নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

আওয়ামিলীগে তেইশ সঙ্গে এক ফাউ হাসিনার বেয়াই

২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

এ খেলা কি সহজে বন্ধ হবে ? সাকা মুজাহিদের রায় কার্যকর হয়ে গেল। আরো হয়তো কিছু রায় হবে। কিন্তু আওয়ামিলীগ কি চিরদিন ক্ষমতায় থাকবে ? উত্তর পজেটিভ হলে তো সমস্যা নেই, কারন যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে কিন্তু যদি বি এন পি ক্ষমতায় আসে তবে আওয়ামিলীগের কয়েকটারে তো না ঝুলায়ে ছাড়বে না।

আর যেভাবে চেতনার কারনে আমাদের কাদের সিদ্দীকি সাহেব রাজাকার হয়ে গেল সেভাবে না জানি আরো কত রাজাকারের পয়দা হয়।
এক ভাই ইতিমধ্যে আওয়ামিলীগের রাজাকারে লিস্টও প্রস্তুত করে ফেলেছেন।
১.অ্যাডভোকেট কামরুল ইসলাম:

২.লে.কর্ণেল (অব) ফারুক খান:
৩.ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন:
৪.অ্যাডভোকেট মোসলেম উদ্দিন:
৫. সৈয়দা সাজেদা চৌধুরী:
৬. সৈয়দ জাফরউল্লাহ:
৭. মুসা বিন শমসের:
৮. মির্জা গোলাম কাশেম:

৯. এইচ এন আশিকুর রহমান:
১০. মহিউদ্দিন খান আলমগীর:
১১. মাওলানা নুরুল ইসলাম:
১২. মজিবর রহামান হাওলাদার:
১৩. আবদুল বারেক হাওলাদার:
১৪. আজিজুল হক:
১৫. মালেক দাড়িয়া:
১৬.মোহন মিয়াঃ
১৭. মুন্সি রজ্জব আলী দাড়িয়া:
১৮. রেজাউল হাওলাদারঃ
২০৩ জন রাজাকার, আল বদর, আলশামসসহ গত ১ এপ্রিল প্রকাশিত কোটালিপাড়ার যুদ্বাপরাধীর তালিকায় রয়েছে। তিনি
১৯. বাহাদুর হাজরাঃ
২০. আ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারঃ
২১. হাসেম সরদার:

২২. আবদুল কাইয়ুম মুন্সি:
২৩. নুরুল ইসলাম-নুরু মিয়া:
তো আর দেরি কেন-প্রধানমন্ত্রীর বেয়াই মোশাররফকে দিয়েই শুরু হোক।
বি এন পি তে তো আওয়ামিলীগ এক সাকারেই খুজে পাইল। কিন্তু আওয়ামিলীগে তেইশ সঙ্গে এক ফাউ হাসিনার বেয়াই।
এ ভাই আবার রাজাকারের সাক্ষী দলিলও উপস্থিত করে ফেলেছেন, যা স্কাইপি আদালতের জন্য যথেষ্ঠ হবে। আর না হলেও কি হবে জিয়ার সৈনিকরাতো থাকছেই, তারা শাহবাগ মোড় দখল করে নিলে খালেদার মন ছুটে যাবে সেখানে, তখন নতুন আইন হবে।

চেতনার এ খেলা চলছে চলবেই।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

ফারুক এহসান বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার যে মুলত রাজনৈতিক উদ্দেশ্য হাছিলের অপচেষ্টা তা আজ উম্মেচিত হয়ে গেছে

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সহমত

২| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

অগ্নিবীণা! বলেছেন: যুদ্ধাপরাধ বিচারের ইস্যুটি তে আওয়ামী লীগ বর্তমান কিছু সুবিধা পেলেও ভবিষ্যতে ইস্যুটি তাদের নিজেদের জন্য বেশি ক্ষতি হবে!
আর আওয়ামী লীগ এখন হয়তো ১০/১২ জন কে ফাসিঁ তে দিবে,কিন্তু ভবিষ্যতে তাদের দিতে হবে আরো কয়েক গুন!

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সেটাই ভাবছি। তবে যদি কাজটি আওয়ামিলীগই করে ফেলে তাহলে অন্তত বিষয়টার একটা ভাল পরিসমাপ্তি হবে। তবে সেটার আশা করছি না।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

খোলা মনের কথা বলেছেন: আজকের বিচার ব্যাবস্থা হল, বিচার মানি তাল গাছ আমার

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ঠিক বলেছেন ।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৮

অাব্দুল্লাহ তাহির বলেছেন: ঠিক এই ট্রাইব্রুনাল, এই কাঠামো.।.।।।এই সিস্টেম ! চলবে !

৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুমমমমমমমমমমমমমম।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৫

রিমিল হুদা বলেছেন: আমাগো সরকার বাহাদুর যে খেল শুরু করিয়াছেন তাহা যুগ যুগান্তর ধরিয়া চলিতে থাকিবে

২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ইহাই তো জাতির জন্য ভয়ংকর বিষয়।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

উচ্ছল বলেছেন: যুগান্তরে ফাঁসির দড়ি দেখি আওয়ামী নেতাদের দিকেই যাচ্ছে।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ঠিক বলেছেন ভাই। তবে এসব কিছু জাতির জন্য কল্যানকর নয়।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: আমার লেখাটা মনে হচ্ছে সরিয়ে ফেলা হয়েছে। কেউ জানলে অনুগ্রহপূর্বক জানাবেন কিভাবে আমি বিষয়টি নিশ্চিত হব ?

১০| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০

মোঃ সালহউদ্দিন নাসিম বলেছেন: মাননীয় স্পিকার এদেশে নতুন একধরনের ডিজিটাল মেশিন আবিষ্কৃত হয়েছে, যার একপাশ দিয়ে রাজাকার ঢুকিয়ে দিলে, অন্য পাশ দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়। সেই মেশিনের নাম----------------------

১১| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সেই মেশিনের নাম..............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.