানের অন্য এলাকার লোকজন পান্জাবীদের কম পছন্দ করে। তবে পাকিস্তানের শাসন ক্ষমতা বরাবরই মূলত পান্জাবীদের হাতে। যাই হোক প্রতিদিন অফিস ছুটির পর সে গান বাজানো শুরু করল জিনে পাকিস্তান, আর আমি বাজালাম আমার সোনার বাংলা। চল চল চলও বাজাতাম। এরপর শুরু হত বাঙালী পাকিস্তানী তর্ক। তবে আমি আতংকিত থাকতাম কখন আমাকে মেরে বসে। তাই তর্কের প্রথমেই বলতাম তোমার সাথে তো তর্ক করা যাবে না , কেননা তুমিতো যুক্তিতে না পারলে আমাকে মারা শুরু করবে। সে তখন শপথ করতো যে আমাকে মারবে না। এরপর শুরু হত তর্ক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.